Reiwa Holidays

Reiwa Holidays we are processing visit visa all over the world.
☎ 01865141366, 09613821199

✈ ফ্যামিলিসহ 🇨🇦 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।🔖 𝑹𝒆𝒈𝒖𝒍𝒂𝒕𝒆𝒅 𝑪𝒂𝒏𝒂𝒅𝒊𝒂𝒏 𝑰𝒎𝒎𝒊𝒈𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒏𝒕𝒔 (𝑹𝑪𝑰𝑪𝒔) দ্বার...
16/02/2024

✈ ফ্যামিলিসহ 🇨🇦 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।
🔖 𝑹𝒆𝒈𝒖𝒍𝒂𝒕𝒆𝒅 𝑪𝒂𝒏𝒂𝒅𝒊𝒂𝒏 𝑰𝒎𝒎𝒊𝒈𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒏𝒕𝒔 (𝑹𝑪𝑰𝑪𝒔) দ্বারা ভিসিট ভিসা প্রসেস করতে ও অন্যান্য তথ্য জানতে আমাদের অফিস ভিসিট করুণ অথবা কল করুণ- 𝟎𝟏𝟖𝟔𝟓𝟏𝟒𝟏𝟑𝟔𝟔, 𝟎𝟗𝟔𝟏𝟑𝟖𝟐𝟏𝟏𝟗𝟗
🇨🇦কানাডা ভিজিট ভিসায় পরিবারের সাথে যেতে পারবেন সহজেই তাও আবার কোনো প্রকার ইন্টারভিউ ছাড়া❗😍
Benefits:
*𝟏𝟎𝐘𝐞𝐚𝐫𝐬 𝐌𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐞 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚
* With full 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚
*𝐍𝐨 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝
*𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬/𝐉𝐨𝐛 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬
𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-এর ভিসা সংক্রান্ত বিষয় এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া 🪪 সঠিক গাইডলাইন, প্রয়োজনীয় দিকনির্দেশনা সহ বিস্তারিত যেকোন তথ্যের জন্য ডকুমেন্ট নিয়ে আজই সরাসরি চলে আসুন আমাদের অফিসে-
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়), Dhaka 1216.
🎯➡https://goo.gl/maps/wzMjvcBVsEBV7MKq9
☎ 𝟎𝟏𝟖𝟔𝟓𝟏𝟒𝟏𝟑𝟔𝟔, 𝟎𝟗𝟔𝟏𝟑𝟖𝟐𝟏𝟏𝟗𝟗
ইমেইল করুনঃ 𝐜𝐡𝐞𝐜𝐤𝐲𝐨𝐮𝐫𝐞𝐥𝐢𝐠𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
⛔আমরা কানাডার কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি।






আপনি যদি  🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো ন...
27/01/2024

আপনি যদি 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো নিয়ে এত খোলামেলা কথা বলেনি যা আজকে আমরা বলতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন আশা করি। যা আপনার ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করবে, আর আপনি পেতে পারেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা ইনশাল্লাহ।
আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি আমেরিকা। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতই কি সহজ আমেরিকা যাওয়া? আমরা বলবো হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন। আমরা কিন্তু আমেরিকার টুরিস্ট ভিসার কথা বলছি।
এখন বলি সঠিক যোগ্যতার মাপকাঠি কি? আসলে এই ব্যাপারে কোন দিক নির্দেশনা নেই, ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোন চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই। যেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই এই ক্রাইটেরিয়া ও চেকলিস্ট গুলো ফুলফিল করলে আমেরিকার টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তাহলে আপনি বলতে পারেন আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি? আসলে যোগ্যতার কোন মাপকাঠি নেই এই ক্ষেত্রে আমি আপনাকে দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যেহেতু আমরা অনেক ফাইল প্রসেস করেছি তাই কেন ভিসা পেয়েছে বা রিফিউজ হয়েছে তা বুঝতে পারছি, তাই একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয় গুলো মেনে তার প্রোফাইল গুলো ঘুছাতে পারলে তার কাঙ্খিত ভিসাটি পেতে পারে, তার একটি বিস্তর ধারণা দিচ্ছি।
আর হ্যাঁ, মাঝখানে ছোট করে একটি কথা বলি আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন।
যাক আগের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।

