05/08/2024
বাংলাদেশের জাতীর পিতার কোন দরকার নেই, জাতীর পিতা নিয়ে পক্ষে-বিপক্ষে থাকায় জাতী ও দেশ আজ বিভক্ত।
পৃথিবীর অনেক অনেক দেশের জাতীর পিতা নেই তাই তাদের জনগণের মধ্যে কোনো দন্ধ নেই।
পাকিস্তান আমলে শেখ মুজিব ভারতের চক্রান্তে পা দিয়ে ছিলেন ও পাসপোর্ট ছাড়া আগরতলা ভারত গিয়ে ছিলেন দাদাদের সাথে পরামর্শ করার জন্য। পরবর্তীতে আইয়ুব খানের সময় শেখ মুজিবের রাষ্ট্রদ্রোহীতা মামলা চলাকালীন সময়ে সেন্ট্রাল জেল নাজিমুদ্দিন রোডে থাকাকালীন সময়ে আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী একতা প্রকাশ করেন, আইয়ুব খানের বিরুদ্ধে ভাসানীর নেতৃত্বে জ্বালাও পোড়া আন্দোলন করে শেখ মুজিবকে মুক্তি করা হয়।
নয় মাস স্বাধীনতার চলাকালীন সময়ে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে ছিলেন। স্বাধীনতার য়ুদ্ধে মুজিব পরিবারের অবদান নগন্য।
মেজর জিয়াউর রহমানের রেডিও ভাষণে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েগেছে শুনে যার যার মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
জয় বাংলা ধ্বনি স্বাধীনতার সময়ের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশি জনগণের উৎসাহের ধ্বনি, এই ধ্বনি হওয়া উচিত ছিল জয় বাংলাদেশ। ভারতের বাংলা জয় বাংলা এই ধ্বনি তাদের। কিন্তু দেশে স্বাধীনতার পরেও পরবর্তীতে সকল লীগ সংগঠন এই ধ্বনি ব্যবহার করে অনেক নিরপরাধ মানুষদের হত্যা করা হয়েছে।
বাংলাদেশ ধ্বনি হওয়া উচিত বাংলাদেশের জিন্দাবাদ।
জাতীয় সংগীত আমার সোনার বাংলা গাঁওয়ার সময় অনেকই ঘুমিয়ে পড়ে তাই আমাদের জাতীয় সংগীত গাওয়া উচিত ও হওয়া উচিত কারার ঐ লৌহ কপাট। গাইলে ও শুনলে লোম দাঁড়িয়ে যায় শরীরের জোর আসে।