Charukaj Travel Club

Charukaj Travel Club Wellcome to Your World. Please stay with us and enjoy the infinity vacations.
(7)

Good Morning
23/04/2024

Good Morning

গ্রামের নাম বল্লভপুর ♥️নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ছোট্ট একটি গ্রাম।এই দুটো ছবিই একই জায়গার।ছবি দুটো  মাঝে সময়ের ...
08/04/2024

গ্রামের নাম বল্লভপুর ♥️
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ছোট্ট একটি গ্রাম।

এই দুটো ছবিই একই জায়গার।
ছবি দুটো মাঝে সময়ের পার্থক্য মাত্র ১৭ দিনের।

📸 - Payel Pabel

দেশের ৫ম সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং🇧🇩 এর বর্তমান অবস্থা 😥
21/12/2023

দেশের ৫ম সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং🇧🇩 এর বর্তমান অবস্থা 😥

হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম...
20/12/2023

হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত।

ঢাকা শহর কে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে পরে যে তিনটি জল দুর্গকে নিয়ে ত্রিভূজ জল দুর্গ বা ট্রায়াঙ্গল অব ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল তারই একটি হলো এই হাজীগঞ্জ দুর্গ; সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যবহিত পরে নদীপথে মগ ও পর্তুগীজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়।দুর্গটি রাজধানী ঢাকা থেকে ১৪.৬৮ কি.মি. দূরে অবস্থিত।

ছবি - ChitroBazi - চিত্রবাজি

সাজেকে বিকেলের সৌন্দর্য 🌄📸Sup to
17/12/2023

সাজেকে বিকেলের সৌন্দর্য 🌄

📸Sup to

‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ… আমাদের জীবন-মরণএই বাংলাদেশেরস্বাধীনতা দিবসে সবাইকে শু...
16/12/2023

‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ… আমাদের জীবন-মরণএই বাংলাদেশেরস্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।

একটি বাংলাদেশ তুমি… জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাইমিলে কাজ করি।

মহানস্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!!

আজ ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা…১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র,

তাদের শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।

মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

📸Collected

আপনার স্কোর কত?
15/12/2023

আপনার স্কোর কত?

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতুসেতুটি দেখে এর প্রাচীনত্ব সম্পর্কে আমাদের কোন সন্দেহ থাকে না যদিও একাধিকবার এটি সংস্কার ক...
13/12/2023

মোগল আমলে নির্মিত মিরকাদিম সেতু

সেতুটি দেখে এর প্রাচীনত্ব সম্পর্কে আমাদের কোন সন্দেহ থাকে না যদিও একাধিকবার এটি সংস্কার করা হয়েছে। মির কাদিম সেতুর কোন শিলালিপি না থাকলেও মোগল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন বলে ধারনা করা হয়। হারানো নিধি পর্ব-১ এর বিবরণে জানা যায় ঢাকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় ও নিশ্চিত করার লক্ষ্যে জলদুর্গ নির্মাণের পাশাপাশি১৬৫৮ থেকে ১৬৬০ সালের মধ্যে মিরকাদিম সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করেন এই দেশহিতৈষী শাসক। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর রাজত্ব কালে ইদ্রাকপুর কেল্লা হতে দোহারে অবস্থিত মুসা খানের কেল্লা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার জন্যে সুবাদার মীরজুমলা দুইটা সেতু নির্মাণ করেন।তার মধ্যে একটি “মিরকাদিম সেতু”, অপরটি “তালতলা সেতু”। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের বোমার আঘাতে এই “তালতলা সেতু”টি উড়িয়ে দেয়া হয়।
অবশিষ্ট টিকে রইলো মিরকাদিমের সেতু। সেতুর স্থাপত্য বৈশিষ্ট্য বিবেচনা করে মুঘল আমলের স্থাপনা বলে ধরে নেওয়া হয়।

মিরকাদিম, মুন্সীগঞ্জ
১৮ নভেম্বর'২৩

মুখকালো আকাশতলে সাগরের নীলাজল।  📸  hasan
30/09/2023

মুখকালো আকাশতলে সাগরের নীলাজল।



📸 hasan

Glass beach in California
07/08/2023

Glass beach in California

শেখ রাসেল এভিয়ারি ও ইকো-পার্ক, রাঙ্গুনিয়া, চট্টগ্রামPC:Asifur Rahaman
06/05/2023

