Azad Travels & Tours

Azad Travels & Tours পবিত্র হজ্জ ওমরা টিকিটিং ও ভিসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

আল্লাহর ঘরের মেহমানদের হজ্ব ও ওমরা যথাযথভাবে আদায় এবং তাদের সার্বিক সহযোগিতা ও খেদমত‌ই আমাদের প্রতিশ্রুতি।

রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,ما بيتي ومنبري روضة من رياض الجن...
25/03/2024

রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ما بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. رواه الامام بخاري ومسلم.
অর্থাৎ আমার ঘর (কবর) এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থান বেহেশতের বাগান সমূহের একটি বাগান। আর আমার মিম্বার হাউজে কাউসারে উপর রয়েছে।
ব্যাখ্যা: বেহেশতের বাগান দ্বারা উদ্দেশ্য- ওই স্থানে বেহেস্তের মতো সবসময় রহমত নাযিল হইতে থাকে। অথবা সেখানে এবাদত করলে বেহেশতে যাওয়ার উছিলা হবে। অথবা বাস্তবিকই এ জায়গাটুকু বেহেস্ত থেকে আনা হয়েছে এবং পূণরায় তাকে বেহেস্তে নিয়ে যাওয়া হবে।

রিয়াজুল জান্নাহয় বরকতময় কয়েকটি খুঁটি পরিচয়:

১, উসতুওয়ানাতু আয়েশা: হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা বলেন, মসজিদে এমন একটি জায়গা আছে মানুষ যদি তা জানতো তাহলে সেখানে বসার জন্য লটারি দিতো। পরে তিনি সেই জায়গাটি দেখিয়ে দেন। এখানে মহাজিরগণ বেশিরভাগ সময় বসতেন। বিধায় এই খুটিকে উস্তুনায়ে মহাজিরীনও বলা হয়।
২. উসতুওয়ানাতুনায়ে আবু লুবাবা: হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহ আনহু ঐ খুঁটিতে নিজেকে বেঁধে রেখেছিলেন। ঐ অবস্থায় তার তওবা কবুল হয়। এ কারণে এই খুটিকে তওবার খুঁটিও বলা হয়।
৩. উসতুওয়ানাতুস সারীর: রওজা বরাবর উত্তর দিকে। এখানে হুজুর সাল্লাল্লাহু ইসলাম এতেকাফ করতেন এবং আরাম করতেন।
৪. উসতুওয়ানাতুল হারাস: এখানে পাহারাদারগণ বিশেষ করে হযরত আলী রাঃ থাকতেন।
৫. উসতুওয়ানাতুল উফুদ: কোন প্রতিনিধি দল আসলে এখানে বসানো হতো। ও সস রাম এখানে তাদেরকে আহকাম শিক্ষা দিতেন।
৬. উসতুওয়ানাতুত তাহাজ্জুদ: এই খুটির নিকট রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই তাহাজ্জুদ নামাজ পড়তেন।
রিয়াজুল জান্নায় প্রবেশ করতেই প্রথমে একটি উঁচু জায়গা রয়েছে যা বাউন্ডারি করে রাখা হয়েছে। এখানে আসলে ছুফ্ফা সাহাবাগণ দ্বীন শিখতেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়াজুল জান্নায় ইবাদত করার তৌফিক দান করুন। আমীন।

মাহবুব নোমানী

সৌদিআরব নতুনদের কিছু নির্দেশনা!  #আপনার বয়স যদি ২১ এর উপরে হয় তবে আপনি সৌদি ভিসার আবেদন করতে পারবেন। এক দিন কম হলেও ভিসা...
03/03/2024

সৌদিআরব নতুনদের কিছু নির্দেশনা!

