Soud Air International Chattogram

Soud Air International Chattogram পাসপোর্ট ভিসা প্রসেসিং এয়ারলাইন্স টিকেটিং এবং হজ্ব ও ওমরার যাবতীয় কাজের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী।

24/06/2024
21/06/2024

আসসালামু আলাইকুম

🕋 অক্টোবর ও নভেম্বর মাসের ওমরাহ কাফেলা সমূহ

(১)🗣️*চট্টগ্রাম -জেদ্দা জেদ্দা-চট্টগ্রাম* ( সালাম এয়ার )✈️
*যাওয়া- ০৬ নভেম্বর
*আসা- ১৯ নভেম্বর
💵১,১৮,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(২)🗣️*চট্টগ্রাম -জিদ্দা জেদ্দা--চট্টগ্রাম* ( বাংলাদেশ বিমান)✈️
*যাওয়া- ১০ নভেম্বর*
*আসা- ২৩ নভেম্বর*
💴 ১,৩৫,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(৩)🗣️*চট্টগ্রাম -মদিনা জেদ্দা-চট্টগ্রাম* ( এয়ার এরাবিয়া )✈️
*যাওয়া- ১১ নভেম্বর
*আসা- ২৫ নভেম্বর*
💴 ১,২০,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(৪)🗣️*চট্টগ্রাম -জিদ্দা মদিনা--চট্টগ্রাম* ( বাংলাদেশ বিমান)✈️
*যাওয়া- ১৭ নভেম্বর
*আসা- ৩০ নভেম্বর*
💴 ১,৩৫,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(৫)🗣️*চট্টগ্রাম -জিদ্দা মদিনা--চট্টগ্রাম* ( এয়ার এরাবিয়া )✈️
*যাওয়া- ১৭ নভেম্বর
*আসা- ৩০ নভেম্বর*
💴 ১,২০,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(৬)🗣️*চট্টগ্রাম -জিদ্দা মদিনা--চট্টগ্রাম* ( এয়ার এরাবিয়া )✈️
*যাওয়া- ২৫ নভেম্বর
*আসা- ০৮ ডিসেম্বর
💴 ১,২০,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

(৭)🗣️*চট্টগ্রাম -জিদ্দা জেদ্দা--চট্টগ্রাম* ( বাংলাদেশ বিমান)✈️
*যাওয়া- ২৭ নভেম্বর*
*আসা- ১১ ডিসেম্বর*
💴 ১,৪০,০০০/=
সাথে থাকবে অভিজ্ঞ মোয়াল্লিম

*প্যাকেজে যা কিছু অন্তর্ভুক্ত*
১. এয়ার টিকেট
২. ভিসা
৩. ফুল ট্রান্সপোর্ট
৪. তিন বেলা সম্পুর্ণ দেশীয় খাবার
৫. হোটেল
৬. মক্কা- মদিনা শরীফের জিয়ারা
৭. মদিনা শরীফের রিয়াজুল জান্নাতের এপয়নমেন্ট
৮. সার্বক্ষণিক গাইড ( মোয়াল্লেম)

প্যাকেজ যা কিছু অন্তর্ভুক্ত নয়
১. যেকোন ধরনের ব্যক্তিগত খরচ
২.তায়েফ / জ্বীন পাহাড়

এছাড়াও ফুল প্যাকেজের বাহিরে টিকেট ও ভিসা দেওয়া যাবে।

☎️যোগাযোগ
🪧 চট্টগ্রাম অফিস
চকভিউ সুপার মার্কেট ( ৩য় তলা), অলিখা মসজিদ মোড়, কলেজ রোড়, চকবাজার, চট্টগ্রাম।

লোহাগাড়া অফিস
আইস পার্ক (২য় তলা হোটেল ইনসাফ উপরে), আমিরাবাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
📞01863992150
📞01745784466
======================

08/06/2024
 #হজ্ব_পরবর্তী_ওমরা_প্যাকেজে_বিশেষ_অফার !!!ওমরাহ সম্পূর্ণ প্যাকেজ মাত্র ১,২০,০০০/ টাকায়(এই অফারে বুকিং এর শেষ তারিখ ১৫ জ...
23/05/2024

