Tour Hunt BD

Tour Hunt BD Your trusted travel partner.....
(10)

07/11/2024

আলহামদুলিল্লাহ ❤️
অভিনন্দন Tammat Bil Khoar 🇧🇩

01/11/2024

যেখানে এক গ্রামে দু'জন মাত্র মানুষ বসবাস করে!🇧🇩❤️

শুভ সকাল ❤️
21/10/2024

শুভ সকাল ❤️

আগামী ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত অনিবার্য কারনে বান্দরবান ও রাঙ্গামাটি জেলা ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ⛔য...
06/10/2024

আগামী ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত অনিবার্য কারনে বান্দরবান ও রাঙ্গামাটি জেলা ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ⛔

যাঁরা ওদিকে প্রোগ্রাম করছেন, খোঁজ খবর নিয়ে যাওয়ার অনুরোধ রইলো।

28/09/2024

বৈরি আবহাওয়া ও পাথর সরানোর জন্য খৈয়াছড়া ঝর্না সাময়িক বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের!
সূত্রঃIndependent tv

27/09/2024

খৈয়াছড়া ঝর্নায় পানির সাথে পাথর ভেঙ্গে পড়ে একজন নিহত!

(২৭/০৯/২৪)

বিশ্ব পর্যটন দিবস-২০২৪।পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটুকএগিয়ে যাক দেশীয় পর্যটন শিল্প। সকল কে পর্যটন দিবসের শুভেচ্ছা। Tour...
26/09/2024

বিশ্ব পর্যটন দিবস-২০২৪।
পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটুক
এগিয়ে যাক দেশীয় পর্যটন শিল্প।

সকল কে পর্যটন দিবসের শুভেচ্ছা।

Tour Hunt BD
Tour Hunt BD-ট্যুর হান্ট বিডি
Travelerz.BD

৭ম বর্ষপূর্তির শুভেচ্ছা, সুপ্রিয় ট্রাভেল গ্রুপ-Tour Hunt BD-ট্যুর হান্ট বিডি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা❣️গ্রুপের সকল দায়িত্বশ...
09/09/2024

৭ম বর্ষপূর্তির শুভেচ্ছা, সুপ্রিয় ট্রাভেল গ্রুপ-
Tour Hunt BD-ট্যুর হান্ট বিডি

শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা❣️
গ্রুপের সকল দায়িত্বশীলদের প্রতি। যাঁদের মেধা, পরিশ্রম ও সুনিপুন নেতৃত্বে গ্রুপটির পথচলা সাত পেরিয়ে আটে পড়লো!

গতানুগতিক ধারায় গা না ভাসিয়ে, সুস্থ ধারায় এ অগ্রযাত্রা চলমান থাকুক। দেশের পর্যটন বিকাশে এগিয়ে যাক।

এই প্রত্যাশা এবং দোয়া কামনা.........

সেন্টমার্টিন নিয়া যাদের ব্যাপক টেনশন!এইলন ঔষধ। খায়া ঘুম দেন😎
05/09/2024

সেন্টমার্টিন নিয়া যাদের ব্যাপক টেনশন!
এইলন ঔষধ। খায়া ঘুম দেন😎

সেদিন সদ্যজাত ভাতিজা কে নিয়ে এমন পরিস্থিতি আমাদেরও হয়েছিলো। আগেরদিন যে ঘরে দু-চারজন স্বজন আশ্রয় নিয়েছিলো, পরদিন সকাল হতে...
29/08/2024

সেদিন সদ্যজাত ভাতিজা কে নিয়ে এমন পরিস্থিতি আমাদেরও হয়েছিলো। আগেরদিন যে ঘরে দু-চারজন স্বজন আশ্রয় নিয়েছিলো, পরদিন সকাল হতে না হতে সে ঘরের লোকজনই বিপদগ্রস্ত! প্রথমে সিদ্ধান্ত ছিলো ভাতিজা ও তার মাকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হবে। পরিস্থিতি ভয়াবহ উপলব্ধি করে আম্মাকেও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো।

ততোক্ষনে গ্রামের বড় রাস্তায় কোমর সমান পানি, কোথাও যা বুক সমান। বাবুকে নিয়ে বিপদ সবার টেনশন। তার নিরাপত্তার কথা চিন্তা করে নৌকায় বিষয়ে জোর দিলাম। ফোনে ছোটবোন, ছোটভাই, আমি আর স্পটে দুই ভগ্নীপতি। আরেক ভগ্নীপতির কোন খবরও পাচ্ছিলাম না তখনো।