#আপনার বয়স যদি ২১ এর উপরে হয় তবে আপনি সৌদি ভিসার আবেদন করতে পারবেন। এক দিন কম হলেও ভিসা লাগবে না।
#কেবলমাত্র মেডিকেল ফিট ও পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেলস এ জমা দিলে বর্তমান নিয়মে সৌদি এম্বাসী ঢাকা যমুনা ফিউচার পার্কে ফিংগার হলে ভিসা লাগবে। এর আগে কেও যদি বলে আপনাদের ভিসা লেগে গেছে তাহলে বুঝবেন টাউট বাটপার। লেন দেন মেডিকেল ফিট না হয়ে কারো সাথে করবেন না?
# পাসপোর্টের মেয়াদ এক বছর বা ছয় মাস না থাকলে ভিসা হবে না অথবা হলেও আপনাকে এয়ারপোর্টে সমস্যা করতে পারে?
# পুড়াতন লোক যারা পুলিশকে ধরা দিয়ে বা জেল কেটে দেশে এসেছেন তাদের ফিংগার প্রিন্ট চেক করে আবার সৌদি যাবেন নয়তো অনেকে এয়ারপোর্ট থেকে রিটার্ন আসছেন।
# আপনাকে কমপক্ষে ১২ ঘন্টা কাজ করার মত মনমানসিকতা থাকতে হবে।
# অভিজ্ঞতা না থাকলে আপনাকে শতভাগ ক্লিন বা নাদাপার কাজ করতে হবে।যেমন আবাসিক হোটেল,মার্কেট যাই বলেন আপনাকে টয়লেট,কিচেন সহ ক্লিন করতে হবে।
# কোন প্রকার সেলসম্যান বা ক্যাশিয়ার হিসাবে কাজ করে এখন সৌদি নাগরিক ছেলে বা মেয়েরাই।
# আপনি কাজের অভিজ্ঞতা বাড়ার পর আপনি ভাল কাজ দেখাতে পারলে হয়তো টিম লিডার বা সুপারভাইজার বা আরো ভাল প্রমোশন হতে পারে।
# আপনি দেশে থাকা অবস্থায় ভাল কোন রেস্টুরেন্টে বা আবাসিক হোটেলে ছয় মাস কাজ করে অভিজ্ঞতা নিয়ে আসুন।
# ইংলিশ চর্চায় করুন এবং আরবি ভাষা শিখে আসুন তাহলে আপনাকে কাজের জন্য অপেক্ষা করতে হবে না এবং ভাল সেলারি পাবেন।
# কোন কপি সপে প্রয়োজনে ফ্রিতে তিন মাসের কাজের অভিজ্ঞতা নিয়ে আসুন তাহলে সৌদিতে কাজের কোন অভাব নাই।
# কোন প্রকার ইলেকট্রনিক , প্লাম্বার, এসি বা বিল্ডিংয়ের ব্লক , টাইলস, রঙ মিস্ত্রি কাজ শিখে আসুন এবং ভাল সেলারিতে কাজ শিখে আসুন।
# অনেকে এ দেশে এসে কাজ করতে মন চায় না পরে দেখা যায় বাংলাদেশে ট্রাভেলস বা এজেন্টকে দোষ দেন।
# সৌদি আরবে এখনো অনেক কাজের চাহিদা আছে।
# কোন পরিচিত ট্রাভেলস বা ভাল এজেন্ট ধরে বিদেশ আসুন এবং আপনার টাকা প্রদানের রিসিট বা ডকুমেন্ট নিজের কাছে রাখুন।
# আপনাদের একটি ভুল হয়তো আপনাদের ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যেতে পারে।
# কর্মক্ষেত্রে কাজ দ্রুত শিখতে চেষ্টা করবেন এবং সঠিক ভাবে কাজ করুন , কোন ফাকি দেওয়ার চেষ্টা করবেন না।
# আপনি ফ্লাইট হওয়ার আগে যাবতীয় কাগজপত্র বুঝে নেন এবং এয়ারপোর্টে কে রিসিভ করবে তার ইমু/ওয়াটসএ্যাপ নাম্বার সাথে নিয়ে আসুন