#হজ্ব_পরবর্তী_ওমরা_প্যাকেজে_বিশেষ_অফার !!!
ওমরাহ সম্পূর্ণ প্যাকেজ মাত্র ১,২০,০০০/ টাকায়
(এই অফারে বুকিং এর শেষ তারিখ ১৫ জুন ২০২৪ পর্যন্ত)
🔴🔴 সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি সবচেয়ে সেরা সার্ভিস 🔴🔴
অভিজ্ঞ মোয়াল্লেমের সুনিবিড় তত্ত্ববধানে, শরীয়ত সম্মত নিয়মে ওমরাহ পালন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
মহান আল্লাহ তায়ালার ঘরের সামনে বসে ইবাদত করার মধ্যে যে কি এক অসাধারণ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মত না।
✅✅ বর্তমানে ওমরা প্যাকেজে আমাদের ২টি ওমরা গ্রুপ মক্কায় ও
১টি ওমরাহ্‌ গ্রুপ মদিনায় অবস্থায় করছে।আগামী জুলাই মাসের ১৫ তারিকের মধ্যে আমাদের ওমরা গ্রুপ যাবে, ইনশাআল্লাহ্‌।
✅ ওমরা প্যাকেজ শুরু মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায়
✅ ওমরা ও হজ্জের জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:
⁨01863-992150⁩ / 01745-784466
বারবার ওমরা করা, তাওয়াফ করা, আসুয়াদ পাথরকে চুম্বন করা, মাকামে ইব্রাহীমে বসে নামাজ পড়া, কাবা শরীফ স্পর্শ করে মনের কথা গুলো মহান রবের দরবারে পেশ করার মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হয়।
🎯 হজ্ব পরবর্তী ওমরা গ্রুপের সম্ভাব্য তারিখঃ
১) ১০-১৫ জুলাই এর মধ্যে বাংলাদেশ বিমানে ডিরেক্ট ফ্লাইট
২) ১০-১৫ জুলাই এর মধ্যে চট্টগ্রাম থেকে ট্রানজিট ফ্লাইট
(বিমানের সিডিউল বা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তারিখগুলো কয়েকদিন আগে পরে হতে পারে)
=====🟠🟠 ওমরা প্যাকেজ - A - ট্রানজিট ফ্লাইট 🟠🟠=====.............................................................
🟩🟩 A ECONOMY PACKAGE.............................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা রিটার্ন বিমান টিকেট হোটেল খাবার পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,১০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,২০,০০০/= টাকা। (খাবার সহ).........................................................
🟩🟩 A PREMIUM PACKAGE..........................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ১০০-২০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা রিটার্ন বিমান টিকেট হোটেল খাবার পরিবহন
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,২০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৩০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
=====🟠🟠ওমরা প্যাকেজ - B - ডাইরেক্ট ফ্লাইট 🟠🟠======..................................................................................
🟩🟩 B ECONOMY PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা রিটার্ন বিমান টিকেট খাবার হোটেল পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৩০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার সহ)..................................................................................
🟩🟩 B PREMIUM PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ১০০-২০০ মিটার দূরত্ব। (৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা রিটার্ন বিমান টিকেট খাবার হোটেল পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৫০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
✅✅ সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও শুধুমাত্র ওমরা ভিসা ও টিকেট করে দেয়ার ব্যবস্থা আছে ✅
🔹 শিশুদের খরচ বয়সভেদে কম-বেশি হয়ে থাকে৷
বিঃদ্রঃ বিমান ভাড়া কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তনশীল৷
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
⬛⬛ আমাদের প্যাকেজের বৈশিষ্টসমূহ ⬛⬛
✔ প্যাকেজের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে ওমরা পরিচালিত হয় ।
✔ ৩ মাসের ওমরা ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ ৩ তারকা থেকে ৫ তারকা পর্যন্ত যে কোন হোটেলের প্যাকেজ নেয়ার ব্যবস্থা আছে ।
✔ আধুনিক যানবাহনে মক্কা, মদিনা ও জেদ্দার অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন সেবা দেয়া হয় ।
✔ যে কোন দিন যে কোন সংখ্যক ব্যক্তি প্যাকেজ নিতে পারবেন অথবা চাইলে গ্রুপের সাথেও ট্রাভেল করতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ইচ্ছেমতো মক্কা, মদিনা অথবা জেদ্দায় অবস্থানকালীন সময় বাড়াতে কমাতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ১৫ দিন, ১ মাস বা ৩ মাস অবস্থান করার ব্যবস্থা করে দেয়া হয়।
✔ উমরাহ্ করতে যাওয়া বা আসার সময় আপনি অন্য দেশেও ভিজিট করতে পারবেন, যেমন- দুবাই, তুরস্ক, মিশর ইত্যাদি।
✔ ট্রাভেলের পূর্বে প্যাকেজ এর সম্পূর্ণ আইটিনেরারি প্রদান করা হয়। যেখানে উল্লেখ থাকে-
▶ কে এয়ারপোর্টে রিসিভ করবে এবং তার ফোন নাম্বার কি ?
▶ কোন হোটেলে বুকিং করা হয়েছে এবং তার বুকিং কনফার্মেশন নাম্বার কত ?
▶মক্কা এবং মদিনায় কবে জিয়ারা (ট্যুর) করানো হবে এবং কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ?
▶প্যাকেজ চলাকালীন সময়ে অপ্রত্যাশিত কোন বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং তার ফোন নাম্বার কত ?
▶মক্কা, মদিনা অথবা জেদ্দা থেকে এয়ারপোর্টে ফেরার দিন কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ইত্যাদি ।
🟢 ওমরা এজেন্টদের জন্য বিশেষ সুবিধা দেয়া হচ্ছে।
🟩 শর্তসমূহ-
অবশ্যই ডাবল ডোজ করোনা ভ্যাকসিন দেয়া থাকতে হবে।
আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, সর্বোত্তম সেবার নিশ্চয়তায় স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।
✅ ২০২৫ ও ২০২৬ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন --

চট্টগ্রাম অফিস -

🏢 SOUD AIR INTERNATIONAL

চকভিউ সুপার মার্কেট (৩য় তলা), অলিখা মসজিদ মোড়,কলেজ রোড়,চকবাজার, চট্টগ্রাম।
📞01863-992150 / 01745-784466

লোহাগাড়া অফিস-

🏢 SOUD AIR INTERNATIONAL

আইস পার্ক (২য় তলা) হোটেল ইনসাফ এর উপরে , আমিরাবাদ ,লোহাগাড়া , চট্টগ্রাম।
📞01831-728894 / 01872-745574/ 01839-011254
স্বপ্নের মক্কা যাত্রা হোক নিশ্চিন্তে, নিরাপদে ।
আপনার উমরাহ হজ্জ যাত্রা সফল করতে আমরা আছি আপনার পাঁশে...

