National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram

National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram Air Ticketing & Visa Support

Call or WhatsApp: 01685709920

(24 hours Available) Office Address: Hotel Agrabad, Ground Floor.

Our main goal is help to people, not businesses.Try our service at least once, then you can understand the quality of our service. Our Services:

• Domestic & International Air Ticket

• International Tour Package

• Visa Processing: Malaysia, Singapore, Dubai, Thailand, India, Srilanka, Australia, Canada, USA, Uk, Germany, Italy, Japan, China. National Travel Guide

(Government Approved Agency)


Air Ticketing & Visa Support Centre

Call or WhatsApp: 01685709920

Feel free to contact us. Agrabad Commercial Area, Chattogram, Bangladesh.

24/11/2024
সুন্দরী মেয়ে সেলিব্রিটিটিকে চিনেছেন? চেনার কথা না কারণ সে কোন সেলিব্রিটি না। ইনফ্যাক্ট সে কোন মানুষই না, সে একটি রোবট, চ...
22/11/2024

সুন্দরী মেয়ে সেলিব্রিটিটিকে চিনেছেন? চেনার কথা না কারণ সে কোন সেলিব্রিটি না। ইনফ্যাক্ট সে কোন মানুষই না, সে একটি রোবট, চাইনিজ রোবট।

চায়নার বিভি্ন্ন পাবলিক প্লেসে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছে এই রোবটগুলো। সে জবাব দিতে পারে যে কোন প্রশ্নের, অঙ্গভঙ্গি করতে পারে মানুষের মত।

আপনি যদি তারে খোঁচ দিতে যান, কিংবা সুরসুরি দিতে যান তাহলে সাধারণ মানুষ যেভাবে রিয়্যাক্ট করে সেও সেভাবে রিয়াক্ট করে।

আপাতত টুরিস্টদের তথ্য দিয়ে সহযোগীতার কাজে ব্যবহার করা হচ্ছে এদের। সামনে অনেক অসম্ভব কাজ করে ফেলবে এই রোবট।

এমন রোবটিক বিপ্লবের জন্য আমরা কতটুকু প্রস্তুত হচ্ছি?

কাপনের কাপড় পড়ে শুয়ে আছে সেন্টমার্টিন এর জনসাধারণ এবং ব্যবসায়ীরা..🥲স্থানঃ ডলফিন মোড়, কক্সবাজার।
19/11/2024

কাপনের কাপড় পড়ে শুয়ে আছে সেন্টমার্টিন এর জনসাধারণ এবং ব্যবসায়ীরা..🥲

স্থানঃ ডলফিন মোড়, কক্সবাজার।

16/11/2024
বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" ও এটি ব...
14/11/2024

বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" ও এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি আংশিকভাবে সংরক্ষিত জায়গা।

এটি পৃথিবীর বৃহত্তম পানিতে নিমজ্জিত গিরিপথ ও অনেক বিশেষজ্ঞের মতে এটি দ্বিতীয় বৃহত্তম খাদ, অথচ এটির গভীরতা নির্ণয় করা অসম্ভব। এই অঞ্চলে রয়েছে বিলুপ্ত হওয়ার পথে থাকা ডলফিন ও আট ধরণের তিমি মাছ।

ব্রিটিশরা ধারণা করেছিল যে, এটির গভীরতার কোনো সীমা নেই। কেউ কেউ বলেন যে, এই অঞ্চলটিতে ধনরত্নে ভরা কিছু জাহাজ লুকিয়ে রয়েছে! এটি কিন্তু সুন্দরবন থেকে খুব বেশি দূরে নয়, দুবলার-চর দ্বীপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

উত্তর ব্রাজিলে আমাজন নদী ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত মারাজো দ্বীপ। এই এলাকার পুলিশের টহলদারির চালানোর এক অন...
14/11/2024

উত্তর ব্রাজিলে আমাজন নদী ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত মারাজো দ্বীপ। এই এলাকার পুলিশের টহলদারির চালানোর এক অনন্য উপায় গোটা বিশ্বের নজর কেড়েছে। এখানে পুলিশ টহল দেয় এশিয়ান জল মহিষের পিঠে চড়ে।

মারাজোর এই পুলিশ বাহিনীকে বলা হয়, ‘বাফেলো সোলজারস’। প্রায় তিন দশক আগে যখন মারাজোতে বন্যা হয়, সেইসময় প্লাবিত এলাকা পরিদর্শনের জন্য এই প্রাণীদের ব্যবহার করা শুরু হয়। বর্ষাকালে এখানকার কর্দমাক্ত ম্যানগ্রোভ অঞ্চল ঘোড়া বা অন্যান্য যানবাহনের অনুপযোগী হয়ে পড়ায় এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং আজও সেই প্রথা বহাল রয়েছে।

