Dream Holiday Tours & Travels

Dream Holiday Tours & Travels Here you can fulfill your dreame tourism.

ডাকনাম টোটো। আদর করে অনেকে টুকটুক বলে ডাকে। আমি সারাদিন টো টো করে রাস্তায় ঘুরে বেড়াই, সম্ভবত সেই কারণেই আমার নাম টোটো। আ...
11/04/2024

ডাকনাম টোটো। আদর করে অনেকে টুকটুক বলে ডাকে। আমি সারাদিন টো টো করে রাস্তায় ঘুরে বেড়াই, সম্ভবত সেই কারণেই আমার নাম টোটো।

আমার স্টপেজ বলে কিছু নেই। যেখানে-সেখানে যখন-তখন আমি দাঁড়িয়ে যাই। কোন প্যাসেঞ্জার বগল চুলকানোর জন্য হাত তুলুক বা গার্লফ্রেন্ডকে টাটা করার জন্য হাত তুলুক, আমি দাঁড়িয়ে যাই। পিছনে এম্বুলেন্স আসুক বা কনভয়, গ্রীন সিগন্যাল হোক বা রেড, তিন মাথা হোক বা পাঁচ মাথা, রাস্তার বামদিকে হোক বা মাঝখান, রাস্তা ফাঁকা থাকুক বা জ্যাম, একবার কেউ আশীর্বাদের স্টাইলে বা নেতা-স্টাইলে হাত দেখালেই ঘ্যাচ করে দাঁড়িয়ে যাই। সেই সময় পিছন থেকে কেউ আমাকে ঠুকে দিলে দিক, আমার কিচ্ছু এসে যায় না।

ফুলশয্যার রাতে বর যেমন প্রথম দফায় আলতো করে বউ এর গালে চুমু দেওয়ার জন্য ঠোঁটদুটো অতি সন্তর্পণে এগিয়ে নিয়ে যায়, ঠিক সেরকম আমিও সামনে স্পিড ব্রেকার দেখলে বেগ কমিয়ে আমার সামনের চাকা আলতো করে এগিয়ে নিয়ে যাই। আর যেহেতু আমি নিউটনের গতিসূত্র পড়িনি, তাই কতটা ভরবেগ সৃষ্টি হলে সামনের বাধা পেরিয়ে মাধ্যাকর্ষণ বল কাটিয়ে সামনের ও পেছনের চাকা সেফলি স্পিড ব্রেকার টপকে যাবে, সেটা ক্যালকুলেশন করতে পারিনা। স্বাভাবিক ভাবেই বেশিরভাগ সময়ই আমি থমকে দাঁড়িয়ে যাই। প্যাসেঞ্জাররা নেমে পিছনে ঠেলা না পারা পর্যন্ত আমি গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকি। সামান্য গর্ত দেখলেও সেম অবস্থা হয় আমার। এত স্লো করি যে চাকা আটকে গেলে আর উঠতে চায় না। আমি জোরে চলতেই পারি। আমারও বেগ আছে। শুধু আপনাদের কথা ভেবে আস্তে চলি। আপনাদের শিরদাঁড়া পিছন থেকে খুলে গিয়ে রাস্তায় যাতে গড়াগড়ি না খায়, ঠিক সেই কারণেই আমাকে দেখেশুনে পথ চলতে হয়।

আমি সাম্যবাদী যান। সেজন্য রাস্তায় চলার সময় কাউকে ওভারটেক করি না, আবার কেউ পেছন থেকে আমাকে ওভারটেক করতে চাইলে জায়গা ছাড়ি না। মাঝরাস্তা বরাবর ডাঁটসে হেলতে দুলতে চলতে থাকি। চালাকি করে কোন বাইক বামদিকে ওভারটেক করতে এলে আমি বামদিকে ঘেঁষে যাই, ডানদিকে এলে ডানদিকে হেলে যাই।

এমনিতে চারজন প্যাসেঞ্জার নেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু সাত আট জন হলেও কোনও অসুবিধা হয় না। প্যাসেঞ্জার নিজেরা এডজাস্ট করে বসতে পারলে দশ জনও কোন ব্যাপার নয়। ড্রাইভারের ঘাড়ে, কোলে, পিঠে চেপেও দু'তিন জন আরামসে চলে যেতে পারে। প্যাসেঞ্জার বেশি হলে আমার ব্রেক আর কাজ করে না। লিমিটলেস ভরবেগের দরুন ব্রেক জবাব দিয়ে দেয়। তখন চেষ্টা করেও থামতে পারি না। অগত্যা রাস্তার পাশের হাইড্রেনে গড়াগড়ি খাওয়া কিংবা ইলেকট্রিক পোলে ধাক্কা মারা ছাড়া আমার আর কোন উপায় থাকে না। এই সময় সামনে কোন ফোর হুইলার পড়লে খুব সুবিধা হয় আমার। ঘ্যাক করে গাড়ির পিছনে আমার সামনের চাকা আলতো করে ঠেসে দিই। এতে করে হালকা ঝাঁকুনি খেয়ে দিব্যি দাঁড়িয়ে যেতে পারি। যদিও এটা অন্য ব্যাপার যে, সামনের গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে আচ্ছা করে খিস্তি মেরে যায়। পাত্তা দিই না, মোদ্দা কথা হল আমার টার্গেট থামা, যাকে সামনে পাবো তার পিছনেই....