12/05/2024

#হজ্ব_পরবর্তী_ওমরা_প্যাকেজে_বিশেষ_অফার !!!
ওমরাহ সম্পূর্ণ প্যাকেজ মাত্র ১,২০,০০০/ টাকায়
(এই অফারে বুকিং এর শেষ তারিখ ৩০ মে ২০২৪ পর্যন্ত)
🔴🔴 সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি সবচেয়ে সেরা সার্ভিস 🔴🔴
অভিজ্ঞ মোয়াল্লেমের সুনিবিড় তত্ত্ববধানে, শরীয়ত সম্মত নিয়মে ওমরাহ পালন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
মহান আল্লাহ তায়ালার ঘরের সামনে বসে ইবাদত করার মধ্যে যে কি এক অসাধারণ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মত না।
✅✅ বর্তমানে ওমরা প্যাকেজে আমাদের ২টি ওমরা গ্রুপ মক্কায় ও
১টি ওমরাহ্‌ গ্রুপ মদিনায় অবস্থায় করছে।আগামী জুলাই মাসের ১৫ তারিকের মধ্যে আমাদের ওমরা গ্রুপ যাবে, ইনশাআল্লাহ্‌।
✅ ওমরা প্যাকেজ শুরু মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায়
✅ ওমরা ও হজ্জের জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:
⁨01863-992150⁩ / 01745-784466
বারবার ওমরা করা, তাওয়াফ করা, আসুয়াদ পাথরকে চুম্বন করা, মাকামে ইব্রাহীমে বসে নামাজ পড়া, কাবা শরীফ স্পর্শ করে মনের কথা গুলো মহান রবের দরবারে পেশ করার মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হয়।
🎯 হজ্ব পরবর্তী ওমরা গ্রুপের সম্ভাব্য তারিখঃ
১) ১০-১৫ জুলাই এর মধ্যে বাংলাদেশ বিমানে ডিরেক্ট ফ্লাইট
২) ১০-১৫ জুলাই এর মধ্যে চট্টগ্রাম থেকে ট্রানজিট ফ্লাইট
(বিমানের সিডিউল বা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তারিখগুলো কয়েকদিন আগে পরে হতে পারে)
=====🟠🟠 ওমরা প্যাকেজ - A - ট্রানজিট ফ্লাইট 🟠🟠=====.............................................................
🟩🟩 A ECONOMY PACKAGE.............................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,১০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,২০,০০০/= টাকা। (খাবার সহ).........................................................
🟩🟩 A PREMIUM PACKAGE..........................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ১০০-২০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,২০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৩০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
=====🟠🟠ওমরা প্যাকেজ - B - ডাইরেক্ট ফ্লাইট 🟠🟠======..................................................................................
🟩🟩 B ECONOMY PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার +হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৩০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার সহ)..................................................................................
🟩🟩 B PREMIUM PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ১০০-২০০ মিটার দূরত্ব। (৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার +হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৫০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
✅✅ সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও শুধুমাত্র ওমরা ভিসা ও টিকেট করে দেয়ার ব্যবস্থা আছে ✅
🔹 শিশুদের খরচ বয়সভেদে কম-বেশি হয়ে থাকে৷
বিঃদ্রঃ বিমান ভাড়া কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তনশীল৷
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
⬛⬛ আমাদের প্যাকেজের বৈশিষ্টসমূহ ⬛⬛
✔ প্যাকেজের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে ওমরা পরিচালিত হয় ।
✔ ৩ মাসের ওমরা ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ ৩ তারকা থেকে ৫ তারকা পর্যন্ত যে কোন হোটেলের প্যাকেজ নেয়ার ব্যবস্থা আছে ।
✔ আধুনিক যানবাহনে মক্কা, মদিনা ও জেদ্দার অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন সেবা দেয়া হয় ।
✔ যে কোন দিন যে কোন সংখ্যক ব্যক্তি প্যাকেজ নিতে পারবেন অথবা চাইলে গ্রুপের সাথেও ট্রাভেল করতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ইচ্ছেমতো মক্কা, মদিনা অথবা জেদ্দায় অবস্থানকালীন সময় বাড়াতে কমাতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ১৫ দিন, ১ মাস বা ৩ মাস অবস্থান করার ব্যবস্থা করে দেয়া হয়।
✔ উমরাহ্ করতে যাওয়া বা আসার সময় আপনি অন্য দেশেও ভিজিট করতে পারবেন, যেমন- দুবাই, তুরস্ক, মিশর ইত্যাদি।
✔ ট্রাভেলের পূর্বে প্যাকেজ এর সম্পূর্ণ আইটিনেরারি প্রদান করা হয়। যেখানে উল্লেখ থাকে-
▶ কে এয়ারপোর্টে রিসিভ করবে এবং তার ফোন নাম্বার কি ?
▶ কোন হোটেলে বুকিং করা হয়েছে এবং তার বুকিং কনফার্মেশন নাম্বার কত ?
▶মক্কা এবং মদিনায় কবে জিয়ারা (ট্যুর) করানো হবে এবং কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ?
▶প্যাকেজ চলাকালীন সময়ে অপ্রত্যাশিত কোন বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং তার ফোন নাম্বার কত ?
▶মক্কা, মদিনা অথবা জেদ্দা থেকে এয়ারপোর্টে ফেরার দিন কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ইত্যাদি ।
🟢 ওমরা এজেন্টদের জন্য বিশেষ সুবিধা দেয়া হচ্ছে।
🟩 শর্তসমূহ-
অবশ্যই ডাবল ডোজ করোনা ভ্যাকসিন দেয়া থাকতে হবে।
আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, সর্বোত্তম সেবার নিশ্চয়তায় স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।
✅ ২০২৫ ও ২০২৬ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন --

চট্টগ্রাম অফিস -

🏢 SOUD AIR INTERNATIONAL

চকভিউ সুপার মার্কেট (৩য় তলা), অলিখা মসজিদ মোড়,কলেজ রোড়,চকবাজার, চট্টগ্রাম।
📞01863-992150 / 01745-784466

লোহাগাড়া অফিস-

🏢 SOUD AIR INTERNATIONAL

আইস পার্ক (২য় তলা) হোটেল ইনসাফ এর উপরে , আমিরাবাদ ,লোহাগাড়া , চট্টগ্রাম।
📞01831-728894 / 01872-745574/ 01839-011254
স্বপ্নের মক্কা যাত্রা হোক নিশ্চিন্তে, নিরাপদে ।
আপনার উমরাহ হজ্জ যাত্রা সফল করতে আমরা আছি আপনার পাঁশে...

30/09/2020

প্রিয় গ্রাহক, আসসালামু আলাইকুম।

আগামীকাল 01 অক্টোবর 2020 থেকে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন সহ সকল GCC অধিভুক্ত দেশ সমূহের মেডিকেল পুনরায় চালু হচ্ছে।
✅ মেডিকেল স্লিপ রেজিস্ট্রেশন ফি মাত্র 1100/- টাকা
✅ নির্দিষ্ট মেডিকেল সেন্টারে Appointment (চয়েস স্লিপ) এর জন্য যোগাযোগ করুন।

যোগাযোগ: সৌউদ ইন্টারন্যাশনাল হজ্ব গ্রুপ ।
মদিনা টাওয়ার (নিচ তলা),অলিখা মোড়, কলেজ রোড়,চকবাজার, চট্টগ্রাম ।
মোবাইল : 01863-992150 , 01745-784466 (imo what's app)

28/09/2020

দুবাই রেড় ⛔ সিগন্যাল ব্যক্তিদের জন্য সুখবর।
চট্টগ্রাম টু দুবাই
০২ ও ০৪ ,০৯,১৩,১৫অক্টোবর
01863-992150

26/06/2020

ছুটিতে বাংলাদেশে যাওয়া কর্মীদের বিষয়ে

বাংলাদেশে যাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে তাদের কে প্যানিকড হওয়ার কোন কারন নেই। ইকামার মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত এই নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এনিয়ে দুশ্চিন্তা করে কিছুই করতে পারবেন না। তাই এই সময়ে দুশ্চিন্তা না করে ধীরস্থীর থেকে নিজেকে সুস্থ রাখারা চেষ্টা করুন।

সৌদি কর্তৃপক্ষ ইতোপূর্বে সব দূতাবাসেই নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, করোনা পরিস্থিতির শেষের দিকে বহিঃবিশ্বের কর্মীদের কিভাবে সৌদিতে আবার প্রবেশ করতে দিবে তার জন্য তারা প্রসিডিউর ঘোষণা করবে। এখনো কর্মীদের ফিরে আসার বিষয়ে কোন কিছু ঘোষণা করেনি সৌদি সরকার। ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করা যাচ্ছে।

করোনা শেষ হয়েছে মর্মে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়ার পর সংশ্লিষ্ট দেশের আগতব্য কর্মীর জন্য একটি প্রসিডিউর ঘোষণা করবে। তখন সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বর্তমানে প্রতিটা রাষ্ট্রই তার প্রায় সর্বশক্তি নিয়োজিত করেছে এই ভাইরাসের বিরুদ্ধে।

উপরের এই সংবাদ টি আমি আগে থেকেই প্রচার করছি।

সম্প্রতি আরবী দৈনিক আল রিয়াদে একটি সংবাদ প্রকাশের পর সৌদি গেজেটে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। যেখানে জাওয়াযাতের টুইটার একাউন্টের মাধ্যমে কাস্টমারের বিভিন্ন প্রশ্নোত্তরের জবাবের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত প্রবাসী কর্মীরা ফিরে আসতে পারবেনা। এই খবরকে অনেকে অনেক রং চং লাগিয়ে প্রচার করে বিভ্রান্তি ও আতংক তৈরি করছেন।

