Peacefulctg

Peacefulctg We provide services
★Hajj package
★Umrah Package
★Man power
★Visa processing
★Hotel booking
★ Any Air ticket(Domestic & International)

03/08/2022
27/05/2022
Our main focus is on passenger service.  Have a nice trip
21/08/2019

Our main focus is on
passenger service.
Have a nice trip

04/08/2019
02/07/2019

কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. মোকাররম হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা ....

১ জুলাই থেকে অত্যাধুনিক ই-পাসপোর্ট চালু হচ্ছে বাংলাদেশে===========================================১ জুলাই থেকে নবায়ন বা ...
28/06/2019

১ জুলাই থেকে অত্যাধুনিক ই-পাসপোর্ট চালু হচ্ছে বাংলাদেশে
===========================================

১ জুলাই থেকে নবায়ন বা নতুন পাসপোর্ট করতে গেলেই ই-পাসপোর্ট প্রদান করা হবে অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টের পর এবার বাংলাদেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট। তিন ধরনের ফি রাখা হয়েছে ই-পাসপোর্টে।
যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হবে। আর ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরা পাবেন ১০ বছর মেয়াদি পাসপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১০ বছর ও পাঁচ বছর মেয়াদি দুই ধরনের ই-পাসপোর্টের জন্য ফিয়েও থাকছে ভিন্নতা। পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত। আর ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত।
এত দিন যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট পাওয়া যাচ্ছিল, যা মেশিন রিডেবল পাসপোর্ট নামে পরিচিত। আগামী ১ জুলাই থেকে আরো আধুনিক ই-পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। এ পাসপোর্টের ডাটা থাকবে পৃথিবীর অন্যান্য দেশের ডাটা বেইসেও। এ উদ্যোগ ২০১৭ সালে নেওয়া হলেও বিভিন্ন কারণে তা কার্যকর করা সম্ভব হয়ে ওঠেনি। কয়েক দফা পেছানোর পর অবশেষে ই-পাসপোর্টের সব প্রস্তুতি সম্পন্ন করে ১ জুলাই থেকে নাগরিকদের ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।
ই-পাসপোর্ট প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৯ কোটি টাকা। জার্মানির সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে অনেক আগেই। পৃথিবীতে ১১৯টি দেশ ই-পাসপোর্ট ব্যবহার হয়। বাংলাদেশও সেই দেশগুলোর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ (২১ দিনে সরবরাহ করা হবে) ৩ হাজার ৫০০ টাকা। জরুরি ৫ হাজার ৫০০ টাকা (মিলবে সাত দিনে) আর অতি জরুরি ই-পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা (মিলবে এক দিনে)।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য ফি ৫ হাজার (২১ দিনের মধ্যে পাওয়া যাবে)। ৭ হাজার ফি (সাত দিনের মধ্যে মিলবে) ও অতি জরুরি ভিত্তিতে এক দিনের মধ্যেও ই-পাসপোর্ট মিলবে। আর এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মুনিম হাসান বলেন, ‘ই-পাসপোর্ট চালুর বিষয়ে প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ই-পাসপোর্টের ফি নির্ধারণের জন্য কয়েক মাস আগে একটি ফি নির্ধারণ কমিটি গঠন করা হয়। সেই কমিটি কয়েক দফা বৈঠক করে ফি চূড়ান্ত করেছে। তবে গতকাল পর্যন্ত তা চূড়ান্ত অনুমোদন হয়নি। দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে।
পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, শুরুতে ২০ লাখ ই-পাসপোর্ট জার্মানি থেকে প্রিন্ট করিয়ে সরবরাহ করা হবে। এরপর আরো দুই কোটি ৮০ লাখ পাসপোর্ট বাংলাদেশে প্রিন্ট করা হবে। সে জন্য উত্তরায় কারখানা স্থাপন করা হবে। পরে ওই কারখানা থেকেই পাসপোর্ট ছাপানো অব্যাহত রাখা হবে।
বর্তমানে বই আকারে যে পাসপোর্ট আছে, ই-পাসপোর্টেও একই ধরনের বই থাকবে। তবে বর্তমানে পাসপোর্টের বইয়ের শুরুতে ব্যক্তির তথ্যসংবলিত যে দুটি পাতা আছে, ই-পাসপোর্টে তা থাকবে না। সেখানে থাকবে পালিমারের তৈরি একটি কার্ড। এই কার্ডের মধ্যে থাকবে একটি চিপ। সেই চিপে পাসপোর্টের বাহকের তথ্য সংরক্ষিত থাকবে।
পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার থাকবে। বর্তমানে এমআরপি ডাটা বেইসে যেসব তথ্য আছে, তা ই-পাসপোর্টে স্থানান্তর করা হবে। ই-পাসপোর্ট চালু হলেই এমআরপি পাসপোর্ট বাতিল হবে না। তবে নতুন করে কাউকে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে না। যাদের এমআরপির মেয়াদ শেষ হয়ে যাবে তারা রিনিউ করতে গেলে ই-পাসপোর্ট নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে দেশ থেকে এমআরপি পাসপোর্টও বিলুপ্ত হয়ে যাবে।
সুত্র: কালের কণ্ঠ

