Crown Holidays Ltd

Crown Holidays Ltd We are a team that creates unique and socially responsible travel experiences, providing services beyond expectations.
(2)

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
29/03/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

28/06/2023

ট্রাভেল এলার্টঃ (অতিব জরুরী)

যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ারটিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিস্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

01/05/2023

আজ থেকে সৌদি আরবের স্টীকার ভিসার প্রচোলন উঠে যাচ্ছে যে সকল ক্যাটাগরি ভিসার (ওয়ার্ক ভিসা, ভিসিট ভিসা, রেসিডেন্স ভিসা) । এখন থেকে ই-ভিসা চলমান থাকবে।

21/04/2023

May this special occasion bring you joy, peace, and blessings!

Eid Mubarak! ❤️

আমেরিকার ভিসা দেয়ার হার বেড়েই চলেছে! অক্টোবর ২০২২ এর রেকর্ড ভেঙ্গে নভেম্বর ২০২২ এ নতুন রেকর্ড গড়লো!নভেম্বর ২০২২ এ B1/B2 ...
26/12/2022

আমেরিকার ভিসা দেয়ার হার বেড়েই চলেছে!
অক্টোবর ২০২২ এর রেকর্ড ভেঙ্গে নভেম্বর ২০২২ এ নতুন রেকর্ড গড়লো!
নভেম্বর ২০২২ এ B1/B2 ভিসা ইস্যু হয়েছে ২,৫১৪টি! যা গত কয়েক বছরের মধ্যে মাসিক হিসেবে সর্বোচ্চ!
অক্টোবর ২০২২ এ B1/B2 ভিসা ইস্যু হয়েছিল ২,২৪৫টি!
নিঃসন্দেহে B1/B2 ভিসা আবেদনের সেরা সময় এখন!

UAE/Dubai Visa Service From Bangladesh✅30 Days Stay 🛌 Single Entry4,300/-  for Child with insurance8,900/-  for Female w...
06/06/2022

UAE/Dubai Visa Service From Bangladesh
✅30 Days Stay 🛌 Single Entry
4,300/- for Child with insurance
8,900/- for Female with insurance
9,900/- for Male with insurance
---------------------------------------
✅90 Days Stay 🛌 Single Entry
9,000/- for Child with insurance
19,500/- for Female with insurance
20,500/- for Male with insurance
=======================
✅30 Days ✳️Multiple Entry
21,500/- with single entry insurance
=======================
✅90 Days ✳️Multiple Entry
46,000/- with single entry insurance
=======================
✅30 Days Visa 13,500/-
✅90 Days Visa 23,500/-
⏰Processing Time : 1-3 Working Days
==========================
🔯 UAE VISA EXTENSION
✅ 1 Month 21,500 BDT
✅ 3 Month 33,500 BDT
-----------------------------
📲 +880 01716 77 33 74

DHAKA OFGICE:
16/1, D.I.T Extn. Road, Fakirpool, Dhaka 1000.

আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ
*আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে কোনো রুটের এয়ার টিকেট, প্যাকেজ ট্যুর, ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন।*
🔷স্বল্প সময়ে অল্প খরচে সকল দেশের ম্যানপাওয়ার BMET সার্ভিস দেয়া হয়।
🔷মালয়েশিয়া ই-ভিসা -
🔷সাশ্রয়ী মূল্যে অভ্যন্তরীণ/আন্তর্জাতিক বিমান টিকেট ।
🔷সাশ্রয়ী মূল্যে অভ্যন্তরীণ/আন্তর্জাতিক বিমান টিকেট তারিখ পরিবর্তন
🔷ওমরাহ্ হজ্ব প্যাকেজ ।
🔷ভিসা প্রসেসিং।
🔷বিভিন্ন দেশের ট্যুরিষ্ট ভিসা । (দুবাই-আরব আমিরাত)
🔷সকল দেশের হোটেল বুকিং ।
🔷সকল দেশের ট্রাভেল ইন্স্যুরেন্স ।
🔷ভ্রমন পিপাসুদের কর্পোরেট ট্যুর ও ট্রাভেল প্যাকেজ ।

24/05/2022

ইন্দোনেশিয়া 30 মে থেকে সমস্ত পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে

*মালয়েশিয়া ট্রুরিস্ট  ভিসা।*প্রসেসিং ফিঃ মাত্র ৭৫০০ টাকা*ভিসার জন্য যা যা লাগবে:-*--------------------------------------...
24/05/2022

*মালয়েশিয়া ট্রুরিস্ট ভিসা।*

প্রসেসিং ফিঃ মাত্র ৭৫০০ টাকা

*ভিসার জন্য যা যা লাগবে:-*
-------------------------------------------
*এপ্লিকেন্টস ডকুমেন্টস*
👉অরজিনাল পাসপোর্ট সাথে ৭ মাসের বেশি মেয়াদ।
👉 ২ টি সাম্প্রতিক ছবি (মালয়েশিয়া সাইজ, (35 x 50 cm) সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাট পেপার)।
👉 ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। (গত ছয় মাস, ব্যালেন্স ১ লাখ)।
👉 ভিজিটিং কার্ড ।
👉 এন আইডি কার্ড।
👉পেশাগত প্রমান পত্র
👉 ভেকসিন সনদ।
👉 মাই সেজাত্রা এপস ডিজিটাল স্কেন কপি- ৩ পাতা

*পেশাগত প্রমাণপত্র*
❇️ব্যবসায়ীদের জন্য❇️
🔸 ট্রেড লাইসেন্স কপি নবায়ন পেজ সহ ইংরেজি অনুবাদ সহ নোটারী।
🔸কোম্পানির অফিসিয়াল প্যাডের পাতা।

💠চাকুরী জিবিদের জন্য💠
🔹অফিসের এনওসি

সময়: ৭-১০ কর্মদিবস

সিকিম ট্যুর বাজেট ট্রীপ বাই রোড। থাকছে EMI - সুবিধায় ভ্রমণের সুযোগ (CITY BANK/ DUTCH BANGLA BANK & MUTUAL TRUST BANK)-এর...
22/05/2022

