07/09/2023
টানা ৩দিনের ছুটিতে ঘুরে আসুন🐯 #সুন্দরবন🐯 সাথে ষাটগম্বুজ মসজিদ🕌
সেপ্টেম্বর ২৮(বৃহঃ),২৯(শুক্র),৩০(শনি) - (সরকারী ছুটি + পূর্ণিমা)
🕐 ট্রিপ সময়-কালঃ ৪ রাত ৩ দিন।
🏞 ট্রিপ ধরনঃ ফুল রিলাক্স এবং এডভেঞ্চার
🏋 যারা যেতে পারবেঃ ছেলে/মেয়ে/কাপল, যেকোনো বয়সের।
⛴️ সার্ভিস ভেসেল
👥 ট্রিপ সাইজঃ ৭৫ জন
🗓️ভ্রমণ তারিখঃ
🚍যাত্রা শুরুঃ- ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে খুলনা/মংলার উদ্দেশ্যে রওনা।
🚍যাত্রা শেষঃ- ৩০ সেপ্টেম্বর বিকাল/সন্ধ্যায় মংলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। রাত ১০টা/১১টার মধ্যে ঢাকায় উপস্থিত হবো ইনশাআল্লাহ্।
✔️ ভ্রমণ খরচ : (ঢাকা-সুন্দরবন-ঢাকা)
💰 কাপল/সিঙ্গেল বেড: ৯,০০০৳ (জনপ্রতি)
💰 এটাচ বাথ থ্রি/ফাইভ বেড: ৯,৫০০৳ (জনপ্রতি)
💰 এটাচ বাথ কাপল বেড: ১০,০০০৳ (জনপ্রতি)
**নোটঃ
খুলনা/মংলা-সুন্দরবন-খুলনা/মংলার ক্ষেত্রে ১৩০০ টাকা বিয়োগ হবে।
বাচ্চাদের জন্য যা যা সার্ভিস প্রয়োজন শুধুমাত্র তার ফি ধরা হবে। পূর্ণ ফ্যালিসিলিটি গ্রহণ করলে পূর্ণ ফি দিতে হবে।
🟩 এই টাকায় যা যা থাকছে:
✅ ঢাকা-খুলনা/মংলা-ঢাকা নন এসি চেয়ার কোচ বাস।
✅ সুন্দরবনের সকল ধরণের পরিবহন (শিপ+ট্রলার) খরচ।
✅ সুন্দরবনের সকল স্পটের পারমিশন এবং এন্ট্রি ফী।
✅ ২ রাত ও ৩ দিন কেবিনে থাকার ব্যবস্থা।
✅ কেবিনে ঘুমানোর জন্য জনপ্রতি ১টি করে বালিশ এবং কম্বল।
✅ প্রতিদিন ২ বেলা হালকা নাস্তা ও ৩ বেলা ভারী খাবার (ডাবল মেন্যু)।
✅ সরু খালে নিজেদের ট্রলারে ক্যানেল ক্রুজিং।
✅ ভ্রমনের জন্য বন বিভাগের অনুমতি ও ট্যাক্স প্রদান।
✅ বন বিভাগের অনুমোদিত ভারি অস্ত্রসহ ১/২ জন গানম্যান ও এক্সপার্ট গাইড সেবা।
✅ ফেরার পথে ষাটগম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজার দেখা।
🟥 যা যা থাকছে না:
❌ যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
❌ যাওয়া এবং আসার দিন রাতের খাবার।
🏞️ভ্রমণ স্থান সমূহঃ
✅ হাড়বাড়িয়া/আন্ধারমানিক
✅ কটকা অফিস পাড়া
✅ জামতলা সী বীচ
✅ কচিখালী
✅ ডিমের চর
✅ করমজল
✅ ষাটগম্বুজ মসজিদ (ফেরার পথে)
✅ খান জাহান আলীর মাজার (ফেরার পথে)
📋আনুমানিক ট্যুর প্লানঃ⤵️
➡️ ২৭ সেপ্টেম্বর ২৩ (বুধবার)- রাতের বাসে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা।
➡️ ২৮ সেপ্টেম্বর ২৩ (বৃহস্পতিবার)- সকালে খুলনা/মংলা পৌঁছে নির্ধারিত জাহাজে উঠে আমাদের প্রথম স্পট হারবাড়িয়া এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সকাল ৮:০০-৮:৩০ এর মধ্যে সকালে নাস্তা খেয়ে নিবো। লাঞ্চ করে হারবাড়িয়া প্রবেশ করবো, ১:৩০-২:০০ ঘন্টা ঘুরাঘুরি করে লঞ্চে ফিরে এসে দ্বিতীয় স্পট কটকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। রাতে কটকা ফরেস্ট অফিসের পাশেই থাকবো এবং ডিনার সেরে বিশ্রামে যাবো।
➡️ ২৯ সেপ্টেম্বর ২৩ (শুক্রবার)- এই দিনে আমরা খুব সকালে হালকা নাস্তা সাথে নিয়ে ট্রলারে ক্যানাল ক্রুজিং করে চলে যাবো জামতলী বিচের উদ্দেশ্যে। বনের ভিতর দিয়ে হেটে জামতলি বিচ হয়ে টাইগার পয়েন্ট দেখে চলে যাবো কটকা। কটকা অফিস পাড়া দেখে লঞ্চে এসে নাস্তা করবো। এরপর রওনা হবো কচিখালী ও ডিমের চরের উদ্দেশ্য। ডিমের চরে হবে ফুটবল ম্যাচের আয়োজন ও নদীতে গোসল। রাতে হবে বারবিকিউ ডিনার।
➡️ ৩০ সেপ্টেম্বর ২৩ (শনিবার)- এই দিনে আমরা সকালে নাস্তা শেষ করে ক্যানেল ক্রুজিং করে করমজল দেখবো। এখানে রয়েছে কুমির প্রজনন কেন্দ্র। করমজল ঘুরে আসার পর লাঞ্চ করবো। তারপর আমরা মংলায় নেমে লোকাল ট্রান্সপোর্ট এ চলে যাবো ষাটগম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। সেখান থেকে চলে যাবো খান জাহান আলীর মাঝারে। এরপর বিকাল বা সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো। রাত ১১টার মধ্যেই ঢাকায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ্
