Khan Tours & Travels

Khan Tours & Travels Our Service: Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Rreservation & Travel Consultancy.
(2)

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কত সহজ আপনি হয়তো জানেন না? যে কারণে আপনি কোনদিন চেষ্টাই করেননি। কিন্তু আপনি চাইলে খুব সহজে ...
15/05/2024

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কত সহজ আপনি হয়তো জানেন না? যে কারণে আপনি কোনদিন চেষ্টাই করেননি। কিন্তু আপনি চাইলে খুব সহজে অস্ট্রেলিয়ার ৩ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা করে নিতে পারেন। আমরা আপনার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটি প্রসেস করে দিতে পারব ইনশাল্লাহ!
আমরা জানি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা খুব সহজে কিভাবে করা যায়। আপনার ৫/১০ টা দেশ ভিজিট করা আছে। আপনি বারবার ইউএসএ, ইউ কে, কানাডা ট্রাই করছেন এবং ব্যর্থ হচ্ছেন। একবারের জন্যও অস্ট্রেলিয়া চেষ্টা করছেন না। ভাবছেন অনেক কঠিন। আপনার এই ভাবনাটি ভুল। একবার চেষ্টা করেই দেখুন। আমেরিকা, কানাডা, ইউরোপের চাইতে অনেক সহজ অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়া।

Australia Visa Documents:
1. Passport 3 years
2. Photo 35x45 mm
3. Bank Statement & Solvency Certificate
4. NOC/Trade Licence
5. Asset Valuation
6. Income Tax 3 Years
7. Hotel Booking
8. Air Ticket Booking
9. Invitation
10. Credit Card ...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania.go.t...
12/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

★পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

★How to apply Canadian tourist visa 🇨🇦কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।প্রথমে আপনাকে Immigration,Refugees and Citiz...
11/05/2024

★How to apply Canadian tourist visa 🇨🇦

কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।

প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)

ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:

1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)

আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।

What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।

ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।

কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।

1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)

★ Required Documents:

Note It's depends on visa catagory

1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.

If student Certificate of enrollment and Student ID card.

Certificate of employee.Satff ID card,NOC

5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD

পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।

প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।

ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।

একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

★পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
ভালো লাগলে শেয়ার করুন

আরব আমিরাতের (দুবাই) ভিজিট ভিসা নিয়ে আপডেট নিউজ !!‼️গত সপ্তাহে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা সাময়িক ...
10/05/2024

আরব আমিরাতের (দুবাই) ভিজিট ভিসা নিয়ে আপডেট নিউজ !!‼️

গত সপ্তাহে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। এখনো ভিজিট ভিসা বন্ধ রয়েছে। ৫ তারিখের পরে ভিজিট ভিসা নিয়ে আপডেট আসার গুঞ্জন শুনা গেলেও এখনো কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি।

সকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপাতত বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। তাই কারো সাথে কোনো ধরনের আর্থিক লেন দেন করে বিপদে পরবেন না।

ভিসা সংক্রান্ত কোনো ধরনের আপডেট পেলেে ইনশাআল্লাহ জানাবো।

নিউজটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।🗣️

★পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।-🔶 প্রথমত যেই ধাপটি কা...
28/04/2024

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
-
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
-
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।
-
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
-
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
-
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
-
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছি:

১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।

-
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
-

সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।

-
🌐 ভ্রমণ ভিসার ফাইল প্রসেসিং
-
➡ কানাডা: ১০,০০০/- সার্ভিস চার্জ
➡আমেরিকা: ১০,০০০/- সার্ভিস চার্জ
➡ ইউ কে: ১০,০০০/- সার্ভিস চার্জ
➡ অস্ট্রেলিয়া: ১০,০০০/- সার্ভিস চার্জ
➡ সেনজেন: ১০,০০০/- সার্ভিস চার্জ...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

আমরা প্রসেস করছি:- ১.  অস্ট্রেলিয়া২.  কানাডা৩. থাইল্যান্ড৪. মালয়েশিয়া৫. সিংগাপুর (ইনভাইটেশন সহ)৬. ফিলিপাইন ৭. কম্বোডিয়া...
27/04/2024

