City Education & Travels

City Education & Travels Your Future Dream Is Here
(4)

সুযোগের সৎ ব্যবহার করুন, নয়তো পস্তাতে হবে।
01/09/2024

সুযোগের সৎ ব্যবহার করুন, নয়তো পস্তাতে হবে।

সিটি এডুকেশন এন্ড ট্রাভেল্স জিন্দাবাজার এর সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট কামরান আহমেদ শুভ স্যার দীর্...
31/08/2024

সিটি এডুকেশন এন্ড ট্রাভেল্স জিন্দাবাজার এর সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট কামরান আহমেদ শুভ স্যার দীর্ঘ ১৫ দিনের পবিত্র উমরা সফর সম্পন্ন করে আজ থেকে নিয়মিত অফিসে বসছেন।

স্যারকে তার আগের টাইমেই এখন থেকে অফিসে পাওয়া যাবে।

24/08/2024

আসসালামু আলাইকুম.. প্রিয় গ্রাহকগণ আজ থেকে আমাদের রবি সিম বন্ধ থাকবে।

24/08/2024

বয়স্কা মায়ের জায়গাতে একবার নিজেকে কল্পনা করে দেখুন!

11/08/2024

আমাদের পেজ হ্যাকারের কবলে। কেও প্রতারিত হবেন না।

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না! ‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনে...
26/07/2024

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না!

‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেকগুলো ভুল করে। এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয়!

🔴 ১. আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা ২ বছর পর হোক, আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম-নিবন্ধন, আপনার SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে।

👉 আপনার নামের বানান (বাংলা-ইংরেজি) সবগুলোতে এক কিনা

👉 আপনার জন্ম-তারিখ এক কিনা

👉 আপনার মা-বাবার নামের বানান এক কিনা

সাধারণত প্রায় ৮০% মানুষেরই এসব ডকুমেন্টসে ভুল থাকে। বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে। বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই।

🔴 ২. পাসপোর্ট রেডি করে ফেলতে হবে।

আমাদের অনেক শিক্ষার্থী IELTS –এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে। এটা স্ট্রাটেজিক্যাল ভুল। আপনি IELTS –এ ভর্তিই হয়েছেনই বিদেশ যাবার জন্য। IELTS দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে। তাহলে আপনি কেনো IELTS –এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন?

ঐ সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয়। ভুল হলে দুশ্চিন্তা করতে হয়। এর ফলে IELTS প্রস্তুতি কয়েকদিন ঠিকমতো হয় না।

ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি। এজন্য IELTS –এ ভর্তি হবার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস সংশোধনের জন্য যা যা প্রয়োজন, সব তৈরি করে নিন।

🔴 ৩. আপনার সংগৃহীত SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সম্পন্ন করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্যারিফাই করে নিন।

অনেকেই এটা জানেন না। যখন এটা দরকার হয়, তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্যও দালাল খুঁজেন। এটা একটা বদ-অভ্যাস। কারণ, এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় ৯৫% ভুল সংশোধন করা যায়।

🔴 ৪. আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন।

শিখতে লাগবে সর্বোচ্চ ১০ মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো ১০ মিনিট।

এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না। বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে, তখন ‘দালাল’ পাবেন না!

আপনি যদি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্টের আবেদন হতে পারে, ভুল সংশোধনের কাজ হতে পারে, আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে।

আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই। তারা অনার্সে পড়ে, অনার্স-মাস্টার্স পাশ করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায়। সেই আবেদন তারা করে, যাদের যোগ্যতা তারচেয়েও কম!

সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনাকে কেউ আটকাতে পারবে না।

পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিহস্বাসের অভাবে, অন্যদিকে অনেক কম যোগ্যতাসম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে।

🔴 ৫. আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি। রাঁধতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না; এমনকি সাইকেল চালাতেও পারেন না।

তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন।

দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়। কিন্তু, বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হবে। কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন।

আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয়, বিদেশে এই সুযোগ যেমন কম, তেমনি ডলার-পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে।

অথচ নিজে সপ্তাহখানেক বা মাসখানেক সময় দিয়ে এগুলো শিখতে পারলে তখন কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না।

✅ এই লেখাটি অনেকের কাজে আসবে। আপনি share করলেই আপনার কাছের মানুষজনও উপকৃত হবে।

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়াআমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ ক...
29/06/2024

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়া

আমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সম্পন্ন করতে হয়। নিচে এই প্রক্রিয়া বিস্তারিতভাবে দেওয়া হলো:

১. ভিসার ধরন নির্ধারণ:
আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন। B1 ভিসা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং B2 ভিসা পর্যটন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন পরিদর্শন, চিকিৎসা ইত্যাদির জন্য দেওয়া হয়।

২. DS-160 ফর্ম পূরণ:
অনলাইনে DS-160 ফর্ম পূরণ করতে হবে। এটি আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার জন্য স্ট্যান্ডার্ড আবেদন ফর্ম।
- [DS-160 ফর্ম পূরণ
- ফর্ম পূরণের সময় আপনার ছবি আপলোড করতে হবে, যা নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে।

৩. আবেদন ফি পরিশোধ:
ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে, যা প্রায় ১৮৫ ডলার।

৪. ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ:
ফি পরিশোধের পর আপনাকে ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে হবে।

৫. প্রয়োজনীয় ডকুমেন্টস:
সাক্ষাৎকারের জন্য নীচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখুন:
- পাসপোর্ট (যা ভ্রমণের পর কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ থাকতে হবে)
- DS-160 কনফার্মেশন পৃষ্ঠা
- ভিসা আবেদন ফি প্রদানের রসিদ
- সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পৃষ্ঠা
- পাসপোর্ট সাইজ ছবি (যদি অনলাইনে আপলোড করা ছবি গ্রহণ না হয়)
- ভ্রমণের উদ্দেশ্যের বিবরণ
- অর্থনৈতিক স্থিতি এবং সম্পর্কের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র ইত্যাদি)
- ভ্রমণের সময়সূচী এবং পরিকল্পনার প্রমাণ

৬. সাক্ষাৎকারের দিন:
নির্ধারিত দিনে ইউএস দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হোন। সাক্ষাৎকারে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হবে:
- ভ্রমণের উদ্দেশ্য
- আর্থিক সামর্থ্য
- আমেরিকায় থাকার সময়ের পরিকল্পনা
- নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা

৭. ভিসা অনুমোদন:
সাক্ষাৎকারে সফল হলে, আপনার পাসপোর্টে ভিসা সীলমোহর করা হবে এবং কয়েক দিনের মধ্যে এটি আপনাকে ফেরত দেওয়া হবে। সাক্ষাৎকারে অসফল হলে, আপনাকে পুনরায় আবেদন করতে হতে পারে।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি আমেরিকার ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারেন। সব ধাপ সঠিকভাবে এবং সতর্কতার সাথে সম্পন্ন করুন।

16/06/2024
সর্বনিম্ন মূল্যে এয়ার টিকিট পেতে যোগাযোগ করুন✅🌏বিশ্বের যেকোনো এয়ার লাইন্সের সকল দেশের বিমান টিকেট ইস্যু, তারিখ পরিবর্তন,...
13/05/2024

সর্বনিম্ন মূল্যে এয়ার টিকিট পেতে যোগাযোগ করুন✅

🌏বিশ্বের যেকোনো এয়ার লাইন্সের সকল দেশের বিমান টিকেট ইস্যু, তারিখ পরিবর্তন, ও রিফান্ড এডজাস্ট টিকেট এর জন্য সরাসরি যোগাযোগ করুন আমদের নিচে দেয়া নাম্বারে এবং অফিস সময়ে (11:30AM-07:30PM) অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন।✅

📲যোগাযোগেঃ
+88 01765-206205
+88 01748-283520
+88 01986-432392

🏙 অফিস এড্রেস :
লেভেল-৪, কানিজ প্লাজা,
পশ্চিম জিন্দাবাজার,সিলেট
📧[email protected]

