BRB Air International

BRB Air International Govt. Approved Travel,Hajj & Umrah Agent

01/11/2023
22/06/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, ডাবল এন্ট্রি ভিসা আবেদন প্রসেসিং করে দেয়া হয়।

যা যা লাগবেঃ

১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)

২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)

৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন

৪) ইউটিলিটি বিল: ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)

৫) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে।

৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

---- এই কাগজ গুলো আপনার ঠিকঠাক মত থাকলে আমরা ইন্ডিয়ান ভিসা ফি সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি।

ইন্ডিয়ান ভিসা করতে সকল প্রকার সহযোগীতা করা হয়।

যোগাযোগ

BRB Air International

wa.me/+8801875906506

শওকত আলমগীর
01815526469
ঠিকানাঃ ৪৫,কলেজ রোড,ফুলকলি ভবন(২য় তলা)
চকবাজার,চট্টগ্রাম।

14/06/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বরঃ +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মারা...
03/06/2023

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বরঃ +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)

ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মারাত্মক ওড়িশা ট্রেন দুর্ঘটনা। আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৮। আহত ৯০০ জনেরও বেশি। এখনো আটকা পড়ে আছে অনেক মানুষ। ধারনা করা হচ্ছে ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন নম্বর দিয়েছে।

25/05/2023

📢📢বিশেষ ঘোষনা!
পবিত্র হজ্জ উপলক্ষ্যে আগামী “৩০ মে ২০২৩” থেকে “২৮ জুন ২০২৩” এই সময়ের মধ্যে বানিজ্যিক ভিসা অথবা ভিজিট ভিসা ধারী কোন মুসলিম যাত্রী নিম্নোক্ত এয়ারপোর্ট সমূহে অবতরন করতে পারবেনা।
১.জেদ্দাহ এয়ারপোর্ট
২.মদীনা এয়ারপোর্ট
৩.তায়ীফ এয়ারপোর্ট
৪.ইয়ানবু এয়ারপোর্ট।
তবে জরুরী প্রয়োজনে কোন ব্যবসায়ী, ডাক্তার,সাংবাদিক অথবা অফিসিয়াল কাজে কেউ অবতরন করতে চাইলে মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং মিনিস্ট্রি অব হজ্জ এন্ড উমরাহ কে পূর্বে অবগত করতে হবে।
তবে রিয়াদ এয়ারপোর্ট দিয়ে অবতরন করতে কোন বাধা নেই।

02/04/2023

জরুরী বিজ্ঞপ্তি: ওমরাহ ভিসা সংক্রান্ত

সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে চলতি1444 হিজরী সনে পবিত্র ওমরাহ ভিসা ১৫ই জিলক্বদ পর্যন্ত ইস্যু করা হবে, তবে ভিসার মেয়াদ ৩ মাস হলেও ওমরাহ যাত্রীগণকে ২৯শে জিলক্বদের ভিতরে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে।
অন্যথায় নানা জরিমানা ও শাস্তি মূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
♦️একই সাথে আরো জানানো হয়েছে - আগামী বছরের ওমরাহ ভিসা ১৫ জিলহজ্জ -১৪৪৪ হিজরি থেকে ইস্য করা হবে
এবং ১লা মোহাররম 1445 হিজরী থেকে ওমরাহ যাত্রীগণ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

04/01/2023

💐আসসালামু আলাইকুম !
🧿 ইনশাআল্লাহ এখন থেকে আমাদের সেবা সমূহ নিতে পারবেন দিন/ রাত ২৪*৭ ঘন্টা।

🧿 বিশ্বের সকল বিমান টিকেটের তারিখ পরিবর্তন করতে পারবেনঃ

🧿 বিমান টিকেট নিতে পারবেন সকল দেশের :

✅ ওমান (মাস্কট+সালালা +সোহার)
✅UAE(দুবাই+শারজা+আবুধাবি + রাস আল খায়মা)
✅সৌদি আরব ( রিয়াদ +জেদ্দা +দাম্মাম+মদিনা)
✅কাতার: দোহা
✅কুয়েত
✅মালয়েশিয়া
✅সিঙ্গাপুর
✅মালদ্বীপ

সহ সকল দেশের ওয়ান ওয়ে/ রিটার্ন টিকেট দিচ্ছি স্বল্প সময়ে এবং তুলনামূলক অনেক কমে রেটেঃ

✅কাতার/ওমান/কুয়েত/দুবাই/শারজা/আবুধাবি /সৌদি আরব সহ বিশ্বের সকল দেশের ওয়ার্ক /টুরিস্ট ভিসা প্রসেস করা হয়।
✅হজ্জ ও ওমরাহ প্যাকেজ

♥★হজ্জের প্রাক-নিবন্ধন করতে যোগাযোগ করুন ★♥


BRB Air International
বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল

📲 +88 01815 52 64 69 (হোয়াটসআপ )

২০২২ সনের সর্বশেষ ওমরাহ গ্রুপের যাত্রাকালীন চট্টগ্রাম এয়ারপোর্টে দিকনির্দেশনামুলক আলোচনায়.......জানুয়ারির' ২০২৩উমরাহ গ্র...
30/12/2022

২০২২ সনের সর্বশেষ ওমরাহ গ্রুপের যাত্রাকালীন চট্টগ্রাম এয়ারপোর্টে দিকনির্দেশনামুলক আলোচনায়.......