02/05/2019

09/04/2019

শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন

Allah apni onader kobul korun
07/04/2019

Allah apni onader kobul korun

29/03/2019

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ব্যক্তিদের অত্মার মাগফেরাত কামনা করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

23/03/2019

ক্যানাডা ইমিগ্রেশন ও এজেন্সির প্রতারনা বাণিজ্য ............।

কিছু দিন থেকে দৈনিক পত্রিকা, অনলাইন ভিত্তিক পত্রিকা ও ফেসবুকএ একটি সংবাদ ভাইরাল, কানাডাতে ১০ লক্ষ্ লোক নেয়া হবে I বিজ্ঞাপন টির সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই যে কানাডা ১০ লক্ষ্ লোক নিবে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন বৎসরে এবং কানাডা ইমিগ্রেশন পরিসংখ্যান অনুযায়ী প্রতি বৎসরে তিন লক্ষ ইমিগ্রানট ক্যানাডাতে বসবাসের সুযোগ পায়। কিন্তু এই ১০ লক্ষ্ লোক গোটা পৃথিবী থেকে নেয়া হবে এবং অবশ্যই যথাযথ যোগ্যতা বাছাই করে I সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকাতে প্রকাশিত ক্যানাডা ইমিগ্রেশনের চটকদার বিজ্ঞাপন দেখে মনে হয়েছে শুধু মাত্র বাংলাদেশ থেকে ১০ লক্ষ লোক নেয়া হবে। "IELTS ছাড়াই স্থায়ী ভাবে কানাডায়ে বসবাস এর সুযোগ", "পরিবার এর সবাইকে নিয়ে কানাডা বসবাস এর সুযোগ " কিছু এজেন্সির এধরণের লোভনীয় বিজ্ঞাপন এর জন্য SKYNET Immigration ঢাকা অফিস প্রতিদিনই একই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

ক্যানাডা ইমিগ্রেশন যে সকল শর্ত আরোপ করে দিয়েছে তার ওপর ভিত্তি করেই আপনাকে ইমিগ্রেশনের এর জন্য আবেদন করতে হবে I যেখানে IELTS, Age,Educational Background,Work experience একটা বড় ব্যাপার I সে ক্ষেত্রে যদি কোন এজেন্সি আপনাকে IELTS, ECA ছাড়া একটি নির্দিষ্ট টাকা দিয়ে আপনার ফাইল শুরু করার প্রস্তাব দেয় তাহলে ধরেই নিবেন আপনি প্রতারিত হতে যাচ্ছেন I কারণ আপনি হয়তো লো স্কোর IELTS দিয়ে ফাইল শুরু করবেন কিন্তু নোমিনেশন পাওয়ার বা সিলেক্ট হবার সম্ভবনা অনেকটাই কম I

ক্যানাডা ইমিগ্রেশন সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য:
• Immigration program এর জন্য আবেদনকারীকে অবশ্যই নুন্যতম অনার্স পাশ হইতে হবে এবং যে বিষয় এর ওপর পড়াশুনা করেছেন সেই বিষয় সংক্ৰান্ত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে I
• IELTS, ECA (Educational credential assessment ) থাকতে হবে I
• এছাড়াও বিভিন্ন Province এ IELTS, Age limit, Educational Background, Work experience requirements ভিন্ন হয়ে থাকে I
উপরোক্ত যোগ্যতা ছাড়া কখনোই Immigration program এর জন্য Apply করা সম্ভব না I

