Tasnia Travels BD

Tasnia Travels BD Air ticketing, Indian Rail ticketing, Tourist/Student/Medical/Visa process, Group tour package, Hote
(5)

Tour Package India, Nepal, Bhutan, Malaysia, Thailand, Bali, Philippine, China, Vietnam, Dubai & European country.

জানুয়ারি ২০২৪ এর উমরাহ গ্রুপ প্যাকেজ !! আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা?  আপনি কি আপনার ফ্যামেলি / বন্ধু বা পরিচিত জন...
21/12/2023

জানুয়ারি ২০২৪ এর উমরাহ গ্রুপ প্যাকেজ !!

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা?

আপনি কি আপনার ফ্যামেলি / বন্ধু বা পরিচিত জন দের সাথে নিয়ে অথবা একা উমরাহ পালন করার জন্য নিয়ত করেছেন?! অথবা নিজের বাবা মা /আপনজনকে উমরাহ করাবেন কিন্তু ভালো এজেন্সি / উমরাহ গ্রুপ খুজছেন??

তাহলে আমাদের জানুয়ারী এর উমরাহ গ্রুপটি হতে পারে আপনার জন্য বেশ পছন্দের!!

আমাদের পরবর্তী উমরাহ গ্রুপ ইনশাআল্লাহ জানুয়ারী ২৫ তারিখের দিকে রওনা করবে।

অল রেডি হাজি সাহেবরা পাসপোর্ট, টাকা জমা দিচ্ছেন।
নাম লিখাচ্ছেন। আলহামদুলিল্লাহ।

আপনারা যারা আমাদের সাথে এই গ্রুপে যেতে চান
অথবা আপনার বাবা মা কে পাঠাতে চান। প্লিজ দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। অফিসে আসুন।

বিভিন্ন প্যাকেজ রয়েছে ,যেটা আপনার বাজেট অনুযায়ী মিলে সেই প্যাকেজ নিয়ে আল্লাহর ঘরে চলুন।

একটু আগের থেকে প্লানিং করলে সুন্দরভাবে আপনি আপনার উমরাহ মনমতো করতে পারেন। দেখা গেছে শেষ সময় তারাহুরো করে ভাল কিছু করা যায়না।

আল্লাহ তায়ালা আমাদের উমরাহকে life changing উমরাহ হিসাবে কবুল করুন,
আমিন।

✅️ প্রিমিয়াম প্যাকেজ
মুল্য - ১,৬০,০০০/
১* টিকেট। ডিরেক্ট ফ্লাইট।
ঢাকা জেদ্দা মাদিনা ঢাকা।
২* ভিসা।
৩* হোটেল - মক্কা - মাদিনা ৩০০/৪০০ মিটার।
৪* মক্কা মাদিনা সিটি ট্যুর।
৫* ফুল ট্রান্সপোর্ট।
৬* ৩ বেলা দেশি খাবার।
৭* ফুল গ্রাউন্ড সাপোর্ট।

✅️ এফরডেবল প্যকেজ
মূল্য - ১,৪০,০০০/
১* টিকেট। ডিরেক্ট ফ্লাইট।
২* ভিসা।
৩* হোটেল - মক্কা - মাদিনা ৬০০/৭০০মিটার।
৪* মক্কা মাদিনা সিটি ট্যুর।
৫* ফুল ট্রান্সপোর্ট।
৬* ৩ বেলা দেশি খাবার।
৭* ফুল গ্রাউন্ড সাপোর্ট।

এছাড়াও আসা যাওয়া ঠিক রেখে,আপনার মনমতো হোটেল নিয়ে আপনি কাস্টমাইজড সুবিধা ভোগ করতে পারেন।

২৫ জানুয়ারী আমাদের সাথে উমরাহ করতে দ্রুত পাসপোর্ট জমা দিন। আগে আগে আপনার যাত্রা কনফার্ম করুন।

🗯আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
🏪 ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী ।
🏪 আরডিএ মার্কেট, সাহেব বাজার, রাজশাহী ।
☎️ +88 01715568687 (whatsapp)
☎️ +88 01794668916 (whatsapp)
☎️ +88 01866121155 (whatsapp)


ভারতীয় ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ..... অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডবল এন্ট্রির ভিসারও একই ...
03/10/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসার ডেট ২০২৩ এ বন্ধ.....

অর্থাৎ আজকের পর থেকে আর কেউ এই বছরের ডেট পাবেন না 🤔 ডবল এন্ট্রির ভিসারও একই অবস্থা...

ট্যুরিস্ট ভিসাতে যেতে চাইলে ২০২৪ সালের ১০ জানুয়ারির পরের কোন তারিখ পাবেন ফাইল জমা দেওয়ার, এর আগে নয়। তাই যারা ভারতে যেতে আগ্রহী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন.....

যারা ইউরোপে যাওয়ার জন্য দিল্লিতে গিয়ে বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে চান তাদের মাথায় এখন হাত দেওয়া ছাড়া কিচ্ছু করার নেই....তারাও এখনই আবেদন করে ডেট নিয়ে রাখুন...

তবে মেডিকেল ভিসার ডেট পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাস জুড়ে....

©️

আগামী ০১ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘ন্যাশনাল ডেবিট কার্ড’। প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে ন্যাশনাল ডে...
22/09/2023

আগামী ০১ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘ন্যাশনাল ডেবিট কার্ড’। প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে ন্যাশনাল ডেবিট কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হবে।

ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দেশের মধ্যেও এ কার্ড দিয়ে লেনদেন করা যাবে। দেশ থেকে ভারতে গেলে ভ্রমণকারীর ১২ হাজার ডলারের ভ্রমণ কোটার সম পরিমাণ অর্থ তিনি রুপিতে কেনাকাটা করতে পারবেন। এতে মুদ্রার বিনিময়ে বাড়তি ঝামেলায় পড়তে হবে না। কার্ডে লেনদেনে প্রায় ৬ শতাংশ অপচয় কমবে। এতে ডলারও বাঁচবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, আগামী ১ নভেম্বর ন্যাশনাল ডেবিট কার্ড আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। বাংলাদেশ ব্যাংক কার্ডের জন্য যেসব সেবা দেবে তা হবে সাশ্রয়ী। এ কারণে জাতীয় পর্যায়ে ব্যবহার হলে গ্রাহকের খরচ কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ড স্কিমগুলোর সঙ্গে প্রতিযোগিতাও হবে। সুত্র: বাংলা নিউজ