জানুয়ারির' ২০২৩উমরাহ গ্রুপসমূহঃ

★২২ জানুয়ারি
চট্টগ্রাম -শারজাহ -মদিনা
০৬ ফেব্রুয়ারী
জেদ্দা -শারজাহ-চট্রগ্রাম

★২৯ জানুয়ারি
চট্টগ্রাম -শারজাহ -মদিনা
১৭ ফেব্রুয়ারী
জেদ্দা -শারজাহ-চট্রগ্রাম

বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল
BRB Air International

01714471017
01815526469
Mail us: [email protected]

21/10/2022

Warm wishes from BRB AIR INTERNATIONAL

05/10/2022
25/07/2022
23/07/2022
25/06/2022

very very Lowest Group Fare

✈️ Salam AiR✈️
CGP-MCT– 28,29,30 June
CGP-SLL-03,06 JULY
CGP-DMM-04,06,08 JULY

✈️✈️Jazeera AiR✈️✈️
CGP-JED-02-05 JULY (55min transit)

**Airarabia**
CGP-SHJ–29,30 June
CGP-AUH-28,29 June

যোগাযোগ করুন
বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল
+8801819636904 -Salam
+8801817246299 -Faruk
+8801815526469 -Alamgir

অ‌ফিস:+8802 3333 66591(Lan
dphone)
অফিসঃ ৪৫,কলেজ রোড,ফুলকলি ভবন(২য়তলা),চকবাজার, চট্টগ্রাম।

🕋ঈদ মোবারক🕋আপনাদের সকলের সুপরিচিত  ®বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল*®এর পক্ষ থেকে প্রবাসী সহ সকল মুসলিম উম্মাহর প্রতি রইল পবি...
01/05/2022

🕋ঈদ মোবারক🕋
আপনাদের সকলের সুপরিচিত ®বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল*®এর পক্ষ থেকে প্রবাসী সহ সকল মুসলিম উম্মাহর প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা...।

পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।🌹🌹

2022 এ হজ্জের নিয়তকারী, সম্মানিত হাজি সাহেব গন,আসসালামু আলাইকুম।হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১ জুলাই ১৯৫৭ তারিখ হতে পরবর...
27/04/2022

2022 এ হজ্জের নিয়তকারী, সম্মানিত হাজি সাহেব গন,
আসসালামু আলাইকুম।
হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১ জুলাই ১৯৫৭ তারিখ হতে পরবর্তী সময়ে, শুধুমাত্র সেসকল হজযাত্রীগণ এবছর হজে যেতে পারবেন। ৩০ জুন ১৯৫৭ সাল থেকে পূর্বে যাদের জন্ম তারা এবছর হজে যেতে পারবেন না।

উল্লেখ্য চলতি মৌসুম তথা হজ ২০২২ সালে হজ কোটা অনুসারে
বাংলাদেশ থেকে হজে যেতে পারবে(সরকারি +বেসরকারি) মোট-৫৭হজর ৫৮৫ জন।

বিআরবি এয়ার ইন্টারন্যাশনাল
৪৫,কলেজ রোড,চকবাজার,চট্টগ্রাম
01815526469

21/03/2022

🔴 ব্রেকিং নিউজ:
✅কোভিড-১৯ এর কোনো টিকা গ্রহণের প্রয়োজন নেই।
✅পিসিআর টেস্ট করার প্রয়োজন নেই।
✅কোয়ারেন্টাইন এরও প্রয়োজন নেই।

দীর্ঘদিন পর সমকালীন মহামারীজনিত কারণে উমরাহ্/ জিয়ারাহ এর উপর ভ্রমণ সংক্রান্ত আরোপিত সকল প্রকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে!
আলহামদুলিল্লাহ্।

👉উল্লেখ্যঃ
এখন থেকে ভ্যাকসিন গ্রহণ ব্যতীত যাত্রীরাও উমরাহ্ পালন করতে পারবেন।

✅যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদী আরবে প্রবেশ করতে হলে এখন থেকে আর কোন ভ্যাক্সিন গ্রহণ করারও প্রয়োজন নেই।

এই ঘোষণার ফলে যারা ভ্যাক্সিন গ্রহণ করেন নি, তারাও উমরাহ্ পালন করতে পারবেন৷
কিংবা যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাক্সিন গ্রহণ করেন নি (যেমন চায়না ভ্যাক্সিন) তারাও উমরাহ্ করতে পারবেন।

