Syltrade Services সিলট্রেড সার্ভিসেস

Syltrade Services সিলট্রেড সার্ভিসেস Travel Agency & Consultancy services
Add: 306,Rangmahal Tower,Bondarbazar,Sylhet.Mob:+88 01710633960
(7)

✴️নিয়োগ বিজ্ঞপ্তি ✴️একজন কম্পিউটার অপারেটর আবশ্যক,আগ্রহীরা সিবি পাঠাবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ০১৩১২-৬৩৩৯৬১ এই নাম্বারেয...
30/11/2023

✴️নিয়োগ বিজ্ঞপ্তি ✴️
একজন কম্পিউটার অপারেটর আবশ্যক,
আগ্রহীরা সিবি পাঠাবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ০১৩১২-৬৩৩৯৬১ এই নাম্বারে

যোগাযোগ: সিলট্রেড সার্ভিসেস (ট্রাভেল এজেন্সি)
৩০৬,রংমহল টাওয়ার, বন্দর বাজার, সিলেট।
মোবাইল: ০১৭১০-৬৩৩৯৬০( অফিস)

সায়ীর নিয়ম(সাফা – মারওয়া পাহাড়ে দৌঁড়)প্রতি হজ্জ ও প্রতি ওমরায় সায়ী করা ওয়াজিব। শুধু নফল তাওয়াফে সায়ী নাই।অতএব,...
19/11/2023

সায়ীর নিয়ম
(সাফা – মারওয়া পাহাড়ে দৌঁড়)

প্রতি হজ্জ ও প্রতি ওমরায় সায়ী করা ওয়াজিব। শুধু নফল তাওয়াফে সায়ী নাই।

অতএব, ওমরা বা হজ্জের তাওয়াফের পর সায়ী করতে হলে তাওয়াফের পর হারাম শরীফের দক্ষিণ পূর্ব দিকে সবুজবাতির পাশ দিয়ে সাফা পাহাড়ে যেতে হবে।

তাওয়াফের সায়ীতে যাওয়ার আগে আবার হাজারে আসওয়াদে ইস্তিলাম অর্থাৎ চুমা দিয়ে যেতে হবে। যাওয়ার সময় ইজতেবা থাকলে তা খুলে পূর্ণভাবে ইহরামের চাদর গায়ে দিতে হবে।

সায়ীর নিয়ত শুরুর আগে সাফা পাহাড়ে উঠার সময় কোরআনের এই আয়াতটি বারবার পড়তে থাকুন। এই আয়াতটি মুখস্ত করে নিন। কেননা সায়ীর সময় প্রতি চক্করে সাফা ও মারওয়ায় উঠার সময় এই আয়াতটি বারবার পড়তে পাড়লে উত্তম।

اِنَّ الصَّفَا وَ الۡمَرۡوَۃَ مِنۡ شَعَآئِرِ اللّٰہِ ۚ فَمَنۡ حَجَّ الۡبَیۡتَ اَوِ اعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیۡہِ اَنۡ یَّطَّوَّفَ بِہِمَا ؕ وَ مَنۡ تَطَوَّعَ خَیۡرًا ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ عَلِیۡمٌ

উচ্চারণ: ইন্নাচ্ছফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আভিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তয়্যাফা বিহিমা। ওয়ামান তাতওয়াআ’খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আ’লিম।

অর্থ: সাফা ও মারওয়া আল্লাহর অন্যতম নিদর্শন। যে ব্যক্তি হজ্জ ও উমরাহ করবে তার জন্য এ দুটোকে প্রদক্ষিণ করা কোন দোষ নয় (বরং পূণ্য) কেউ স্বেচ্ছায় ভাল কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরষ্কার দাতা, সর্বজ্ঞ।

সায়ীর নিয়ত

সাফা পাহাড়ের উপর ১০/১২ হাত উঠে আল্লাহর ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে সায়ীর নিয়ত করবেন।