➡নোটঃ কেউ যদি ষাট গম্বুজ মসজিদ স্কিপ করে দ্রুত ঢাকায় পৌঁছাতে চান তাহলে সেভাবে তার বাস টিকেট কনফার্ম করবো। অবশ্যই তা আগে থেকে জানাতে হবে।
🍽️ ফুড_মেন্যু:
🍛 ১ম দিন :
সকালের নাস্তা : ব্রেড, মধু, কলা, সিদ্ধ ডিম, চা।
হালকা নাস্তা : পেয়ারা/আমড়া মাখা ও চা।
দুপুরের খাবার : সাদা ভাত, চিংড়ি ভর্তা, মুরগী কারী, মাছ ভুনা, ডাল ,সালাদ, চা।
বিকালের নাস্তা : ড্রাই ফুড ও চা।
রাতের খাবার : সাদা ভাত, সামুদ্রিক মাছ, গরুর মাংস, ডাল, চা।
🍛 ২য় দিন :
ভোরে হালাক নাস্তা: বিস্কুট, চা।
জঙ্গল সাফারিতে: আপেল,পানি এবং ফিরে এসে লেবুর শরবত।
সকালের নাস্তা : ভুনা খিচুড়ি, ডিমের মালাইকারী, বেগুন ভাজি, সালাদ, স্পেশাল আচার ও চা।
হালকা নাস্তা : পেয়ারা মাখা, চা।
দুপুরের খাবার : সাদা ভাত, পাবদা মাছ ভুনা ,সামুদ্রিক মাছ ভাজি, ডাল, সালাদ।
বিকালের নাস্তা : চানাচুর মুড়ি মাখা, চা।
রাতের খাবার : এগ ফ্রাইড রাইস, চিকেন BBQ, ফিস ফ্রাই, স্পেশাল রাশিয়ান সালাদ,ডাল ভুনা, কোল্ড ড্রিংক।
🍛 ৩য় দিন :
সকালের নাস্তা : পান্তা ভাত, ইলিশ ভাজি, ডালের বড়া, মরিচ ভর্তা, মধু, চা।
হালকা নাস্তা : সিজনাল ফল ,ড্রাই কেক , চা/কফি।
দুপুরের খাবার : পোলাও, বাগদা/গলদা চিংড়ি ভুনা, ডিমের কারী, মুরগির রোস্ট, বেগুন ভাজি, কোল্ড ড্রিংক।
বিকালের নাস্তা : ড্রাই ফুড , চা।
**নোটঃ জাহাজে ২৪ ঘন্টা ২০ লিটার জারের ফিল্টার পানি এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা থাকবে। জাহাজ রিজার্ভের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে খাবার ম্যানু পরিবর্তন করা যাবে।
🕛কনফারমেশনের শেষ সময়ঃ আসন পূর্ণ হওয়া পর্যন্ত।
**মৌখিক কোন কনফার্মেশন গ্রহণযোগ্য না।
🔳ট্যুর সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ/হোস্টঃ
+8801911636055(What'sApp)
+8801620455100
অফিসের ঠিকানাঃ
House #15 Block # D,Avenue-2 , Pallabi Mirpur-12, Dhaka
Khulna office : House: 342 ,Road: 18,Floor: 3rd
Nirala R/A, Khulna
🟥আমাদের ট্যুরের কিছু দৃষ্টি আকর্ষণী⤵️
✅বিস্তারিত পড়ে এবং জেনে ট্যুরে জয়েন করবেন।
✅ট্যুর পরিচালনার ক্ষেত্রে আনাকাঙ্খিত সমস্যাগুলো মেনে নিতে না পারলে আপনার গ্রুপ ট্যুরে না আসাই উত্তম। কোন সমস্যার সম্মুখীন হলে সবাই মিলে আলোচনা করে সমাধান করবো।
✅ এডভেঞ্চার ট্যুর বা নেটওয়ার্ক অথবা দেশের বাহিরে গেলে অবশ্যই বাসায় জানিয়ে যাবেন এবং বিকল্প যোগাযোগ নাম্বার হিসেবে হোস্টের নাম্বার দিয়ে আসবেন।
❌পরিবেশ নোংরা বা ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না।
❌কোন ধরনের মাদক বহন ও গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ, ধুমপানের ক্ষেত্রে কেউ যেন ডিস্টার্ব না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
❌অশালীন কথা বার্তা ও কার্যকলাপ বা কারো সম্মানহানি হয় এমন কিছু করা যাবেনা।
✅ সমাজ স্বীকৃত বা শালীন পোষাক পরে ট্যুরে জয়েন করার অনুরোধ রইলো।
✅টিম ছেড়ে কোথাও যাওয়া যাবেনা, বিশেষ প্রয়োজনে এডমিনকে জানিয়ে যেতে হবে।
✅ট্যুরে মিলেমিশে থাকা, একে অপরকে সহযোগিতা করা, ছোটবড় সবার সাথে সম্মানসূচক আচরণ করা এবং ট্যুরের সব কিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
✅স্থানীয়/দেশীয় নিয়মনীতি গুলো জেনে এবং মেনে চলতে হবে।