©

বাইতুল্লাহর মেহমানদেরকে স্বাগতম! যারা রমজানে ওমরা করতে চাচ্ছেন তারা সুযোগ গ্রহণ করতে পারেন।Azad Travels & Tours
13/02/2024

বাইতুল্লাহর মেহমানদেরকে স্বাগতম! যারা রমজানে ওমরা করতে চাচ্ছেন তারা সুযোগ গ্রহণ করতে পারেন।

Azad Travels & Tours

আগ্রহী ভাইয়েরা যোগাযোগ করতে পারেন।
25/12/2023

আগ্রহী ভাইয়েরা যোগাযোগ করতে পারেন।

23/10/2023
23/10/2023

অল্প খরচে ইউরোপের দেশ রাশিয়ায় কাজের বিশাল সুযোগ

কাজ : ফ্যাক্টরী/ কন্সট্রাকশন
সময় : ৮ ঘন্টা + ওভারটাইম আছে।
ওয়ার্ক পারমিট : ২ বছর
অভিজ্ঞতা : প্রয়োজন নেই (থাকলে ভালো)
বয়স : ২০ বা তদুর্ধ্ব
বেতন : ৫৫০০০-৬৫০০০ +ওভারটাইম

সুযোগ সীমিত। আর্জেন্ট যোগাযোগ।

আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরস
যোগাযোগ : 01818-795260 (হোয়াটস‌আ্যপ)

স্বাচ্ছন্দ্যময় ওমরাহ পালনের জন্য আমরা আমাদের লাগেজ হালকা করা নিব এবং শুধু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনব।
09/10/2023

স্বাচ্ছন্দ্যময় ওমরাহ পালনের জন্য আমরা আমাদের লাগেজ হালকা করা নিব এবং শুধু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনব।

05/10/2023

হজ্ব ২০২৪ এর প্রি রেজিষ্ট্রেশন চলছে!

👉 হজ্জ প্রি-রেজিস্ট্রেশন কাকে বলে?
হজ্জ পালনে ইচ্ছুক ব্যক্তির হজ্জে যাওয়ার পূর্বে সর্বপ্রথম করণীয় হলো "হজ্জ প্রি-রেজিস্ট্রেশন" বা প্রাক-নিবন্ধন করা। প্রাক নিবন্ধন হলো অনেকটা বুকিং করার মতো। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট কোটা প্রাক নিবন্ধনের সিরিয়াল অনুপাতে পূরণ করা হয়।
প্রাক নিবন্ধন না করে সিরিয়ালভুক্ত না হলে কোটা পূরণ হওয়ার পর আর হজে যাওয়ার সুযোগ থাকে না।

👉 প্রি-রেজিস্ট্রেশনের পর নভেম্বর বা ডিসেম্বরের দিকে সরকারি ঘোষণার পর চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হয়।

✔️প্রি-রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন :

👉জাতীয় পরিচয় পত্র
👉 একটি সচল মোবাইল নাম্বার
👉জনপ্রতি ৩১,০০০ টাকা

প্রি-রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট জরুরী নয়।

👉উল্লেখ্য
১৮ বছরের কম বয়স হলে জন্ম সনদপত্র এবং পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে।

🔆২০২৪ সালে আপনার পবিত্র হজ্জ গমন নিশ্চিত করতে আজই প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

⏩ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরসে । আসন সংখ্যা সীমিত।

যোগাযোগ :
আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরস (হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান)
অফিস -১ : আকুয়া ওয়ারলেস দক্ষিণপাড়া, সদর, ময়মনসিংহ
অফিস - ২ : বাকতা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
অফিস -৩ : নয়াগাঁও মাজার সংলগ্ন ভবন, পঞ্চসার, মুন্সীগঞ্জ

মোবাইল : 01914089122, 01717208848, 01862778257

হোয়াটসঅ্যাপ : 01818-795260

পবিত্র হজ্জ ওমরা টিকিটিং ও ভিসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

03/10/2023

হজ্ব ২০২৪ এর প্রি রেজিষ্ট্রেশন চলছে!