আমরা প্রসেস করছি:-
১. অস্ট্রেলিয়া
২. কানাডা
৩. থাইল্যান্ড
৪. মালয়েশিয়া
৫. সিংগাপুর (ইনভাইটেশন সহ)
৬. ফিলিপাইন
৭. কম্বোডিয়া
৮. ভিয়েতনাম
৯. ইউ এ ই (দুবাই)
১০. ইউ কে
১১. ইউ এস এ
১২. ইউরোপ (ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন সহ সকল দেশ)
১৩. উজবেকিস্তান (ই ভিসা)
১৪. তুরস্ক ( স্টিকার+ ই ভিসা )
১৫. চায়না
১৬. ইন্দোনেশিয়া
১৭. ইজিপ্ট / মিশর আরো অনেক দেশ।...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

স্বপ্ন যখন কানাডা ভিজিট ভিসা। তাহলে আর দেরি কেন?  ভিজিট ভিসায় কানাডায় যেতে যেসব ডকুমেন্টস লাগবে তা গুছিয়ে নিন। ১. বর্তম...
27/04/2024

স্বপ্ন যখন কানাডা ভিজিট ভিসা। তাহলে আর দেরি কেন? ভিজিট ভিসায় কানাডায় যেতে যেসব ডকুমেন্টস লাগবে তা গুছিয়ে নিন।
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ বা বায়ো পেজ)
২. সাম্প্রতিক ছবি (সাইজ ৩৫x৪৫ mm)
৩. বর্তমান এবং পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিট সিল আছে)
৪. ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি (৬ মাস), এফডিআর, সঞ্চয় পত্র, আপনার অ্যাসেট।
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ (নোটারাইজড)
৬. চাকুরীজীবি হলে এন ও সি এবং স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লীপ
৭. বাবা- মা, ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর জন্ম তারিখ, পেশা, বর্তমান ঠিকানা
৮. বা- মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
৯. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১০. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি।
১১. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, ঠিকানা, বিষয় এবং পাশের সাল।
১২. বর্তমান ঠিকানা , ইমেইল আইডি, ২ টি ফোন নাম্বার।
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
এম্বাসি ফি দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট ভিএফএসে গিয়ে ফিংগার প্রিন্ট দিতে হবে। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর নোটিশ পাবেন। তারপর ভিসা রিকোয়েস্ট লেটার নিয়ে পাসপোর্ট বাংলাদেশ অথবা পাশের কোন দেশের ভিএফএসে জমা দিতে পারবেন। আপনার পাসপোর্টে ভিসা স্টেম্পিং করার জন্য ভিএফএস এটাকে সিঙ্গাপুর অথবা ফিলিপাইন অথবা ভারত পাঠাবে। সেখান থেকে ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিসাসহ আপনার পাসপোর্ট আবার ভিএফএসে ফিরত আসবে। নোটিশ পাওয়ার পর আপনাকে আবার ভিএফএস থেকেই পাসপোর্ট সংগ্রহ করতে হবে।...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

আপনার যদি বছরে কম করে হলেও একবার দুইবার দুবাই ট্রাভেল করার প্রয়োজন থাকে তাহলে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিস...
26/04/2024

আপনার যদি বছরে কম করে হলেও একবার দুইবার দুবাই ট্রাভেল করার প্রয়োজন থাকে তাহলে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা আপনার জন্য সাশ্রয়ী হবে এবং অনেক বেশি বেনিফিটেড হবেন।

দুবাই (UAE) পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার খরচ সবচাইতে কম। বিশ্বাস হচ্ছে না। একটু ক্যালকুলেশন করে দেখি বিশ্বাস হয় কিনা। ধরেন পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার খরচ ১ লাখ ৫০ হাজার টাকা। ৩০২৫ দেরহাম এম্বাসির ডিপোজিট। দেরহাম রেট ৩৩ টাকা হিসেবে ধরলে ১ লক্ষ টাকা জমা থাকবে যা ৫ বছর পর আপনি ফেরত পাবেন। তাহলে আপনার ভিসার খরচ মোট ৫০ হাজার টাকা। কিন্তু এটা আসলে ৫০ হাজার টাকা না। প্রকৃত অর্থে আপনার খরচ হলো ২০/২৫ হাজার টাকা। এটা কিভাবে হতে পারে। হ্যা, আপনার কি মনে হয় পাঁচ বছর পরে দেরহামের রেট ৩৩ টাকা থাকবে। আমার কাছে মনে হয় থাকবে না। কারণ গত এক বছরে আমরা দেখেছি বেরহাম এর রেট সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত। পাঁচ বছর পরে দেরহামের রেট ৪০ টাকার বেশি যদি হয় তাহলে আপনি ৩০২৫ দেরহামের মূল্যমান পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। এর চাইতেও বড় সুবিধা হচ্ছে আপনি পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত ভিসা পেয়ে গেলেন। আর পাঁচ বছর পর দুবাইয়ের ভিসা এত সহজ নাও থাকতে পারে। দুবাই পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রসেস পৃথিবীর চাইতে সহজ কাজ আমাদের কাছে। চাইলে আপনার ভিসাটি করে নিতে পারেন। ...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