মহিষের পিঠে টহলরত সশস্ত্র পুলিশ এই দ্বীপের এক বিশেষ প্রতীক, যা পর্যটকদেরও আকর্ষণ করে। মারাজোর তীরে মিলিটারি পুলিশ ইউনিটের সদর দপ্তরে পেশিবহুল মহিষের প্রতিমূর্তি রয়েছে যার হাতে আছে একটি শটগান, যা এই দ্বীপের জলমহিষকে সারা বিশ্বের কাছে ‘আইকনিক’ করে তুলেছে।

14/11/2024
ক্রোয়েশিয়াতে কাজের ভিসায় এপ্লাই করবেন তাদের জন্য বেসিক কিছু তথ্য দেওয়া হলো : 🇪🇺😊🇭🇷➤প্রথম ধাপ ক্রোয়েশিয়ার জন্য PCC এ্...
10/11/2024

ক্রোয়েশিয়াতে কাজের ভিসায় এপ্লাই করবেন তাদের জন্য বেসিক কিছু তথ্য দেওয়া হলো : 🇪🇺😊🇭🇷

➤প্রথম ধাপ ক্রোয়েশিয়ার জন্য PCC এ্যাটেস্টেশন বাধ্যতামূলক করতে হবে ক্রোয়েশিয়া এম্বাসি থেকে ।

➤ক্রোয়েশিয়ার জন্য PCC এর মেয়াদ প্রিন্ট ডেট থেকে পরবর্তী ৬ মাস / রোমানিয়া ও সেম ৬মাস হয়ে থাকে!

➤কন্টাক পেপার মানে কোম্পানী এবং আপনার মধ্যকার চুক্তিপত্র ( কাজের ধরন , বাসস্থান , বেতন ইত্যাদি )

➤ওয়ার্ক পারমিট ইস্যু হয় ফাইল অনলাইন করার ১ মাস থেকে ৬ মাসের ভিতরে ( সর্বোচ্চ সময় লাগে জাগ্রেব সিটিতে ) অনেক সময় ক্যান্সেলও হয়ে থাকে!

➤ওয়ার্ক পারমিট এর মেয়াদ ( অবশ্যই ১ বছর গ্রহণযোগ্য ) এর চাইতে কম মেয়াদী ওয়ার্ক পারমিট গ্রহণ করা থেকে বিরত থাকুন "

➤এম্বাসিতে ভিসার জন্য ফাইল সাবমিট করতে হয় ওয়ার্ক পারমিট এর ইস্যু ডেট থেকে ৬০ দিনের ভিতরে।

➤যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ইন্ডিয়া এবং নেপাল VFS Global এ ভিসার জন্য আবেদন করতে পারবেন!

➤ ইন্ডিয়ায় ফাইল সাবমিট করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিতে হয় যা অত্যন্ত দুরূহ ব্যাপার ! ইন্ডিয়ায় ফাইল সাবমিট করলে ফলাফল প্রকাশ পায় ন্যূনতম ৬০ (+) দিন পর

➤নেপালে ফাইল সাবমিট করার জন্য ট্যুরিস্ট ভিসা নিতে হয় , নেপালে ফাইল সাবমিট করলে ফলাফল প্রকাশ পায় ৮০(+) দিন পর!

➤বিদেশ যাওয়ার আগে ৩ দিনের PDO ট্ৰেনিং এবং বায়োমেট্রিক প্রদান করে BMET কার্ড গ্রহন বাধ্যতা মুলক

➤ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ১ লক্ষ টাকা ব্যাংকে জামানত রাখতে হয় সরকারি রুলস!

➤ক্রোয়েশিয়া যাওয়ার পর কোম্পানী নিজ উদ্যোগে TRP কার্ড করে দেয় যদি কোম্পানী ভালো হয় , কার্ড পেতে প্রায় একমাস সময় লাগে।

➤ক্রোশিয়াতে বেসিক স্যালারি হয়ে থাকে ৮০০ ইউরো +

➤ভিসা প্রসেসিং টোটাল টাইম লাগে ৮/ ১২ মাস

➤বর্তমানে ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে হাই রেশিও ক্রোয়েশিয়ার! মোটামুটি ৭০/৮০% হয়ে থাকে!
বর্তমানের রেশিও অনেক ভালো আছে! নেপাল থেকে ভিসা হচ্ছে!

➤ বাংলাদেশ থেকে ১০/১৩ লাখ টাকা খরচ হয়ে থাকে এবং মধ্যপ্রাচ্য থেকে ৭/৯ লাখ টাকা খরচ হয়ে থাকে!

➤মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত ওমান দুবাই বাহারাইন সৌদি আরব থেকে ইজিলি এপ্লাই করা যায় এবং রেশিও ভালো!

