Second Option

Second Option ইউরোপ এর শেনজেন/নন-শেনজেন দেশগুলোতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

ইউরোপ এর শেনজেন/নন-শেনজেন দেশগুলোতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
-------------------------------------------------------------------------------
Processing of work permit visas in Europe with benefits including food, accommodation, medical care, transportation, and health insurance coverage in both Schengen and non-Schengen countries.

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন...
08/05/2024

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️

সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য কিছুটা জটিল প্রক্রিয় বলেই ভিসার আবেদন করতে অনেকে গড়িমসি করে থাকেন। তবে একটিু সচেতন হয়ে ভিসার জন্য আবেদন করলে মিলে যেতে পারে সেনজেন ভিসা। তাই এই ভিসার সম্পর্ক কিছু জেনে নিন।

সেনজেন ভিসা কিঃ

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি -এই দেশগুলো সেনজেন দেশ। এসব দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।

সেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ

সেনজেন ভিসা প্রাপ্তির জন্য অনেক কাগজপত্রের পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও সচেতনতার।

দূতাবাসে যোগাযোগঃ

ইউরোপের যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে, সেখানে যোগাযোগ করতে হয়। ফ্রান্সের ওভারসীজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, ডি জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লীতে চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে। জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালি দূতাবাসে যোগাযোগ করতে হবে। সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে যোগাযোগ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে। কোন কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদ যুক্ত করতে হবে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণ দেখাতে হয়।

ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত জানাতে হয়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য প্রদান করতে হয়। ব্যক্তিগত হিসাব বিবরণী দেখাতে হয়। শিশুদের ক্ষেত্রে বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বিজনেস ভিসার জন্য অতিরক্তি হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণ পত্র, হিসাব বিবরণী, ট্রেড লাইসেন্স ইত্যাদি।

যোগাযোগ : 01719-160009

ভিসা প্রাপ্তির সময়ঃ

সাধারণত ৭-১০ কার্যদিবস, কিন্তু কিছু ক্ষেত্রে এক মাস (বা তারও বেশি) পর্যন্ত সময় লাগতে পারে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ

তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশন
পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয়। আবেদনকারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্য তাই সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো আবেদনকারীর সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করে। এম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করা জরুরি। ইংরেজি সহ অন্য কোন ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া সুবিধাজনক।

শেষ কথাঃ
আজকে সেনজন ভুক্ত দেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি পোস্ট টা আপনার উপকারে এসেছে। প্রতিদিন নতুন নতুন সব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

Contact number : 01719-160009
Email : [email protected]

Face book : https://www.facebook.com/SecondOptionBD


খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।বিস্তারিত তথ্যের জন্য ...
07/05/2024

খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
Mobile/WhatsApp: 01719-160009
Email: [email protected]
ঠিকানা:- Second Option, (২য় তলা) সালেহ বিল্ডিং, দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম।

ইউরোপের বিভিন্ন দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স এটেস্টাশন,অ্যাপয়েন্টমেন্ট ডেইট ও ফরম-পূরণ খুব দ্রুত সময়ে করা হয়।বিস্তারিত ত...
07/05/2024

ইউরোপের বিভিন্ন দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স এটেস্টাশন,
অ্যাপয়েন্টমেন্ট ডেইট ও ফরম-পূরণ খুব দ্রুত সময়ে করা হয়।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
Mobile/WhatsApp: 01719-160009
Email: [email protected]
ঠিকানা:- Second Option, (২য় তলা) সালেহ বিল্ডিং, দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম।

21/04/2024

বিদেশ আসার ক্ষেত্রে বিশেষ করে ইউরোপ যারা আসবেন তাদের জন্য:

