Al Kawsar Air Service

Al Kawsar Air Service Al Kawsar Air Service is basically the name of a service-based travel agent.
(1)

05/11/2022

21/05/2022
28/05/2021

২৭শে মে থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের টুরিস্ট ভিসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করলো দুবাই।

20/05/2021

সৌদি প্রবাসী ও অন্যান্য প্রবাসী ভাইরা যারা ভিসা স্টাম্পিং হওয়া সত্বেও ট্রেনিং ফিঙ্গার জটিলতা আটকে আছেন তাদের জন্য বিএমইটি সম্মানিত (ডিজি) মহাদয় সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ।
বিএমইটি থেকে আজকের সিদ্ধান্ত আসছে সম্মানিত ডাইরেক্টর জেনারেল (ডিজি) মহোদয় সিদ্ধান্তে দেশে যাদের ট্রেনিং ফিঙ্গার অফিস বন্ধ যেসব এলাকায় ট্রেনিং সার্টিফিকেট হচ্ছে না রোববার থেকে ট্রেনিং ঢাকা হবে, যদি 23 তারিখের পর লকডাউন এ নিষেধাজ্ঞার পরও জেলাভিত্তিক যেসব ফিঙ্গারপ্রিন্ট অফিস গুলো না খোলা হয় সে ক্ষেত্রে সবগুলো জেলার ফিঙ্গারপ্রিন্ট ঢাকা হবে।
এক্ষেত্রে প্রবাসী ভাইদের ট্রেনিং এর ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না, কেউ যদি কোন টাকা পয়সার দাবী করে সাথে সাথে বিএমইটি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেনে বিএমইটি কর্তৃ্পক্ষ।
©
সৌজন্যে
আল-কাওছার এয়ার সার্ভিস
01737481796

16/05/2021

যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য

যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।

সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।

প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।

আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।

এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।

বাংলা এভিয়েশনকে এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।

ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।

আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।

এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।


#বাংলা_এভিয়েশন

সিলেট অঞ্চলের সম্মানিত হজ যাএীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ২০২১ সালে বাংলাদেশের হজযাএীদের অনুমতি নাও হতে ...
04/05/2021

সিলেট অঞ্চলের সম্মানিত হজ যাএীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ২০২১ সালে বাংলাদেশের হজযাএীদের অনুমতি নাও হতে পারে।সরকারী নির্দেশ ছাড়া কাউকে টাকা দিবেননা।কিছু কিছু ট্রাভেল এজেন্সি ২১সালে হজের আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করিতেছে। সরকার এ সকল ট্রাভেল এজেন্সিতে টাকা না দেওয়ার কড়া নির্দেশনা প্রদান করেছে ©

01/05/2021

আন্তর্জাতিক বিমান চলাচলের আপডেটঃ

বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করেছে। আজ ০১/০৫/২০২১ তারিখ হতে কার্যকর হওয়া নতুন নির্দেশনা মোতাবেক সৌদি ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ( সরকারি বা বেসরকারি কোন হোটেলে) থাকতে হবেনা।

★ভারত, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, ওমান, ইরান, ব্রাজিলসহ মোট ১২ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১২ টি দেশের তালিকা দেখে নিন)।

★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১২ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★বিশেষভাবে উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷

★Group B তে আছে মোট ২৬ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত বাহরাইন, কাতার ও কুয়েত হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷

★Group B তে থাকা তুরস্ক, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, গ্রীস, হাঙ্গেরীসহ বাকি ২৩ টি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷

★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

★Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।

★Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

23/04/2021

📜 বিশেষ ঘোষনা 📜

বাহরাইনে প্রবেশের ক্ষেত্রে ৪৮ ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট বাধ্যতামূকক!!

বাহরাইনের নতুন রুলস অনুযায়ী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান হতে আগত সকল যাত্রীদেরকে করোনা রিপোর্ট করে নিয়ে আসতে হবে। যার মেয়াদ ৪৮ ঘন্টার বেশি হলে গ্রহনযোগ্য হবেনা।

উল্যেখ্য, বাহরাইন এয়ারপোর্টে অবতরনের পর ৩৬ দিনার পরিষোধ করে করোনা টেস্ট এর যে বিধান রয়েছে তা পূর্বের ন্যায় বলবৎ থাকবে। ©

21/04/2021

২৪ এপ্রিল থেকে ওমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ২৪ এপ্রিল থেকে ওমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ নাগরিকদের থেকে জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।

21/04/2021

চলমান ফ্লাইট আপডেট -
-----------------------------------
আন্তর্জাতিক ফ্লাইট সমুহঃ
-----------------------------------
ঢাকা টু দুবাই।
ঢাকা টু শারজাহ।
ঢাকা টু জেদ্দা।
ঢাকা টু রিয়াদ।
ঢাকা টু দাম্মাম।
ঢাকা টু মাসকাট।
ঢাকা টু দোহা।
ঢাকা টু গুয়াংজু।
ঢাকা টু সিঙ্গাপুর।

অভ্যন্তরিন ফ্লাইট সমুহঃ
--------------------------------
ঢাকা টু বরিশাল।
ঢাকা টু যশোর।
ঢাকা টু সিলেট।
ঢাকা টি সৈয়দপুর।
ঢাকা টু চট্টগ্রাম।

আপনার ফ্লাইট সংক্রান্ত যেকোন সহযোগিতায় আল কাওছার এয়ার সার্ভিস
01737481796
01647820460

আগামীকাল থেকে Novo Air & US Bangla Airlines সিলেট - ঢাকা রুটে ২ টা ফ্লাইট পরিচালনা করবে। টিকেটের জন্য 📞 01737481796📞 016...
20/04/2021

আগামীকাল থেকে Novo Air & US Bangla Airlines
সিলেট - ঢাকা রুটে ২ টা ফ্লাইট পরিচালনা করবে। টিকেটের জন্য
📞 01737481796
📞 01647820460

20/04/2021

আন্তর্জাতিক বিমান চলাচল আপডেট:
০১। দেশে লকডাউনের সময় বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল আরও ১ সপ্তাহের জন্য বন্ধ করেছে সরকার। (২১-২৮ এপ্রিল ২০২১)
০২। ২১ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন কোন শিডিউল ফ্লাইট চলাচল করবে না। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে ৫ দেশে শুরু হওয়া বিশেষ ফ্লাইট চলবে। ৫টি দেশ হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার এবং ওমান। শুধু মাত্র প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন।

16/04/2021

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্ আগামী ১৭ই এপ্রিল'২১ সকাল ৬ ঘটিকা হতে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুর গন্তব্যে স্পেশাল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। উল্লেখিত গন্তব‍্যে ১৭ই এপ্রিলের সকাল ৬ ঘটিকার পরের সিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত সম্মানিত যাত্রীদের করনার নেগেটিভ সনদ সহ যাত্রার ৬ (ছয়) ঘন্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন‍্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।১৫ এপ্রিল

বি:দ্র: রিয়াদগামী ১৭ই এপ্রিল এর স্পেশাল ফ্লাইট বিজি৫০৩৯ ভোর ৪ ঘটিকার পরিবর্তে সকাল ০৬:১৫ ঘটিকায় ছাড়বে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। copy

Address

115-116, Rose View Complex
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801737481796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Kawsar Air Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All