🔮প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।
তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, চাচা-চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।
অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।
🔮 দ্বিতীয়ত আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারব। তাই না? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।
🔮 তৃতীয় কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্ম টিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে মোটামুটি ব্রাউজ করতে পারে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে। কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
🔮চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে -আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, -আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং -আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করব না কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না। কোনভাবে কন্ট্রাকে আমেরিকার ভিসা নিবেন এই বিষয়টি মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।
💲 আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে যা আসে। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
🔷 সর্বপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাল্লাহ।
আপনারা যারা ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ❤️
🟢 আচ্ছা এখন বলি আমাদের কাজ কি। আমরা আপনাকে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
১। DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
২। ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
৩। ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
🟢 আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি।
২। দুইটা ফোন নাম্বার।
৩। একটা ই-মেইল আইডি।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি)।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।
🟢 আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ-
১। ভিজিট ভিসা (B1/B2)
২। মেডিকেল ভিসা (B2)
৩। বিজনেস ভিসা (B1)
৪। ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।।
🔷 পরিশেষে বলবো আপনি যদি কিছু দেশ ভিজিট করে থাকেন এবং উপরে আমরা যা লিখেছি সে অনুযায়ি আপনার প্রোফাইলটির মিল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি একটু সময় করে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করে দেখেন, আশাকরি আমরা আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনাকে সহজ সমাধান দিতে পারবো। ইনশাল্লাহ। আপনার মূল্যবান ফোনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।।।
আমাদের ফোন নাম্বারঃ-
📲+8801939389616 (WhatsApp)
📧 E-mail: [email protected]

04/12/2023

100% নির্ভুলতার সাথে ডকুমেন্টস সাপোর্ট সহ কানাডা ফাইল প্রসেসিং করছি। তাই যেকোনো তথ্য পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন-+880 9613821199

আরো ২টি কানাডা ভিজিট ভিসাা Success 🇨🇦🍁✅1) Nasir VaiTravel History: India 🇮🇳 Employee 02) Shahanawaz Travel History: Indi...
27/11/2023

আরো ২টি কানাডা ভিজিট ভিসাা Success 🇨🇦🍁✅

1) Nasir Vai
Travel History: India 🇮🇳
Employee

02) Shahanawaz
Travel History: India 🇮🇳 Thailand 🇹🇭
Employee

For canada visit visa process: +880 9613821199

My client has got Canada biometric letter.if you want to apply canada visit visa just inbox us.
19/11/2023

My client has got Canada biometric letter.if you want to apply canada visit visa just inbox us.

কানাডা এখন আগামী বছরগুলিতে বার্ষিক 𝟓𝟎𝟎,𝟎𝟎𝟎 নতুন অভিবাসীকে স্বাগত জানাতে চাইছে, যা তার ইতিহাসে সর্বোচ্চ মাত্রা।বর্তমানে এ...
15/11/2023

কানাডা এখন আগামী বছরগুলিতে বার্ষিক 𝟓𝟎𝟎,𝟎𝟎𝟎 নতুন অভিবাসীকে স্বাগত জানাতে চাইছে, যা তার ইতিহাসে সর্বোচ্চ মাত্রা।