🔗 এক চান্সে ভিসার পাওয়ার সম্ভাবনা খুব ই কম।
🔗এডভান্স ছাড়া সিউর কাজ দিবে এমন এজেন্ট পাওয়া দুরুদ বিষয়।
🔗নিজের পকেটের টাকা দিয়ে কোন এজেন্ট পারমিট বের করে দিবে না।
🔗সুপার ফাস্ট কোন প্রসেস নাই যে আপনাকে ২;৪ মাসে ইউরোপে ভিসার করে দিবে।
🔗ভিসা না হলে অবশ্য ই একটা ফিনানশিয়ালি লস গুনতে হবে।
🔗 এক জনের ভিসা আরেক জনের নামে দেয়ার সুযোগ নাই।
🔗 কাজ না জেনে ইউরোপ আসলে কোম্পানিতে কাজ না পাওয়ার সম্ভবনা থাকে। কারন আমাদের নেয়া ফাইলের ৮০% ই অদক্ষ একেবারে কিছুই জানে না।
🔗 ইউরোপের নেশায় সুদে, ধার দেনা করে টাকা লাগিয়ে বিদেশ আসবেন না, কেন না আপনি কবে এই টাকা পরিশোধ করতে পারবেন তা আপ্নি নিজেও জানেন না।
🔗ইউরোপে কারো মধ্যেস্থতা ছাড়া নিজে নিজে আসা যায় যদি স্কিল্ড হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন।
🔗এসেই পি আর টি আর পাওয়া যায় এই মনোভাব নিয়ে আসবে না, পি আর সব দেশে পাওয়া যায় না, অনেক কিছু লাগে পি আর নিতে।
🔗মোট কথা ইউরোপ যাত্রা প্রসেস গুলোর আইডিয়া থাকা, জানা, বুঝার পর সিধান্ত নেওয়া। কারন এখানে একেকটা পারমিটের পিছনে অনেক টাকা খরচ, আপনি আবেগে, বন্ধুর ইউরোপের লাইফ স্টাইল দেখে উদ্বুদ্ধ না হয়ে মুল বিষয় গুলো জেনে ফাইল প্রসেস করুন। আপনি ভিসা না পেলেও যেন সব কিছু মেনে নিতে পারেন সেটার মানসিকতা রাখুন।

যেকোনো পরামর্শ, আলোচনা নিয়ে যুক্ত হোন আমাদের সাথে:

Second Option

06/04/2024
ইউরোপ এর শেনজেন/নন-শেনজেন দেশগুলোতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্...
05/04/2024

ইউরোপ এর শেনজেন/নন-শেনজেন দেশগুলোতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পরিবহন এবং স্বাস্থ্য বীমা সুবিধা সহ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

Mobile/WhatsApp: wa.me/+8801719160009
Email: [email protected]

আসসালামু আলাইকুম।যারা কানাডার 🇨🇦 অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে নেপাল-দুবাই-সিংগাপুর যাওয়ার চিন্তা করছেন। তাদেরকে ২-৩ দিনের ...
05/04/2024

আসসালামু আলাইকুম।
যারা কানাডার 🇨🇦 অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে নেপাল-দুবাই-সিংগাপুর যাওয়ার চিন্তা করছেন। তাদেরকে ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের ডেট নিয়ে দেব ইনশা আল্লাহ।

🏨(চট্টগ্রাম সেন্টার)
✅ Passport Submission
✅ Biometric Appointment Available.
What'sApp / Call 📞
+8801719160009

19/03/2024

ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় যেতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য।

আপনার ভিসা অফিসারকে বোঝাতে হবে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত, আমেরিকা যাওয়ার আপনার যৌক্তিক কারণ আছে এবং আপনি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবেন। এটা বুঝানোর উপায় হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ও নির্ভুল ভাবে পূরণ করা।

যেহেতু আমেরিকার ভিসাটি যেহেতু ইন্টারভিউ উপর নির্ভর করে, তাই DS-160 ফর্ম ছাড়া আপনার কোনো ডকুমেন্ট উনারা দেখতে চাইবেন না। এজন্য আপনাকে অবশ্যই দক্ষ কারো দ্বারা DS-160 ফর্মটি পূরণ করাতে হবে। কেননা এই ফর্মের উপর ভিত্তি করে আপনার ভিসা অনেকাংশে নির্ভর করছে।

