Travelling Around Bangladesh - TAB

Travelling Around Bangladesh - TAB We make travel easier for Traveller

চট্টগ্রামে মার্কেট বন্ধের রুটিন
04/05/2024

চট্টগ্রামে মার্কেট বন্ধের রুটিন

★ বিশেষ সতর্কতা ★৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দ...
29/04/2024

★ বিশেষ সতর্কতা ★

৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
26/04/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন?

মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰

এখনকার ছেলেমেয়েরা কখনো কোনদিন জানতে বা অনুভব করতেই পারবে না যে আগেকার দিনে গরমকালের সন্ধ্যাবেলায় ছাদে মাদুর পেতে বিশ্র...
21/04/2024

এখনকার ছেলেমেয়েরা কখনো কোনদিন জানতে বা অনুভব করতেই পারবে না যে আগেকার দিনে গরমকালের সন্ধ্যাবেলায় ছাদে মাদুর পেতে বিশ্রাম নেওয়া এখনকার A.C. ঘরে বসে আরাম করার থেকে কত গুণ সুখকর ও মধুর ছিল।

09/04/2024
ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্...
06/04/2024

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

অত্যন্ত দুঃখজনক এবং নিষ্ঠুর একটা সংবাদ।  প্রকৃতির প্রতি, চাকরির প্রতি, পেশাগত দায়িত্বের প্রতি এতটা আবেগ ও সচেতনতা দেখান...
01/04/2024

অত্যন্ত দুঃখজনক এবং নিষ্ঠুর একটা সংবাদ। প্রকৃতির প্রতি, চাকরির প্রতি, পেশাগত দায়িত্বের প্রতি এতটা আবেগ ও সচেতনতা দেখানো মানুষটা খুন হয়ে গেলেন।

এই খুনের কোন বিচার কি আমরা আশা করতে পারি? বনখেকো, পাহাড়খেকো, দেশখেকোদের হাতেই কি আমাদের জীবন?

31/03/2024

TAB এর ইফতার আয়োজনের গল্প

তে

আলহামদুলিল্লাহ গতকালকে সুন্দরভাবে শেষ হয়েছিল TAB এর সমুদ্রপাড়ে ইফতার আয়োজন।।
30/03/2024

আলহামদুলিল্লাহ গতকালকে সুন্দরভাবে শেষ হয়েছিল TAB এর সমুদ্রপাড়ে ইফতার আয়োজন।।

জনপ্রিয় আর্টিস্ট তুফান চাকমার ছবিতে পাহাড়ের জীবন ❤️
05/03/2024

জনপ্রিয় আর্টিস্ট তুফান চাকমার ছবিতে পাহাড়ের জীবন ❤️

আলহামদুলিল্লাহ গতকালকে সুন্দরভাবে শেষ হলো ৫০ জন টীম মেম্বার নিয়ে আমাদের "চড়ুইভাতি ২০২৪"ধন্যবাদ সবাইকে সবার সুন্দর অংশগ্র...
02/03/2024

আলহামদুলিল্লাহ গতকালকে সুন্দরভাবে শেষ হলো ৫০ জন টীম মেম্বার নিয়ে আমাদের "চড়ুইভাতি ২০২৪"

ধন্যবাদ সবাইকে সবার সুন্দর অংশগ্রহণের জন্যে।

১৯৮০'র দশকে চট্টগ্রামের নেভাল এরিয়া।স্থানঃ- নেভাল,চট্টগ্রাম
24/02/2024

১৯৮০'র দশকে চট্টগ্রামের নেভাল এরিয়া।

স্থানঃ- নেভাল,চট্টগ্রাম

কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গ...
21/02/2024

কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভেঙ্গে পঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। 😢

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হলো চিটাগং মেডিকেলের সম্মানিত ৫০ জন ডাক্তার এবং উনাদের পরিবারবর্গ নিয়ে কাপ্তাই ইভেন্ট।। আম...
18/02/2024

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হলো চিটাগং মেডিকেলের সম্মানিত ৫০ জন ডাক্তার এবং উনাদের পরিবারবর্গ নিয়ে কাপ্তাই ইভেন্ট।।

আমাদের সাথে যেকোন ধরনের কর্পোরেট- ফ্যামিলি-কাস্টমাইজড ট্যুরের জন্যে যোগাযোগ করতে পারবেন:
★Saikat 01633199810
★Preum 01770245090

