23/03/2019
ক্যানাডা ইমিগ্রেশন ও এজেন্সির প্রতারনা বাণিজ্য ............।
কিছু দিন থেকে দৈনিক পত্রিকা, অনলাইন ভিত্তিক পত্রিকা ও ফেসবুকএ একটি সংবাদ ভাইরাল, কানাডাতে ১০ লক্ষ্ লোক নেয়া হবে I বিজ্ঞাপন টির সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই যে কানাডা ১০ লক্ষ্ লোক নিবে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন বৎসরে এবং কানাডা ইমিগ্রেশন পরিসংখ্যান অনুযায়ী প্রতি বৎসরে তিন লক্ষ ইমিগ্রানট ক্যানাডাতে বসবাসের সুযোগ পায়। কিন্তু এই ১০ লক্ষ্ লোক গোটা পৃথিবী থেকে নেয়া হবে এবং অবশ্যই যথাযথ যোগ্যতা বাছাই করে I সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকাতে প্রকাশিত ক্যানাডা ইমিগ্রেশনের চটকদার বিজ্ঞাপন দেখে মনে হয়েছে শুধু মাত্র বাংলাদেশ থেকে ১০ লক্ষ লোক নেয়া হবে। "IELTS ছাড়াই স্থায়ী ভাবে কানাডায়ে বসবাস এর সুযোগ", "পরিবার এর সবাইকে নিয়ে কানাডা বসবাস এর সুযোগ " কিছু এজেন্সির এধরণের লোভনীয় বিজ্ঞাপন এর জন্য SKYNET Immigration ঢাকা অফিস প্রতিদিনই একই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
ক্যানাডা ইমিগ্রেশন যে সকল শর্ত আরোপ করে দিয়েছে তার ওপর ভিত্তি করেই আপনাকে ইমিগ্রেশনের এর জন্য আবেদন করতে হবে I যেখানে IELTS, Age,Educational Background,Work experience একটা বড় ব্যাপার I সে ক্ষেত্রে যদি কোন এজেন্সি আপনাকে IELTS, ECA ছাড়া একটি নির্দিষ্ট টাকা দিয়ে আপনার ফাইল শুরু করার প্রস্তাব দেয় তাহলে ধরেই নিবেন আপনি প্রতারিত হতে যাচ্ছেন I কারণ আপনি হয়তো লো স্কোর IELTS দিয়ে ফাইল শুরু করবেন কিন্তু নোমিনেশন পাওয়ার বা সিলেক্ট হবার সম্ভবনা অনেকটাই কম I
ক্যানাডা ইমিগ্রেশন সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য:
• Immigration program এর জন্য আবেদনকারীকে অবশ্যই নুন্যতম অনার্স পাশ হইতে হবে এবং যে বিষয় এর ওপর পড়াশুনা করেছেন সেই বিষয় সংক্ৰান্ত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে I
• IELTS, ECA (Educational credential assessment ) থাকতে হবে I
• এছাড়াও বিভিন্ন Province এ IELTS, Age limit, Educational Background, Work experience requirements ভিন্ন হয়ে থাকে I
উপরোক্ত যোগ্যতা ছাড়া কখনোই Immigration program এর জন্য Apply করা সম্ভব না I
Skilled ইমিগ্রেশন প্রোগ্রাম ২ ধরণের
১) এক্সপ্রেস এন্ট্রি
২)প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম
এক্সপ্রেস এন্ট্রি :
আপনার যদি অনার্স/ মাস্টার্সের পর ৩ বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন I সেই সাথে IELTS(CLB-9) Listening-8,Reading-7,Writing-7,speaking-7.থাকতে হবে I এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আওতায় ২০১৭ সালে ইনভাইট করা হয়েছে ৮০ হাজারের বেশি দক্ষ পেশাজীবিকে, ২০১৮ সালে ইমিগ্রেশনের জন্য ইনভাইটেশন পেয়েছেন ৮৫,০০০ আবেদনকারি।
প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম
অন্টারিও, সাস্কাচুয়ান, ম্যানিটবা, নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, কিউবেক প্রোভিন্সে প্রতি বছর ইনভাইটেশন দিয়ে থাকে তাও অবশ্যই কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে।বেশীরভাগ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম জব অফার ভিত্তিক, ক্যানাডার বাইরে থেকে এই জব অফার পাওয়া অনেকটাই দুরহ।
Saskatchewan নমিনেশন এর জন্য অবশ্যই Occupational Demand List এর সাথে আপনার কর্ম ক্ষেত্র মিলতে হবে I IELTS, Age, Educational Background, Work Experience ভিত্তিতে ৬০ পয়েন্ট পেতে হবে।
Ontario তে নোমিনেশন এর জন্য আবেদনকরিকে এক্সপ্রেস এন্ট্রি CRS Points -400+ পেতে হবে I মোটামোটি সব কর্মক্ষেত্রের মানুষই আবেদন করতে পারেন কিন্তু Finance, IT, Administration বিভাগের আবেদনকারীরা অগ্রাধিকার পেয়ে থাকে I Ontario তে আবেদন করতে আবেদনকারীকে $১৫০০ আবেদন ফি দিতে হয় I