🇱🇰🇲🇻মালদ্বীপ ও শ্রীলংকা গ্রুপ ট্যুর🇱🇰🇲🇻▪️০৫দিন + ০৪রাতের প্যাকেজ (অক্টোবর ও নভেম্বর  স্লটের বুকিং চলছে এখন)▪️✅প্যাকেজে য...
19/09/2023

🇱🇰🇲🇻মালদ্বীপ ও শ্রীলংকা গ্রুপ ট্যুর🇱🇰🇲🇻
▪️০৫দিন + ০৪রাতের প্যাকেজ (অক্টোবর ও নভেম্বর স্লটের বুকিং চলছে এখন)▪️

✅প্যাকেজে যা যা থাকছেঃ রিটার্ন এয়ার টিকিট (ঢাকা- কলম্বো- মালদ্বীপ- কলম্বো- ঢাকা), ০৩রাতের জন্য ৩*তারকা হোটেলে মালদ্বীপের হলহোমালে আইল্যান্ডে থাকা, ০১রাতের জন্য ৩* তারকা হোটেলে শ্রীলংকায় কলম্বোতে থাকা, মালদ্বীপে ও শ্রীলংকাতে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, প্রতিদিনের ব্রেকফাস্ট হোটেলে, শ্রীলংকাতে সাইটসিয়িং, শ্রীলংকার জন্য ই-টি-এ প্রসেস, মালদ্বীপের জন্য ইমোগা প্রসেস, কার, ফুয়েল, টুলস, পারমিট, ট্যাক্স ও সার্ভিস চার্জ প্যাকেজে অন্তর্ভুক্ত।

💵প্রাইস@৬৯,৮০০/= পার পারসন ট্রিপল / টুইন শেয়ারিং রুম বেসিস (০১জন হলেও যাওয়া যাবে)।

✅প্যাকেজে যা যা থাকছে না: লাঞ্চ, ডিনার ও পারসনাল খরচ।

⛔উপরের এই প্যাকেজটি ছাড়াও আপনি চাইলে মালদ্বীপ বা শ্রীলংকার যেকোন প্যাকেজ আমাদের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী। আমাদের এই প্রমোশনাল প্যাকেজটি মিনিমাম ইকোনমি এয়ার ফেয়ার ধরে সাজানো হয়েছে, যদি এয়ারফেয়ারে কোন আপওয়ার্ড পরিবর্তন হয় তাহলে সেই সিস্টেম অনুযায়ী অতিরিক্ত চার্জ এপ্লিকেবল হবে।

✅️বিস্তারিত জানতে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে আসুন..
🗯💥ঠিকানাঃ
🏪 তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]

☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

থাইল্যান্ড প্যাকেজঃ ১৯,৯০০ টাকা থেকে শুরু । ব্যাংকক- পাতায়া (৪দিন ৩রাত) বিস্তারিত জানতে যোগাযোগ করুন- +8801794668916 (wh...
14/09/2023

থাইল্যান্ড প্যাকেজঃ ১৯,৯০০ টাকা থেকে শুরু । ব্যাংকক- পাতায়া (৪দিন ৩রাত)
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
+8801794668916 (whatsapp) +8801715568687 (whatsapp)
******************
প্যাকেজে অন্তর্ভুক্ত
******************
# #৩ তারকা রাত হোটেলে থাকার ব্যবস্থা ।
# সকালের নাস্তা ।
# সব ধরনের এয়ারপোর্ট রিসিভ ড্রপ ।
# সাইট সিইং ।
# সাইট সিইং এন্ট্রি ফি।
# সকল সার্ভিস চার্জ ।
*******************
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
*******************
#ইন্টারন্যাশনাল এয়ারটিকিট।
#ভিসা ফি।
# দুপুর এবং রাতের খাবার।
# টিপস।
# যেকোন ব্যক্তিগত কার্যক্রম।
# কোভিড-১৯ পরীক্ষা (যদি থাকে)।
--------------------------------------------------------------------------

>>>>>> ভ্রমণের নিকটবর্তী তারিখ গুলতে বিমান ভাড়া সব সময় বৃদ্ধি হতে পারে বিধায় সর্বনিন্ম মূলে প্যাকেজ কিনতে ১ মাস বা তার অধিক সময় পূর্বে বুকিং করুন।
>>>>>> এই মূল্য ঈদের সময়, বড়দিনের সময়, পূজার সময়, ১৫ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারী, নববর্ষ, যেকোনো বিশেষ ছুটির জন্য বৈধ নয়।

🗯আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
🏪 তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]
☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

🕋 তাসনিয়া ট্রাভেলস বিডি হজ্জ উমরাহ কাফেলা এর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের ওমরাহ্ বুকিং চলছে:✅ ১৪ দিনের প্যাকে...
13/09/2023

🕋 তাসনিয়া ট্রাভেলস বিডি হজ্জ উমরাহ কাফেলা এর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের ওমরাহ্ বুকিং চলছে:

✅ ১৪ দিনের প্যাকেজ – ৭দিন মক্কা ও ৭দিন মদীনায়।

👉 ট্রানজিট ফ্লাইট ✈️✈️

▶ ইকোনোমি প্যাকেজ : ০১ – ১,৩০,০০০ টাকা - খাবার ছাড়া (১রুমে - ৪জন)
▶ ইকোনোমি প্যাকেজ : ০২ – ১,৪০,০০০ টাকা - খাবার সহ (১রুমে - ৪জন)
▶ স্ট্যান্ডার্ড প্যাকেজ – ১,৫০,০০০ টাকা - খাবার সহ (১রুমে - ২জন)

👉 ডাইরেক্ট ফ্লাইট ✈️

▶ ইকোনোমি প্যাকেজ : ০১ – ১,৫৫,০০০ টাকা - খাবার ছাড়া (১রুমে - ৪জন)
▶ ইকোনোমি প্যাকেজ : ০২ – ১,৬০,০০০ টাকা - খাবার সহ (১রুমে - ৪জন)
▶ স্ট্যান্ডার্ড প্যাকেজ – ১,৭৫,০০০ টাকা - খাবার সহ (১রুমে - ২জন)
৩, ৪, ৫* এবং ৭* হোটেলের মূল্যের উপর প্যাকেজের মূল্য নির্ধারিত হবে।

📒 প্যাকেজে কি কি থাকছে 😍
✅ এয়ার টিকেট – সৌদি এয়ারলাইন্স/বিমান বাংলাদেশ/এমিরেট্‌স এয়ারলাইন্স/ইতিহাদ এয়ারওয়েজ/কাতার এয়ারওয়েজ (ঢাকা থেকে জেদ্দা–মদিনা থেকে ঢাকা)
✅ ওমরাহ্ ভিসা
✅ হেলথ ইনস্যুরেন্স
✅ উন্নত মানের হোটেল।
✅ ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার।
✅ মক্কায়ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা
✅ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা
✅ স্কলারস উমরাহ্ ও জিয়ারা গাইড
✅ সকল ট্রান্সপোর্ট: জেদ্দা–মক্কা–মদিনা সৌদি আরবের সকল পরিবহন (বাস/প্রাইভেট কার/মাইক্রো ইকোনোমি ও ভি আই পিহয় )

🛂 শর্ত প্রযোজ্য* (রিয়ালের রেট পরিবর্তনের কারণে "ডিসেম্বর ও রমজান" মাসের ক্ষেত্রে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।)

🗯ঠিকানাঃ
🏪 তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]
☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

13/09/2023
Tasnia Travels BD brings you a golden opportunity - Canton Fair 2023 is going to start in October.Those who want to part...
11/09/2023

Tasnia Travels BD brings you a golden opportunity - Canton Fair 2023 is going to start in October.

Those who want to participate or enjoy this fair, come to us.
We handle all processing including China visa and Air ticketing for departure. if you don't want to miss the chance to attend the fare to participate, come to us without delay. Tasnia travels bd's touch is always ready to serve you.

🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠Office :🏠
Tasnia Travels BD 🌿🌿
Indian visa center,
Bornali more,
Rajshahi- 6000

☎️ +88 01715568687
☎️ +88 01866121155
☎ +88 01306383846

" ইন্ডিয়ান মেডিকেল ভিসা " আপনি কি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত?? দ্রুততম সময়ে, দক্ষ ও ঝামেলাহীন ভাবে ইন্ডিয়ান মেড...
10/09/2023

" ইন্ডিয়ান মেডিকেল ভিসা "

আপনি কি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত?? দ্রুততম সময়ে, দক্ষ ও ঝামেলাহীন ভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং করতে আজই Tasnia Travels BD তে আসুন। আমরা মাত্র ২৪/৪৮ ঘণ্টার মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী ইন্ডিয়ান হসপিটালের প্রফেসর ও বিভাগীয় প্রধানদের অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা ইনভাইটেশন নিয়ে থাকি। এছাড়া 🇮🇳 চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ভেলোর কলকাতা, দিল্লি ও মুম্বাই এ উন্নত চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সকল বিষয়ে তথ্য ও সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
-------------------
★★ সর্বনিম্ন মূল্যে এয়ার টিকেট ও ইন্ডিয়ান অভ্যন্তরীণ রেল টিকিট পেতে আমাদের এক্সপার্ট টিম আপনার অপেক্ষায়, কল করুন :
☎️ +8801715568687 এবং আমাদের সাথেই থাকুন।
📧 Email: [email protected]

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা : 🏪🏪🏪
🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
ভারতীয় ভিসা অফিসের পূর্বে
বর্ণালী মোর, গ্রেটার রোড,
রাজশাহী, বাংলাদেশ।
☎️ +8801794 668916
☎ +88 01306 383843
☎️ +88 01866 121155
☎️ +88 017155 68687
☎ +88 01306 383846

🇮🇳 দিল্লি, সিকিম, দার্জিলিং, কাশ্মীর, শিমলা, মানালি যেতে ভারতীয় টুরিস্ট ভিসা আবেদন করুন এখনই....যেহেতু এখন আবেদনে রাজশাহ...
04/09/2023

🇮🇳 দিল্লি, সিকিম, দার্জিলিং, কাশ্মীর, শিমলা, মানালি যেতে ভারতীয় টুরিস্ট ভিসা আবেদন করুন এখনই....
যেহেতু এখন আবেদনে রাজশাহী IVAC থেকে জমা দেওয়ার ডেট পাওয়া যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে , তাই আর দেরি না করে এখনই প্রস্তুতি নিন।

ভিসা সংক্রান্ত বিস্তারিত জানতে কল করুন অথবা সরাসরি অফিসে আসুন..
🗯💥ঠিকানাঃ
🏪 তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]

☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

📍নেপাল ভ্রমণ 🇳🇵নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ন...
04/09/2023

📍নেপাল ভ্রমণ 🇳🇵

নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত। নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির। নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে। নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল। দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।
১)By air
২)Land border

By air এ গেলে on arrival ভিসা পাবেন। Land border এ গেলে eTA নিয়ে যেতে হবে। (আগে যদিও ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত) এখন বর্তমানে আপডেট করা হয়েছে। ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA) e-visa/visa approval letter নিতে হবে।

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন। এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো ETA থাকলে তার কোন প্রয়োজন নেই। সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন, Arrival card লাগবে না।

required

1)Digital photo
3)Passport scan copy
3)Round তিচকেত

🇳🇵নেপালের ভিসা ও ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন :

🗯💥ঠিকানাঃ
🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]

☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

©️

💥আগেই নিশ্চিত করুন কম খরচে বিমানের টিকেট ✈️, বিস্তারিত জানতে আজই কল করুন ☎️+8801794668916 (whatsapp) অথবা সরাসরি চলে আসু...
04/09/2023

💥আগেই নিশ্চিত করুন কম খরচে বিমানের টিকেট ✈️, বিস্তারিত জানতে আজই কল করুন ☎️+8801794668916 (whatsapp) অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ।🏤
আপনার কাঙ্খিত রুট এবং তারিখ টি আমাদের জানান আমরা আপনাকে উল্লেখিত তারিখে সর্বনিম্ন এয়ার মূল্য টি প্রদান করবো।💥

*আমাদের সেবাসমূহ:*
💯এয়ার টিকেট (ডোমেস্টিক, ইন্ডিয়ান ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল)
💯প্যাকেজ ট্যুর (ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল)
💯রেল টিকেট (ইন্ডিয়ান ডোমেস্টিক)
💯হোটেল রিজার্ভেশন (ইন্টারন্যাশনাল)
💯ট্যুরিস্ট ভিসা প্রসেসিং (ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন,দুবাই,ওমান,অস্ট্রেলিয়া, মিয়ানমার,ভিয়েতনাম,শ্রীলংকা , চায়না)

🗯💥ঠিকানাঃ
ভারতীয় ভিসা অফিসের উত্তরে, বর্ণালী মোড়, রাজশাহী- ৬০০০ ।

📧 Email: [email protected]

☎️ 01715568687 (whatsapp)
☎️ 01866121155 (whatsapp)
☎️ 01794668916 (whatsapp)

বিশেষ দ্রষ্টব্য: সর্বনিম্ন মূল্য গ্যারান্টি💯

ভারতে, আগামী, 30 th সেপ্টেম্বর থেকে ২০০০  রুপির নোট সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। ( অনেকে কনফিউজ , পাঁচশো রুপির নোট নিয়ে, পা...
01/09/2023