বর্তমানে একমাত্র কানাডা দিচ্ছে 𝟏𝟎 বছরের 𝐌𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐞 𝐞𝐧𝐭𝐫𝐲 𝐭𝐨𝐮𝐫𝐢𝐬𝐭 𝐯𝐢𝐬𝐚. আপনার প্রোফাইল অনুযায়ী ভিসা পাওয়ার সম্ভাবনা জানতে অফিস ভিজিট করুন অথবা 𝐒𝐢𝐠𝐧 𝐔𝐩 করুন।
𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐁𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬
𝐍𝐨 𝐧𝐞𝐞𝐝 𝐢𝐧𝐬𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 || 𝐍𝐨 𝐚𝐠𝐞 𝐥𝐢𝐦𝐢𝐭 || 𝐍𝐨 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐬𝐭𝐮𝐝𝐢𝐞𝐬.
যথাযথ কারণ থাকলে ফ্রেশ পাসপোর্টেও ডিরেক্ট কানাডার ভিসা পাওয়া যাচ্ছে। আপনার পাসপোর্টের বা বায়োমেট্রিকের মেয়াদ যতদিন ভিসার মেয়াদ দেয়া হবে ততদিনের। এখন প্রোফাইল ভালো হলে ফ্রেশ পাসপোর্টে ও ভিসা দিচ্ছে ।
বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সাথে আমরা ভিসা প্রসেসিং করার চেষ্টা করি , তাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে কম এবং ভিসা হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি । কানাডা ভিসা প্রসেসিং সম্পর্কিত যেকোনো বিষয় জানতে আজই চলে আসুন আমাদের অফিসে।
🏢🏢 Visit our office for a free assessment. 🏢🏢
----------------------------------------------------------

সরাসরি চলে আসুন-
Reiwa IT and Consultancy
ফ্ল্যাট-০১, হাউস-১, এভিনিউ-১, ব্লক-ডি,সেকশন-মিরপুর ১১, কালসি রোড, ঢাকা।মিরপুর ১১ নং মেট্রোরেল স্টেশনের সাথে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়। কল করুণ- +8801865141366, +8809613821199 ,আহ্বানে রেইওয়া কনসালটেন্সি, ম্যাপঃ https://goo.gl/maps/w8YzjZGKvp8Sgxrn6
Email: [email protected]

★★★★★ · Educational consultant

14/11/2023

কানাডা ভিজিট ভিসার জন্য দরকার সঠিক ফাইল প্রসেসিং।আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দক্ষ ইমিগ্রেশন ল'ইয়ারের দ্বারা ফাইল প্রসেসিং করে থাকি।যোগাযোগ: +880 9613821199

Future of Japan 🇯🇵 - A successful test of a 12-seater model vehicle on a demonstration line took place in 2023, and the ...
09/11/2023

Future of Japan 🇯🇵 - A successful test of a 12-seater model vehicle on a demonstration line took place in 2023, and the system is expected to see practical use in 2025.

✈ ফ্যামিলিসহ 🇨🇦 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।🔖 𝑹𝒆𝒈𝒖𝒍𝒂𝒕𝒆𝒅 𝑪𝒂𝒏𝒂𝒅𝒊𝒂𝒏 𝑰𝒎𝒎𝒊𝒈𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒏𝒕𝒔 (𝑹𝑪𝑰𝑪𝒔) দ্বার...
06/11/2023