اَللّٰهُمَّ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اَسْعٰى مَا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةَ سَبْعَةَ اَشْوَاطٍ لِّوَجْهِكَ الْكَرِيْمِ فَيَسِّرْهُ لِيْ وَتَقَبَّلْهُ مِنِّيْ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি উরিদু আন আসআ’মাবাইনাছ ছফা ওয়াল মারওয়াতা সাবআ’তা আশওয়াতিল লিওয়াজহিকাল কারীমি ফায়াচ্ছিরহুলী ওয়া তাকাব্বালহু মিন্নি।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাফা ও মারওয়ার মধ্যে ৭বার সায়ী করার নিয়ত করছি। সুতরাং ইহা আমার জন্য সহজ করে দাও এবং আমার থেকে তা কবুল করে নাও।

এখন কাবার দিকে মুখ করে দুই হাত কাবার দিকে উপরে তুলে জোরে জোরে তাকবীর দিতে হবে:

اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর জন্য সকল প্রশংসা।

তারপর নিচের দোয়াটি ৩ বার পড়ুন

لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُحْىِ وَ يُمِيْتُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ী ওয়াইউমীতু, ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ব্যতিত কোন ইলাহ্ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই, সকল রাজত্ব ক্ষমতা একমাত্র তাঁরই, সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি জীবন-মুত্যু দান করেন, সকল কল্যাণ তাঁরই হাতে। তিনি সর্বশক্তিমান।

এই সাফা পাহাড় দোয়া কবুল হওয়ার একটি স্থান। এই দোয়া পড়ে মোনাজাতের মত দুই হাত উঠিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন।

এরপর সাফা পাহাড় হতে নেমে মারওয়া পাহাড়ের দিকে স্বাভাবিক গতিতে চলবেন। সাফা পাহাড় দক্ষিণ দিকে মারওয়া পাহাড় উত্তর দিকে। সাফা ও মারওয়ার পুরা পথকে মাসআ’ বলে। সায়ীর পুরা পথটাই দোয়া কবুলের জায়গা।

সবুজ বাতির এলাকা

সাফা পাহাড় থেকে নেমে কিছু উত্তর দিকে মারওয়া অভিমুখে চললে সবুজ বাতির এলাকার ৫/৬ হাত আগে থাকতেই কিছু বেগে দৌড়াতে শুরু করবেন এবং পুরা সবুজ বাতির অংশটি (৪০ গজ) ৭ বারই দৌঁড়িয়ে যেতে হবে। এই সবুজ বাতীর অংশটুকু শুধু পুরুষগণ দৌড়ে যাবেন আর মহিলাগণ স্বাভাবিকভাবে হেঁটে যাবেন।

এই সবুজ বাতির পুরা পথকে ‘মিলাইনে আখজারাইন’ বলে। এই পথটি দোয়া কবুল হবার একটি স্থান। এই স্থানে মনে-মুখে যত ইচ্ছা হয় আল্লাহর কাছে চাইবেন।

তারপর যখন মারওয়া পাহাড়ের কাছে যাবেন তখন সাফার মতই মারওয়ার উপর উঠবেন। এখানেও সাফার উপর আরোহণ করে যেভাবে দোয়া ও তকবির বলার কথা লিখা হয়েছে তাই করবেন এবং ইহাও দোয়া কবুলের একটি স্থান। সাফা মারওয়ায় যে সাতবার চক্কর দিতে হয়, এই এক চক্কর হল অর্থাৎ সাফা হতে মারওয়া পর্যন্ত আসলে এক চক্কর হল অর্থাৎ এখন মারওয়া হতে সাফা পর্যন্ত গেলে আর এক চক্কর হবে। প্রত্যেক বারই পাহাড়ের উপর উঠে এরূপ দোয়া করবেন। দৌঁড়াবার সময় এদিক ওদিক তাকাবেননা। সপ্তম চক্কর শেষ হবে মারওয়ার উপরে গিয়ে।

বিশেষ দ্রষ্টব্য: আপনার জানামতে যে কোন দোয়া পড়তে পারেন। তবে অনেকে ইচ্ছা করলে সায়ীর সাত চক্করের সাতবার সায়ীর জন্য নিচের সংক্ষিপ্ত দোয়াটি প্রতিবার পড়তে পারেন। আর দরূদ শরীফ ও নিজের মনের দোয়া করতে পারেন।

