Travelites

Travelites Travelites is a boutique style travel agency based in India,aiming to provide customised travel serv It will make sure that you don’t stumble.
(7)

Life is a journey which takes us through the winding roads, treacherous hills, and restless seas and brings us to a destination unknown. The Wanderers travel far and wide to explore the unexplored and discover the hidden beauty that this beautiful world has to offer. Taking the first step in unchartered waters can be a daunting task. Travelites will hold your hand tight when you take that first st

ep and make your journey a memorable one. A trusted name in the travel and tourism industry, Travelites will help you carve an unforgettable holiday. Whether it’s a family holiday, an outing with friends, a honeymoon trip or a business event, Travelites will solve your purpose full-fledged. From budget-friendly tours to luxury vacations, Travelites will take care of all your needs. You just have to tell us where your heart desires to go and we will do the rest. From hotel bookings, pick up and drop services, flight or railway tickets, sightseeing and food, everything will be our responsibility. And most importantly we would like to see a smile on your face when you return. That’s the best gift and satisfaction we will get. Travelites excel in both Domestic and International Tours. We will bring the world to your feet. Our mission is to give you happiness through the incomparable beauty of this world. So get ready to embark on a journey of a lifetime and weave memories to last forever. Get Ready to Travel with Travelites!

গাড়োয়াল ভ্রমণসামনে আসছে বর্ষাকাল আর তারপরেই পুজো তাই আপনারা এখন থেকেই পুজো ও বড় দিনের ছুটির প্ল্যান করে ফেলুন।গাড়োয়...
06/06/2024

গাড়োয়াল ভ্রমণ

সামনে আসছে বর্ষাকাল আর তারপরেই পুজো তাই আপনারা এখন থেকেই পুজো ও বড় দিনের ছুটির প্ল্যান করে ফেলুন।

গাড়োয়ালের কেদারনাথ, চোপতা, আউলি, বদ্রীনাথ প্যাকেজ ছাড়া ও আমরা হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরির সেই বিখ্যাত প্যাকেজও করি চাইলে এর সাথে জুড়ে দিতে পারি অফবিট আরো কিছু সুন্দর লোকেশন।

মোটামুটি এই সার্কিটে ঘুরতে হাতে ছয় সাত দিন ছুটি হলেই যথেষ্ট। শুরুটা হরিদ্বার দিয়েও হতে পারে বা দেরাদুন থেকে। হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন ও মুসৌরিতে একটা করে গোটা দিন দরকার সব কিছু ঘুরে দেখার জন্য, কারণ প্রচুর সাইটসিন পয়েন্ট। এছাড়া যদি এর সাথে যমুনেত্রী যোগ করতে চান তাহলে ছুটি আরো দীর্ঘ হতে হবে।

আপনাদের চাহিদা মতো প্যাকেজ আমরা তৈরী করে দেব। যদি আপনারা যাওয়ার প্ল্যান করেন তাহলে সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে -

ফোন নং - 7044875223
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
কলকাতা অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

🌍✨ Happy World Environment Day! ✨🌍At Travelites, we believe that exploring the world goes hand in hand with protecting i...
05/06/2024

🌍✨ Happy World Environment Day! ✨🌍

At Travelites, we believe that exploring the world goes hand in hand with protecting it. This World Environment Day, let's come together to celebrate our planet and take steps towards a sustainable future. Whether you're hiking through majestic forests, diving into the clear blue oceans, or simply enjoying nature's beauty in your backyard, remember that every small action counts.

Join us in making a difference:
🌱 Reduce waste and recycle whenever possible.
🌿 Support eco-friendly travel and businesses.
🚶‍♂️ Choose walking, cycling, or public transport.
💧 Conserve water and energy.

Together, we can ensure that future generations will continue to enjoy the wonders of our beautiful Earth. Let's travel responsibly and leave only footprints behind.

Happy World Environment Day! 🌍💚

আমার স্বপ্নপূরণবহু বছরের সুপ্ত ইচ্ছে এই বছর মে মাসের 20 তারিখ বাস্তবের রূপ পেলো। দর্শন করে এলাম কেদারনাথ, বদ্রীনাথ। যদিও...
02/06/2024

আমার স্বপ্নপূরণ

বহু বছরের সুপ্ত ইচ্ছে এই বছর মে মাসের 20 তারিখ বাস্তবের রূপ পেলো। দর্শন করে এলাম কেদারনাথ, বদ্রীনাথ।

যদিও শুরু থেকেই না না ধরণের বাধা বিপত্তি আসছিলো তবুও শেষ অবধি মনস্কামনা পূরণ হলো।

গত বছর থেকেই খোঁজ খবর করে কেদারনাথ বদ্রীনাথের প্যাকেজ ট্রাভেলাইটসের মাধ্যমে বুক করে রেখেছিলাম। কারণ জানতাম বৃদ্ধ মা বাবাকে নিয়ে এই সময় একা কিছুতেই যেতে পারব না। ওনারা বলেছিলেন হেলিকপ্টারে সিট ওনারা বুক করে দিতে পারবেন না আর আমরাও হয়ত পাবো না। কারণ এই সিট আইআরসিটিসির মাধ্যমে বুক করতে হয় আর ওপেন হওয়ার সাথে সাথেই সব রিজার্ভ হয়ে যায়। তাই ওনারা হাতে বাফার ডে নিয়ে যাওয়া আসার টিকিট করতে বলেছিলেন।

আমি যাওয়া আসা ওনাদের পরামর্শ মত দিল্লি দিয়ে রাজধানী ও হরিদ্বার অবধি জন শতাব্দীতে করেছিলাম আর ফেরাও তাই। কারণ উপাসনা / কুম্ভ এখন সাংঘাতিক লেট করে আর প্রায় দিন ক্যানসেলও হয়। ওনারা হরিদ্বার , গুপ্তকাশি, কেদারনাথ, গৌরিকুন্ড, উখিমঠ, চোপতা, জোশিমঠ, বদ্রীনাথ, রুদ্রপ্রয়াগে আমাদের হোটেল ও একটা ইনোভা বুক করে রেখেছিলেন, সাথে রোজ ব্রেকফাস্ট ও ডিনার।

ড্রাইভার থেকে শুরু করে প্রতিটি হোটেলে আমরা অসাধারণ গাইডেন্স পেয়েছি। সাথে রোজ তিন চার বার করে কলকাতা ও দিল্লি থেকে ওনাদের ফোনে খোঁজ খবর নেওয়া আমাকে মুগ্ধ করেছে।

