07/10/2022
মানবতার ছক্কাঃ-
আমি আর আমার ভাই লুডু খেলতে বসেছি সাথে আমার বউ আর আমার ভাইয়ের বউ (ভাবী)। যখন আমি ছক্কা বলে ডাক দেই সাথে আমার বউও বলে ছক্কা আবার আমার ভাই যখন বলে ছক্কা তখন ভাবীও বলে ছক্কা।
পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সাথে যখন খেলতে বসি তখন আমার পক্ষে বাড়ির সবাই বলে ছক্কা।
গ্রামের আমার পাড়া যখন অন্য পাড়ার সাথে ক্রিকেট খেলে তখন আমার পাড়ার সবাই বলে ছক্কা।
আমার গ্রাম ইলাশ পুর আর পাশের গ্রাম কটাল পুরের সাথে ক্রিকেট খেলায় আমার গ্রামের সবাই এক সাথে বলে ছক্কা।
আমার ইউনিয়ন ৪নং উত্তর কুশিয়ারা আর ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এর সাথে খেলায় কটাল পুর, ইলাশ পুর, খিলপাড়া, চাঁন্দপুর দনারাম পুরো ইউনিয়নের সবাই একসাথে বলে ছক্কা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আর বালাগঞ্জ উপজেলার মধ্যে খেলায় ১নং ২নং ৩নং ৪নং ৫নং সব ইউনিয়নের সবাই ফেঞ্চুগঞ্জ এর পক্ষে এক সাথে বলে ছক্কা।
সিলেট জেলা আর মৌলভীবাজার জেলার খেলায় ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ গোলাপগঞ্জ বিশ্বনাথ সব উপজেলার সবাই এক হয়ে সিলেটের পক্ষে বলে ছক্কা।
সিলেট বিভাগ আর ঢাকা বিভাগের মধ্যে খেলায় সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার সবাই সিলেট বিভাগের পক্ষে এক সাথে বলে ছক্কা।
বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলায় সিলেট ঢাকা চট্রগ্রাম খুলনা বরিশাল সব বিভাগের সবাই এক হয়ে বাংলাদেশের পক্ষে বলে ছক্কা।
এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশের মধ্যে খেলায় বাংলাদেশ ভারত পাকিস্তান চীন জাপান তথা এশিয়ার সব দেশের সবাই এক সাথে বলে এশিয়ার পক্ষে বলে ছক্কা।
পৃথিবী আর মঙ্গল গৃহের মধ্যে খেলায় সব মহাদেশ এক হয়ে পৃথিবীর পক্ষে বলে ছক্কা ছক্কা ছক্কা।
কিন্তু মানবতার খেলায় আমরা ছক্কা বলতে পারি না আমরা বলতে পারি না আমাদের পৃথিবী শান্তির পৃথিবী। আমরা যুদ্ধের জন্য হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করি। আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের মানুষ যে কি অবস্থায় আছে তা আমরা কয়জন জানি। আমার মনে হয় আমেরিকা রাশিয়া চীন ভারত এই রকম ৩/৪ টি দেশের বার্ষিক সামরিক ব্যয় দিয়ে কঙ্গো আইভেরিকোষ্ট সুদান সিরিয়া এ রকম সব কয়টা দারিদ্র দেশের মানুষের দশ বছরের আহার হবে। ইউরোপে বর্ণ বাদ গায়ে রঙ নিয়ে মারামারি হানাহানি। এশিয়ায় ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি।
জানেন কি এই পৃথিবী একদিন শান্ত হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, হানাহানি থাকবে না, পারমানবিক বোমা থাকবে না আর সেই একদিন হলো কেয়ামতের দিন।