সায়ীর সংক্ষিপ্ত দোয়া

اَللّٰهُمَّ اِنَّكَ قُلْتَ اُدْعُوْنِىْ اَسْتَجِبْ لَكُمْ وَاِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ وَاِنِّىْ اَسْئَلُكَ كَمَا هَدَيْتَنِىْ لِلْاِسْلَامِ اَنْ لَّا تُنْزِعَهُ مِنِّىْ حَتّٰىَ تَتَوَفَّانِىْ وَاَنَا مُسْلِمٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা কুলতা উদ্উ’নী আস্তাযিব্ লাকুম ওয়া ইন্নাকা লা তুখলিফুল মীআ’দা ওয়া ইন্নী আস্আলুকা কামা হাদায়তানী লিল্ ইসলামি আললা তুনযিআ’হু মিন্নী হাত্তা তাতাওয়াফ্ফানী ওয়া আনা মুসলিম।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় তুমি বলেছ যে, আমাকে ডাক আমি জবাব দিব এবং তুমি ওয়াদা খেলাফ কর না আর নিশ্চয় আমি তোমার কাছে ভিক্ষা চাই, যেহেতু তুমি আমাকে ইসলামের পথ দেখিয়েছ, যে তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিবে না এ পর্যন্ত যে তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুগ্রস্ত করবে।

সবুজ বাতির অংশের দোয়া

সায়ী করার সময় প্রতি চক্করেই সবুজ বাতির অংশে দৌড়ানোর সময়ে নিচের দোয়াটি অবশ্যই পড়বেন-

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ

উচ্চারণ: রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আআযযুল আকরাম।

অর্থ: হে আল্লাহ, তুমিই সর্বাপক্ষো অধিক ক্ষমতাশালী এবং সর্বাপেক্ষা অধিক সম্মানী। তুমি আমাকে দয়া কর এবং ক্ষমা করে দাও।

☎️ 01710-633960
18/11/2023

☎️ 01710-633960

দ্রুত যোগাযোগ করুন
07/11/2023

দ্রুত যোগাযোগ করুন

01/11/2023
SYLTRADE Services Member of The Sylhet Chamber of Commers of Industry
15/10/2023

SYLTRADE Services
Member of The Sylhet Chamber of Commers of Industry

অফিসার নয়তো কি হয়েছে ছবি তুলে দে...
08/10/2023

অফিসার নয়তো কি হয়েছে ছবি তুলে দে...

✈মূল্য বৃদ্ধির আগেই নিশ্চিত করুন এয়ার টিকেট✈✈ সর্বনিম্ন মূল্যে✈✈ সিলট্রেড সার্ভিসেস থেকে।✈ইউরোপ✈ আমেরিকা✈ কানাডা ✈অস্ট্...
01/10/2023

✈মূল্য বৃদ্ধির আগেই নিশ্চিত করুন এয়ার টিকেট✈✈ সর্বনিম্ন মূল্যে✈✈ সিলট্রেড সার্ভিসেস থেকে।

✈ইউরোপ✈ আমেরিকা✈ কানাডা ✈অস্ট্রেলিয়া✈ কলকাতা✈ দুবাই ✈ দিল্লি✈ চেন্নাই✈ মালদ্বীপ✈ সিঙ্গাপুর ✈মালয়েশিয়া✈ কাতার✈ সৌদি আরব✈ বাহারাইন সহ সকল দেশের আন্তর্জাতিক অভ্যন্তরীণ এয়ার টিকিট সবচেয়ে কম মূল্যে ।
✅ ট্রাভেল সম্পকিত সকল গুরুত্বপুর্ণ সকল তথ্য পেতে আমাদের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
যোগাযোগ করুন অথবা ফোন করুন।
01710-633960
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩/𝐂𝐚𝐥𝐥