তবে এই বাইক, অটো, চারচাকা এদেরকে দেখলে আমার খুব হিংসে হয়। পাঁচ দশ লিটার পেট্রল/ডিজেল পাঁচ মিনিটে উদরস্থ করে এরা সারাদিন সার্ভিস দিয়ে যায়। আর আমি সারাদিন টো টো করে রাস্তাঘাটে ঘুরে আবার সারারাত জেগে ইলেকট্রিক খাই। ঘুমানোর সময় পর্যন্ত পাই না। সেজন্য একবার ছায়া দেখে কোনও জায়গায় দাঁড়িয়ে গেলে আর যেতে চাই না। প্যাসেঞ্জার আসে, গন্তব্য জানায়, দামদর করে, আমি শেষমেশ 'না' করে দিই।

এমনিতে চলার সময় খুব একটা শব্দ করি না। কিন্তু বয়স বাড়লে দৌড়াবার ক্ষমতা যতই কমে আসে, তখন সাইরেনের মতো শব্দ করি। হ্যান্ডেল, ব্রেক, হর্ন কোনোকিছুই ঠিকঠাক কাজ করে না। শব্দ শুনে লোকে এম্বুলেন্স ভেবে রাস্তা ছেড়ে দেয়।

আমি স্বপ্ন দেখি কোন একদিন গোটা পৃথিবী টোটোময় হয়ে যাবে। টোটো আকাশে উড়বে, জলে ভেসে বেড়াবে, রেললাইনের উপর দিয়ে ছুটবে, গঙ্গার তলা দিয়ে এগিয়ে যাবে। পৃথিবীর জনসংখ্যাকে একদিন আমারা ছাপিয়ে যাব।

সস্ত্রীক আম্বানিকে পিঠে চাপিয়ে একদিন কুম্ভমেলা ঘুরিয়ে আনার বড্ড সাধ আমার!😔

মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো ভালো ছিল.. যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত।আমরা স্কুলে যাবো, তাই ক...
04/03/2024

মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো ভালো ছিল..
যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত।
আমরা স্কুলে যাবো, তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত, মা। চোখে তখনো ঘুম, স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম। বেশ খানিকটা দূর হলেও। স্কুল বাস বলে আমাদের কিছু ছিল না।

স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল। কোচিং ছিল না।
খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা। ঘুমে চোখ বুজে আসছে। ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না। এত ঘুম। ভাইবোনরা একসাথে পড়তে বসা। সবাই জোরে পড়ছে।
সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসত। মাঝে মাঝে মা রান্নাঘর থেকে, কি হলো, আওয়াজ আসছে না কেন !
আজকাল কেউ জোরে পড়ে না । সবাই মনে মনে ।
পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই।
রবিবার বাবার ছুটি ।
সেদিন অঙ্ক করার দিন। সেদিন অবশ্যই কান্নাকাটি। তোর দ্বারা কিছু হবে না, এরকমও শুনেছি। কারণ বকা মার খাওয়াটা স্বাভাবিক ছিল। এখন তো শুনি, পরীক্ষার আগে পড়াশোনা না করলে , মা বাবা বকলে, আত্মহত্যা করে বাচ্চারা। এছাড়া ছিল রেডিও তে বোরোলিনের আসর শোনা।

