PoriShah International

PoriShah International All's Well That Ends Well
(1)

রোমানিয়া চাকুরীতে জরুরী নিয়োগ। শতভাগ সাফল্যের সাথে দীর্ঘদিন ধরে আমরা রোমানিয়ার ভিসা প্রসেসিং করে আসছি।✪ সবথেকে কম খরচে ...
06/02/2023

রোমানিয়া চাকুরীতে জরুরী নিয়োগ।

শতভাগ সাফল্যের সাথে দীর্ঘদিন ধরে আমরা রোমানিয়ার ভিসা প্রসেসিং করে আসছি।

✪ সবথেকে কম খরচে ও কম সময়ে ভিসা প্রসেসিং।
✪ কাজ ও বেতনের নিশ্চয়তা।
✪ নিউ দিল্লিতে পাসপোর্ট সাবমিট ও কালেকশন।
✪ দ্রুত সময়ে ম্যানপাওয়ার ও এয়ারটিকিট


➤➤ এছাড়াও আমরা ইতালি, পর্তুগাল, নিউজিল্যান্ড, ইংল্যান্ড স্টুডেন্ট ভিসা , মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করি।

বিস্তারিত তথ্য জানতে কল করুন।

✆ +880 1680-709413

[email protected]

অফিসঃ শাম্মী ইন্টারন্যাশনাল
ওয়াহিদ ভিউ সুপার মার্কেট, ৫ম তলা, পূর্ব জিন্দাবাজার, সিলেট

রোমানিয়া চাকুরীতে জরুরী নিয়োগ। শতভাগ সাফল্যের সাথে দীর্ঘদিন ধরে আমরা রোমানিয়ার ভিসা প্রসেসিং করে আসছি। ∞∞ আমাদের থেকে য...
05/02/2023

রোমানিয়া চাকুরীতে জরুরী নিয়োগ।

শতভাগ সাফল্যের সাথে দীর্ঘদিন ধরে আমরা রোমানিয়ার ভিসা প্রসেসিং করে আসছি।

∞∞ আমাদের থেকে যে সার্ভিসগুলো পাবেন∞∞

✪ সবথেকে কম খরচে ভিসা প্রসেসিং।
✪ অল্প সময়ের মধ্যেই পার্মিট।
✪ কাজ ও বেতনের নিশ্চয়তা।
✪ ইনস্যুরেন্স সাপোর্ট।
✪ নিউ দিল্লি (ইন্ডিয়া) এম্বাসিতে ডকুমেন্ট সাবমিশন সহায়তা।
✪ নিউ দিল্লি অফিস থেকে ডকুমেন্ট ও পাসপোর্ট কালেকশন।
✪ সবচেয়ে কম খরচে ম্যানপাওয়ার সাপোর্ট
✪ বাংলাদেশের সবচেয়ে কম খরচে এয়ারটিকিট এর নিশ্চয়তা।

➤➤ এছাড়াও আমরা ইতালি, পর্তুগাল, নিউজিল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করি।

বিস্তারিত তথ্য জানতে কল করুন।

✆ +880 1680-709413

[email protected]

অফিসঃ শাম্মী ইন্টারন্যাশনাল
ওয়াহিদ ভিউ সুপার মার্কেট, ৫ম তলা, পূর্ব জিন্দাবাজার, সিলেট

12/01/2023
আমাদের প্রতিষ্ঠান থেকে রোমানিয়ার ভিসার কাজ করানো হয়।ইতিমধ্যে ভিসা সফলভাবে হয়েছে।
03/01/2023

আমাদের প্রতিষ্ঠান থেকে রোমানিয়ার ভিসার কাজ করানো হয়।
ইতিমধ্যে ভিসা সফলভাবে হয়েছে।

Study in UK, January 2023জানুয়ারী ২০২৩ সেশনের জন্য এক্ষুনি যোগাযোগ করুন। আমাদের যে সকল সার্ভিস রয়েছে। 🇬🇧 কম টিউশন ফি।🇬🇧 ...
22/08/2022

