Rihla Tours -রিহলা ট্যুরস

Rihla Tours -রিহলা ট্যুরস Our services:-
Group Tour,
Family Tour,
Corporate Tour,
Study Tour,
Customize Tour Packages.
(9)

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
16/12/2023

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।

জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 🖤🖤
14/12/2023

জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 🖤🖤

11/12/2023

অনিবার্য কারণবশতঃ আগামি ১৮ই ডিসেম্বর, ২০২৩ হইতে ২২শে ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ পর্যন্ত সাজেকের সকল কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

06/12/2023

২০২৩ সালে আপনি কোথায় কোথায় ভ্রমন করেছেন?
২০২৪ এর প্লান কি?

05/12/2023

প্রাকৃতিক দুর্যোগ ও সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় আগামী ০৬.১২.২৩ তারিখ এমভি বারো আউলিয়া শীপটি টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ রুটে চলাচল বন্ধ থাকবে।

কক্সবাজারে ট্রেন দিলো ভালো কথা স্টেশন থেকে সমুদ্রসৈকত এর ( অটোরিকশা ) ভাড়া যে ২০ টাকা থেকে ৫০ টাকা করলো এটা নিয়ে লোকাল প...
05/12/2023

কক্সবাজারে ট্রেন দিলো ভালো কথা স্টেশন থেকে সমুদ্রসৈকত এর ( অটোরিকশা ) ভাড়া যে ২০ টাকা থেকে ৫০ টাকা করলো এটা নিয়ে লোকাল প্রশাসন এর পদক্ষেপ কি!?

মানুষ যদি ট্রেন এ গিয়ে ভালো সুন্দর সেবা না পায় তাহলে তো মানুষ বাসেই যাবে!

এই রুটে অসংখ্য Sleeper Coach সহ অনেক দামী দামী বাসের সেবা রয়েছে একদম ডলফিন মোড় পর্যন্ত গিয়ে নামিয়ে দিয়ে আসে।

আমি মনে করি পর্যটনশিল্পের বিস্তারের জন্য রেলস্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত Tourism Bus চালু করা উচিৎ যেইগুলা হবে সরকারি।

ডিজিটাল POS মেশিন এ ভাড়া কাটবে ২০ টাকা করে টিকিট এতে করে যাত্রীরা সুন্দর ভাবে চালাচল করতে পারবে।

যেমনটা রয়েছে সিলেট শহর থেকে সাদা পাথর এ Tourism Bus!

এতে করে সিলেট শহরের সিএনজি ওলাদের অতিরিক্ত ভাড়ার মত প্রতারণা থেকে অনেক এ বেচে যাচ্ছে যারা এই Tourism BUS সম্পর্কে অবগত।

শিগগির কক্সবাজার এই বাসের সেবা চালু করা দরকার।

©মহানগর প্রভাতী - Mohanagar Godhuli

আমাদের পরবর্তী সুন্দরবন ট্যুর ৭ই ডিসেম্বর।সম্পূর্ণ হিডেন চার্জ মুক্ত।❤️
02/12/2023

আমাদের পরবর্তী সুন্দরবন ট্যুর ৭ই ডিসেম্বর।
সম্পূর্ণ হিডেন চার্জ মুক্ত।❤️

হিডেন চার্জ মুক্ত ট্যুর, জলদি বুকিং করে ফেলুন।
26/10/2023

হিডেন চার্জ মুক্ত ট্যুর, জলদি বুকিং করে ফেলুন।

24/10/2023

Biggest Tourism Festival 🥰🥰
সাংস্কৃতিক পর্ব... 😍😍

24/10/2023

Biggest Tourism Festival ❤️❤️

23/10/2023

দুর্যোগপূর্ণ আবহাওয়া এর কারণে ২৪শে অক্টোবর থেকে আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনগামী সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে।

আসসালামু আলাইকুম,আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা আশা করি সবাই ভালো আছেন। ❤️ আসন্ন সর্ববৃহৎ ট্যুরিজম মিলনমেলা Biggest Tourism...
16/10/2023

আসসালামু আলাইকুম,
আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা আশা করি সবাই ভালো আছেন। ❤️
আসন্ন সর্ববৃহৎ ট্যুরিজম মিলনমেলা Biggest Tourism Festival 2023✌️✌️
আর মাত্র ৮ দিন বাকি আছে।

সবার অংশগ্রহণে একটি জমকালো মিলনমেলা হবে ইনশাআল্লাহ। ❤️✌️
আমরা রেডি, আপনারা রেডি তো ❓

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন ...
14/10/2023

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন...
13/10/2023

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।

এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?

একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।

সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।

বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

©️ Bangla Aviation

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ★ ভুতের গলিঃএখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গ...
11/10/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

সমস্ত তথ্য সংগ্রহকৃত।

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক ...
10/10/2023

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে---

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চলবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেনসহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

© safqat amin

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ।
30/09/2023

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ।

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। 💚💚
05/09/2023

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। 💚💚

আসেন একটু পড়ি-হ্যা আমরা ট্যুর অর্গানাইজার, আমরা ইভেন্ট ব্যাবসায়ী, যা মন চায় বলেন। আচ্ছা একটু ৪/৫বছরে আগে ফিরে তাকাই কয়টা...
04/09/2023

আসেন একটু পড়ি-

হ্যা আমরা ট্যুর অর্গানাইজার, আমরা ইভেন্ট ব্যাবসায়ী, যা মন চায় বলেন। আচ্ছা একটু ৪/৫বছরে আগে ফিরে তাকাই কয়টা মানুষ ঘুরতে যেত??? যাদের যাওয়ার ইচ্ছা ছিল বাজেট অনেক বেশি হওয়াতে অনেকেই হয়ত ঘুরতে যেতে চাইলেও হয়ে উঠত না, এছাড়া পাহাড় বা সমুদ্র যেখানেই বলেন না কেন, কতটুকু নিরাপদ ছিল একা বা কয়েকজন বন্ধু মিলে যাওয়া???

আমাদের মত ইভেন্ট ব্যাবসায়ীর কারনে ২০২১সালের তথ্য অনুযায়ী ৩কোটি মানুষ ঘুরছে, কম টাকায় বড় টিম হওয়ার কারনে, যে ব্যাক্তি বছরে একবার ঘুরতে যেতে সে এখন মাসে এমনকি প্রতি সপ্তাহে ঘৃরতে যাচ্ছে।
তারপর আমাদের গালি দিবেন? আমারা তো ইভেন্ট ব্যাবসায়ী।

এছাড়া বাংলাদেশ প্রতিটি ট্যুর স্পটে যে পরিমান হয়রানি স্বীকার হতে হয়, যে পরিমান সিন্ডিকেট ব্যাক্তিগত ভাবে গেলে বুজতে পারবেন, আমাদের মত ইভেন্ট ব্যাবসায়ী সাথে গেলে আপনাদের কোন ঝামেলাই পরতে হয়না, সবকিছুই পূর্বে এরেন্জ করা থাকে, তারপর ছোট কোন ভুল হলে গালি দেন, কারন আমরা ইভেন্ট ব্যাবসায়ী, আমরা মানুষ না ফেরেশতা আমাদের ভুল হবে না কখনো।

পরিশেষ এ একটা কথা বলবো যেখানে বাংলাদেশ এ অনার্স /মাস্টার্স, ইন্জিনিয়ার পড়ালেখা শেষ করে বেকার দিন পার করে, অনেকে হয়ত খারাপ/অনৈতিক কাজে জরিয়ে পরে, তার থেকে মানুষকে কম টাকায় ঘুরিয়ে যদি সে নিজেও উপার্জন করতে পারে এতে কি খারাপ??? ইভেন্ট ব্যাবসায়ী একজন উদ্যোক্তা, সারাদিন পরিশ্রম করে একটা ট্যুরের সকল কিছু এরেন্জ করে যদি ১০০/২০০টাকা আপনার থেকে নেয়,এটা কি খারাপ কিছু? আপনার পরিশ্রম করলে কি তার পারিশ্রমিক নেন না??? দেশে আজ বড় বড় চোরগুলো কোটি কোটি টাকা হাতিয়ে বাহিরে পাচার করে এতে সমস্যা নেই, আপনি মানুষকে ঘুরিয়ে, পরিশ্রম করে ১০০টাকা নিলেও আজ বড় অপরাধী কারন আমরা ইভেন্ট ব্যাবসায়ী।

