Aero Ways Tours &Travels

Aero Ways Tours &Travels Support all kinds of Visa Assistance, Visa Processing, World wide Air Lines Ticketing.

রোমানিয়া কাজের বিষয়ে যেতে আগ্রহী যাত্রীদেরকে আহবান করা যাচ্ছে যে কিছু সংখ্যক ক্লিনার ভিসা এবং কনস্ট্রাকশন ভিসায় লোকবল...
09/08/2022

রোমানিয়া কাজের বিষয়ে যেতে আগ্রহী যাত্রীদেরকে আহবান করা যাচ্ছে যে কিছু সংখ্যক ক্লিনার ভিসা এবং কনস্ট্রাকশন ভিসায় লোকবল পাঠানো যাবে। যারা যেতে আগ্রহী ইনবক্সে যোগাযোগ করুন।

Plz inbox for details
05/07/2022

Plz inbox for details

05/06/2022

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের পাসপোর্ট নেয়া হচ্ছে। যারা মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা, ট্রি প্লান্টেশন ভিসা যেতে আগ্রহী, ইনবক্সে যোগাযোগ করার জন্য আহ্বান করা গেল।

03/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ইত্যাদি । ধন্যবাদ।

03/06/2022

মালয়েশিয়াগামী যাত্রী দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই মালয়েশিয়া শ্রমবাজার এ লোক যেতে পারবে। মালয়েশিয়া যেতে আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করুন।

24/05/2022
30/04/2022

সৌদি আরবের মক্কা হেরেম শরীফে কিছু সংখ্যক ক্লিনার পদে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ কে ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

01/01/2022

এ্যারো ওয়েজ ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

K S A  sector air ticket available . Free contact us.
24/12/2021

K S A sector air ticket available . Free contact us.

13/11/2021

কম মূল্যে অভ্যান্তরীন ও ইন্টারন্যাশনাল

✈️এয়ার টিকিট 🌹 ভিসা প্রসেসিং

সবচেয়ে কম মূল্যে এয়ার টিকিট কিনুন। দেশের অভ্যন্তরীণ গন্তব্যে আমরা আছি আপনাদের সাথে।
প্রতিদিনের ঢাকা - কক্সবাজার,ঢাকা - চট্টগ্রাম,
ঢাকা - যশোর,ঢাকা - সিলেট,ঢাকা - সৈয়দপুর, ঢাকা - বরিশাল রুটের সর্বনিন্ম ভাড়ার নিশ্চয়তা !
Dhaka-cox'bazar-3500/=
Dhaka- Jessor-2400/=
Dhaka- Syedpur-2500/=
Dhaka- Sylhet-2400/=
Dhaka- Chitagong-2500/=
Dhaka- Rajshahi-2500/=
Dhaka-Barisal-2500/=
(US-BANGLA AIRLINES, NOVO AIR, BANGLADESH AIRLINES )

উক্ত মূল্য দেওয়া দেওয়া হয়েছে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। কম বা বেশী হতে পারে আপনার ভ্রমণ তারিখের উপরে নির্ভর করে। অবশ্যই ১০ - ১৫ দিন আগে বুকিং দেওয়ার চেষ্টা করুন। কারন এসময় মূল্য কম থাকে।

সরকারের  দৃষ্টি আকর্ষণ করছি।
16/06/2021

সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সৌদি আরব গামী কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি । যারা চলে গেছেন বা যাবেন, তাদের অবশ্যই নিচের কাগজপত্রগুলো নিয়ে আসবেন । ভুল...
10/06/2021