🏠 অফিস ঠিকানা।
৩০৬,রংমহল টাওয়ার(তৃতীয় তলা), বন্দর বাজার, সিলেট।

১৯৮৩ সালে কমলাপুর - মুগদাপাড়া সংযোগ রোড, ঢাকা।সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
27/09/2023

১৯৮৩ সালে কমলাপুর - মুগদাপাড়া সংযোগ রোড, ঢাকা।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

প্রকৃতির সৌন্দর্যের অপরূপ নিদর্শন শ্রীমঙ্গল.🔰তাই ছুটির দিনে ঘুরে আসুন 🎈হামহাম ভ্রমণ টিপস ও সতর্কতা‼️✅ট্রেকিং এর জন্যে ভা...
24/09/2023

প্রকৃতির সৌন্দর্যের অপরূপ নিদর্শন শ্রীমঙ্গল.
🔰তাই ছুটির দিনে ঘুরে আসুন
🎈হামহাম ভ্রমণ টিপস ও সতর্কতা‼️
✅ট্রেকিং এর জন্যে ভালো গ্রীপের জুতো ব্যববার করবেন, বিশেষ করে বর্ষাকালে গেলে।
✅ব্যাকপ্যাক যত সম্ভব হালকা রাখবেন।
✅ সাথে পর্যাপ্ত পানি রাখবেন, প্রয়োজনে সাথে করে স্যালাইন নিয়ে যাবেন।
✅পাহাড়ি উঁচু নিচু পথ চলার সময় সাবধান থাকবেন।
✅ফার্স্ট এইডের জন্যে যা প্রয়োজন সাথে রাখবেন।
✅বার্ণা ও ট্রেইলে দয়া করে ময়লা আবর্জনা ফেলবেন না।
✅স্থানীয় মানুষদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন।

প্রকৃতির সৌন্দর্যের অপরূপ নিদর্শন শ্রীমঙ্গল.🔰তাই ছুটির দিনে ঘুরে আসুন 🎈হামহাম ভ্রমণ টিপস ও সতর্কতা‼️✅ট্রেকিং এর জন্যে ভা...
23/09/2023

প্রকৃতির সৌন্দর্যের অপরূপ নিদর্শন শ্রীমঙ্গল.
🔰তাই ছুটির দিনে ঘুরে আসুন
🎈হামহাম ভ্রমণ টিপস ও সতর্কতা‼️
✅ট্রেকিং এর জন্যে ভালো গ্রীপের জুতো ব্যববার করবেন, বিশেষ করে বর্ষাকালে গেলে।
✅ব্যাকপ্যাক যত সম্ভব হালকা রাখবেন।
✅ সাথে পর্যাপ্ত পানি রাখবেন, প্রয়োজনে সাথে করে স্যালাইন নিয়ে যাবেন।
✅পাহাড়ি উঁচু নিচু পথ চলার সময় সাবধান থাকবেন।
✅ফার্স্ট এইডের জন্যে যা প্রয়োজন সাথে রাখবেন।
✅বার্ণা ও ট্রেইলে দয়া করে ময়লা আবর্জনা ফেলবেন না।
✅স্থানীয় মানুষদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন।

ট্রাভেল সংক্রান্ত যেকোনো সহযোগিতা নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ০১৭১০৬৩৩৯৬০
23/09/2023

ট্রাভেল সংক্রান্ত যেকোনো সহযোগিতা নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ০১৭১০৬৩৩৯৬০

ঘুরতে যাবেন?...ভারতীয় ভিসা প্রসেসিং করুন আমাদের কাছ থেকে... ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্যাব প্রি...
20/09/2023

ঘুরতে যাবেন?...ভারতীয় ভিসা প্রসেসিং করুন আমাদের কাছ থেকে...