১ ভিসাতেই ঘুরে আসুন ইউরোপের হবে ২৭টি দেশ।ভিসা করুন Khan Tours & Travels এর মাধ্যমে এবং ঘুরে আসুন ‘ইউরোপ’ এর ২৭টি দেশ।নির...
26/04/2024

১ ভিসাতেই ঘুরে আসুন ইউরোপের হবে ২৭টি দেশ।

ভিসা করুন Khan Tours & Travels এর মাধ্যমে এবং ঘুরে আসুন ‘ইউরোপ’ এর ২৭টি দেশ।

নির্ভুল এবং ঝামেলা বিহীন ভিসা সার্ভিস পেতে চলে আসুন। মনগড়া চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ভুল জায়গায় ভিসা এপ্লাই করছেন না তো? কম খরচে বাজারের সেরা সার্ভিস টি পেতে আমাদের এর সাথে থাকুন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসার সার্ভিস টি বুঝে নিন।

1. Austria
2. Belgium
3. Croatia
4. Czechia
5. Denmark
6. Estoina
7. Finland
8. France
9. Germany
10. Greece
11. Hungray
12. Iceland
13. Italy
14. Latvia
15. Licehtenstein
16. Lithuania
17. Luxembourg
18. Malta
19. Netherlands
20. Norway
21. Poland
22. Portugal
23. Slovakia
24. Slovenia
25. Spain
26. Sweden
27. Swizerland...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

🌎 আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গুলো ঘুরে আসতে চান? পৃথিবীর বেশির ভাগ মানুষের স্বপ্নের দেশ America, Aus...
25/04/2024

🌎 আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গুলো ঘুরে আসতে চান? পৃথিবীর বেশির ভাগ মানুষের স্বপ্নের দেশ America, Australia, Canada, United States আপনার ও কি স্বপ্নের দেশ এগুলো? জীবনে একবার হলেও ঘুরে আসতে চান এই দেশ গুলোতে?
❓কিন্তু কিভাবে ভিসা প্রসেস করবেন বুঝতে পারছেন না। একেক এজেন্সি একেক ধরনের কথা বলছে সঠিক তথ্য পাচ্ছেন না? তাহলে আজকের পোস্ট টি শুধু মাত্র আপনার জন্য!!!!!!
[পোস্ট টি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন আপনি সকল তথ্য পাবেন এখানে]
✅আমাদের ক্লাইন্টরা সব থেকে বেশি যেসকল প্রশ্ন করে থাকে সেগুলোর উওর দেয়ার চেষ্টা করবো আজকে (যে প্রশ্ন গুলোর উওর আপনি ও জানতে চান)
:
❓প্রশ্নঃ ভিজিট ভিসার জন্য কি অনেক ডকুমেন্টস লাগে?
✅উওরঃ অনেকের ধারণা ভিসা প্রসেস করতে অনেক কাগজপত্রের প্রয়োজন হয় বা অনেক ঝামেলা পোহাতে হয়, এই ধারণাটি সঠিক নয়, ডকুমেন্টস কি কি লাগবে তা নির্ভর করবে আপনার বয়স, পেশা আর যোগ্যতার উপর।
❓প্রশ্নঃ ভিজিট ভিসার জন্য কি ৮-১০ টি দেশে ভ্রমন থাকতে হবে?
✅উওরঃ মাত্র ২-৩ টি দেশ ঘুরা থাকলেই আপনার ভিজিট ভিসা হতে পারে।
❓প্রশ্নঃ সাদা পাসপোর্ট এ কি কখনো ভিসা হয় না?
✅উওরঃ সাদা পাসপোর্ট ও ভিসা হয় যদি আপনার ভ্রমনের সঠিক কারন উল্লেখ করা যায়।
❓প্রশ্নঃ আমার কাছে তো সব ডকুমেন্টস নেই তাহলে কি এসব দেশ কখনো যেতে পারবো না?
✅উওরঃ অবশ্যয় পারবেন তার জন্য সঠিক ভাবে ভিসা প্রসেস করতে হবে।
🔶ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারনার অভাবে যোগ্যতা থাকা সত্বেও ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন না তো? আপনাকে অবশ্যই ভিজিট ভিসাতে যাওয়ার যৌক্তিক কারন দেখাতে হবে।
🔷আপনি ভিজিট ভিসাতে যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন ? সেটা বুঝাবেন আপনার Appliction form এর মাধ্যমে।একজন ক্লাইন্টের জন্য Appliction form অনেক বেশি গুরুত্বপূর্ণ। Appliction form এর উপর ভিসা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ Consultent দ্বারা form পূরণ করুন। মূলত এই form আপনার ভিসা পাওয়ার প্রধান শর্ত।
🔶বর্তমান সময়ে কিছু এজেন্সি ভিসা প্রসেসিং বিষয়টাকে এতটা জটিল করে তুলেছে যা সাধারন মানুষের পক্ষে বোঝা কঠিন। এজন্য আমরা আপনার ভিসা সঠিকভাবে প্রসেসিং এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর অভিজ্ঞ 𝘾𝙤𝙣𝙨𝙪𝙡𝙩𝙖𝙣𝙩 ও টিম দ্বারা এ কাজটি করে থাকি।
✅আমাদের প্রতিষ্ঠান থেকে যেকল সেবা পাবেনঃ
🔷 সঠিক নিয়মে সব থেকে দ্রুত সময়ে ভিসা প্রসেস।
🔶অভিজ্ঞ কন্সালটেন্ট এর পরামর্শ।
🔷ডকুমেন্টস ও ব্যাংক সাপোর্ট।
🔶এয়ার টিকেটিং।
🔷হোটেল বুকিং।
👍আমাদের প্রতিষ্ঠান থেকে ভিসা প্রসেসে সর্বোচ্চ সহযোগিতা পাবেন আপনি। এখনই সময় আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার। ঝামেলা মুক্ত ভিসা সহায়তা।...................................................................
✈️আমেরিকা ৫ বছরের মাল্টিপল ভিসা
✈️কানাডা ১০ বছরের মাল্টিপল ভিসা
✈️ইংল্যান্ড ৬ মাস, ২,৫,১০ বছরের মাল্টিপল ভিসা
✈️অস্ট্রেলিয়া ৩ বছরের মাল্টিপল ভিসা...................................................................
If Any Quarry Please Contact:
☎️ Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কত সহজ আপনি হয়তো জানেন না? যে কারণে আপনি কোনদিন চেষ্টাই করেননি। কিন্তু আপনি চাইলে খুব সহজে ...
25/04/2024

অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কত সহজ আপনি হয়তো জানেন না? যে কারণে আপনি কোনদিন চেষ্টাই করেননি। কিন্তু আপনি চাইলে খুব সহজে অস্ট্রেলিয়ার ৩ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা করে নিতে পারেন। আমরা আপনার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটি প্রসেস করে দিতে পারব ইনশাল্লাহ!
আমরা জানি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা খুব সহজে কিভাবে করা যায়। আপনার ৫/১০ টা দেশ ভিজিট করা আছে। আপনি বারবার ইউএসএ, ইউ কে, কানাডা ট্রাই করছেন এবং ব্যর্থ হচ্ছেন। একবারের জন্যও অস্ট্রেলিয়া চেষ্টা করছেন না। ভাবছেন অনেক কঠিন। আপনার এই ভাবনাটি ভুল। একবার চেষ্টা করেই দেখুন। আমেরিকা, কানাডা, ইউরোপের চাইতে অনেক সহজ অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়া।

------------------------------------------------------------------------
If Any Quarry Please Contact:
Khan Tours & Travels:
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

সিলেটের সকল এম্বাসির স্থান পরিবর্তন! নির্ভানা ইন মির্জাজাঙ্গল থেকে VFS Global centre সিলেটের স্থান পরিবর্তন। UK Canada স...
22/04/2024

সিলেটের সকল এম্বাসির স্থান পরিবর্তন!
নির্ভানা ইন মির্জাজাঙ্গল থেকে VFS Global centre সিলেটের স্থান পরিবর্তন।
UK Canada সহ সব দেশের এম্বাসি নতুন ঠিকানা মিরা বাজার মার্চেন্ট টাওয়ার।

★পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
ভালো লাগলে শেয়ার করুন
★Stay tuned by liking the page.
Share if you like

“ঈদ মোবারক”দেশে ও প্রবাসে অবস্থানরত সবাই কে “খান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস” এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা,পবিত্র ঈদুল ফিতর নি...
10/04/2024

“ঈদ মোবারক”
দেশে ও প্রবাসে অবস্থানরত সবাই কে “খান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস” এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা,
পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি...
====================================
“Eid Mubarak”
Everybody who lives in the country and abroad, Eid greetings from the “Khan Tours & Travels”,
The holy Eid-ul-fitr will bring peace and prosperity to everybody in the life...