মামা এসেছিলেন কানাডা যাবেন, তিনি আমেরিকা সহ বেশ কিছু দেশ ভিজিট করেছেন, কিন্ত এগুলো শো করার মতো কোন প্রমাণ নেই। উনার পুরা...
08/12/2023

মামা এসেছিলেন কানাডা যাবেন, তিনি আমেরিকা সহ বেশ কিছু দেশ ভিজিট করেছেন, কিন্ত এগুলো শো করার মতো কোন প্রমাণ নেই। উনার পুরাতন পাসপোর্ট পুড়িয়ে ফেলেছিলেন।

তারপরও আমরা উনার ভিসা প্রসেসিং করি এবং আলহামদুলিল্লাহ তিনি কানাডার ভিসা পেয়েছেন।

03/12/2023

ইতালী এগ্রিকালচার ভি*সা

জমা দেয়ার শেষ তারিখ :
০৭.১২.২০২৩

যা লাগবে:
★পাসপোর্ট এর স্কেন কপি
★সর্বনিম্ন বয়স ১৮ বছর
★চুক্তিপত্র

সিটি এডুকেশন এন্ড ট্রাভেল্স
কানিজ প্লাজা ৪র্থ তলা, জিন্দাবাজার সিলেট

+880 1765-206205
+880 1986-432392
+880 1748-283520

নবদম্পতি এসেছিলেন বিদেশে ভ্রমণের স্বপ্ন নিয়ে। তাদের চিন্তা ছিলো আগে কোন দেশ ভ্রমণ নেই। ইনভাইটেশন পাঠানোর মতোও কোন আত্মীয়...
30/11/2023

নবদম্পতি এসেছিলেন বিদেশে ভ্রমণের স্বপ্ন নিয়ে। তাদের চিন্তা ছিলো আগে কোন দেশ ভ্রমণ নেই। ইনভাইটেশন পাঠানোর মতোও কোন আত্মীয় নেই।

বলেছিলাম চিন্তার কোন কারণ নেই, আপনাদের জন্য কানাডার দরজা খোলা।

আলহামদুলিল্লাহ, অবশেষে তারা উভয়েই গতমাসে কানাডার ভিসা পেলেন এবং গতকাল তারা সফলভাবে কানাডায় পৌঁছেছেন।

City Education & Travels
🏠Kaniz plaza,(4th Floor)
Zindabazar, Sylhet

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী  সময়। সঠিক নিয়মে প্রসেসিং ...
26/11/2023

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী সময়। সঠিক নিয়মে প্রসেসিং করলে ভিসা পাওয়া সম্ভবাবনা এখন আগের চেয়েও অনেক বেশী।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫
৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
৪. আবেদনকারীর NID কপি।
৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
৮. আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)
৯. টিআইএন সার্টিফিকেট।
১০. ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র
১৩. ফ্যামিলি সার্টিফিকেট।
ব্যবসায়িক ব্যক্তির জন্য:-
১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
২. অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।
৩. নবায়ন ট্রেড লাইসেন্স।
৪. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
৫. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:-
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
২. অফিস আইডি কার্ডের কপি।
৩. ভিজিটিং কার্ড।
৪. বেতন সার্টিফিকেট।
৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য:-

১. ছুটির চিঠি
২. স্কুল আইডি কার্ড কপি


বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

☎ 💻আমাদের সার্ভিস সমূহ :

🖥️ভিসা প্রসেসিং
🇺🇲ইউএস এ স্টুডেন্ট
🇨🇦কানাডা স্টুডেন্ট
🇷🇴রোমানিয়া স্টুডেন্ট
🇩🇰ডেনমার্ক স্টুডেন্ট
🇭🇺হাঙ্গেরি স্টুডেন্ট
🇭🇲অস্ট্রেলিয়া স্টুডেন্ট
🇬🇧ইউকে স্টুডেন্ট

🇬🇧ইউকে কেয়ার
🌏ভিজিট ভিসা
🏜️পাসপোর্ট
🛫এয়ার টিকেট

🏫আমাদের অফিস:
City Education & Travels
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার,সিলেট