👉 হজ্জ প্রি-রেজিস্ট্রেশন কাকে বলে?
হজ্জ পালনে ইচ্ছুক ব্যক্তির হজ্জে যাওয়ার পূর্বে সর্বপ্রথম করণীয় হলো "হজ্জ প্রি-রেজিস্ট্রেশন" বা প্রাক-নিবন্ধন করা। প্রাক নিবন্ধন হলো অনেকটা বুকিং করার মতো। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট কোটা প্রাক নিবন্ধনের সিরিয়াল অনুপাতে পূরণ করা হয়।
প্রাক নিবন্ধন না করে সিরিয়ালভুক্ত না হলে কোটা পূরণ হওয়ার পর আর হজে যাওয়ার সুযোগ থাকে না।

👉 প্রি-রেজিস্ট্রেশনের পর নভেম্বর বা ডিসেম্বরের দিকে সরকারি ঘোষণার পর চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হয়।

✔️প্রি-রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন :

👉জাতীয় পরিচয় পত্র
👉 একটি সচল মোবাইল নাম্বার
👉জনপ্রতি ৩১,০০০ টাকা

প্রি-রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট জরুরী নয়।

👉উল্লেখ্য
১৮ বছরের কম বয়স হলে জন্ম সনদপত্র এবং পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে।

🔆২০২৪ সালে আপনার পবিত্র হজ্জ গমন নিশ্চিত করতে আজই প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

⏩ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরসে । আসন সংখ্যা সীমিত।

যোগাযোগ :
আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরস (হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান)
অফিস -১ : আকুয়া ওয়ারলেস দক্ষিণপাড়া, সদর, ময়মনসিংহ
অফিস - ২ : বাকতা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
অফিস -৩ : নয়াগাঁও মাজার সংলগ্ন ভবন, পঞ্চসার, মুন্সীগঞ্জ

মোবাইল : 01914089122, 01717208848, 01862778257

হোয়াটসঅ্যাপ : 01818-795260

19/09/2023

সৌদি আরব (KSA)-

👍আল - এরাদাহ কোম্পানী (AL-ERADAH COMPANY FOR OPERATION AND MAINTENANCE).

👍পদ: ক্লিনার:
১) মার্কেট/শপিং মল।
২) সুপার শপ।

👍বেতন: ১৩০০/= (১১০০+ ২০০) রিয়াল ।

ডিউটি : ১০ ঘন্টা।

👉অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে।
*সুদর্শন ও স্মাট হতে হবে।
*বয়স : ২১-৩২ (সর্বোচ্চ)।

*ওকালা রেডি।
*দ্রুত জমা ইন শা আল্লাহ

19/09/2023

🇴🇲🇴🇲ওমানে মার্কেট ক্লিনার পদে নিয়োগ🇴🇲🇴🇲

Khelhet cleaning service L.L.C

পদঃ মার্কেট ক্লিনার
বেতনঃ ১০০ ওমানি রিয়াল
ডিউটি: ৯ ঘন্টা
*থাকা-খাওয়া ফ্রি*
চাকুরীর মেয়াদঃ ২ বছর

ডকুমেন্টসঃ
পাসপোর্ট
ছবি

বি:দ্রঃ মেডিকেল লাগবে না। ওমানে কন্ট্রাক এ মেডিকেল হবে।

বি: দ্র: তবে অবশ্যই ফিট থাকতে হবে ( এইচআইভি, এইডস বড় ধরনের রোগ থাকা যাবেনা)

14/09/2023

🇴🇲 ওমান জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি🇧🇩

💠 🐟 Fish Packaging ১২০ ওমানী রিয়াল।

সুযোগ-সুবিধা:-
💠বাসস্থান - কোম্পানী।
💠খাওয়া - নিজের।
💠ডিউটি ৮ ঘন্টা।
💠ওভারটাইম ১.৫ গুণ।
💠দুই বছরের ওয়ার্ক পারমিট।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
💠অরজিনাল পাসপোর্ট।
💠ভ্যাকসিন সার্টিফিকেট।
💠ছয় কপি ছবি ০৮ ।

