Forex Travel Planner

Forex Travel Planner Forex Travel Planner-is a trusted and reliable tour and travel agency operating services in Bangladesh. Tours $ Travel (Domestic & International)
(9)

Contact With Us for the cheapest Trip in Bangladesh. stress Less Forex more
Be the first to know about new Arrivals, Tour package,flight
booking-Forex Travel Planner

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️কালকে তাবিই'ন নামক স্কুলে ...
14/08/2024

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বো*ম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা''শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃ''ত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও!

জার্মানিতে আসার পর অটোমোটিভে জব করার সুবিধাগুলো বলি?প্রথম কথা হচ্ছে যে কোম্পানিতে জব করবেন, সে কোম্পানির সব লেটেস্ট মডেল...
07/07/2024

জার্মানিতে আসার পর অটোমোটিভে জব করার সুবিধাগুলো বলি?
প্রথম কথা হচ্ছে যে কোম্পানিতে জব করবেন, সে কোম্পানির সব লেটেস্ট মডেলের পার্সোনাল কার পাবেন। জেনারেলি যে কার ড্রাইভ করতে ৫০ হাজার ইউরো লাগবে, সে কার আপনি নামমাত্র খরচে পার্সোনালি ব্যবহার করতে পারবেন। ৬ মাস পর এই কার ভালো লাগছে না? জাস্ট কোম্পানির পোর্টালে ঢুকে নতুন কারের রিকোয়েস্ট দিয়ে নতুন কার নিয়ে নিবেন। যারা কার Enthusiast তাদের জন্যে মার্কেটের নতুন কার ড্রাইভ করা একটা ক্রেজ, এবং এই সিস্টেমে অলঅয়েজ আপনি লেটেস্ট কারগুলো ড্রাইভ করতে পারবেন।
দ্বিতীয় কথা হচ্ছে, হোম অফিস। বেশিরভাগ কোম্পানিতেই হোম অফিস। বাসায় বসে, ঘরের খাবার খেয়ে, ট্রাফিকের প্যারা আর বরফের দিনে ওই ঠাণ্ডার কষ্ট ছাড়া জব করার শান্তি যারা হোম অফিস করে শুধু তারাই বোঝে।
তৃতীয় হচ্ছে, ইংরেজি মাধ্যম। জার্মানির নাম শুনলেই অনেকে এখনো ভয় পায় জার্মান ভাষা শিখার নাম শুনে। কিন্তু অটোমোটিভ কোম্পানিতে হাজার হাজার জব আছে ইংরেজিতে। কিন্তু শুধু মার্সেডিজ-ব্যাঞ্জেই যতগুলো ইংরেজি জব, সেগুলো এপ্লাই করে শেষ করতে করতে আপনার এক-দেড় মাস লেগে যেতে পারে।
চতুর্থ হচ্ছে, ইন্টার্নেশনাল কালচার। একটি টিমে বিভিন্ন দেশের মানুষ পেয়ে যাবেন। সবার থেকে তাদের কালচার, খাবার-দাবার, এবং ভাষা সম্পর্কে জানতে পারবেন। আর ইন্টার্নেশনাল কালচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কিছুর জন্যে জাজ করা হবেনা। আপনি চুল বড় রাখেন, বা হাফ প্যান্ট করে অফিসে জান, কারো কিছুই যায় আসে না।
পঞ্চম হচ্ছে, জার্মান ভাষা ফ্রীতে শেখার সুযোগ। জার্মানিতে জার্মান ভাষা শিখতে সাধারণত মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়। কিন্তু কোম্পানিতে জার্মান ভাষা ফ্রীতেই শেখানো হয়, তাও আবার অনলাইন বা অফলাইন - আপনার যেভাবে সুবিধা। কোর্স এবং পরীক্ষার সব খরচ কোম্পানির - তাতে আপনার যতদিনই লাগুক না কেনো।
ষষ্ঠ হচ্ছে, ক্যারিয়ার গ্রোথ। সাধারণত ভার্সিটির পর, ক্যারিয়ার গ্রোথের জন্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স এবং সার্টিফিকেশনের দরকার পর। প্রতিটা কোম্পানিতে সবাইকে প্রায় ২ লাখ থেকে ৩ লাখ টাকার লার্নিং বাজেট দেওয়া হয়। এই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা শিখতে পারেন এবং সার্টিফিকেশন নিতে পারেন।