যোগাযোগ:
📞+880 1765-206205

12/11/2023

ইনভাইটেশন লেটার দেইনা শুনলে যারা আমাদের কাছে আসেননা।
তাদের জন্য রইলো শুভকামনা৪২

আলহামদুলিল্লাহকানাডা আরেকটি সাক্সেস
08/11/2023

আলহামদুলিল্লাহ
কানাডা
আরেকটি সাক্সেস

আপনি কি CANADA যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না বা, সঠিকভাবে Apply করতে পারছেন না?! 🤔🇨🇦 এর মুল কারণ হলো, সঠিক ইমিগ্রেশন...
03/11/2023

আপনি কি CANADA যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না বা, সঠিকভাবে Apply করতে পারছেন না?! 🤔🇨🇦

এর মুল কারণ হলো, সঠিক ইমিগ্রেশন বিশেষজ্ঞ দ্বারা ফাইল প্রসেসিং করতে না পারা। যা করলে ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯% নিশ্চিত থাকে!

আমরা দিচ্ছি 👇

✅ এক্সপার্ট গাইডলাইন ও সাপোর্ট
✅ নির্ভুলভাবে ফাইল প্রসেসিং
✅ সর্বাধিক ভিসা গ্যারান্টি
✅ দ্রুত ও নির্ভরযোগ্য সেবা
✅ ঝামেলা-মুক্ত ডকুমেন্টেশন

খুব সহজেই আপনি পাবেন CANADA 10 Years Multiple Visit Visa!! সহজ কিছু Requirements পূর্ণ করলেই আপনার ভবিষ্যৎ দিনগুলোতে পরিবারসহ CANADA সহজভাবে বসবাস করার সুযোগ এখন সম্ভব আমাদের সাহায্যে...✈️🇨🇦

বর্তমানে আমরা আকর্ষণীয় ভিসা রেট এবং 100% নির্ভুলতার সাথে কানাডার জন্য ফাইল প্রসেসিং করছি। তাই যেকোন তথ্য পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

☎ 01932-378911 (অফিস)
☎ 01748283520 (হোয়াটসঅ্যাপ)
☎ 01986-432392 (হোয়াটসঅ্যাপ)
☎️01765-206205 (হোয়াটসঅ্যাপ)
📩 [email protected]
🏫অফিস লোকেশন: সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস, কানিজ প্লাজা, ৪র্থ তলা, জিন্দাবাজার,সিলেট

📣 ভিজিট ভিসা 🇨🇦এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী সময়। সঠিক ন...
02/11/2023

📣 ভিজিট ভিসা 🇨🇦

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী সময়। সঠিক নিয়মে প্রসেসিং করলে ভিসা পাওয়া সম্ভবাবনা এখন আগের চেয়েও অনেক বেশী।

✅CANADA _১০ বছরের মাল্টিপল ভিসা! সিঙ্গেল অথবা ফ্যামিলিসহ ভিজিট ভিসা!
✅UK _০৬ মাসের মাল্টিপল ভিসা! সিঙ্গেল অথবা ফ্যামিলিসহ ভিজিট ভিসা!
✅USA _০৫ বছরের মাল্টিপল ভিসা! সিঙ্গেল অথবা ফ্যামিলিসহ ভিজিট ভিসা!
✅Australia_০৬ থেকে ০২ বছরের মাল্টিপল ভিসা! সিঙ্গেল অথবা ফ্যামিলিসহ ভিজিট ভিসা!
✅Schengen_০৬ মাসের মাল্টিপল ভিসা! সিঙ্গেল অথবা ফ্যামিলিসহ ভিজিট ভিসা!

🌷এছাড়াও রিফিউজ ভিসার (Refuse Visa) ব্যাপারে সহযোগীতা করে থাকি!