সৌদি আরব গামী কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি । যারা চলে গেছেন বা যাবেন, তাদের অবশ্যই নিচের কাগজপত্রগুলো নিয়ে আসবেন । ভুল এড়ানোর জন্য আপনি যে একাউন্টে টাকা নিতে চান সেই একাউন্টের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন অথবা নিজ দায়িত্বে হিসাবের নাম , হিসাব নাম্বার , ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন ।
০১. স্মার্টকাডের ফটোকপি
০২. পাসপোর্ট এর ১ ম ৪ পৃষ্ঠার ফটোকপি
০৩. পাসপোর্টে সংযুক্ত ভিসার ফটোকপি
০৪. টিকেটের ফটোকপি
০৫. হোটেল বুকিং এর ফটোকপি ।
এগুলো সঠিকভাবে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেয়া সাপেক্ষে ২৫,০০০ / - ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আপনার একাউন্টে জমা করে দেয়া হবে ।

17/05/2021

যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য
যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।
সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।
প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।
আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।
বাংলা এভিয়েশনকে এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।
ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।
আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।
এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।

05/05/2021

Lowest fare avilable
DAC/DXB
DAC/DOH
K S A ALL SECTOR

সৌদি আরবের হাউজ লেবার (عامل منزلي - আমেল মনজিল), হাউস ড্রাইভার (سائق خاص - সাওয়াখ খাস) ** মোয়াসাসা অর্থাৎ কোম্পানি (عام...
20/11/2020

সৌদি আরবের হাউজ লেবার (عامل منزلي - আমেল মনজিল), হাউস ড্রাইভার (سائق خاص - সাওয়াখ খাস) ** মোয়াসাসা অর্থাৎ কোম্পানি (عامل - আমেল) ভিসা প্রসেসিং, সল্প খরচ ও দ্রুত সময়ের মধ্যে করে দিচ্ছি ।

প্রসেসিংয়ের জন্য যা প্রয়োজন:

১.পাসপোর্ট ( কমপক্ষে ৬মাস মেয়াদ)

২.ভিসার কপি।

৩.কপিলের আইডি কপি।

৪. কপিলে মোবাইল নাম্বার।

৫.ল্যাব প্রিন্ট ছবি ৪ কপি.।

** সকল প্রকার সহযোগিতা করি**

১. মেডিকেল (GAMCA)

২ পুলিশ ক্লিয়ারেনস।

৩. ড্রাইভিং ভিসার জন্য মেয়াদ সহ ড্রাইভিং লাইসেন্স।

যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

সৌদি প্রবাসীদের জন্য জরুরী ঘোষণা🔊 #সৌদি_আরব নতুন ভিসার কাজ চালু হয়েছে। যারা সৌদি আরবের নতুন ভিসা প্রসেসিং করতে চান তাদের...
05/11/2020

সৌদি প্রবাসীদের জন্য জরুরী ঘোষণা🔊
#সৌদি_আরব নতুন ভিসার কাজ চালু হয়েছে।

যারা সৌদি আরবের নতুন ভিসা প্রসেসিং করতে চান তাদের জন্য সুখবর সব থেকে কম সময় এবং কম খরচের মধ্যে ভিসা প্রসেসিং করে থাকি!

#সুখবর
১. আমেল আইদি ২৫ দিনে স্টাম্পিং
২. হাউজ ড্রাইভার ২৫ দিনে স্টাম্পিং
৩.আমেল মন্জিল, ২৫ দিনে স্টাম্পিং

৪.Air Ticket Issue & Re-issue

🤩এজেন্ট দের কাজের উপর বিবেচনা করে speciale রেট দেওয়া হবে।

এছাড়া ও
Medical, Driving License এর কাজ গুলোর সমস্যা সমাধান করা হয়।

#যোগাযোগ করুনঃ

#প্রবাসী_ভাইদের_সুবিধার_জন্য।
#পেইজ_এ_লাইক_শেয়ার_করে_দিবেন_প্লিজ।
্রবাসীর_মঙ্গল_কামনায়।

02/10/2020

সৌদি আরব ছুটির যাত্রী যাদের ফিরতি এয়ার টিকেট রয়েছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইনস এর টিকেট কনফার্ম তারিখ পরিবর্তন করতে চান তারা যোগাযোগ করতে পারেন। ইনবক্সে অথবা ইমেইলে।

সৌদি আরবে বিভিন্ন সেক্টরে রিটার্নিং প্যাসেঞ্জার যাওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করবে।...
16/09/2020

সৌদি আরবে বিভিন্ন সেক্টরে রিটার্নিং প্যাসেঞ্জার যাওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করবে। যাদের টিকিট এর প্রয়োজন ইনবক্সে যোগাযোগ করুন।

09/09/2020

ঢাকা- দুবাই , ঢাকা- আবুধাবি, ঢাকা-শারজাহ,ঢাকা- বাহারাইন ,ঢাকা - ওমান, ঢাকা- কাতার। বিমান টিকেট পাওয়া যাবে।
কারো প্রয়োজন হলে,, ইমেল অথবা মেসেঞ্জারে নক করুন।

30/08/2020

ঢাকা ----বাহারাইন কারো টিকেট লাগ্লে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন। এমিরেটস এয়ারলাইনস

> বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা:> বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ আগষ্ট  থেকে  কুয়েতে ফ্লাইট পরিচালনা...
21/07/2020

> বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা:
> বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ আগষ্ট থেকে কুয়েতে ফ্লাইট পরিচালনা করবে।

> কোন কোন শ্রেণির যাত্রী যেতে পারবে, এই বিষয় শীঘ্রই জানানো হবে।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

ঢাকা,  ১৮ জুলাই ২০২০ সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই, ২০২০ তারিখ হতে  বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য...
21/07/2020

ঢাকা, ১৮ জুলাই ২০২০



সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই, ২০২০ তারিখ হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি: এর সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:



১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।



৬। নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:



1. (SBMC) Sher E Bangla Medical College, Barisal

2. (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram

3. (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory)

4. (CuMC) Cumilla Medical College, Cumilla

5. (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka

6. (NPML-IPH) Institute of Public Health, Dhaka

7. (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka

8. Narayanganj 300 Bed Hospital, Narayanganj

9. (KMC) Khulna Medical college, Khulna

10. (KuMC) Kustia Medical College, Kustia

11.(MMC) Mymensingh Medical College, Mymensingh

12. (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura

13. (RMC) Rahshahi Medical College, Rajshahi

14. M Abdur Rahim Medical College, Dinajpur

15. (RpMC) Rangpur Medical College, Rangpur

16. (SOMC) Sylhet MAG Osmani Medical College, Sylhet





বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬





প্রকাশের অনুরোধ সহ

তাহেরা খন্দকার,

ডিজিএম, পি আর।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Biman Bangladesh Airlines, is the national flag carrier airline of Bangladesh. The airline provides international passenger and cargo services to Asia and Europe, as well as major domestic routes inside Bangladesh. It has air service agreements with 42 countries and currently flies to 16 different c...

আরব আমিরাত থেকে ছুটির যাত্রীদের পুনরায় আরব আমিরাত যাওয়ার জন্য রেজিস্ট্রেশন এবং এয়ার টিকেট এর জন্য যোগাযোগ করার জন্য অ...
15/07/2020

আরব আমিরাত থেকে ছুটির যাত্রীদের পুনরায় আরব আমিরাত যাওয়ার জন্য রেজিস্ট্রেশন এবং এয়ার টিকেট এর জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল,আরব আমিরাতের যেসকল সেক্টরের টিকেট পাওয়া যাচ্ছে তা নিম্নরূপ,
১ দুবাই
২ আবুধাবি
৩ শারজাহ

14/07/2020

@@@ঢাকা থেকে দুবাই ,আবুধাবি @@@

১৬-৩০ জুলাই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারলাইন্সে টিকেট পাওয়া যাচ্ছে।

@@@ ঢাকা থেকে শারজা@@@
জুলাই এয়ার অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটে টিকেট আছে

অবশ্যই করোনা সার্টিফিকেট লাগবে।
কারো বিমানের টিকেট লাগলে যোগাযোগ করতে পারেন ।

09/07/2020

Address

Dhaka
1000

Telephone

+8801616054939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aero Ways Tours &Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aero Ways Tours &Travels:

Share

Category