24/05/2021
প্রিয় বন্ধুরা,
আমরা এই Corona মহামারীর সময় আপনাদের বেড়াতে যেতে বলবো না। বললেও নিয়ে যাবো না। বরঞ্চ বলবো কিছু বিশেষ কথা যা আপনাকে ভাবাবেই ভাবাবে। আর বলবো; বাড়িতেই থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। পরিচ্ছন্নতা বজায় রাখুন। মাস্ক ব্যবহার করুন।
এভাবে কতদিন চলবে? মানসিক ভাবে ভেঙে পড়বেন না। Bengal Tourism আপনাদের পাশে ছিল, থাকবে। এক সময় আপনারা আমাদের সাথে বেড়াতে গিয়ে আমাদের সমৃদ্ধি করেছেন। এবার আমাদের আপনার জন্য কিছু অন্যরকম ভাবে সাহায্য করে বা পাশে দাঁড়াবার সুযোগ দিন। আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে সমাজের কিছু অসহায়, নিরুপায়, কাজ হারানো, সঞ্চয় কমে আসা, চিন্তিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।
দেখুন, আমরা মনে করি, আমরা যদি মানুষের কাছে তাঁদের সঞ্চয়ের একটা সঠিক পথ দেখাতে পারি, তবেই সেটা সার্থক। কারণ সত্যি, মানুষের এখন অর্থের খুব প্রয়োজন। আর সেটা যদি এই দুঃসময় বাড়িতে থেকেই করা যায়, তো মন্দ কিসের? তা ছাড়াও, আসুন না, আমরা এই বিস্বাস কে সঙ্গে নিয়ে সুন্দর একটি গোষ্ঠী গড়ে তুলি, যেখানে আপনি, আপনার পরিবার, আত্মীয়স্বজন, প্রিয় বন্ধু সবাই মিলে সম্মিলত ভাবে একে অপরের পাশে দাঁড়াই।
নিন্দুকেরা তো অনেকে অনেক কথা বলে; কিন্তু দরকারে কাউকে আপনার পাশে পাবেন না। তাও আমাদের বিস্বাস, আপনি যদি নিজে সব জেনে, বিবেচনা করে, নিজের কাছের মানুষদের সাথে আলোচনা করে দেখেন, এর থেকে ভালো কিছু করে দেবার ও মানুষ কে কেবল শুকনো সহানুভূতি না জানিয়ে, কিছু গড়ে দেবার প্রত্রিশুতি কেও আপনাদের দিতে পারে নি, পারবেও না।
তাই আসুন না, আপনি কেন বাড়িতে বসে অযথা সময় নষ্ট করছেন, বিচলিত হচ্ছেন? চিন্তা ছাড়ুন। আপনার সত্যি যদি কিছু এক্সট্রা ইনকামের প্রয়োজন, তাহলে আমাদের সাথে যুক্ত হন। দেখবেন, রোজগারও হবে ও সঙ্গে মন ও শরীরও ভালো থাকবে। ভালো লাগবেনা এটা শুনতে; যখন কেউ আপনাকে বলবে ' Thank you' এই সুযোগ টা করে দেবার জন্য!
তারপর আমরা সবাই মিলে একদিন বেড়াতে যাব, পরিস্থিতি ভালো হলে নিশ্চই যাবো, কেমন?
নিচে দেয়া পোস্ট টি দেখুন, পড়ুন।
📞 করতে পারেন 9007995888
আরো details এর জন্য ক্লিক করুন👉
https://bengaltourism.in/bengaltourism/index.php/user/business_plan
আপনার জানা মাত্র 5 জনের সাথে এটা Share করুন। কে জানে, আমরা কার দরকারে কখন আসতে পারি।
Ask any Existing Group Member (or) Bengal Tourism to provide you with an Unit No. But if you do not know any Member, then;