সিকিম ট্যুর বাজেট ট্রীপ বাই রোড।
থাকছে EMI - সুবিধায় ভ্রমণের সুযোগ
(CITY BANK/ DUTCH BANGLA BANK & MUTUAL TRUST BANK)-এর শুধুমাত্র এই ৩টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণই EMI সুবিধায় পেমেন্ট করতে পারবেন।
01716773374
01734506922
সিকিম ইভেন্টে ইন্ডিয়া সাইডে ফুল টাইম
লাক্সারি ইনোভা /জাইলো কার ট্রান্সপোর্ট।
বর্ডার ফুলবাড়ি(Phulbari)হতে হবে।
কারো চ্যাংড়াবান্ধা/অন্য পোর্ট হলে তিনি
শিলিগুড়ি(SNT)থেকে জয়েন হবেন।
৬ জনের টীম হলে যেকোন তারিখে ট্যুর করা যাবে।
সম্ভাব্য যা_যা_দেখবোঃ
গ্যাংটক শহর।
এমজি মার্জ।
বাটারফ্লাই ফলস।
নাগা ফলস।
ভিম নালা /ভেউমা ফলস
লাচুং শহর।
ইয়ামথাং ভ্যালি।
০ পয়েন্ট।
ছাঙ্গু লেক।
বাংজাক্রি ফলস
গনেশ তাক
গাংটক জুলজিক্যাল পার্ক
রোপ ওয়ে
হনুমান তাক
গ্যাংটক ভুটানিক্যাল গার্ডেন
সেভেন সিস্টার ফলস
তাসি ভিউ পয়েন্ট
এবং সময় সাপেক্ষে আরো কিছু স্থান দেখবো আমরা।
কোন স্থানের অনুমতি না পেলে সিটি ট্যুর হবে ।
যাত্রা_বিবরনঃ
১ম রাতঃ
সন্ধ্যার ননএসি বাসে ঢাকা থেকে তেতুলিয়া/বাংলাবান্ধা যাত্রা শুরু।
খাবারঃ কোন খাবার থাকছেনা।
১ম দিনঃ
সকালে বাস থেকে নেমে দুই পাশের ইমিগ্রেশন শেষ করে চলে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবো যাত্রা পথে কিছু ভিউ পয়েন্ট দেখেতে-দেখতে পৌছাবো গ্যাংটক। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে এমজি মার্জের চার-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া তারপর ঘুম।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
২য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে রওনা হবো লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ বাটারফ্লাই ফলস > নাগা ফলস > ভিম নালা ফলস/ভেউমা ফলস ইত্যাদি যাত্রা পথে যা যা পড়বে দেখে লাচুং চলে যাবো। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই আড্ডায়/নিজেদের মত সময় কাটাবো এবং রাতের খাবার খেয়ে ঘুম।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
৩য় দিনঃ
খুব সকালে ঘুম থেকে উঠে ইয়াম্থাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুর পর্যন্ত ইয়াম্থাং ভ্যালি এবং ০ পয়েন্টে সময় কাটিয়ে লাঞ্চ করে আবার গ্যাংটক ব্যাক করবো এবং রাতে গ্যাংটক থাকবো।
০ পয়েন্ট প্যাকেজে ইনক্লুড থাকবে।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
৪র্থ দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চলে যাবো ছাঙ্গু লেক।ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।
যদি আবহাওয়া সমস্যা এর জন্য ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করব এবং রাতে গ্যাংটক থাকবো।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
৫ম দিনঃ
খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। শিলিগুড়ি পৌছে নিজেদেরমত কিছু কেনাকাটা করে নিজ দ্বায়িত্বে ৫টার আগে বাংলাবান্ধা/ফুলবাড়ি পৌঁছে ইমিগ্রেশন শেষ করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
খাবারঃ সকাল+দুপুর ২ বেলা খাবার। ( রাত-এর খাবার অন্তর্ভুক্ত নয়)।
৬ষ্ঠ দিনঃ
সবাই সকালে ঢাকা থাকবো ইন শাহ্ আল্লাহ্।
খাবারঃ কোন খাবার থাকছেনা।
সিক্কিমের খাবার বাংলাদেশ থেকে একটু আলাদা আমরা অবশ্যই ভালো খাবারের ব্যাবস্থা করবো।
হোটেলঃ
গ্যাংটকঃ হোটেল সুখিম গেস্ট হাউজ অথবা সমমানের।
লাচুংঃ লাচুং রিজেন্সী অথবা সমমানের।
ইভেন্ট ফিঃ
সিঙ্গেল ১৬,০০০টাকা।
কাপল ১৮,০০০×২=৩৬,০০০টাকা ।
বুকিং কনফার্ম করতেঃ
অগ্রিম বাংলাদেশে সিঙ্গেল ৩,০০০টাকা
প্রদান করতে হবে।কাঁপল ৬,০০০টাকা।
সিঙ্গেলদের ক্ষেত্র বাকি ১৩,০০০ বাংলাদেশী
টাকা ইন্ডিয়া পৌঁছে প্রদান করবেন।
কাঁপল (২জন) ক্ষেত্রে ৩০,০০০বাংলাদেশী
টাকা ইন্ডিয়া পৌঁছে পেমেন্ট করবেন।
সিকিম ইনার লাইন পারমিট এর,
জন্য মোট ৪ সেটঃ রঙ্গিন অবশ্যই
পাসপোর্ট কপি।
ভিসা কপি।
২/২ সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।
ভ্যাকসিন সার্টিফিকেট (২ ডোজ)।
যা যা থাকছেঃ ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক-লাচুং-ইয়ামথাং- ০পয়েন্ট-ছাঙ্গুলেক-গ্যাংটক-শিলিগুড়ি- ঢাকা।
সকল ট্রান্সপোর্ট।( বাস/জীপ/কার)।
শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩রাত এবং লাচুং ১রাত।
০ পয়েন্ট ভ্রমণ।
ছাঙ্গুলেক/গ্যাংটক সিটি ট্যুর।
প্যাকেজে উল্লেখিত খাবার।
সকল পারমিশন।
যা যা থাকছে না
কোন রাইড/এন্ট্রি ফি।
রুম হিটার চার্জ(প্রয়োজন সাপেক্ষে)।
ভিসা ফি।
বর্ডারে কোন প্রকার খরচ।
DHAKA OFGICE:
164/1, D.I.T Extn. Road, Fakirpool, Dhaka 1000.