➤অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে যারা বাংলাদেশ থেকে এপ্লাই করবেন, যদি আপনার ভিসাটি না হয় সেক্ষেত্রে দেড় থেকে দুই লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে! সবকিছু মাথায় রেখে এপ্লাই করতে হবে!

ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল! 🇪🇺🥰

বাংলাদেশ থেকে বেলজিয়াম যাওয়ার সম্পূর্ণ গাইড🔰 বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে আগ্রহী? উচ্চ শিক্ষা, পর্যটন, ওয়ার্ক পারমিট ...
10/11/2024

বাংলাদেশ থেকে বেলজিয়াম যাওয়ার সম্পূর্ণ গাইড

🔰 বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে আগ্রহী? উচ্চ শিক্ষা, পর্যটন, ওয়ার্ক পারমিট এবং যাতায়াতের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া এই গাইডটি পড়ে আপনি বেলজিয়ামে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পর্কে জানতে পারবেন।

💧 উচ্চ শিক্ষার জন্য বেলজিয়ামে যাত্রা
বেলজিয়াম ইউরোপের একটি উন্নত দেশ যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় শিক্ষাগত সুযোগ প্রদান করে। বিশেষ করে, কাতোলিক ইউনিভার্সিটি অফ লুবেন, ইউনিভার্সিটি অফ ব্রাসেলস, এবং হাউটেস ফাকুলটেটেন ইউনিভার্সিটাইটের মতো বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে।

✅ উচ্চ শিক্ষার জন্য ভিসা প্রক্রিয়া:
1. পাসপোর্ট প্রস্তুত করুন: বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস।
2. স্টুডেন্ট ভিসা আবেদন: বেলজিয়ামের স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে রয়েছে ভিসা আবেদন ফরম, ছবি, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার, আবাসন প্রমাণ, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ট্রাভেল ইন্স্যুরেন্স।
3. বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া: আবেদন করার জন্য প্রয়োজনীয় সিভি, প্রস্তাবনা চিঠি, এবং পূর্ববর্তী শিক্ষার সনদসহ প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে।

✅ আবাসন এবং জীবনযাপন:
বেলজিয়ামে থাকার জন্য বিভিন্ন অপশন রয়েছে যেমন বিশ্ববিদ্যালয় হোস্টেল, এয়ারবিএনবি, এবং শেয়ারড হাউসিং। এখানকার পরিবহন ব্যবস্থা যেমন ট্রেন, বাস এবং ট্রাম অত্যন্ত উন্নত।

💧 টুরিস্ট হিসেবে বেলজিয়াম ভ্রমণ
বেলজিয়াম, তার ঐতিহাসিক স্থান, চকলেট এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত। ব্রাসেলস, ব্রুগেস, ঘেন্ট, এবং আন্তওয়ারপেনের মতো শহরগুলো পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্র।

✅ টুরিস্ট ভিসা প্রক্রিয়া:
1. পাসপোর্ট এবং শেনজেন ভিসা আবেদন: ভিসা আবেদনের জন্য পাসপোর্ট, ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন।
2. ভ্রমণের সময় নির্বাচন: মে-সেপ্টেম্বর গ্রীষ্মকাল এবং ডিসেম্বর-ফেব্রুয়ারি শীতকালে বেলজিয়াম ঘুরতে ভালো সময়।
3. স্থানীয় খাবার ও সংস্কৃতি উপভোগ করুন: বেলজিয়ামের চকলেট, ওয়াফল এবং ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলবে।

💧 কাজের সুযোগ ও ওয়ার্ক পারমিট
বেলজিয়াম কাজের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য যা উন্নত কর্মপরিবেশ, আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র এবং উচ্চ জীবনযাত্রার জন্য পরিচিত।

✅ ওয়ার্ক পারমিট প্রাপ্তির প্রক্রিয়া:
1. চাকরির প্রস্তাব গ্রহণ করুন: বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা নিয়োগকর্তার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রস্তাবপত্র সংগ্রহ করতে হবে।
2. পাসপোর্ট, স্বাস্থ্য রিপোর্ট এবং ট্রাভেল ইন্স্যুরেন্স প্রদান: ওয়ার্ক পারমিট আবেদনকালে এগুলি জমা করতে হবে।
3. বাজেট পরিকল্পনা: বেলজিয়ামে থাকা, যাতায়াত এবং জীবনযাপনের জন্য বাজেট প্রস্তুত করা গুরুত্বপূর্ণ।

💧 পরিবহন ও যাতায়াত ব্যবস্থা
বাংলাদেশ থেকে বেলজিয়াম যাওয়ার জন্য সরাসরি বিমানই সবচেয়ে সহজ মাধ্যম। ট্রেন, বাস এবং ট্রাম দেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য জনপ্রিয়।