এছাড়াও আপনি যে ইন্টারভিউ দিবেন তার একটা গাইডলাইন আপনাকে দেয়া হবে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে। তাই আপনি যদি অবহেলার সাথে ফর্মটি পূরণ করেন তাহলে আপনার ফর্মে অনেক ইনফরমেশন গ্যাপ থেকে যাবে। যার ফলে আপনার ভিসাটি রিফিউজ হওয়ার সম্ভবনা থাকে।

ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের থেকে যে সকল সহায়তা পাবেন:-
১. DS-160 ফর্ম সঠিক ও নির্ভুলভাবে পূরণ।
২। আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে ট্রেনিং অথবা গাইডলাইন।

আমরা আমেরিকা যেসব ভিসা প্রসেসিং করে থাকি:-
১।মেডিকেল ভিসা (B2)
২। বিজনেস ভিসা (B1)
৩। ট্যুরিস্ট ভিসা (B1/B2)
৪। ড্রপবক্সের মাধ্যমে ভিসা রিনিউ।

এম্বাসি ফি জমা দেয়ার জন্য যা যা প্রয়োজন:
১। আপনার পাসপোর্ট এর ফার্স্ট পেইজের স্ক্যান কপি।
২। একটি ইমেইল এড্রেস।
৩। দুইটি ফোন নাম্বার।

ভিসা আবেদনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে!

📞 আমাদের ফোন নাম্বারঃ- +8801719160009

26/02/2024

✅✅ বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের প্রবাসী ও প্রবাসগামী ভাইদের চাহিদা অনুযায়ী নিম্নে লিখিত দেশসমূহের ওয়ার্ক পারমিট আপাতত এভেইলেবল।

1️⃣. ফ্রান্স
2️⃣.*পর্তুগাল*-
3️⃣.*হাঙ্গেরি*-
4️⃣.*ইতালি:*
A).সিজনাল-
B).নন-সিজনাল-
5️⃣.*মাল্টা*-
6️⃣.*অস্ট্রেলিয়া*-
7️⃣.*থাইল্যান্ড*-
7️⃣.*মালয়েশিয়া:*
A).কন্সট্রাকশন/ফ্যাক্টরি-
B).এগ্রিকালচারাল-
8️⃣.*মরিশাস*-
9️⃣.*সোদি-আরব*
🔟.*কুয়েত*-
1️⃣1️⃣.*সিঙ্গাপুর*-
1️⃣2️⃣.*লিথুনিয়া*-
1️⃣3️⃣. *ক্রোয়েশিয়া*-
1️⃣4️⃣.*রোমানিয়া*-
1️⃣5️⃣. *পোল্যান্ড*:
1️⃣6️⃣. *ফিনল্যান্ড*-
1️⃣7️⃣. *নিউজিল্যান্ড*-
1️⃣8️⃣.*কাতারঃ*-
*১. ক্লিনার*
*২. গার্ডেনার*-
*৩. ফ্যাক্টরি প্যাকেজিং*-
*৪. কনস্ট্রাকশন*-
1️⃣9️⃣ *সার্বিয়া*
2️⃣0️⃣ *সুইজারল্যান্ড*
2️⃣1️⃣ *জার্মানি*
2️⃣2️⃣ *নেদারল্যান্ড*
2️⃣3️⃣ *আয়ারল্যান্ড*
2️⃣4️⃣ *স্লোভেকিয়া*
2️⃣5️⃣ *স্লোভেনিয়া*
2️⃣6️⃣ *বুলগেরিয়া*

✅⏩ *বিঃদ্রঃ* উল্লেখিত দেশ সমূহের মধ্যে যে আগ্রহী প্রার্থী গণ যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন*।

Address

1st Floor, Saleh Building, Dewanhat
Chittagong
4100

Telephone

+8801719160009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Second Option posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Second Option:

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All