ভারতে, আগামী, 30 th সেপ্টেম্বর থেকে ২০০০ রুপির নোট সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। ( অনেকে কনফিউজ , পাঁচশো রুপির নোট নিয়ে, পাঁচশো রুপির নোট কোনো সমস্যা নেই)
এখন শপিংমলে আর কিছু হসপিটালে ২০০০ রুপির নোটের লেনদেন হচ্ছে না তাই রিসেন্ট যারা কলকাতায় / অন্য রাজ্যে , আসবেন তারা বাংলা টাকা বা ডলার ভাঙ্গিয়ে কোন প্রকার ২০০০ রুপির নোট নেবেন না। এছাড়া কারো কাছে যদি ২০০০ রুপির নোট থেকে থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব তা ভাঙ্গানোর ব্যবস্থা করুন।
©️

সপরিবারে ভ্রমণ  কিংবা চিকিৎসার জন্য দিল্লী, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, মুম্বাই, আগ্রা, জয়পুর, আজমির, আহমেদাবাদ, ...
31/08/2023

সপরিবারে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য দিল্লী, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, মুম্বাই, আগ্রা, জয়পুর, আজমির, আহমেদাবাদ, সিমলা, মানালি, জম্মু সহ ভারতের যেকোনো গন্তব্যে ট্রেন ভ্রমণে সর্বনিম্ন মূল্যে
Tasnia Travels BD আছে আপনার সাথে। কলকাতা গিয়ে টিকিট কাটার অযথা ঝামেলা এড়াতে এবং বাংলাদেশ থেকে নিশ্চিত টিকিট করে নিতে পারেন আমাদের থেকে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য সিএমসি, ভেলরের ডাক্তার এপয়েন্টমেন্ট পেতে আমরা আছি আপনাদের সাথে, সবসময়।

➡️ ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন🚊 এবং বিমান ✈ টিকেট।
➡️ বাংলাদেশ থেকে পরিচালিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ✈ টিকেট।
➡️ ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট
➡️ ইন্ডিয়ান ভিসা আবেদন সহযোগিতা
আমরা বিমান বাংলাদেশ, নভো এয়ার, ইউএস বাংলা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা, গো ইন্ডিয়া, স্পাইছ জেট, এয়ার এশিয়া এর এজেন্ট।আপনার যাত্রার বিস্তারিত যেমন তারিখ, সময়, শ্রেনী, কোথা থেকে কোথায় যাবেন ইত্যাদি আমাদের জানান। আমরা আপনার সাথে যোগাযোগ করব। আরও তথ্য জানতে আমাদের পেজ ভিজিট করুন এবং ইনবক্স করুন।

সর্বত্ত সেবা নিয়ে, আমরা আছি আপনাদের পাশে‼️
🔘 আমাদের সেবাসমূহ 🔘
✅ জরুরী ভাবে পাসপোর্ট প্রসেসিং এ সহায়তা।
✅ যেকোন দেশের ভিসা প্রসেসিং এ সহায়তা।
✅ বিশ্বের যেকোন দেশের বিমান টিকেট।
✅ ডলার এনডোর্সমেন্টর সহায়তা।
✅ বিশ্বের যেকোন দেশের হোটেল বুকিং।
✅ হজ্জ্ব ও ওমরাহ বিশেষ প্যাকেজ।
✅ স্টুডেন্ট ভিসা প্রসেসিং।
✅ ভিজিট ভিসা প্রসেসিং।
✅ ম্যানপাওয়ার।
✅ পুলিশ ক্লিয়ারেন্স ও মিনিস্ট্রি এটাস্ট এ সহায়তা।
✅ বিদেশগামী যাত্রীদের মেডিকেল সহায়তা।
✅ ভিসা (লষ্ট,ব্লাকলিষ্ট,রিফিউজ)ইত্যাদি বিষয়ে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

☎️ +88 01794 668916
☎ +88 01306 383843
☎️ +88 01866 121155
☎️ +88 017155 68687
☎ +88 01306 383846
🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
রাজশাহী, বাংলাদেশ।

সর্বনিম্ন রেটে এয়ার টিকেট করুন Tasnia Travels BD  থেকে ✈️✈️✈️.....⤵️➡️ঢাকা- চেন্নাই - ঢাকা ➡️ঢাকা - নেপাল - ঢাকা ➡️ঢাকা ...
31/08/2023

সর্বনিম্ন রেটে এয়ার টিকেট করুন Tasnia Travels BD থেকে ✈️✈️✈️.....⤵️

➡️ঢাকা- চেন্নাই - ঢাকা
➡️ঢাকা - নেপাল - ঢাকা
➡️ঢাকা - দিল্লি - ঢাকা
➡️ঢাকা- কলকাতা -ঢাকা
➡️ঢাকা- কাতার - ঢাকা
➡️ঢাকা - সিঙ্গাপুর - ঢাকা
➡️ঢাকা - মালয়েশিয়া - ঢাকা
➡️ঢাকা - থাইল্যান্ড - ঢাকা
➡️ঢাকা - শ্রীলঙ্কা - ঢাকা
➡️ঢাকা - নিউইয়র্ক - ঢাকা

📛 Book Your Air ticket Now For :▪️One Way ▪️Round way ▪️Multy City

টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেকোনো সময়.................⤵️
📞Phone no. : +8801715568687
📱Whatsapp no: 01794-668916


ঢাকা থেকে সরাসরি জাপান এর টোকিও (নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট) ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাইট অপা...
31/07/2023

ঢাকা থেকে সরাসরি জাপান এর টোকিও (নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট) ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাইট অপারেট করবে ড্রীমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমান দিয়ে।
১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে ১ম ফ্লাইট। প্রতি শুক্রবার-সোমবার-বুধবার রাত ১১ঃ৪৫ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং জাপান থেকে ফিরতি ফ্লাইট হবে প্রতি শনিবার-মঙ্গলবার-বৃহস্পতিবার সকাল ১১ টায়।
প্রাথমিক ভাবে ঢাকা-নারিতা-ঢাকা রিটার্ন ফ্লাইট এর ভাড়া নির্ধারন করা হয়েছে ৮৪,৪৯৬ টাকা এবং নারিতা-ঢাকা-নারিতা ফ্লাইট এর ভাড়া নির্ধারন করা হয়েছে ৫৬,০১৪ টাকা। এছাড়া স্পেশাল ডিস্কাউন্ট ত থাকছেই।

মর্মান্তিক... ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ২৩৩। কলকাতা থেকে চেন্নাইগামী এই ...
03/06/2023

মর্মান্তিক...
ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ২৩৩। কলকাতা থেকে চেন্নাইগামী এই ট্রেনে চিকিৎসার জন্য ভারত যাওয়া অনেক বাংলাদেশী ভ্রমণ করেন। তাই এখানে অনেক বাংলাদেশী হতাহতের আশঙ্কা করা হচ্ছে.

