Avinaba Tours & Travels

Avinaba Tours & Travels A complete house of quality travel agent

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের কোন এক ...
20/03/2024

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের কোন এক পোর্টাল তাদের সার্চ পেজে দেখালো ভাড়া ৩,৪০০ টাকা।

এটা দেখে আপনি মহাখুশী। আপনি নেক্সট পেজে অর্থাৎ বুকিং পেজে না গিয়েই ধরে নিলেন টিকিট এর মূল্য ৩,৪০০ টাকা কিন্তু বাস্তব চিত্র একটু ভিন্ন।

আপনি বুকিং পেজে গেলেই ৩৪০০ টাকার সাথে আরও কিছু অদ্ভুত জিনিস দেখবেন এই যেমন,

টিকিট বেজ ফেয়ার: ৩২০০
টিকিট এর ট্যাক্স: ৫০০
সার্ভিস চার্জ: ২০০
মোট: ৩,৯০০ টাকা

(যদি নির্দিষ্ট ব্যাংক এর ক্রেডিট কার্ড থাকে তাহলে ডিসকাউন্ট ৫০০ টাকা)

এখন আপনার কাছে ঐ ব্যাংক এর কার্ড নাই তাহলে উপায়?

না থাকলে আপনাকে যারা ৩৪০০ টাকা দেখালো তাদের কেই টিকিট এর মূল দামের থেকেও ১০০ টাকা বেশি অর্থাৎ ৩৯০০ টাকা পেমেন্ট করতে হবে সব চার্জ মিলিয়ে আর না হয় কারও হাতে পায়ে ধরে সেই ব্যাংক এর কার্ড ব্যবস্থা করতে হবে।

কার্ড না হয় ব্যবস্থা করলেন, কিন্তু কাহানী আভি বাকী হেয়, এই ধরেন আপনি আন্তর্জাতিক কোন ভ্রমণের টিকিট নিলেন এখন ক্রেডিট কার্ড আপনার না, সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড হোল্ডার থেকে বিশেষ ভাবে ডিক্লারেশন ফর্ম নিতে হবে কার্ড এর ছবি সহ। এখন নিরাপত্তার স্বার্থে আমিতো কখনো আমার কার্ডের ছবি কাউকে দিবো না। হয়তো কেউ না বুঝে দিয়েও দিতে পারে। আর এই কাজটা না করলে যে কোন সময় আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে কার্ড এর মালিক কে? আপনি কি ভাবে এই কার্ড পেলেন কারণ আন্তর্জাতিক বিমান সংস্থা ষ্ট্যাণ্ডার্ড পলিসি হিসেবেই এই ভ্যারিফিকেশন গুলো করে থাকে ভ্রমণের পূর্বে।

এখন মূলত বিষয়টা দাঁড়ালো যে, আপনাকে যা দেখানো হচ্ছে বাস্তবে আসলে এমনটা নয়। এই সব আসলে মানুষ বোকা বানানোর পলিসি মাত্র। দিন শেষে লস দিয়ে কেউ বিজনেস করবে না আর করলেও সে টিকে থাকতে পারবে না। এটাই বাস্তব।

04/03/2024

📍নেপাল ভ্রমণ 📍
নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি ভ্রমণ করতে পারবেন।

১)By Air

By Air এ গেলে On Arrival ভিসা পাবেন।
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।
A traveler can apply using the website :
https://nepaliport.immigration.gov.np/onlinev.../application
এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
Documents_ required

1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket

04/03/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস | ( টাকার বিনিময়ে সাহায্য) -
_____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
_______________________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?
_______________________________________
___________________________________
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
___________________________________
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ৫০০ টাকা
২. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১০০০ টাকা
৩. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে সম্মানিত যাত্রীকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১০০০ টাকা
৪. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে সম্মানিত রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১৫০০ টাকা
__________________________________________________
✈ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈
__________________________________________________
১. ইমিগ্রেশন থেকে সম্মানিত যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা.........................................................................................................
____________________________________________________
নোট:
_________________________________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_________________________________________________
ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে https://wa.me/message/IL5JDJBMOWTMM1 এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি Whats app এ যোগাযোগ করতে পারবেন।

06/11/2023

চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন ফাইনালি চালু হতে যাচ্ছে। জেনে নিন চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ভাড়া ও টাইমটেবিল।

♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া
👉 শোভন ১৮০৳
👉শোভন চেয়ার ২২০৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৪১৪৳
👉প্রথম চেয়ার/সিট ৩৩৪৳
👉প্রথম বার্থ ৫০১৳
👉এসি সিট ৫০১৳
👉এসি বার্থ ৭৪৮৳
__________________________
১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

২.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
__________________________

রাঙ্গামাটির স্বনামধন্য প্রতিষ্ঠান অভিনব ট্যুরস এন্ড ট্রাভেলস এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রবাসী হেল্প ডেক্...
27/10/2023

রাঙ্গামাটির স্বনামধন্য প্রতিষ্ঠান অভিনব ট্যুরস এন্ড ট্রাভেলস এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রবাসী হেল্প ডেক্স এর জন্য একজন কর্মচারী নিয়োগ করা হবে

পদের নাম : এক্সিকিউটিভ অফিসার ( প্রবাসী হেল্প ডেক্স)

খালি পদ: ০১ ( একটি)

চাকরির দায়িত্বসমূহ
ভিসা ফরম পূরণ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ফরম পূরণ, বিএমইটি রেজিষ্ট্রেশন, আমি প্রবাসী রেজিষ্ট্রেশনসহ ভিসা প্রসেসিং এর যাবতীয় কাজ।

চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : HSC
দক্ষতা: কম্পিউটার চালানো এবং ইন্টারনেট সম্পর্কে ধারনা থাকতে হবে।
অভিজ্ঞ প্রাথীদের অগ্রাধিকার দেওয়া হবে

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স ২০ থেকে ৩০ বছর

প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে

কর্মস্থল: রাঙ্গামাটি

বেতন : আলোচনা সাপেক্ষে

অ্যাপ্লিকেন্টদের বায়োডাটা সাবমিট করতে উৎসাহিত করা হচ্ছে।

*ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে

আবেদন করুন
ইমেইল
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন [email protected]
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৩

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্...
26/09/2023

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳
পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই
আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি
Single entry 25 USD
Multiple 50 USD (3 Months)
এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়।উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট
ভিত্তিক।
Documents required
1)Passport Scan copy
2)Dgital photo
টিকেট বুকিং লাগবেনা।
Processing time
নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।
e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।
সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

আমরা দীর্ঘ ১০-বছর ধরে সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে আসছি।নিশ্চিতে সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করুন আমাদের দিয়ে।সঠিক নিয়মে ভি...
06/09/2023

আমরা দীর্ঘ ১০-বছর ধরে সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করে আসছি।
নিশ্চিতে সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করুন আমাদের দিয়ে।
সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করলে ভিসা Refused কম হবে।
তাই সবচেয়ে কম-মূল্যে নিশ্চিত করুন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসা প্রসেসিং ও বিমান টিকেট করুন সবার আগে।

আমাদের আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
"প্রবাসী হেল্পডেক্স''
যেখান থেকে আপনি পাসপোর্ট প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা প্রসেসিং, বিএমইটি রেজিষ্ট্রেশন, বিএমইটি কার্ড, আমি প্রবাসী নিবন্ধন, হজ্জ নিবন্ধন, ব্যাংকিং সেবা পাবেন।

আমাদের কাছে,
চট্টগ্রাম-কলকাতা চট্টগ্রাম, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা- চেন্নাই,- ঢাকা -ব্যঙ্গালোর রুটে কম মূল্যে টিকেট পাবেন।

US Bangla,Biman Bangladesh,SpiceJet , Goair ,Indigo,Vistera এয়ারলাইনস ঢাকা- কলকাতা-ঢাকা, ঢাকা- চেন্নাই,- ঢাকা -বোম্বে ঢাকা-দিল্লি, ঢাকা - বেঙ্গালুরু এবং চট্টগ্রাম-কলকাতা চট্টগ্রাম, চট্টগ্রাম- চেন্নাই ,চট্টগ্রাম- দিল্লি নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছেন।
বাংলাদেশে বসেই ইন্ডিয়ান বিমান টিকেট , রেল টিকেট, বাস টিকেট , হোটেল বুকিং ও সিএমসি ভেলোর সহ সকল বিশেষায়িত হাসপাতালে মেডিকেল সুবিধা।

হটলাইন:
+8801819395978 (whatsapp)
+8801733002314 (whatsapp)

Avinaba Tours and Travels
page :
https://www.facebook.com/avinabatours?mibextid=ZbWKwL

চট্টগ্রাম অফিস :
আলিফ আলয় ( এনজি চেম্বারের সামনে)
৮৬৮, আসদগন্জ, চট্টগ্রাম

রাঙ্গামাটি অফিস:
কাদেরিয়া মার্কেট, কাটা পাহাড় লেইন, বনরূপা, রাঙ্গামাটি

24/11/2022

From today, we will take you where your heart longs to be!

Fly from Dhaka to/from Sylhet*. Buy online now at https://airastra.com or Call us 13607 or +8809613113607 for ticket and flight related queries.

*Flights are available for booking from 1st December 2022.

24/11/2022
24/11/2022

Winter is here and it's time to plan your perfect getaway!

Explore Cox's Bazar for a long walk on the beach or just sit back and watch the golden sunset! Enjoy scrumptious seafood, or take a drive on the marine road between the hills and the ocean!

The place to be this winter is just a quick yet enjoyable flight away from Dhaka - choose from 3 daily flights from 24 November onwards!

One-way fare starts from just BDT 4,800!
Buy online now at airastra.com

24/11/2022

Chattogram - the port city of Bangladesh is rich in cultural diversity and harbours the serene beach of Patenga!

For business or for a quick vacation at a city boasting with heritage, we have you covered!

Takeoff from Dhaka on any of 2 daily flights from 24 November onwards!

One-way fare starts from just BDT 3,695!
Buy online now at airastra.com

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড...
23/11/2022

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে ফ্লাইট। অপরদিকে কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

ইন্ডিয়া ,নেপাল, ভুটান, মালদ্বীপ এবং থাইল্যান্ডের  চমৎকপ্রদ স্থান সমুহের অবিস্মরনীয় ভ্রমণ অভিজ্ঞতা পেতে ভ্রমণ করুন অভিনব...
09/11/2022

ইন্ডিয়া ,নেপাল, ভুটান, মালদ্বীপ এবং থাইল্যান্ডের চমৎকপ্রদ স্থান সমুহের অবিস্মরনীয় ভ্রমণ অভিজ্ঞতা পেতে ভ্রমণ করুন অভিনবের সাথে । আমরা দেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার AVINABA TOURS ANDS TRAVELS আপনাদেরকে পর্যায়ক্রমে নিয়ে যাবো দার্জিলিং, সিকিম, শিলং , কাশ্মীর, থিম্পু, পারো, কাঠমান্ডু, , পোখারা , পাতেয়া, ফুকেট ও ব্যাংকক সহ পৃথিবীর বিভিন্ন শহরে। এছাড়াও আমরা আপনাদের সময়, বাজেট ও পছন্দানুযায়ী কাস্টমাইস ট্যুরের ব্যবস্থা করে থাকি।
বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথেঃ

অভিনব ট্যুরস এন্ড ট্রাভেলস
যোগাযোগঃ +৮৮-০১৮১৯৩৯৬৯৭৮ (WhatsApp)
+৮৮-০১৭৩৩০০২৩১৪ (WhatsApp)
ই-মেইল :
[email protected]
[email protected]

Facebook : www.facebook.com/avinabatours

31/08/2022

We give you free wheelchair services when you travel to Chennai to make your medical treatment journey as easy as possible

31/08/2022
বিস্তারিত জানতে কল করুন:Avinaba tours & TravelsKaderia market (1st floor)Kata pahar lane, Banarupa,Rangamati Facebook Pa...
31/03/2022

বিস্তারিত জানতে কল করুন:
Avinaba tours & Travels
Kaderia market (1st floor)
Kata pahar lane, Banarupa,
Rangamati
page : https://www.facebook.com/avinabatours
Hotline-8801819-396978
8801733-002314

18/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:

১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।

২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।

৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।

৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।

৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।

৬) আপাতত ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। টিকা থাকলেও ভারতে যেতে পারবেন না থাকলেও যেতে পারবেন।

Address

Asadgonj
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Avinaba Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Avinaba Tours & Travels:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chittagong

Show All