03/06/2022
মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি ?
১) অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!
২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮-৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮-৪০ বছরের নিতে পারে!
৩) মালয়েশিয়া যেতে অবশ্যই ২ ডোজ টিকা চিনোফারমা, ফাইজার, মডার্না, এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!
৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না, এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!
৫) মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!
৬) মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!
৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!
৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!
১০) কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!
১১) মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১. ফ্যাক্টরি, ২. কনস্টাকশন,
৩. এগ্রিকালচার, ৪. প্লানটেশন
৫. সার্ভিস সেক্টর ইত্যাদি ।
#ধন্যবাদ_সবাইকে