Cholo Go

Cholo Go It's a travel, food & lifestyle page

16/07/2023

PADMA RIVER ❤️

30/06/2023
02/04/2023

মারায়নহ তং পাহাড়ে উঠার রাস্তা বেশ খারাপ এবং উচু । পাহাড়ে রাইডের অভিজ্ঞতা না থাকলে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন না করলে এইখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভবনা অনেক বেশি । আশা করি ভিডিও টি উপভোগ করবেন ।

29/03/2023

CAMPING ON THE TOP OF A HILL IS A LIFE LONG GREAT EXPERIENCE. THANKS TO MY TRAVELMATES WHO MADE THIS HAPPEN & SUPPORTED ME. ON THIS PART, MOSTLY ABOUT THE ROAD AND JOURNEY TO MARAYONG TONG .HOPE, YOU'LL ENJOY THIS.

02/09/2022

■ হাওড়্যা লতা☘️🍀
(লতা পাতার গুণাবলি)

সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ।
এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক।
কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি।
আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা।
রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।

■ রিফুজি লতা'র পরিচয়

বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।

রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।

■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।

* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

©

সংগৃহীত পোস্ট।

বিঃদ্রঃ এই পাতা সেবনের পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

15/05/2022

It Was A Nice Night 🌝🌝🌝❤❤❤

17/03/2022

Sunset @ Naf River, Returning From Saintmartin. 😍

28/10/2021
18/10/2021

For Better View :
https://youtu.be/p_GY7wFkeRE
Kaptai is a place of natural beauty. Panorama Zoom Restaurant is One of the Most Beautiful place to visit and spending time with friends and family. It Has nice panoramic view of the Kaptai Lake and, It's so much peaceful. Wish to GO there again and again.

28/09/2021

হে বিরাট নদী,
অদৃশ্য নিঃশব্দ তব জল
অবিচ্ছিন্ন অবিরল
চলে নিরবধি।

13/05/2021

Eid Ul Fitr 2021 is knocking at Door. We want to go home,Kushtia. Usually, We go through Paturiya-Dowlodiya Ferry. But, Due to Lockdown, The ferry is off from the day we planned to go home. So, we changed our route and went through Jamuna Bridge, Sirajgonj. On the way, we got chance to visit China Badh, Which is a very beautiful place on the Bank of River Jamuna. Hope, All of you will enjoy This Journey.

16/03/2021

IT WAS A GREAT LONG TOUR AROUND THE HILL TRACKS OF BANGLADESH. HAD SOME GREAT EXPERIENCS OF BIKE RIDING ON THOSE HILLY RODADS WITH A LOTS OF ADVENTURE. THANKS TO MY TOUR PARTNERS FOR MAKING THIS TRIP WONDERFUL. HOPE, ALL OF MY FRIENDS WHO IS WATCHING THIS VIDEO WILL ENJOY . THANKS.

16/03/2021

IT WAS A GREAT LONG TOUR AROUND THE HILL TRACKS OF BANGLADESH. HAD SOME GREAT EXPERIENCS OF BIKE RIDING ON THOSE HILLY RODADS WITH A LOTS OF ADVENTURE. THANKS TO MY TOUR PARTNERS FOR MAKING THIS TRIP WONDERFUL. HOPE, ALL OF MY FRIENDS WHO IS WATCHING THIS VIDEO WILL ENJOY . THANKS.

I've lost my smart watch during a tour, after many days, I've got this beautiful smart watch & I'm so excited about this...
09/02/2021

I've lost my smart watch during a tour, after many days, I've got this beautiful smart watch & I'm so excited about this that, I've made this unboxing video.... 😜
https://youtu.be/RP6fefUDzNg

I've lost my smart watch during Shunamgonj tour. I was very sad for that then. After many days, I've got another smart watch .... I’m so excited about this w...

Address

Dhaka
1230

Telephone

+8801674006102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cholo Go:

Videos

Share

Category