Poor Traveler

Poor Traveler Fly with us to every corner of the world

ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রস্তাবিত ভাড়ার তালিকা।ছবি সংগৃহীত।
13/11/2023

ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রস্তাবিত ভাড়ার তালিকা।
ছবি সংগৃহীত।

31/10/2023

প্রাকৃতিক কারনে সেন্ট মার্টিন যাওয়ার তারিখ পরিবর্তন করেছি। সবকিছু ঠিক থাকলে ১৬-১৭-১৮ নভেম্বর যাচ্ছি ইনশাআল্লাহ্। যারা এখনো বুকিং দেননি জলদি দিয়ে দিন। সময় এবং সীট সীমিত।

26/10/2023

ট্যুরে যাওয়ার সময় কাওকে পাওয়া যায়না, কিন্তু আসার পর যখন ছবি আপলোড করি তখন সবাই বলে যে বল্লাম না কেন আজব!!!! 🙄🙄

সেন্টমার্টিন_ছেড়া_দ্বীপ_৬,০০০_টাকায়_বৃহস্পতিবার_যাওয়া_আসা_৫_বেলা_খাবার_রাত্রি_যাপন_সহ_ভ্রমন।আগে_বুকিং_দিলে_আগে_সিট_পা...
26/10/2023

সেন্টমার্টিন_ছেড়া_দ্বীপ_৬,০০০_টাকায়_বৃহস্পতিবার_যাওয়া_আসা_৫_বেলা_খাবার_রাত্রি_যাপন_সহ_ভ্রমন।

আগে_বুকিং_দিলে_আগে_সিট_পাবেন_সায়দাবাদ_থেকে_আসা_যাওয়া_সহ_৩_রাত_২_দিন।

যাত্রা শুরুঃ ঢাকা সায়েদাবাদ থেকে রাত ৮ ঘটিকায়
@ কাপল - ৬,৫০০+ ৬,৫০০ =১৩,০০০টাকা (Couple Room ১রুমে 2 জন)
@ সিঙ্গেল – ৬,০০০ টাকা (১রুমে ২টা Double Bed ৪ জন করে থাকার)

#প্যাকেজে_যা_যা_থাকছে
🚩--ঢাকা টু টেকনাফ আসা যাওয়া বাস ভাড়া
🚩--টেকনাফ টু সেন্টমার্টিন আসা যাওয়া সিপ টিকিট
🚩--সেন্টমার্টিন থাকার জন্য হোটেল /রিসোর্ট রাত্রি যাপন, এক রুমে ৪/৫ জন করে।
🚩--৫ বেলা খাবার
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
🚩--যাত্রাপথে হোটেল বিরতীতে কোনও প্রকার খাবার খরচ।
🚩--ছেড়া দ্বীব এর ট্রলার ভাড়া
👉৫ বেলা খাবারের মেন্যু:
১ম দিনঃ-
সকালঃ পরোটা, সবজি/ডাল, ডিম।
দুপুরঃ সাদা ভাত আলু ভর্তা,সবিজি, মাছ/মুরগি ডাল, সালাদ।
রাতঃ পরোটা, মুরগির কোয়াটার বারবিকিউ, সালাদ।
২য় দিনঃ-
সকালঃ খিচুড়ি ডিম/পরোটা, ভাজি,ডিম।
দুপুরঃ ভাত, ভর্তা, সবজি, মাছ/মুরগি, ডাল, সালাদ।

#বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ
#(বৃহস্পতিবার): রাত ৮ টায় সায়েদাবাদ থেকে আমাদের বাস ছাড়া হবে।
#(শুক্রবার) : সকাল ৬/৭ টার মধ্যে টেকনাফ পৌছে যাব ।টেকনাফ পৌছে প্রথমে সিপ ঘাটে সকলে ফ্রেশ হব।ফ্রেশ হয়ে সকালে নাস্তা পর্ব শেষ করে জাহাজে উঠে পড়ব। নীল জ্বল রাশি এবং গাঙ্গ চিলের খেলা দেখতে দেখতে পৌছে যাব সেন্টমার্টিন জেডি ঘাটে।
সেন্টমার্টিন জেডি ঘাট থেকে চলে যাবো আমাদের হোটেল /রির্সোট। হোটেলে উঠে সবাই একটু বিশ্রাম নিব এরপর চলে আসব সী বীচে ।
দুপুরে খবারের খাবো,খাবার পর্ব শেষ করে চলে যাবো সী বীচে। বিকালে সময় টা সবাই দল বেদে ঘুরা ঘুরি করে অপেক্ষা করব সূর্য অস্ত দেখার, সন্ধ্যার পর চলবে গানের আড্ডা এর পর চলে আসব রাতের খাবারের জন্য।
#(শনিবার): ভোর সকালে উঠে চলে আসব বীচে অপেক্ষা করব কখন সূর্য দেখা পাব। সকাল বেলা বীচের সৌন্দর্য উপভোগ করে চলে আসব নাস্তার করার জন্য। নাস্তার পর্ব শেষ করে চলে যাব ছেড়া দ্বীপে।
ছেরা দ্বীব থেকে ফিরে এসে রুম চেক আউট করে ফেলব। হোটেলের লবিতে প্রয়োজনীয় জিনিস পত্র রাখব। দুপুরে খাবার শেষ করে সবাই কেনাকাটা করে ঠিক ২.৩০ মিনিটে জেটি ঘাটে থাকতে হবে।
৩ টায় আমাদের সিপ টেকনাফের উদ্দশ্য ছেড়ে চলে আসবে। ৬/৭ টার মধ্য পৌছে যাব টেকনাফ। টেকনাফ থেকে রাত ৮ টায় আমাদের গাড়ি ছাড়া হবে ঢাকার উদ্দেশ্য।
#(রবিবার) সব কিছু ঠিক থাকলে ভোর ৭ টার মধ্যেই আমরা ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থাকবো ইনশা-আল্লাহ!
#কনফার্মেশন_সিস্টেমঃ
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ৩,০৪০ টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।
আগে বুকিং দিলে আগে সিট পাবেন- এ ভিত্তিতে সিট প্ল্যান করা হবে।মেয়েদের অগ্রাধিকার বেশী থাকবে।
#যেভাবে_বুকিং_দিবেনঃ
বিকাশ নাম্বার: 01309-894642 / 01785769129(পার্সোনাল)-অবশ্যই বিকাশ চার্জ সহ প্রদান করতে হবে।
বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে ও পরে ফোন কল করে আপনার নামটি নিশ্চিত করুন।
অথবা টেক্সট/ইনবক্স করে বা ইভেন্টে পোস্ট দিয়েও জানাতে পারেন।
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
# এটি ভ্রমন প্রেম এর একটি বানিজ্যিক ইভেন্ট। পরিস্থিতি বিবেচনায় ইভেন্টের যেকোন প্রকার পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার পূর্ণ ক্ষমতা ভ্রমন প্রেম সর্বসত্ত্ব সংরক্ষন করে।

অংশ গ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ

#বিশেষভাবে_খেয়াল_করুনঃ
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
বুকিং এর শেষ দিনঃ আসন খালি থাকা সাপক্ষে বুকিং চলবে।

Saint Martin is calling 🌼🌼🌼,,,, Let’s go with us …….. Details will be posted 🔜
25/10/2023

Saint Martin is calling 🌼🌼🌼,,,, Let’s go with us …….. Details will be posted 🔜

জাদুকাটা নদীর ৩৬০° ভিউ
27/07/2023

জাদুকাটা নদীর ৩৬০° ভিউ

ক্লাউড ফরেস্ট দার্জিলিং, ইন্ডিয়া
20/07/2023

ক্লাউড ফরেস্ট
দার্জিলিং, ইন্ডিয়া

Travel Goals ✈️🌎🖤🌿
17/07/2023

Travel Goals ✈️🌎🖤🌿

আজ থেকে রুমা থানচির ভ্রমন নিষেধাজ্ঞা বাতিল করা হলো।পর্যটক যেতপ এখন আর নেই কোনো বাঁধা বিপত্তি 🌿
14/07/2023

আজ থেকে রুমা থানচির ভ্রমন নিষেধাজ্ঞা বাতিল করা হলো।পর্যটক যেতপ এখন আর নেই কোনো বাঁধা বিপত্তি 🌿

আসসালামু আলাইকুম 🖤সবাই কেমন আছেন?এই বর্ষায় টাঙ্গুয়ার হাওড় পানিতে টইটম্বুর হয়ে আছে।হাওড় তার সৌন্দর্যে ফিরেছে।আমরা এই মাসে...
13/07/2023

আসসালামু আলাইকুম 🖤
সবাই কেমন আছেন?
এই বর্ষায় টাঙ্গুয়ার হাওড় পানিতে টইটম্বুর হয়ে আছে।হাওড় তার সৌন্দর্যে ফিরেছে।
আমরা এই মাসের লাস্ট উইকে সুনামগঞ্জ এর টাঙ্গুয়ার হাওড়ে যাচ্ছি।
ভ্রমন সময়: ৩ রাত ২ দিন
বৃহস্পতিবার রাতে রওনা দিবো, শুক্রবার হাওড়ে একরাত থাকা শনিবার রাতে আবার রওনা দিয়ে রবিবার সকালে ঢাকায়🌿
যারা যারা যেতে ইচ্ছুক তারা পেইজের ইনবক্সে যোগাযোগ করুন 🥰

🐸🐸🐸
13/07/2023

🐸🐸🐸

ঈদের ছুটিতে হাওড় ট্রিপ হবে জমজমাট। সীজনের পিক টাইম থাকবে জুন/জুলাই, ডেট মিলে গেলে হয়তো পেয়েও যাবেন পূর্ণিমার দেখা।ফ্যামি...
04/07/2023

ঈদের ছুটিতে হাওড় ট্রিপ হবে জমজমাট। সীজনের পিক টাইম থাকবে জুন/জুলাই, ডেট মিলে গেলে হয়তো পেয়েও যাবেন পূর্ণিমার দেখা।
ফ্যামিলি,কর্পোরেট, কাপল কিংবা বন্ধুবান্ধব চাইলে ফুলবোট কিংবা গ্রুপ ট্যুরেও এড হতে পারেন আমাদের সাথে।

🌼নারী ও শিশুবান্ধব ট্যুর, কোন হিডেন চার্জ বা ডিসকাউন্ট নেই।
🌼🌼 #ভ্রমণ_ব্যয়: ঢাকা টু ঢাকা
জনপ্রতিঃ ৬০০০ টাকা (শেয়ার স্পেস)
জনপ্রতিঃ ৬৫০০টাকা (এক কেবিনে ৩ জন)
জনপ্রতিঃ ৭৫০০ টাকা (কাপল/ এক কেবিনে ২ জন)
০-৩ বছর বয়সী বাচ্চার কোন খরচ লাগবেনা
৩-৮ বছর পর্যন্ত খরচ ৪০০০ টাকা।
৮ বছরের বেশি বাচ্চাদের খরচ সম্পূর্ণই দিতে হবে.
🌼🌼বুকিং সিস্টেমঃ
পুরোপুরি কনফার্ম থাকলে ৩০০০+৬০ =৩০৬০ /- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/নগদ পেমেন্টের মাধ্যমে অথবা অফিসে এসে বুকিং মানি প্রদান করে আসন কনফার্ম করতে হবে।