আপনাদের ছোটবেলার চড়ুইভাতির গল্প আমরা শুনতে চাই 🥰🥰🥰আরো অনেক নতুন নতুন গল্প তৈরির জন্যে আগামী ১লা মার্চ আমরা   বাহিনী যাচ্...
15/02/2024

আপনাদের ছোটবেলার চড়ুইভাতির গল্প আমরা শুনতে চাই 🥰🥰🥰

আরো অনেক নতুন নতুন গল্প তৈরির জন্যে আগামী ১লা মার্চ আমরা বাহিনী যাচ্ছি আনোয়ারা একটি গ্রাম্য ফার্ম হাউসে, চারপাশে পুকুর,পাখির কলরব,নির্জলা হিমেল হাওয়া, এর সাথে থাকবে লাড়কি চুলায় জম্পেস রান্না বান্না,আমরা সবাই মিলে রান্নাবান্না শেষ করে খাওয়ার পর বিকেলে যাবো পাশের পারকি বীচে,আশাকরি যান্ত্রিক এই জীবনে সবার ভালো লাগবে।

তাই আপনাকেও আমন্ত্রণ

⏩ভ্রমন তারিখঃ ১লা মার্চ (ফ্রাইডে) ২০২৪

⏩ভ্রমণ খরচঃ ৮৫০ টাকা (প্রতি জন)

⏩চড়ুইভাতির স্থানঃ আনোয়ারা খামার বাড়ী

⏩প্যাকেজের মধ্যে যা যা থাকছেঃ
💠চিটাগাং-আনোয়ারা-চিটাগাং আপডাউন বাস ভাড়া
💠সকাল এবং বিকেলের নাস্তা
💠দুপুরের খাবার
💠স্পট ফি
💠গেমস
💠গান আড্ডা
💠পারকি বীচ
💠বঙ্গবন্ধু ট্যানেল

📌আমাদের সাথে ইভেন্ট বিষয়ক যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার গুলোতে
★Saikat 01633199810
★Preum 01770245090

📌ইভেন্ট লিংক
https://www.facebook.com/share/ADWYrSFWZr3SWWLm/?mibextid=9VsGKo

নতুনভাবে সেজেছে স্বাধীনতা কমপ্লেক্সে (মিনি বাংলাদেশ)
13/02/2024

নতুনভাবে সেজেছে স্বাধীনতা কমপ্লেক্সে (মিনি বাংলাদেশ)

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হয়েছে ৫০ জন টীম মেম্বার নিয়ে কর্পোরেট ট্যুর "সদরঘাট টু কাপ্তাই নৌবিহার"।আমাদের সাথে য...
10/02/2024

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হয়েছে ৫০ জন টীম মেম্বার নিয়ে কর্পোরেট ট্যুর "সদরঘাট টু কাপ্তাই নৌবিহার"।

আমাদের সাথে যেকোন ধরনের কর্পোরেট ট্যুরের জন্যে যোগাযোগ করতে পারবেন।।

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হলো আমাদের দেবতাখুম ইভেন্ট।।।।
09/02/2024

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হলো আমাদের দেবতাখুম ইভেন্ট।।।।

ষোলশহরের শপিং কমপ্লেক্স থেকে ডিসি পার্ক পর্যন্ত শাটল বাস চালুআগামী ১ লা ফেব্রুয়ারি থেকে ডিসি পার্কগামী পর্যটকদের যাত্রা...
01/02/2024

ষোলশহরের শপিং কমপ্লেক্স থেকে ডিসি পার্ক পর্যন্ত শাটল বাস চালু

আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে ডিসি পার্কগামী পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ষোলশহরের শপিং কমপ্লেক্সের সামনে থেকে ডিসি পার্ক পর্যন্ত চালু হচ্ছে শাটল বাস। বাসগুলো প্রতি ৩০ মিনিট পর পর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ডিসি পার্কের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং একইভাবে ডিসি পার্ক থেকে প্রতি ৩০ মিনিট পর পর শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে বাস ছাড়া হবে।

# শপিং কমপ্লেক্স থেকে - ডিসি পার্ক পর্যন্ত ভাড়া- ৩৫ টাকা
# ডিসি পার্ক - শপিং কমপ্লেক্স পর্যন্ত ভাড়া- ৩৫ টাকা
# www.tourismctg.gov.bd তে ভিজিট করে পর্যটকগণ টিকেট বুকিং করতে পারবেন।
# পর্যটকগণ চাইলে রিটার্ন টিকেট বুকিং করতে পারবেন।
# অনলাইন বুকিংয়ের পাশাপাশি অন-স্পট টিকেট বুকিং করা যাবে।