#দুর্ঘটনা #ট্রেন #ভারত #ওডিশা।

"জরুরী বার্তা"যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ...
03/06/2023

"জরুরী বার্তা"

যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন। নিয়ম না মেনে যাতায়াতের কারণে ভারতীয় ইমিগ্রেশন এন্টি রিফিউজ সিল করে ব্যাক করে দিচ্ছে। এন্টি রিফিউজ সিল পাসপোর্টে থাকা মানে আপনার পুনরায় ভিসা পেতে হিমশিম খেতে হবে।

এন্ট্রি রিফিউজের অনেক কারণ সমূহঃ

১) টুরিস্ট ভিসায় ইন্ডিয়া থেকে বের হবার ১ মাসের আগে আবার প্রবেশ করতে চাইলে তাকে এন্ট্রি রিফিউজ সিল করে ব্যাক দেওয়া হয়।

২) ইমিগ্রেশন অফিসারকে সাথে খারাপ ব্যবহার করলে।

৩) ভ্রমনের সময় ইমিগ্রেশন যদি কোনো প্রশ্ন বা কোনো পেপার দেখতে চাই তখন না দেখাতে পারলে।

৪) আপনি বৈধ পথে ভারতে প্রবেশ করে অবৈধ ভাবে দেশে ফিরে পুনরায় ভিসা নিয়ে ভারত প্রবেশ করতে চাইলে তাদের সার্ভারে রেকর্ড অনুযায়ী আপনি ধরা খাবেন, সে জন্য আপনাকে এন্ট্রি রিফিউজ সিল আর পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে আপনি আর কোনদিন ভারতে প্রবেশ করতে পারবেন না।

৫) ভারতে কোনো ক্রাইম করে মামলা খেলে আপনাকে এন্ট্রি রিফিউজি সিল+পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে।

৬) তাদের বিভিন্ন সময় জারিকৃত রুলস ভঙ্গ করলে।

ইত্যাদি...…

©

যাত্রী (অপর্যটক) ব্যাগেজ বিধিমালা ২০২৩ একজন বিদেশ ফেরত যাত্রী কি কি পণ্য ব্যাগেজ সুবিধায় আনতে পারবেন তার সংক্ষিপ্ত আলোচন...
02/06/2023

যাত্রী (অপর্যটক) ব্যাগেজ বিধিমালা ২০২৩

একজন বিদেশ ফেরত যাত্রী কি কি পণ্য ব্যাগেজ সুবিধায় আনতে পারবেন তার সংক্ষিপ্ত আলোচনা:

(ক) বিদেশ থেকে আগত যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার (১ আইটেম ১২টির অধিক নয়) বা ২০০ গ্রাম রৌপ্য অলংকার শুল্ককর পরিশোধ ব্যতিরেকে আনতে পারবেন।

(খ) বিদেশ থেকে আগত যাত্রী ১টি স্বর্ণবার ১৩৭ গ্রাম স্বর্ণবার বা ২০০ গ্রাম রৌপ্যবার শুল্ককর পরিশোধ করে আনতে পারবেন। বেশি আনলে আটক হবে।

(গ) টেলিভিশন আনতে পারবেন নিম্ন হারে শুল্ককর পরিশোধ করে :

১) ৩৬" পর্যন্ত ফ্রি;
২) ৩৭" থেকে ৪২" পর্যন্ত ১০,০০০ টাকা ;
৩) ৪৩" থেকে ৪৬" পর্যন্ত ২০,০০০ টাকা ;
৪) ৪৭" থেকে ৫২" পর্যন্ত ৩০,০০০ টাকা ;
৫) ৫৩" থেকে ৬৫" পর্যন্ত ৭০,০০০ টাকা ;
৬) ৬৬" থেকে উপরে ৯০,০০০০ টাকা ;

ঘ) মোবাইল ফোন ২ টি ফ্রি;

ঙ) ভারত ভ্রমণ শেষ আগত যাত্রী ৪০০ মা:ডলার পণ্যের ব্যাগেজ পণ্য আনতে পারবেন। তবে এক পঞ্জিকা বৎসরে ৩ বারের অধিক বার আনা যাবে না।
©️

দেশের বাইরে বেড়াতে গেলে সর্বপ্রথম যে জিনিষটা আপনার দরকার তা হলো পাসপোর্ট। এরপর যে জিনিষটা দরকার, তা হলো ভিসা। আর ভিসার ...
18/05/2023

দেশের বাইরে বেড়াতে গেলে সর্বপ্রথম যে জিনিষটা আপনার দরকার তা হলো পাসপোর্ট। এরপর যে জিনিষটা দরকার, তা হলো ভিসা। আর ভিসার ঝামেলায় না যেতে চাইলে, যেতে পারেন বাংলাদেশের জন্য ভিসা মুক্ত দেশ। এরপর যা করতে হবে, তা হল ডলার এন্ডোর্স।

বিদেশে যাবার সময়, আপনাকে US Dollar নিয়ে যেতে হবে. যে পরিমান নিয়ে যাবেন, তা আপনার Passport-এ লিখিত নিয়ে যেতে হবে, একে বলে Dollar Endorse. আসুন জেনে নেই কখন আপনাকে endorse করতে হবে?

When you will endorse dollar
যখনই আপনি বাংলাদেশের বাইরে বেড়াতে যাবেন, প্রতিবার আপনাকে endorse করতে হবে, এটাই হলো নিয়ম। আর এই নিয়ম যাদের পাসপোর্ট আছে তাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এমনকি শিশুদের ক্ষেত্রেও।
অনেকেই প্রশ্ন করেন ভিসা হয়ে গেছে endorse করতে হবে কিনা?
বাইরে গেলেই আপনাকে endorse করতে হবে। এটাই নিয়ম। তবে বেশিরভাগ দেশেই endorse চেক করে না। সেটা বুঝে আপনাকে যেতে হবে।

Dollar Endorsement Validity
আবার অনেকে মনে করেন endorse এর validity কত দিনের? Endorse এর validity জানুয়ারী থেকে ডিসেম্বর ১ বছর ধরা হয়। জানুয়ারী থেকে ডিসেম্বর এর মধ্যে যখনি করবেন শুধু ঐ বছরের জন্য validity।
কি পরিমাণ টাকা আপনি endorse করতে পারবেন?