লাবাইক, আল্লাহুম্মা লাবাইক। 🌺

Calendar 2022
20/01/2022

Calendar 2022

02/12/2021

বিদেশগামী যাত্রীদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির প্রতারক চক্র। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে পরিবারের সদস্যদের ফোন নাম্বার সংগ্রহ করছে এই প্রতারক চক্র।

যাত্রীর ফ্লাইট ছেড়ে যাওয়ার পর প্রতারক চক্র যাত্রীর পরিবারের কাছে বিভিন্ন মিথ্যা কথা বলে টাকা চাইছে। প্রতারক চক্র কখনও বলছে, যাত্রীর ইমিগ্রেশন সমস্যা, কখনও টিকিটে সমস্যা, কখনও করোনা সার্টিফিকেটে সমস্যা আছে বলে ফোন করে যাত্রীর পরিবারের সদস্যদের। আর এই সমস্যা সমাধানের জন্য পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করে।

বিমানবন্দরে অপরিচিত লোকজনের কাছে পরিবারের ফোন নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন। কখনও এ ধরণের ফোনে বিভ্রান্ত হবেন না। এ ধরণের ফোন কল পেলে টাকা দিবেন না।

ডুবাই ভিজিট যাত্রীর সফল যাত্রা।
27/11/2021

ডুবাই ভিজিট যাত্রীর সফল যাত্রা।

২৪ ও ২৬ নভেম্বর এর কয়েকজন ভিজিট যাত্রীর সফল যাত্রা।তাদের প্রবাস জীবনের সফলতা কামনায় BRB Air International
26/11/2021

২৪ ও ২৬ নভেম্বর এর কয়েকজন ভিজিট যাত্রীর সফল যাত্রা।তাদের প্রবাস জীবনের সফলতা কামনায় BRB Air International

11/11/2021

শাহজালাল বিমানবন্দরের
সংস্কারকাজের জন্য রানওয়ে ১০ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা বন্ধ থাকবে।
🇧🇩✈️ বেবিচক ✈️🇧🇩

Get ATAB Member Certificate.... BRB Air International
30/10/2021

Get ATAB Member Certificate.... BRB Air International

16/10/2021
সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতাআজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে  আগামী ১৭ ...
16/10/2021

সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা

আজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১৭ অক্টোবর ২০২১ রোজ রবিবার হতে কিছু ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধে নিম্নোক্ত শিথিলতার অনুমোদন দেয়া হয়েছে।

১। উন্মুক্ত স্থানে মাস্ক পরিধান করা আর বাধ্যতামূলক থাকবেনা (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পরিধান করতে হবে।

২। দুই ডোজ তথা সম্পূর্ণ ডোজ কোভিড টিকা গ্রহনকারীদের জন্য নিম্নোক্ত ক্ষেত্রে কিছু শিথীলতা আনা হয়েছেঃ

ক। মসজিদুল হারাম, মক্কা এবং মসজিদে নববী মদীনা কর্তৃপক্ষ সেখানে ধারণ ক্ষমতার সম্পূর্নটাই ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে সেখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে, এবং উমরা, নামাজ, জিয়ারার জন্য আগের মতোই তাওক্কালনা এপের মাধ্যমে পূর্বানুমতি (এপয়েন্টমেন্ট) গ্রহণ করতে হবে। (এই অনুমতির ফলে হয়তো বেশি সংখ্যক উমরাকারী ও ভিজিটরদের এলাও করবে। তবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়া কেউ যেতে পারবেন না।)

খ। জনসমাগম স্থল , পাবলিক প্লেস, গণপরিবহন , রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ, সিনেমা ইত্যাদিতে বসার ফুল ক্যাপাসিটি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে এবং সামাজিক দুরত্ব নীতি রহিত করা হয়েছে।

৩। সকল সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে টিকার ডোজ সম্পূর্ণ করার শর্ত বহাল থাকবে। তাই সরকারী বেসরকারী সকল কর্তৃপক্ষকে তাদের সেবাগ্রহনকারীদের তাওয়াক্কালনায় ইমিউন স্ট্যাটাস নিশ্চিত হয়ে প্রবেশানুমতি প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

৪। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতির হওয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা আর থাকবেনা।

৫। তাওয়াক্কালনার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থা নিরুপণ সম্ভব নয় এমন সকল জায়গায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিয়ম বহাল থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৫/১০/২০২১

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটগুলো....আপনার পছন্দের ফ্লাইট কোনটি???
15/10/2021

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটগুলো....
আপনার পছন্দের ফ্লাইট কোনটি???

Address

45 College Road, Fulkoli Bhaban, Chowkbazar
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when BRB Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BRB Air International:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chittagong

Show All