15/09/2024
মৃত বা এমন অতিশয় বৃদ্ধ বাবা মা, যাদের হজ্জ করার মত শারিরিক অবস্থা নেই, কিন্তু তাদের উপর হজ্জ ফরজ ছিল, একজন সন্তান হিসেবে দায়িত্ব হলো, তাদের পক্ষ থেকে হজ্ব আদায় করা। এবং এমন একজনকে হজ্জ করার জন্য নির্বাচিত করা যিনি আগে হজ্জ করেছেন, হজ্বের মাসআলা সম্পর্কে পরিপূর্ণ জানা আছে। সবচেয়ে ভাল হয় একজন আলিমকে যদি একাজের জন্য বাছাই করা হয়।
মৃত বাবা মার পক্ষ থেকে প্রতি বছর অনেকেই গরিবদের খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন। এটা অনেক বড় সাওয়াবের কাজ। তবে এর চেয়েও জরুরী বিষয় হলো, তারা যে ফরজ বিধান পালন করে যেতে পারেন নি, সেটা আদায়ের ব্যবস্থা করা।
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, আমার মা হজ্জের মানত করেছিলেন,কিন্তু হজ্জ করার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ্জ পালন করব?
তিনি বললেন,“তোমার মায়ের উপর যদি ঋণ থাকত তবে কি তুমি তা আদায় করতে না? আল্লাহর পাওনা আদায় কর। কারণ,আল্লাহ তো তাঁর পাওনা পাওয়ার বেশী হকদার।” [সহিহ বুখারী]
_________
আল্লাহ তাআলা আমাদের আমলের তাওফিক দিন। যারা বদলী হজ্জ করাতে চান এবং নির্ভরযোগ্য কোন আলিমকে এ কাজের জন্য খুঁজছেন, ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আশা করি, হেল্প করতে পারবো ইন শা আল্লাহ।..