অগ্রিম পেমেন্ট এর ক্ষেত্রে নির্ধারিত চার্জ প্রযোজ্য
বিকাশ নাম্বারঃ 01734506922
◙ আপনার বাজেট অনুযায়ী যে-কোন গ্রুপ ট্যুর/ফ্যামিলি ট্যুর/স্টুডেন্ট ট্যুর/কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ
(Domestic and International)
● Air Tickets
● Hotel Booking
● Visa Processing
● Hajj & Umrah Packages
●Bus & Ship Ticket

26/02/2021

Welcome to Crown holidays ltd

আগামি ২৬ শে মার্চ চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল।ফলে ঢাকা হতে সহজেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম এবং শিলিগুড়ি থেকে...
26/02/2021

আগামি ২৬ শে মার্চ চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল।ফলে ঢাকা হতে সহজেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম এবং শিলিগুড়ি থেকে সহজেই যাওয়া আসা করা যাবে ঢাকা।
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে- মঙ্গল ও শুক্রবার রাত ১ টায়।
শিলিগুড়ি থেকে ছাড়বে- সোম ও বৃহস্পতিবার দুপুর ২ টায়।
যাত্রাপথে সময় লাগবে ৯ ঘন্টা। আর ভাড়া শুরু- ১২০০ থেকে (সম্ভবত)
ছবি-Sobuz Khan

💥💥 জি হ্যা,সাজেক+সেন্টমার্টিন+কক্সবাজার মাত্র ৬,৯৯৯টাকায় !!! 💥💥   ✅আর মাত্র ১৪টি সিট খালি আছে ! #স্ট্যান্ডার্ড মানের হোট...
12/10/2020

💥💥 জি হ্যা,সাজেক+সেন্টমার্টিন+কক্সবাজার মাত্র ৬,৯৯৯টাকায় !!! 💥💥
✅আর মাত্র ১৪টি সিট খালি আছে !

#স্ট্যান্ডার্ড মানের হোটেল #চান্দের গাড়ি #নন এসি বাস #শীপ টিকেট #ছেড়া দ্বীপ #মোট ১৪বেলা খাবার।

✅ প্যাকেজ মূল্যঃ ৬,৯৯৯/-টাকা মাত্র (জনপ্রতি), ১রুমে ৬জন প্রতি ডাবল বেডে ।
✅ প্যাকেজ মূল্যঃ ১০,৪৯৯/-টাকা মাত্র (জনপ্রতি), ১রুমে ২জন/কাঁপল প্রতি রুমে ।
💥💥 ৩রাত হোটেলে থাকা(১রাত সাজেক+১রাত সেন্টমার্টিন+১রাত কক্সবাজার)।
ভ্রমণ করতে সকলেরই ইচ্ছে হয় ।কিন্তু ভ্রমণে বাজেট বরাবরই সমস্যা হয়ে দেখা দেয়।তাই আমরা আয়োজন করতে যাচ্ছি সীমিত বাজেটে ৩টি স্পট ভ্রমনের,ট্রান্সপোর্ট,থাকা ও খাওয়াসহ।

১ম ইভেন্টঃ মেয়েরাও আমাদের এই প্যাকেজে যেতে পারবেন।আমাদের সাথে ২টি ফ্যামিলি যাচ্ছে।

যাত্রা ঢাকা ফকিরাপুল/আরামবাগ থেকে ২৪/১০/২০২০ইং
ফেরা কক্সবাজার থেকে ২৯/১০/২০২০ইং

ট্যুর বিস্তারিতঃ
১ম রাতঃ
রাতের বাসে ঢাকার ফকিরাপুল থেকে খাগড়াছড়ি যাত্রা।
খাবারঃ কোন খাবার থাকছে না।

১ম দিনঃ
সকালে খাগড়াছড়ি নেমে নাস্তা করে রিজার্ভ চাঁদের গাড়িতে করে সকালের আর্মি স্কটে চলে যাবো সাজেক। সাজেকে পৌঁছে প্রথমেই হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে নিব। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো রুইলুই পাড়া থেকে কংলাক পাড়া। সূর্যাস্ত দেখে ফিরে এসে হেলিপ্যাডে আড্ডা দিবো সবাই মিলে। এরপর রাতের খাবার খেয়ে রিসোর্টে রাত্রিযাপন।
✅খাবার_মেনুঃসেট মেনু,
সকালের খাবারঃ পরটা ২টি+ডালভাজি+সবজি
দুপুরের খাবারঃ ভাত+ভর্তা+মুরগী+সবজি+ডাল+সালাদ।
সন্ধ্যাঃসাজেক স্পেশাল বাম্বু চা।
রাতের খাবারঃবাম্বু চিকেন+ভাত+সালাদ।

২য় দিনঃ
খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো হেলিপ্যাডে। মেঘ দেখবো। সূর্যউদয় দেখবো। তারপর সকালের নাস্তা করে চলে যাবো খাগড়াছড়ি। দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক ঘুরবো (এন্ট্রি ফি অন্তর্ভুক্ত নয়)। তারপর খাগড়াছড়ি থেকে রাতের খাবার শেষ করে টেকনাফ এর উদ্দেশ্যে রওনা দেবো
✅খাবার_মেনুঃসেট মেনু,
সকালের খাবারঃ ডিম+খিচুড়ি।
দুপুরের খাবারঃ ভাত+ভর্তা+মুরগী/মাছ+সবজি+ডাল+সালাদ।
রাতের খাবারঃ চিকেন বারবিকউ।

৩য় দিনঃ
সকালে টেকনাফ পৌঁছে নাস্তা করে,শীপে উঠে নাফ নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাব প্রিয় সেন্টমার্টিন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হোটেল চেক-ইন করে সমুদ্রে ঝাপাঝাপি এবং দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে উপভোগ করব সেন্টমার্টিন এর মুগ্ধতা আর আড্ডা তো থাকছেই,রাতের লাইভ বারবিকিউ পার্টি গানে গানে মাতিয়ে তুলবো সবাইকে ।
✅খাবার_মেনুঃসেট মেনু,
সকালের খাবারঃ পরটা ২টি+ডালভাজি+সবজি
দুপুরের খাবারঃসাদা ভাত+ভর্তা+চিকেন/সি ফিশ কারী রেগুলার(কোরাল/টুনা/ফ্লাইং ফিশ/সুন্দরি/সুরমা) +ডাল+সালাদ)
রাতের খাবারঃলাইভ চিকেন বারবিকউ (চিকেন বারবিকিউ +২টি পরাটা+সস+সালাদ) ।

৪র্থ দিনঃ
ভোর বেলা উঠেই চলে যাব বাংলাদেশের শেষ ভূখণ্ড ছেড়া দ্বীপ।সেখানে কিছু সময় কাটিয়ে ফিরে,দুপুরের খাবার শেষ করে শিপে করে টেকনাফ ফিরবো।রাতের বাসে কক্সবাজার ফিরবো।রাতে কক্সবাজার রাত্রি যাপন।
✅খাবার_মেনুঃসেট মেনু,
সকালের খাবারঃ সবজি খিচুড়ি+ডিম কারী।
দুপুরের খাবারঃ ভাত+ভর্তা+মুরগী/মাছ+সবজি+ডাল+সালাদ।
রাতের খাবারঃ ভাত+ভর্তা+মুরগী/মাছ+সবজি+ডাল+সালাদ।

৫ম দিনঃ
সকালের নাস্তা শেষ করে ১১টায় হোটেল চেক আউট করে।
মজা-মাস্তিতে কাঠিয়ে দিব সারাদিন।নিজেদের মত করে কেনাকাটা থাকলে সেগুলো ও করে নিব।রাতের বাসে ঢাকা ফিরবো।
✅খাবার_মেনুঃসেট মেনু,
সকালের খাবারঃ পরটা ২টি+ডালভাজি+সবজি
দুপুরের খাবারঃ ভাত+ভর্তা+মুরগী/মাছ+সবজি+ডাল+সালাদ।
রাতের খাবারঃ কোন খাবার থাকছে না।

💥হোটেল সার্ভিসঃ
#সাজেকঃ
দার্জিলিং/তারেং/নিরিবিলি/বনলতা/মেঘমালা/মেঘালয়/হিমালয়/এভারেস্ট/দুমদে/মেঘ ছোয়া/রক প্যারাডাইস অথবা সমমান।
#সেন্টমার্টিনঃ
সি-সান্ড/প্রিন্স হ্যাভেন/বীচ-ভিউ কটেজ/গাংচিল কটেজ/সী-ব্লু কটেজ/সান্ড রোজ/হ্যাভেন রিসরট/জিয়া কটেজ/মারমেইড/রিসোর্ট অথবা সমমান।
কক্সবাজারঃ
পিংক শোউর/এ,বি গার্ডেন/ব্লু মুন/নিরিবিলি অথবা সমমান।
💥পরিবহন সার্ভিসঃ
ঢাকা-সাজেক-টেকনাফ-কক্সবাজার-ঢাকা নন-এসি বাস ।
শীপঃএম.ভি. ফারহান/এম.ভি.আটলান্টিক/এম.ভি. দোয়েল পাখি/এম.ভি. ভাষা-শহীদ সালাম/কেয়ারি সিনবাদ
(সিটের ক্ষেত্রে যিনি আগে সীট পাবেন সীট তার)
প্যাকেজের অন্তর্ভুক্তঃ
✅ নন-এসি বাস সার্ভিস।
✅ স্ট্যান্ডার্ড মানের হোটেলে রুম।৩রাত হোটেলে থাকা।
(৬ জনের শেয়ারিং রুম প্রতি ডাবল বেডে)
✅ মোট ১৪ বেলা খাবার।

প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
🚫যাত্রাবিরতিতে কোন খাবার+ঔষধ।
🚫প্যাকেজে উল্লেখ হয়নি,এমন কোন খরচ।
🚫কোন এন্ট্রি ফি (সাজেক বাদে)

কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ৪০০০ টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।

✪ আমাদের আরো অন্যান্য সার্ভিস সমূহঃ(Domestic and International)
【 Air Tickets ●Domestic & Intarnational Package Tours ● Visa Processing ● Hotel Booking ● Hajj & Umrah Packages】

অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
✪এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
✪যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
✪ঘ্যান ঘ্যান করা যদি আপনার স্বভাব হয় তাহলে বাসায় থাকুন আমাদের সঙ্গে
জয়েন করার প্রয়োজন নেই।
✪ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
✪ এক চান্দের গাড়িতে ১২/১৩ জন করে বসতে হবে।
✪ হোটেলের/কটেজের ডাবল বেড ৬ জন করে শেয়ারে থাকতে হবে।
✪ আপুদের জন্য রুম অবশ্যই আলাদা হবে।
✪ কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

☎️ 01890940626, 01734506922
📧 [email protected]
🏠 ১০৬/ক, কসমিক টাওয়ার ৬ষ্ঠ তলা, বক্স কালভার্ট রোড়, নয়া পল্টন, ঢাকা ১০০০

10102020 - The Date That Will Never Come Again
09/10/2020

10102020 - The Date That Will Never Come Again

সুখবর!! ভারতীয় হাই কমিশন, ঢাকা বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে-বর্তমানে ...
09/10/2020

সুখবর!!
ভারতীয় হাই কমিশন, ঢাকা বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে-
বর্তমানে অনুমোদিত ভিসাসমূহ:
➡ মেডিকেল
➡ ব্যবসা
➡ কর্মসংস্থান
➡ এন্ট্রি
➡ সাংবাদিক
➡ কূটনৈতিক
➡ সরকারী
➡ জাতিসংঘ কর্মকর্তা
➡ জাতিসংঘ কূটনীতিক
অন্যান্য ভিসাগুলি শীঘ্রই চালু করা হবে।

HCI Dhaka pleased to announce resumption of Online Visa application services for Bangladesh citizens.

Visa Categories currently allowed:
➡ Medical
➡ Business
➡ Employment
➡ Entry
➡ Journalist
➡ Diplomatic
➡ Official
➡ UN Official
➡ UN Diplomatic

Other Categories to be resumed soon.

