20/10/2021
2021--- পুজোর ছুটিতে সিকিমে পর্যটনের ব্যাবসায়ীদের কিছু বাস্তব অভিজ্ঞতা ও তথ্য ।
এবার পুজোর ছুটিতে, ১২ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবর ২০২১, সিকিমে আগে থেকে বুকিং না করে অসংখ্য পর্যটক বেড়াতে গেছেন । কোনও হোটেল বা গাড়ি , উনারা কিছুই করেন নি , আগে থেকে । ভেবেছিলেন covid lockdown এ কোমর ভাঙ্গা ট্রাভেল এজেন্সির কাছে বুকিং করার থেকে , নিজেরা করলে অনেক সস্তা হবে । ফেসবুকের information, বিভিন্ন social media তে share করা তথ্য ও জ্ঞানের ভাণ্ডার নিয়ে সবাই সপরিবারে হাজির , নিউ জলপাইগুড়ি স্টেশন , বাগডোগরা airport ও শিলিগুড়ির বাস টার্মিনাল এ ।
এতো টুরিস্ট একসঙ্গে এসে , দাম দর কষাকষি করে, normal গাড়ী ভাড়ার থেকে ৩ থেকে ৪ গুন বেশি ভাড়া গুনে, পৌঁছে গেলেন গ্যাংটক এ । হোটেল , ঠিক করা নেই, social media জ্ঞান নিয়ে , দ্বিগুণ দরে হোটেল করলেন । কেউ কেউ হোটেল পেলেন না, চলে গেলেন পেলিং বা Rabangla, আবার অনেক বেশি ভাড়া দিয়ে গাড়ী করে । শিক্ষার, শুধু এখানেই শেষ হলো না । লাচুইং , লাচেন চলে গেলেন শুধু ৪ গুন বেশি ভাড়া দিয়ে গাড়ী করে । (কলকাতা তে বা শিলিগুড়ির বা অন্য জায়গার ট্রাভেল এজেন্সি বেশি টাকা নেবে তাই ।) । Lachuing ও Lachen এ সব হোটেলের রুম আগে থেকে বুকিং হয়ে গেছে, তাই কেউ কোনও হোটেলে জায়গা না পেয়ে, গাড়িতে রাত্রি যাপন করতে বাধ্য হলেন, কেউ বা, অন্য পর্যটককে অনুরোধ করে, তার রুমে কার্পেটে , সোফায় শুয়ে রাত্রি যাপন করলেন । ভাবুন , সবাই পরিবার নিয়ে ঘুরতে গেছেন । গত ১৪ ই ও ১৫ই অক্টোবর প্রায় ৩৫০ জন গাড়িতে রাত্রি যাপন করছেন অসহনীয় কষ্ট করে, ( রাতে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি নেমে যায় ) । শুধুমাত্র ট্রাভেল এজেন্সি লাভ বেশি করবে, rate বেশি হয়ে যাবে ভেবে এই ভেবে, social মিডিয়ার সব তথ্য নির্ভুল এবং দৈব বাণী ভেবে এই কষ্ট ও হেনস্থা । ফেসবুকের বাণী," সিকিমে কোনও টুরিস্ট নেই, খুব খারাপ অবস্থা ট্রাভেলস ব্যাবসায়ীদের" , "নিজেরা করলে অনেক সস্তা " ।।।। যারা এবার সিকিমে বুকিং না করে গেছেন, হারে হারে বুঝতে পারলেন । শেষ মুহূর্তে ভুল বুঝতে পেরে, দিন রাত ফোন করছেন, ট্রাভেল এজেন্সি গুলোতে । কিন্তু সবাই এখন নিরুপায় ।
আমার ট্রাভেল এজেন্ট বা tour operators দের কাছে অনুরোধ, সবাই কে এই বাস্তব তথ্য টি তুলে ধরুন । নিজেদের বাস্তব অভিজ্ঞতা টুরিস্টদের জানান । যদি তাতে কিছু পর্যটকদের হুশ আসে ভালো, না আসলে আবার একই পরিস্থিতির শিকার হবেন বার বার ।
এই পর্যটকেরা বাড়ি ফিরে আবার social media তে হোটেল ও গাড়ী র মালিকদের মুন্ডুপাত করবেন । নিজেদের ভুল স্বীকার না করে, সিকিমের দোষ, হোটেলের ম্যানেজার এর দোষ, রাস্তার দোষ, জায়গার দোষ, পুজোর ছুটির দোষ, ।।।।। সবাই কে দোষ দেবেন, ( নিজেকে ছাড়া )
উপরের সব তথ্যই বাস্তব । কোনও গল্প বা নিজেদের বিজ্ঞাপনের কাহিনী নয় । সবাই কে share করুন , ফেসবুক , ইনস্টাগ্রাম ও অন্য social media তে । পর্যটন বাঁচান, নিজে বাঁচুন।
সংগ্রহীত