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

ভিসা প্রসেসিং করতে
চলে আসুন আমাদের অফিসে ⤵️

✈️ সিলট্রেড সার্ভিসেস
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০

🏠অফিসঃ রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
☎️ wa.me/+8801710633960
📧 [email protected]
🌐 www.syltrade.com.bd

🔖এছাড়াও আমাদের অন্যান্য সেবা সমূহ.......
👉 ডমেস্টিক ও আন্তর্জাতিক এয়ার টিকেট
👉 যেকোন এয়ার টিকেট তারিখ পরিবর্তন
👉 মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভিসা প্রসেসিং
👉 যেকোন এমপ্লয়িমেন্ট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিসার ম্যানপাওয়ার
👉 হজ্জ ও উমরাহ প্যাকেজ
👉 পাসপোর্ট, মেডিক্যাল
👉 পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেইনিং সার্টিফিকেট
👉 অনুবাদ, মিনিস্ট্রি এটেস্টেট, সিভিল এভিয়েশন
👉 সৌদি ইমিগ্রেশন ফিংগার চেকিং

থাইল্যান্ডে একটি ভ্রমণ আপনার অনেক কিছু বদলে দিতে পারে।
19/09/2023

থাইল্যান্ডে একটি ভ্রমণ আপনার অনেক কিছু বদলে দিতে পারে।

ভারতীয় ভিসা প্রসেসিং করুন আমাদের কাছ থেকে... ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লি...
17/09/2023

ভারতীয় ভিসা প্রসেসিং করুন আমাদের কাছ থেকে...

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

ভিসা প্রসেসিং করতে
চলে আসুন আমাদের অফিসে ⤵️

✈️ সিলট্রেড সার্ভিসেস
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০

🏠অফিসঃ রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
☎️ wa.me/+8801710633960
📧 [email protected]
🌐 www.syltrade.com.bd

🔖এছাড়াও আমাদের অন্যান্য সেবা সমূহ.......
👉 ডমেস্টিক ও আন্তর্জাতিক এয়ার টিকেট
👉 যেকোন এয়ার টিকেট তারিখ পরিবর্তন
👉 মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভিসা প্রসেসিং
👉 যেকোন এমপ্লয়িমেন্ট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিসার ম্যানপাওয়ার
👉 হজ্জ ও উমরাহ প্যাকেজ
👉 পাসপোর্ট, মেডিক্যাল
👉 পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেইনিং সার্টিফিকেট
👉 অনুবাদ, মিনিস্ট্রি এটেস্টেট, সিভিল এভিয়েশন
👉 সৌদি ইমিগ্রেশন ফিংগার চেকিং

16/09/2023

ঘুরাঘুরি ইতারে আবার ট্রাভেলিং না কিতা কইন

Good Morning Everyone
09/09/2023

Good Morning Everyone

08/09/2023

শুভ সকাল
জুম্মা মোবারক

07/09/2023

শুভ সন্ধ্যা

প্রকৃতির সৌন্দর্য দেখে
03/09/2023

প্রকৃতির সৌন্দর্য দেখে

03/09/2023

শুভ সকাল

এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন!🌷
28/07/2023

এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন!🌷

আগস্ট মাস থেকে আবার শুরু হচ্ছে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট।   প্রতি রবি ও মঙ্গল, সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের...
26/07/2023

আগস্ট মাস থেকে আবার শুরু হচ্ছে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট।

প্রতি রবি ও মঙ্গল, সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচল করায় কক্সবাজার ভ্রমন এখন সিলেটবাসীদের জন্য হয়েছে আরো আরামদায়ক ও স্বস্তিকর। আপনার পছন্দসই দিনে সিলেট-কক্সবাজারের ফ্লাইট বুক করতে যোগাযোগ করুন SYLTRADE services এর সাথে।

টিকেট বুকিংয়ের জন্য কল করুন -
📱 01710 633 960

অথবা সরাসরি যোগাযোগ করুন....
আমাদের ঠিকানায়

✈️ #সিলট্রেড_সার্ভিসেস
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০

🏠অফিসঃ রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
☎️ wa.me/+8801710633960
📧 [email protected]
🌐 www.syltrade.com.bd