আমাদের ইমিগ্রেশন এক্সপার্ট এবং কাউন্সিলর টিমের সাথে সরাসরি সাক্ষাৎ করতে আজই অফিসে যোগাযোগ করুন।

✡️ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

🌷উল্ল্যেখ্য যদি আপনার নিচের Bank Sponsor & অন্যান্য Documents গুলো না থাকে তাহলে আমরা আপনাকে Bank Sponsor সহ অন্যান্য Documents Support দিবো।

📍প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি⤵️

➡️ পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
➡️ রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫
➡️ গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
➡️ আবেদনকারীর NID কপি।
➡️ বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
➡️ ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
➡️ সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
➡️ আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)
➡️ টিআইএন সার্টিফিকেট।
➡️ ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
➡️ ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
➡️ অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র
➡️ ফ্যামিলি সার্টিফিকেট।

ব্যবসায়িক ব্যক্তির জন্য⤵️

➡️ গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
➡️ অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।
➡️ নবায়ন ট্রেড লাইসেন্স।
➡️ লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
➡️ ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য ⤵️

➡️ NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
➡️ অফিস আইডি কার্ডের কপি।
➡️ ভিজিটিং কার্ড।
➡️ বেতন সার্টিফিকেট।
➡️ গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য ⤵️

➡️ ছুটির চিঠি
➡️ স্কুল আইডি কার্ড কপি

💻আমাদের সার্ভিস সমূহ :

🇺🇸 ইউ এস এ স্টুডেন্ট ভিসা
🇬🇧 ইউকে স্টুডেন্ট ভিসা
🇩🇰 ডেনমার্ক স্টুডেন্ট ভিসা
🇨🇦 কানাডা স্টুডেন্ট ভিসা
🇨🇦 কানাডা স্কুলিং ভিসা

আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার সাথে, বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

📞+880 1932-378911
📞+880 1748-293520
📞+880 1986-432392
📞+880 1765-206205
📩 [email protected]
🏫আমাদের অফিস: City Education & Travels, কানিজ প্লাজা, ৪র্থ তলা, জিন্দাবাজার,সিলেট

আলহামদুলিল্লাহ! কানাডা ১০ বছরের ২টি ভিজিট ভিসা সাক্সেসCity Education & Travels
26/10/2023

আলহামদুলিল্লাহ! কানাডা ১০ বছরের ২টি ভিজিট ভিসা সাক্সেস

City Education & Travels

আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে
24/10/2023

আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ খুলনা অঞ্চলের দায়িত্বে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর।

আপনি কি CANADA যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না বা, সঠিকভাবে Apply করতে পারছেন না?! 🤔🇨🇦 এর মুল কারণ হলো, সঠিক ইমিগ্রেশন...
16/10/2023

আপনি কি CANADA যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না বা, সঠিকভাবে Apply করতে পারছেন না?! 🤔🇨🇦

এর মুল কারণ হলো, সঠিক ইমিগ্রেশন বিশেষজ্ঞ দ্বারা ফাইল প্রসেসিং করতে না পারা। যা করলে ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯% নিশ্চিত থাকে!

আমরা দিচ্ছি ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পরামর্শদাতার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ফাইল প্রসেসিংয়ের সুবিধা, সর্বাধিক ভিসা গ্যারান্টি, সম্পূর্ণ আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে ভিসা প্রক্রিয়া। খুব সহজেই আপনি পাবেন CANADA 10 Years Multiple Visit Visa!!

সহজ কিছু Requirements পূর্ণ করলেই আপনার ভবিষ্যৎ দিনগুলোতে পরিবারসহ CANADA সহজভাবে বসবাস করার সুযোগ এখন সম্ভব আমাদের সাহায্যে...✈️🇨🇦

বর্তমানে আমরা আকর্ষণীয় ভিসা রেট এবং 100% নির্ভুলতার সাথে কানাডার জন্য ফাইল প্রসেসিং করছি। তাই যেকোন তথ্য পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

🏫আমাদের অফিস:
সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার,সিলেট

যোগাযোগ:
☎ 01932-378911 (অফিস)
☎ 01748283520 (হোয়াটসঅ্যাপ)
☎ 01986-432392 (হোয়াটসঅ্যাপ)
☎ 01686-377717 (হোয়াটসঅ্যাপ)
☎️01765-206205 (হোয়াটসঅ্যাপ)

আপনি কি CANADA যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না বা, সঠিকভাবে Apply করতে পারছেন না?! 🤔🇨🇦

এর মুল কারণ হলো, সঠিক ইমিগ্রেশন বিশেষজ্ঞ দ্বারা ফাইল প্রসেসিং করতে না পারা। যা করলে ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯% নিশ্চিত থাকে!