সপ্তম হচ্ছে, কোম্পানির টাকায় ঘুরাঘুরি, ঐ যে লার্নিং বাজেটের কথা বললাম? এটা দিয়ে অনেকে বিভিন্ন দেশ ঘুরেও আসে। কিভাবে? লার্নিং বাজেট হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। কোন কোর্স করতে এতো টাকা লাগে? কোর্স নেয়া যায় অন্য একটা দেশে, তাতে করে সেই দেশে যাওয়া, থাকা, কোর্স করা, এবং আনুষঙ্গিক সব খরচ এই টাকা দিয়ে কাভার করা যায়। আমার মনে হয় ২৫০০ ইউরো দিয়ে ইউরোপ, সুইজারল্যান্ড, বা ইউকে থেকে কোর্স করে আসতে এর চেয়ে বেশি খরচ লাগার কথা না। আর বাড়তি কিছু লাগলে আপনি নিজে কাভার করতে পারবেন।
অষ্টম হচ্ছে, প্রতি মাসেই আলাদা কিছু টাকা দেওয়া হয় Health Coverage এর জন্যে। যেমন জিম, Yoga - বা এমন স্বাস্থ্য বিষয়ক খাতে এই টাকা আপনি ব্যয় করতে পারেন।
নবম হচ্ছে, জব সিকিউরিটি। জার্মান অটোমোটিভ কোম্পানিগুলোতে জব সিকিউরিটি অনেক হাই। ম্যাক্সিমাম কোম্পানিত IG Metall - এর আওতাভুক্ত। তাই জব সিকিউরিটি অনেক বেশি। এ ব্যপারে আরও জানতে 'IG Metall' দিয়ে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
দশম হচ্ছে, জার্মানির বাইরে থেকেও জব করার সুযোগ। জার্মানির নিয়ম হচ্ছে, জার্মানিতে রিমোট জব করতে হলেও জার্মানিতে অবস্থান করতে হয়। তবে বেশিরভাগ কোম্পানিতে বছরে অন্তত ৩০ দিন জার্মানির বাইরে থেকেও জব করার পার্মিশন দেয়।
পরিশেষে একটা পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মতৃপ্তি। ঘরে বসে বসে কোন ফিচারে কাজ করছেন, কিন্তু বাইরে বেরুলেই যখন দেখবেন এই গাড়িগুলোতে আপনার কন্ট্রিবিউশনগুলো হাতছানি দিয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে, এই অনুভূতিতা ভাষায় প্রকাশ করার মতো না। আর ওয়ার্ক-লাইফ ব্যালেন্স অনন্য। সারা জার্মানিতেই ওভারটাইম বা উইকেন্ডে কাজ করা তেমন একটা এপ্রিশেয়েট করা হয়না। ওয়ার্ক-লাইফ ব্যালেন্স খুবই ভালো।
উল্লেখ্য শুধু অটোমোটিভ নয় জার্মানিতে অন্যান্য ইন্ড্রাস্ট্রিও এই সুবিধাগুলোর অনেকগুলোই দিয়ে থাকে। তবে আমি যেহেতু অটোমোটিভ আছি, তাই এই ইন্ড্রাস্ট্রি নিয়ে লিখলাম।
লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ❤
স্কেচ: এই পোস্টের জন্যেই স্কেচটি করেছি 😊

►  #কলকাতা মেট্রো রেলের A to Z ◄কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ ...
11/06/2024

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় :)
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না :) মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling

আগামী ২৬ মার্চ থেকে ঢাকা🇧🇩-রোম🇮🇹 সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস 🇧🇩✈️ এবং আগামী ডিসেম্বরে ফিলিপাইনে...
30/01/2024

আগামী ২৬ মার্চ থেকে ঢাকা🇧🇩-রোম🇮🇹 সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস 🇧🇩✈️

এবং আগামী ডিসেম্বরে ফিলিপাইনের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান🇧🇩✈️