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস ♻️✈️এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।১। -তানজানিয়া http://www.tanzania.go...
03/04/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস ♻️✈️
এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর https://egypt-e-visa.com/application-status/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://indianvisaonline.gov.in/evisa/StatusEnquiry

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.es/en

৪৩। -ইউক্রেইন http://www.mlsp.gov.ua/

৪৪। -উগান্ডা http://www.mglsd.go.ug/

৪৫। -পেলেস্টাইন http://www.mol.gov.ps/

৪৬। -ব্রুনাই http://www.labour.gov.bn/

৪৭। -ইয়ামেন http://www.dol.gov/

৪৮। -নেদারল্যান্ড http://english.szw.nl/

৪৯। -জাম্বিয়া http://www.mlss.gov.zm

৫০। -অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/

৫১। -জিম্বাবুয়ে http://www.dol.gov/

৫২। -ফিলিপাইন http://www.dole.gov.ph/

৫৩। -মালয়েশিয়া https://eservices.imi.gov.my/myimms/PDStatus

৫৪। -রাশিয়া http://www.labour.gov.on.ca/

৫৫। -ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/ http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

৫৬।-দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx http://www.mol.gov.ae/english/newindex.aspx

৫৭।-কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp

৫৮।-আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/

৫৯।-ওমানের ভিসা : http://www.rop.gov.om/

৬০।-আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/

৬১।-বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/

৬২।-সৌদি আরব, http://www.saudiembassy.net/

৬৪।-সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx

৬৫।-ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp

৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/

৬৭।- সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলে http://singapore.embassyhomepage.com/

৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/

আপনি পাচ্ছেন Khan Tours & Travels -এর মাধ্যমে কাস্টমাইজড ট্যুর প্ল্যান করারও সুযোগ। ইউরোপ কিংবা আমেরিকা বা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দুবাই, কম্বোডিয়া, তুরস্ক, ব্রাজিল, কাতার, শ্রীলঙ্কা, জাপান, ভারত, ফিলিপাইন, চায়না সিঙ্গেল বা মাল্টিপল ভিসা টুরিস্ট অথবা মেডিকেল, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে এখনি যোগাযোগ করুন।

✅𝐕𝐢𝐬𝐚 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:-
1. Passport (Minimum 06 Month Valid)
2. Two Copies Recent (35"×45") Size Photo with White Background.
3. Bank Statement (Last 06 Months) with Solvency Certificate.
4. Trade License with Translation & Notarized (If Business)
5. Company Pad.
6. NOC Latter (If Service Holder)
7. Salary Certificate or Pay Slip (If Service Holder)
8. Visiting Card.
9. Student ID card/Birth Certificate (For Child/Student)
🛑বি:দ্র: কোনো প্রকার ফেইক ডকুমেন্টস প্রদান করিলে সেটার দ্বায়ভার Khan Tours and travels নিবে না।

বুকিং-এর জন্য চলে আসুন আমাদের গুলশান অফিসে অথবা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের।
আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আপনার সেবায়।

✅আমাদের উল্লেখযোগ্য সেবাসমুহ হচ্ছে:
➡ Visa Processing.
➡ Tour Package.
➡ Air Ticket.
➡ Group/Corporate Tour.
➡ Group Visa Process.
➡ Hotel & Resort Booking.

🛑Please inbox us for more queries & information.!
আপনার ভিসা প্রক্রিয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
--------------------------------------------------------------------------
Gulshan-2, 𝑯𝒆𝒂𝒅 𝑶𝒇𝒇𝒊𝒄𝒆:
Address: Unicorn Plaza. Gulshan-2,Dhaka
--------------------------------------------------------------------------
🛑সবার আগে ট্র্যাভেল আপডেট জানতে আমাদের পেজে লাইক এবং ফোলো দিয়ে রাখুন।

ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডে মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
03/03/2024

ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডে মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ট গ্রিট সার্ভিসহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য  মিট...
21/01/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ট গ্রিট সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।

বিশেষ করে প্রথমবার বিদেশ যাত্রা, বয়স্ক, অসুস্থ, শিশুসহ নারী যাত্রী কিংবা যাদের অনেক লাগেজ থাকে তারা অনেক সময় চিন্তার মধ্যে থাকেন। এ ধরণের যাত্রীদের জন্য মিট অ্যান্ট গ্রিট সার্ভিস যাত্রাকে করে আরামদায়ক। এক্সপার্ট মিট অ্যান্ড গ্রিট অ্যাসিসটেন্ট দায়িত্বপালন করবেন, আর আপনি থাকবেন ভারমুক্ত। এজন্য যাত্রী প্রতি চার্জ প্রয়োজ্য।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে কি কি সুবিধা পাওয়া যাবে ?