Dhaka 🥰🥰🥰
29/01/2024

Dhaka 🥰🥰🥰

ভালোবাসা অবিরাম 🥰🥰🥰ভালো লাগে যখন ইভেন্ট শেষে সবার থেকে এমন ভালো ভালো ফিডব্যাক পেলে 😊😊😊এই প্রশংসাবানী গুলোই আমাদেরকে সামন...
22/01/2024

ভালোবাসা অবিরাম 🥰🥰🥰

ভালো লাগে যখন ইভেন্ট শেষে সবার থেকে এমন ভালো ভালো ফিডব্যাক পেলে 😊😊😊

এই প্রশংসাবানী গুলোই আমাদেরকে সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা জাগায় 🥰🥰🥰

#বগালেক_কেওক্রাডং_ইভেন্ট

বলুন তো কোথায়? দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরির চেষ্টা চট্টগ্রাম ডিসি ফ্লাওয়ার পার্ক 🥰❤️😱সামনে আরো নতুন কিছু যুক্ত ...
21/01/2024

বলুন তো কোথায়? দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরির চেষ্টা চট্টগ্রাম ডিসি ফ্লাওয়ার পার্ক 🥰❤️😱

সামনে আরো নতুন কিছু যুক্ত হবে যা কল্পনার বাইরে 🥰

অবস্থান : ফৌজদারহাট 📌

চবি'র দার্জিলিং 😬©  Jahid Abrar
21/01/2024

চবি'র দার্জিলিং 😬

© Jahid Abrar

★ বগালেক-কেওক্রাডং রিলাক্স ট্রিপ ★ ~~যাবেন নাকি আমাদের সাথে Milky Way দেখতে~~ ~~মিল্কিওয়ের বাংলা আকাশগঙ্গা। এটি একটি ছায...
17/01/2024

★ বগালেক-কেওক্রাডং রিলাক্স ট্রিপ ★

~~যাবেন নাকি আমাদের সাথে Milky Way দেখতে~~

~~মিল্কিওয়ের বাংলা আকাশগঙ্গা। এটি একটি ছায়াপথ। (যেমন পৃথিবীর সবচে নিকটতম ছায়াপথ হচ্ছে এন্ড্রোমিডা) আমাদের সোলার সিষ্টেম বা সৌরজগত এই ছায়াপথের অংশ। অত্যন্ত ক্ষুদ্র অংশ। অর্থাৎ আমরা থাকি যে পৃথিবীতে তা এই ছায়াপথেরই তুচ্ছাতিতুচ্ছ এক ক্ষুদ্রাংশ! আমাদের আকাশগঙ্গা দেখতে সর্পিলাকার একটি ছায়াপথ। তাই পৃথিবী থেকেও এর কিছু অংশ দেখা যায়। এই ছায়াপথটি রাতের বেলা পরিষ্কার আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত হালকা সাদা মেঘের মত দেখায়। খুব হালকা দেখায় বলে, আমাদের স্মগে (smog, smoke আর fog মিলিয়ে smog) ভরা শহর থেকে বা আলো আছে এমন স্থান থেকে আকাশগঙ্গা দেখা যায় না। আকাশগঙ্গা দেখার পারফেক্ট স্থান অমাবশ্যা রাতে খোলা সাগরের মাঝে বা উঁচু কোন পাহাড়ে।

~~একটা রাত আমরা পাহাড়ে কাটাবো,আর দেখবো আকাশের চাদরের নীচে আকাশগঙ্গা আর কালপুরুষ, লুব্ধকের মত অনন্ত নক্ষত্রবীথি দেখে আর কানে বাজবে কোল্ডপ্লের "আ স্কাই ফুল অব স্টারস" এইটুকু প্রত্যাশা তো আমি করতেই পারি!