রবিবার বিকেলটা পড়াশোনা করতে হতো না । হয় সিনেমা , বা শীত কালে সার্কাস, বা মামার বাড়ি, মাসির বাড়ি, ঘুরতে যাওয়া।
টিভি ছিল না । কিন্তু সেই নিয়ে কোনো দুঃখ ও ছিল না। আজকাল মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে।
আমার কাকু একটা টিভি কেনেন। পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসত। কাউকে তো দেখে মনে হয়নি, অখুশি। সবাই মিলে হৈচৈ করে খেলা দেখা হত।
শনি রবিবার সিনেমা।
' রুকাবট কে লিয়ে খেদ হ্যায়'
এই কথাটা তখন শিখি।
না, তার জন্যে কেউ টিভির কেন্দ্র ভাঙচুর করতে যায়নি। আর একটা জিনিস , লোডশেডিং।
বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হত। মা সব করে ফেলত।
লোডশেডিং হলে আমরা ছাতে চলে যেতাম ।
2-3 ঘন্টা অন্ধকার। ছাতে শুয়ে বাবা তারা চেনাত। আর কত গল্প শোনাত। যখন আলো আসত, লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠত। বেশ মজা লাগত।
এখন power failure হয়। সাথে সাথে হাজার হাজার ফোন । বিদ্যুৎ অফিসের গাড়ি। ঠিক না হলে অফিস ভাঙচুর। বা বিদ্যুৎ কর্মীদের ধরে মার।
কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম ।
মজা লাগত মাঝে মধ্যে জ্বর টর হলে, ডাক্তার জেঠু বাড়িতে আসতেন । না, বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না। জিভ দেখে, বড়ো করে হাঁ করো , আর স্টেথো দিয়ে বুক পিঠ, ব্যাস ওতেই পরীক্ষা শেষ। ওষুধ লিখে দিতেন । খুব তেতো তেতো দুটো বা একটা ট্যাবলেট। সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ। তাতেই অসুখ উধাও।
আজকাল আর ডাক্তার বাবুরা বাড়িতে আসেন না। সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট। আর কত কঠিন কঠিন নাম। এই সব অসুখ কবে এলো। প্রায় সব বাচ্চার ইনহেলার লাগে। কেন ?
খুব কঠিন অসুখ বোধহয় কম লোকেরই হতো। হাসপাতালে যাওয়া মানে বাচ্চা হওয়া বা খুব বয়স। এত ভিড় ছিল কি ?
জীবন বড়ো জটিল হয়ে গেছে। সাথে মানুষের মন।
বড়ো অশান্তি চারদিকে।
সেই কিছুই না থাকা শান্তির দিনগুলো কি আর আসবে না...
(Collected)

Biye bari
02/02/2024

Biye bari

HOWRAH FULMELA 2024
14/01/2024

HOWRAH FULMELA 2024

07/01/2024
Shantiniketan Tour part 2
03/01/2024

Shantiniketan Tour part 2

Shantiniketan tour Day 1 - ( Vlog Coming Soon) Episode - 1
31/12/2023

Shantiniketan tour Day 1 - ( Vlog Coming Soon) Episode - 1

My First Vande Varat Express journey with Family.
31/12/2023

My First Vande Varat Express journey with Family.

08/11/2023

Dream Holiday Tours & Travels এর পক্ষ থেকে এই বছর ২৫শে ডিসেম্বর ২০২৩ একটি সুন্দরবন ভ্রমনের আয়োজন করা হয়েছে।
(শিয়ালদহ থেকে শিয়ালদহ)
প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে শিয়ালদহ স্টেশনে আসার পর 6:30AM এর ক্যানিং এর ট্রেন ধরে ক্যানিং পৌঁছে সেখান থেকে সকাল ৯ টাই আমরা আপনাদেরকে অটো করে সঙ্গে নিয়ে যাবো সোনাখালি জেটিঘাটে। সেখানে আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে, বোটে উঠে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং লঞ্চ ছেড়ে দেওয়া হবে
🚢 প্রথম দিনের ভ্রমণ:- সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় (রাত্রি বাস)
দ্বিতীয় দিন:-
সকালে সজনেখালি (ওয়াচ টাওয়ার)সেখান থেকে পারমিশন করে সজনেখালি ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে ওঠা,এরপর সুধন্যখালি (ওয়াচ টাওয়ার) পীর খালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি (ওয়াচ টাওয়ার) ঘুরে আবার পাখিরালায় ফেরা (রাত্রি বাস) তৃতীয় দিন :- সকালে লঞ্চ ছেড়ে মোহনা, পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০/টাকা টিকিট মাত্র) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে ক্যানিং ব্যাক । তারপর ট্রেন ধরে শিয়ালদহ ব্যাক ।
( প্রয়োজনে ভ্রমণ সূচি পরিবর্তন হতেপারে ) তিন দিনের ভ্রমণের সমাপ্তি 👋👋
🍽️ মেনু 🍽️--------- প্রথম দিন :- সকাল ৯টায় -
পুরি, সবজি ,মিষ্টি ,চা অথবা কফি। ১১টা- চিংড়ির পকোড়া ১টায়- ভাত, ডাল ,ভাজা ,সবজি ,ভেটকি মাছেরকালিয়া রুইপোস্ত ,চাটনি ,পাপড় ৩টায়-ফল ‌ ‌‌ ৪টায়-চা ৬টায়- চিকেন পকোড়া ,কফি রাত্রে -ভাত, ডাল ,ভাজা, সবজি, মটন ,সালাড ,চাটনি ,পাপড়। দ্বিতীয় দিন :-ভোরে চা বিস্কুট ৯টা- রাধাবল্লভী, আলুর দম, মিষ্টি। ১১টা -ভেজ পকোড়া চা ১টায়- ভাত ,ডাল, ভাজা, সবজি, মাছের কারি, বাগদা চিংড়ি মালাইকারি চাটনি, পাপড় । ৩টায়- ফল ৪টায় -চা। ৬টায়-চাউমিন আর চা . রাত্রে -ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাপড় , । তৃতীয় দিন :- ভোরে চা কফি বিস্কুট। ৯টায়- কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল ,মিষ্টি । ১১টা-আমোদি মাছ ভাজা চা ১টায়-ভাত ,ডাল, ভাজা, সবজি, মাছের কারি, কাঁকরা কারি ,চাটনি, পাপড়। ৩টায়- ফল ৪টায়- চা
( প্রয়োজন বসতো মেনু পরিবর্তন হতে পারে )
🌹 👇আমাদের প্যাকেজে কি কি থাকছে 👇🌹
১/শিয়ালদহ থেকে শিয়ালদহ ট্রেন ভাড়া ।
২/ক্যানিং থেকে ক্যানিং অটো ভাড়া
৩/ পারমিশন
৪/ ফরেস্ট গাইড
৫/ লঞ্চ / বোট সাফারী
৬/ আদিবাসী নিত্য বা বাউল গান
৭/ মিনারেল ওয়াটার
৮/ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
মূল্য জনপ্রতি ৪৪৯৯/- (রাত্রি যাপন হোটেলে। একটি রুমে ৩জন)
বুকিং চলছে সত্ত্বর যোগাযোগ করুন। সিট সীমিত।