একটু লক্ষ করলে দেখবেন আমি যে বক্তব্যটি আরো আগে থেকেই প্রচার করছি সেটা এবং এটা একই কথা। বর্তমান করোনা ভাইরাস এর মহা সংকটকালে অন্য কোন দেশ থেকে নিজ দেশে কাউকে প্রবেশে করাকড়ি আরোপ করা বা সাময়িক স্থগিত রাখাটা বিশ্বের সকল দেশই তাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য করছে। এই ভাইরাসের একটা কুল কিনারা করাই এখন সকলের প্রধান লক্ষ। তাই সৌদি আরবের করোনা পরিস্থিতির দিকে সকলকে নজর রাখতে হবে, এবং সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জাওয়াযাতের এমন আরেকটি মন্তব্যকে কেন্দ্র করে আর কিছু আতংক ছরানো হচ্ছে। সেটা হলো সৌদির বাইরে থাকা অবস্থায় ইকামার মেয়াদ শেষ হলে তার ইকামার মেয়াদ বৃদ্ধি হবেনা । যাওয়াযাত টুইটারে সাধারনত এই ধরণের কমেন্ট করে থাকে গ্রাহকের নিম্নোক্ত প্রশ্নের প্রেক্ষিতেঃ
আমি তো বাইরে আছি আমার ইকামার মেয়াদ শেষ এখন কিভাবে বৃদ্ধি করতে হবে?

নিয়ম অনুযায়ী জাওয়াযাত উত্তর দেয় বাইরে থাকা অবস্থায় ইকামার মেয়াদ বৃদ্ধি করা যাবেনা।

এই জাতীয় কমেন্টকে কেন্দ্র করে অনেকেই প্রচার করছেন দেশে যাওয়ার যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আর ইকামার মেয়াদ বাড়বেনা। ফলে বিষয়টি করোনার সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন।

মূলত সৌদি কর্তৃপক্ষ এখনো এমন কোন ঘোষণা দেয়নি যে প্রবাসী কর্মীরা আর ফিরে আসতে পারবেনা। ভিসার মেয়াদ শেষ হোক কিংবা ইকামার মেয়াদ শেষ হোক, এসকল কর্মীরা কিভাবে পূনরায় কাজে যোগ দিতে পারবে তা পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

এসময়ে আপনার কফিল বা কোম্পানি আপনার ভিসার মেয়াদ বা ইকামার মেয়াদ কোনটাই বৃদ্ধি করতে পারবেন না।

এখন পর্যন্ত এটাই সর্বশেষ তথ্য।

মামুনুর রশিদ
শ্রম কল্যাণ উইং
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
২৫/০৬/২০২০
#করোনা #ভাইরাস #সৌদি #প্রবাসী #মক্কা #হজ্জ

ব্রেকিং নিউজ আল-হামদুলিল্লাহছুম্মা আল-হামদুলিল্লাহহজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন ক...
29/04/2020

ব্রেকিং নিউজ

আল-হামদুলিল্লাহ
ছুম্মা আল-হামদুলিল্লাহ

হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মসজিদ আল হারাম এবং মসজিদ আল নববি শীঘ্রই মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

14/03/2020

রোববার থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করছে সৌদি আরব
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন ১৪ মার্চ ২০২০, শনিবার | সর্বশেষ আপডেট: ২:১৮

করোনা ভাইরাসের বিস্তার থামাতে আগামীকাল রোববার থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করছে সৌদি আরব। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, রোববার থেকে দু’সপ্তাহের জন্য বন্ধ থাকবে সব রকম আন্তর্জাতিক রুটের ফ্লাইট। শুক্রবার সেখানে নতুন করে আরো ২৪ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সৌদি আরবে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৮৬। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে রোববার স্থানীয় সময় সকাল ১১টা থেকে। মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ।
এতে বলা হয়েছে, স্থগিত থাকা দু’সপ্তাহ সময়ে শুধু ‘ব্যতিক্রমী ক্ষেত্রে’ কিছু ফ্লাইট উঠতে দেয়া হতে পারে। এ সময়ের মধ্যে যেসব নাগরিক বা অধিবাসী দেশে ফিরতে পারেন নি তাদের এ সময়টাকে সরকারি ছুটি বলে বিবেচিত হবে।
এ সময়ের মধ্যে যেসব মানুষ দেশে ফিরে আসবেন বা আসছে তাদেরকে পরীক্ষা ও আইসোলেশন সহ স্বাস্থ্যগত সব বিধির মধ্যে নিতে হবে। নেয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। বিবৃতিতে বলা হয়েছে, যেসব নাগরিক ফিরতে চান তাদের ফেরার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের পুরোটা, এশিয়া ও আফ্রিকার ১২টি দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়। একই সঙ্গে সৌদি আরব থেকে ওইসব দেশে যাওয়ার ক্ষেত্রেও একই বিধিনিষেধ দেয়া হয়।

প্রচারে
সৌউদ ইন্টারন্যাশনাল হজ্ব গ্রুপ।
soud international hajj group
প্রয়োজনে : 01745784466 imo what's app