05/10/2020

Saint Martin ❤️🏖

সকল ভ্রমণ পিপাসু ও পর্যটনের সাথে জড়িত ব্যাক্তিদেরকে হিল ট্যুরিজম বাংলাদেশ এর পক্ষ থেকে  জানাই "বিশ্ব পর্যটন দিবস" এর শুভ...
26/09/2020

সকল ভ্রমণ পিপাসু ও পর্যটনের সাথে জড়িত ব্যাক্তিদেরকে হিল ট্যুরিজম বাংলাদেশ এর পক্ষ থেকে জানাই "বিশ্ব পর্যটন দিবস" এর শুভেচ্ছা 🌍💙

ভ্রমণ করুন ; নিজেকে সতেজ রাখুন 😊

কক্সবাজার ভ্রমণ প্যাকেজ    #৩স্টার মানের এসি হোটেল  #কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট  #নন এসি বাস  #মোট ৫বেলা খাবার। প্যা...
22/09/2020

কক্সবাজার ভ্রমণ প্যাকেজ
#৩স্টার মানের এসি হোটেল #কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট #নন এসি বাস #মোট ৫বেলা খাবার।

প্যাকেজ মূল্যঃ ৩,৬৯৯/-টাকা মাত্র (জনপ্রতি), ১রুমে ৪জন ।
প্যাকেজ মূল্যঃ ৩,৯৯৯টাকা মাত্র (জনপ্রতি), ১রুমে ২জন।।

৩রাত ২ দিন।১রাত হোটেলে থাকা।
এসি ইকনোমি বাসে যেতে চাইলে জনপ্রতি ৮০০টাকা যোগ হবে।
এসি বিজনেস ক্লাস বাসে যেতে চাইলে জনপ্রতি ১৬০০টাকা যোগ হবে।
প্যাকেজ নিজেদের মত কাস্টমাইজ করা যাবে।
【 ২/৪/৬-৮জন হলেই যে কোন দিন ট্যুর এর সুবিধা】

ফামিলি বা বন্ধুদের নিয়ে ঘুরতে আমাদের নিজস্ব প্রিমিয়ো অথবা
হাইয়েস গাড়ির সুবিধাও রয়েছে ।

01890940626, 02-58315447

✪ আমাদের রয়েছে ৩-২৪ মাস EMI সুবিধা কোন ইন্টারেস্ট ছাড়া
(এককালীন EMI সার্ভিস চার্জ প্রযোজ্য)
✪ব্যাংক সুমূহঃ 【 ● City Bank ● Mutual Trust Bank LTD. ● Dutch Bangla Bank LTD. ● Visa card ● Master Card ● American Express】

প্যাকেজের অন্তর্ভুক্তঃ
নন-এসি বাস সার্ভিস।(রিলাক্স ট্রান্সপোর্ট/রিলাক্স প্রিমিয়াম)
থ্রী ষ্টার মানের হোটেলে এসি রুম।১রাত হোটেলে থাকা।
(৪ জনের শেয়ারিং রুম)
মোট ৫ বেলা খাবার।
২বেলা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট
২বেলা দুপুরের খাবারঃ (সাদা ভাত+ভর্তা আইটেম +চিকেন(সোনালি)/সি ফিশ কারী রেগুলার +ডাল+মিনারেল ওয়াটার)
১বেলা রাতের খাবারঃ(সাদা ভাত+ভর্তা আইটেম +চিকেন(সোনালি)/সি ফিশ কারী রেগুলার +ডাল+মিনারেল ওয়াটার)

হোটেল সার্ভিসঃ
#হোটেল রিগ্যাল পাল্যেস ৩স্টার অথবা সমমান।

পরিবহন সার্ভিসঃ
ঢাকা-কক্স-ঢাকা নন-এসি বাস (রিলাক্স ট্রান্সপোর্ট/রিলাক্স প্রিমিয়াম)।
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
যাত্রাবিরতিতে কোন খাবার+ঔষধ।
প্যাকেজে উল্লেখ হয়নি,এমন কোন খরচ।

ট্যুর বিস্তারিতঃ
১ম রাতঃ ঢাকা থেকে যাত্রা শুরু।
১মদিনঃ সকালে কক্সবাজার হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হোটেল চেক-ইন করে সমুদ্রে ঝাপাঝাপি এবং দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে উপভোগ করব কক্সবাজারের মুগ্ধতা আর আড্ডা তো থাকছেই অতঃপর রাতের খাবার খেয়ে ঘুম।
২য় দিনঃ সকালের স্পেশাল বুফে সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ১১ টার মধ্যে হোটেল চেক আউট করব।হোটেলেই লাগেজ রাখার ব্যবস্থা থাকবে।এ দিন বিকেলে কেও চাইলেই ঘুরে আসতে পারে অপরুপ মেরিন ড্রাইভ হয়ে ইনানি হিমছড়ি।
রাতের বাসে ঢাকা ফেরা।
বিঃদ্রঃ ( হাইওয়েতে কোন খাবার প্যাকেজে নেই)
১ম দিনঃসকালের বুফে+ দুপুরের খারাব সেট মেন্যু + রাতের খাবার সেট মেন্যু।
২য় দিনঃসকালের বুফে+দুপুরের সেট মেন্যু।

বুকিং পলিসিঃ
✪ ২৫০০হাজার টাকা অগ্রীম দিয়ে বুকিং কনফার্ম করতে হবে বিকাশ/রকেটের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য ।
✪ মৌখিক কিংবা সম্ভাব্য কোন বুকিং গ্রহণ যোগ্য হবেনা।
✪ ১-৫ বছরের শিশুর বুকিং লাগবেনা,সে ক্ষেত্রে মা বাবার সাথে আসন গ্রহণ করবে।

✪ আমাদের আরো অন্যান্য সার্ভিস সমূহঃ
【 Air Tickets (Domestic and International) ● Hotel Booking (Domestic and International) ● Visa Processing ● Hajj & Umrah Packages】
-----------------------------------------------------------------------
যে কোন সময়, যে কোন জায়গায় ফ্যামিলি ট্যুর, স্কুল/কলেজ/ইউনিভার্সিটি ট্যুর, অফিসিয়াল কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
-----------------------------------------------------------------------
●প্যাকেজ ছাড়াও আমাদের রয়েছে #সেন্টমার্টিন #কক্সবাজার #সাজেক হোটেল বুকিং এর সুবিধা ●
#কক্সবাজার হোটেল বুকিং ১,২০০টাকা থেকে শুরু।
#সেন্টমার্টিন হোটেল বুকিং ১,৫০০টাকা থেকে শুরু।

