মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম এর ছাপাখানা ।
মুহতারাম অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান (হাফিঃ) মহান আল্লাহর মেহমান M.H. HAJJ GROUP এর সম্মানিত হজযাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ মুলক বক্তব্য প্রদানকালে।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
আজ ১৯ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে প্রায় অর্ধশত সম্মানীত ওমরাহ হাজ্বী নিয়ে এম এইচ হজ্ব গ্রুপ ও শাহ জব্বারিয়া হজ্ব গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় Shah Amanat International Airport,CGP,Chittagong থেকে সকাল ৭.৫৫ মিনিটে Air Arabia যোগে Madina International Airport এর উদ্দেশ্যে গমন করেন। ইনশাআল্লাহ হাজ্বীগণ মদীনাতুল মুনাওয়ারায় পৌঁছে এম.এইচ হজ্ব গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব Moin Uddin Hasan সাহেবের সাথে মিলিত হয়ে ওমরাহ কার্যক্রম সম্পন্ন করবেন। উল্লেখ্য ওমরাহ হজ্বীগণের সাথে মোয়াল্লিম হিসাবে শাহ জব্বারিয়া হজ্ব গ্রুপের সম্মানিত চেয়ারম্যাব জনাব #আবদুল_মান্নান_সিকদার ছিলেন।
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ
এম.এইচ. হজ্ব গ্রুপের ব্যবস্থাপনায় ২০২২ইং, ১৪৪৩ হিজরী সনের হজ্ব পালনের সম্মানিত হাজ্বীগণ গত ২৪/০৬/২০২২ইং তারিখে চট্টগ্রাম হতে Biman Bangladesh Airlines যোগে জেদ্দার King Abdul Aziz Intl Airport - Hajj Terminal مطار عبدالعزيز - مدينة الحجاج এর উদ্দেশ্যে গমন করেন। সকলেই সহিসালামতে বর্তমানে গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈন উদ্দীন হাসান সাহেবের তত্ত্বাবধানে মদীনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন।
২০২২ইং, ১৪৪৩ হিজরী সনের এম.এইচ. হজ্ব গ্রুপের তত্ত্বাবধানে হাজ্বীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। নগরীর একটি রেষ্টুরেন্টের হল রুমে মঙ্গলবার (২১ জুন) সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এম এইচ হজ্ব গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্যান্টমেন্ট ল্যাবরেটরি মসজিদের খতিব এবিএম মনিরুজ্জান, প্রফেসর আহম মামুনুর রশিদ, সাংবাদিক জোবাইর মঞ্জুর, সাবেক ছাত্রনেতা আরমান উদ্দিন, এম এইচ হজ্ব গ্রুপের ম্যানেজিং পার্টনার এম সাইফুর রহমান, রিজার্ভেশন অফিসার তমজিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত। হ
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
আগামী ১৭ অক্টোবর ২০২১ইং, ১৪৪৩ হিজরী ১১ই রবিউল আউয়াল রবিবার থেকে পবিত্র মক্কার Haramain Sharifain এর কা'বাঘর তাওয়াফের মাঠে প্রবেশের উম্মুক্ত করে দেওয়া সিদ্ধান্ত আসতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে।