Khan Air International Travel &Tour

Khan Air International Travel &Tour স্বল্প বাজেটে দেশে ও দেশের বাইরে সেরা মানের বিশ্বস্ত ট্যুরিসম, কথা নয় কাজেই পরিচয়

30/12/2022

✅ নতুন পাসপোর্ট
✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)
..

↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্টাস যা যা লাগবেঃ

১। জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকোপি।
২। বয়স ২০ বছরের নিচে হলে ইংরেজি জন্মনিবন্ধন দিয়ে আবেদন করা যাবে। ২০ বছরের উপরে হলে NID ছাড়া কোনোভাবেই পাসপোর্ট সম্ভব না।
২। শিক্ষার্থী হলে JSC/SSC/HSC যেকোনো একটি সার্টিফিকেট এর ফটোকপি
৩। জন্মনিবন্ধন দ্বারা আবেদন করলে মা-বাবার NID কার্ড এর ফটোকপি।
৪। পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি

🗺️ ঠিকানাঃ Khan Air International Travel &Tour

📞 যোগাযোগঃ +880 1995-191774

25/12/2022

লিথুনিয়া, হাঙ্গেরি, পর্তুগাল ইটালি, জার্মান, রোমানিয়া, সার্বিয়া, (এবং মালয়েশিয়া)
যদি কেউ ওয়ার্ক পারমিট
ভিসায় যেতে চান যোগাযোগ করবেন
বাংলাদেশ, সৌদি, ওমান, কাতার, মালয়েশিয়া, দুবাই যে কোন দেশ থেকে ইউরোপে নিয়ে থাকি
Imo & WhatsApp 01995191774

তারিখ 22ml ডিসেম্বর 2022 ভারত সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্তর্জাতিক আগমনের জন্য Guldellnes (21" নভেম্ব...
24/12/2022

তারিখ 22ml ডিসেম্বর 2022
ভারত সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
আন্তর্জাতিক আগমনের জন্য Guldellnes
(21" নভেম্বর 2022-এ এই বিষয়ে জারি করা নির্দেশিকাগুলির স্থগিতকরণে)
ভূমিকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক COVID-19 মহামারীর প্রেক্ষাপটে 'আন্তর্জাতিক আগমনের জন্য নির্দেশিকা' জারি করেছে এবং সময়ে সময়ে এটি আপডেট করেছে। বর্তমান নির্দেশিকাগুলি সারা বিশ্বের কিছু দেশে উল্লেখ করা COVID-19 মামলার ক্রমবর্ধমান গতিপথের আলোকে সংশোধন করা হচ্ছে বিশ্ব
ব্যাপ্তি
এই নথিটি আন্তর্জাতিক ভ্রমণকারীদের পাশাপাশি প্রবেশের পয়েন্ট (বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমানা) দ্বারা মেনে চলার জন্য প্রোটোকল সরবরাহ করে এবং এটি বৈধ হবে। 24শে ডিসেম্বর 2022 (10.00 Hrs IST) পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত।
A.1.ভ্রমনের পরিকল্পনা
সমস্ত ভ্রমণকারীকে তাদের দেশে COVID-19-এর বিরুদ্ধে টিকা দেওয়ার অনুমোদিত প্রাথমিক সময়সূচী অনুসারে সম্পূর্ণরূপে টিকা দেওয়া উচিত।
A.2.ভ্রমণের সময়
ii. চলমান COVID-19 মহামারী সম্পর্কে ফ্লাইটে ঘোষণা করা হবে যা অনুসরণ করা সতর্কতামূলক ব্যবস্থা সহ (মুখোশের ব্যবহার এবং শারীরিক দূরত্ব অনুসরণ করা বাঞ্ছনীয়) ফ্লাইট/ভ্রমণে এবং প্রবেশের সমস্ত স্থানে করা হবে।
il. ভ্রমণের সময় যেকোন যাত্রীর COVID-19-এর উপসর্গ থাকলে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী বিচ্ছিন্ন করা হবে। স্যাল্ড যাত্রীকে মাস্ক পরা উচিত, ফ্লাইট/ভ্রমণভূমির অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করা উচিত এবং পরবর্তীতে ফলো-আপ চিকিত্সার জন্য একটি আইসোলেশন সুবিধায় স্থানান্তরিত করা উচিত।
A.3.আগমনে
iv. শারীরিক দূরত্ব নিশ্চিত করে ডি-বোর্ডিং করা উচিত।
প্রবেশের সময় উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের দ্বারা সমস্ত যাত্রীদের জন্য থার্মাল স্ক্রিনিং করা উচিত।
vi. স্ক্রিনিংয়ের সময় লক্ষণযুক্ত যাত্রীদের অবিলম্বে বিচ্ছিন্ন করা হবে, স্বাস্থ্য প্রোটোকল (উপরের মতো) অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা সুবিধায় নিয়ে যাওয়া হবে।
vii. নিম্নলিখিত প্রোটোকল পোস্ট আগমনও অনুসরণ করা হবে:
ক) একটি উপ-ধারা {2% ফ্লাইটে মোট যাত্রীদের") আগমনের সময় সিরপোর্টে এলোমেলো পোস্ট অ্যারিভাল টেস্টিং এর মধ্য দিয়ে যেতে হবে।
খ) প্রতিটি ফ্লাইটে এই ধরনের যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনস দ্বারা চিহ্নিত করা হবে (বিশেষভাবে বিভিন্ন দেশ)। তারা নমুনা জমা দেবে এবং তারপরে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
গ) যদি এই ধরনের ভ্রমণকারীদের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়, তাহলে তাদের নমুনাগুলি আরও INSACOG ল্যাবরেটরি নেটওয়ার্কে জিনোমিক্ট পরীক্ষার জন্য পাঠানো উচিত।
d) নির্ধারিত স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী তাদের চিকিত্সা/বিচ্ছিন্ন করা হবে।
viii. সমস্ত ভ্রমণকারীকে তাদের স্বাস্থ্যের আগমনের পরে স্ব-নিরীক্ষণ করতে হবে এবং তাদের নিকটতম স্বাস্থ্য সুবিধার কাছে রিপোর্ট করতে হবে বা তাদের কোনো উপসর্গ থাকলে জাতীয় হেল্পলাইন নম্বর(1075)/স্টেট হেইপলাইন নম্বরে কল করতে হবে।
· 12 বছরের কম বয়সী বাচ্চাদের আগমন-পরবর্তী র্যান্ডম টেস্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, আগমনের সময় বা স্ব-নিরীক্ষণের সময়কালে কোভিড-19-এর লক্ষণ পাওয়া যায়। তাদের পরীক্ষা করা হবে এবং নির্ধারিত প্রোটাকল অনুযায়ী চিকিত্সা করা হবে।

ইন্ডিয়ান ভিসা প্রসেস মাত্র ২০০ টাকাথামুন ! অনভিজ্ঞ কাউকে দিয়ে আপনার ভিসা করাচ্ছেন না তো ? ? ? ৯৯% ভাগ তথ্য সঠিক হলেও ইন্...
24/12/2022

ইন্ডিয়ান ভিসা প্রসেস
মাত্র ২০০ টাকা
থামুন ! অনভিজ্ঞ কাউকে দিয়ে আপনার ভিসা করাচ্ছেন না তো ? ? ?
৯৯% ভাগ তথ্য সঠিক হলেও ইন্ডিয়ান এম্বাসি আপনার ভিসা বাতিল করে দিতে পারে ।
আলহামদুলিল্লাহ্‌ আমরা আমাদের অভিজ্ঞ ভিসা কনসাল্টেন্ট এর মাধ্যমে ১০০% নির্ভুল ভাবে ভিসা করিয়ে থাকি। তাই দেরিনা করে এখনি যোগাযোগ করুন।
বি: দ্রঃ #সারা_বংলাদেশের_যে_কোন_প্রান্ত_থেকে_WhatsApp_এর_মাধ্যমে_ভিসা_প্রসেস_করতে_পারবেন।
হটলাইন নাম্বারঃ - 01995191774 ( WhatsApp )
#এছাড়া_প্রতি মাসে_আমরা_সিক্কিম_দার্জিলিং_শিলং_কাশ্মীর_শিমলা_মানালি ট্যুর প্যাকেজ করে থাকি। বিতারিত জানতে আমাদের পেজ এ ভিজিট করুন অথবা কল করুন
#আপনার_কোন_ডকুমেন্টস_নেই_? সমস্যা নেই ডকুমেন্টস ছাড়া ও আমরাভিসা প্রসেস করে থাকি
ভিসা প্রসেসিং করার প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
১। ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট
২। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট
৩। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এন ও সি লেটার (নো অবজেকশন সার্টিফিকেট),
৪। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স এর ফটোকপি
৫। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবীদের জন্যে),
৬। ন্যাশনাল আইডি কার্ডের কপি/জন্ম নিবন্ধন
৭। ছবি (২''/২'', ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)
৮। বর্তমান ঠিকানা অনুযায়ী বিদু্ৎ/পানি/টেলিফোন বিলের কপি
৯। স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্টদের ক্ষেত্রে)।
১০| ৮৪০ টাকা ভিসা ফি
যোগাযোগ:
Khan Air International Travel &Tour
whats app: 01995191774
ই-মেইল: [email protected]
office Address:-SOUTH SURMA SYLHET
BANGLADESH

ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করা হয়
24/12/2022

ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করা হয়

বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়।
24/12/2022

বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়।

24/12/2022

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801995191774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Air International Travel &Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Air International Travel &Tour:

Share

Category


Other Travel Companies in Sylhet

Show All