03/11/2022
🏔 শিলং ➖ চেরাপুঞ্জি ➖ ডাওকি ট্যুর
🚍 যাত্রার তারিখ: ১১ নভেম্বর
🚍ফেরার তারিখ- ১৩ নভেম্বর
ভারতের মেঘালয় দাড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড় আর সবুজ সৌন্দর্যের ডানা মেলে | জাফলং এর কাছের শহর ডাওকি থেকে যখন গাড়ি আস্তে আস্তে পাহাড়ের বুক চিরে বেয়ে ওঠা রাস্তা ধরে উপরের দিকে উঠতে থাকে ,তখন মেঘ ও কাছে আসতে থাকে ঘিরে ধরার জন্য , আর একসময় ধরে ও ফেলে । তখন মেঘের ভেতর দিয়েই চলতে থাকে গাড়ি শিলং এর উদ্দেশ্যে | চলার পথে দেখা মেলে ঝকঝকা রোদের | আবার ঝুম বৃষ্টির দেখা ও মিলতে পারে পথেই | এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মওলিলং , স্বচ্ছ পানির সোনেংপেডাং , সবুজ চেরাপুঞ্জির গল্প আপনারা এসে গ্রুপে লিখবেন, আমরা আপনাদের গল্প বানানোর জন্য নিয়ে যাচ্ছি ,
🔹প্যাকেজ প্রাইজ ১১৫০০/- পার পারসন
#রুম পলিসিঃ ৪ জন শেয়ার বেসিস, স্টান্ডার্ড রুম
👩🏻❤️👨🏾 কাপল প্যাকেজ - ১২০০০ জনপ্রতি
👨👩👦 ট্রিপল পলিসি - ১২,০০০ জনপ্রতি
🙍🏼♂️ ১রুমে ১জন ১৪৫০০ জনপ্রতি
এই খরচের মধ্যে থাকবেঃ
⭕️ প্রথম দিন ব্রেকফাস্ট করে সিলেট থেকে বর্ডারে পৌছা
⭕️ সিলেট থেকে শুরু করে শিলং পৌছানো,সাইটসিন ও ফিরে আসা পর্যন্ত যাতায়াত খরচ
⭕️ ২ রাত - ৩ দিন থাকা
⭕️ প্রতিদিন তিন বেলা খাওয়া -ইন্ডিয়ান থালি সিস্টেম
যে সকল স্থানে যাওয়া হবে :
🚪 ডাউকি ভিলেজ ,ডাউকি বাজার
# শুটিং ব্রিজ
# বড়হিল ফলস
# উমক্রেম ফলস
# এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিংলং
🚪 চেরাপুঞ্জি:
# সেভেন সিস্টারস ফলস
# মউসামি কেইভ
#কিনরেম ফলস
# নহকালিকাই ফলস
# ওয়াকাবা ফলস
# এলিফেণ্ট ফলস
# মওকডক ভিউ পয়েন্ট
# চেরাপুঞ্জি ইকো পার্ক
🚪
# ওয়ার্ডস লেক
# এলিফেন্ট ফলস
# স্বচ্ছ পানির ভাসমান বোটের গ্রাম সোনেংপেডাং অথবা ক্রাংসুরি ফলস
দিন ১ - সিলেট শহরে নাস্তা করে ,চলে যাবো তামাবিল বর্ডারে। আমরা বর্ডার পার হয়ে ইমিগ্রেশন শেষ করে গিয়ে জিপে উঠবো, মাওলিনং ভিলেজ , রুট ব্রিজ , ভিউ পয়েন্ট ও নাম না জানা ফলস গুলো পথে দেখে দেখে শিলং চলে আসব। শিলং পৌছাতে সন্ধ্যা হয়ে যাবে। রাতে শিলং পুলিশ বাজারের আশেপাশে থাকব।
-দিন ২ -শিলং থেকে ওয়াকাবা ফলস ঘুরে একেবারে চেরাপুঞ্জি গিয়ে মৌসুমি কেইভ, নোকেলিকাই ফলস, সেভেন সিস্টার ফলস, চেরাপুঞ্জি ইকো পার্ক ,কিনরেম ফলস দেখে সন্ধ্যায় শিলং চলে আসব ।সন্ধ্যা টু ডিনারের আগ পর্যন্ত শপিং এর জন্য ফ্রি টাইম
দিন-৩ঃ শিলং থেকে এলিফেন্ট ফলস , ওয়ার্ডস লেক ও ভিউ পয়েন্ট দেখে দেখে ডাউকি বাজার হয়ে ,স্নোনেংপেডাং ঘুরে চলে আসবো বর্ডারে । ইমিগ্রেশন শেষ করে দেশে ঢুকব ।
** যা যা থাকছে নাঃ
---------------------------------------
- ট্রাভেল ট্যাক্স(৫০০/-) এবং ভিসা জনিত খরচ।
- বর্ডারে যাতায়াতের সময় কিছু ফাস্ট মানি (৪০০+/-)দিতে হয় অনেক ক্ষেত্রে, সেই খরচ যার যার টা বহন করতে হবে।
- কোন ব্যক্তিগত খরচ ।
- কোন ঔষধ ।
- কোন রকম ব্যক্তিগত বীমা ।
♦♦ প্রতিদিন ই বুকিং কনফার্মেশন চলছে।
কনফার্ম মানি পাঠানোর জন্য
- বিকাশ নাম্বারঃ খরচ সহ
১/ শফি - 01725 843030 personal send money
-ব্যাংক একাউন্ট নাম্বারঃ
# # পূবালী ব্যাংক
0496101194060 ,
account name : SHAFI MUHAMMED
Pubali Bank, Sylhet branch
# # সিটি ব্যাংক
account name - TRAVELERS OF SYLHET
CITY BANK ZINDABAZAR BRANCH SYLHET
A/C No: 1502624436001
আগ্রহীগন ব্যাঙ্ক এ ৫০০০/= অথবা bkash এ ৫১০০/= টাকা বুকিং মানি পাঠিয়ে আসন কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর অবশ্যই ম্যাসেজ অথবা ইভেন্ট পেইজে পোস্ট দিয়ে ইনফর্ম করবেন। এছাড়া অফিসে এসে দেখা করেও কনফার্ম করতে পারেন ।
🏠 অফিসঃ TOS Tourism
২য় তলা ,শেখ সানাউল্লাহ জামে মসজিদ মার্কেট জিতুমিয়ার পয়েন্ট শেখঘাট সিলেট।
বুকিং এর ব্যাপারে জানতে:
☎️ 01725 843030 ,01842 823030