BookLeen

BookLeen Bookleen is one of the most trusted travel agency.

ফ্লাইট টিকিট বুকিং করুন সবথেকে কম দামে। এতো কম বিশ্বাস এর বাইরে। বুকিং করতে - bookleen.com
23/12/2022

ফ্লাইট টিকিট বুকিং করুন সবথেকে কম দামে। এতো কম বিশ্বাস এর বাইরে। বুকিং করতে -
bookleen.com

Bookleen

Book air ticket at lowest price. www.bokleen.comKolkata to DelhiKolkata to BangaloreKolkata to HyderabadKolkata to mumba...
18/10/2022

Book air ticket at lowest price.

www.bokleen.com

Kolkata to Delhi
Kolkata to Bangalore
Kolkata to Hyderabad
Kolkata to mumbai

All travel agent register with us for more discount fare.

www.bookleen.com

11/07/2022
Book Ticket with low price .. Fixed Departure/ Group Fare/ Series FareFor Booking Visithttps://bookleen.com/
05/07/2022

Book Ticket with low price .. Fixed Departure/ Group Fare/ Series Fare

For Booking Visit

https://bookleen.com/

CMC (Christian Medical College & Hospital):-আজ আমরা জানবো CMC (christian medical college & hospital )  এর ব্যাপারে সম্পূ...
16/10/2021

CMC (Christian Medical College & Hospital):-

আজ আমরা জানবো CMC (christian medical college & hospital ) এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য । CMC হচ্ছে ইন্ডিয়া এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে প্রতি মাসে প্রায় ১ লক্ষ মানুষ চিকৎসা করে থাকে । CMC তে চিকিৎসা করার জন্যে বাইরের অনেক দেশ থেকে মানুষ আসে । এটি একটি গভর্মেন্ট প্রতিষ্টান হওয়ার জন্যে এখানে তুলনামূলক কম খরচ এর মধ্যে ভালো চিকিৎসা হয়ে থাকে । কম খরচে চিকিৎসা হবার জন্যেই এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সিমসি তে আসে । মূলত সার্ক দেশ থাকে অনেক মানুষ আসে - শ্রীলংকা, ভুটান, নেপাল ,বাংলাদেশ, মালদ্বীপ ।

সিমসি তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিথ। ভেলোর মূলত চেন্নাই সিটি থেকে সামান্য দুরুত্বে অবস্থিতি । চেন্নাই মানে হচ্ছে মাদ্রাস , যেটাকে এখন চেন্নাই বলা হয় । সিমসি এর নাম সবাই না জানলেও ভেলোর নাম সবাই চেনে, কারণ অনেক মানুষ এই ভেলোর এ চিকিৎসা করতে যাবো বলে থাকে । ভেলোর শহর টি সিমসি এর চিকিৎসা এর জন্যে বিখ্যাত ।

খ্রিস্টান মিশনারি পরিচালিত ভেলরের এই অলাভজনক সিএমসি হাসপাতালটিতে নানাবিধ জটিল চিকিৎসা যেমন অপারেশন, কিডনি, হাড়, লিভার, থাইরডের সমস্যা, ব্লাড ক্যান্সার,পাকস্থলিতে ক্যান্সার, মস্তিস্কে সমস্যা ও নানাবিধ ক্যান্সার, ডাক্তার দেখানো, টেস্ট করাসহ সব ধরনের চিকিৎসা সেবা তুলনামূলক কম খরচে পাওয়া যায়। তাই সময় ও ধৈর্য্য থাকলে ভারতে চিকিৎসা করানোর আগ্রহীদের জন্যে সিএমসি অবশ্যই শ্রেয়।

কলকাতা থেকে সরাসরি ভেলোর এর ট্রেন আছে । প্রতিদিন ৩-৪ টি করে ট্রেন আছে কলকাতা তো কাটপাড়ি এর । সময় লাগে ২৮ থেকে ৩০ ঘন্টা ।

সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে সর্বাগ্রে প্রয়োজন ডাক্তারের এপোয়েন্টমেন্ট। তা ছাড়াও ডাক্তারের এই এপোয়েন্টমেন্ট মেডিকেল ভিসা পাওয়ার জন্যেও জরুরী। সিএমসির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো, বাংলাদেশে অবস্থান করেই অনলাইনে ডাক্তারের এপোয়েন্টমেন্ট নেয়া যায়। কমপক্ষে ১ থেকে ২ মাস পূর্বে এপোয়েন্টমেন্ট নিলে নিজের সুবিধা অনুযায়ী ডেট পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে উল্লেখযোগ্য যে, এপোয়েন্টমেন্ট নেয়ার সময়ই এই হাসপাতালের ডাক্তারের ফি পরিশোধ করে দিতে হয়। অনলাইনে ডাক্তারের এপোয়েন্টমেন্টের জন্যে আমাদের সাথে 9932964470 নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেইসবুক পেজ এ মেসেজ করতে পারেন । ক্রিশ্চান মেডিকেল কলেজ হাসপাতাল বা সিএমসি হাসপাতালে নিন্মোক্ত দুই ধরনের ডাক্তারের এপোয়েন্টমেন্ট নেয়া যায়ঃ

(১) বিশেষজ্ঞ বা প্রাইভেট ডাক্তার
(২) জেনারেল ডাক্তার

বিশেষজ্ঞ বা প্রাইভেট ডাক্তারঃ
কোন বিশেষ রোগ সম্পর্কে সুদীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তারগন এই শ্রেণির অন্তর্ভূক্ত। পর্যাপ্ত সময় নিয়ে আন্তরিকতার সাথে রোগী দেখানোর সুযোগ এখানে রয়েছে। তাই রোগীরা প্রাইভেট ডাক্তার বা এই শ্রেণীর ডাক্তার দেখাতেই অধিক পছন্দ করেন।

জেনারেল ডাক্তারঃ
জেনারেল ডাক্তার হলো তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারগন। এই শ্রেণির ডাক্তারগন সাধারনভাবে গড়ে রোগী দেখে থাকেন বলে এখানে ব্যাক্তিগতভাবে রোগীর প্রতি মনযোগ দেয়ার সুযোগ কম থাকে।

এপোয়েন্টমেন্টের ফিস :-

প্রাইভেট ডাক্তারঃ 1000 rupee
জেনারেল ডাক্তারঃ 400 rupee

এপোয়েন্টমেন্ট নিতে হলে আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি, আপনার পেশা , আপনার মোবাইল নম্বর , কোন ডিপার্মেন্ট এর এপয়েন্টমেন্ট নিবেন সেই ডিপার্মেন্ট এর নাম এবং কোন ডেট এ এপয়েন্টমেন্ট নিতে চান সেই ডেট লিখে আমাদের মেইল করতে হবে ([email protected]). মেইল করার পর আমরা আপনার এপ্লিকেশন রেজিস্ট্রেশন করবো । রেজিস্ট্রেশন করার পর আপনাকে জানানো হবে কোন ডেট এ এপয়েন্টমেন্ট ফাঁকা আছে । তারপর আমাদের bank ac অথবা phonepe এ আপনাকে এপোয়েন্টমেন্টের ফিস পরিশোধ করতে হবে। এপোয়েন্টমেন্টের ফিস পরিশোধ করার ২/৩ ঘন্টার মধ্যেই আপনি আপনার এপোয়েন্টমেন্ট লেটার আপনার মেইল আইডি তে পায়ে যাবনে ।