ইতিমধ্যেই কর্মী চাহিদার কথা ভেবেই ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে জার্মানি। দেশটির শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ,...
28/01/2024

ইতিমধ্যেই কর্মী চাহিদার কথা ভেবেই ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে জার্মানি। দেশটির শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, প্রযুক্তিসহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে
চলুন জেনে আসি, এই ভিসা আবেদন করার নিয়ম ও যাবতীয় সকল বিস্তারিত...
জানতে ওয়াটসাপে নক দিন,
01729-283100
✅কিংবা অফিসে আসুন👇
অফিস নং # ৫০ (৩য় তলা)
অলংকার শপিং কমপ্লেক্স
পাহাড়তলী,চট্টগ্রাম

অফার! অফার!  অফার! সর্বোচ্চ ডিসকাউন্ট 🤔 সাশ্রয়ী মূল্যে👌  #বিমান_টিকেট কাটুন যে কোন রুটে!▪️ইন্ডিয়া▪️নেপাল▪️শ্রীলঙ্কা▪️মাল...
14/01/2024

অফার! অফার! অফার!
সর্বোচ্চ ডিসকাউন্ট 🤔 সাশ্রয়ী মূল্যে👌 #বিমান_টিকেট কাটুন যে কোন রুটে!

▪️ইন্ডিয়া▪️নেপাল▪️শ্রীলঙ্কা▪️মালদ্বীপ
▪️থাইল্যান্ড ▪️সিঙ্গাপুর▪️মালেশিয়া
▪️ইন্দোনিশিয়া▪️চীন▪️জাপান▪️হংকং

🔹ওমান🔹দুবাই🔹কাতার🔹কুয়েত
🔹সৌদিআরব🔹বাহরাইন🔹তুর্কী

🔸লন্ডন🔸কানাডা🔸আমেরিকা
🔸ইতালি🔸জার্মানি🔸অস্ট্রেলিয়া

#স্পেশাল_গ্রুপ_টিকেট👉👉
√চট্টগ্রাম - মাস্কট √চট্টগ্রাম-দোহা
√চট্টগ্রাম-দুবাই-শারজাহ-আবুধাবি
√চট্রগ্রাম-জেদ্দা-রিয়াদ-দাম্মাম

আর দেরি কেন?
আজই চলে আসুন👇
অলংকার শপিং কমপ্লেক্স এর ৩য় তলায়,
অফিস নং-৫০,পাহাড়তলী,চট্রগ্রাম।

আপনার টিকেটটি কনফার্ম করতে কিংবা টিকেট এর রেট জানতে যোগাযোগ করুন..
01729-283100 নাম্বারে✅

14/01/2024

চট্টগ্রাম টু মাস্কেট (ওমান)
সালাম এয়ার
মাত্র ২৯,০০০ টাকা!

আলহামদুলিল্লাহ আমাদের ১৪জনের মালদ্বীপ ও শ্রীলঙ্কার ট্যুরসম্পূর্ণ হলো
13/12/2023

আলহামদুলিল্লাহ আমাদের
১৪জনের
মালদ্বীপ ও শ্রীলঙ্কার ট্যুর
সম্পূর্ণ হলো

৯০ দিনের ফ্যামিলি উমরাহ ও ১৪ দিনের উমরাহ প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন....সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা👌বিস্তার...
24/11/2023

৯০ দিনের ফ্যামিলি উমরাহ ও ১৪ দিনের উমরাহ প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন....
সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা👌
বিস্তারিত জানতে অফিসে আসুন কিংবা মোবাইলে যোগাযোগ করুন👇

👉01729283100 (WhatsApp)
অফিস নং #৫০ (তয় তলা)
অলংকার শপিং কমপ্লেক্স,
পাহাড়তলী,চট্টগ্রাম

❓❓আমি দেশেই / বর্তমান অবস্থানে "ভালো" আছি , আমার কি কানাডা বা অন্য কোন উন্নত দেশে মুভ করা ঠিক হবে ? ❓❓------------------...
22/11/2023