Dollar endorsement limit in Bangladesh
একজন প্রাপ্তবয়স্ক একবছরে maximum ১২০০০ ডলার দেশের বাইরে নিতে পারবে। এরমধ্যে ৫০০০ ডলার সার্কভুক্ত দেশ ও মিয়ানমার এর জন্য এবং ৭০০০ ডলার সার্ক-এর বাইরে অন্য দেশের জন্য বরাদ্দ।
একটা উদাহরন দেই তাহলে পরিস্কার হবে। ধরুন আপনি এই বছরে একবার ইন্ডিয়া গেলেন endorse করলেন ২০০০ ডলার। ইন্ডিয়া ঘুরে এলেন। এরপরের মাসে আপনি গেলেন নেপাল, এবার endorse করলেন ৩০০০ ডলার। এরপরের মাসে আপনি ভাবলেন ভূটান যাবেন। আপনার ৫০০০ ডলার endorse শেষ সুতরাং আপনি আর endorse করতে পারবেন না। এই বছরে আর ভূটান কেন, সার্কভুক্ত কোন দেশ আর মিয়ানমার যেতে পারবেন না। আবার আগামি বছর যেতে পারবেন । কিন্তু সার্ক এর বাইরে অন্য দেশে যেতে পারবেন। কারন সেখানে আপনার ৭০০০ এখনও বরাদ্দ আছে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নিচে কমেন্ট করতে পারেন।
এমনটি খুব বেশি হয় না। যদি সত্যিই তাই হয় সার্ক এ যাওয়ার ৫০০০ লিমিট শেষ কিন্তু আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ ব্যাংক এর অনুমতি নিতে হবে।

শিশুদের (১২ বছরের কম) ডলার endorsement limit একজন প্রাপ্তবয়স্ক এর অর্ধেক।

আর একটি গুরুত্বপূর্ণ কথা হল পৃথিবীর যে দেশেই যান একবার maximum ৫০০০ ডলার এর বেশি endorse করতে পারবেন না।
মেডিকেল ভিসায় গেলে আপনার টাকা বেশি নেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি করবেন? মেডিকেল ভিসার ক্ষেত্রে ১০০০০ ডলার পর্যন্ত endorse করতে পারবেন। এর বেশি হলে আপনাকে বাংলাদেশ ব্যাংক এর অনুমতি নিতে হবে।

অনেকেই বলেন সবচেয়ে কম কত ডলার endorse করা যাবে? সবচেয়ে কম ১৫০ ডলার endorse করতে হবে।

এখন কথা হল endorse কোথায় করবেন?

Where to endorse Dollar in Bangladesh
আপনি ব্যাংক অথবা Money Exchange company থেকে ডলার Endorse করতে পারেন | প্রায় সব অনলাইন ব্যাংক endorse করে থাকে।

পার্থক্য হলো, Visa নেয়ার সময় যদি Bank statement এর পরিবর্তে Endorse Copy Submit করেন। এই Endorse অবশ্যই Bank থেকে করতে হবে | But Visa নেয়ার পর Bank অথবা Money Exchange যেকোন জায়গা থেকে করতে পারবেন|

আমার Experience বলে যদি আপনার Passport-এ Visa থাকে তাহলে Bank থেকে Endorse না করে Money Exchange থেকে করাই ভালো | আমার কিছু Practical Experience share করছি তাহলে সহজে বুঝতে পারবেন-

যে Bank-এ Endorse করবেন সেখানে অবশ্যই Account থাকতে হবে এবং Passport holder -কে নিজের আসতে হবে। Account না থাকলে আপনাকে Account করতে হবে । Account করতে একটা ভালো Charge কাটবে এবং সময় নষ্ট, এরপর আরো Charge দিতে হবে যা একেক Bank এ একেক রকম |

একটি উদাহরণ দিয়ে বুঝাই। এই উদাহরনটি ২০১৫ সালের শেষের দিকের কথা। এখন দাম কমবেশি হতে পারে। এটা শুধু আপনাকে বোঝানোর জন্য।

১. Brac Bank: ডলার Endorse চার্জ ১৫৯ টাকা এবং Vat ২৪ টাকা। মানে আমাকে অতিরিক্ত ১৮৩ টাকা দিতে হবে। ডলার Rate ছিল তখন ৭৯.৮১ টাকা।

২. Dutch Bangla Bank: ডলার Endorse চার্জ ২০০ টাকা এবং Vat ৩০ টাকা। মানে আমাকে অতিরিক্ত ২৩০ টাকা দিতে হবে। ডলার Rate ছিল তখন ৮১ টাকা।

আমি ভাবলাম কেন extra টাকা ব্যাংক এ কেন দিব? তখন আমি Money Exchange এ গেলাম । চমৎকার ব্যাবহার, কিছুই প্রয়োজন নেই। ২০০ ডলার endorse করলাম কোন document ছাড়া। শুধু পাসপোর্ট দিতে হবে। যার পাসপোর্ট তাকে যেতে হবে না। ফি বর্তমানে ২০০ টাকা। আবার আপনি যদি বেশি করে ডলার কিনেন তাহলে ফ্রি করে দিতে পারে। ডলার তখন ছিল ৭৯.৬০ টাকা যা কিনা ব্যাংক এর চেয়েও বেশি ।
Endorse করলেই আপনাকে ডলার কিনতে হবে না। ইচ্ছা হলে কিনবেন নইলে না।

অনেকে প্রশ্ন করেন ভিসা হয়ে গেছে endorse কোত্থেকে করবেন?
উত্তর হলঃ ব্যাংক অথবা Money Exchange দুই জায়গা থেকেই করতে পারেন। আপনার যেটা সুবিধা মনে হয়। আমার কাছে Money Exchange কেই সহজ মনে হয়।

তবে একটা কথা অবশ্যই বলতে চাই বেশি ডলার কিনলে ব্যাংক থেকে অথবা ভাল কোন Money Exchange থেকে কিনবেন। কারন নকল হতে সাবধান। কখনও Money Exchange ডলার এর উপর ছোট সাইন দিয়ে দেয়, যদি নকল হয় ওরা change করে দিবে।

ডলার এন্ডোর্স হয়ে গেল এখন শুধু এয়ারটিকেট কিনুন এরপর ভ্রমন করুন। আপনি যেখানে যাবেন সেখানের হোটেল বুক করতে পারেন। এতে আপনার বাড়তি টেনশন কমবে। আবার অনেক দেশে যেতে হলে, ইমিগ্রেশন হোটেল বুকিং দেখতে চায়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং পোস্ট সম্পর্কে মতামত লিখুন কমেন্ট বক্সে।
©️

✅ ট্যুরিস্ট ভিসা  ✅ মেডিকেল ভিসা ✅ ডবল এন্ট্রি ভিসা  ✅️ বিজনেস ভিসা ✅️ পাসপোর্ট প্রসেসিং ....সংক্রান্ত যেকোনো বিষয়ে বিস্...
09/03/2023

✅ ট্যুরিস্ট ভিসা ✅ মেডিকেল ভিসা ✅ ডবল এন্ট্রি ভিসা ✅️ বিজনেস ভিসা ✅️ পাসপোর্ট প্রসেসিং ....
সংক্রান্ত যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে কল করুন: ☎️ +88 01794-668916 (WhatsApp)
********************************
আজই চলে আসুন আমাদের অফিসে, আমরা অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে ফাইল প্রসেসিং করে থাকি ফলে ভিসা হবে ১০০% নিশ্চিত...

🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
ভারতীয় ভিসা অফিস,বর্ণালী মোড়
রাজশাহী,বাংলাদেশ।
☎️ +88 017155 68687
☎️ +88 01866 121155
☎ +88 01306 383846


ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত!!বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমাল...
07/03/2023

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত!!

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ ভুটান। তারা সে দেশে আসা বিদেশি পর্যটকদের ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হারে স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিকরাও পড়ছেন। ভুটানে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ কম পড়বে বলেও প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে।

আর বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত বিশ ভরি (২৩৪ গ্রাম) স্বর্ণ নিখরচায় দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা তুললে ভুটানে স্বর্ণ কিনে প্রায় ৫ লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর ওপরে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারও বিনা শুল্কে বাংলাদেশে আনা যাবে।

তবে এই ডিউটি ফ্রি-হারে ভুটানে স্বর্ণ কেনার শর্ত একটাই; আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে।

এই এসডিএফের বর্তমান রেট এখন ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু ১২০০ রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য ২০০ মার্কিন ডলার। তবে স্বর্ণের দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এসডিএফ দেওয়ার পরও পর্যটকরা স্বর্ণ কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন।

(২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকারের এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সে দেশের সুপরিচিত সাংবাদিক, দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং।
নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, ‘পর্যটনের প্রসার ঘটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভারতীয় বা এসডিএফ মাশুল দেওয়া অন্য পর্যটকরা ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে স্বর্ণ কিনতে পারবেন। একমাত্র শর্ত হলো আপনাকে পর্যটন দফতর অনুমোদিত হোটেলে থাকতে হবে এবং এসডিএফ দিতে হবে। ভারতের তুলনায় এই স্বর্ণের দাম অনেক সস্তা পড়বে’, আরও জানান তিনি।

ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম যেহেতু বেশ খানিকটা বেশি, তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ যথারীতি আরও বেশি হবে।

তেনজিং লামসাং পরে আর একটি টুইটে একটি ‘আপডেট’ যোগ করে জানান, ভুটানে স্বর্ণ কেনার জন্য ভারতীয়দের মার্কিন ডলার নিয়ে আসতে হবে। একই কথা বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ রুপি বা টাকা দিয়ে ভুটানে স্বর্ণ কেনা যাবে না– কিনতে হবে ডলার দিয়েই।
©️

এখন 🇹🇭থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা করুন রাজশাহী থেকেই --   ✅️ ধামাকা অফার ✅️ভিসা প্রসেসিং মাত্র 6000 টাকাভিসার জন্য যা যা ল...
18/02/2023

এখন 🇹🇭থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা করুন রাজশাহী থেকেই --

✅️ ধামাকা অফার ✅️

ভিসা প্রসেসিং মাত্র 6000 টাকা

ভিসার জন্য যা যা লাগবে৷ :
----------------------------
#) মেইন পাসপোর্ট সাথে ৬ মাসের বেশি মেয়াদ।
#) 2টি সাম্প্রতিক ছবি (থাই সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড)।
#) ব্যংক সলভেন্সি সার্টিফিকেট সহ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। (গত ছয় মাস, ব্যালেন্স ১ লাখ)।
#) ভিজিটিং কার্ড ।
#) ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স কপি নবায়ন পেজ সহ ইংলিশ অনুবাদ সাথে উকিল নোটারী।
#) কোম্পানির অফিসিয়াল প্যাডের পাতা।
#) শিক্ষার্থী স্টুডেন্ট আইডি কার্ড/টিউশন ফি স্লিপের পে স্লিপ।
#) এনআইডি বা জন্ম সনদ।
#) চাকুরীজীবি হলে অবশ্যই এনওসি প্রয়োজন ।
#) নিকাহনামা এবং সার্টিফিকেট ইংলিশ অনুবাদ ও নোটারী করা।

কাজের সময়: ৫-৭কর্মদিবস ।

কথা বলুন আমাদের ভিসা এক্সপার্টের সাথে 01794-668916

🏢 🏠 Office: 🏠
Tasnia Travels Bd🌿🌿
Indian Visa Office,
Bornali mor, Rajshahi, Bangladesh.
☎️ +88 017155 68687
☎️ +88 01866 121155
☎ +88 01306 383846

Visit & Like Our page:
https://www.facebook.com/tasniatravelsbd/

Authorized travel partner atTasnia Travels BD ✈️🏢 🏠 Office: 🏠 Tasnia Travels Bd🌿🌿Indian Visa Office,Bornali mor, Rajshah...
01/02/2023

Authorized travel partner at
Tasnia Travels BD ✈️

🏢 🏠 Office: 🏠
Tasnia Travels Bd🌿🌿
Indian Visa Office,
Bornali mor, Rajshahi, Bangladesh.
☎️ +88 017155 68687
☎️ +88 01866 121155
☎ +88 01306 383846

Visit & Like Our page:
https://www.facebook.com/tasniatravelsbd/

ঢাকা ✈️ চেন্নাই অথবা কলকাতা ✈️ চেন্নাই রুটে স্পেশাল ফেয়ারের জন্য কল করুন: ☎️+88 01794668916 (whatsapp)এছাড়া কলকাতা থেক...
28/01/2023

ঢাকা ✈️ চেন্নাই অথবা
কলকাতা ✈️ চেন্নাই রুটে স্পেশাল ফেয়ারের জন্য কল করুন:
☎️+88 01794668916 (whatsapp)

এছাড়া কলকাতা থেকে ✈️ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, পুনে, গোয়া, বাগডোগরা, শ্রীনগর, কেরেলা, পোর্ট ব্লেয়ার, জয়পুর সহ যেকোনো রুটে বিমানের টিকিট আমরাই দিচ্ছি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে।
Tasnia Travels BD

🔷️𝗘𝗻𝗷𝗼𝘆 𝘁𝗵𝗲 "𝗕𝗘𝗦𝗧 𝗗𝗘𝗔𝗟𝗦" 𝐰𝐢𝐭𝐡 𝗼𝘂𝗿 𝗲𝘅𝗽𝗲𝗿𝘁 𝗰𝘂𝘀𝘁𝗼𝗺𝗲𝗿 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝟮𝟰/𝟳 𝗮𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 ✅️

🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
ভারতীয় ভিসা অফিস,
বর্ণালী মোড়, রাজশাহী,বাংলাদেশ।
☎️ +88 017155 68687
☎️ +88 01866 121155
☎ +88 01306 383846

Visit & Like Our page:
https://www.facebook.com/tasniatravelsbd/

ভারতীয় টুরিস্ট, মেডিকেল, বিজনেস কিংবা ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন। আমরা খুবই দক্ষতার ...
16/11/2022

ভারতীয় টুরিস্ট, মেডিকেল, বিজনেস কিংবা ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন। আমরা খুবই দক্ষতার সাথে ভারতীয় ভিসা প্রসেসিং করে থাকি। সেই সাথে রয়েছে ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান ও ট্রেন টিকিট এর ব্যবস্থা...

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনার যা যা লাগবেঃ-
০১। পাসপোর্ট (সকল)
০২। 2x2 ছবি ২ কপি
০৩। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন
০৪। ব্যাংক স্টেটমেন্ট
০৫। ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানিতে চাকরী
করেন সেই কোম্পানির ছুটির লেটার
০৬। বিদ্যুৎ বিলের কপি বা মিটারের প্রিপেইড কার্ড
০৬। লাস্ট ভিসার কপি

💥ইন্ডিয়ান ভিসা আর্জেন্ট প্রসেসিং করা হয়💥

কল করুন :📱01794-668916
Email 📧 [email protected]

💥 প্রয়োজনীয় ডকুমেন্টস ইমেইলে বা WhatsApp এ অথবা সরাসরি আমাদের অফিসে এসে জমা দিতে পারবেন!
***********************************
🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
বর্ণালী মোড়,রাজশাহী,বাংলাদেশ।
☎️ +88 01715568687
☎️ +88 01866121155
☎ +88 01306383846



রাজশাহী-কক্সবাজার রুটে উড়োজাহাজ যোগাযোগ শুরু হচ্ছে। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রা...
26/10/2022

রাজশাহী-কক্সবাজার রুটে উড়োজাহাজ যোগাযোগ শুরু হচ্ছে। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে।

রাজশাহী-কক্সবাজার রুটে উড়োজাহাজ যোগাযোগ শুরু হচ্ছে। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একট....

খুব শীঘ্রই ট্রানজিট ভিসা চালু  হচ্ছে সবাই রেডি হন....Tasnia Travels BD
25/10/2022

খুব শীঘ্রই ট্রানজিট ভিসা চালু হচ্ছে সবাই রেডি হন....

Tasnia Travels BD

আকাশআজ সন্ধ্যায়...
24/10/2022

আকাশ
আজ সন্ধ্যায়...

♦️ ভুটানে এখন যা যা এন্ট্রি রুলস চলছে তা নিচে দেয়া হলো⤵১.এন্ট্রি ফিঃভুটানে যেতে গেলে পার ডে পার হেড ২০০ ডলার করে দিতে হব...
22/10/2022

♦️ ভুটানে এখন যা যা এন্ট্রি রুলস চলছে তা নিচে দেয়া হলো⤵

১.এন্ট্রি ফিঃ

ভুটানে যেতে গেলে পার ডে পার হেড ২০০ ডলার করে দিতে হবে।

২.গাইডঃ

ভুটান বেড়াতে গেলে এখন গাইড মেন্ডাটরি।গাইড এর চার্জ পার ডে ১৫০০ থেকে ২০০০ টাকা।কিন্তু গাইড যেহেতু একদিন আগে থিম্পু বা পারো থেকে আসবে তাই তাকে একদিনের চার্জ বেশি দিতে হবে।ধরুন আপনি ছয় দিনের জন্য বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে গাইডকে ৭ দিনের পয়সা দিতে হবে। যে গাড়িতে করে ভুটান ঘুরবেন গাইডকে সবসময় সামনের সিটে বসতে দিতে হবে।

৩. ট্রাভেল ইন্সুরেন্সঃ

ভুটানের এন্ট্রির জন্য এখন ট্রাভেল ইন্সুরেন্স মেন্ডাটরি।মাথাপিছু ৬০০ টাকা ট্রাভেল ইন্সুরেন্স করে যেতে হবে।

৪. হোটেল বুকিংঃ

এখন মিনিমাম থ্রী স্টার ক্যাটাগরি হোটেল আপনাকে বুক করতে হবে। তার নিচের কোন ক্যাটাগরি হোটেল বা হোমস্টে এলাও করা হচ্ছে না।

৫. এন্ট্রি ফি ফর টুরিস্ট প্লেসঃ

আগে যেমন কিছু কিছু জায়গা ফ্রি ছিল এখন একদম তা নেই।সব মনেস্ট্রি এন্ট্রি ফি ১০০০ টাকা করে দিতে হবে।পারো তে টাইগার নেস্ট মনেস্ট্রি এন্ট্রি ফি পার হেড ২০০০ টাকা করে দিতে হবে।সব টুরিস্ট স্পটেই এন্ট্রি ফি চার্জ করা হচ্ছে।

৬. কার এন্ট্রি রুলস ফ্রম ইন্ডিয়াঃ

ভুটানের গাড়ি নিয়ে ঘুরলে কোন অসুবিধা নেই কিন্তু অনেকেই আছেন যারা গাড়ি নিয়ে ভুটানে ড্রাইভ করে ঘুরতে যেতে চান তাদের জন্য বলি ইন্ডিয়ান গাড়ির জন্য আপনাকে পার ডে সাড়ে চার হাজার টাকা করে চার্জ দিতে হবে।

৭ ডকুমেন্টসঃ

পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ভুটান ইমিগ্রেশন এর জন্য লাগবে। ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোন ডকুমেন্টস এলাও করা হবে না।১৮ বছরের নিচে যারা আছে যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে অরিজিনাল বার্থ সার্টিফিকেট লাগবে। যেটি শুধুমাত্র ইংরেজিতে লেখা হতে হবে।

©️

Address

Bornali Moor
Rajshahi
6000

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801794668916

Alerts

Be the first to know and let us send you an email when Tasnia Travels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnia Travels BD:

Videos

Share