Study in UK, January 2023

জানুয়ারী ২০২৩ সেশনের জন্য এক্ষুনি যোগাযোগ করুন।
আমাদের যে সকল সার্ভিস রয়েছে।

🇬🇧 কম টিউশন ফি।
🇬🇧 ফুল পেকেজ।
🇬🇧 ব্যাংক সাপোর্ট।
🇬🇧 স্পাউস।
🇬🇧 HSC পাশ রাও যোগাযোগ করুন।

যোগাযোগ করুন
জিন্দাবাজার সিলেট।
WhatsApp
01680709413
E-mail : [email protected]

UK Student Vissa ইউকে স্টুডেন্ট ভিসা সব ধরনের সহযোগিতা করা হয়।
10/06/2022

UK Student Vissa
ইউকে স্টুডেন্ট ভিসা
সব ধরনের সহযোগিতা করা হয়।

29/05/2022

UK Student Vissa
ইউকে স্টুডেন্ট ভিসার জন্য সব ধরনের সহযোগিতা করা হয়।

08/03/2022

🇹🇩🇹🇩রোমানিয়ান ওয়ার্ক পার্মিট চেনার সহজ কিছু উপায়-আপনারা নিচের ছবিটিতে লক্ষ্য করুন, আমি ছবিটিতে ৭টা নাম্বার দিয়ে মার্ক কর...
10/12/2021

🇹🇩🇹🇩রোমানিয়ান ওয়ার্ক পার্মিট চেনার সহজ কিছু উপায়-

আপনারা নিচের ছবিটিতে লক্ষ্য করুন, আমি ছবিটিতে ৭টা নাম্বার দিয়ে মার্ক করেছি।
[ 1,2,3,4,5,6,7 ]

(1) যে তারিখটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফাইল সাবমিট এর তারিখ। আপনাকে আপনার এজেন্ট একটা সাবমিশন মেইল দিবে। সেই সাবমিশন মেইলের মধ্যে এই তারিখটি উল্লেখ থাকবে। বর্তমান সময়ে ওয়ার্ক পার্মিট বের হতে একটু সময় লাগে, ছবিটি পুরাতন তাই তাড়াতাড়ি ওয়ার্ক পার্মিট বের হয়েছে।
( 2) নাম্বার তারিখটি ওয়ার্ক পার্মিট ইসু হওয়ার তারিখ।
(3) নম্বর তারিখটি ডেলিভারির তারিখ। মনে রাখবেন এই তারিখটি কখনোই কম্পিউটার এ টাইপ করা হবে না। এটি হাতে লিখা থাকবে।
তো এই ৩টি তারিখের মধ্যে ১ম তারিখটির সাথে ২য় তারিখের তফাত হবে ৩৫-৪৫ দিন এবং ২য় তারিখ থেকে ৩য় তারিখটির তফাত হবে ১৫ দিনের মতো।
এবার লক্ষ্য করুন, নাম্বার (4) এ, codul fiscal/ CNP, এটি অতি গুরুত্বপূর্ণ, গুগল এর সার্চ করে দেখতে পারবেন, কোম্পানির সকল তথ্য আপনার ওয়ার্ক পার্মিট এর সাথে মিল আছে কিনা..
এই হলো CNP চেক করার লিংকঃ https://www.romanian-companies.eu/
তারপর নাম্বার (5) এ যে রেজিস্ট্রার নাম্বারটা দেওয়া থাকবে সেটা CNP নাম্বার এর সাথে মিলিয়ে দেখবেন তথ্য ঠিক আছে কিনা কোম্পানির..
তারপর (5) এর উপর যে এরো দেওয়া কোম্পানির নামটা সেটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা...
nr নাম্বারটি ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন।