আমরা দিচ্ছি ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পরামর্শদাতার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ফাইল প্রসেসিংয়ের সুবিধা, সর্বাধিক ভিসা গ্যারান্টি, সম্পূর্ণ আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে ভিসা প্রক্রিয়া। খুব সহজেই আপনি পাবেন CANADA 10 Years Multiple Visit Visa!!

সহজ কিছু Requirements পূর্ণ করলেই আপনার ভবিষ্যৎ দিনগুলোতে পরিবারসহ CANADA সহজভাবে বসবাস করার সুযোগ এখন সম্ভব আমাদের সাহায্যে...✈️🇨🇦

বর্তমানে আমরা আকর্ষণীয় ভিসা রেট এবং 100% নির্ভুলতার সাথে কানাডার জন্য ফাইল প্রসেসিং করছি। তাই যেকোন তথ্য পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

🏫আমাদের অফিস:
সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার,সিলেট

13/10/2023

আস্সামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আগামীকাল ১৪/১০/২০২৩ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার ১৯/১০/২০২৩ পর্যন্ত সিটি এডুকেশন এন্ড ট্রাভেলসে আপনার ইউকে, ইএসএ এবং কানাডায় যে কোন ধরণে ভিসা, রিফিউজ ভিসা, ফ্যমিলি ভিসা এবং ইমিগ্রেশন জটিলতা সংক্রান্ত বিষয়ে সরাসরি আমাদের ইমিগ্রেশন ল ইয়ারের সাথে কনসাল্টেন্সি করার সুযোগ পাচ্ছেন।

অফিস টাইম: 11:00 AM থেকে 7:00PM

🇨🇦🇨🇦আলহামদুলিল্লাহ গতকাল দুই জনের কানাডা ভিসা এপ্রোভ পেয়েছি।তাদের একজনের কোন ভিজিট নেই এবং একজনের শুধু ইন্ডিয়া ভিজিট  কর...
12/10/2023

🇨🇦🇨🇦আলহামদুলিল্লাহ গতকাল দুই জনের কানাডা ভিসা এপ্রোভ পেয়েছি।

তাদের একজনের কোন ভিজিট নেই এবং একজনের শুধু ইন্ডিয়া ভিজিট করা আছে।🇨🇦🇨🇦

06/10/2023

ইতালি সিজনাল এবং নন সিজনাল ডিসেম্বর ২০২৩ ক্লিকডের জন্য নভেম্বর এর ২০ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ফাইল জমা নেয়া হবে।

সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস
কানিজ প্লাজা, চতুর্থ তলা,
জিন্দাবাজার, সিলেট

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী  সময়। সঠিক নিয়মে প্রসেসিং ...
05/10/2023

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী সময়। সঠিক নিয়মে প্রসেসিং করলে ভিসা পাওয়া সম্ভবাবনা এখন আগের চেয়েও অনেক বেশী।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫
৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
৪. আবেদনকারীর NID কপি।
৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
৮. আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)
৯. টিআইএন সার্টিফিকেট।
১০. ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র
১৩. ফ্যামিলি সার্টিফিকেট।
ব্যবসায়িক ব্যক্তির জন্য:-
১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
২. অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।
৩. নবায়ন ট্রেড লাইসেন্স।
৪. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
৫. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:-
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
২. অফিস আইডি কার্ডের কপি।
৩. ভিজিটিং কার্ড।
৪. বেতন সার্টিফিকেট।
৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য:-

১. ছুটির চিঠি
২. স্কুল আইডি কার্ড কপি


বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

☎ 💻আমাদের সার্ভিস সমূহ :

🖥️ভিসা প্রসেসিং
🇺🇲ইউএস এ স্টুডেন্ট
🇨🇦কানাডা স্টুডেন্ট
🇷🇴রোমানিয়া স্টুডেন্ট
🇩🇰ডেনমার্ক স্টুডেন্ট
🇭🇺হাঙ্গেরি স্টুডেন্ট
🇭🇲অস্ট্রেলিয়া স্টুডেন্ট
🇬🇧ইউকে স্টুডেন্ট