শেখ রাসেল এভিয়ারি ও ইকো-পার্ক, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
PC:Asifur Rahaman

প্রাণ জুড়ানো এই সৌন্দর্য..  এটা কোন স্টেশন বলেন তো দেখি..?  🥰❤️📷 হাসান মাহমুদ।
01/05/2023

প্রাণ জুড়ানো এই সৌন্দর্য.. এটা কোন স্টেশন বলেন তো দেখি..? 🥰❤️

📷 হাসান মাহমুদ।

কমলদহ রূপসী ঝর্ণা, সীতাকুণ্ড।
29/04/2023

কমলদহ রূপসী ঝর্ণা, সীতাকুণ্ড।

আহ সুন্দরী, কত্তদিন তোর প্রেমে পড়িনি.....
28/04/2023

আহ সুন্দরী, কত্তদিন তোর প্রেমে পড়িনি.....

রমজান মুবারাক
26/03/2023

রমজান মুবারাক

বন্যেরা সুন্দর এখানেই...।০১-০৭-২০২০
27/02/2023

বন্যেরা সুন্দর এখানেই...।

০১-০৭-২০২০

সাজেকের নতুন মসজিদ ☘️
10/02/2023

সাজেকের নতুন মসজিদ ☘️

সমাজ, এবং মানুষের ভণ্ডামি থেকে অনেক দূরে 🖤©
29/01/2023

সমাজ, এবং মানুষের ভণ্ডামি থেকে অনেক দূরে 🖤
©

নতুন রুপে 🥰রাঙ্গামটি বনরুপা মসজিদছবি ©Riyad
28/01/2023

নতুন রুপে 🥰
রাঙ্গামটি বনরুপা মসজিদ

ছবি ©Riyad

দেখে মনে হতে পারে রাস্তার উপরে গর্তে পানি জমেছে, আর নৌকাকে এডিট করে ছোট করে বসানো হয়েছে!না!!!এটি একটি ব্রিজের ছিদ্র 😁
27/01/2023

দেখে মনে হতে পারে রাস্তার উপরে গর্তে পানি জমেছে, আর নৌকাকে এডিট করে ছোট করে বসানো হয়েছে!
না!!!
এটি একটি ব্রিজের ছিদ্র 😁

আফগানিস্তানের তৈরি স্পোর্টস কারএনটপ ব্রান্ড, বাইরের দেশের অনেক পার্টস ইউজ করে আফগানিস্তানের ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ...
31/12/2022

আফগানিস্তানের তৈরি স্পোর্টস কার
এনটপ ব্রান্ড, বাইরের দেশের অনেক পার্টস ইউজ করে আফগানিস্তানের ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রদের তৈরি করা।

وَ اصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَ اہۡجُرۡہُمۡ ہَجۡرًا جَمِیۡلًا ﴿۱۰﴾লোকে যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য স...
25/11/2022

وَ اصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَ اہۡجُرۡہُمۡ ہَجۡرًا جَمِیۡلًا ﴿۱۰﴾

লোকে যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করে চল।

إِنْ شَاءَ ٱللَّٰهُ🖤

07/11/2022

আপনার মুঠোফোনে তোলা সেরা প্রকৃতির ছবি টা আমাদের কমেন্ট বাক্সে কমেন্ট করুন।দেখি কারটা সেরা হয়।

06/11/2022

আলিফ এর সার্জারী দুপূর ২ঃ৩০ মিনিটে শুরু হয়ে এখনো চলমান। সকলের সহযোগিতায় ৭ ব্যাগ B- (নেগেটিভ)
ম্যানেজ হলেও, খুব দ্রুত সময়ের মধ্য ২ ব্যাগ B- (নেগেটিভ) রক্তের প্রয়োজন। ঢাকা শ্যামলী স্পেশালাইজড্ হাসপাতালে।

ইচ্ছুক কোন ডোনার থাকলে, যোগাযোগ করার অনূরুধ রইল।

সকলের দোয়ায় আলিফ ফিরে আসুক।
আমিন!

হ্যালো চাঁদপুর!
06/11/2022

হ্যালো চাঁদপুর!

চলেন পাহাড়ে যাই।স্বস্তা আবেগ গুলা আকাশে উড়াই।
06/11/2022

চলেন পাহাড়ে যাই।স্বস্তা আবেগ গুলা আকাশে উড়াই।

Address

Eccess Road
Chittagong
22.32926169825292,91.80947892532484

Alerts

Be the first to know and let us send you an email when Charukaj Travel Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies