04/06/2023
|| কিউজিং ||
মে মাসের মাঝমাঝিতে প্রচন্ড দাবদাহে যখন আমরা জ্বলতে থাকি সেই সময় আমাদের অনেকেরই মনে পড়ে আমাদের প্রিয় পাহাড়ের কথা, মনে হয় ইসস একটু যদি চলে যেতে পারতাম তাহলে বোধহয় এই জ্বালা মিটতো,আমার তো গরম কালে প্রতিদিন ই মনে পরে পাশের রাজ্যের কথা, সেখানকার মানুষের কথা, মনে হয় আমিও যদি এখানে না জন্মে সেখানে জন্মতাম, সেখানেই থাকতাম, আহা কি সুখেই না দিন কাটত। আশা করি এই পচা গরমে কোন পড়শি রাজ্যের কথা বলছি বুঝতে পারছেন! আজ্ঞে হ্যাঁ , সিকিম এর কথাই খুব মনে পড়ছে। সিকিম বলতেই বাঙালির মনে পড়ে গ্যাংটক, নাথুলা, সিল্ক রুট, পেলিং নিদেনপক্ষে রাবাংলা। তবে সেইসব জায়গা সুন্দর তো বটেই তবে ভিড়ও খুব। শান্তি মনে বসে দু-তিন দিন যদি জাস্ট চিল করতে চান তবে কিউজিং চলে আসুন। রাবাংলা থেকে আট-নয় কিলোমিটার। হোমস্টেটি ভারী সুন্দর, ভেতরে ঢুকলেই মানসিক শান্তিতে ভরে উঠবে আপনার মন, দোতলার ব্যালকনি থেকে দূরে পাহাড়ের মাথায় দেখতে পাবেন বুদ্ধপার্ক আর দেখতে পাবেন বরফে ঢাকা মাউন্ট নরসিং। এখানকার খাওয়া দাওয়ায় আছে অসাধারণ এক সিকিমিস ফ্লেবার, সেটা অবশ্য অনেকের ভালো নাও লাগতে পারে, ছিমছাম রান্নাঘর, আরামদায়ক কাঠের ঘর আর এক কাপ কফি হাতে যদি প্রকৃতির সাথে দুদিন কি তিনদিন কাটাতে চান তাহলে কিন্তু দেরি করবেন না। তবে আমার পার্সোনাল সাজেশন একটু সময় নিয়ে আসুন, কারণ নিউজলপাইগুড়ি থেকে সিকিম স্পেশালি কিউজিং অনেকটাই, দুদিন নির্জনতা উপভোগ করলেন একদিন চারদিকটা ঘুরে দেখলেন, চাইলেই এখান থেকে রাবাংলা, টাইটানিক ভিউ পয়েন্ট এমনকি পেলিং স্কাইওয়াক ও ঘুরে আসা যায়, আসলে এখানে পথের বাঁকে বাঁকেই সৌন্দর্য, আলাদা করে তাকে খোঁজার প্রয়োজন পড়ে না। এই জায়গা, এই বাড়ি সম্পর্কে বাকি কথা ছবি বলবে, নিজের নিজের ভালোলাগা, নিজের একান্ত অনুভূতিতেই এই পাহাড়ের আসল মায়া জড়িয়ে থাকে, কি পেলাম, কি খেলাম, কি দেখলাম অত হিসাব নাই বা করলাম।
● কিভাবে যাবেন ●
১. ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি করে সাড়ে চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন কিউজিং (১৩০ কি.মি)। শেয়ারে গেলে NJP থেকে রাবাংলা.... তারপর রাবাংলা থেকে আবার শেয়ারে কিউজিং।
২. ফ্লাইটে গেলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সাড়ে চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন কিউজিং (১৩৪ কি.মি)।
● কি কি দেখবেন ●
সাইটসিইং এ চলে যান রাভাংলা বুদ্ধপার্ক, টেমি টি গার্ডেন, নামচি চারধাম, রালং মনাস্ট্রি, পেলিং , আর ইচ্ছা হলে ছোট্ট পাহাড়ি গ্রাম বোরং ও ঘুরে আসতে পারেন।
● হোমস্টের খরচ ●
১৫০০ টাকা , জনপ্রতি প্রতিদিন থাকা ও খাওয়া সহ।
● For Booking ●
Call or Whatsapp : 9748985629
● Photos belong to Rather Roam with Riju - RRR... Unauthorized reproduction is strictly prohibited ●