🇬🇧ইউকে কেয়ার
🌏ভিজিট ভিসা
🏜️পাসপোর্ট
🛫এয়ার টিকেট

🏫আমাদের অফিস:
City Education & Travels
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার,সিলেট

03/10/2023

মেধাবী একজন স্টুডেন্ট এর জন্য আমরা টিউশন ফি সহ সম্পুর্ণ ফ্রীতে USA স্টুডেন্ট ভিসা প্রসেস করবো।

যোগাযোগ:
Mahmud Shorif
সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার, সিলেট।
📞+880 1748283520

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী  সময়। সঠিক নিয়মে প্রসেসিং ...
02/09/2023

এখন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ এস এ এবং সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করার সবচেয়ে উপযোগী সময়। সঠিক নিয়মে প্রসেসিং করলে ভিসা পাওয়া সম্ভবাবনা এখন আগের চেয়েও অনেক বেশী।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫
৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
৪. আবেদনকারীর NID কপি।
৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
৮. আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)
৯. টিআইএন সার্টিফিকেট।
১০. ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র
১৩. ফ্যামিলি সার্টিফিকেট।
ব্যবসায়িক ব্যক্তির জন্য:-
১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
২. অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।
৩. নবায়ন ট্রেড লাইসেন্স।
৪. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
৫. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:-
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
২. অফিস আইডি কার্ডের কপি।
৩. ভিজিটিং কার্ড।
৪. বেতন সার্টিফিকেট।
৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য:-

১. ছুটির চিঠি
২. স্কুল আইডি কার্ড কপি


বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

☎ 💻আমাদের সার্ভিস সমূহ :

🖥️ভিসা প্রসেসিং
🇺🇲ইউএস এ স্টুডেন্ট
🇨🇦কানাডা স্টুডেন্ট
🇷🇴রোমানিয়া স্টুডেন্ট
🇩🇰ডেনমার্ক স্টুডেন্ট
🇭🇺হাঙ্গেরি স্টুডেন্ট
🇭🇲অস্ট্রেলিয়া স্টুডেন্ট
🇬🇧ইউকে স্টুডেন্ট

🇬🇧ইউকে কেয়ার
🌏ভিজিট ভিসা
🏜️পাসপোর্ট
🛫এয়ার টিকেট

🏫আমাদের অফিস:
City Education & Travels
কানিজ প্লাজা, ৪র্থ তলা,
জিন্দাবাজার,সিলেট

যোগাযোগ:
☎ 01932-378911 (অফিস)
☎01986-432392 (হোয়াটসঅ্যাপ)
☎ 01748283520 (হোয়াটসঅ্যাপ)
☎️01765-206205 (হোয়াটসঅ্যাপ)

student visa সিটি এডুকেশন এন্ড ট্রাভেলস

ডেনমার্কে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: অন্যান্য দেশের তুলনায় ভিসাপ্রাপ্তির সম্ভাবনা বেশি"ফেব্রুয়ারী২০২৪ ইনটেকের জন্য, এখনই ...
14/08/2023

ডেনমার্কে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: অন্যান্য দেশের তুলনায় ভিসাপ্রাপ্তির সম্ভাবনা বেশি"
ফেব্রুয়ারী২০২৪ ইনটেকের জন্য, এখনই এপ্লাই করুন।

ডেনমার্কে উচ্চশিক্ষার খুটিনাটি

বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য ডেনমার্কের স্টাডি ভিসা পাওয়া কতটা ঝামেলামুক্ত?
১) কোন কাগজপত্র সত্যায়িত বা নোটারী করতে হয় না!
২)পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন নেই!
৩) হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই!
৪) ব্যাংক সল্ভেন্সী ও স্টেটমেন্টের প্রয়োজন নেই!
৫) ঢাকাস্থ ভিএফএস-এ ফাইল জমা এবং এম্ব্যাসীতে সাধারণ ইন্টারভিউ!
৬) বছরে দুইটি সেশনে আবেদনের সুযোগ রয়েছে!
৭) এক সেমিস্টারের টিউশন দিয়ে যাওয়ার সুযোগ আছে!
৮) ডেনিশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে!
৯) রয়েছে স্কলারশিপের ব্যবস্থা!
১০) খন্ডকালীন চাকুরীর সুযোগ!
১১) এছাড়াও, ভ্যাকেশনে ফুলটাইম চাকুরীর সুযোগ আছে!
১২) স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ আছে!
১৩) ডেনমার্কে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: ভিসাপ্রাপ্তির সম্ভাবনা প্রায় শতভাগ!
১৫) পড়াশুনা শেষে সেটেল (PR/Citizenship) হবার সুযোগ আছে!