আমরা কেদারনাথ ও বদ্রীনাথে রাস্তাতে অনেক ভিড় ও জ্যাম পেয়েছিলাম কিন্তু হাতে সময় বেশি ছিলো আর সব জায়গাতে দুরাত করে স্টে ছিলো বলে কোন অসুবিধা হয়নি। শোনপ্রয়াগ অবধি আমাদের গাড়ি ছেড়ে দিয়ে এসেছিল এরপর ওখান থেকে লোকাল গাড়িতে গৌরিকুন্ড এবং তারপর ঘোড়া করে আমরা পাঁচ জন কেদারনাথ পৌঁছে ছিলাম।

মন্দির দর্শনে দিনের বেলা ভয়ানক লাইন ছিলো তাই আমরা রাত থেকে লাইনে দাঁড়িয়ে ভোরবেলা পুজো দিয়েছিলাম। আমার মা বাবা হোটেলেই ছিলেন, লাইন যখন প্রায় মন্দিরের মেন দরজার কাছে তখন ওনাদের ডেকে এনেছিলাম। বদ্রীনাথে আমরা দর্শনের জন্য স্পেশাল টিকিট করেছিলাম। বদ্রীনাথে আরতি ও দর্শনের নানা ধরণের টিকিট আছে। মন চাইলে টিকিট করবেন মন না চাইলে বাইরে থেকেও দর্শন করা যায়। ভগবান সারা বিশ্বের অনু পরমানুতে বিরাজমান তাই মন্দিরে যাওয়া না যাওয়াটা সম্পূর্ণভাবে নিজের মনের ওপর নির্ভর করে।

আমাদের উত্তরাখন্ড বেড়ানো এই বছর ট্রাভেলাইটসের সাথে খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে তাই আজ এই পোস্টটা লিখলাম যাতে ভবিষ্যতে আপনারা কেউ গেলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের জন্য নম্বর দিয়ে রাখলাম
Travelites - 7044875223

🌏✨ Join us and Travelites to explore the vibrant culture and stunning landscapes of Thailand with an exclusive 6-night, ...
01/06/2024

🌏✨ Join us and Travelites to explore the vibrant culture and stunning landscapes of Thailand with an exclusive 6-night, 7-day package during this Durga Puja! 🏖️🏯

Experience the best of Thailand with seamless travel, luxurious stays, and unforgettable adventures. Don't miss out on this perfect festive getaway! 🎉✈️

Date of Journey : 9th October,2024
Package Cost : ₹44,999/- Per Head
Bhutan Airlines return fare included.

Highlights:
- 3 nights in Pattaya: Alcazar Show, Coral Island, Pattaya City Tour

- 3 nights in Bangkok: Bangkok City Tour, Safari World & Marine Park, Dinner at Chaophraya Dinner Cruise

Package includes:
- 3* Hotels Accommodation
- All meals
- All tours & transfers in AC Deluxe Coach with Full time Guide
- CCU to CCU

No hidden costs! Only few seats left.

Contact No - 7044875223
Whatsapp - 7044875223
Mail id - [email protected]
Website - www.travelites.co.in
Office - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

অরুনাচলের অন্দরে নর্থ ইস্টের এই অপূর্ব সুন্দর রাজ্যের চেনা অচেনা সব জায়গা গুলোতে এখন আমাদের প্যাকেজ হচ্ছেনামেরি, ভালুকপ...
31/05/2024

অরুনাচলের অন্দরে

নর্থ ইস্টের এই অপূর্ব সুন্দর রাজ্যের চেনা অচেনা সব জায়গা গুলোতে এখন আমাদের প্যাকেজ হচ্ছে

নামেরি, ভালুকপং, টেঙ্গা, দিরাং, বমডিলা, তাওয়াং বা অফবিট শেরপাগাঁও বা ইটানগর অথবা রোয়িং, জিরো, পাশিঘাট, আনিনি।
যেখানে আপনি যেতে চাইবেন সেখানে আমরা ভালো গাড়ি ও সুদক্ষ ড্রাইভার সহযোগে হোমস্টে/ হোটেল বুক করে ট্যুর প্যকেজ করে দেবো। তবে অরুনাচলে খাওয়াদাওয়া সম্পর্কে আগেই খোঁজ নিয়ে যাবেন , অফবিটে এখন ও সেরকম ভাবে ভালো মানের খাবার পাবেন না। দিরাং, বমডিলা, তাওয়াং সার্কিটে খাবার এখন অনেক ভালো হয়ে গেছে আর হোটেল পরিষেবাও উন্নত মানের।

তাই এবার আপনারা ঠিক করুন কবে যাবেন অরুনাচল।

যোগাযোগ করুন
ফোন নং - 7044875223
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
কলকাতা অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

31/05/2024

Discover the charm of Chitkul, India's cleanest village, with Travelites! 🌿✨ Experience the serene beauty and warm hospitality that Chitkul has to offer. DM us to get the best rates for hotels and transport in Himachal Pradesh. Don't miss out on this unforgettable adventure!

সুস্থ শরীরে সান্দাকফুশিরোনাম টা পড়ে হয়ত ভাবছেন কেন এই কথা আসলে সান্দাকফুর যা উচ্চতা তাতে সমতলের মানুষ মজার ছলে হুটোপুট...
30/05/2024

সুস্থ শরীরে সান্দাকফু

শিরোনাম টা পড়ে হয়ত ভাবছেন কেন এই কথা
আসলে সান্দাকফুর যা উচ্চতা তাতে সমতলের মানুষ মজার ছলে হুটোপুটি করে বেড়াতে গিয়ে প্রায় দিন বিপদে পড়ছেন তাই আমরা আপনাদের অনুরোধ করব ধীরেসুস্থে উচ্চতার সাথে নিজের শরীরকে মানিয়ে নিয়ে সান্দাকফু চলুন।

যাওয়ার পথে দু রাত অপেক্ষাকৃত কম উচ্চতা থেকে ধীরে ধীরে হাইট গেন করুন। শুরু টা করুন ধোতরে, চিত্রে, রঙ্গিত মাজুয়া দিয়ে তারপর টুমলিং আর শেষে সান্দাকফু। চাইলে টুমলিং থেকে সান্দাকফু ডে ট্রিপ ও করতে পারেন কারণ টুমলিং এর শেরপা লজ এই রুটের সব থেকে ভালো পরিষেবা প্রদান করে।

আপনারা চাইলে সাথে পূর্ব নেপাল ও জুড়ে নিতে পারেন ( কন্যাম ও শ্রীঅন্তু) পুরো ব্যবস্থা আমরা করে দেবো
এন জে পি থেকে পিক আপ ও এন জে পি তে ড্রপ সহ এই তিন/ চার/ পাঁচ/ ছয় রাতের প্যাকেজে থাকবে সুদক্ষ ড্রাইভার, সব থেকে ভালো হোটেল / হোম স্টে আর ভালো খাওয়া দাওয়া

তাহলে আর দেরী কেন আপনার পরবর্তী সান্দাকফু প্ল্যান এখনই সেরে ফেলুন ও আমাদের সাথে যোগাযোগ করুন

ফোন নং - 7044875223
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
কলকাতা অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

🎉 Explore Vietnam with Travelites! 🇻🇳We are proud to announce that Travelites is now the Destination Management Company ...
30/05/2024

🎉 Explore Vietnam with Travelites! 🇻🇳

We are proud to announce that Travelites is now the Destination Management Company (DMC) of Vietnam, with our own office in Ho Chi Minh City. We guarantee the best possible prices and top-notch hospitality throughout your journey in Vietnam.