🌼🌼বুকিং_ডেডলাইন : সিট এভেইলেবল থাকা সাপেক্ষে।
🌼বুকিং অনুযায়ী বাসের সিট বন্টন হবে।
❑ যা যা পাবেন আমাদের হাউজ বোটেঃ
- টাঙ্গুয়ার হাওড়ের বড় হাউস বোট
- বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানোর মত প্রশস্ত জায়গা
- লাউঞ্জ
- লক ডোর কেবিন
- লাইট, ফ্যান, লকার সিস্টেম এবং চার্জিং পয়েন্ট
- ট্রান্সপারেন্ট উইন্ডো
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট
- দক্ষ বাবুর্চির সহায়তায় হাওরের ফ্রেশ খাবার
- শিক্ষিত ও স্মার্ট ট্যুর গাইড
- রুম সার্ভিস
🌼🌼আমরা যে সকল স্থানে ঘুরবোঃ
১👉🏻 টাঙ্গুয়ার হাওর
২👉🏻 ওয়াচ টাওয়ার
৩👉🏻 নীলাদ্রি লেক
৪👉🏻 লাকমা ছড়া
৫👉🏻 ট্যাকেরঘাট
৬👉🏻 বারিক্কা টিলা
৭👉🏻 যাদুকাটা নদী
যেহেতু আমরা কেবিন টাইপ বোটে থাকবো তাই ছেলে, মেয়ে,ফ্যামিলি, কাপল সহ যে কেউ আমাদের সাথে যেতে পারবে।
ট্যুর প্ল্যান:
দিন-০০:
🌳রাত ১০টায় সায়দাবাদ থেকে বাসে করে আমরা রওনা করবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।
দিন-০১:
🌳সকালে সুনামগঞ্জ পৌঁছে উঠে পড়বো আগে থেকেই রেডি করা আমাদের হাউজ বোটে, হাউস বোটে উঠেই নাস্তা সেরে নিবো ।
🌳প্রথমেই আমরা হাউজ বোটে করে চলে যাদুকাটা নদীতে। নদীতে যেতে যেতে আমাদের দুপুর হয়ে যাবে,তাই পৌছেই আমরা লাইফ জ্যাকেট পরে নদীর বুকে পাহাড় স্নান করবো।।পাশেই বারিক্কা টিলা যা উঁচু নিচু বহু পাহাড়ে ঘেরা। গোসল শেষে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো।তারপর চলে যাবো বাংলাদেশের সবচেয়ে বড় শিমুলবাগান দেখতে যাবো যদি সময় হয়। কিছুক্ষন সময় কাটিয়ে মন মত ছবি তোলা শেষে আমরা বোটে ফিরে আসবো।
বিকেলের মধ্যে আমরা পৌছে যাবো আমাদের রাত্রি যাপনের নির্ধারিত স্থান টেকের ঘাটে।পাশেই রয়েছে বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক।নীলাদ্রি লেকের পাড়ে বসে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে মেঘালয়ের পাহাড় ঘেষে যাওয়া সূর্যাস্ত দেখবো।
সন্ধ্যায় বোটে ফিরে এসে হালকা নাস্তা শেষ করে মেতে উঠবো গলা ছেড়ে গাওয়া গানের আসরে।রাত্রিযাপন হবে বোটেই।
দিন-০২:
🌳সকালে হাওরের বুকে সূর্যোদয় দেখে সবাই একসাথে চলে যাবো লাকমাছড়া,এই যায়গায় ভারত থেকে পাথর বেয়ে বেয়ে পাহাড়ি ঢলের পানি নেমে আসার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।চাইলে কেউ এই শীতল ঠান্ডা পানিতে শরীর ভিজিয়ে নিতে পারবেন।
🌳এরপর বোটে ফিরে এসে আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা বোট ছেড়ে দিবো আমাদের আসল গন্তব্য টাংগুয়ার হাওরের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারের কাছে পৌছে আমরা লাইফ জ্যাকেট পরে নেমে পড়বো হাওরের পানিতে দাপাদাপি করতে।চাইলে ছোট নৌকা নিয়ে যেতে পারবেন জলারবনের ভিতরের দিকে।
দুপুরের খাবার খাবো হাওরের বুকে ভেসে ভেসে।
বিকেলের মধ্যে বোট ছেড়ে দিবো সুনামগঞ্জ এর উদ্দেশ্যে।
🌳সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জ পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো।
🌳রাত ১০টায় আমাদের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো৷
দিন-০৩:
🌳ভোরে সবাই ঢাকা থাকবো ইনশাআল্লাহ্