জরুরী প্রয়োজনে সৌউদ ইন্টারন্যাশনাল হজ্ব গ্রুপ ।  ০১৭৪৫৭৮৪৪৬৬, imo what's app ০১৮৬৩৯৯২১৫০
07/03/2020

জরুরী প্রয়োজনে সৌউদ ইন্টারন্যাশনাল হজ্ব গ্রুপ । ০১৭৪৫৭৮৪৪৬৬, imo what's app ০১৮৬৩৯৯২১৫০

04/03/2020

যারা ট্রান্সফার হতে চান তারা ১৫ ই মার্চ এর মধ্যে ট্রান্সফার করতে পারবেন।

01/03/2020

2020 সালের হজ্বের চূড়ান্ত নিবন্ধনের কাজ শুরু হয়েছে । সুতরাং যাদের প্রি-রেজিষ্ট্রেশন করা আছে তারা ১৫ ই মার্চের মধ্যে যার যার ট্রাভেলস এ পাসপোর্ট জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করে নিন।

১৫ দিনের ওমরাহ প্যাকেজ মাত্র - ১.০৫.০০০/= টাকা  বাংলাদেশ বিমান আগ্রহীরা যােগাযোগ করুন। 01745-784466 imo what's app
18/02/2020

১৫ দিনের ওমরাহ প্যাকেজ মাত্র - ১.০৫.০০০/= টাকা বাংলাদেশ বিমান আগ্রহীরা যােগাযোগ করুন। 01745-784466 imo what's app

12/02/2020

আপনি কি পবিত্র উমরাহ্‌ পালনে আগ্রহী? মহান আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন বছরের যেকোন সময় উমরাহ্‌ পালনের। আর এজন্য ফ্লাইট এক্সপার্ট নিয়ে এসেছে দারুণ সাশ্রয়ী সব উমরাহ্‌ প্যাকেজ। ৭ দিন, ১০ দিন ও ১৪ দিনের কাস্টমাইজড প্যাকেজ সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন এবং বেছে নিন আপনার পছন্দ ও সাধ্য অনুযায়ী উমরাহ্‌ প্যাকেজ

যেকোন তথ্যের প্রয়োজনে কল করুণঃ 01745-784466

Book Cheap Air Tickets Now







উমরাহ্‌ বলতে আমরা কি বুঝি

উমরাহ শব্দের অর্থ হল পরিদর্শন করা বা সাক্ষাৎ করা। ইসলামের ভাষায় পবিত্র হজ্জের সময় ব্যাতিত অন্য যেকোন সময়ে পবিত্র কাবা ঘর পরিদর্শন (তাওয়াফ) করাকে উমরাহ বলা হয়ে থাকে। মহান আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাদের বছরের যেকোন সময় উমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। পবিত্র হজ্জ শুধুমাত্র জিলহজ মাসে পালন করা যায়। কিন্তু উমরাহ যেকোন সময়ে পালন করা সম্ভব। বিশেষ করে পবিত্র রমজান মাসে উমরাহ আদায়ের বিশেষ ফযিলত রয়েছে। অনেকে আবার হজ্জ পালনের আগে উমরাহ পালন করে থাকেন। এর পর একই ইহরামে হজ্জ পালন করেন।

প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা পবিত্র মক্কা অভিমুখে যাত্রা করেন। তাদের উদেশ্য উমারাহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, এক উমরাহ হতে অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর গুনাহের কাফফারা। আর মাবরুর হজের প্রতিদান হলো জান্নাত ( বুখারী ও মুসলিম)। অন্য হাদীস শরীফে প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দারিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী শরিফ।)

তবে উমরাহ পালনের বেশ কিছু নিয়মাবলী আছে। এই সব নিয়ম গুলো অবশ্যই পালন করতে হবে। তাছাড়া উমরাহ কবুল না হবার সম্ভাবনা থেকে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মধ্যে অনেকেই এই সমস্ত নিয়ম গুলো ঠিক মত জানেন না অথবা উদাসিন থাকেন। তাই আমাদের আজকের ব্লগের উদ্দেশ্য হল উমরাহ পালনের অবশ্যক নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা।

উমরাহের ফরয এবং ওয়াজিব

উমরাহ পালনে অবশ্যক শর্তের মধ্যে এর ফরয এবং ওয়াজিব গুলো পড়ে। এগুলো হলঃ



দুইটি ফরজ: (ক) ইহরাম পরিধান করা (খ) পবিত্র কাবা গৃহ তাওয়াফ করা



দুইটি ওয়াজিব: (ক) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে ৭ (সাত) বার সায়ী করা(খ) মাথার চুল মুন্ডানো বা ছাটা।



এখন আমরা সংক্ষেপে এই ফরয এবং ওয়াজিব কাজ গুলো ব্যাখ্যা করব।



(ক) ইহরাম পরিধান

ইহরাম শব্দের আভিধানিক অর্থ হল হারাম বা নিষিদ্ধ। ইসলামের ভাষায় ইহরাম অর্থ নির্দিষ্ট কিছু পোশাক পরিধান করার মাধ্যমে নিয়ত ও তালবিয়া সহকারে আপাত দৃষ্টিতে কিছু হালাল কাজকেও নিষিদ্ধ বলে মেনে নিয়ে হজ্জ বা উমরাহ পালনের উদ্দেশ্যে প্রবেশ করা। পুরুষরা ইহরামের জন্য প্রস্তুত কৃত সাদা দুটি চাদর ও মহিলারা তাদের সাধারণ পোষাক পড়ার মাধ্যমে ইহরাম বাধবেন।

