Mubassirah Travels And Tours

Mubassirah Travels And Tours As-Salaam-Alaikum, welcome to Mubassirah Travels And Tours official page Welcome to Mubassirah Travels And Tours, your one-stop-shop for all your travel needs.
(7)

We specialize in providing affordable and convenient travel packages for Umra and Haj pilgrimages, as well as ticketing and visa processing services. At Mubassirah Travels And Tours, we pride ourselves on delivering exceptional customer service and personalized attention to all our clients. Our team of experienced travel experts is dedicated to ensuring that every aspect of your trip is taken care

of, from booking your flights and accommodations to providing guidance and support throughout your journey. With years of experience in the travel industry, we have established strong partnerships with leading airlines, hotels, and other travel providers to offer you the best possible rates and deals. Our commitment to providing high-quality services at competitive prices has earned us a reputation as a trusted and reliable travel agency. Whether you're planning your Umra or Haj pilgrimage or need assistance with visa processing and ticketing, Mubassirah Travels And Tours is here to help. Contact us today to learn more about our services and start planning your next journey with us.

শিগ্রই আমাদের উমরাহ কাফেলা রওয়ানা হবে ইনশা আল্লাহ। ১৫বছরের অভিজ্ঞতা আমাদের আলহামদুলিল্লাহ,সহি ও সঠিক পদ্ধতিতে ওমরা পালনে...
17/10/2023

শিগ্রই আমাদের উমরাহ কাফেলা রওয়ানা হবে ইনশা আল্লাহ। ১৫বছরের অভিজ্ঞতা আমাদের আলহামদুলিল্লাহ,সহি ও সঠিক পদ্ধতিতে ওমরা পালনে আলেমদের সাথে থাকুন❤️

17/10/2023

আল্লাহ কবুল করুক ❤️

21/09/2023

অক্টোবর মাসে যারা ওমরাহ করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন❤️

19/09/2023

তায়েফ বুড়ীর বাড়ী❤️

19/09/2023

২০২৪ এর হজ্ব নিবন্ধন চলছে, আজই যোগাযোগ করুন, রেজিষ্ট্রেশন করা প্রয়োজন হলে কল করুন।01703225309

মোবাশীরাহ ট্রাভেল এন্ড টুরস এর পক্ষ থেকে  আগামী  ওমরাহ  প্যাকেজে  আপনাকে  স্বাগতম।
07/09/2023

মোবাশীরাহ ট্রাভেল এন্ড টুরস এর পক্ষ থেকে আগামী ওমরাহ প্যাকেজে আপনাকে স্বাগতম।

27/08/2023

আমাদের ছোট হাজী সাহেব ❤️

24/08/2023

জাবালে নূর ❤️
সুবহানাল্লাহ ❤️

20/08/2023

আমাদের হাজীদের ব্যাগ আমাদের পক্ষ থেকে প্যাকিং করে দেয়া হচ্ছে🖤
হাজিদের খেদমত করা অনেক সোওয়াব এর ও এটা একটা এবাদত ❤️

19/08/2023

আলহামদুলিল্লাহ আজকের ফ্লাইটে ৭১ জন আল্লাহর ঘরের মেহমান ওমরাহ করতে যাচ্ছেন, মোবাশীরাহ ট্রাভেল এন্ড টুরস এর মাধ্যমে🖤

আপনি কি ওমরাহ যাওয়ার সুযোগ সুবিধা  নিয়ে কথা বলতে চাচ্ছেন!? মক্কা মদিনার  নিকটে  বাড়ি,  হেরেম শরীফে  পাঁচ  ওয়াক্তের  নামা...
02/08/2023

আপনি কি ওমরাহ যাওয়ার সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে চাচ্ছেন!?
মক্কা মদিনার নিকটে বাড়ি, হেরেম শরীফে পাঁচ ওয়াক্তের নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন স্হান পরিদর্শন এর ব্যাবস্থা থাকবে ইনশাআল্লাহ ❤️

02/08/2023

মক্কার উদ্দেশ্যে রওনা হজ্বের পরে প্রথম কাফেলা১৬/৮/২০২৩ ইং ৪০ জন যাচ্ছেন ইনশাআল্লাহ ❤️