24/08/2023

Vivek Express

Shout out to my newest followers! Excited to have you onboard!Shampa Chatterjee, Neeraj Yadav, Tapas Chakraborty, Praful...
21/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Shampa Chatterjee, Neeraj Yadav, Tapas Chakraborty, Prafulla Kumar Mishra, Sutapa Dutta, Kanika Dutta, Arun Kumar

17/06/2023

Vande Bharat Express..

16/06/2023

Shimla and Manali Dream Holiday Tours & Travels

14/06/2023

Dream Holiday Tours & Travels এর পক্ষ থেকে 24শে অক্টোবর বিজয়া দশমীর দিন 4রাত 5দিনের জগন্নাথ নাম (পুরী) ভ্রমনের আয়োজন করা হয়েছে।
-: ভ্রমনের বৃতান্ত :-

24শে অক্টোবর সকাল 6:10 মিনিটে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ( Vande Bharat Express ) দুপুর 12:25 মিঃ পুরী পৌঁছে হোটেলে যাওয়া হবে। তারপর নিজেরা নিজেদের মত সমুদ্রের মজা নিন। স্নান করে হোটেলে ফিরে দুপুরের আহার সেরে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যা বেলায় সমুদ্রের পাড়ে গিয়ে আনন্দ করুন। রাতে হোটেলে ফিরে নৈশাহার সেরে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন।

25শে অক্টোবর সকালে বেডটী খেয়ে সমুদ্রের পাড়ে গিয়ে সূর্যদয় দেখে আসুন। তারপর হোটেলে ফিরে প্রাতরাশ সেরে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আসুন। তারপর সারাদিন নিজেদের মতো আনন্দ করুন। আর তার সাথে দুপুর ও রাতে দূর্দান্ত ভোজন তো আছেই।

26শে অক্টোবর আজ সকালে বেডটী ও প্রাতরাশ সেরে আমরা যাব সাইডসিনে AC গাড়িতে। দুপুরের আহার পথেই সেরে নেওয়া হবে। সাইডসিনে থাকবে চন্দ্রভাগা বিচ, কোনারক সূর্য মন্দির, উদয়গিরি, খন্ডগিরি ও নন্দনকানন। সন্ধ্যা বেলায় সমুদ্রের পাড়ে গিয়ে আনন্দ করুন এবং রাতে হোটেলে ফিরে নৈশাহার সেরে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন।

27শে অক্টোবর প্রতিদিনের মত বেডটী ও প্রাতরাশ সেরে সমুদ্র স্নানের মজা নিন। তারপর হোটেলে ফিরে দুপুরের আহার সেরে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যা বেলায় সমুদ্রের পাড়ে গিয়ে আনন্দ করুন এবং আপনাদের কিছু কেনাকাটা করার থাকলে তা করে নিন। আবার কেউ সন্ধ্যা বেলায় মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আসতে পারেন। রাতে হোটেলে ফিরে নৈশাহার সেরে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন।

28শে অক্টোবর আজ বাড়ি ফেরার পালা। সকালে বেডটী ও প্রাতরাশ সেরে সমুদ্র সৈকতে গিয়ে সূর্যদয় দেখে আসুন। কেউ চাইলে সকালে সমুদ্র স্নানের মজা নিতে পারেন। কারণ আমাদের ট্রেন দুপুর 1:50মিনিটের (Vande Bharat Express) দুপুরের আহার ট্রেনেই হবে। রাত 8:30 মিঃ হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের জগন্নাথ নাম (পুরী) ভ্রমন সমাপ্ত হবে।