দুই ভগ্নীপতি, আমরা বিভিন্নভাবে নৌকা ম্যানেজ করার আপ্রান চেষ্টা করেও যখন নৌকা পেলাম না, মাথায় আসলো বাবা একটা প্লাস্টিকের বাথটাব কিনে ছিলেন তালহার জন্য। সেটিতে নৌকার মতো ভাসিয়ে নেওয়া যায়! পরে অবশ্য রিস্ক নিয়ে ভগ্নীপতিদ্বয় বাচ্চাকে কোলে নিয়ে, ভাইয়ের বউ এবং আম্মাকে নিয়ে কোমর সমান পানিতে হেঁটে হেঁটে মহাসড়কে গিয়ে উঠলেন।

আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম, ফোনের অপরপ্রান্ত থেকে! আল্লাহ পাক আমার পরিবারকে এবারের মতো বাঁচিয়ে দিলেন।

আরেক বোনের খবর পেলাম, আরো চারদিনপর।
কোন এক বিল্ডিংয়ের ছয়তলাতে আশ্রয় নিয়েছিলো তারা!

(ছবিঃ বন্যা আক্রান্ত বুড়িচং এর কোন এক গ্রামের। নেট থেকে সংগ্রহ।)

#বন্যা_২০২৪

নিম্নের ছবিগুলো ফেনীর ছাগলাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা গ্রামের প্রবেশ মুখে!গতকাল থেকে এ অঞ্চলের বানভাসি মানুষকে...
23/08/2024

নিম্নের ছবিগুলো ফেনীর ছাগলাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা গ্রামের প্রবেশ মুখে!
গতকাল থেকে এ অঞ্চলের বানভাসি মানুষকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় একদল তরুন যুবক সেচ্ছাসেবী। সীমিত সাপোর্ট নিয়ে কাজ করাটা সত্যিই দুঃসাধ্য। তারপরও চেষ্টা চলছে। আজ ফায়ার সার্ভিসের ইঞ্জিন চালিত বোট উদ্ধার কাজে যোগ দিয়েছে শুনলাম....

ইতিমধ্যে উদ্ধার তৎপরতার কাজে অংশ নেওয়া স্থানীয় এক তরুনের দূর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে।
এখনো প্রচুর লোক পানি বন্দি অবস্থায় আছে।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে তিলধারণের জায়গা নেই। প্রচুর বিশুদ্ধ পানীয় জল ও খাবারের প্রয়োজন।

এই হচ্ছে মহাসড়ক লাগোয়া দুই তিনটা গ্রামের চিত্র।
উপজেলার প্রত্যন্ত এলাকার অবস্থা আরো খারাপ বলে জানা গেছে। মোবাইল নেটওয়ার্ক না থাকাটাই সবচেয়ে বেশি সমস্যা।

আল্লাহ পাক সকলকে হেফাজত করুন।

(ছবিগুলো প্রথমআলোর সৌজন্যে)
২৩/০৮/২৪

MD Amanat নামের ছবির লোকটির ফোন গতকাল থেকে বন্ধ, গতকাল বাসা থেকে বের হয়ে এখনো আসেনি। কারো  সাথে কোন যোগাযোগ বা কেউ তাকে ...
07/08/2024

MD Amanat নামের ছবির লোকটির ফোন গতকাল থেকে বন্ধ, গতকাল বাসা থেকে বের হয়ে এখনো আসেনি। কারো সাথে কোন যোগাযোগ বা কেউ তাকে কোথাও দেখে থাকলে দয়া করে এই নাম্বারে 01677217189 জানাবেন

অথবা আমাদের মেসেজ দিয়েন।

📍উল্লেখ্য যে, সে গতকাল বিকেলে মোটরবাইকে নারায়নগঞ্জের জালকুড়ির বাসা থেকে শাহবাগের উদ্দেশ্য বের হয়েছিলো। এখনো তার কোন খোঁজ মেলেনি।

সূত্রঃ SSC'99 ফেসবুক গ্রুপ।

সমুদ্র দেখতে যেতে হয় দু'জন মিলে। একা একা সমুদ্র দেখা যায়, কিন্তু সমুদ্রকে অনুভব করা যায় না। একদিন খুব ভোরে ভোরে ব্যাগট্য...
11/07/2024

সমুদ্র দেখতে যেতে হয় দু'জন মিলে। একা একা সমুদ্র দেখা যায়, কিন্তু সমুদ্রকে অনুভব করা যায় না। একদিন খুব ভোরে ভোরে ব্যাগট্যাগ গুছিয়ে তোমায় নিয়ে সমুদ্র দেখতে চলে যাব হঠাৎ করে।