❓❓আমি দেশেই / বর্তমান অবস্থানে "ভালো" আছি , আমার কি কানাডা বা অন্য কোন উন্নত দেশে মুভ করা ঠিক হবে ? ❓❓
------------------------
আমাদের কাছে বিভিন্ন সময়ে শুধুমাত্র উপরের প্রশ্নটির উত্তর জানতেই অনেকে কনসাল্টেশন বুক করেন। অর্থাৎ , তিনি কোনো স্পেসিফিক ইমিগ্রেশনের নিয়ম জানতে চাচ্ছেন না আপাদত। কারণ, তিনি এখনোও এই সিন্ধান্তেই আসতে পারেননি যে দেশের / বর্তমান অবস্থান ছেড়ে অন্য দেশে যাওয়া ঠিক হবে কিনা, নতুন করে সব শুরু করা ঠিক হবে কিনা। তাদেরকে আরোও কনফিউজ করে দেন আমাদের কিউট ইউটুমারগণ যাদের ভিডিও দেখে মনে হয় কানাডাই বেহেস্ত এবং কানাডা আসতে হলে শুধু কষ্ট করে প্লেনের টিকেট কাটতে যতক্ষণ , আসতে আর কোনো হ্যাপা নেই।

যেহেতু এই প্রশ্নের সাথে সরাসরি কানাডা ইমিগ্রেশনের নিয়ম -কানুনের কোনো সম্পর্ক নেই , তাই উত্তরটি আমি খুব সাধারণ প্রেক্ষাপট এবং আমার ব্যক্তিগত চিন্তা-ধারণা থেকেই দেই। তাই অনুরোধ করব , মনে চাইলে আমার কথা গুলো আমলে নিতে পারেন, নয়তো স্বসম্মানে এড়িয়ে যেতে পারেন। অহেতুক তর্কের সৃষ্টি করবেন না, কারণ দিন শেষে পৃথিবীর কোথাও স্বর্গসুখ বলে কিছু নেই। পুরাটাই আপনার ব্যাপার, আপনি কোন জায়গার ভালো-মন্দ সহ্য করতে চান আর চাননা। আমেরিকা-কানাডা-ইংল্যান্ডের মতন দেশেও আশ্রয়হীন / কর্মহীন লোকের দেখা মেলে। এই দেশ গুলোতেও উন্নত বাড়ি -গাড়ি আর অঢেল সম্পদ থাকার পরেও মানুষ হতাশার চুড়ান্তে যেয়ে সুইসাইড করে।

আমি এই প্রশ্নের উত্তর দেবার আগেই উল্টো ক্লায়েন্টকে জিজ্ঞেস করি-
⛔ "ভালো" বলতে কি বুঝাচ্ছেন ?
⛔ ভালোই যদি থাকেন তাহলে কানাডায় / উন্নত দেশে মুভ করতেই চাচ্ছেন কেন ?

বেশিরভাগের কাছেই "ভালো" বলতে বুঝায় তার ভালো চাকরি / ব্যবসা / কিছু টাকা পয়সা বা বেশ কিছু সম্পত্তি আছে।

মজার ব্যাপার হচ্ছে , আমি তাদের এই প্রশ্নের কোনো উত্তরই দেইনা , বরং আরও একগুচ্ছ প্রশ্ন তাদের সামনে রেখে বলি- আমাকে এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারেন, তাহলে আমিই উল্টো আপনাকে পয়সা দিয়ে কনসালটেশন বুক করে আপনার উত্তরগুলো শুনবো। আমার প্রশ্নগুলো সাধারণত নিম্নরূপ :

১) আপনি যেখানে আছেন সেখানে টাকা আর ক্ষমতা ছাড়া মেধার মূল্যায়ন কতটুকু ?
২) আপনার হয়তো কিছু টাকা এবং ক্ষমতা আছে , কিন্তু আপনার চেয়েও তো বেশি টাকা এবং ক্ষমতাওয়ালা মানুষ আছে। তার মানে আপনার সাথেও অন্যায় হবার সুযোগ আছে। এমতাবস্থায় আপনার বিচার পাবার পথ আছে কিনা , থাকলে তা কতটুক সোজা বা কঠিন ?
৩) আপনার এবং আপনার সন্তানের (যদি থাকে) সুশিক্ষা এবং সুচিকিৎসা নিশ্চিত কিনা ? নাকি যার বেশি টাকা থাকবে সেই সবচেয়ে ভালোগুলো পাবে আর যাদের নেই তারা পাবেনা ?
৪) সামাজিক / পারিপার্শ্বিক ভাবে আপনি নিজেকে কতটুক নিরাপদ মনে করেন ? রাত ১০ / ১২ টার পরে এমনকি দিনের বেলাতেও ১-২ লক্ষ টাকার মতন টাকাও নিজের সাথে বহন করতে কতটুকুন নিরাপদ মনে করেন?
(আমার নিজের প্রবাসে আসার কারণগুলোও উক্ত প্রশ্নগুলোর মধ্যেই নিহিত। অর্থাৎ, প্রশ্নগুলো জীবন থেকেই নেয়া।)