⏩ভ্রমন তারিখঃ ২-৩রা ফেব্রুয়ারী ২০২৪

⏩ভ্রমণ খরচঃ ৫২০০ টাকা (প্রতি জন)

⏩আমাদের গন্তব্য স্থানসমুহ
★রুমা বাজার-কমলা বাজার-বগালেক
★দার্জিলিং পাড়া-কেওক্রাডং

⏩প্যাকেজের মধ্যে যা যা থাকছেঃ
★চিটাগাং-বান্দরবান-চিটাগাং নন এ/সি বাসের টিকেট
★বান্দরবান-বগালেক-কেওক্রাডং-বান্দরবান চান্দের গাড়ির সকল খরচ
★২ বেলা সকালের নাস্তা
★৩ বেলা ভাত
★দুইদিনের গাইডের যাবতীয় খরচ
★উপজাতীয় কটেজে শেয়ার বেসিসে থাকার খরচ (অবশ্যই মেয়েদের থাকার ব্যবস্থা আলাদা হবে)

#খাবার_মেন্যু
★সকালের নাস্তা -
খিচুড়ি অথবা ডিম/সবজি+পরটা+চা
★দুপুরের খাবার -
দেশী মুরগির মাংস+সবজি+ডাল+সাদা ভাত
★রাতের খাবার
দেশী মুরগির মাংস+সবজি+ডাল+সাদা ভাত।
(খাবারের মেন্যু কিছুটা তারতম্য হতে পারে।

⏩মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে বুকিং মানি হিসেবে ২৫০০+৪০(বিকাশ/নগদ চার্জসহ) =২৫৪০/- টাকা নগদ বা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। কিংবা সরাসরি হোস্টদের নিকট টাকা জমা দিতে পারবেন।বাকী পেমেন্ট ইভেন্টের দিন দিতে হবে।

#টাকা_পাঠানোর_উপায়
★নিচের বিকাশ বা নগদ নাম্বারে পাঠাতে হবে
Preum 01770245090

📌আমাদের সাথে ইভেন্ট বিষয়ক যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার গুলোতে
★Saikat 01633199810
★Preum 01770245090

📌ইভেন্ট লিংক
https://fb.me/e/3piTNUnA6

ইউরোপের তুষারপাতের ছবি নয় এটি আজকের চবি ক্যাস্পাস! 🫢🫢Fun post  riaz
15/01/2024

ইউরোপের তুষারপাতের ছবি নয় এটি আজকের চবি ক্যাস্পাস! 🫢🫢

Fun post riaz

যাবেন নাকি 02-03 ফেব্রুয়ারি  #বগালেক,  #কেওক্রাডং? 🤗যাদের পাহাড়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু হাঁটতে নারাজ অথবা সমস্যা। 😰তাদের...
15/01/2024

যাবেন নাকি 02-03 ফেব্রুয়ারি #বগালেক, #কেওক্রাডং? 🤗

যাদের পাহাড়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু হাঁটতে নারাজ অথবা সমস্যা। 😰
তাদের জন্যে বেস্ট ট্যুর। 😉

কারণ এই ট্যুরে একটুও হাঁটতে হবেনা। চাঁদের গাড়ি করে সোজা কেওক্রাডং পাহাড়ের চূড়ায়। 😍

সাথে আবার আকর্ষণীয় এবং বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর পাড়া, #দার্জিলিং_পাড়ার দেখা পাবো। 🥰

মাত্র #৫২০০৳ বাজেটে! 🙀

মিস করলেই কিন্তু লস ভাই.... 🥱

বুকিং এবং বিস্তারিত জানতে ইনবক্স অথবা কল করুন 01770245090

~~আমাদের প্যাকেজের মধ্যে যা যা থাকছে~~
★চিটাগাং-বান্দরবান-চিটাগাং নন এ/সি বাসের টিকেট
★বান্দরবান-বগালেক-কেওক্রাডং-বান্দরবান চান্দের গাড়ির সকল খরচ
★২ বেলা সকালের নাস্তা
★৩ বেলা ভাত
★দুইদিনের গাইডের যাবতীয় খরচ
★উপজাতীয় কটেজে শেয়ার বেসিসে থাকার খরচ (অবশ্যই মেয়েদের থাকার ব্যবস্থা আলাদা হবে)

⏩ ইভেন্ট বিস্তারিত
https://fb.me/e/euFPsZhGz

TAB এর সেন্টমার্টিন ও ছেঁড়াদ্বীপ ভ্রমণআচ্ছা একটি মনের মত ট্যুর এ আপনি কি কি চান??-আকাশ ভরা তারা,-নীল সাগরের নীলাম্বরী,-ন...
15/01/2024

TAB এর সেন্টমার্টিন ও ছেঁড়াদ্বীপ ভ্রমণ

আচ্ছা একটি মনের মত ট্যুর এ আপনি কি কি চান??