ইহরাম পরিধান হজ্জ এবং উমরাহের প্রথম শর্ত



ইহরাম বাধার পূর্বে বেশ কিছু অবশ্যকরণীয় কাজ আছে। এগুলো হলঃ

১। ইহরাম বাধার আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যেমন হাত পায়ের নখ কাটা, গোফ, চুল ও নাভীর নীচের লোম পরিষ্কার করা ইত্যাদি।

২। ইহরাম বাধার আগে গোসল করা সুন্নত।

৩। এর পর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও মহিলাদের যেকোন উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে ইহরাম বাধতে হবে।

৩। গোসলের পর ওযু করে ২ রাকাত নফল নামায পড়তে হবে।

৪। মিকাত বা তার পূর্বে উমরাহের নিয়ত করতে হবে।

৫। এর পর তালবিয়া পড়তে হবেঃ

লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক।”

অর্থ:

আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোন অংশীদার নেই।



পুরুষদের উচ্চ স্বরে এবং নারীদের অনুচ্চ স্বরে তালবিয়া পড়তে হবে।





ইহরাম বাঁধার পর নিষিদ্ধ কাজ সমুহ

ইহরাম বাধার পর কিছু কাজ আছে যেগুলো নিষিদ্ধ। আপাত দৃষ্টিতে অনেক হালাল কাজও নিষিদ্ধ হয়ে যাবে। এগুলো হলঃ



১) সেলাইযুক্ত যে কোন কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ সেন্ডেলের ব্যবহার করতে হবে।

(২) মস্তক ও মুখমন্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা।

(৩) পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা।

(৪) চুলকাটা বা ছিড়ে ফেলা।

(৫) নখকাটা।

(৬) ঘ্রানযুক্ত তৈল বা আতর লাগানো।

(৭) স্ত্রীর সঙ্গে সংগম করা।

(৮) যৌন উত্তেজনামূলক কোন আচরণ বা কোন কথা বলা।

(৯) শিকার করা।

(১০) ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা।

(১১) চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা, যাতে ছিড়ার আশংকা থাকে।

(১২) শরীরে সাবান লাগানো।

(১৩) উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা।

(১৪) যে কোন ধরণের গুনাহের কাজ করা।







(খ) পবিত্র ক্কাবা ঘর তাওয়াফ

তাওয়াফ শব্দের আভিধানিক অর্থ হল পরিদর্শন বা প্রদক্ষিণ। ইসলামের ভাষায় নির্দিষ্ট নিয়মাবলী মেনে, নির্দিষ্ট পোশাক পরিধান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র কাবা ঘরের চারিদিকে প্রদক্ষিণ করাকে তাওয়াফ করা বলা হয়ে থাকে।

পবিত্র কাবা ঘর তাওয়াফ

তাওয়াফ করার পূর্বে কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনে চলতে হয়। এগুলো হলঃ

১. তাওয়াফের নিয়ত করা।

২. পুবিত্র ক্বাবা (৭) সাত বার বিরতীহীনভাবে প্রদক্ষিণ করা।

৩. পবিত্র হওয়া (ওজু/গোসল করা)।

৪. সতর ঢাকা।

৫. সক্ষম ব্যক্তির পদদলে তাওয়াফ করা।

৬. ক্বাবাকে বামে রেখে তাওয়াফ করা।

৭. হাতিমের বাহির দিয়ে তাওয়াফ করা।

৮. তাওয়াফ শেষে দুই রাকাত সালাত আদায় করা।

৯. হজরে আসওয়াদ হতে তাওয়াফের প্রত্যেক চক্কর আরম্ভ করা।

১০. হজরে আসওয়াদে চুমু প্রদান, স্পর্শ করা কিংবা হাত দিয়ে ইশারা করা।

১১. উমরা পালনকারীর তাওয়াফে ইজতিবা ও রমল করা।

১২. প্রতি চক্করে রুকুনে ইয়ামেনী স্পর্শ করা, সম্ভব না হলে, ইঙ্গিত করা এবং দো’আ পাঠ করা।



তাওয়াফের নিয়মাবলী

হাজরে আসোয়াদকে চুমু খেয়ে, অথবা চুমু খাওয়া সম্ভব না হলে হাতের ইশারা করে বিসমিল্লাহী আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে। রুকুনে ইয়ামেনী হতে হজরে আসওয়াদ পর্যন্ত পাঠ করতে হবে- ‘রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতে হাসানাতাঁও ওয়া কিনা আজাবান্নার’।

হজরে আসওয়াদ বরাবর হলে পুনরায় আগের নিয়মে ডান হাত তুলে ইশারা করে তাকবীর পড়তে হবে ও ২য় প্রদক্ষিণ আরম্ভ করতে হবে। এভাবে একই নিয়মে পূর্ণ করতে হবে সাত চক্কর। এভাবে তাওয়াফ শেষ করতে হবে।

