31/03/2021
✅✅ভারতীয় মেডিকেল ভিসা এখন ঘরে বসেই✅✅
🎯প্রাথমিক বিষয়
✅প্রথমেই একটি বিষয় জেনে নেওয়া যাক যে ইন্ডিয়ার ডাক্তার দেখাতে কিন্তু রোগি একা যান না। সাধারণত রোগি যাবেন ও সাথে এক বা একাধিক সঙ্গী যাবেন যাদেরকে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ বলা হয়ে থাকে। এদের সবারই ভিসা লাগবে। রোগীর ভিসা হবে ‘মেডিকেল ভিসা’ Visa Type: MED আর এটেন্ডেন্টদের ভিসা হবে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ Visa Type: MEDx.
✅সবারই ভিসা আবেদন করতে হবে। এক্ষেত্রে এটেন্ডেন্ট যে কেউ ভিসা আবেদন জমা দিতে পারবে। রোগীর নিজে গিয়ে জমা দিতে হবে না।
🎯ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✅পাসপোর্ট।
✅এককপি ২x২ ইঞ্চি মাপের প্রিন্টেড ছবি ও আরেকটি সফট কপি ✅অনলাইন আবেদনের সময় লাগবে পুরনকৃত ফর্ম (প্রিন্টেড)।
✅স্মার্ট কার্ড/এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
✅ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল।
✅পেশার প্রমাণপত্র (বেসরকারি চাকুরিজীবি হলে NOC, সরকারি চাকুরিজীবি হলে NOC/G.O>., ছাত্র হলে আইডি কার্ড, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর পেশা কৃষি হলে জমির খতিয়ানের ফটোকপি)।
✅ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনডোর্সমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কার্ডের কপি।
✅পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
✅সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে)
✅অন্য কোন সাপোর্টিং কাগজ যদি দিতে চান।
✅পূর্ববর্তি সকল পাসপোর্ট। যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর হারিয়ে গেলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট দিতে হবে।
✅সুনির্দিষ্ট তারিখসহ ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার
✅সাম্প্রতিককালের সকল প্রেসক্রিপশন ও রিপোর্ট এর ফটোকপি ও মেইন কপি (মেইন কপি ফেরত দিবে)
🎯এগুলো কাজ সম্পূর্ণ করিয়ে দিতে গাইড লাইন পাচ্ছেন একদম ফ্রি।
🎯🎯বিস্তারিত জানতে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।
🎯Contact us
📞মোবাইলঃ +8801787244255
📧ইমেইলঃ [email protected]
🏠 Indian Visa Office, Morium Ali Tower, 4th Floor, Greater Rd, Barnali More, Rajshahi-6000,