CMC হসপিটালের বিভিন্ন রোগ এর ডিপার্মেন্ট গুলো নিম্নে দেয়া হলো :-

১। কার্ডিওলজি(হৃদ রোগের জন্যে)
২। কার্ডিয়াক সার্জারী( হৃদরোগের অপারেশনের জন্যে)
৩। অর্থোপেডিকস(হাড় সংক্রান্ত চিকিৎসা)
৪। হেপাটলজী(লিভার সংক্রান্ত)
৫। হেমাটলজী(রক্তে সমস্যা সংক্রান্ত)
৬। মেডিকেল অনকলজী( নানাবিধ ক্যান্সার)
৭। ইএনটি(নাক কান গলা)
৮। ডেন্টাল এন্ড ওরাল সার্জারী( দাঁত ও মুখের অপারেশন)
৯। ডারমাটলজী( চর্ম ও যৌন)
১০। এন্ডোক্রিনোলজী( হরমন, ডায়াবেটিক সংক্রান্ত)
১১। এন্ড্রোক্রয়াইন সার্জারী( ডায়াবেটিক, হরমন রোগের অপারেশন)
১২। গাইনাকোলজী( স্ত্রী রোগ সংক্রান্ত)
১৩। গাইনকোলজিক সার্জারী( স্ত্রী রোগ সার্জারী)
১৪। নিওরো মেডিসিন(স্নায়ু রোগ)
১৫। নিওরো সার্জারী( স্নায়ু রোগ সংক্রান্ত সার্জারী)
১৬। ইনফার্টিলিটি(বন্ধাত্ব)
১৭। নেফ্রোলজী( কিডনী সংক্রান্ত)
১৮। পালমোনারী মেডিসিন( ফুসফুস সংক্রান্ত)
১৯। রেডিওলোজী( ক্যান্সার সংক্রান্ত)
২০। সার্জারি( অপারেশন)
২১। পেডিয়েট্রিক( শিশু)
২২। গ্যাস্ট্রোএন্ট্রোলজী( পরিপাক সংক্রান্ত)
২৩। ইউরোলজী বিভাগ (মূত্র / কিডনী সংক্রান্ত)
২৪। মেডিসিন বিভাগ

অনলাইন এ এপয়েন্টমেন্ট এর অনেক সুবিধা আছে সেগুলো হলো, আপনি যেমন আপনার হাসপাতাল আইডি দিয়ে চেক করতে পারবেন । আপনার এপয়েন্টমেন্ট এর ডেট পরিবর্তন করতে পারবেন কিন্তু শুধুমাত্র ১ বার এর ডেট পরিবর্তন করা যাই । আপনি সিমসি তে যাওয়ার পর ও ওখানে সরাসরি এপয়েন্টমেন্ট নিতে পারবেন কিন্তু আপনাকে ওখানে ৫/৭ দিন থাকতে হবে, কারণ সিমসি যাওয়ার সাথে সাথে আপনি এপয়েন্টমেন্ট পাবেন না । সুতরাং ৫/৭ দিন থাকা মানে আপনার এক্সট্রা খরচ। অতএব সময় নষ্ট না করে আপনি আপনার এপয়েন্টমেন্ট টি আজি বুকিং করে রাখুন। আমরা ইন্ডিয়ান ট্রেন এবং এয়ার টিকেট খুব কম রেটে দিয়ে থাকি ।

যারা ডাক্তার এপয়েন্টমেন্ট অথবা ইন্ডিয়ান ট্রেন এবং এয়ার টিকেট নিতে চান তারা আমাদের মেইল অথবা কল করুন । আমাদের ফেইসবুক এ মেসেজ ও আমাদের পোস্ট এ কমেন্ট করতে পারেন ।

আমরা ইন্ডিয়ান ট্রেন, এয়ার এবং বাস এর টিকেট করে থাকি । আপনি আপনার ঘরে বসেই টিকেট পাবেন । ইন্ডিয়ান যেকোনো জায়গার ট্রেন , এয়ার , বাস এর টিকেট নিতে হলে আমাদের ফেইসবুক এ মেসেজ অথবা আমাদের ফোন নম্বর এ কল অথবা পোস্ট এর শেষে কমেন্ট করতে পারেন । আমাদের টিকেট প্রসেস টি হচ্ছে আমরা প্রথমে আপনার তারিক অনুযায়ী চেক করে জানাবো যে ট্রেন অথবা বাস এর সিট ফাঁকা আছে কিনা, তারপর যদি সিট ফাঁকা থাকে তাহলে টিকেট নিতে চাইলে আপনাকে আমাদের কিছু অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে , phonepe অথবা আমাদের ব্যাঙ্ক একাউন্টে, আমরা অ্যাডভান্স পেমেন্ট পাবার পর আপনি ১ ঘন্টার মধ্যেই টিকেট পায়ে যাবেন আপনার মেইল আইডি তে এবং ওটা প্রিন্ট করে নিবেন আর ওটাই হচ্ছে ফাইনাল টিকেট , আপনাকে রেল স্টেশন যাওয়ার পর আর কোনো টিকেট সংগ্রহ করতে হবে না । আমাদের সাথে আপনার ইন্ডিয়া ভ্রমণ কে সুন্দর করে তুলুন ।

Bookleen এর সাথে আপনার ইন্ডিয়া ভ্রমণ কে করে তুলুন সুন্দর ও আনন্দময় ।

Mobi- +9932964470 (imo,whatsapp, viver)
E-mail- [email protected]