যোগাযোগ : 01818-795260 (হোয়াটসঅ্যাপ)

কুয়েতের স্বনামধন্য প্রতাষ্ঠানে চাকরির সুযোগ!পদের নাম : জেনারেল লেবার, অফিস বয়, টি বয়। (অন্যান্য পদ খালি নেই)বিস্তারিত...
24/08/2023

কুয়েতের স্বনামধন্য প্রতাষ্ঠানে চাকরির সুযোগ!

পদের নাম : জেনারেল লেবার, অফিস বয়, টি বয়। (অন্যান্য পদ খালি নেই)

বিস্তারিত সুযোগ-সুবিধা, বেতন সংযুক্ত পিকচারে দেয়া আছে।

যোগাযোগ : 01818-795260 (হোয়াটসঅ্যাপ)

20/08/2023

জরুরী ভিত্তিতে ইমাম আবশ্যক
-----+++----------------
সৌদি আরবের রিয়াদের একটি প্রাইভেট মসজিদে ইমাম আবশ্যক।

শর্ত :
* আগ্রহী প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন হতে হবে।
* তিলাওয়াত সুন্দর হতে হবে।
* অবশ্যই ড্রাইভিং জানা থাকতে হবে ৷

সুবিধা :
* বেতন ১৫০০ রিয়াল।
* থাকা + খাওয়া + আকামা খরচ কফিল বহন করবে।
* ছুটির সময় বিমানের আপ-ডাউন টিকেট কফিলের পক্ষ থেকে দেওয়া হবে।

আগ্রহী ভাইদেরকে নিম্নোক্ত নম্বরের হোয়াটসঅ্যাপে তিলাওয়াত পাঠিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01818-795260

Send a message to learn more

09/08/2023

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
--------------------------------

সৌদি আরবে ফ্যাক্টরিতে কিছু সংখ্যাক লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

আল রিকাজ কোম্পানিতে। ভিসা রেডি।

ডিউটি ১০ ঘন্টা। বেতন- ১৫০০+৩০০ রিয়াল। বোনাস আছে।

ওভার টাইম- ২/৩ ঘন্টা।

কাজ হল- ফ্যাক্টরিতে ফ্রুটস প্যাকেজিং
সপ্তাহে ১ দিন ছুটি।

যোগাযোগ : 01914-089122

শুধুমাত্র একটি ওয়াদা রক্ষার্থে প্রায় সাড়ে চৌদ্দ শত বছর ধরে খোলা রয়েছে যেই জানালা।রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পা...
22/05/2023

শুধুমাত্র একটি ওয়াদা রক্ষার্থে প্রায় সাড়ে চৌদ্দ শত বছর ধরে খোলা রয়েছে যেই জানালা।

রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে একটি খোলা জানালা। সুদীর্ঘ ১৪০০ বছর যাবত জানালাটি খোলা রয়েছে। এটা ভালোবাসার খোলা জানালা! এটা হযরত হাফসা রাদি. এর জানালা। এ জানালা যুগের পরিবর্তনে বন্ধ হয়নি কখনো। এই জানালার একটি দারুণ ইতিহাস রয়েছে। যার জন্য এই জানালাটি প্রায় দেড় হাজার বছর যাবত খোলা।

রওজা মুবারকে সালাম দেয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা শরীফ বরাবর এসে হাতের বামে উত্তর মুখি হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করছেন তখন ঠিক আপনার পিঠের পেছনে দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে এই খোলা জানালা।

নবীজি সা. যেখানে শুয়ে আছেন সেটি হল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাযিয়াল্লাহু আনহার হুজরা মোবারক। বর্তমানে যেটি রওজা মুবারক। ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হল ওমর রাযিয়াল্লাহুর কন্যা আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহার বাসস্থান।

মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে নবীজির স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহুমাদের হুজরা দু'টি মুখোমুখি ছিল। মাঝে ছিল একটি গলিপথ। যে গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতো।

নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর যুগ সমাপ্ত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ১৭ হিজরীতে মসজিদে নববী সম্প্রসানের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে রওজায় সালাম দেয়ার সুবিধার্থে হাফসা রাযিআল্লাহু আনহার হুজরাটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দিল। যে হুজরায় তখনো তিনি অবস্থান করছিলেন।

নবীজি ভূপৃষ্ঠে নেই তো কি হয়েছে! চোখের সামনেই তো রয়েছে নবীজির রওজা। রওজার পাশেই এই হুজরা খানায় তিনি নবীজির স্মরণ নিয়ে বসবাস করতেন। আর যখনই মন চাইতো এই জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকিয়ে আত্মাকে প্রশান্ত করতেন। মন ভরে দুরুদ ও সালাম পেশ করতেন। আর অনুভব করতেন, এইতো কয়েক হাতের দূরত্বে নবীজির পাশে নবীজির সঙ্গেই তিনি আছেন। ওমর রাজিয়াল্লাহু আনহু বড় চিন্তায় পড়ে গেলেন। কিভাবে তিনি হাফসাকে বলবেন এই হুজরাটি ছেড়ে দেয়ার জন্য!

একদিন তিনি পিতৃস্নেহ ও পরম মমতা নিয়ে মেয়ের সাথে দেখা করতে গেলেন। খোঁজখবর নেয়ার পর কথা প্রসঙ্গে বিষয়টি তাঁর সামনে তুলে ধরলেন।

দীর্ঘ ৭ বছর যাবত নবীজির বিরহ যন্ত্রণায় যিনি ছটফট করছেন। আশা ছিলো জীবনের যে ক'টি দিন বাকি আছে অন্ততঃ রওজার পাশে থেকে কিছুটা শান্তনায় বাঁচবেন। এখানে এসে নবীজি তাঁর পাশে বসতেন। তাঁর সাথে সময় কাটাতেন। এই হুজরার প্রতিটি কোনায় নবীজির স্পর্শ ও স্মৃতি মেখে রয়েছে। এটিও তাঁকে ছাড়তে হবে! বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তাঁর কান্না দেখে সেদিনের মতো ওমর রাযিয়াল্লাহু আনহু ফিরে গেলেন।

পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তাঁর কাছে পাঠালেন। আরো অনেকে তাঁকে অনুরোধ করলো। কিন্তু তিনি অনড়। ওমর রাঃ এর পক্ষ থেকে যখনই কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তাঁকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও যদি কেউ তাঁকে এই হুজরা ছাড়তে বলতো তবুও তিনি কিছুতেই তাতে রাজি হতেন না।

কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে পুনরায় তাঁর কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ সবিনয়ে বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে এ হুজরাটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহুর বাড়িও হাফসা রাযিআল্লাহু আনহার হুজরার সাথেই লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন। আর এ বাড়িটিও তো তাঁর হুজরার সাথেই। সুতরাং তিনি নবীজির কাছেই অবস্থান করবেন।

এবার হাফসা রাদিয়াল্লাহু আনহার মন নরম হলো। তিনি তার হুজরা ভেঙে পথ সম্প্রসারণের অনুমতি দিলেন। তবে তিনি শর্ত রাখলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে। আর এই জানালাটি কখনো বন্ধ করা যাবে না। যেন মন চাইলেই তিনি এই জানালা দিয়ে রওজা পানে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন যে, কখনোই এ জানালাটি বন্ধ করা হবে না।

খেলাফতে ওমর শেষ হলো। ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমা এর যুগও সমাপ্ত হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। আরো কত শত খলিফা ও রাজা বাদশা গত হলেন! কতবার মসজিদে নববীর পুনঃনির্মাণ ও সম্প্রসারণ হল! কিন্তু কেউই হযরত ওমর রাজিয়াল্লাহু আনহুর কৃত সেই ওয়াদা ভঙ্গ করলেন না।
১৪০০ বছর যাবত স্মৃতি হয়ে থাকল এই খোলা জানালাটি একটি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্বরূপ!