-: কী কী থাকবে আমাদের ভ্রমনে :-
1. আসা ও যাওয়া Vande Bharat Express এর CC ক্লাসের টিকিট।
2. ভালো হোটেলে ও ফ্যামিলি প্রতি রুম।(AC & Non AC)*
3. উন্নত মানের ভোজন। ( Bed tea, Breakfast, Lunch, Dinner)
4. সাইডসিনের জন্য AC গাড়ি।
5. মন্দিরে পূজা দেওয়ার জন্য বিশ্বস্ত পান্ডা।

-: কী কী থাকবে না আমাদের ভ্রমনে :-
1. সাইডসিনে কোন স্থানের প্রবেশ মূল্য।
2. মন্দিরে যাওয়ার অটো ভাড়া।

-: খাওয়া দাওয়া :-
24/10/23 - সকালের চা ও প্রাতরাশ ট্রেনে।
দুপুরে - ভাত, আলুভাজা, ডাল, সব্জী, সর্ষে পাবদা, অম্বল।
রাতে - ভাত / রুটি, চিকেন কারি।

25/10/23 - বেডটী, প্রাতরাশ - লুচি, আলুর দম, ডিমসিদ্ধ, মিষ্টি।
দুপুরে - ভাত, ঘি, ঝুরো আলুভাজা, ডাল, পটল আলু চিংড়ি, পার্শে মাছের ঝাল ও টক।
রাতে - ফ্রায়েড রাইস, চিকেন বাটার মাসালা।

26/10/23 - বেডটী, প্রাতরাশ - বাটোরা, চানা মশলা ।
দুপুরে - ভাত, ডাল, ডিম কারি।
রাতে - চিকেন বিরিয়ানি, চিকেন কষা ।

27/10/23 - বেডটী, প্রাতরাশ - কচুরী, ছোলার ডাল, ডিম সিদ্ধ, মিষ্টি।
দুপুরে - ভাত, ডাল, তোপসে ফ্রাই / বেগুনী, মাটন কষা, চাটনি, পাঁপড়।
রাতে - রুটি, ভেজ নবরত্ন কারি, মিষ্টি।

28/10/23 - বেডটি, প্রাতরাশ - এগ চাউ
দুপুরের আহার ট্রেনে।

-: মূল্য :-

8499/- প্রতি জন (Non AC Room)
10499/- প্রতি জন (AC Room)*

বুকিং চলছে (সীমিত আসন)
বুকিং এর জন্য যোগাযোগ করুন সুরজ কাঁড়ার
ফোন - 7003058205 (Whatsapp)

Dream holiday tours & travels presenting Sri Jagannath Dham (Puri) tour at 24th October (Bijaya Dashami).

-: Travel Itinerary :-

24th October - Train at Howrah railway station at 6:10AM Vande Bharat Express. Reached Puri at 12:25pm and then transfer to hotel. After that go to sea bath and come to hotel for lunch. After lunch take some rest. In the evening go to the sea beach and enjoy yourself. After returning the hotel take your dinner and sleep well.

25th October - At the early morning take a cup of bed tea and go to the sea beach for seeing Sun Rise. After returning to the hotel take your breakfast and go to the Sri Jagannath Temple. After returning the temple go to the sea bath. And return to the hotel take your lunch and take some rest. In the evening go to the sea beach and enjoy yourself. After returning the hotel take your dinner and sleep well.

26th October - At the early morning take your bed tea and breakfast we are go to the sideseen at AC car. We seeing Chandrabhaga sea beach, Konark temple, Udaygiri, Khandagiri and Nandankanan. Lunch on the way. After returning to the hotel go to the sea beach and enjoy yourself. After returning the hotel take your dinner and sleep well.

27th October - Early morning take your bed tea and go to the sea beach for Sunrise. After returning the hotel take your breakfast and go to the sea bath. After returning the hotel take your lunch and take some rest. In the evening go to the sea beach and enjoy yourself or go to the Sri Jagannath Temple. After returning the hotel take your dinner and sleep well.

28th October - To day is our last day. At morning take your tea and breakfast and go to the sea beach. After returning the hotel take your luggage and proceed to the Puri railway station. Our train at 1:50pm (Vande Bharat Express) Lunch in the Train. After reached the Howrah station at 8:30pm we complete our Sri Jagannath Dham (Puri) tour with sweet memories.

-: What's are include :-
1. Vande Bharat Express CC Class train ticket.
2. Well hotel and family wise room (AC And Non AC)*
3. Better meal (Bed tea, Breakfast, Lunch, Dinner)
4. AC car for sideseen.
5. Reliable panda for Puja.