কলকাতা থেকে ভেলোর (CMC)  এবং চেন্নাই :-কলকাতা থেকে প্রতিদিন অনেকজন পশ্চিমবঙ্গ এর বাইরে যাই চিকিৎসা এর জন্যে । বেশিরভাগ য...
26/09/2021

কলকাতা থেকে ভেলোর (CMC) এবং চেন্নাই :-

কলকাতা থেকে প্রতিদিন অনেকজন পশ্চিমবঙ্গ এর বাইরে যাই চিকিৎসা এর জন্যে । বেশিরভাগ যাই ভেলোর CMC অথবা চেন্নাই অ্যাপোলো হসপিটালে । আজ আমরা আলোচনা করবো কলকাতা থেকে চেন্নাই অথবা ভেলোর কিভাবে যাওয়া যাই । কলকাতা থাকে ভেলোর যাওয়ার জন্যে প্রতিদিন ৩ থাকে ৪ টি ট্রেন আছে । ভেলোর এর রেল স্টেশন এর নাম হচ্ছে katpadi স্টেশন । katpadi স্টেশন থেকে CMC হাসপাতাল খুব কাছেই । আপনি সরাসরি কলকাতা থেকে কাটপাড়ি ট্রেন এ যেতে পারবেন, যদি কাটপাড়ি এর ট্রেন এর সিট ফাঁকা না থাকে তাহলে আপনি কলকাতা টু চেন্নাই যাওয়ার পর চেন্নাই থাকে কাটপাড়ি যেতে পারবেন কিন্তু যদি কলকাতা টু চেন্নাই এর ট্রেন এর সিট ফাঁকা থাকে তবেই । চেন্নাই টু কাটপাড়ি যেতে সময় লাগে ১.৩০ ঘন্টা। আপনি কলকাতা থেকে চেন্নাই এয়ার এ করেও যেতে পারবেন , অথবা ঢাকা থেকে চেন্নাই এয়ার এ যেতে পারবেন । এয়ার এর টিকেট কমপক্ষে ১ মাস আগে থেকে বুকিং করে রাখলে প্রাইস কম পাওয়া যাই । নিচে কলকাতা তো কাটপাড়ি এবং কলকাতা তো চেন্নাই এর ট্রেন এর বিস্তারিত তথ্য দেয়া হলো ।

কলকাতা টু কাটপাড়ি :------------------

১- HWH YPR EXPRESS (প্রতিদিন চলে ) সময় - রাত 11 টা
নন এসি স্লীপার - 885/-
এসি স্লীপের (3A)- 2225/-
এসি স্লীপের (2A)- 3095/-

৩- HWH YPR AC EXP ( সোমবার ) সময় - সকাল ১০.৫৫
এসি স্লীপের (3A) - 1875/-
এসি স্লীপের (2A)- 2700/-
এসি স্লীপের (1A)- 4595/-

৫- SHM NCJ SPL (বুধবার ) সময়- রাত ১১.৩০
নন এসি স্লীপার - 710/-
এসি স্লীপের (3A)- 1860/-
এসি স্লীপের (2A)- 2675/-

৬- SHM TVC SPL (বুধবার / সোমবার) সময় - রাত 12.07
নন এসি স্লীপার - 730/-
এসি স্লীপের (3A)- 1910/-
এসি স্লীপের (2A)- 2750/-

৭- HWH MYS EXPRESS (শুক্রবার ) সময় - বিকাল ৪.১০
নন এসি স্লীপার - 890/-
এসি স্লীপের (3A)- 2245/-
এসি স্লীপের (2A)- 3120/-

৮- HWH PDY EXP (রবিবার ) সময়- রাত ১১.৩০
নন এসি স্লীপার - 885/-
এসি স্লীপের (3A)- 2225/-
এসি স্লীপের (2A)- 3095/-

কলকাতা টু চেন্নাই :---------------------------

১- HWH MAS MAIL ( প্রতিদিন চলে ) সময়- রাত ১১.৪৫
নন এসি স্লীপার - 695/-
এসি স্লীপের (3A)- 1825/-
এসি স্লীপের (2A)- 2625/-

২- KANNYAKUMARI EXP (সোমবার ) সময়- বিকাল ৪.১০
নন এসি স্লীপার - 700/-
এসি স্লীপের (3A)- 1840/-
এসি স্লীপের (2A)- 2645/-