তাওয়াফ শেষ করে ডান কাধ ঢেকে ফেলতে হবে। এর পর মাকামে ইব্রাহীমের পিছনে দুই রাকাত সালাত আদায় করতে হবে। এর পর জমজমের পানি পান করতে হবে। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এবং পান করার সময় বলতে হবে – ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি’আ, ওয়ারিযক্বাও ওয়াসি’আ, ওয়াশিফাআম মিন কুল্লি দা’ঈ’ (হে আল্লাহ! আমাকে উপকারী জ্ঞান দান করুন! পর্যাপ্ত রিজিক দান করুন! সকল রোগের শেফা দান করুন) ।



Book Cheap Air Tickets Now



উমরাহের ওয়াজিব সমুহ

আগেই বলেছি যে উমরাহের দুটি ওয়াজিব রয়েছে – সায়ী করা এবং মাথা মুণ্ডন করা।

ওয়াযিব – ১ – সায়ি

সায়ি বলতে যা বুঝায় তা হল পবিত্র সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দ্রুত হাটা হাটি করা। হযরত ইব্রাহীম (আঃ) এর সহধর্মিণী এবং হযরত ইসমাইল (আঃ) এর আম্মাজান হযরত হাজরা (রাঃ) যখন তার শিশু পুত্রের জন্য পানি খুজছিলেন, তিনি তখন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার যাওয়া আসা করেন। মহান আল্লাহপাক এই হাটাকে এতটাই পছন্দ করে ফেলেন যে তিনি এটাকে হজ্জ ও উমরাহের একটি অংশ হিসেবে পালন করার নির্দেশ দেন।

সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সায়ী রত হাজীগণসায়ি করার নিয়ম

সাফা পাহাড়ের কাছে এসে নিয়ত করতে হবে এবং পবিত্র কুরআন মজিদ হতে পাঠ করতে হবে- “ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা’আয়িরিল্লাহ…”(নিঃসন্দেহে সাফা ও মারওয়া মহান আল্লাহ’র নিদর্শনগুলোর অন্যতম…) (সূরা বাক্বারা: ১৫৮)। সাফা পাহাড়ের উপর ক্বাবামুখী হয়ে মহান আল্লাহর বড়ত্ব, মহিমা ও তাওহীদের বাণী পড়তে হবে। ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুম হামদু, ইয়ূহয়ী ওয়া ইয়ূমীত ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর’। ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আনজাযা ওয়া’দাহু, ওয়া নাসারা আবদাহু, ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু’।

এটা দো’আ কবুলের অন্যতম স্থান। সাফা পাহাড় থেকে নেমে মারওয়ার দিকে কিছুদূর যেতেই দুই সবুজ বাতির মাঝে পুরুষদের দ্রুতগতিতে চলতে থাকতে হবে (মহিলাদের জন্য প্রযোজ্য নয়) এবং এই দো’আ পড়তে হবে- ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ’আজ্জুল আকরাম’। সাঈ’র জন্য কোন দো’আ নির্দিষ্ট নেই। মারওয়া পাহাড়ে পৌঁছে, সাফা পাহাড়ে যেভাবে তাসবীহ পড়া হয়েছে ঠিক একইভাবে দো’আ, তাসবীহ পড়তে হবে। এরপর মারওয়া হতে নেমে এসে আবার সাফায় পৌঁছার পূর্বে সবুজ বাতিদ্বয়ের মাঝামাঝি দ্রুতপদে চলতে হবে এবং পড়তে হবে পূর্বের দো’আটি। এভাবে সাত নম্বর হাঁটা বা সাঈ শেষ হবে মারওয়া পাহাড়ে।

ওয়াযিব – ২ – মাথা মুন্ডন (হলক) বা চুল ছাটা (কছর)



মাথা মুন্ডন করা বা ছোট করে চুল কামানো ওয়াজিব

উমরাহের শেষ ধাপ হিসেবে এই ওয়াজিবটি পালন করতে হবে। সায়ি শেষে পুরুষরা তাদের মাথা কামিয়ে ফেলবে বা চুল ছোট করে ছেটে ফেলবে। মহিলাদের চুলের অগ্রভাগ থেকে আধ আঙ্গুল পরিমান কেটে ফেলতে হবে। এই কাজের মাধ্যমে উমরাহের সকল ফরয এবং ওয়াজিব সহকারে উমরাহ সম্পন্ন হবে। এর পর স্বাভাবিক পোশাক পড়া যাবে এবং স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাওয়া যাবে।

আশা করি এই ব্লগের মাধ্যমে উমরাহ সংক্রান্ত সকল তথ্য ও করণীয় সম্পর্কে ধারণা পেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক নিয়মে উমরাহ পালনের তৌফিক দান করুন, আমিন।

আমাদের সেবাসমূহ
11/02/2020

আমাদের সেবাসমূহ

Address

Chowk View Super Market, Olikha Mosjid More , College Road, Chawkbazar
Chittagong
4203

Telephone

+8801745784466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soud Air International Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soud Air International Chattogram:

Share

Category

Nearby travel agencies