সাজেক প্যাকেজ সমূহঃ

#২দিন_৩রাতঃ
সিঙ্গেলঃ ৪,৯৯৯/ কাপলঃ ৫,৪৯৯ টাকা (জনপ্রতি)।
যা যা থাকছে:
ঢাকা-খাগড়াছড়ি -ঢাকা নন এসি বাসের টিকেট।
দুই(২) দিনের জন্য রিজার্ভ চাঁন্দের গাড়ি ভাড়া (ড্রাইভার ও হেল্পারের থাকা-খাওয়ার খরচ সহ)।
শুক্রবার (সকাল, দুপুর ও রাত) এবং শনিবার (সকাল, দুপুর ও রাত) মোট ৬ বেলার খাবার খরচ।
সাজেকে রিসোর্ট-এ একরাত শেয়ার বেসিসে রাত্রি যাপনের খরচ।
সাজেকে এন্ট্রি টিকেট।
আলুটিলা গুহায় প্রবেশ ফি ।
ঝুলন্ত ব্রিজ ও জেলা পরিষদ পার্ক এর এন্ট্রি ফী।
স্পেশাল ফিচার:
ফটোগ্রাফি।
সাজেকের স্পেশাল দিয়ে ডিনার।
ফুড মেন্যু:
১ম দিন :
সকাল : পরোটা, ডিম ভাজি, ডাল-সবজি।
দুপুর : মুরগি, সবজি, আলু ভর্তা, ডাল, ভাত।
রাতে : Bamboo Chicken, পরোটা।
২য় দিন :
সকাল : ভেজিটেবল খিচুড়ি, ডিম।
দুপুর : মুরগি, সবজি, ভর্তা, ডাল, ভাত।
রাত : চিকেন বারবিকিউ

বান্দরবান প্যাকেজ সমূহঃ

#২দিন_৩রাতঃ প্যাকেজ
৫,০০০ টাকা (জনপ্রতি)। নুন্যতম ২জন।
যা যা থাকছে:
ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসের টিকেট।
১ম দিন (সকাল, দুপুর ও রাত) এবং ২য় দিন (সকাল ও দুপুর ) মোট ৫ বেলার খাবার খরচ।
৩স্টার সুইমিংপুল সহ রিসোর্ট-এ একরাত শেয়ার বেসিসে রাত্রি যাপন (১রুমে ২জন)।
মোট ৪টি লোকাল স্পট
১।নীলাচল।
২।মেঘলা।
৩।ঝুলন্ত ব্রিজ।
৪।স্বর্ণ মন্দির ঘুরে দেখার সুযোগ CNG-তে (এন্ট্রি ফি ছাড়া)।
স্পেশাল ফিচার:
ফটোগ্রাফি।
স্পেশাল দিয়ে ডিনার।
ফুড মেন্যু:
১ম দিন :
সকাল : পরোটা, ডিম ভাজি, ডাল-সবজি।
দুপুর : মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত+সালাদ।
রাতে :Chicken_BBQ+ পরোটা+সস+সালাদ (১০ জনের গ্রুপ এর ক্ষেত্রে)।
২য় দিন :
সকাল : ভেজিটেবল খিচুড়ি, ডিম।
দুপুর : মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত+সালাদ+ফিরনি।
রাত : খাবার থাকছে না ।

সেন্টমাটিন প্যাকেজ সমূহঃ টেকনাফ থেকে শিপে।

#২দিন_৩রাতঃ
#রবি_বৃহঃ সিঙ্গেলঃ ৩,৯৯৯/ কাপলঃ ৪,৪৯৯ টাকা (জনপ্রতি)।
#শুক্র_শনি সিঙ্গেলঃ ৪,৪৯৯/ কাপলঃ ৪,৯৯৯ টাকা (জনপ্রতি)।
যা যা পাচ্ছেনঃ নন-এসি বাস শীপের টিকিট ৪ বেলা খাবার এবং এক রাত BBQ ১রুমে ৪জন তবে কাপলদের জন্য আলাদারুম থাকবে।
সকাল : পরোটা, ডিম ভাজি, ডাল-সবজি।২টি।
দুপুর : মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত+সালাদ।২টি।
রাতে :Chicken_BBQ+ পরোটা+সস+সালাদ ।১টি।

#৩দিন_৪রাতঃ

#রবি_বৃহঃ সিঙ্গেলঃ ৪,৯৯৯/ কাপলঃ ৫,৪৯৯ টাকা।(জনপ্রতি)
#শুক্র_শনি সিঙ্গেলঃ ৫,৯৯৯/ কাপলঃ ৬,৪৯৯ টাকা। (জনপ্রতি)
যা যা পাচ্ছেনঃ নন-এসি বাস শীপের টিকিট ৮ বেলা খাবার এবং এক রাত BBQ ১রুমে ৪জন তবে কাপলদের জন্য আলাদারুম থাকবে।
সকাল : পরোটা, ডিম ভাজি, ডাল-সবজি।৩টি।
দুপুর : মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত+সালাদ।৩টি।
রাতে :Chicken_BBQ+ পরোটা+সস+সালাদ ।১টি।
রাতে : মুরগি+সবজি+ভর্তা+ডাল+ভাত+সালাদ।১টি।

সিক্কিম প্যাকেজ সমূহঃ বাই রোড় ফুলবাড়ী/বাংলাবান্ধা।

#৫দিন_৬রাতঃ গ্যাংটক-লাচুং-ইয়ামথাং ভ্যালি- ছাঙ্গু লেক।
সিঙ্গেলঃ ১৪,০০০/ কাপলঃ ১৬,০০০ টাকা(জনপ্রতি)।
যা যা পাচ্ছেনঃ নন-এসি বাস সাইটসিং কার মোট ১৪ বেলা করে খাবার ১রুমে ৩/৪জন তবে কাপলদের জন্য আলাদারুম থাকবে।
দার্জিলিং প্যাকেজ সমূহঃ বাই রোড় ফুলবাড়ী/বাংলাবান্ধা।
#৪দিন_৫রাতঃ দার্জিলিং-মিরিক-কালিম্পং।
সিঙ্গেলঃ ১০,০০০/ কাপলঃ ১২,০০০ টাকা (জনপ্রতি)।
যা যা পাচ্ছেনঃ নন-এসি বাস সাইটসিং কার মোট ১১ বেলা করে খাবার ১রুমে ৩/৪জন তবে কাপলদের জন্য আলাদারুম থাকবে।
মেঘালয় প্যাকেজ সমূহঃ বাই রোড় ডাওকি।
#৪দিন_৫রাতঃ শ্নোংপেডেং-চেরাপুঞ্জি-শিলং।
সিঙ্গেলঃ ১০,০০০/ কাপলঃ ১২,০০০ টাকা (জনপ্রতি)।
যা যা পাচ্ছেনঃ নন-এসি বাস সাইটসিং কার মোট ১১ বেলা করে খাবার ১রুমে ৩/৪জন তবে কাপলদের জন্য আলাদারুম থাকবে।

