16/10/2021
CMC (Christian Medical College & Hospital):-
আজ আমরা জানবো CMC (christian medical college & hospital ) এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য । CMC হচ্ছে ইন্ডিয়া এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে প্রতি মাসে প্রায় ১ লক্ষ মানুষ চিকৎসা করে থাকে । CMC তে চিকিৎসা করার জন্যে বাইরের অনেক দেশ থেকে মানুষ আসে । এটি একটি গভর্মেন্ট প্রতিষ্টান হওয়ার জন্যে এখানে তুলনামূলক কম খরচ এর মধ্যে ভালো চিকিৎসা হয়ে থাকে । কম খরচে চিকিৎসা হবার জন্যেই এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সিমসি তে আসে । মূলত সার্ক দেশ থাকে অনেক মানুষ আসে - শ্রীলংকা, ভুটান, নেপাল ,বাংলাদেশ, মালদ্বীপ ।
সিমসি তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিথ। ভেলোর মূলত চেন্নাই সিটি থেকে সামান্য দুরুত্বে অবস্থিতি । চেন্নাই মানে হচ্ছে মাদ্রাস , যেটাকে এখন চেন্নাই বলা হয় । সিমসি এর নাম সবাই না জানলেও ভেলোর নাম সবাই চেনে, কারণ অনেক মানুষ এই ভেলোর এ চিকিৎসা করতে যাবো বলে থাকে । ভেলোর শহর টি সিমসি এর চিকিৎসা এর জন্যে বিখ্যাত ।
খ্রিস্টান মিশনারি পরিচালিত ভেলরের এই অলাভজনক সিএমসি হাসপাতালটিতে নানাবিধ জটিল চিকিৎসা যেমন অপারেশন, কিডনি, হাড়, লিভার, থাইরডের সমস্যা, ব্লাড ক্যান্সার,পাকস্থলিতে ক্যান্সার, মস্তিস্কে সমস্যা ও নানাবিধ ক্যান্সার, ডাক্তার দেখানো, টেস্ট করাসহ সব ধরনের চিকিৎসা সেবা তুলনামূলক কম খরচে পাওয়া যায়। তাই সময় ও ধৈর্য্য থাকলে ভারতে চিকিৎসা করানোর আগ্রহীদের জন্যে সিএমসি অবশ্যই শ্রেয়।
কলকাতা থেকে সরাসরি ভেলোর এর ট্রেন আছে । প্রতিদিন ৩-৪ টি করে ট্রেন আছে কলকাতা তো কাটপাড়ি এর । সময় লাগে ২৮ থেকে ৩০ ঘন্টা ।
সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে সর্বাগ্রে প্রয়োজন ডাক্তারের এপোয়েন্টমেন্ট। তা ছাড়াও ডাক্তারের এই এপোয়েন্টমেন্ট মেডিকেল ভিসা পাওয়ার জন্যেও জরুরী। সিএমসির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো, বাংলাদেশে অবস্থান করেই অনলাইনে ডাক্তারের এপোয়েন্টমেন্ট নেয়া যায়। কমপক্ষে ১ থেকে ২ মাস পূর্বে এপোয়েন্টমেন্ট নিলে নিজের সুবিধা অনুযায়ী ডেট পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে উল্লেখযোগ্য যে, এপোয়েন্টমেন্ট নেয়ার সময়ই এই হাসপাতালের ডাক্তারের ফি পরিশোধ করে দিতে হয়। অনলাইনে ডাক্তারের এপোয়েন্টমেন্টের জন্যে আমাদের সাথে 9932964470 নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেইসবুক পেজ এ মেসেজ করতে পারেন । ক্রিশ্চান মেডিকেল কলেজ হাসপাতাল বা সিএমসি হাসপাতালে নিন্মোক্ত দুই ধরনের ডাক্তারের এপোয়েন্টমেন্ট নেয়া যায়ঃ