স্টাডি প্রোগ্রাম
৩-৪ বছরের ব্যাচেলর এবং ২ বছরের মাস্টার্স প্রোগ্রাম, এম বি এ প্রোগ্রাম।

যেসব ডকুমেন্টস লাগবেঃ
সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
সিভি (CV)
পাসপোর্ট
মোটিভেশন লেটার
রিকমেন্ডেশন লেটার
IELTS Test Report (Academic 6.5-6) (no band less than 5.5)
স্টাডি কন্টিনিউয়েশন লেটার (ব্যাচেলর লেভেলে এপ্লাই করার জন্য)
Job Experience Certificates, if any
Extracurricular Activities

শিক্ষার্থীদের ডকুমেন্টশনে CET প্রয়োজনীয় গাইড করে

স্কলারশিপ সুবিধা:
এক্সিলেন্ট ক্যান্ডিডদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ সুবিধা
Danish Govt. Scholarships
Erasmus Mundus
University Specific Scholarships

ভিসা সংক্রান্ত কিছু তথ্য:
ঢাকার গুলশানে ডেনমার্ক এম্বাসী অবস্থিত। তাই ভিসা পেতে তেমন বেগ পেতে হয় না । এপয়েনমেন্ট এর জন্যে তেমন অপেক্ষাও করতে হয় না।

ভিসা ইন্টারভিউ এর জন্যে CITY Education & Travels শিক্ষার্থীকে সম্পূর্ণ গাইড করে।

ব্যাংক সল্ভেন্সী এবং স্টেটমেন্ট সংক্রান্ত কিছু তথ্যঃ
ডেনমার্কে স্টাডি ভিসা আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ব্যাংক সল্ভেন্সী বা স্টেটমেন্ট দেখাতে হয় না। তবে ডিপেন্ডেন্ট আবেদন করলে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়।

𝗙𝗥𝗘𝗘 𝗖𝗢𝗨𝗡𝗦𝗘𝗟𝗜𝗡𝗚 𝗢𝗩𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗣𝗛𝗢𝗡𝗘:
☎ 01932-378911 (office)
☎ 01701-364883 (WhatsApp)
☎ 01686-377717(WhatsApp)
☎ 01748283520 (WhatsApp)

𝑭𝒐𝒓 𝒇𝒖𝒓𝒕𝒉𝒆𝒓 𝒂𝒔𝒔𝒆𝒔𝒔𝒎𝒆𝒏𝒕 𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒗𝒊𝒔𝒊𝒕 𝒐𝒖𝒓 𝒐𝒇𝒇𝒊𝒄𝒆 𝒂𝒍𝒐𝒏𝒈 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒂𝒍𝒍 𝒂𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝒅𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔🚶♂️

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

👉𝑶𝒖𝒓 𝑶𝒇𝒇𝒊𝒄𝒆 𝑨𝒅𝒅𝒓𝒆𝒔𝒔:
🛄 City Education & Travels
🏠Kaniz plaza,(4th Floor)
Zindabazar, Sylhet

Congratulations porag roy barman 🇺🇲🇺🇲Subject : bachelors of computer science IELTS :7.0 Scholarship :75% Fall 2023 intak...
08/08/2023

Congratulations porag roy barman 🇺🇲🇺🇲
Subject : bachelors of computer science
IELTS :7.0
Scholarship :75%
Fall 2023 intake
Hsc: 2018

03/08/2023

Address

Kaniz Plaza. 4th Floor. Zindabazar
Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 00:45
Wednesday 11:00 - 17:00
Thursday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when City Education & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Education & Travels:

Videos

Share

Nearby travel agencies


Other Passport & Visa Services in Sylhet

Show All