Whether you're looking to explore the bustling cities of North Vietnam, the serene landscapes of Central Vietnam, or the vibrant culture of South Vietnam, we have you covered. We also specialize in offbeat destinations to give you a unique travel experience.

Our services include:
- Comprehensive destination coverage across Vietnam
- Domestic flight arrangements at very reasonable rates
- Smooth and hassle-free visa processes

Let us help you create unforgettable memories in Vietnam! 🌏✈️

Book Now : 070448 75223
Website : www.travelites.co.in

Office Address : Govind Bhavan , Room No - 1 D , 2, Brabourne Road,Kolkata -700001

Vietnam Address : 139/25 Nguyen Van Luong Str, Ward10, Go Vap Dist, HCM City, Vietnam

দিল্লী - মথুরা - বৃন্দাবন - আগ্রা - জয়পুরবছরের যে কোন সময়ে কাস্টমাইজড প্যাকেজে চলুন। এই সার্কিটে ঘুরতে চাইলে নিজেদের ছ...
29/05/2024

দিল্লী - মথুরা - বৃন্দাবন - আগ্রা - জয়পুর

বছরের যে কোন সময়ে কাস্টমাইজড প্যাকেজে চলুন। এই সার্কিটে ঘুরতে চাইলে নিজেদের ছুটি অনুযায়ী এরসাথে কোন জায়গা জুড়ে নিতে পারবেন বা বাদ দিতে পারবেন।
এই প্যাকেজে থাকবে দিল্লী, বৃন্দাবন,আগ্রা, জয়পুর। আপনাদের মনের মত হোটেল, ভালো গাড়ি , সুদক্ষ ড্রাইভার ও আমাদের রেগুলার ফলোআপ।
অপশন হিসেবে পাবেন আগ্রার সাথে মধ্যপ্রদেশের গোয়ালিওর বা রাজস্থানের আরো কিছু জায়গা ( ভানগড়, আলোয়ার, ভরতপুর)
সামনের পুজোর ছুটিতে যদি আপনি এই সার্কিট ঘুরতে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন

ফোন নং - 7044875223
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
কলকাতা অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

🌟 Explore the Magic of Morocco with Travelites! 🌍✈️Unveil the enchanting beauty of Morocco with us! From the vibrant sou...
28/05/2024

🌟 Explore the Magic of Morocco with Travelites! 🌍✈️

Unveil the enchanting beauty of Morocco with us! From the vibrant souks of Marrakech to the majestic Atlas Mountains, and the serene Sahara Desert, Travelites offers you an unforgettable journey. Immerse yourself in the rich culture, tantalizing cuisine, and breathtaking landscapes.

Book your adventure today and discover why Morocco is a top destination for travelers worldwide. Let's create memories that will last a lifetime!

👉 +91 070448 75223

গরীবের হা লং বে হং আইল্যান্ডস, থাইল্যান্ড বাংলাদেশ  থেকে থাইল্যান্ড  যারা যান বেশিরভাগ মানুষ ই শুধু ব্যাংকক-ফুকেট ঘুরে চ...
27/05/2024

গরীবের হা লং বে

হং আইল্যান্ডস, থাইল্যান্ড

বাংলাদেশ থেকে থাইল্যান্ড যারা যান বেশিরভাগ মানুষ ই শুধু ব্যাংকক-ফুকেট ঘুরে চলে আসেন

কিন্তু থাইল্যান্ড এর আরো অনেক সুন্দর জায়গা আছে৷ ফুকেট এর মতোই আরেকটি অঞ্চল হচ্ছে ক্রাবি যেখান থেকে অনেক রকম আইল্যান্ড ট্রিপ এ যাওয়া যায়

যার মধ্যে অন্যতম হং আইল্যান্ড ট্রিপ.....মোট ৪টি লোকেশন এ নিয়ে যায় সারাদিন এর এই ট্রিপ এ.....

আমার দেখা থাইল্যান্ড এ সবচেয়ে সুন্দর জায়গা এই হং আইল্যান্ড

গেস্ট রিভিউ ফেইসবুক ওয়াল থেকে,২০২২ এর হর্নবিল ফেস্টিভ্যালে ট্রাভেলাইটস এর সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ===================...
27/05/2024

গেস্ট রিভিউ ফেইসবুক ওয়াল থেকে,

২০২২ এর হর্নবিল ফেস্টিভ্যালে ট্রাভেলাইটস এর সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা

==================================

|| হর্ণবিল ফেস্টিভ্যাল দেখতে নাগাল্যান্ড ||

বহু বছর ধরে আমার ইচ্ছে ছিলো নাগা উপজাতিদের উৎসব হর্ণবিলে যোগদান করব, কিন্তু একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না। 2021 এ এক উৎসব চলাকালীন CFPF এর গুলিতে এক নাগা উপজাতি সম্প্রদায়েরএক স্থানীয় বাসিন্দার মৃত্যু কে কেন্দ্র করে ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গিয়েছিলো, তাই আরো ভয় পেয়েছিলাম।

শেষে ফেসবুকের মাধ্যমে খবর পেলাম কলকাতার একটি ভ্রমণ কোম্পানি যারা প্রায় প্রতি বছর হর্ণবিল নিয়ে যায়। 2022 এ তাদের সঙ্গী হয়ে চার রাত পাঁচ দিনের জন্য চলে গেলাম কোহিমা। দুদিন সারা দিন কিসামাতে সারাদিন ব্যাপি উৎসবে যোগদান করেছিলাম।অসাধারণ সে অভিজ্ঞতা। একদিন সারা দিন খোনমা আর কোহিমা ঘুরেছিলাম। পঞ্চম দিন ওনারা আমাকে ডিমাপুরে পৌঁছে দিয়েছিলেন। ওনারা ফ্লাইটে ফিরেছিলেন আমি কামরূপ এক্সপ্রেসে। তবে ট্রেনের জার্নি টা বহু ঘন্টার তাই ফ্লাইটে যাতায়াত করতে পারলেই ভালো হয়।