এখানে ছবিতে লক্ষ্য করলে নবীজির স্ত্রীদের গৃহসমূহ এবং মসজিদে নববীর অবস্থান বোঝা যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার হুজরা তথা নবীজির রওজা এবং তার মুখোমুখি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরা। আর হাফসা রাযিয়াল্লাহু আনহার হুজরার সাথে লাগোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর ঘরও ছবির এই ম্যাপে ফুটে উঠেছে।

সংগৃহীত

আজিজিয়া রোডের কবুতর চত্বর।
02/04/2023

আজিজিয়া রোডের কবুতর চত্বর।

31/03/2023

আলহামদুলিল্লাহ, আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সাহেব সহিসালামতে সৌদি আরব পৌঁছেছেন এবং ওমরা সম্পন্ন করেছেন।

আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহর মুসাফির হিসেবে আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রথম চারজন যাত্রী। বিকেল পৌনে পাঁচটায় তাদের ফ্ল...
02/03/2023

আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহর মুসাফির হিসেবে আজাদ ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রথম চারজন যাত্রী। বিকেল পৌনে পাঁচটায় তাদের ফ্লাইট। আল্লাহ তাআলা তাদের যাত্রাকে সহজ করুন। তাদের ওমরাকে কবুল করুন। সহী-সালামতে ফিরে আসার তাওফীক দান করুন। আমিন।

Azad Travels & Tours

২০২৩ সালে হজ্ব আদায়ের জন্য সরকার ঘোষিত মূল্য প্যাকেজ এর সাথে সমন্বয় করে হাব কর্তৃক নির্ধারিত প্যাকেজের বিবরণ।
14/02/2023

২০২৩ সালে হজ্ব আদায়ের জন্য সরকার ঘোষিত মূল্য প্যাকেজ এর সাথে সমন্বয় করে হাব কর্তৃক নির্ধারিত প্যাকেজের বিবরণ।

ইনশাআল্লাহ আগামী রমজানে আমাদের ট্রাভেলস এজেন্সির সম্মানিত এমডি মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান সাহেব ওমরায় যাবেন। আগ্রহী...
04/02/2023

ইনশাআল্লাহ আগামী রমজানে আমাদের ট্রাভেলস এজেন্সির সম্মানিত এমডি মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান সাহেব ওমরায় যাবেন। আগ্রহী ভাইয়েরা অতিসত্বর যোগাযোগ করুন।

01914-089122

16/01/2023

*জরুরী নিয়োগ*
*কুয়েত এর ( AL- AHMADI GROUP) কোম্পানিতে*

*মসজিদ ক্লিনার ও হসপিটাল ক্লিনার এর জন্য জরুরি ৪০ জন লোক প্রয়োজন*

*বেতন ১২০ কুয়েতি দিনার*

*ডিউটি ০৮ ঘন্টা,৬ দিন*

*থাকা +খাওয়া +চিকিৎসা = কোম্পানি দিবে*

*২ বছর পর পর ১ মাসের ছুটি*
*(১ মাসের বেতন ও আপ ডাউন টিকেট সহ)

*বয়স ১৮ - ৩৫ বছর*

*১ মাস ১৫ দিনের মধ্যে ফ্লাইট হবে*

*আগ্রহীরা মেইন পাসপোর্ট ও ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা শার্ট পরা ছবিসহ যোগাযোগ করুন।

মোবাইল : 01818-795260

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801504567809

Alerts

Be the first to know and let us send you an email when Azad Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad Travels & Tours:

Videos

Share

Category