(6) এ সিল, এটা নিজ অভিজ্ঞতা নিয়ে বুঝতে হবে, সিল নীল এবং লাল হয়ে থাকে। একটা সরকারি সিল বুঝার মতো ক্ষমতা ব্রেনে রাখতে হবে, তবে সিলের কালি কম বা বেশি ও হয়ে থাকে, নাম্বার (3) এ যে তারিখটা এবং নাম্বার (6) এ যে স্বাক্ষরটা একই দিনে দিয়ে থাকে।
(7) আপনার নাম, নাম পাসপোর্ট এর মেইন পাতায় যেভাবে আছে, পার্মিট এও সেভাবেই থাকবে।
মনে করেন আপনার নামঃ MD RIFAT
কিন্তু পাসপোর্ট এর মেইন পাতা লক্ষ্য করে দেখবেন উলটোভাবে আছে নামটিঃ
RIFAT MD
পার্মিট এও ঠিক এভাবেই থাকবে।
তো এই ছিল মূলত ওয়ার্ক পার্মিট চিনার সহজ উপায়।

অনেকে ওয়ার্ক পার্মিট চিনার জন্য এম্বাসিতে মেইল করে থাকেন, ভুলেই এই কাজ করবেন না। ভিসা আনার সময় সমস্যা হতে পারে।

[ বিদ্রঃ ছবিটি সংগ্রহ করা, কারো ওয়ার্ক পার্মিট হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন !

সংগৃহীত পোস্ট

 #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা। আমরা  #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসাবিশ্বস্ততার সহিত কাজ করে থাকি।  # ভিসার আগে কোন টাকা আম...
25/07/2021

#রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা।

আমরা #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা
বিশ্বস্ততার সহিত কাজ করে থাকি।
# ভিসার আগে কোন টাকা আমরা নেইনা।

ভিসার জন্য যে ডকুমেন্ট লাগবে।
🌌পার্সপোট এর মুলকপি
🌌 ছবি ৫ কপি
🌌 পুলিশ ক্লিয়ারেন্স
🌌 সময় ৩ মাস।
🌌 চুক্তিপত্রে উল্লিখিত ব্যাংক চেক।

#ভিসার ধরনঃ
✅কন্সট্রাকশন
✅রেস্টুরেন্ট
✅ ইলেকট্রিক
✅ ফ্যাক্টরি
✅ প্যাকেটিং

▶ আরও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন

🏝️🏝️ সিলেট অফিস।
📞 01680709413
📧 [email protected]

 #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা। আমরা  #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসাবিশ্বস্ততার সহিত কাজ করে থাকি।  # ভিসার আগে কোন টাকা আম...
25/07/2021

#রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা।

আমরা #রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা
বিশ্বস্ততার সহিত কাজ করে থাকি।
# ভিসার আগে কোন টাকা আমরা নেইনা।

ভিসার জন্য যে ডকুমেন্ট লাগবে।
🌌পার্সপোট এর মুলকপি
🌌 ছবি ৫ কপি
🌌 পুলিশ ক্লিয়ারেন্স
🌌 সময় ৩ মাস।
🌌 চুক্তিপত্রে উল্লিখিত ব্যাংক চেক।

#ভিসার ধরনঃ
✅কন্সট্রাকশন
✅রেস্টুরেন্ট
✅ ইলেকট্রিক
✅ ফ্যাক্টরি
✅ প্যাকেটিং

▶ আরও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন

📞 01680709413
📧 [email protected]

আইনের সহায়তা নিন।নিরাপদ থাকুন
24/07/2021

আইনের সহায়তা নিন।
নিরাপদ থাকুন

অসাধারন কিছু টিপস যা সবসময় আপনার উপকারে আসবে :--১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূ...
24/07/2021

অসাধারন কিছু টিপস যা সবসময় আপনার উপকারে আসবে :-
-
১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।
২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।
৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।
৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।
৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।
৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।
৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।
৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।
৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।
১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।
১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।
১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।
১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।
১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।
১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।
১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।
১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।
১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

৪ বন্ধু মিলে ১টা পেট্রোল পাম্প দিল।কিন্তু তারা একটা কাস্টমারওপেলনা!!!!কারন, পেট্রোল পাম্পটা ছিল এক তলারউপরে!!!এবার তারা ...
23/07/2021

৪ বন্ধু মিলে ১টা পেট্রোল পাম্প দিল।
কিন্তু তারা একটা কাস্টমারও
পেলনা!!!!
কারন, পেট্রোল পাম্পটা ছিল এক তলার
উপরে!!!
এবার তারা ঐ জায়গায়
একটা রেস্টুরেন্ট খুলল । কিন্তু এবারও
তারা কোন কাস্টমার পেলনা!!!

