20/01/2021
কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসার আবেদন করবেন??
-------------------------------------------------------
ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনের প্রথম শর্ত হল, প্রথমেই আপনাকে ইন্ডিয়ান যেকোনো একটি হসপিটাল থেকে মেডিকেল এপয়েন্টমেন্ট লেটার আনতে হবে। তারপর অনলাইনে ফরম পুরণ করে ভিসার জন্য ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে সকল কাগজপত্র জমা দিতে হবে।
আসুন জেনে নেই কিভাবে অনলাইনে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ফরম পুরণ করবেন
ধাপ ০১ :- প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবে- https://indianvisa-bangladesh.nic.in/visa/ তারপরOnline Visa Application বাটনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পৃষ্ঠা আসবে, এখানে
Country you are applying visa from* এর জায়গায়BANGLADESH
Indian Mission* এর জায়গায়BANGLADESH-DHAKA
Nationality * এর জায়গায় BANGLADESH
Date of Birth * এর জায়গায় পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখ দিবেন যেমন 15/01/1980
Email ID এর জায়গায় ই-মেইল আইডি দিতে হবে (অপশনাল, না দিলেও চলবে)
Expected Date of Arrival * এর জায়গায় কোনদিন আপনে ইন্ডিয়াতে যেতে চান সে সম্ভাব্য তারিখটি দিবেন (এখানে উল্লেখ্য যে, মেডিকেল ভিসার জন্য অবশ্য মেডিকেল এপয়েন্টামেন্ট লেটারে উল্লেখিত তারিখের একদিন কিংবা দুদিন আগে তারিখ দিতে হবে, যেমন- আপনার মেডিকেল এপয়েন্টামেন্ট যদি হয় ১৫/০২/২০২১ তারিখে তাহলে আপনে ১৩ কিংবা ১৪/০২/২০২১ তারিখ দিতে পারেন।)
Visa Type * এর জায়গায় MEDICAL VISA
Purpose * এর জায়গায় FOR PATIENTS তারপর ক্যাপচা দিয়ে Continue বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ০২ :- দ্বিতীয় ধাপে এসে আপনার পাসপোর্ট অনুসারে যাবতীয় তথ্য দিয়ে তৃতীয় ধাপে যাওয়ার জন Save and Continue বাটনে ক্লিক করতে হবে। (সংযুক্ত ছবি-০২)
ধাপ ০৩ :- তৃতীয় ধাপের শুরুতে Present Address এখানে আপনার যেকোনো একটি ইউটিলিটি বিল- যেমন টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির বিলকপিতে ঠিকানা লিখা আছে, ঠিক সেভাবেই লিখতে হবে বাড়তি কিছু লিখে যাবে না। মনে রাখবেন ইউটিলিটি বিলে সাথে ভিসা এপ্লিকেশন সেন্টারে এটা চেক করবে।
Permanent Address : এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী Permanent Address লিখবেন।
Father's Details : পাসপোর্ট অনুসারে বাবার নাম লিখবেন, এবং Place of birth * এর জায়গায় জন্মস্থান লিখবেন।
Mother's Details: পাসপোর্ট অনুসারে মায়ের নাম লিখবেন, এবং Place of birth * এর জায়গায় জন্মস্থান লিখবেন।
Applicant's Marital Status * বিবাহিত হলে MARRIED লিখবেন এবং পাসপোর্ট অনুসারে স্বামী/স্ত্রীর নাম লিখবেন। অবিবাহিত হলে SINGLE লিখবেন
Were your Grandfather/ Grandmother (paternal/maternal) Pakistan Nationals or Belong to Pakistan held area. এখানে No সিলেক্ট করবেন।
Profession / Occupation Details of Applicant : এখানে আপনার প্রফেশন এর বিস্তারিত লিখে দিবেন। চাকুরিজীবি/ব্যবসায়ী হলে কোম্পানীর নাম, পদবী এবং ঠিকানা দিবেন। গৃহিণী- স্বামীর কোম্পানীর নাম পদবী ঠিকানা, ছাত্র-ছাত্রী হল-পিতার প্রফেশন ডিটেইলস দিতে হবে।
Are/were you in a Military/Semi-Military/Police/Security. Organization? প্রয়োজন না হলে No সিলেক্ট করবেন।
তারপরSave and Continue বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ০৪ :- চতুর্থ ধাপ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার মেডিকেল সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে।
Hospital In Country Of Residence (এখানে বাংলাদেশী ডাক্তারের তথ্য দিতে হবে (প্রেসক্রিপশনে পাবেন।)
Name * এর জায়গায় বাংলাদেশী হসপিটালের নাম
Address * এর জায়গায় বাংলাদেশী হসপিটালের ঠিকানা
Doctor's Name এর জায়গায় বাংলাদেশী ডাক্তারের নাম