✈ ফ্যামিলিসহ 🇨🇦 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।
🔖 𝑹𝒆𝒈𝒖𝒍𝒂𝒕𝒆𝒅 𝑪𝒂𝒏𝒂𝒅𝒊𝒂𝒏 𝑰𝒎𝒎𝒊𝒈𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒏𝒕𝒔 (𝑹𝑪𝑰𝑪𝒔) দ্বারা ভিসিট ভিসা প্রসেস করতে ও অন্যান্য তথ্য জানতে আমাদের অফিস ভিসিট করুণ অথবা কল করুণ- 𝟎𝟏𝟖𝟔𝟓𝟏𝟒𝟏𝟑𝟔𝟔, 𝟎𝟗𝟔𝟏𝟑𝟖𝟐𝟏𝟏𝟗𝟗
🇨🇦কানাডা ভিজিট ভিসায় পরিবারের সাথে যেতে পারবেন সহজেই তাও আবার কোনো প্রকার ইন্টারভিউ ছাড়া❗😍
Benefits:
*𝟏𝟎𝐘𝐞𝐚𝐫𝐬 𝐌𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐞 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚
* With full 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚
*𝐍𝐨 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝
*𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬/𝐉𝐨𝐛 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬
𝐂𝐀𝐍𝐀𝐃𝐀-এর ভিসা সংক্রান্ত বিষয় এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া 🪪 সঠিক গাইডলাইন, প্রয়োজনীয় দিকনির্দেশনা সহ বিস্তারিত যেকোন তথ্যের জন্য ডকুমেন্ট নিয়ে আজই সরাসরি চলে আসুন আমাদের অফিসে-
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়), Dhaka 1216.
🎯➡https://goo.gl/maps/wzMjvcBVsEBV7MKq9
☎ 𝟎𝟏𝟖𝟔𝟓𝟏𝟒𝟏𝟑𝟔𝟔, 𝟎𝟗𝟔𝟏𝟑𝟖𝟐𝟏𝟏𝟗𝟗
ইমেইল করুনঃ 𝐜𝐡𝐞𝐜𝐤𝐲𝐨𝐮𝐫𝐞𝐥𝐢𝐠𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

⛔আমরা কানাডার কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি।







✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।🇺🇸 AMERICA-তে...
31/07/2023

✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺
🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।
🇺🇸 AMERICA-তে ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা-
🇦🇺 AUSTRALIA-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🇬🇧 UK-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🔖উক্ত চার দেশের ভিসিট ভিসা প্রসেস করতে ও অন্যান্য তথ্য জানতে আমাদের অফিস ভিসিট করুণ।
⭕কেন আমাদের কাছে সার্ভিস নিবেন
🌠 ইনভাইটেশন/ স্পন্সর সাপোর্ট ।
⏺️ আমাদের রয়েছে দক্ষ কন্সাল্টেন্ট।
⏺️ আমাদের রয়েছে দক্ষ টিম।
⏺️ আমরা আপনাকে দিবো সুলভ মূল্য প্রয়োজনীয় কাগজ পত্রের সাপোর্ট।
⏺️ ব্যাংক স্পন্সর/ব্যালেন্স সাপোর্ট।
⏺️ ১ সাপ্তাহের মধ্য সম্পুর্ণ প্রসেসিং কাজ শেষ করা হয়।
⏺️ আমরা প্যাকেজ আকারে ভিজিট ভিসার কাজ করে থাকি।
✔️✔️আপনি এই সুযোগ নিতে চাইলে প্রাথমিকভাবে দরকার হবে নিচের
৬ টি ডকুমেন্টসঃ
✔️ CV (only applicant)
✔️Passport Copy (all members)
✔️ NID Copy / Birth Certificate (all members)
✔️ Photo 3 Copy (all members)
✔️ Education Certificate Copy (only applicant)
✔️ Proof of Job Experience (only applicant)
✔️ Business Document
📔আপনার নিশ্চিত ভিসার কাজ শেষ করতে আজই আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভিসিট করুণ। যোগাযোগ করুন আমাদের সাথে।
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়), Dhaka 1216.
🎯➡https://g.co/kgs/QyrMMy
☎ 01883-663-929
ইমেইল করুনঃ [email protected]
💢আমরা কোন ফাইল ওপেনিং চার্জ, কনসাল্টিং চার্জ, রেজিস্ট্রেশন চার্জ ও হিডেন চার্জ নেই**
⛔আমরা কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি। সুতরাং আদম ব্যবসায়ীরা ও আদম দালালিদের বলছি- দূরে থাকুন। বাংলাদেশ থেকে আমেরিকা ও কানাডা 100% জব ভিসা হয় না। তাই জব ভিসার জন্যে অযথা ইনবক্স বা ফোন করবেন না।








✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺 Japan🇯🇵🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।🇺🇸 AM...
26/07/2023

✈ ফ্যামিলিসহ ভিসিট ভিসা 𝗨𝗞 🇬🇧 𝗨𝗦𝗔 🇺🇸 𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 🇨🇦 𝐀𝐔𝐒𝐓𝐑𝐀𝐋𝐈𝐀🇦🇺 Japan🇯🇵

🇨🇦 CANADA-তে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিজিট ভিসা ।
🇺🇸 AMERICA-তে ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা-
🇦🇺 AUSTRALIA-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🇬🇧 UK-তে ৬ মাসের মাল্টিপল ভিজিট ভিসা ।
🇯🇵 Japan তে ১৫/৩০ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা।

আপনার eligibility জানতে উক্ত ফরমটি ফিলাপ করুনঃ https://forms.gle/3RnYUPnFRibXKtpd8

🔖উক্ত চার দেশের ভিসিট ভিসা প্রসেস করতে ও অন্যান্য তথ্য জানতে আমাদের অফিস ভিসিট করুণ।

⭕কেন আমাদের কাছে সার্ভিস নিবেন
🌠 ইনভাইটেশন/ স্পন্সর সাপোর্ট ।
⏺️ আমাদের রয়েছে দক্ষ কন্সাল্টেন্ট।
⏺️ আমাদের রয়েছে দক্ষ টিম।
⏺️ আমরা আপনাকে দিবো সুলভ মূল্য প্রয়োজনীয় কাগজ পত্রের সাপোর্ট।
⏺️ ব্যাংক স্পন্সর/ব্যালেন্স সাপোর্ট।
⏺️ ১ সাপ্তাহের মধ্য সম্পুর্ণ প্রসেসিং কাজ শেষ করা হয়।
⏺️ আমরা প্যাকেজ আকারে ভিজিট ভিসার কাজ করে থাকি।
No Visa!!! No Fee!!!
All payments after Visa.

✔️✔️আপনি এই সুযোগ নিতে চাইলে প্রাথমিকভাবে দরকার হবে নিচের
৬ টি ডকুমেন্টসঃ
✔️ CV (only applicant)
✔️Passport Copy (all members)
✔️ NID Copy / Birth Certificate (all members)
✔️ Photo 3 Copy (all members)
✔️ Education Certificate Copy (only applicant)
✔️ Proof of Job Experience (only applicant)
✔️ Business Document

📔আপনার নিশ্চিত ভিসার কাজ শেষ করতে আজই আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভিসিট করুণ। যোগাযোগ করুন আমাদের সাথে।
🏢 Flat-6B,House-01, Avenue-01 Block , Mirpur-11 (মেট্রোরেল স্টেশনের সাথেই কালসি রোডের শুরুতে ব্যাংক আল-ফালাহ এর ৬ তলায়), Dhaka 1216.
🎯➡https://goo.gl/maps/wzMjvcBVsEBV7MKq9
☎ 01329672768
ইমেইল করুনঃ [email protected]
💢আমরা কোন ফাইল ওপেনিং চার্জ, কনসাল্টিং চার্জ, রেজিস্ট্রেশন চার্জ ও হিডেন চার্জ নেই**

⛔আমরা কোন ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করি না। আমরা কেবল ভিজিট ও বিজনেস ভিসার ফাইল প্রসেস করি। সুতরাং আদম ব্যবসায়ীরা ও আদম দালালিদের বলছি- দূরে থাকুন। বাংলাদেশ থেকে আমেরিকা ও কানাডা 100% জব ভিসা হয় না। তাই জব ভিসার জন্যে অযথা ইনবক্স বা ফোন করবেন না।








26/07/2023

Address

Flat-6B, House-01, Avenue-01, Block-D, Mirpur/11
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8809613821199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reiwa Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reiwa Holidays:

Share


Other Dhaka travel agencies

Show All

You may also like