-: What's exclude :-

1. Any entry fee at the sideseen.
2. Auto fare for temple.

-: Meal :-

24/10/23 - Tea and breakfast at the train.
Lunch - Rice, Potato fry, Dal, Sabji, Pabda fish with mustard, Chatni.
Dinner - Rice or Roti, Chicken Curry.

25/10/23 - Bed tea , Breakfast - Luchi, Dum alu, Boiled egg, Sweets.
Lunch - Rice, Ghee, Crispy potato fry, Dal, Potol alu chingri, Parse fish Curry, Chatni.
Dinner - Fried rice, Chicken Butter Masala.

26/10/23 - Bed tea, Breakfast - Batora, Chana masala.
Lunch - Rice, Dal, Egg curry.
Dinner - Chicken Biryani, Chicken Kosha.

27/10/23 - Bed tea, Breakfast - Kochuri, Chana Dal, Boiled egg, Sweets
Lunch - Rice, Dal, Topse fry / Beguni, Mutton Kosha, Chatni, Papad.
Dinner - Roti, Veg Navaratna Curry. Sweets.

28/10/23 - Bed tea, Breakfast - Egg chow.
Lunch - At the train.

-: Price :-

8499/- Per head (Non AC Room)
10499/- Per head (AC Room)*

Booking open (Limited seats)
For Booking please contact Mr. Suraj Karar
Mob - 7003058205 (WhatsApp)

14/06/2023

Puri Howrah Superfast Express

14/06/2023

Howrah Puri Vande Bharat Express at Dasnagar Station

Dream Holiday Tours & Travels এর পক্ষ থেকে এই বছর 2023সালে পূজার সময় একটি স্পেশাল কাশ্মীর ট্যুর এর আয়োজন করা হয়েছে (1...
10/06/2023

Dream Holiday Tours & Travels এর পক্ষ থেকে এই বছর 2023সালে পূজার সময় একটি স্পেশাল কাশ্মীর ট্যুর এর আয়োজন করা হয়েছে (12 রাত্রি 13 দিন ) । যাত্রা শুরু 20 অথবা 21 অক্টোবর 2023 হাওড়া স্টেশন থেকে (12331 হিমগিরি এক্সপ্রেস ) । এবং ফেরত 30শে অক্টোবর জম্মু স্টেশন থেকে (12332 হিমগিরি এক্সপ্রেস) ।

4 রাত শ্রীনগর, 2রাত পহেলগাঁও, 2রাত কাটরা ও বাকি রাত ট্রেনে ।

-: কি কি থাকছে আমাদের ট্যুরে :-

1) যাওয়া ও আসা স্লিপার ট্রেন টিকিট । **
2) উন্নত মানের লাক্সারি হোটেল (ফ্যামিলি অনুসারে রুম) ।
3) উন্নত ভোজন ( ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ) ।
4) সকল জায়গায় যাওয়ার জন্য গাড়ি ( Tempo Traveller )
একটি গাড়িতে 12জন ।
5) অভিজ্ঞ ট্যুর গাইড ।
6) পহেলগাঁও তে রাতে ক্যাম্প ফায়ার ও তার সাথে BBQ চিকেন।

-: কি কি থাকছে না আমাদের ট্যুরে :-

1) ট্রেনের ভোজন ।
2) সোনমার্গের অতিরিক্ত সাইড সিন ।
3) গুলমার্গের গন্ডোলা রাইড ।
4) পহেলগাঁও এর অতিরিক্ত সাইড সিন ।
5) যেকোনো পার্কের প্রবেশ মূল্য ।

এই ট্যুর টির মূল্য 17999/- জন প্রতি।
১২জনের গ্রুপ বুকিং এ 1 জনের 50% ছাড়।
10 বছর পর্যন্ত শিশুর 30% ছাড় ।
3 বছর পর্যন্ত শিশু বিনামূল্যে ।

+ বুকিং মূল্য 5000/- টাকা জন প্রতি।
+ 10000/- টাকা জন প্রতি সেপ্টেম্বর মাসের মধ্যে।
+ বাকি 2999/-টাকা জন প্রতি 10ই অক্টোবর এর মধ্যে।
+ 1মাসের মধ্যে বুকিং বাতিল হলে 50%টাকা ফেরত।
+ 2মাসের মধ্যে বুকিং বাতিল হলে 30%টাকা ফেরত।
+ 2মাসের পর বুকিং বাতিল হলে কোন টাকা ফেরত যোগ্য নয়।

বুকিং চালু হয়ে গেছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে
7003058205, 9830111014 ( সুরজ কাঁড়ার )

** যদি কারো ট্রেনের 3AC টিকিট প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত 2500/- টাকা দিতে হবে ।

Dream Holiday Tours & Travels arrange this year puja 2023 a special KASHMIR tour ( 12night 13days ). Tour start at 20th or 21st October at Howrah station (12331Himgiri express) and return 30th October at Jammu station (12332 Himgiri express)

4 night Srinagar, 2 night Pahelgaon, 2 night Katra and rest night in Train.