আমি কলকাতার সেই কোম্পানির নাম ও ফোন নং দিয়ে দিচ্ছি। ওনারা এই বছর ও ছোট গ্রুপ নিয়ে যাচ্ছেন। চাইলে যোগাযোগ করতে পারেন। এই পোস্ট ব্যাক্তিগত ভ্রমণ বিবরণ,ওনাদের সাথে গেলে / না গেলে আমার কোন ব্যক্তিগত স্বার্থ নেই।
Travelites
ফোন নং - 7044875223

27/05/2024

🌍✨ Discover the wonders of Kenya with Travelites! 🦁🌿 From the stunning landscapes of the Maasai Mara to the vibrant streets of Nairobi, experience the adventure of a lifetime. Join us as we explore the rich culture, breathtaking wildlife, and incredible beauty of Kenya. Book your journey now! 🌅✈️

লাদাখ বা লা-দ্বাগস (তিব্বতি: ལ་དྭགས, ওয়াইলি: la dwags) ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল, এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ...
26/05/2024

লাদাখ বা লা-দ্বাগস (তিব্বতি: ལ་དྭགས, ওয়াইলি: la dwags) ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল, এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত, ১৯৪৭ সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পূর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য, ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান-শাসিত গিলগিত-বালতিস্তান এবং জিনজিয়াংয়ের দক্ষিণ-পশ্চিম কোণটি সীমাবদ্ধ সুদূর উত্তরে কারাকোরাম পাস। এটি কারাকোরাম পরিসরের সিয়াচেন হিমবাহ থেকে উত্তরে মূল গ্রেট হিমালয় পর্যন্ত বিস্তৃত, এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। লাদাখ ভারতের জনবিরল এলাকাগুলির মধ্যে অন্যতম। ঐতিহাসিককাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিতি, রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল। জনবসতিহীন আকসাই চিন সমভূমি নিয়ে গঠিত পূর্ব প্রান্ত, ভারত সরকার লাদাখের অংশ হিসেবে দাবি করেছে এবং ১৯৬৩ থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে।

উপরের তথ্যটি উইকিপিডিয়া থেকে সংগৃহীত।
অদ্ভুত সুন্দর এই কেন্দ্রশাসিত অঞ্চলটি নিজের দুর্গম প্রাকৃতিক অবস্থানের জন্য সেই প্রাচীনকাল থেকেই ভূপর্যটকদের কাছে জনপ্রিয়, আগে চেষ্টা করেও বহু মানুষ এখানে পৌঁছাতে পারতেন না। এখন যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার ফলে মানুষ কাশ্মীর ও হিমাচলের মধ্যে দিয়ে সড়কপথে খুব সহজেই লাদাখ পৌঁছে যাচ্ছেন।
আমরা মানুষের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটি কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা করেছি, এছাড়া বছরে একটা গ্রুপ ট্যুরের ও আয়োজন করি( শ্রীনগর শুরু করে লাদাখ হয়ে মানালিতে শেষ)

কাস্টমাইজড প্যাকেজ গুলো আমরা :-

লেহ থেকে লেহ
শ্রীনগর থেকে শুরু করে লেহ
শ্রীনগর থেকে মানালি
এছাড়া জাংস্কার ভ্যালি, আরিয়ান ভিলেজ এই পথে পরিচারনা করি। আগ্রহ থাকলে যোগাযোগ করুন ........
ফোন নং - 7044875223 / 9330252131
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
কলকাতা অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

🌟🎉 Happy 125th Birthday to the Rebel Poet, Kazi Nazrul Islam! 🎉🌟Today, we celebrate the life and legacy of one of Bengal...
26/05/2024

🌟🎉 Happy 125th Birthday to the Rebel Poet, Kazi Nazrul Islam! 🎉🌟

Today, we celebrate the life and legacy of one of Bengal’s greatest literary figures, Kazi Nazrul Islam. Known as the Rebel Poet, Nazrul's passionate words and revolutionary spirit continue to inspire us all.

As we travel through the rich cultural tapestry of Bangladesh and West Bengal, we are constantly reminded of his profound impact on literature, music, and the fight for social justice. His poems and songs remain a testament to the power of resilience and the beauty of diversity.

Join us at Travelites in honoring this iconic poet whose work transcends time and borders. Let’s keep his spirit alive by spreading love, unity, and freedom through our journeys and stories.

মেঘের দেশ মেঘালয়া চলছে গ্রীষ্মের ছুটি আর এরপরেই আসছে বর্ষা আর বর্ষাতে ঘুরতে যাওয়ার জায়গা গুলোর মধ্যে সবার আগে মনে পরে...
25/05/2024

মেঘের দেশ মেঘালয়া

চলছে গ্রীষ্মের ছুটি আর এরপরেই আসছে বর্ষা আর বর্ষাতে ঘুরতে যাওয়ার জায়গা গুলোর মধ্যে সবার আগে মনে পরে মেঘালয়ের নাম।

বৃষ্টির জল পেয়ে এই সময় মেঘালয়ের বিখ্যাত ঝর্ণা গুলো আরো সুন্দর হয়ে ওঠে, সবুজ পাহাড়ের কোলে বৃষ্টির মেঘের আনাগোনা দেখতে দেখতে সারাদিন চোখের নিমেষে কেটে যায়। ডাউকি নদীর জলে এই সময় স্ফটিক স্বচ্ছতা না থাকলেও বর্ষার জলে নদী নতুন জীবন পেয়ে আর উচ্ছ্বল হয়ে ওঠে, জলে ভেজা দেওয়াল নিয়ে সোহরার গুহা গুলো আরো রহস্যময় মনে হয়........
এছাড়া শিলং, মাউলিনং, মাওফ্লাং বর্ষাকালে আরো সুন্দর হয়ে ওঠে

তাই এই বর্ষাতে আমাদের প্যাকেজ ট্যুরে চলুন মেঘালয়া।
গ্রুপ সাইজ অনুযায়ী প্যাকেজের জন্য যোগাযোগ করুন
ফোন - 7044875223 / 9330252131
হোয়াটস অ্যাপ - 7044875223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in
অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

25/05/2024

Thrilled to see another happy customer exploring the beauty of Kashmir with Travelites!