-আকাশ ভরা তারা,
-নীল সাগরের নীলাম্বরী,
-নীল পানিতে শুভ্রসাদা শঙ্খচিলের ছুটে চলা,
-বিচে নিজেকে এলিয়ে দিয়ে মিষ্টি রোদে সাগরের বসন্ত বাতাসে আনন্দ উল্লাস,
-উত্তাল সাগরের উপর দিয়ে ট্রলারে করে ঘুরে বেরানো,
-অপার্থিব রাতে কোরালের উপর বসে রাতের শেষ প্রহরে বসে গান বাজনা।

ইনশাআল্লাহ এই সবকিছু একসাথে পুরণ হবে আমাদের সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপ অভিযানে,আপনিও আমন্ত্রিত।

▶️ভ্রমন তারিখঃ
★প্যাকেজ ১: ২৬-২৭ জানুয়ারি (২দিন ১রাত)
★প্যাকেজ ২: ২৬-২৮ জানুয়ারি (৩দিন ২রাত)

▶️ইভেন্ট ফিঃ
★প্যাকেজ ১:
৫২০০ টাকা প্রতিজন (প্রতিরুমে ৪জন শেয়ার)
৫৯০০ টাকা প্রতিজন (প্রতিরুমে ২জন শেয়ার)
★প্যাকেজ ২:
৬৭০০ টাকা প্রতিজন (প্রতিরুমে ৪জন শেয়ার)
৭৬০০ টাকা প্রতিজন (প্রতিরুমে ২জন শেয়ার)

#সংক্ষিপ্ত_ধারণাঃ-
✅২৫শে জানুয়ারি , বৃহঃপতিবার (০ দিন) - রাতে নন এসি বাসে করে সিনেমা প্যালেস থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।

✅২৬শে জানুয়ারি ,শুক্রবার (১ম দিন) -
ভোরে টেকনাফ ঘাটে নাস্তা করে শীপে করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা,দুপুরে সেন্টমার্টিন পৌছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ইচ্ছেমতো ঘোরাঘুরি।

✅ ২৭ই জানুয়ারি ,শনিবার (২য় দিন)–
ভোরে সূর্যোদয় উপভোগ করে ট্রলারে করে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা।ছেঁড়া দ্বীপ থেকে ফেরত এসে, ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করে যারা প্যাকেজ ১ নিবেন তারা শীপে করে টেকনাফে এসে চিটাগং এর বাসে ব্যাক করবো। আর যারা প্যাকেজ ২ নিবেন তারা পরের দিন (৩য় দিন) ব্যাক করবো ইনশাআল্লাহ।

▶️প্যাকেজে যা যা থাকছেঃ
✅চিটাগাং-টেকনাফ -চিটাগাং নন এসি বাস
✅টেকনাফ-সেন্টমার্টিন -টেকনাফ জাহাজ (শীপ) ভাড়া
✅ছেড়া দ্বীপের ট্রলারের খরচ।
✅রির্সোটের থাকার খরচ।
✅প্রতিদিন তিনবেলা খাবার (সকাল-দুপুর-রাত)

👉কনফার্ম করার জন্যে বুকিং মানি হিসেবে ২৫৫০ টাকা (২৫০০+৫০ চার্জ) নগদ বা বিকাশে কিংবা হোস্টদের কাছে সরাসরি পেমেন্ট করে ট্যুর কর্নফাম করতে হবে।বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।

#টাকা_পাঠানোর_উপায়
★নিচের নগদ বা বিকাশ নাম্বারে পাঠাতে হবে
Saikat 01633-199810

📌আমাদের সাথে ইভেন্ট বিষয়ক যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার গুলোতে
★Saikat 01633199810
★Preum 01770245090

📌ইভেন্ট লিংকঃ
https://facebook.com/events/s/tab-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%

বগালেক-কেওক্রাডং ট্যুরজানুয়ারী ২০২৪
14/01/2024

বগালেক-কেওক্রাডং ট্যুর

জানুয়ারী ২০২৪

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হলো ২৫ জন টীম মেম্বার নিয়ে বছরের প্রথম ইভেন্ট বগালেক- কেওক্রাডং।
13/01/2024

আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে শেষ হলো ২৫ জন টীম মেম্বার নিয়ে বছরের প্রথম ইভেন্ট বগালেক- কেওক্রাডং।

  ইভেন্ট রাংগামাটি ২০২৩
10/01/2024

ইভেন্ট রাংগামাটি

২০২৩

Address

Chittagong

Telephone

+8801633199810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelling Around Bangladesh - TAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category