-: What's are included at our tour :-

1) Up & Down Sleeper class train ticket. **
2) Luxurious hotel ( Family wise room ).
3) Better food ( Breakfast, Lunch, Dinner ).
4) All transfer in Tempo Traveller ( 12person at one tempo ).
5) Experience tour guide.
6) Camp fire and BBQ Chicken at Pahelgaon at night.

-: What excluded at our tour :-

1) Train food.
2) Extra side seen at Sonmarg.
3) Gulmarg gondola ride.
4) Pahelgaon extra side seen.
5) Any entry fees.

Tour price 17999/-per person.
Every 12 person group booking 1person 50% Less.
10 years old child 30% Less.
3 years old child free.

+ Booking price 5000/- per person.
+ Next 10000/- per person at the month of September.
+ Balance 2999/- per person within 10th October.
+ If you cancelled booking within 1month then 50% will refunded.
+ If you cancelled booking within 2month then 30% will refunded.
+ If you cancelled booking after 2month then nothing will refund.

BOOKING ARE OPEN. Please contact for booking
7003058205, 9830111014 (Suraj Karar)

** If any one want 3AC train ticket then 2500/- will be charged extra.

02/06/2023

7 days, Leh to Leh.

🛑Day1- Leh arrival
:-Airport pickup
:-Full day reserved for acclimatisation as per the rules
:-Stay in leh hotel

🛑Day 2- all local sights of Leh city

- Shanti stupa
-leh palace
- hall of fame (army memorial)
- Magnetic hill
- sangam point(merging point of indus and zanskar river)
- Gurudwara paththar Sahib
:-stay in leh hotel

🛑Day 3- leh city to Nubra valley
-Khardungla pass( world second highest motorable top)
-shyok river sights
- Nubra valley
- -diskit village and monastry
Sand dunes(for camel ride)
-Hundar sights
:-stay in hunder/diskit

🛑Day 4- nubra valley to turtuk village back to Nubra

-Turtuk village sights (heaven on earth)
-north most border of India and Pakistan which was taken under control by Indian army in 1971
:-Stay in hunder/diskit

🛑Day5- Nubra to Pangong
:-AGHAM
:-khalsar
:-Shyok region
:-Durbuk village
:-Tangtse
:-pangong lake
:-STAY near pangong lake
:-Stay in Lukung area

🛑DAY6- Pangong to leh
:-via Tangtse
:-tsoltak lake
Changla pass
:-Shakti
:--karu
:-rancho school
:-shey palace
:-thiksey monastry
:-STAY in leh

🛑Day7- drop at airport

✅ *Inclusion*
:-Airport pickup and drop
:- all stay and campings
:- meal(breakfast and dinner)
:- Inner line permit
:-CAR- xylo/innova
:- fuel
:- all transportation,

✅ *ACCOMODATIOn*

🛑*LEH* :- SIMILAR
:-HOTEL SHAOLIN LADAKH
:-Hotel Gawa retreat
:-Hotel Ladakh Horizon
:- LING GUEST HOUSE

🛑*NUBRA* :- SIMILAR
:-GREEN THRONE CAMPING 🏕️
:-THE MOUNTAIN CAMP
:-Ibex camp
:- PARAMOUNT CAMP

🛑*PANGONG* :- SIMILAR
:-PANGONG RESIDENCY
:-GO GREEN WOODEN COTTAGE
:-NATIVE HUT WOODEN COTTAGE
:- WHITE HEAVEN COTTAGE

❎*EXCLUSION*
:-Lunch
:-entry fees of monastries and palace or hall of fame etc
:-OXYGEN CYLINDER
:-personal expences

✅*COST* :- 6 NIGHT 7 DAYS 👇👇

✅2 PERSONS:- 29,000/- PER HEAD
✅ 3 PERSONS:-21000/- PER HEAD
✅4 PERSONS:- 19,500/- PER HEAD
✅5 PERSONS:- 18,500/- PER HEAD
✅6 PERSONS:- 17,500/- PER HEAD

Dream holiday tours and travels, Howrah
✅Please call
or whatsapp 7003058205

10/04/2023

Kolaghat Bridge

02/04/2023

Dream Holiday Tours & Travels এর পক্ষ থেকে এই বছর 2023সালে পূজার সময় একটি স্পেশাল কাশ্মীর ট্যুর এর আয়োজন করা হয়েছে (11 রাত্রি 12 দিন ) । যাত্রা শুরু 20 অক্টোবর 2023 হাওড়া স্টেশন থেকে (12331 হিমগিরি এক্সপ্রেস ) । এবং ফেরত 1লা নভেম্বর জম্মু স্টেশন থেকে (12332 হিমগিরি এক্সপ্রেস) ।