এইভাবে আমার প্রশ্নের লিস্ট আরও অনেক লম্বা হতে পারে , তবে আমার অভিজ্ঞতায় দেখেছি- সাধারণত এর চেয়ে বেশি প্রশ্ন আর করতে হয়না । আমার এই প্রশ্নগুলোর মাঝেই মূল প্রশ্নকারী তার উত্তর পেয়ে যান। আশা করছি আপনাদের মধ্যেও যাদের মনে এই একই দোনোমনা চলছে তারাও এইবার একমনা হবেন এবং আপনার প্রয়োজনীয় পদক্ষেপটিই গ্রহণ করবেন। চিরসুখী হবার প্রত্যাশা অবান্তর , কিন্তু স্বাভাবিক জীবন সবারই কাম্য।

© Md Siddiqur Rahman, RCIC-IRB
Authorized representative for
Immigration, Refugees and Citizenship Canada (IRCC)
and The Immigration and Refugee Board of Canada (IRB)

14/11/2023

চলেন ঘুরে আসি হিমালয় কন্যা নেপাল থেকে..........✈️✈️✈️✈️✈️

চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন ফাইনালি চালু হয়েছে। জেনে নিন চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ভাড়া ও টাইমটেবিল।♦️চট্টগ্রাম-ক...
13/11/2023

চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন ফাইনালি চালু হয়েছে। জেনে নিন চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ভাড়া ও টাইমটেবিল।

♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া
👉 শোভন ১৮০৳
👉শোভন চেয়ার ২২০৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৪১৪৳
👉প্রথম চেয়ার/সিট ৩৩৪৳
👉প্রথম বার্থ ৫০১৳
👉এসি সিট ৫০১৳
👉এসি বার্থ ৭৪৮৳
__________________________
১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস 🔥

২.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস 🔥

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

ধন্যবাদ সবাইকে ❤️
সংগৃহীত

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিটআমরা বাংলাদেশ এবং দুবাই, দুই যায়গা থেকেই কাজ করি৷ দুবাই থেকে হলে জামেলাহীন ভাবেই ১৫ দিনে ওয়ার্...
11/11/2023

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিট

আমরা বাংলাদেশ এবং দুবাই, দুই যায়গা থেকেই কাজ করি৷
দুবাই থেকে হলে জামেলাহীন ভাবেই ১৫ দিনে ওয়ার্ক পারমিট পাওয়া যায়৷

বাংলাদেশ থেকে হলে 45 দিনের বিতর ওয়ার্ক পারমিট পাবেন৷ কিন্তু এম্বেসি ফেস অন্য দেশ থেকে করতে হবে৷

✅ ডকুমেন্ট যা যা লাগবে-
☑️ অরিজিনাল পাসপোর্ট
☑️ ছবি ৩৫×৪৫সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট)
☑️ এন আইডি কার্ডের স্ক্যান কপি।
☑️এডুকেশন সার্টিফিকেট(যদি থাকে)

💥পুলিশ ক্লিয়ারেন্স(৬ মাস মেয়াদ)

এম্বাসি ফেস ইন্ডিয়া,দুবাই,আজারবাইজান,উজবেকিস্তান, এবং তাজিকিস্তান ৷

বিস্তারিত জানতে মেসেজ করুন৷

WhatsApp : 01780285883

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিটআমরা বাংলাদেশ এবং দুবাই, দুই যায়গা থেকেই কাজ করি৷ দুবাই থেকে হলে জামেলাহীন ভাবেই ১৫ দিনে ওয়ার্...
11/11/2023