💧 সাধারণ টিপস
1. ভাষা: ফ্লেমিশ, ফরাসি, এবং জার্মান ভাষা ব্যবহার করা হয়, তবে বেশিরভাগ প্রোগ্রাম ইংরেজিতেও উপলব্ধ।
2. মুদ্রা: ইউরো ব্যবহার হয়। ইউরোপ ভ্রমণের সময় হাতে কিছু ইউরো রাখা সুবিধাজনক।
3. নিরাপত্তা: বেলজিয়াম সাধারণত নিরাপদ হলেও ব্যক্তিগত নিরাপত্তার জন্য সচেতন থাকা ভালো।

বেলজিয়াম তার ঐতিহাসিক স্থান, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য বাংলাদেশ থেকে পর্যটক, শিক্ষার্থী এবং কর্মীদের জন্য আকর্ষণীয়। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসার প্রস্তুতি নিয়ে আপনি বেলজিয়ামে স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

✅ প্রয়োজনীয় লিঙ্কসমূহ:
1. বেলজিয়াম ইমিগ্রেশন সার্ভিস https://www.ibz.be
2. বেলজিয়াম টুরিজম অফিস https://visitbelgium.com
3. বেলজিয়ামের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো https://www.studyinbelgium.be

🇧🇪

জাপানের রিফিউজ স্ট্যাম্প পাসপোর্ট এ থাকলে , অন্য দেশের ভিসা পেতে সমস্যা হয়, এটা পুরোপুরি একটা ভুল ধারনা। তবে অন্যান্য দে...
09/11/2024

জাপানের রিফিউজ স্ট্যাম্প পাসপোর্ট এ থাকলে , অন্য দেশের ভিসা পেতে সমস্যা হয়, এটা পুরোপুরি একটা ভুল ধারনা। তবে অন্যান্য দেশ রিফিউজের পর পরই আপনি এপ্লাই করতে পারলেও একবার জাপান রিফিউজের পর আপনি ৬ মাসের আগে আর জাপানে এপ্লাই করতে পারবেন না। জাপানের টুরিস্ট ভিসার জন্য ট্যাক্স রিটার্ন একটা বড় ফ্যাক্ট, এই জিনিস ঠিক না থাকলে জাপানের ভিসা ইনভাইটেশন ছাড়া পাওয়া খুব কঠিন।

06/11/2024
05/11/2024
ভারতীয় রেল ভ্রমন কালে যদি দেখেন আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে আছে TTE এসে ফাঁকা করবে সিট শুধু এই কাজটি করেন । ভারতীয়...
05/11/2024

ভারতীয় রেল ভ্রমন কালে যদি দেখেন আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে আছে TTE এসে ফাঁকা করবে সিট
শুধু এই কাজটি করেন ।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রিজার্ভ করা সিটে শুধু সেই যাত্রীর ই বসার অধিকার রয়েছে। যদি কেউ অন্যায় ভাবে আপনার সিট দখল করে রাখে, তবে আপনি টি টি ই কে ডেকে আপনার অভিযোগ জানাতে পারেন। তিনি সিট ফাঁকা করে দিবেন।
যদি ভীড় ট্রেনে টি টি ই কে খুঁজে না পান তাহলে চিন্তার কোন কারণ নেই শুধু 139 নাম্বারে একটা ম্যাসেজ করেন
টি টি ই এসে আপনার সিট ফাঁকা করে দেবে।

মেসেজে কি লিখতে হবে ?

139 ভারতীয় রেলের হেল্পলাইন নাম্বার, প্রথমে মেসেজ অপশনে যান, ইংরেজি বড় অক্ষরে SEAT লিখুন স্পেস দিয়ে ট্রেনের PNR নাম্বার, তারপর স্পেস দিয়ে ট্রেনের কোচ নাম্বার, সিট নাম্বার এর পর একটা স্পেস দিয়ে OCCUPIED
BY UNKNOWN PASSENGER লেখেন এবং পাঠিয়ে দেন
139 নাম্বারে এতেই ভারতীয় রেলের কাছে সরাসরি অভিযোগ দায়ের হবে, তখন টি টি ই এসে আপনাকে
খুঁজে বের করে আপনার সিট ফাঁকা করে দিয়ে তার দায়িত্ব
পালন করবে। লেখার নিয়ম টা স্কিন সট দিয়ে সংরক্ষন করে রাখতে পারেন, কাজে লাগতে পারে।।

সাময়িকভাবে বন্ধ ফ্লাইট অপারেশন !!
05/11/2024

সাময়িকভাবে বন্ধ ফ্লাইট অপারেশন !!

Address

Hotel Agrabad, Ground Floor, Agrabad Commercial Area, Chattogram
Chittagong
4210

Telephone

+8801685709920

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chittagong

Show All