@ Isteak Nishad

এই সিজন থেকে সেন্টমার্টিন ভ্রমনে আসছে "অনলাইন রেজিস্টেশন সিস্টেম" মানে দৈনিক নিদ্দিষ্ট একটি সংখ্যার বেশি প্রর্যটক সেন্টম...
04/09/2023

এই সিজন থেকে সেন্টমার্টিন ভ্রমনে আসছে "অনলাইন রেজিস্টেশন সিস্টেম" মানে দৈনিক নিদ্দিষ্ট একটি সংখ্যার বেশি প্রর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন না।
তা আবার নিজের সুযোগ সুবিধা মতো সময়ে নয়। আপনি রেজিস্টেশন করার পরে যেই তারিখে আপনার ভ্রমনের জন্য সিডিউল পাবেন ঐই তারিখে আপনাকে ভ্রমন করতে হবে, তাও আবার আবেদনের জন্য ফি প্রদান করতে হবে। (এক কথায় ট্রাভেল ট্যাক্স) আপনারা গিয়ে পছন্দমতো ১০০০/১৫০০ টাকা দিয়ে রিসোর্ট ভাড়া নিবেন সেই দিন ভুলে যান।

সকাল সকাল যখন মানুষজন তেমন একটা থাকে না তখন ঝর্ণা গুলো আসলেই অসাধারণ মুগ্ধতা ছড়ায়।💚💚
03/09/2023

সকাল সকাল যখন মানুষজন তেমন একটা থাকে না তখন ঝর্ণা গুলো আসলেই অসাধারণ মুগ্ধতা ছড়ায়।💚💚

বুঝেছো তোমরা? 😆😆
02/09/2023

বুঝেছো তোমরা? 😆😆

এই রুপ দেখে দেখে আমি এক জীবন পাড় করে দিতে পারতাম।🥰🥰
31/08/2023

এই রুপ দেখে দেখে আমি এক জীবন পাড় করে দিতে পারতাম।🥰🥰

মেগা অফার!  মেগা অফার!!  মেগা অফার!!!১৮ আগস্ট, শুক্রবার।এসি গাড়িতে খৈয়াছড়াতে রেপলিং+জুমারিং 😱থাকছে না কোন হিডেন চার্জ ...
01/08/2023

মেগা অফার! মেগা অফার!! মেগা অফার!!!
১৮ আগস্ট, শুক্রবার।
এসি গাড়িতে খৈয়াছড়াতে রেপলিং+জুমারিং 😱

থাকছে না কোন হিডেন চার্জ 😱

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Book your sit now!!!
17/07/2023

Book your sit now!!!

পার্বত্য জেলা বান্দারবনের রুমা ও থানচি উপজেলা হতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
14/07/2023

পার্বত্য জেলা বান্দারবনের রুমা ও থানচি উপজেলা হতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকবো।আমি এসেছি....নিকলী হাওর।
10/07/2023

প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকবো।
আমি এসেছি....

নিকলী হাওর।

নিকলী ট্যুরের বুকিং নেওয়ার জন্য বসে আছি, কেউ দেরি কইরেন না বুকিং করতে। বিস্তারিত 👇👇👇রিহলা ট্যুরস এর সাথে নিকলী, মিঠামইন...
09/07/2023

নিকলী ট্যুরের বুকিং নেওয়ার জন্য বসে আছি, কেউ দেরি কইরেন না বুকিং করতে।

বিস্তারিত 👇👇👇
রিহলা ট্যুরস এর সাথে নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ডে ট্যুর মাত্র ১২৫০ টাকায়।(Nikli 02)

রাঙ্গামাটি ট্যুরের গেস্ট রিভিউ।❤️
07/07/2023

রাঙ্গামাটি ট্যুরের গেস্ট রিভিউ।❤️

মেলখুম ট্যুরের গেস্ট রিভিউ।❤️
07/07/2023

মেলখুম ট্যুরের গেস্ট রিভিউ।❤️

রোদ ঝলমলে দুপুর আর কৃষ্ণচূড়া ❤️
04/07/2023

রোদ ঝলমলে দুপুর আর কৃষ্ণচূড়া ❤️

বর্ষা 🩵🩷
30/06/2023

বর্ষা 🩵🩷

28/06/2023

Eid Mubarak

মানুষ যা চায় তা না পাইলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তারে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না।😉😉
27/06/2023

মানুষ যা চায় তা না পাইলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তারে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না।😉😉

ঈদের ছুটিতে কোথায় যেতে চান?
22/06/2023

ঈদের ছুটিতে কোথায় যেতে চান?