28/07/2023

ওমরাহ প্যাকেজ আমরা যেভাবে সাজিয়েছি🕋

🕋অনেকেই আছেন ঈদের ছুটিতে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমন করতে চান,দুর্ভাগ্যক্রমে মুমিনদের আজীবন লালিত স্বপ্ন বায়তুল্লাহ যাওয়া হয়নি,অথচ পৃথিবীর সব সৌন্দর্য মহান আল্লাহ তার ঘর বাইতুল্লাহতে রেখে দিয়েছেন, আর সোনার মদিনা যেন শান্তির ভূমি।তাই আমরা আমাদের প্যাকেজ এমন ভাবে সাজিয়েছি যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি,রওজা যিয়ারত করতে পারি,ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ স্থান গুলে যিয়ারাহ করে সেই বরকতময় স্থানগুলো দেখার সৌভাগ্য অর্জন করতে পারি❤️

➡️ওমরাহ প্যাকেজের অন্তর্ভুক্ত -

✅রিটার্ন এয়ার টিকেট
✅ওমরাহ ভিসা
✅মক্কা -মদিনা হোটেল
✅সকল এসি ট্রান্সপোর্ট: জেদ্দা -মক্কা-মদিনা
✅বাংলাদেশি গাইড
✅সকালের নাস্তা ও ২ বেলা খাবার
✅মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন -জিয়ারা।

✅মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন -জিয়ারা।

নোট:আপনার কাংখিত তথ্য পেতে কমেন্টের সাথে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি লিখতে ভুলবেন্না,আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ এ নক করে রাখতে পারেন, প্রয়োজনে আমাদের টিম ফোন করে আপনার সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ ❤️

✅বিস্তারিত জানতে কল করুন বা যোগাযোগ করুন:

হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম -(০১৭০৩২২৫৩০৯)

হাফেজ মাওলানা সাইফুল্লাহ -
(০১৯২৭০৭৩৭৫৪)

৫৫/১ ইসলাম স্টেট টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ

27/07/2023

My beautiful religion ❤️

25/07/2023

আপনি কি পবিত্র কাবা ঘর নিজ চোখে একবার হলে ও দেখতে চান। তা খুবই আনন্দ প্রান জুড়ানো মুমিনদের জন্য, আজই যোগাযোগ করুন। ০১৭০৩২২৫৩০৯

25/07/2023

ওমরাহ ভীসা করে দিবো, কম খরচে পবিত্র ওমরাহর ভীসা করে দিবো, ইনশাআল্লাহ, ০১৭০৩২২৫৩০৯

22/07/2023

১৭ আগস্ট ২০২৩ আমাদের ওমরাহ হাজীদের আল্লাহর ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি যেতে চান এখন ই যোগাযোগ করুন🤗

20/07/2023

আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান।আমাদের সম্মানিত হাজী সাহেবগন।

17/07/2023

আগস্ট মাসে ওমরা করতে গেলে কাবা ঘরের খুবই নিকট থেকে আদায় করতে পারবেন, এমনকি কাবা ঘরের দরজা ধরে কান্না কাটি করতে পারবেন❤️

17/07/2023

গতকাল মোবাশীরাহ ট্রাভেল এন্ড টুরস এর ১০৪ জন হজযাত্রী বাংলাদেশ ফিরে এসেছেন,এ বছর স্হায়ী বাড়িতে মক্কায় হাজীদ্বয় ছিল, হজ্বকরে সবায় খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ❤️

ছবিতে দেখানো মৃত ব্যক্তিটির মুখ ঢেকে রাখা হয়নি জানাযার সময়কারণ কি?কেননা সে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছ"এক ব্যক্তি আর...
17/07/2023

ছবিতে দেখানো মৃত ব্যক্তিটির মুখ ঢেকে রাখা হয়নি জানাযার সময়
কারণ কি?
কেননা সে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছ
"এক ব্যক্তি আরাফাতে ওয়াকূফ অবস্থায় অকস্মাৎ তার উটনী হতে পড়ে যায়। এতে তাঁর ঘাড় মটকে গেল (যাতে সে মারা গেল)।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাঁকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং দু’ কাপড়ে তাঁকে কাফন দাও।
তাঁকে সুগন্ধি লাগাবে না এবং তাঁর মস্তক আবৃত করবে না।
কেননা, কিয়ামতের দিবসে সে তালবিয়া পাঠরত (লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ) অবস্থায় উত্থিত হবে।"
(বুখারী,মুসলিম)
হে আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমিন❤️