Skilled ইমিগ্রেশন প্রোগ্রাম ২ ধরণের
১) এক্সপ্রেস এন্ট্রি
২)প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম
 এক্সপ্রেস এন্ট্রি :
আপনার যদি অনার্স/ মাস্টার্সের পর ৩ বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন I সেই সাথে IELTS(CLB-9) Listening-8,Reading-7,Writing-7,speaking-7.থাকতে হবে I এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আওতায় ২০১৭ সালে ইনভাইট করা হয়েছে ৮০ হাজারের বেশি দক্ষ পেশাজীবিকে, ২০১৮ সালে ইমিগ্রেশনের জন্য ইনভাইটেশন পেয়েছেন ৮৫,০০০ আবেদনকারি।

 প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম
অন্টারিও, সাস্কাচুয়ান, ম্যানিটবা, নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, কিউবেক প্রোভিন্সে প্রতি বছর ইনভাইটেশন দিয়ে থাকে তাও অবশ্যই কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে।বেশীরভাগ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম জব অফার ভিত্তিক, ক্যানাডার বাইরে থেকে এই জব অফার পাওয়া অনেকটাই দুরহ।

Saskatchewan নমিনেশন এর জন্য অবশ্যই Occupational Demand List এর সাথে আপনার কর্ম ক্ষেত্র মিলতে হবে I IELTS, Age, Educational Background, Work Experience ভিত্তিতে ৬০ পয়েন্ট পেতে হবে।
Ontario তে নোমিনেশন এর জন্য আবেদনকরিকে এক্সপ্রেস এন্ট্রি CRS Points -400+ পেতে হবে I মোটামোটি সব কর্মক্ষেত্রের মানুষই আবেদন করতে পারেন কিন্তু Finance, IT, Administration বিভাগের আবেদনকারীরা অগ্রাধিকার পেয়ে থাকে I Ontario তে আবেদন করতে আবেদনকারীকে $১৫০০ আবেদন ফি দিতে হয় I
Quebec এ প্রায় সব কর্মজিবিদের জন্য উন্মুক্ত থাকে,যেখানে বিবাহিতদের জন্য ৫৯ পয়েন্ট এবং অবিবাহিতদের জন্য ৫০ পয়েন্ট আসলেই আবেদনকারী তাদের ফাইল জমা দিতে পারে কিন্তু নোমিনেশন এর ব্যাপারটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে I ফ্রেন্স ভাষাতে দক্ষতা খুবই জরুরি সিলেকশনের জন্য।
Manitoba তে আবেদন করার জন্য ম্যানিটবাতে বসবাসকারী আত্মীয় বা বন্ধুবান্ধব কর্তৃক স্পন্সর করতে হবে আবেদনকারীকে এবং সেই সাথে আবেদনকারীকে IELTS, Age, Educational Background, Work Experience ভিত্তিতে নির্দিষ্ট পয়েন্ট পেতে হবে।
Nova Scotia তে সারা বৎসরে ১২৫০ জন আবেদনকারী Skilled Category নোমিনেশন পাবেন। সারা বৎসরে ৫-৬ বার আবেদন নেয়া হয়ে থাকে এবং ২৫০ টি আবেদন একেকবার গ্রহন করা হয়। আবেদন করার লগ ইন পাওয়াটাও একটি দুরহ বাপার।

ফ্যামিলি স্পনসরশিপ
ফ্যামিলি স্পনসরশিপ প্রোগ্রামে কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টরাই তাদের বাবা, মা, স্ত্রী ও সন্তানদের স্পন্সর করতে পারেন ইমিগ্রাশনের জন্য।ক্যানাডা ইমিগ্রেশন এ ভাই, বোন বা সিব্লিংদের আলাদাভাবে স্পন্সর করার কোন সুযোগ নেই। বাবা মাকে স্পন্সর করতে হলে কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে তিন বসরের মিনিমাম ইনকাম থাকতে হবে।