19/06/2023

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,
আগামী ২৯শে জুন পবিত্র ঈদ-উল-আজহা।

Happy Father's Day to all dad 💐🥰
18/06/2023

Happy Father's Day to all dad 💐🥰

পর্যটকদের ছবি তুলতে অনুরোধ করতে পারবে না কক্সবাজারের  ফটোগ্রাফার–রাবিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্...
17/06/2023

পর্যটকদের ছবি তুলতে অনুরোধ করতে পারবে না কক্সবাজারের ফটোগ্রাফার–রা

বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের সঙ্গে প্রায়ই স্থানীয় ফটোগ্রাফারদের ঝামেলার কথা শোনা যায়। অপ্রয়োজনে বেশি ছবি তুলে টাকা হাতিয়ে নেয়ার খবরও আছে। তাই পর্যটকবান্ধব কক্সবাজার গড়ে তুলতে ফটোগ্রাফারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো.জিল্লুর রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার ফটোগ্রাফারদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া। এতে বেশ কিছু সিদ্ধান্তও নেয়া হয়। বলা হয়েছে, কোনো পর্যটককে ছবি তুলতে কেউ অনুরোধও করতে পারবে না। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

১)ট্যুরিস্টের সঙ্গে অবশ্যই ভাল ও সৌজন্য মূলক আচরণ করতে হবে।
২)ট্যুরিস্ট তার পছন্দের কিছু ছবি নিতে চাইলে সর্বোচ্চ ৫ টাকা করে নিতে পারবে।
৩) উঠানো সব ছবি নিতে চাইলে ছবি প্রতি সর্বোচ্চ ৩ টাকা করে নিতে পারবে।
৪)একই ছবি একাধিক বার উঠিয়ে ট্যুরিস্টকে তা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না।
৫)উঠানো ছবির বিষয়ে ট্যুরিস্টের কোন আপত্তি থাকলে সবগুলো ছবি ট্যুরিস্টকে না দিয়ে ডিলিট করে দেওয়ার হুমকি দেয়া যাবে না।
৬) ছবি উঠানো সংক্রামে ট্যুরিস্টের সাথে দ্বিমত দেখা দিলে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সমাধান করতে হবে।

পুলিশ কর্মকর্তা মনিরুল জানান, প্রতিনিয়ত কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটকদের সাথে কথা বলে তাদের অনুভূতি ও বিভিন্ন বিষয় জানেন ট্যুরিস্ট পুলিশ। শুধু ফটোগ্রাফারদের হয়রানী বন্ধ নয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে ট্যুরিস্টি পুলিশ কক্সবাজার। তিনি আরও জানান, ইতিমধ্যে পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও পর্যটকদের সাথে ভালো ব্যবহার করা জন্য বিচ বাইক ড্রাইভারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

কক্সবাজারে আগত পর্যটকরা যেকোন সমস্যায় ট্যুরিস্ট পুলিশের ০১৩২০১৫৯০৮৭ নাম্বারে সেবা নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।
©️

চট্টগ্রামে আজ থেকে চলছে পর্যটক বাহী ছাদ খোলা বাস... টাইগার পাস-লিংক রোড-ফৌজদার হাট দিয়ে সী-সাইড রোড হয়ে পতেঙ্গা সমুদ্র স...
11/06/2023

চট্টগ্রামে আজ থেকে চলছে পর্যটক বাহী ছাদ খোলা বাস...

টাইগার পাস-লিংক রোড-ফৌজদার হাট দিয়ে সী-সাইড রোড হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এটি। ভাড়া জনপ্রতি ৭০৳।
©️

Address

Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 09:00 - 23:30
Saturday 09:00 - 23:30
Sunday 09:00 - 23:30

Telephone

+8801750575475

Alerts

Be the first to know and let us send you an email when Rihla Tours -রিহলা ট্যুরস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rihla Tours -রিহলা ট্যুরস:

Share

Category

Nearby travel agencies