যার মাধ্যমে সম্মানিত যাত্রীদের বিভিন্ন ধরনের সহায়তা করা হয়। বহির্গমন প্রবেশ গেট থেকে বহির্গমন যাত্রীদের গ্রহন করা । ইমিগ্রেশন সম্পন্ন করার পর আগমনী যাত্রীদের গ্রহণ করা। বহির্গমন যাত্রীদের নির্ধারিত চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া। বহির্গমন এবং আগমনী যাত্রীদের লাগেজ বহনে সহায়তা করা। সম্মানিত যাত্রীদের বিমানবন্দরের বিভিন্ন প্রকার কার্যক্রমের নির্দেশিকা অনুযায়ী গাইডলাইন/সহায়তা করা।

তবে, যাত্রীর এয়ারলাইনের টিকিট, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এসকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে

১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

৩. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

৪.ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা

বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে

১. ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

নোট: একজন যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে
এক্সট্রা লাগজে থাকলে একাধিক সার্ভিস অ্যাসিসটেন্সের প্রয়োজন হলে অ্যাডিশনাল চার্জ প্রযোজ্য।

বুকিং এর জন্য যোগাযোগ Whats app link এ ক্লিক করুন
https://wa.me/message/IL5JDJBMOWTMM1

Collected post

ঢাকায় ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান...
01/01/2024

ঢাকায় ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।
এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।
ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।
ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।
তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে। © The Daily Star

Happy New Year 2024!Wishing you and your family endless blessings this year. 🎉🎆
01/01/2024

Happy New Year 2024!
Wishing you and your family endless blessings this year. 🎉🎆

মালয়েশিয়া ভ্রমণে নতুন নিয়ম!!৭ ডিসেম্বর ২০২৩ থেকে, মালয়েশিয়ায় ভ্রমণকারী সমস্ত বিদেশী নাগরিকদের মালয়েশিয়া ডিজিটাল আগম...
07/12/2023

মালয়েশিয়া ভ্রমণে নতুন নিয়ম!!
৭ ডিসেম্বর ২০২৩ থেকে, মালয়েশিয়ায় ভ্রমণকারী সমস্ত বিদেশী নাগরিকদের মালয়েশিয়া ডিজিটাল আগমন কার্ড (MDAC) পূরণ করতে হবে, ঘোষণা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আগমনের আগে অনলাইন ফরম পূরণ করতে হবে।
অনলাইন ফরম পূরণের লিংক -
https://imigresen-online.imi.gov.my/mdac/main?register
ইমিগ্রেশন বিভাগের MDAC ওয়েবসাইট অনুসারে, মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা বা দীর্ঘমেয়াদী পাস হোল্ডার, মালয়েশিয়ান অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম (এমএসিএস) পাস হোল্ডার এবং যারা অভিবাসন ছাড়পত্র না নিয়ে সিঙ্গাপুরের মধ্য দিয়ে ট্রানজিট বা স্থানান্তর করছেন তাদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।
MDAC কার্ডটি অবশ্যই মালয়েশিয়ায় আসার আগে তিন দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
এছাড়াও সহজে এবং সুলভ মূল্যে সব ধরনের ভিসা, টিকেট ও প্যাকেজ এর যাবতীয় তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

OFFICE ADDRESS:-
--------------------------------------------------------------------------
If Any Quarry Please Contact :-
KHAN TOURS & TRAVELS
Unicorn Plaza,
Gulshan-2 , Dhaka .
Mobile-01719350445 (Dhaka)
Mobile -01711669212 (Sylhet)
Khan Tours & Travels.
Visa Processing, Air Ticketing, Tour Package, Hotel Reservation & Travel Consultancy

আমরা দিচ্ছি ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং এবং ট্যুর প্যাকেজে কম রেটে, সেরা সার্ভিসের নিশ্চিয়তা।

Address

Dhaka Office : Unicorn Plaza, Gulshan-2, Dhaka, Cell-01719350445
Sylhet

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801711669212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Sylhet

Show All