রেফিউজি & প্রোটেক্টেড পারসন
সারা বিশ্ব থেকে নির্যাতিত মানুষদের কানাডায় আশ্রয় দিয়ে অভিবাসনের সুযোগ দেয়া হয়।অনেকগুলো ক্যাটেগরির মাধ্যমে এবং রেফিউজি প্রোটেক্টেড আইনের অনুকুলে এই সুযোগ দেয়া হয়ে থাকে। যেমনটি সম্প্রতি দেয়া হয়েছে সৌদি মেয়ে রাফা আল কুনুন কে।

জব অফার
কানাডায় আসার নামে সবচেয়ে বেশি প্রতারণা ঘটছে যে ক্ষেত্রটিতে তা হচ্ছে জব অফার। জব অফারের নামে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আইএল্টস ছাড়া, কোনো শিক্ষাগত বা কাজের দক্ষতা ছাড়াই শুধুমাত্র টাকার বিনিময়ে কানাডায় পাঠানোর নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশের কোনো একটি এজেন্সী আপনাকে টাকার বিনিময়ে কানাডার একটি জব অফার দিলো, তাহলেই কি আপনি কানাডা চলে আসতে পারবেন? কখনোই না- ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য প্রত্যেক প্রভিন্সে গভর্নমেন্ট আপ্রুভড এমপ্লয়ার আছে- তারা যখন প্রমান করতে সক্ষম হয় যে তাদের প্রয়োজনীয় ওয়ার্কার কানাডায় কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তবেই তারা অনেক নিয়ম কানুন মেনে ফরেইন ওয়ার্কার নিয়োগ করতে পারে।

কাজেই তথ্যপ্রযুক্তির এই যুগে চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে ক্যানাডা ইমিগ্রেশন প্রোগ্রামগুলো জানুন এবং বুঝুন। আপনি এই প্রোগ্রামের জন্য qualified কিনা জানুন অথবা qualify করতে হলে কি কি প্রয়োজন। ঠিক মতো জেনে বুঝে, খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিন- কি করবেন কেন করবেন। কানাডায় ইমিগ্রেশনের ব্যাপারে যদি কোনো এজেন্সির সহায়তা নিতে চান, প্রথমেই জানুন তারা কানাডা সরকার কর্তৃক অনুমোদিত ইমিগ্রেশন ফার্ম কি না। তারপরেই যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি আপনার বিস্তারিত প্রোফাইল আমাদেরকে জানালে আমরা দ্রুত আপনার প্রোফাইল Assessment করে জানাবো যে, আপনি কানাডাতে স্বপরিবারে ইমিগ্রেশন করতে পারবেন কি না। (এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রী)। প্রতিটি প্রোফাইল আমাদের ক্যানাডিয়ান ইমিগ্রেশন আইনজীবী কর্তৃক রিভিও করা হয় কোন সার্ভিস ফি ছাড়া। ক্যানাডিয়ান ইমিগ্রেশন আইনজীবী কর্তৃক Assessment এর নামে ২০০০০-৩০০০০ টাকা এজেন্সিকে প্রদান করবেন না। আপনি আপনার সিভি আমাদেরকে ইমেইল করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected]
অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়ঃ-
হাউস নং- ৩৭৮-৩৭৯, রোড নং- ৬
মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬
মোবাইল নং: ০১৭১১৩৯৩৪৬০, ০১৭৮০৯৬৮১৪৬, ০২-৫৮০৭১০৩৪
সময় : সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত (শনি থেকে বৃহস্পতি)

15/03/2019

নেতানিয়াহু, আমাদের পবিত্র মসজিদে তোমার সৈন্যরা ময়লা জুতা পায়ে ঢুকে যায়। এটি আমাদের কলিজায় আঘাত লাগে। আমাদের সেজদ...

03/01/2019
16/12/2018

চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের এ পুনঃযাত্রার বিষয়ে ফ্লাইদুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল (ইউএই, জিসিসি, উ...

Address

Shahid Sowhorowardi Road, Chowdhury Tower, 3rd Floor, 5/6, Kotowali, Chittagong
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Thursday 09:00 - 19:30
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Telephone

+8801835201070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peacefulctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chittagong

Show All

You may also like