Quebec এ প্রায় সব কর্মজিবিদের জন্য উন্মুক্ত থাকে,যেখানে বিবাহিতদের জন্য ৫৯ পয়েন্ট এবং অবিবাহিতদের জন্য ৫০ পয়েন্ট আসলেই আবেদনকারী তাদের ফাইল জমা দিতে পারে কিন্তু নোমিনেশন এর ব্যাপারটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে I ফ্রেন্স ভাষাতে দক্ষতা খুবই জরুরি সিলেকশনের জন্য।
Manitoba তে আবেদন করার জন্য ম্যানিটবাতে বসবাসকারী আত্মীয় বা বন্ধুবান্ধব কর্তৃক স্পন্সর করতে হবে আবেদনকারীকে এবং সেই সাথে আবেদনকারীকে IELTS, Age, Educational Background, Work Experience ভিত্তিতে নির্দিষ্ট পয়েন্ট পেতে হবে।
Nova Scotia তে সারা বৎসরে ১২৫০ জন আবেদনকারী Skilled Category নোমিনেশন পাবেন। সারা বৎসরে ৫-৬ বার আবেদন নেয়া হয়ে থাকে এবং ২৫০ টি আবেদন একেকবার গ্রহন করা হয়। আবেদন করার লগ ইন পাওয়াটাও একটি দুরহ বাপার।
ফ্যামিলি স্পনসরশিপ
ফ্যামিলি স্পনসরশিপ প্রোগ্রামে কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টরাই তাদের বাবা, মা, স্ত্রী ও সন্তানদের স্পন্সর করতে পারেন ইমিগ্রাশনের জন্য।ক্যানাডা ইমিগ্রেশন এ ভাই, বোন বা সিব্লিংদের আলাদাভাবে স্পন্সর করার কোন সুযোগ নেই। বাবা মাকে স্পন্সর করতে হলে কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে তিন বসরের মিনিমাম ইনকাম থাকতে হবে।
রেফিউজি & প্রোটেক্টেড পারসন
সারা বিশ্ব থেকে নির্যাতিত মানুষদের কানাডায় আশ্রয় দিয়ে অভিবাসনের সুযোগ দেয়া হয়।অনেকগুলো ক্যাটেগরির মাধ্যমে এবং রেফিউজি প্রোটেক্টেড আইনের অনুকুলে এই সুযোগ দেয়া হয়ে থাকে। যেমনটি সম্প্রতি দেয়া হয়েছে সৌদি মেয়ে রাফা আল কুনুন কে।
জব অফার
কানাডায় আসার নামে সবচেয়ে বেশি প্রতারণা ঘটছে যে ক্ষেত্রটিতে তা হচ্ছে জব অফার। জব অফারের নামে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আইএল্টস ছাড়া, কোনো শিক্ষাগত বা কাজের দক্ষতা ছাড়াই শুধুমাত্র টাকার বিনিময়ে কানাডায় পাঠানোর নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশের কোনো একটি এজেন্সী আপনাকে টাকার বিনিময়ে কানাডার একটি জব অফার দিলো, তাহলেই কি আপনি কানাডা চলে আসতে পারবেন? কখনোই না- ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য প্রত্যেক প্রভিন্সে গভর্নমেন্ট আপ্রুভড এমপ্লয়ার আছে- তারা যখন প্রমান করতে সক্ষম হয় যে তাদের প্রয়োজনীয় ওয়ার্কার কানাডায় কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তবেই তারা অনেক নিয়ম কানুন মেনে ফরেইন ওয়ার্কার নিয়োগ করতে পারে।
কাজেই তথ্যপ্রযুক্তির এই যুগে চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে ক্যানাডা ইমিগ্রেশন প্রোগ্রামগুলো জানুন এবং বুঝুন। আপনি এই প্রোগ্রামের জন্য qualified কিনা জানুন অথবা qualify করতে হলে কি কি প্রয়োজন। ঠিক মতো জেনে বুঝে, খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিন- কি করবেন কেন করবেন। কানাডায় ইমিগ্রেশনের ব্যাপারে যদি কোনো এজেন্সির সহায়তা নিতে চান, প্রথমেই জানুন তারা কানাডা সরকার কর্তৃক অনুমোদিত ইমিগ্রেশন ফার্ম কি না। তারপরেই যাবতীয় সিদ্ধান্ত নেবেন।
বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি আপনার বিস্তারিত প্রোফাইল আমাদেরকে জানালে আমরা দ্রুত আপনার প্রোফাইল Assessment করে জানাবো যে, আপনি কানাডাতে স্বপরিবারে ইমিগ্রেশন করতে পারবেন কি না। (এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রী)। প্রতিটি প্রোফাইল আমাদের ক্যানাডিয়ান ইমিগ্রেশন আইনজীবী কর্তৃক রিভিও করা হয় কোন সার্ভিস ফি ছাড়া। ক্যানাডিয়ান ইমিগ্রেশন আইনজীবী কর্তৃক Assessment এর নামে ২০০০০-৩০০০০ টাকা এজেন্সিকে প্রদান করবেন না। আপনি আপনার সিভি আমাদেরকে ইমেইল করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected]
অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়ঃ-
হাউস নং- ৩৭৮-৩৭৯, রোড নং- ৬
মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
মোবাইল নং: ০১৭১১৩৯৩৪৬০, ০১৭৮০৯৬৮১৪৬, ০২-৫৮০৭১০৩৪
সময় : সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত (শনি থেকে বৃহস্পতি)