(১) বিশেষজ্ঞ বা প্রাইভেট ডাক্তার
(২) জেনারেল ডাক্তার
বিশেষজ্ঞ বা প্রাইভেট ডাক্তারঃ
কোন বিশেষ রোগ সম্পর্কে সুদীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তারগন এই শ্রেণির অন্তর্ভূক্ত। পর্যাপ্ত সময় নিয়ে আন্তরিকতার সাথে রোগী দেখানোর সুযোগ এখানে রয়েছে। তাই রোগীরা প্রাইভেট ডাক্তার বা এই শ্রেণীর ডাক্তার দেখাতেই অধিক পছন্দ করেন।
জেনারেল ডাক্তারঃ
জেনারেল ডাক্তার হলো তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারগন। এই শ্রেণির ডাক্তারগন সাধারনভাবে গড়ে রোগী দেখে থাকেন বলে এখানে ব্যাক্তিগতভাবে রোগীর প্রতি মনযোগ দেয়ার সুযোগ কম থাকে।
এপোয়েন্টমেন্টের ফিস :-
প্রাইভেট ডাক্তারঃ 1000 rupee
জেনারেল ডাক্তারঃ 400 rupee
এপোয়েন্টমেন্ট নিতে হলে আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি, আপনার পেশা , আপনার মোবাইল নম্বর , কোন ডিপার্মেন্ট এর এপয়েন্টমেন্ট নিবেন সেই ডিপার্মেন্ট এর নাম এবং কোন ডেট এ এপয়েন্টমেন্ট নিতে চান সেই ডেট লিখে আমাদের মেইল করতে হবে ([email protected]). মেইল করার পর আমরা আপনার এপ্লিকেশন রেজিস্ট্রেশন করবো । রেজিস্ট্রেশন করার পর আপনাকে জানানো হবে কোন ডেট এ এপয়েন্টমেন্ট ফাঁকা আছে । তারপর আমাদের bank ac অথবা phonepe এ আপনাকে এপোয়েন্টমেন্টের ফিস পরিশোধ করতে হবে। এপোয়েন্টমেন্টের ফিস পরিশোধ করার ২/৩ ঘন্টার মধ্যেই আপনি আপনার এপোয়েন্টমেন্ট লেটার আপনার মেইল আইডি তে পায়ে যাবনে ।
CMC হসপিটালের বিভিন্ন রোগ এর ডিপার্মেন্ট গুলো নিম্নে দেয়া হলো :-
১। কার্ডিওলজি(হৃদ রোগের জন্যে)
২। কার্ডিয়াক সার্জারী( হৃদরোগের অপারেশনের জন্যে)
৩। অর্থোপেডিকস(হাড় সংক্রান্ত চিকিৎসা)
৪। হেপাটলজী(লিভার সংক্রান্ত)
৫। হেমাটলজী(রক্তে সমস্যা সংক্রান্ত)
৬। মেডিকেল অনকলজী( নানাবিধ ক্যান্সার)
৭। ইএনটি(নাক কান গলা)
৮। ডেন্টাল এন্ড ওরাল সার্জারী( দাঁত ও মুখের অপারেশন)
৯। ডারমাটলজী( চর্ম ও যৌন)
১০। এন্ডোক্রিনোলজী( হরমন, ডায়াবেটিক সংক্রান্ত)
১১। এন্ড্রোক্রয়াইন সার্জারী( ডায়াবেটিক, হরমন রোগের অপারেশন)
১২। গাইনাকোলজী( স্ত্রী রোগ সংক্রান্ত)
১৩। গাইনকোলজিক সার্জারী( স্ত্রী রোগ সার্জারী)