🔖সেবা সমূহ.......
👉 ডমেস্টিক ও আন্তর্জাতিক এয়ার টিকেট
👉 যেকোন এয়ার টিকেট তারিখ পরিবর্তন
👉 মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভিসা প্রসেসিং
👉 যেকোন এমপ্লয়িমেন্ট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিজিট ভিসা প্রসেসিং
👉 যেকোন দেশের ভিসার ম্যানপাওয়ার
👉 হজ্জ ও উমরাহ প্যাকেজ
👉 পাসপোর্ট, মেডিক্যাল
👉 পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেইনিং সার্টিফিকেট
👉 অনুবাদ, মিনিস্ট্রি এটেস্টেট, সিভিল এভিয়েশন
👉 সৌদি ইমিগ্রেশন ফিংগার চেকিং

(শেষ পর্যন্ত পড়ুন....)বিসিএস ক্যাডারের মন ভাল নেই!!!কাজের অনেক চাপ, নড়াচড়ার সময় পর্যন্ত নেই। এদিকে নন-ক্যাডারের আফসো...
23/07/2023

(শেষ পর্যন্ত পড়ুন....)
বিসিএস ক্যাডারের মন ভাল নেই!!!
কাজের অনেক চাপ, নড়াচড়ার সময় পর্যন্ত নেই।
এদিকে নন-ক্যাডারের আফসোসের শেষ নেই! অল্পের জন্য ক্যাডারটা মিস হয়ে গেল। ক্যাডারই হতে পারলাম না জীবনে!!
এডমিন ক্যাডার ভাবতেছে পুলিশ ক্যাডার ভাল আছে! আর পুলিশ ক্যাডার ভাবছে ধ্যাত্তারি! নিজের জীবন বলতে কিছু নেই! যখন তখন ডিউটি!
ডাক্তার ভাবছে ইঞ্জিনিয়ার হতে পারলাম না। জীবনটা হয়তো আরও সুন্দর হতো! এই কাঁটাছেড়া করতে করতে জীবনটা শেষ! ইঞ্জিনিয়ারের মনটাও বেজায় খারাপ! একটা প্রেসক্রিপশন লিখেই ডাক্তার বন্ধু মাসে লাখ টাকা বসে থেকে কামিয়ে নিচ্ছে!
এদিকে আবার বেসরকারি কর্মকর্তার হতাশার শেষ নেই! মাসে ৬ ডিজিট ব্যাংক একাউন্টে ঢুকলেও ব্যাংকারদের মতো চাকরীর নিশ্চয়তা নেই!
গাড়ি বাড়ির নাম মাত্র ইন্টারেস্টে লোন নেই!
ব্যাংক কর্মকতার আহাজারি আবার আকাশ সমান!
সকালে বের হবার সময় বউ ঘুমিয়ে থাকে, বাসায় যাবার পরও দেখে বউ আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে! সময়ই মিলছে না জীবনে নতুন বউকে দেবার মতো!
জুনিয়র কর্মকতা ভাবছে এসব আনস্মার্ট লোকজন কিভাবে একটা অফিসের বস হয়! বসের বেজায় মেজাজ খারাপ কি সব লোকজন অফিসে কাজ করে কাজের কোন আউটপুট নাই!
ইসলামি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বন্ধুটারও ভীষণ মন খারাপ! ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সটা পেলামই না!
এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুটিও ভাল নেই! বন্ধুরা মন মতো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে! কিন্তু আমি পছন্দের ডিপার্টমেন্টটা পেলাম না!
যাক গে! অন্যদিকেও একই কান্ড!
জ্যামে বসে বাসের হেল্পার ভাবছে ড্রাইভার হতে না পরলে এই জীবনে আর কোন সুখ আসবেনা! হুদায় সিটে বসে ড্রাইভার ফালপাড়ে! বাসের ড্রাইভারও হতাশ! এতো বছর ড্রাইভারি করে আর কি হলো! পরের গাড়ি চালিয়ে দিন যাচ্ছে! নিজের যদি একটা বাস থাকতো!!
এদিকে বাসের মালিকও ভাল নেই!
তার মাত্র ৩ টা বাস চলে ঢাকা আরিচা মহাসড়কে!
অথচ রহিম ভাইয়ের ১৫ টা চলছে দিব্বি! কত সুখে আছে তিনি!
