25/11/2023
Experience2
Topkapi Palace Istanbul
এই মিউজিয়ামে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ স: এর পায়ের ছাপ, দাড়ি মোবারক, তলোয়ার ও উনার ব্যবহৃত অনেককিছু সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ সবকিছু সরাসরি দেখতে পারলাম। পাশাপাশি নবীর পরিবারের অন্য সদস্যদের অনেক অনেক জিনিসপত্র ও ৪ খলিফার তলোয়ারও রাখা আছে। মিউজিয়ামে ঢুকতে আলাদাভাবে টিকিট কাটা লাগে, সেইজন্য আমরা অনেকেই তোপকাপি প্যালেসের ভিতরে ঢুকি না এবং বিশাল এরিয়া হওয়ায় ঢোকার পরে অনেকে আবার সব জায়গা ঘুরি না। আমি রিকমেন্ড করবো অবশ্যই ভিতরে যাওয়ার। সুলতানের হেরেম শরীফ সহ এন্ট্রি ফি ৯৫০ লিরা, যা প্রায় ৪০০০ টাকার কাছাকাছি। টাকা একটু বেশি হলেও মুসলমানদের জন্য অবশ্যই দর্শনীয়।