10/12/2021
🇹🇩🇹🇩রোমানিয়ান ওয়ার্ক পার্মিট চেনার সহজ কিছু উপায়-
আপনারা নিচের ছবিটিতে লক্ষ্য করুন, আমি ছবিটিতে ৭টা নাম্বার দিয়ে মার্ক করেছি।
[ 1,2,3,4,5,6,7 ]
(1) যে তারিখটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফাইল সাবমিট এর তারিখ। আপনাকে আপনার এজেন্ট একটা সাবমিশন মেইল দিবে। সেই সাবমিশন মেইলের মধ্যে এই তারিখটি উল্লেখ থাকবে। বর্তমান সময়ে ওয়ার্ক পার্মিট বের হতে একটু সময় লাগে, ছবিটি পুরাতন তাই তাড়াতাড়ি ওয়ার্ক পার্মিট বের হয়েছে।
( 2) নাম্বার তারিখটি ওয়ার্ক পার্মিট ইসু হওয়ার তারিখ।
(3) নম্বর তারিখটি ডেলিভারির তারিখ। মনে রাখবেন এই তারিখটি কখনোই কম্পিউটার এ টাইপ করা হবে না। এটি হাতে লিখা থাকবে।
তো এই ৩টি তারিখের মধ্যে ১ম তারিখটির সাথে ২য় তারিখের তফাত হবে ৩৫-৪৫ দিন এবং ২য় তারিখ থেকে ৩য় তারিখটির তফাত হবে ১৫ দিনের মতো।
এবার লক্ষ্য করুন, নাম্বার (4) এ, codul fiscal/ CNP, এটি অতি গুরুত্বপূর্ণ, গুগল এর সার্চ করে দেখতে পারবেন, কোম্পানির সকল তথ্য আপনার ওয়ার্ক পার্মিট এর সাথে মিল আছে কিনা..
এই হলো CNP চেক করার লিংকঃ https://www.romanian-companies.eu/
তারপর নাম্বার (5) এ যে রেজিস্ট্রার নাম্বারটা দেওয়া থাকবে সেটা CNP নাম্বার এর সাথে মিলিয়ে দেখবেন তথ্য ঠিক আছে কিনা কোম্পানির..
তারপর (5) এর উপর যে এরো দেওয়া কোম্পানির নামটা সেটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা...
nr নাম্বারটি ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন।
(6) এ সিল, এটা নিজ অভিজ্ঞতা নিয়ে বুঝতে হবে, সিল নীল এবং লাল হয়ে থাকে। একটা সরকারি সিল বুঝার মতো ক্ষমতা ব্রেনে রাখতে হবে, তবে সিলের কালি কম বা বেশি ও হয়ে থাকে, নাম্বার (3) এ যে তারিখটা এবং নাম্বার (6) এ যে স্বাক্ষরটা একই দিনে দিয়ে থাকে।
(7) আপনার নাম, নাম পাসপোর্ট এর মেইন পাতায় যেভাবে আছে, পার্মিট এও সেভাবেই থাকবে।
মনে করেন আপনার নামঃ MD RIFAT
কিন্তু পাসপোর্ট এর মেইন পাতা লক্ষ্য করে দেখবেন উলটোভাবে আছে নামটিঃ
RIFAT MD
পার্মিট এও ঠিক এভাবেই থাকবে।
তো এই ছিল মূলত ওয়ার্ক পার্মিট চিনার সহজ উপায়।
অনেকে ওয়ার্ক পার্মিট চিনার জন্য এম্বাসিতে মেইল করে থাকেন, ভুলেই এই কাজ করবেন না। ভিসা আনার সময় সমস্যা হতে পারে।
[ বিদ্রঃ ছবিটি সংগ্রহ করা, কারো ওয়ার্ক পার্মিট হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন !
সংগৃহীত পোস্ট