বাসের দু'টো টিকেট কাটবো। আড়াআড়ি দু'জনে দু'জনের পাশে বসবো। দীর্ঘ জার্নিতে গল্প করবো দু'জন নানান সব তুচ্ছ বিষয় নিয়ে। হঠাৎ চোখে পড়ার মতো কোন দৃশ্য জানালার বাহিরে দেখতে পেলে আঙুল উঁচু করে দু'জন দু'জনকে দেখিয়ে বলবো, দেখো কি সুন্দর।

আমাদের কত দায়িত্ব, প্রতিদিন আমাদের কত শত যুদ্ধ জীবন নিয়ে। সমস্ত যুদ্ধ ঝেড়ে ফেলে দিয়ে, শরীর থেকে আলগোছে খুলে ফেলে দিয়ে দায়িত্বের খোলশ আমরা হবো মুক্ত পাখি বিহঙ্গ। তাবৎ পৃথিবী মাড়িয়ে এসে সূর্যও যখন ক্লান্ত হয়ে ফিরে আসবে সমুদ্রের বুকে, সমুদ্রও যখন তার বিশালতায় জড়িয়ে নিবে সূর্যকে। হাতে হাত রেখে দু'জনে মিলে দেখবো সমুদ্রের বুকে সূর্যের ডুবে যাওয়ার সেই অপূর্ব প্রেমের দৃশ্য।

রাত্তিরি যখন ঘন হয়ে আসবে, আসমানের মাঝ কপালে উঠবে একফালি চাঁদ। চাঁদের জোছনায় গলে গলে ঝরে পড়বে সমুদ্রের খণ্ড খন্ড সফেদ ফেনার উপর। আমি মাথা রাখবো তোমার কাঁধে তখন। সমুদ্রের গর্জন আর নরম হাওয়ায় দু'জনে দু'জনের প্রেমে শিক্ত হয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় নাম লেখাবো।

এই পৃথিবীর জন্য এখনও নিজেকে অপ্রস্তুত মনে হয়। হাতে পায়ে লেগে আছে অসংখ্য স্বপ্নে খুনের রক্ত। আমাদের হৃদয়ের মাটি খুবই উর্বর, প্রতিটি স্বপ্ন হত্যার পরে জন্ম নেয় আরোও একটি স্বপ্ন। মানুষ স্বপ্নে বাঁচে। স্বপ্ন দেখতে না পারলে মানুষ মরে যেত, পৃথিবী হতো মানুষ শূন্য। প্রকৃতি তাঁর মানব সন্তানকে সৃষ্টি করেছে স্বপ্ন দেখার জন্যই।

তাই আমিও স্বপ্ন দেখি একদিন তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাবো। সেখানে দু'জনে কাটাবো পূর্নচন্দ্রের একটি অপূর্ব জোছনা রাত। জলন্ত সমুদ্রের ঢেউয়ের মাঝে সৃষ্টি হওয়া ফেনার উপর ফিনকিফোটা জোছনা দেখতে দেখতে তোমার কপালে আঁকবো একটা দীর্ঘ চুমু। চুমু খাওয়ার শাস্তিস্বরূপ তুমি বলে দিও, তোমাকে আমি সমুদ্রের মত ভালোবাসি।

বৃহস্পতিবার— আরিফ হুসাইন

ক্যাফে আড়িয়াল খাঁ 🍱📌বাদুয়ারচর, নরসিংদী।ফটো ক্রেডিটঃ Rifat's Vlog
07/07/2024

ক্যাফে আড়িয়াল খাঁ 🍱
📌বাদুয়ারচর, নরসিংদী।

ফটো ক্রেডিটঃ Rifat's Vlog

হড়কাবান বা হড়পা বান......⛔🚫সতর্কতা: বর্ষায় পাহাড়ে গেলে বৃষ্টিপাত হলে ছড়া, খাল বা খুমে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করু...
03/07/2024

হড়কাবান বা হড়পা বান......

⛔🚫সতর্কতা:

বর্ষায় পাহাড়ে গেলে বৃষ্টিপাত হলে ছড়া, খাল বা খুমে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন!
প্রয়োজনে অভিজ্ঞ টিম কিম্বা গাইডের সাহার্য্য নিন....

ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার সেখানেই বেড়াতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুর ১.৩০ টার সময় বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারটি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হড়কা বানে দানবীয় আকার ধারণ ওই বাঁধের স্রোত। দূর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একই পরিবারের ৫ জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তাঁরা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। পরে ২ জনের লাশ উদ্ধার করা গেলেও ৩ জন এখনো নিখোঁজ।

(ছবি ও তথ্য সংগৃহীত)

Address

171/1 East Brahmondi
Narsingdi
1600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712820083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Hunt BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Hunt BD:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Narsingdi

Show All