সাংবাদিক ভাইয়ের মনটাও খারাপ! এই পেশায় কি আর জীবন চলে! নিজের যদি একটা পত্রিকা থাকতো তাও না হয় একটা দাপুটে জীবন হতো! পত্রিকওয়ালা ভাইয়ের দিন ভাল যাচ্ছেনা, এই পত্রিকা নাকি মানুষ এখন আর পড়েনা! লাভ নাই!
যাকগে টিভিওয়ালা হয়তো ভাল আছে! সেকি! তারও মনটাও ভীষণ খারাপ! শুধু টিভি চ্যানেল দিয়ে কি আর হয়রে ভাই! একটা শিল্প প্রতিষ্ঠান করতে না পারলে হচ্ছে কই? অন্তত একটা শপিং মলও তো করা লাগে!
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ভাল নেই। অভাব অনটনে অবস্থা নাকি খুবই খারাপ! এই কয়টাকা বেতনে কি আর দিন চলে! তার থেকে পিএইচডি করতে গিয়ে বিদেশ পাড়ি দেওয়াই ভাল ছিল!
ওদিকে পিএইচডি করতে যাওয়া ভাই-ব্রাদার স্বপ্নে বিভোর! পিএইচডি শেষ করেই নেক্সট সার্কুলারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে না পারলে এই জীবন বৃথা!
নাহ ভাই!
বহু বড় মানুষের মন খারাপ নিয়ে মেলা কথা হয়ে গেছে! থাকগে, যাকগে!
কিন্তু এদিকে আবার করিমেরও মন খারাপ! সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই কিন্তু মাথায় কোন বুদ্ধিশুদ্ধি নাই! মফিজ বেচারাও মহাচিন্তায়! কোটিপতি বাপের একমাত্র মেয়ে বিয়ে করলাম কিন্তু করিমের মতো সুন্দরী বউ পেলাম না!
সাদিয়া খুব চাপে আছে! পাশের বাসার ভাবি গতকালই একসেট নতুন গহনা কিনেছে! অথচ তার হাসবেন্ড সেই কবে একটা হোয়াইট গোল্ডের গলার হার কিনে দিয়েই শেষ! এই জীবন রেখে আর কি হবে!
তানিয়ার মেজাজ বড্ড গরম! একসেট গহনা কিনে দিলেই হয়ে গেল? বাসায় ৪ জন সদস্য অথচ গাড়ি মাত্র একটা। এত কষ্ট করে জীবন চলে!?
নাহ! কোন ভাবেই চলেনা। এতো কষ্ট করে কারোরই আসলে বেঁচে থাকারই দরকার নেই!
সমাজে যাদের কিছুই নেই,
বড় কোন আশা নেই,
তাই আশাহত হবার সুযোগ নেই,
জীবন যাবার ভয় নেই,
জীবনে হতাশার বালাই নেই,
বন্ধুর উন্নতিতে মন খারাপ নেই,
রেষারেষি নেই,
হেঁটে বা রিক্সায় অফিস যেতে আফসোস নেই, এসির জন্য কষ্ট নেই,
রোদে পুড়তে ভয় নেই,
ত্বক হারাবার টেনশন নেই,
জীবনযুদ্ধে পরাজয়ের ভয়-ডর নেই
বরং মায়ের মুখে এক চিলতে হাসি ফুটানোর সাহস আছে,
বাবার হাতে মাসের শুরুতে হাত খরচ গুজে দেবার কলিজা আছে,
বন্ধুর ভরসা হয়ে থাকার সুযোগ আছে,
সুস্থ সবল শরীর মন আছে,
এবং দিনশেষে জীবনের সকল সিচুয়েশানে আলহামদুলিল্লাহ ভাল আছি বলে তৃপ্তির ঢেঁকুর তোলার সাহস আছে!!!
জীবনটা ছোট্ট জটিল এবং সুন্দর বলে মুহূর্তগুলোকে উপভোগ করার কৌশল জানা আছে তারাই বরং ভাল আছে!!!
জীবনটা আসলেই এমন- "নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস"
(সবশেষে মনে করাই ছোট বেলার সেই গল্প
সুখি মানুষের জামা চাই (রাজার)
সেই সুখি যার কোন জামা নাই
তাই নিশ্চিতে ঘুমাতো
👉আপনি যদি সুখী মানুষ হন তাহলে আপনার জন্য চা / কফি☕ খাওয়ার দাওয়াত
✈️ #সিলট্রেড_সার্ভিসেস
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০
ঠিকানাঃ
🏠রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
☎️ 01710633960 (WhatsApp, Telegram)
📧 [email protected]
🌐 syltrade.com.bd
https://wa.me/+8801710633960