৩- COROMANDAL EXP (প্রতিদিন চলে ) সময় - দুপুর 3.30
নন এসি স্লীপার - 695/-
এসি স্লীপের (3A)- 1825/-
এসি স্লীপের (2A)- 2625/-

৪- SRC MAS AC EXP ( মঙ্গলবার , শুক্রবার ) সময় - সন্ধ্যা 6 টা
এসি স্লীপের (3A)- 1825/-
এসি স্লীপের (2A)- 2625/-

উপরে বর্ণিত ট্রেন গুলোর ভাড়া রুপী হিসাবে দেয়াও হয়েছে ।

এই ট্রেন গুলো ছাড়াও মাঝে মাঝে ইন্ডিয়ান রেল অনেকসময় কিছু কিছু স্পেশাল ট্রেন চালু করে । ঐসব ট্রেন গুলো কিছুদিন এর জন্যে চলে।

ইন্ডিয়া এর ট্রেন, বাস, এয়ার এর টিকেট আমরা বুকিং করে থাকি । CMC ডাক্তার এপয়েন্টমেন্ট পাবেন আমাদের কাছ থেকে । কোনোকিছু জানার থাকলে আমাদের মেইল করুন ।

mail id- [email protected]
Call= 9932964470

10% Off.Call Us for more details9932964470
21/09/2021

10% Off.
Call Us for more details
9932964470

গ্রুপ ফেয়ার বলতে কি বোঝায় ? ধরুন আপনারা 15 জন একই সাথে কোথাও যেতে চাইছেন, সেই 15 জন এর একই সাথে একটা গ্রুপ এ টিকিট করাকে...
19/08/2021

গ্রুপ ফেয়ার বলতে কি বোঝায় ? ধরুন আপনারা 15 জন একই সাথে কোথাও যেতে চাইছেন, সেই 15 জন এর একই সাথে একটা গ্রুপ এ টিকিট করাকে গ্রুপ ফেয়ার বলে। কিন্তু আমরা সেই গ্রুপ টিকিট আলাদা ভাবে প্রসেস করে থাকি।

আমরা কিভাবে গ্রুপ টিকিট দিয়ে থাকি সেটা বলা যাক। উদাহরণ হিসেবে বলা যাক আজ 20 অগাস্ট 2021 তারিক এ কলকাতা থেকে চেন্নাই এর 30 সেপ্টেম্বর এর spicejet এর সকল 9 টার ফ্লাইট এর টিকিট এর দাম 3000 রুপি, আমরা তখন এই 3000 রুপি দাম দিয়ে 15 অথবা 20 জন এর একটা গ্রুপ টিকিট করে রাখি। কিন্তু আপনি যখন 20 অথবা 25 সেপ্টেম্বর তারিক এ কলকাতা থেকে চেন্নাই এর 30 এ সেপ্টেম্বর এর সেই spicejet এর টিকিট করতে যাবেন তখন সেই ভাড়া টা হয়ে যায় 5000 থেকে 6000 রুপি। আপনি তখন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সেই টিকিট টি 3200 রুপি যে পেতে পারেন

আমাদের কাছে যেসব জায়গায় গ্রুপ টিকিট গুলি থাকে সেগুলো হলো কলকাতা to চেন্নাই/ ব্যাঙ্গালোরে/ bagdogra/ আহমেদাবাদ/ দিল্লি / গুয়াহাটি/ হায়দ্রাবাদ/জয়পুর/ মুম্বাই এবং দিল্লি to ব্যাঙ্গালোরে/ গোয়া/ কোলকাতা/ পাটনা এবং bagdogra to কোলকাতা/ মুম্বাই/ চেন্নাই/ ব্যাঙ্গালোরে/ দিল্লি আরো অনেক অনেক জায়গায় গ্রুপ টিকিট আমাদের কাছে পাবেন।

গ্রুপ টিকিট এর কন্ডিশন হলো এই টিকিট একবার বুকিং করে নিলে আপনি আর সেই টিকিট এর তারিক পরিবর্তন করতে পারবেন না বা টিকিট ক্যান্সেল করলে কোনো রুপি ফেরত পাবেন না। আমাদের কাছে টিকিট নিতে চাইলে আমার প্রথমে কিছু পেমেন্ট এডভান্স নিয়ে থাকি, তারপর আপনি আপনার টিকিট পাবেন। টিকিট নিতে চাইলে আমাদের কে কল, মেসেজ করুন।