*পূর্ব নেপাল ও রঙ্গিত মাজুয়া*আমরা ট্রাভেলাইটসের তরফ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা এই বছর থেকে কন্যাম, শ্রীঅন্তু আর ভ...
24/05/2024

*পূর্ব নেপাল ও রঙ্গিত মাজুয়া*

আমরা ট্রাভেলাইটসের তরফ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা এই বছর থেকে কন্যাম, শ্রীঅন্তু আর ভারতের রঙ্গিত মাজুয়ার তিন রাত চার দিনের প্যাকেজ শুরু করেছি।

যাওয়ার পথে কাঁকড়ভিটা দিয়ে গাড়ি নেপাল ঢুকবে আর ফেরার সময় পশুপতি বর্ডার দিয়ে বেরিয়ে রঙ্গীত মাজুয়া যাবে। চাইলে এর সাথে আরো দু রাত জুড়ে পাঁচ রাত ছয় দিনের কন্যাম, শ্রীঅন্তু, সান্দাকফুও একসাথে করে নিতে পারবেন।

প্যাকেজে থাকবে :-

ডিলাক্স হোমস্টে
সারাদিনের চার বার খাওয়া দাওয়া
পারমিট
ইনোভা/ বলেরো/ সুমো গোল্ড গাড়ি
সুদক্ষ ড্রাইভার

যোগাযোগ করুন :-
ফোন -7044875223 / 9330252131
হোয়াটস অ্যাপ - 7044875223
ওয়েব সাইট - www.travelites.co.in
অফিস - Govind Bhawan, Room No - 1D
2, Brabourne Road, Lal Bazar, Kolkata - 700001

চলুন ট্রাভেলাইটসের সাথে  হর্ণবিল ফেস্টিভ্যালে প্রতি বছরের মত এই বছরও 1st ডিসেম্বরের  থেকে 10th Dec নাগাল্যান্ডের রাজধানী...
23/05/2024

চলুন ট্রাভেলাইটসের সাথে হর্ণবিল ফেস্টিভ্যালে

প্রতি বছরের মত এই বছরও 1st ডিসেম্বরের থেকে 10th Dec নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে 8 কিমি দূরে হেরিটেজ গ্রাম কিসামা তে অনুষ্টিত হবে নাগা ট্রাইবদের হর্ণবিল উৎসব

আমরা যাচ্ছি : 4th Dec
ফিরছি : 8th Dec
ডিমাপুর এয়ারপোর্ট থেকে পিক আপ আর ডিমাপুর এয়ারপোর্টেই ড্রপ (ফ্লাইট টিকিট আমরাই করে দেবো)

পারহেড : ₹ 19900

প্যাকেজে যা যা আছে :

*কোহিমা/ কিসামা তে হোমস্টে / হোটেল
*দুদিন সারাদিন হর্ণবিল উৎসবে অংশ গ্রহণ
*একদিন লোকাল সাইটসিন
*রোজ প্রাতরাশ
*তিন রাতের ডিনার
*সাথে দক্ষ ট্যুর ম্যানেজার
*টেম্পো ট্রাভেলার

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

ফোন - 7044875223 / 9330252131
হোয়াটসঅ্যাপ - 070448 75223
ইমেল - [email protected]
ওয়েবসাইট - www.travelites.co.in

আজ থেকে পেজের সকল ভ্রমণ পিপাসু বন্ধুদের জন্য প্রতিদিন দুপুর ২ টোর সময় আমরা দেশে - বিদেশের নানা গল্প নিয়ে হাজির থাকবো, আপ...
23/05/2024

আজ থেকে পেজের সকল ভ্রমণ পিপাসু বন্ধুদের জন্য প্রতিদিন দুপুর ২ টোর সময় আমরা দেশে - বিদেশের নানা গল্প নিয়ে হাজির থাকবো, আপনাদের সকলকে এই কর্মকান্ডে পাশে থাকতে অনুরোধ করবো

23/05/2024

বুদ্ধ পূর্ণিমাতে সকাল থেকে পুজো আর মন্ত্র উচ্চারণ

সকাল থেকেই ভক্ত দের আনাগোনা

বুদ্ধ পূর্ণিমাতে সকলকে জানাই শুভেচ্ছা আর ভালোবাসা

সায়ন বড়ুয়ার ফেইসবুক ওয়াল থেকে ========================ভালোবাসার  ওল্ড সিল্ক রুট হ্যা ভালোবাসার মতই সুন্দর এই "রেশম পথ" আ...
22/05/2024

সায়ন বড়ুয়ার ফেইসবুক ওয়াল থেকে
========================

ভালোবাসার ওল্ড সিল্ক রুট

হ্যা ভালোবাসার মতই সুন্দর এই "রেশম পথ" আমি সুযোগ পেলেই বারেবারে ছুটে যাই এই পথের ছোট ছোট গ্রাম গুলোতে।

তবে পছন্দের জায়গা ইচ্ছেগাঁও, আগামলোক, গাড্ডিগাঁও এই গুলো , সাথে জুলুকটাও ঘুরে আসি চট করে।
এই সব জায়গা গুলোর সন্ধান আমি পাই আমার এক বান্ধবীর মাধ্যমে, পরে আসছি সে কথায়।

এই বছর জানুয়ারীর প্রচন্ড শীতে দুই বন্ধু মিলে ঠিক করলাম নতুন করে রেশম পথ দেখব সেই মত বুকিংও করে ফেললাম কয়েকটা হোমস্টে আর গাড়ি। শীতের সকালে বাসে করে শিলিগুড়ি এসে নামলাম আর সাথে পেলাম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে। চারদিন উনি একটানা আমাদের সাথে ছিলেন শুধু শেষের দুদিন রাগ করে মেঘের আড়ালে মুখ লুকিয়েছিলেন।

প্রথমেই গেলাম আমার প্রিয় ইচ্ছেগাঁও এই নিয়ে চারবার এলাম। বড্ড প্রিয় এই গ্রামের মানুষ গুলো, ট্রেক করে একদিন গেলাম সিলারিগাঁও আর রামিতে ভিউ পয়েন্ট।
দু রাত ইচ্ছেগাঁওতে থেকে চললাম গাড্ডিগাঁও, আরিটার আর দলপচাদের মাঝে এই গ্রাম, এক অদ্ভুত সুন্দর পরিবেশ এখানে আর তেমন সুন্দর হোমস্টে। দুদিন এখানে থেকে এগিয়ে চললাম জুলুকের দিকে, জুলুক মানেই পরের দিন সেই বিখ্যাত রেশম পথের মধ্যে হারিয়ে যাওয়া। নাথাং এর পরে বরফের জন্য আর এগোতে পারলাম না ফিরে চললাম আগামলোকের দিকে, এই গ্রামটা আমার বড্ড প্রিয়। পাহাড়ের বাঁকে বাঁকে একটা দুটো ঘরবাড়ি , ফাঁকা রাস্তা, ঢেউ খেলানো পাহাড় তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ।
এরপর ফিরে চললাম আমার অফিসের দিকে মানে আমার শহর কলকাতার দিকে।

এই পুরো ট্যুরের ব্যবস্থা করেছিল আমার বান্ধবী অর্পিতা ও সায়ন্তনীদি। ওদের মাধ্যমেই আমি আর আমার পরিচিতরা সব সময় বেড়াতে যাই। ওদের কোম্পানির নাম Travelites।

ঋদ্ধির ফেইসবুক ওয়াল থেকে ===================আমার একক স্পিতি ভ্রমণ ***** কিন্তু একটা ছোট গ্রুপের সাথে , যারা প্রথমে চেনা ...
21/05/2024

ঋদ্ধির ফেইসবুক ওয়াল থেকে
===================

আমার একক স্পিতি ভ্রমণ

***** কিন্তু একটা ছোট গ্রুপের সাথে , যারা প্রথমে চেনা ছিল না কিন্তু আজ তারা আমার পরম বন্ধু 😍😍😍।

গত তিন বছর ধরে আমার স্পিতি যাওয়ার পরিকল্পনা বারে বারে ক্যানসেল হয়ে অবশেষে গত সেপ্টেম্বরে ফেসবুকের মাধ্যমে কলকাতার এক ট্রাভেল কোম্পীনর সাথে ট্রিপ ফাইনাল করে বেরিয়ে পড়েছিলাম।
এদের সাথে যাওয়ার অন্যতম কারণ ছিল এনাদের ছোট গ্রুপ। মাত্র দশ জনকে নিয়ে গিয়েছিলেন ওনারা।

আমাদের যাত্রা শুরু হয়েছিলো হাওড়া থেকে নেতাজী এক্সপ্রেসে। ট্রেন একদম সঠিক সময়ে চন্ডিগড়ে পৌঁছেছিল।
এরপর আমরা রাতের সময়টুকু ওয়েটিং রুমে কাটিয়ে সকাল সাতটা নাগাদ নারকান্ডার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম এবং 173 km সুন্দর যাত্রাপথ অতিক্রম করে নারকান্ডাতে আমাদের হোটেলে চেক ইন করলাম।

আমরা কয়েকজন হাতে একটু সময় ছিলো বলে গিয়েছিলাম হাটুপিক দেখতে, ওখানে হাটু মন্দিরটা অসাধারণ সুন্দর।
পরের দিন আমরা সকালে প্রাতরাশ সেরে সারাহানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম (100 km) এবং যাওয়ার পথে রামপুরে বুশহার প্যালেস দেখেছিলাম।

সারাহানে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা ভীমাকালী মন্দিরে পুজো দিতে গেলাম। অপূর্ব সুন্দর এই মন্দির। একবার গেলে ঐ শান্তি ছেড়ে ফিরতে মন চায় না।

সন্ধ্যাবেলা মন্দিরে খুব সুন্দর বাদ্য সহযোগে আরতী হলো। আমরা সারাহান পায়ে হেঁটে ঘুরেছিলাম। রাতে সুন্দর হিমাচলী খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন যাবো স্বপ্নের ছিটকুলে। পরের দিন ধীরে ধীরে দেখতে দেখতে সাংলা হয়ে ছিটকুলে পৌঁছে গেলাম বিকেলের মধ্যে (105km) এই পথ বেশ কিছু জায়গাতে খুব বিপদসঙ্কুল। তবে ছিটকুল পৌঁছে যা দেখলাম তাতে রাস্তার ভয় এক নিমেষে ভুলে গেলাম। নদীর কাছের রিসোর্টে সেদিনটা আনন্দে কেটে গেলো।

পরের দিন সকালে উঠে প্রাতরাশ সেরে বেরোলাম কিন্নর সুন্দরী কল্পার উদ্দেশ্যে পথে পড়ল কিন্নরের সদর শহর রেকংপিও (60km) বেশ তাড়াতাড়ি পৌঁছে আমরা বিকেলে গেলাম চিনি গ্রামে আপেল বাগান দেখতে। এই সেপ্টেম্বর মাসে পুরো হিমাচলে গাছে গাছে আপেল ভর্তি হয়ে থাকে আর কিন্নরে এই সময়ে দেখা মেলে সোনালী আপেলের। চিনি গ্রাম ঘুরে ফিরে এলাম হোটেলে। বিকেলে আড্ডার পরে তাড়াতাড়ি ডিনার করে সোজা স্বপ্নের জগতে ।

ও হ্যা আমাদের হোটেল থেকে কিন্নর কৈলাশের অপরূপ দৃশ্য দেখেছিলাম সেটা বলতে ভুলে গেছি........

এরপর আমার স্পিতি ভ্রমণ শুরু হলো
কল্পা থেকে শুরু করে একে একে মোরাঙ্গ, পুহ, খাব, নাকো হয়ে পৌঁছে গেলাম টাবো পথে সঙ্গী হলো স্পিতি নদী আর খাবে পেরিয়ে এলাম সুতলেজ আর স্পিতির সঙ্গমস্থল।
নাকো তে দেখলাম নাকো লেক ও মনেষ্ট্রি , সে এক অপূর্ব অনুভুতি।

সারাদিনের এই 160/ 65 km এর যাত্রাপথটি যেমন দুর্গম ঠিক তেমনিই সুন্দর। টাবোতে আমাদের হোটেলটা ছিল খুব সুন্দর, সামনেই আপেল বাগান। আমাদের গ্রুপে দুই দিদি ছিলো যারা সব সময় আমাদের দিকে খেয়াল রাখতেন। আমাদের যাতে AMS না হয় সেদিকে তাদের প্রখর নজর ছিলো। এই পথে যেতে গেলে জল ও অন্যান্য ফ্লুইড জাতীয় খাবার বেশি করে খেতে হবে। সাথে কর্পূর নেবেন। রসুনের স্যুপ খাবেন।

পরের দিন টাবো গ্রাম ঘুরে দেখে আমরা গিউ ও ধানকর হয়ে কাজা চলে গেলাম। কাজা থেকে পরের দিন লাংজা, হিক্কিম , কি ঘুরতে গিয়েছিলাম আর পরের দিন কমিক চিচাম হয়ে লোসার হয়ে কুনজুম পাস পেরিয়ে চন্দ্রতালে রাত্রিবাস। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। চন্দ্রতাল ক্যাম্পসাইটে রাত্রিবাস। এরপর দীর্ঘ ভঙ্গুর পথ পেরিয়ে অবশেষে মানালি। সত্যি বলতে কি আমার মত একা মানুষরা এই ধরনের গ্রুপের সাহায্য ছাড়া কোনোদিন স্পিতি যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারতনা। শেষ দিন আমাদের চন্ডিগড় স্টেশনে এনে ড্রপ করা হয়েছিলো। এই বছর ও ঐ দুই দিদি যাদের কোম্পানীর নাম ট্রাভেলাইটস তারা স্পিতি নিয়ে যাচ্ছেন। মাত্র দশ জন যাবে তাদের সাথে। আমি ও আবার হয়ত যাবো।

সবাই সময় করে লেখাটা পড়বেন, ভুল ত্রুটি মার্জনা করবেন

🏖এবার পুজোয় থাইল্যান্ড  🏖মাত্র ৪৪,৯৯৯ টাকায় ঘুরে আসুন থাইল্যান্ড।থাইল্যান্ড ভ্রমণ অনেকের কাছেই স্বপ্নের। থাইল্যান্ড, মন্...
20/05/2024

🏖এবার পুজোয় থাইল্যান্ড 🏖
মাত্র ৪৪,৯৯৯ টাকায় ঘুরে আসুন থাইল্যান্ড।

থাইল্যান্ড ভ্রমণ অনেকের কাছেই স্বপ্নের। থাইল্যান্ড, মন্ত্রমুগ্ধের দেশ। তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পর্যকটদের মুগ্ধ করে । সুন্দর, সুন্দর দ্বীপ, একাধিক বাজার, কেনাকাটার হাজার হাজার দোকান ইত্যাদির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক থাইল্যান্ড ছুটে আসে।

আমাদের যাত্রা শুরু অক্টোবরের ৯ তারিখ (ষষ্ঠী)

👉 প্যাকেজে যা যা থাকছে:
✅ এয়ার টিকিট
✅ হোটেল ৩ তারকা
✅ ৩ রাত ব্যাংকক
✅ ৩ রাত পাতায়া
✅ খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ ,ডিনার)
✅ সাইটসিং
✅ বাঙালি ট্যুর ম্যানেজার
✅ এয়ারপোর্ট পিক-ড্রপ
✅ সকল ধরনের ভ্রমণ ট্যাক্স

বিস্তারিত জানতে ফোন করুন:
📞 ফোন : 8902481053
📲 হোয়াটসঅ্যাপ : ⁨070448 75223⁩
📧 ইমেল : [email protected]
💻 ওয়েব-সাইট : www.travelites.co.in
অফিস : 2,Brabourne Road,Govind Bhavan,Room No-1D,Kolkata-700001

🏖এবার পুজোয় থাইল্যান্ড  🏖মাত্র ৪৪,৯৯৯ টাকায় ঘুরে আসুন থাইল্যান্ড।থাইল্যান্ড ভ্রমণ অনেকের কাছেই স্বপ্নের। থাইল্যান্ড, মন্...
20/05/2024

🏖এবার পুজোয় থাইল্যান্ড 🏖
মাত্র ৪৪,৯৯৯ টাকায় ঘুরে আসুন থাইল্যান্ড।

থাইল্যান্ড ভ্রমণ অনেকের কাছেই স্বপ্নের। থাইল্যান্ড, মন্ত্রমুগ্ধের দেশ। তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পর্যকটদের মুগ্ধ করে । সুন্দর, সুন্দর দ্বীপ, একাধিক বাজার, কেনাকাটার হাজার হাজার দোকান ইত্যাদির টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক থাইল্যান্ড ছুটে আসে।

👉 প্যাকেজে যা যা থাকছে:
✅ এয়ার টিকিট
✅ হোটেল ৩ তারকা
✅ ৩ রাত ব্যাংকক
✅ ৩ রাত পাতায়া
✅ খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ ,ডিনার)
✅ সাইটসিং
✅ বাঙালি ট্যুর ম্যানেজার
✅ এয়ারপোর্ট পিক-ড্রপ
✅ সকল ধরনের ভ্রমণ ট্যাক্স

বিস্তারিত জানতে ফোন করুন:
📞 ফোন : 8902481053
📲 হোয়াটসঅ্যাপ : 070448 75223
📧 ইমেল : [email protected]
💻 ওয়েব-সাইট : www.travelites.co.in
অফিস : 2,Brabourne Road,Govind Bhavan,Room No-1D,Kolkata-700001

হিমাচলের লাহুল-স্পিতি। সংক্ষেপে স্পিতি ভ্যালি (Spiti Valley)। পায়ের নিচে রুক্ষ পাথুরে জমি, মাথার উপরে ঘননীল আকাশে ছেঁড়া ...
19/05/2024

হিমাচলের লাহুল-স্পিতি। সংক্ষেপে স্পিতি ভ্যালি (Spiti Valley)। পায়ের নিচে রুক্ষ পাথুরে জমি, মাথার উপরে ঘননীল আকাশে ছেঁড়া মেঘ, পাশে গর্জন করে বয়ে চলা স্পিতি নদী, চোখের সামনে বরফঢাকা পাহাড় আর চোখ বন্ধ করলে স্পষ্ট শুনতে পাওয়া নিজের হৃদস্পন্দন৷ স্পিতি নামটা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম ছবি ভেসে ওঠে যা হয়তো আগে কখনওই দেখা হয়নি বা স্বপ্নে দেখা হয়েছিল বলে মনে হয়।

আর এখানেই আমরা যাচ্ছি সেপ্টেম্বরের ২০ তারিখ | প্যাকেজ মূল্য জনপ্রতি ২৪,৫০০ টাকা | ৯ রাত ১০ দিনের এই ট্যুরে কি কি থাকছে জেনে নেওয়া যাক