স্পেশাল স্টুডেন্ট গ্রুপ ট্যুর প্যাকেজ ৬,৫০০টাকা থেকে শুরু (৪৫/৯০/১৩৫/১৮০ জন)

#সাজেক+কক্সবাজার+সেন্টমাটিন যা যা থাকবেঃ নন-এসি বাস শীপের টিকিট চাঁদের গাড়ি এন্ট্রি টিকিট শুধুমাত্র সাজেক স্কট মোট ১৪ বেলা খাবার এবং এক রাত BBQ ১রুমে ৬জন ডাবল বেডে ।

এই অফারগুলো বিশেষ কোন দিবসে প্রযোজ্য নয়
✪ বিকাশ নাম্বারঃ 01845826232 (মার্চেন্ট একাউন্ট) শুধুমাত্র পেমেন্ট অপশন থেকে টাকা পাঠানো যাবে।
✪ বিকাশ নাম্বারঃ 01734506922 (পার্সোনাল)
✪ রকেট নাম্বারঃ 01890940626 (পার্সোনাল)

✪ ব্যাংক একাউন্টঃ
City Bank ltd.
Sajjad Rhaman
2302687831001
B.B. Avenue Branch

01890940626, 02-58315447
[email protected]
FB www.facebook.com/hilltourismbd
১০৬/ক, কসমিক টাওয়ার ৬ষ্ঠ তলা,(ডি আর টাওয়ার এর বিপরীতে) বক্স কালভার্ট রোড়, নয়া পল্টন, ঢাকা ১০০০
-----------------------------------------------------------------------

২১ আগষ্ট খুলছে বান্দরবান
20/08/2020

২১ আগষ্ট খুলছে বান্দরবান

বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের  চূড়াসমূহ এবং চূড়া গুলোর অবস্থান-
20/08/2020

বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের চূড়াসমূহ এবং চূড়া গুলোর অবস্থান-

18/08/2020

WE ARE HIRING PART TIME SALES EXECUTIVE

Vacancy
Not specific

Job Responsibilities
Directly work on sales independently.
Must be target oriented, able to fulfill responsibilities.
Must be capable of generating own enquiries and close deals independently.
Must be committed self-motivated and dynamic.
Plan fortnightly for regular activities i.e. phone call to prospects & clients, external & internal visit.
Generate new customers for increasing data bank as per instruction
Keep regular communication with existing clients of the company for future prospect generation.
Maintain reports and daily work schedules.

Employment Status
Independently

Educational Requirements
College/university Students will get priority.

Experience Requirements
Traveler mind people will be allow.

Job Location
Whole Bangladesh.

Compensation & Other Benefits
Attractive Commission.
Free tour.
Gift.

বান্দরবান ঝর্ণা পর্বঃএই পর্বে দেখাবো আপনাদের বান্দরবান জেলার সুন্দর ঝর্ণা সমূহঃঝর্ণার নামঃ Baktlai Waterfall - বাকত্লাই ...
15/08/2020

বান্দরবান ঝর্ণা পর্বঃ
এই পর্বে দেখাবো আপনাদের বান্দরবান জেলার সুন্দর ঝর্ণা সমূহঃ

ঝর্ণার নামঃ Baktlai Waterfall - বাকত্লাই জলপ্রপাত
অবস্থানঃ থানচি, বান্দরবান।
ছবিঃ গুগল।

কভিড-১৯ এর ক্লান্তি সময় পার করে দুবাই খুলে দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষের জন্য। যারা অনেকদিন ঘুরিঘুরি করতে পারছেন না তাদের জন...
16/07/2020

কভিড-১৯ এর ক্লান্তি সময় পার করে দুবাই খুলে দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষের জন্য। যারা অনেকদিন ঘুরিঘুরি করতে পারছেন না তাদের জন্য হতে পারে দুবাই এর কিছু ফ্রেশময় কিছু সময়।

পরিপূর্ন সচেতনতা, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে ট্যুরিজম কে আবার ফিরিয়ে নিয়ে আসল আমাদের মাঝে। দীর্ঘদীন বন্ধী জীবনের সমাপ্তি শুরু হউক দুবাই ভ্রমনের মধ্য দিয়ে।

মনে রাখবেন ট্রাভেলিং আপনার হবি কিন্তু এখন কভিড এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় হয়ে দারিয়েছে। সুতরাং সকল ডকুমেন্টস এর সাথে কভিড এর সার্টিফিকেট নিজ দায়িত্বে নিয়ে নিবেন।

ধন্যবাদ।

সীমিত আকারে শুরু হোক ঘুরাঘুরি।  চলে আসুন আড়াইহাজার - বাঞ্চারামপুর মেঘনার বুকে গড়ে উঠা দারুন ন্যাচারাল পরিবেশের স্বপ্নদ্ব...
11/07/2020

সীমিত আকারে শুরু হোক ঘুরাঘুরি।

চলে আসুন আড়াইহাজার - বাঞ্চারামপুর মেঘনার বুকে গড়ে উঠা দারুন ন্যাচারাল পরিবেশের স্বপ্নদ্বীপ এ।

আপনার মন রিফ্রেশ হবেই ইনশাআল্লাহ।।

***সাজেকে মুসলমান ট্যুরিস্টদের জন্য সুখবর***আমাদের বেশিরভাগ সময় প্রশ্নের মুখে পরতে হতো যে সাজেকে নামাযের কি কোন ব্যবস্থা...
17/05/2020

***সাজেকে মুসলমান ট্যুরিস্টদের জন্য সুখবর***

আমাদের বেশিরভাগ সময় প্রশ্নের মুখে পরতে হতো যে সাজেকে নামাযের কি কোন ব্যবস্থা আছে?