🍱🍝হাউজ বোটের খাবার-দাবারঃ
নাস্তা-০১ঃ খিচুড়ি , ডিমভূনা, বেগুন ভাজা,আচার, সালাত, চা ও মিনারেল ওয়াটার।
স্ন্যাক্স-০১ঃ সিজনাল ফল।
লাঞ্চ-০১ঃ ভাত, হাওড়ের তাজা মাছ , ভর্তা, সবজি ডাল, সালাত।
স্ন্যাক্স-০২ঃ নুডুলস, চা/ পরিবর্তন হতে পারে।
ডিনার-০১ঃ ভাত, সবজি,হাঁস ভুনা, ভর্তা, ডাল, সালাত।

নাস্তা-০২ঃ খিচুড়ি ,ডিমভূনা, বেগুন ভাজা, আচার, সালাত।
স্ন্যাক্সঃ০৩- চা,বিস্কুট।
লাঞ্চ-০২ঃ ভাত, সবজি, মুরগী , ভর্তা ,ডাল, সালাত।
স্ন্যাক্স-০৪ঃ চা, মুড়িমাখা।
ডিনার-০২ঃ মোরগপোলাও,সালাত / পরিবর্তন হতে পারে।

🌸প্যাকেজে যা যা থাকছে:
🌸ঢাকা টু সুনামগঞ্জ ও সুনামগঞ্জ টু ঢাকা নন এসি বাস টিকেট, কেউ চাইলে এসি বাস টিকিট দেওয়া যাবে।
🌸বোট এ এক রাত দুই দিন থাকা
🌸২ দিনে ৩ বেলা করে মোট ৬ বেলা খাবার
🌸চা নাস্তা ( দুই দিনে মোট ৬ বার)
🌸লাইফ জ্যাকেট
🌸গাইড সার্ভিস

🌺প্যাকেজে যা যা থাকছে না:
🌺যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার
🌺 কোন ধরনের ব্যক্তিগত খরচ
🌺নৌকা ছাড়া যদি হোটেলে থাকতে চান তবে হোটেল রুম খরচ।
🍀যা যা সাথে নিতে হবে:
🍃 রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং গামছা নেয়া আবশ্যক
🍃 পলিথিন ও ছাতা
🍃 ফোন ও ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ
🍃 পাওয়ার ব্যাংক

🐲সতর্কতা:
🌸অবশ্যই সবাই লাইফ জ্যাকেট পড়ে হাওড়ে নামবো।
🌸ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না।
🌸যদি নিজেরা কোথাও যেতে চান সেক্ষেত্রে অবশ্যই হোস্টকে জানিয়ে যাবেন।
🌸কোনরূপ অশালীন আচরন করা হতে বিরত থাকবেন।

🌓কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
🌼কনফার্মেশন মানি পাঠানোর সিরিয়ালে আপনাকে বাসের সিট দেয়া হবে।
🌼যে কোন কারনে বাসের দেরী হলে প্ল্যান পরিবর্তন হতে পারে। 🌼🌼

🌼🌼🌼🌼
27/06/2023

🌼🌼🌼🌼

Let’s go রাইহানা কবির মৌয়ূক্ষী
25/06/2023

Let’s go রাইহানা কবির মৌয়ূক্ষী

ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট    ঈদের পরের সপ্তাহে যাবো ইনশাআল্লাহ…… যারা যেতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন….. খুবই কম...
21/06/2023

ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট

ঈদের পরের সপ্তাহে যাবো ইনশাআল্লাহ…… যারা যেতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন….. খুবই কম বাজেট । ডিটেইলস ইনবক্সে দিবো।

21/06/2023

Nature is my happy place 🌿🌿

Seven Sisters falls,India

Address

ABC House, 8 Kamal Ataturk Avenue, Banani
Dhaka
1213

Telephone

+8801603003935

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poor Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poor Traveler:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Dhaka

Show All