১৪। নিওরো মেডিসিন(স্নায়ু রোগ)
১৫। নিওরো সার্জারী( স্নায়ু রোগ সংক্রান্ত সার্জারী)
১৬। ইনফার্টিলিটি(বন্ধাত্ব)
১৭। নেফ্রোলজী( কিডনী সংক্রান্ত)
১৮। পালমোনারী মেডিসিন( ফুসফুস সংক্রান্ত)
১৯। রেডিওলোজী( ক্যান্সার সংক্রান্ত)
২০। সার্জারি( অপারেশন)
২১। পেডিয়েট্রিক( শিশু)
২২। গ্যাস্ট্রোএন্ট্রোলজী( পরিপাক সংক্রান্ত)
২৩। ইউরোলজী বিভাগ (মূত্র / কিডনী সংক্রান্ত)
২৪। মেডিসিন বিভাগ
অনলাইন এ এপয়েন্টমেন্ট এর অনেক সুবিধা আছে সেগুলো হলো, আপনি যেমন আপনার হাসপাতাল আইডি দিয়ে চেক করতে পারবেন । আপনার এপয়েন্টমেন্ট এর ডেট পরিবর্তন করতে পারবেন কিন্তু শুধুমাত্র ১ বার এর ডেট পরিবর্তন করা যাই । আপনি সিমসি তে যাওয়ার পর ও ওখানে সরাসরি এপয়েন্টমেন্ট নিতে পারবেন কিন্তু আপনাকে ওখানে ৫/৭ দিন থাকতে হবে, কারণ সিমসি যাওয়ার সাথে সাথে আপনি এপয়েন্টমেন্ট পাবেন না । সুতরাং ৫/৭ দিন থাকা মানে আপনার এক্সট্রা খরচ। অতএব সময় নষ্ট না করে আপনি আপনার এপয়েন্টমেন্ট টি আজি বুকিং করে রাখুন। আমরা ইন্ডিয়ান ট্রেন এবং এয়ার টিকেট খুব কম রেটে দিয়ে থাকি ।
যারা ডাক্তার এপয়েন্টমেন্ট অথবা ইন্ডিয়ান ট্রেন এবং এয়ার টিকেট নিতে চান তারা আমাদের মেইল অথবা কল করুন । আমাদের ফেইসবুক এ মেসেজ ও আমাদের পোস্ট এ কমেন্ট করতে পারেন ।
আমরা ইন্ডিয়ান ট্রেন, এয়ার এবং বাস এর টিকেট করে থাকি । আপনি আপনার ঘরে বসেই টিকেট পাবেন । ইন্ডিয়ান যেকোনো জায়গার ট্রেন , এয়ার , বাস এর টিকেট নিতে হলে আমাদের ফেইসবুক এ মেসেজ অথবা আমাদের ফোন নম্বর এ কল অথবা পোস্ট এর শেষে কমেন্ট করতে পারেন । আমাদের টিকেট প্রসেস টি হচ্ছে আমরা প্রথমে আপনার তারিক অনুযায়ী চেক করে জানাবো যে ট্রেন অথবা বাস এর সিট ফাঁকা আছে কিনা, তারপর যদি সিট ফাঁকা থাকে তাহলে টিকেট নিতে চাইলে আপনাকে আমাদের কিছু অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে , phonepe অথবা আমাদের ব্যাঙ্ক একাউন্টে, আমরা অ্যাডভান্স পেমেন্ট পাবার পর আপনি ১ ঘন্টার মধ্যেই টিকেট পায়ে যাবেন আপনার মেইল আইডি তে এবং ওটা প্রিন্ট করে নিবেন আর ওটাই হচ্ছে ফাইনাল টিকেট , আপনাকে রেল স্টেশন যাওয়ার পর আর কোনো টিকেট সংগ্রহ করতে হবে না । আমাদের সাথে আপনার ইন্ডিয়া ভ্রমণ কে সুন্দর করে তুলুন ।
Bookleen এর সাথে আপনার ইন্ডিয়া ভ্রমণ কে করে তুলুন সুন্দর ও আনন্দময় ।
Mobi- +9932964470 (imo,whatsapp, viver)
E-mail- [email protected]