আমরা উত্তর দিতাম সেনাবাহিনীর ক্যাম্পের মসজিদ অথবা কটেজ রুমে আমরা জায়নামাজ এর ব্যাবস্থা করে দিতাম।

আমরা নিজেরাও শুক্রবারের জুম্মার নামাজ যোহরের নামাজ হিসেবে রুমেই পরে ফেলতাম।

আজ শুনলাম সাজেকের হেলিপ্যাডে (রুন্ময়ের আগে, হাতের বাম পাশে) মুসলমান ট্যুরিস্টদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সুন্দর একটা মসজিদ।

এই প্রথম জনসাধারণের জন্য সাজেকে মসজিদ স্থাপিত হতে যাচ্ছে।

এও জানা গেছে দৃষ্টি নন্দন এই মসজিদটি খাগড়াছড়ি থেকে সাজেকে আসার পথে অনেক দূর থেকে দেখা যাবে।

আশা করা যায় ধর্মপ্রাণ মুসলমানদের সাজেক ট্যুরে মসজিদটা অনেক উপকারে আসবে।

শুভ কামনা রইলো।

⭕ সকল ছবি ভিডিও আজ সকালের

মায়াং কপাল। হাতিমুড়া সিঁড়ি। স্বর্গের সিঁড়ি। হয়ত প্রায় মানুষই জানে না, যায়গাটা কোথায় এবং কীভাবে যেতে হয়!খাড়া উঁচু পাহাড়ের...
15/03/2020

মায়াং কপাল। হাতিমুড়া সিঁড়ি। স্বর্গের সিঁড়ি।

হয়ত প্রায় মানুষই জানে না, যায়গাটা কোথায় এবং কীভাবে যেতে হয়!
খাড়া উঁচু পাহাড়ের সামনের দিকটা, হাতির মাথার মত দেখতে হওয়ায়, স্থানীয়রা অধিবাসীরা এটাকে হাতিমাথা এবং হাতিমুড়া বলে ডাকে। স্বর্গের সিঁড়ি মর্ত্যভূমি পেরিয়েই উঠে গেছে সোজা উপর দিকে। পাহাড় আর জঙ্গলের ফাঁকফুঁকে চলা, এই সিঁড়ির শেষ দেখা যায় না।
উপরেতে যেনো স্বর্গে গিয়েই শেষ হয়েছে সিঁড়িটা। আনুমানিক ১১০ডিগ্রী এ্যাঙ্গেলের খাড়া ৩০০সিঁড়ি বেয়ে হাতি মাথায় উঠতে হবে। হিম শীতল বাতাসে সিঁড়ি বেয়ে যখন, পাহাড়ের চূড়ায় উঠতে থাকবেন তখন নৈসর্গিক সৌন্দর্যতে চোখ ধাঁধা লেগে যাবে। চতুর্দিকে কেবল সবুজ আর সবুজ।
খাগড়াছড়ি শহর হতে, যে কোনো টমটমকে বলুন পানছড়ি রোডের জামতলি যাবো। ভাড়া জনপ্রতি ১০/৳ নিবে। পানছড়ি রোডে, অল্পকিছু দূরে যেয়ে খাগড়াছড়ি স্টেডিয়াম পার হয়ে জামতলির যাত্রী ছাউনির সামনে নেমে বাম দিকে রাস্তা পাবেন।
১০মিনিট হেঁটে, সামনে একটি খাল পাবেন। চেঙ্গি খাল। খাল পাড় হয়ে সামনে পাবেন একটি পাড়া। পাড়াতে ঢুকতেই খাল পার হওয়ার জন্য জনপ্রতি ৫/৳ দিতে হবে। সিঁড়িতে যাওয়ার আগে এখানেই শেষ কিছু দোকান পাবেন। তাই কিছু কিনতে হলে এখান থেকেই নিয়ে নিন।
চাইলে এ বাজার হতে দোকানে কথা বলে, দরদাম করে একজন গাইড নিয়ে নিতে পারবেন, ঝামেলা এবং সময় বাঁচাতে। গাইড নিয়ে যাওটাই সবচেয়ে বেটার কেননা সামনে কয়েকবারই ২টা করে রাস্তা পড়বে। এই সিঁড়িতে যাওয়ারও অনেকগুলা বিকল্প রাস্তা আছে।
সবশেষে, সৌন্দর্য্য অবলোকনের অধিকার সবার। কিন্তু নষ্ট করার অধিকার কারো নেই। যাত্রার পথে কোন রকমের আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন কিবা সঙ্গে একটি ব্যাগ রাখতে পারেন। যাতে করে আবর্জনা ফেরৎ আনুন। হ্যাপি ট্রাভেলিং।
.. 😍

লেখা- নাবিলা খানম।
Collected

Address

164/1, DIT Ex Road, Fokirapool
Dhaka
1000

Telephone

+8801716773374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crown Holidays Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crown Holidays Ltd:

Videos

Share

Category

Beautiful SAJEK �

এটি ৩ রাত ২ দিনের একটি রিল্যাক্স ট্যুর । ফেব্রুয়ারী ২০২০ থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে রাতের বাসে রওনা হবো এবং রবিবার সকাল ৫/৬ টার মধ্যেই ঢাকায় থাকবো ইনশা-আল্লাহ।

যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা নিজস্ব টাইমলাইনে পোষ্টটি শেয়ার করুন যাতে, আপনার পরিচিতরাও যাবার সুযোগ পায়।

আমরা আমাদের নির্ধারিত ট্যুর ছাড়াও চাহিদা অনুযায়ী কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর ও ফ্যামিলি ট্যুর আয়োজন করে থাকি। এছাড়া স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি এর স্টাডি ট্যুরেরও আয়োজন করে থাকি। বুকিং এবং বিস্তারিত জানার জন্য কল করুন 01734-06922 নাম্বারে।

ছেলে/মেয়ে/কাপল, যেকোনো বয়সের যে কেউ যেতে পারবেন এই ট্যুরে। চাইলে ফ্যামিলির সবাইকে নিয়েও যেতে পারবেন আমাদের সাথে।

Nearby travel agencies