4 রাত শ্রীনগর, 2রাত পহেলগাঁও, 2রাত কাটরা ও বাকি রাত ট্রেনে ।

-: কি কি থাকছে আমাদের ট্যুরে :-

1) যাওয়া ও আসা স্লিপার ট্রেন টিকিট । **
2) উন্নত মানের লাক্সারি হোটেল (ফ্যামিলি অনুসারে রুম) ।
3) উন্নত ভোজন ( ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ) ।
4) সকল জায়গায় যাওয়ার জন্য গাড়ি ( Tempo Traveller )
একটি গাড়িতে 12জন ।
5) অভিজ্ঞ ট্যুর গাইড ।
6) পহেলগাঁও তে রাতে ক্যাম্প ফায়ার ও তার সাথে BBQ চিকেন।

-: কি কি থাকছে না আমাদের ট্যুরে :-

1) ট্রেনের ভোজন ।
2) সোনমার্গের অতিরিক্ত সাইড সিন ।
3) গুলমার্গের গন্ডোলা রাইড ।
4) পহেলগাঁও এর অতিরিক্ত সাইড সিন ।
5) যেকোনো পার্কের প্রবেশ মূল্য ।

এই ট্যুর টির মূল্য 20499/- জন প্রতি।***
১২জনের গ্রুপ বুকিং এ 1 জনের 50% ছাড়।
10 বছর পর্যন্ত শিশুর 30% ছাড় ।
3 বছর পর্যন্ত শিশু বিনামূল্যে ।

+ বুকিং মূল্য 5000/- টাকা জন প্রতি।
+ 10000/- টাকা জন প্রতি সেপ্টেম্বর মাসের মধ্যে।
+ বাকি 5499/-টাকা জন প্রতি 10ই অক্টোবর এর মধ্যে।
+ 1মাসের মধ্যে বুকিং বাতিল হলে 50%টাকা ফেরত।
+ 2মাসের মধ্যে বুকিং বাতিল হলে 30%টাকা ফেরত।
+ 2মাসের পর বুকিং বাতিল হলে কোন টাকা ফেরত যোগ্য নয়।

বুকিং চালু হয়ে গেছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে
7003058205, 9830111014 ( সুরজ কাঁড়ার )

** যদি কারো ট্রেনের 3AC টিকিট প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত 2000/- টাকা (প্রতি সাইডে) দিতে হবে ।
*** বিশেষ আকর্ষণ (প্রতিটি ফুল বুকিং এর সাথে একটি করে ট্রলি ব্যাগ বিনামূল্যে )।

Dream Holiday Tours & Travels arrange this year puja 2023 a special KASHMIR tour ( 12night 13days ). Tour start at 20th or 21st October at Howrah station (12331Himgiri express) and return 1nd November at Jammu station (12332 Himgiri express)

4 night Srinagar, 2 night Pahelgaon, 2 night Katra and rest night in Train.

-: What's are included at our tour :-

1) Up & Down Sleeper class train ticket. **
2) Luxurious hotel ( Family wise room ).
3) Better food ( Breakfast, Lunch, Dinner ).
4) All transfer in Tempo Traveller ( 12person at one tempo ).
5) Experience tour guide.
6) Camp fire and BBQ Chicken at Pahelgaon at night.

-: What excluded at our tour :-

1) Train food.
2) Extra side seen at Sonmarg.
3) Gulmarg gondola ride.
4) Pahelgaon extra side seen.
5) Any entry fees.

Tour price 17999/-per person.***
Every 12 person group booking 1person 50% Less.
10 years old child 30% Less.
3 years old Child 50% Less.

+ Booking price 5000/- per person.
+ Next 10000/- per person at the month of September.
+ Balance 2999/- per person within 10th October.
+ If you cancelled booking within 1month then 50% will refunded.
+ If you cancelled booking within 2month then 30% will refunded.
+ If you cancelled booking after 2month then nothing will refund.

BOOKING ARE OPEN. Please contact for booking
7003058205, 9830111014 (Suraj Karar)

** If any one want 3AC train ticket then 2000/- will be charged extra ( Per Side ).
*** Special Attraction ( FREE Trolley bag for every full booking ).

29/03/2023

Kriya Yoga Express & Haldia EMU

Booking Open
26/03/2023

Booking Open

22/03/2023

Katwa nimtita special express

18/03/2023

Clouds at Shimla

Some memories of Shimla and Manali tour.
18/03/2023

Some memories of Shimla and Manali tour.

INDIGO
18/03/2023

INDIGO

15/03/2023

Uttarbanga Express

03/03/2023

Godavari railway bridge...

Address

Balitikuri Naskar Para
Kolkata
711113

Alerts

Be the first to know and let us send you an email when Dream Holiday Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Holiday Tours & Travels:

Videos

Share

Category


Other Travel Companies in Kolkata

Show All