কারন,তারা পেট্রোল পাম্প এর
সাইনবোর্ডটা খুলে নাই!!!!

এবার তারা ৪ জন
মিলে একটা ট্যাক্সি কিনলো । কিন্তু
এবারও তারা কোন যাত্রী পেলোনা!!

কারন,২ বন্ধু সামনে আর ২ বন্ধু
পিছনে বসে যাত্রী খুজতে ছিল!!!
যাত্রী বসবে কই??

কিছুদিন পর তাদের
ট্যাক্সি নষ্ট হয়ে গেল!!! তারা ৪ জন
ট্যাক্সি ধাক্কা দিতে লাগল, কিন্তু
ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল
না!!!

কারন ২ জন পিছন দিয়ে ঠেলতে ছিল আর
২ জন সামনে দিয়ে!!

মোরালঃ

পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হতে পারে না।সফল হতে হলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। অন‍্যেরা ভাল ব‍্যবসা করছে আমাকেও এই ব‍্যবসা করতে হবে এমন ভাবনা না ভেবে যে ব‍্যবসা করবো সেই ব‍্যবসা সম্পর্কে ভাল মন্দ জেনে ব‍্যবসায় নামা উচিত
সংগৃহীত

🌀 সকল সিম এর প্রয়োজনীয় কোড সমূহঃ-🌀🔵 গ্রামীণফোন☞ Balance Check : *566 # ☞ Data (MB) Check : *121*1*4 # ☞ Internet Pack ...
22/07/2021

🌀 সকল সিম এর প্রয়োজনীয় কোড সমূহঃ-🌀

🔵 গ্রামীণফোন
☞ Balance Check : *566 #
☞ Data (MB) Check : *121*1*4 #
☞ Internet Pack : *121*3 #
☞ Minute Check : *121*1*2 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *2 #
☞ SMS Check : *121*1*2 #
☞ Top Offer : *777 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*6*1 #

🔴 বাংলালিংক
☞ Balance Check : *124 #
☞ Data (MB) Check : *124*5 #
☞ Internet Pack : *5000 #
☞ Minute Check : *124*2 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *511 #
☞ SMS Check : *124*3 #
☞ Top Offer : *888 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*5*1*2*1 #

🟠 রবি
☞ Balance Check : *222 #
☞ Data (MB) Check : *8444*88 #
☞ Internet Pack : *8444 # & *4 #
☞ Minute Check : *222*3 #
☞ PPU Off : None
☞ Show SIM Number : *140*2*4 #
☞ SMS Check : *222*11 #
☞ Top Offer : *999 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *123*6*13 #

🟣 এয়ারটেল
☞ Balance Check : *778 #
☞ Data (MB) Check : *8444*88 #
☞ Internet Pack : *8444 # & *4 #
☞ Minute Check : *778*22 #
☞ PPU Off : *8444*9999 #
☞ Show SIM Number : *121*7*3 #
☞ SMS Check : *778*6 #
☞ Top Offer : *999 #
☞ Tracking Check : * #62 #
☞ Tracking Off : # #002 #
☞ VAS Off : *121*4*3 #

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।২.রি-ইউনিয়ন ...
22/07/2021

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?

১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।

৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।

৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।

১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।

২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।

২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

(সংগৃহীত)

Coming soon
19/07/2021

Coming soon

Just awesome
19/07/2021

Just awesome

Address

Sylhet

Telephone

+8801680709413

Website

Alerts

Be the first to know and let us send you an email when PoriShah International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PoriShah International:

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All