1. ছিমছাম হোটেল (প্রত্যেক হোটেল থেকে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য)
2. ⁠ব্রেকফাস্ট আর ডিনার (লাঞ্চের খরচ অতিরিক্ত ,যদিও ট্যুর ম্যানেজার সঙ্গে থাকবেন গাইড করে দেওয়ার জন্য )
3. ⁠বয়স্ক লোকেদের জন্য স্পেশাল কেয়ার
4. ⁠সিঙ্গেল কেউ যেতে চাইলে যেতে পারেন (যদি অন্য কোনো পার্টনারের সাথে রুম শেয়ার করতে ইচ্ছুক হন )
5. ⁠যাত্রা পথে কেউ অসুস্থ হলে টীম ম্যানেজারের কাছে ওষুধ ,প্রয়োজনে অক্সিজেন সিলেন্ডার পেয়ে যাবেন
6. ⁠বাঙালি ট্যুর ম্যানেজার পুরো ট্যুরে আপনাদের সাথে থাকবে (যদিও তারা হিন্দি ও ইংরেজি তে কথা বলতেও সমান স্বছন্দ )
7. ⁠লাক্সারি গাড়ি থাকবে আপনাদের জন্য (চন্ডিগড় থেকে চন্ডিগড় অবধি )
8. ⁠রেল / প্লেন টিকেটের খরচা অতিরিক্ত (আপনারা চাইলে আমরাও এই পরিষেবা দিতে পারি )
9. ⁠প্রত্যেক সহযাত্রীর জন্য থাকবে স্পেশাল গিফট

এই মাসের ২১ তারিখ (কারণ ট্রেনে উঠবো ১৮ ই সেপ্টেম্বর) ট্রেনের টিকিট কাটতে হবে | তাই ৫০ % অগ্রিম পেমেন্ট দিয়ে আপনার যাত্রা সুনিশ্চিত করুন, যোগাযোগ করুন এই নম্বরে - 8902481053 / 9330252131

জানুয়ারিতে আবার দুবাই ===========================দুবাই কোনো দেশ নয়, দেশটার নাম সংযুক্ত আরব আমিরাত(United Arab Emirates) ...
19/05/2024

জানুয়ারিতে আবার দুবাই
===========================

দুবাই কোনো দেশ নয়, দেশটার নাম সংযুক্ত আরব আমিরাত(United Arab Emirates) 7 টা আমিরাত(Emirates) নিয়ে গঠিত যার রাজধানী আবুধাবি
বাকি 6 টা আমিরাত - আজমান, দুবাই, শারজাহ্ , রাস আল খাইমা, ফুজাইরাহ, উম্ম আল ক্বাইওয়াইন।

দুবাইয়ের সময় সীমা ভারতের থেকে দেড় ঘণ্টা পিছিয়ে

মুদ্রা দিরহাম - এই দেশের 1 টাকা - ভারতের 22 টাকা 72 পয়সা

জনসংখ্যার অধিকাংশ ভারতীয় বাংলাদেশী পাকিস্তানি নেপালী, সবাই কর্মসূত্রে এই দেশেই রয়েছে, পরিচয়

দুবাইতে ভারতীয় নাগরিকদের জন্য আগে থেকে ভিসা করানোর কোনো ঝুট ঝামেলা নেই ,ই ভিসা পাওয়া যায় খুব সহজেই |

কলকাতা থেকে ফ্লাইট অনেক আছে, যেমন ফ্লাই দুবাই ,এয়ার ইন্ডিয়া ,এথিয়াদ, এমিরেটস | তবে আমার পছন্দের ফ্লাইট এমিরেটস,কারণ ফ্লাইট সাইজে বেশ বড়ো, কলকাতা থেকে দুবাই তে পৌঁছনোর সময় টাও বেশ ভালো ,রাতে কলকাতা থেকে ফ্লাইট ধরার ঝক্কি নেই ,আর তার সাথে রয়েছে অসাধারণ খাবার |

ঝাঁ চকচকে অসাধারণ এই শহরে রাস্তাঘাটও চমৎকার | গোল্ডসুক এ গিয়ে তাক লেগে যাবে শয় শয় সোনার দোকান দেখে | ভারতের বড়ো বড়ো সব সোনার দোকানের ব্রাঞ্চ ওখানে আছে | তবে কলকাতার সোনার গয়নার দামের সাথে ওখানে দামের খুব একটা হেরফের আমার মনে হয় নি

দুবাই তে গেলে অবশ্যই ড্রাই ফ্রুটস কিনবেন, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট পাবেন ওখানে ,বিশেষ করে খেজুর | কিনতে পারেন সুগন্ধি মসলা ,জাফরান |

পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং - বুর্জ খলিফা আর তার সংলগ্ন দুবাই মল ঘুরতে গোটা একটা দিন লেগে যাবে | বুর্জ খলিফার উপরে উঠে গোটা শহরটাকে দেখতে গেলে অবশ্যই সন্ধেবেলার টিকিট কাটবেন, কারণ আলো ঝলমলে শহরকে তখন ছাড়া ভালো করে দেখার উপায় নেই |

দুবাই মলের ভেতরে পৃথিবীর টপ ব্র্যান্ডস আছে, আছে তাদের আকাশ ছোঁয়া দাম ,আছে প্রচুর রেঁস্তোরা আর আছে এক বিশাল একুয়ারিয়াম |

বুর্জ খলিফার সামনে অবশ্যই দেখবেন ডান্সিং ফাউন্টেন। সন্ধ্যে বেলায় বাজনার ছন্দে, আলোর মালা দিয়ে সাজানো নৃত্যরত ফাউন্টেন সুন্দরী কে অসাধারণ লাগবে |

দেখবেন মাটি থেকে প্রায় 40/45 তলা উঁচু নীল আকাশের বুকে অতীব সুন্দর এক ফটো ফ্রেম। উপরে উঠলে আবার অন্য রকম রূপ। গ্লাসএর ওয়াক ওয়ের ভেতর দিয়ে নীচের দিকে তাকালে লীলিপুটের দেশে এসেছি মনে হবে

আর একটা কথা , দুবাইতে হোটেল নিলে ওল্ড কমপ্লেক্স এ নেওয়া ভালো, সামনেই মিনা বাজার ,আর পাবেন প্রচুর ভারতীয় রেঁস্তোরা |মেট্রো তেও খুব সহজে ট্রাভেল করতে পারবেন |

আমরা এই বছর জানুয়ারিতে গেছিলাম দুবাইতে সিনিয়র সিটিজেনদের গ্রুপ নিয়ে | সঙ্গে ছিল আবু ধাবিও |পুরো ট্রিপ টাতে কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল এমিরেটস,আগামী বছর আমরা আবার যাবো দুবাইতে, ডেট ফাইনাল হয়ে গেছে ,জানুয়ারির ২৩ তারিখ | বুকিংও শুরু হয়ে গেছে, তাই ফ্লাইটের দাম বাড়ার আগে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে |

যোগাযোগ : 8902481053 / 7044875223 /9330252131

Address

Travelites, 2 Brabourne Road, Lal Bazar
Kolkata
700001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+917044875223

Alerts

Be the first to know and let us send you an email when Travelites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelites:

Videos

Share



You may also like