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিট

আমরা বাংলাদেশ এবং দুবাই, দুই যায়গা থেকেই কাজ করি৷
দুবাই থেকে হলে জামেলাহীন ভাবেই ১৫ দিনে ওয়ার্ক পারমিট পাওয়া যায়৷

বাংলাদেশ থেকে হলে 45 দিনের বিতর ওয়ার্ক পারমিট পাবেন৷ কিন্তু এম্বেসি ফেস অন্য দেশ থেকে করতে হবে৷

✅ ডকুমেন্ট যা যা লাগবে-
☑️ অরিজিনাল পাসপোর্ট
☑️ ছবি ৩৫×৪৫সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট)
☑️ এন আইডি কার্ডের স্ক্যান কপি।
☑️এডুকেশন সার্টিফিকেট(যদি থাকে)

💥পুলিশ ক্লিয়ারেন্স(৬ মাস মেয়াদ)

এম্বাসি ফেস ইন্ডিয়া,দুবাই,আজারবাইজান,উজবেকিস্তান, এবং তাজিকিস্তান ৷

বিস্তারিত জানতে মেসেজ করুন৷

WhatsApp : 01729-283100

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দিয়ে ভ...
10/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করে ভিসা পাওয়া নিশ্চিত করতে আজই চলে আসুন।
07/09/2023

অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করে ভিসা পাওয়া নিশ্চিত করতে আজই চলে আসুন।

!! ATTENTION !! ---!!  ATTENTION!! ----!! ATTENTION!! আপনার কি ইন্ডিয়ান ভিসা করা আছে??যদি করা থাকে তাহলে এই দুর্দান্ত অফ...
05/09/2023

!! ATTENTION !! ---!! ATTENTION!! ----!! ATTENTION!!

আপনার কি ইন্ডিয়ান ভিসা করা আছে??
যদি করা থাকে তাহলে এই দুর্দান্ত অফারের প্যাকেজটি আপনার জন্য.....

প্রতিমাসেই ট্যুর প্যাকেজ পেতে কিংবা নিজের মত কাস্টমাইজড করে ট্যুর প্যাকেজ নিতে আজই যোগাযোগ করুন।

আমাদের বিশেষত্ব:
* কমিটেড সার্ভিসের নিশ্চয়তা
* বেস্ট আফটার সেলস সার্ভিস
* সঠিক খরচে সার্ভিস প্রদান
* নিরাপদ ট্যুর প্যাকেজের নিশ্চয়তা
* সঠিক তথ্য প্রদান

বিস্তারিত জানতে খুব শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে।।।।।

WhatsApp: +880 01729-283100

নোটিশ - নেপাল দূতাবাস, ঢাকা এখন থেকে নেপাল ভ্রমণের জন্য ভি সা গ্রহণ করতে হবে।নোটিশে জানানো যাচ্ছে যে নেপাল সরকার নেপাল ভ...
28/08/2023

নোটিশ - নেপাল দূতাবাস, ঢাকা
এখন থেকে নেপাল ভ্রমণের জন্য ভি সা গ্রহণ করতে হবে।

নোটিশে জানানো যাচ্ছে যে নেপাল সরকার নেপাল ভ্রমণে সমস্ত আবেদনকারীদের ভিসা স্টিকার/হস্তলিখিত ভি সা র পরিবর্তে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) চালু করেছে।

দূতাবাস 27 আগস্ট 2023 থেকে কার্যকর নতুন ইটিএ প্রদান শুরু করেছে। ভিসা আবেদন প্রক্রিয়া এবং শারীরিক পাসপোর্ট জমা সহ অন্যান্য প্রয়োজনীয়তা এবং অন্যান্য নথি একই থাকবে।

নেপালের দূতাবাস,ঢাকা
24 আগস্ট 2023

Address

Room # 50, Alanker Shopping Complex (3rd Floor), Pahartali
Chittagong
4216

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 10:00 - 20:00

Telephone

+8801729283100

Alerts

Be the first to know and let us send you an email when Forex Travel Planner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forex Travel Planner:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chittagong

Show All