Phone/Fax এর জায়গায় বাংলাদেশী ডাক্তার/হসপিটালের ফোন নাম্বার
Email এর জায়গায় বাংলাদেশী ডাক্তার/হসপিটালের ই-মেইল
Hospital in India (এখানে ইন্ডিয়ান হসপিটাল এবং ডাক্তারের তথ্য দিতে হবে (এপয়েন্টমেন্ট লেটারে পাবেন।)
Name * এর জায়গায় ইন্ডিয়ান হসপিটালের নাম
Address * এর জায়গায় ইন্ডিয়ান হসপিটালের ঠিকানা
Doctor's Name এর জায়গায় ইন্ডিয়ান ডাক্তারের নাম
Phone/Fax এর জায়গায় ইন্ডিয়ান ডাক্তার/হসপিটালের ফোন নাম্বার
Email এর জায়গায় ইন্ডিয়ান ডাক্তার/হসপিটালের ই-মেইল
Nature of Illness : কি ধরণের রোগে ভুগছেন কিংবা কি ধরনের চিকিৎসা করাতে চান, তা উল্লেখ করতে হবে।
Duration of Visa (In Month) *: এর পাশে6 লিখে দেন। (সাধারণত মেডিকেল ভিসা তিন থেকে ছয় মাসের দিয়ে থাকে)
No. of Entries * TRIPLE সিলেক্ট করে দেন। (সাধারণত মেডিকেল ভিসা তিনবারের বেশি যাওয়া আসার সুযোগ দেয় না)
Expected Date of journey * এটা আপনে প্রথম ধাপে দিয়ে আসছেন, যদি মনে করেন ভূল দিছেন তাহলে এখান থেকে ঠিক করে দিতে পারবেন।
Port of Arrival in India * কোন বর্ডার বা কিভাবে আপনে ইন্ডিয়াতে যেতে চান, তা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে।
Expected Port of Exit from India * কোন বর্ডার বা কিভাবে আপনে ইন্ডিয়া থেকে আসতে চান, তা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে। (মনে রাখবেন- যাওয়া আসার অবশ্যই একই বর্ডার উল্লেখ থাকতে হবে)
Previous Visa/Currently valid Visa Details
Have you ever visited India before? এর আগে কখনো কি আপনে ইন্ডিয়া গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে Yes দিবেন আর না গিয়ে থাকলে No সিলেক্ট করে দিবেন। (যাওয়া থাকলে, কোথায় ছিলেন, ভিসা নাম্বার, ইস্যুর তারিখ ইত্যাদি দিতে হবে)
Has permission to visit or to extend stay in India previously been refused? যদি কোনো সময় আপনার ইন্ডিয়া ভিসা রিপোজ হয়ে থাকে তাহলে Yes সিলেক্ট করে কারণ দিতে লিখে দিতে হবে, আর যদি রিপোজ না হয়ে থাকে তাহলে No সিলেক্ট করতে হবে।
Other Information
Countries Visited in Last 10 years : গত ১০ বছরের মধ্যে আর কোন কোন দেশ ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে দেশের নাম লিখে দিবেন।
SAARC Country Visit Details
Have you visited SAARC countries (except your own country) during last 3 years? তিন বছরের মধ্যে সার্কের কোনো দেশ ভ্রমণ করে থাকলে তার তথ্য দিতে হবে।
Reference
Reference Name in India * (মেডিকেল ভিসার জন্য সাধারণ এই পৃষ্ঠার উপরে ইন্ডিয়ান ডাক্তারের তথ্য দিয়েছেন, সেটাই এখানে উল্লেখ করতে পারেন অথবা যেকোনো একটি হোটেলের তথ্য দিতে পারেন।
Address * হসপিটালের ঠিকানা অথবা হোটেলের ঠিকানা
Phone * হসপিটালের ফোন নাম্বার অথবা ফোন নাম্বার
Reference Name in BANGLADESH * (এখানে সাধারণত পাসপোর্টে ইমারজেন্সী কন্টাকে যার নাম দেওয়া আছে, তার তথ্য দিলেই চলে। আপনে চাইলে অন্য যে কারো তথ্য দিতে পারেন)
Address * পাসপোর্টে ইমারজেন্সী কন্টাকের ঠিকানা ব্যবহার করতে পারেন।
Phone * পাসপোর্টে ইমারজেন্সী কন্টাকের ফোন নাম্বার ব্যবহার করতে পারেন।
তারপরSave and Continue বাটনে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য।
ধাপ ০৫ :- এই ধাপে এসে ছবি আপলোড করতে হবে (ছবি ৩৫০X৩৫০ পিক্সেল এর হতে হবে, এবং ৩০০ রেজুলেশনের হবে)
ধাপ ০৬ :- এই ধাপে হসপিটালের আশেপাশে যেকোনো একটি হোটেলের ঠিকানা দিতে হবে।
ধাপ ০৭ :- এই ধাপে আপনার পুরণকৃত সম্পূর্ণ ফরমটি দেখাবে। আপনে যদি মনে করে সব ঠিক আছে তাহলে Verified and Continue বাটনে ক্লিক করলে ফরমটি সাবমিট হয়ে যাবে। আর যদি মনে করেন কোনো ভূল আছে, সংশোধন করতে হবে তাহলে Modify বাটনে ক্লিক করে সংশোধন করতে পারবেন। মনে রাখবেন অনলাইনে একবার সাবমিট হয়ে গেলে আর সংশোধন করতে পারবেন না। তবে নতুন করে আরেকটি ফরম ফিলাপ করতে পারবেন।
সবশেষে সাবমিটকৃত ফরমটি A4 সাইজ পেপারে প্রিন্ট করে অন্যান্য কাগজের সাথে ভিসা এপ্লিকেশন সেন্টারে জমা দিতে হবে।