12/07/2023
12/07/2023

ভারতীয় ভিসা প্রার্থীদের জন্য নতুন পদ্ধতি চালু হলো ইন্ডিয়া ভিসা সেন্টার (IVAC)-এ
০১. এতোদিন ভারতীয় ভিসা আবেদনকারীগণ ভিসা আবেদন করার পরে তাদের পাসপোর্টও আবেদনের সাথে জমা দিয়েছেন। কিন্তু এখন থেকে ভিসা সেন্টারের নতুন নিয়ম অনুসারে যদি কারো পাসপোর্ট-এর প্রয়োজন হয় ভিসা আবেদন জমা দেওয়ার পরে তাহলে সে আবেদন জমা দেওয়ার পরেই সেই পাসপোর্ট আবার ফেরত নিতে পারবেন। ভিসা তোলার জন্য যেই ই-টোকেন দেওয়া হয় সেইখানে উল্লেখিত সম্ভাব্য তারিখের ০৭ দিন পূর্বে ইন্ডিয়ান ভিসা সেন্টার (IVAC) এ সেই পাসপোর্ট আবার ফেরত দিয়ে আসতে হবে। এই নিয়মে আপনি আপনার পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পরেও আপনার প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করবেন।
০২. এছাড়াও লাইনে কষ্ট করে অনেক সময় ধরে দাঁড়িয়ে ভিসা আবেদন জমা দেওয়ার দিন শেষ। এখন থেকে আবেদন ফি পরিশোধের সময় নির্দিষ্ট সময় টেবিল অনুযায়ী ভিসা আবেদন গ্রহণ করবেন ভিসা সেন্টার। একসাথে বেশি জনসংখ্যা একই সময়ে জমা দিতে পারবেনা। যাদের যেই সময়ে ভিসা জমা দেওয়ার সময় দেওয়া থাকবে তাদের সেই সময়েই জমা দিতে হবে। যার ফলে আর দীর্ঘ লাইন ধরতে হবেনা। আপনার যেই সময়ে ভিসা আবেদন জমা দেওয়ার সাক্ষাৎকার রয়েছে সেই সময়েই গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা সেন্টার (IVAC) এর এইরকম বিকল্প সিদ্ধান্তের ফলে দীর্ঘ লাইন এবং ভোগান্তি কমতে চলেছে আগামী ১১ জুলাই ২০২৩ ইং তারিখ থেকে।
সঠিক ভাবে ভিসা ফরম এর জন্য ও ভোগান্তি ছাড়া আগে জমা দেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে৷

আরো বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুনঃ
✈️ #সিলট্রেড_সার্ভিসেস
✅সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি | লাইসেন্স নং ১৪৩৪০

ঠিকানাঃ
🏠রংমহল টাওয়ার(৩য় তলা,৩০৬), বন্দর বাজার, সিলেট।
☎️ 01710633960 (WhatsApp, Telegram)
📧 [email protected]
🌐 syltrade.com.bd

WhatsApp Link 01710-633960

Telegram Link : https://t.me/SyltradeMusharraf

Website Link : http://syltrade.com.bd

06/07/2023

Hello Everyone

Address

306, RANGMAHAL TOWER(2ND FLOOR), BONDOR BAZAR
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801710633960

Alerts

Be the first to know and let us send you an email when Syltrade Services সিলট্রেড সার্ভিসেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syltrade Services সিলট্রেড সার্ভিসেস:

Videos

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All