ধন্যবাদন্তে
bokleen team

call/whatsapp- 9932964470
web-bookleen.com
email-info@bookleen. com

17/08/2021
Bookleen কি?Bokleen হচ্ছে একটি ট্যুর এবং ট্রাভেল এজেন্সি। এখন আপনি বলতে পারেন যে অনেক তো ট্রাভেল এজেন্সি আছে তাহলে আপনার...
17/08/2021

Bookleen কি?

Bokleen হচ্ছে একটি ট্যুর এবং ট্রাভেল এজেন্সি। এখন আপনি বলতে পারেন যে অনেক তো ট্রাভেল এজেন্সি আছে তাহলে আপনার কি আলাদা। আমরা কি আলাদা কেনো আলাদা সেটা জানতে চাইলে আপনাকে আমাদের এই পোস্ট টা পড়তে হবে। আপনি যদি কিছুদিন এর মধ্যে কোথাও ভ্রমণ করবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের পোস্ট টি পড়ুন, আপনার এই উপকার হবে।

ধরুন আপনি কোথায় যাতায়াত করতে চাইছেন এবং আপনি সেই জায়গা টা যাওয়ার জন্য ফ্লাইট এ করে যাবেন। এখন ফ্লাইট টিকিট করার জন্য আপনি হয়তো কোনো অনলাইন ওয়েবসাইট যেমন easemytrip, makemytrip, goibibo আরো অনেক ওয়েবসাইট আছে সেগুলোতে টিকিট দেখবেন অথবা আপনার পাশাপাশি কোনো ট্রাভেল এজেন্সি এর দোকান এ যাবেন অথবা আপনার কোনো পরিচিত কাউকে বলবেন যে অনেকবার ফ্লাইট এ ভ্রমণ করেছেন এরকম কাউকে, কিন্তু আপনাকে সব থেকে কম দামে টিকিট দিয়ে সাহায্য করে থাকবে একমাত্র bookleen,

এবার আপনাকে বলি bookleen কিভাবে কম দামে টিকিট দিয়ে থাকবে। প্রথমত আপনাকে বলি ফ্লাইট টিকিট অনেক রকমের হয়ে থাকে যেমন- coupan fare, corporate fare, group fare, sme fare, আপনি যখন নিজে কোনো অনলাইন ওয়েবসাইটে বুকিং করবেন তখন এইসব fare গুলো আপনি পাবেন না, শুধুমাত্র general fare গুলো অনলাইন ওয়েবসাইটে দেখায়। বাকি fare গুলো শুধুমাত্র অফলাইনে পাবেন। প্রতিটি ট্রাভেল এজেন্সি এর সাথে আমাদের যোগাযোগ আছে এবং সবগুলোর এজেন্সি বুকিং লগিন আমাদের থাকে, যার সাহায্যে আমরা সব থেকে কম fare টি চেক করে টিকিট দিয়ে থাকি।

আমরা শুধুমাত্র টিকিট এই দিয়ে থাকি না , কোথাও ভ্রমণ করতে চাইলে সেখানে কিভাবে যাবেন, সেই জায়গার কোথায় থাকলে ভালো হবে, কম খরচে কিভাবে ভ্রমণ সফল হবে, সব তথ্য আমাদের কাছে পাবেন। আমাদের আরো একটি ওয়েবসাইট আছে সেটা বাংলাদেশ এর জন্য যার ফেসবুক লিংক হলো – https://www.facebook.com/bdindi17/ আমরা কয়েক বছর থেকে ট্রাভেল ব্যাবসা তে আছি। আমাদের কাছে টিকিট নিতে চাইলে আমরা প্রথমে কিছু পেমেন্ট এডভান্স নিয়ে থাকি । আপনি টিকিট নিতে চাইলে আমাদের কে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদন্তে- bookleen team
www.bookleen.com
mobile- 9932964470
email- [email protected]

17/08/2021
17/08/2021

Address

Nischintapur
Rampur Hat
731224

Alerts

Be the first to know and let us send you an email when BookLeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BookLeen:

Share

Category


Other Rampur Hat travel agencies

Show All