15/07/2023

সুবহানাল্লাহ ❤️

15/07/2023

আপনি কি পবিত্র ওমরাহ করার ইচ্ছে করছেন? আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমাদের কাফেলা রওনা দিবে। আজই যোগাযোগ করুন-০১৭০৩২২৫৩০৯

The first Supermoon of 2023 light up the skies of Saudi Arabia 🌕🇸🇦.
04/07/2023

The first Supermoon of 2023 light up the skies of Saudi Arabia 🌕🇸🇦.

30/06/2023

কুরবানির গোশতের সামাজিক বন্টন জায়েজ নেই

কোরবানির গোশতের বাধ্যতামূলক সামাজিক বন্টন জায়েজ নেই। দেখতে সুন্দর ও মানবিক মনে হলেই যায়েজ হয়ে যায় না। যায়েজের জন্য প্রয়োজন শরঈ দলীল। কুরবানির গোশত তিন ভাগ করা উত্তম ও মুস্তাহাব। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। প্রয়োজনে বণ্টনে কমবেশি করাতেও কোনো দোষ নেই (আল-মুগনী ১১/১০৮; মির‘আত ২/৩৬৯; ঐ, ৫/১২০ পৃঃ)।

বর্তমানে বিভিন্ন মহল্লায় প্রচলন আছে, কুরবানির গোশতের এক-তৃতীয়াংশ একস্থানে জমা করে মহল্লায় যারা কুরবানি করতে পারেনি তাদের তালিকা করে সুশৃংখলভাবে তাদের মধ্যে বিতরণ করা হয়। প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কাজটি দেখতে ভালো হলেও এটি জায়েজ নেই। কেননা এই প্রচলনের ফলে কারও দিতে মনে না চাইলেও তাকে সমাজের খাতিরে দিতে হয়। না দিলে সামাজিক চাপ ও বদনামের স্বীকার হতে হয়। ক্ষেত্রবিশেষ সামাজিক ভাবে মনিটরিং করা হয়, কেহ একতৃতীয়াংশের কম দিলেন কি না।

এধরনের প্রচলন খাইরুল কুরুনে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, কোনো মুসলমানে মাল তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। (মুসনাদে আহমদ : ১৫/২৯৩, রদ্দুল মুহতার : ৬/৪২৭, আলমগিরী/হিন্দিয়া : ৫/৩০০, হেদায়াহ : ৪/৪৪৯, বাদায়েউস সানায়ে ৪/২২৪)

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-১

আমার একান্ত পরিচিত একটি গ্রামের আপন ৩ ভাই। তারা ঢাকায় ইমামতি করেন। ঈদের নামাজ পড়ানো এবং মাদরাসার বিভিন্ন দায়িত্বের কারণে তাদের কেউ ঈদের দিন গ্রামের বাড়িতে থাকতে পারেন না। তাই ঈদের পরদিন তিন ভাই মিলে বাড়িতে গিয়ে কোরবানি করেন। তারা সামর্থের সর্বোচ্চ পরিমাণ কুরবানির গোশত সমাজের গরিবদের মাঝে নিজেদের পক্ষ থেকে বিতরণ করেন। এরপরেও সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে অপপ্রচার করা হয়েছে যে, "সমাজে গোস্ত দিতে হবে এই কারণে তারা ঈদের দিন কোরবানি করে না।"

পরবর্তীতে সাধারণ মানুষ যেন তাদের গোস্ত গ্রহণ না করে এমন অলিখিত নোটিশ জারি করা হয়। এ বছর তারা মনের কষ্টে ঢাকায় কোরবানি দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এটা কি বাধ্যতামূলক নয়? এ বিষয়ে কি বিশ্লেষণ করা হবে?

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-২

তারা আপন দুই ভাই। একজন কোরবানি দিয়েছেন সাত ভাগের এক ভাগ। এর মধ্যে তিন ভাগের একভাগ সমাজের লোকজন এসে নিয়ে গেছেন। এরপর দেখা গেল যে ভাই কোরবানি দেন নাই- তিনি সমাজ থেকে যে পরিমাণ গোস্ত পেয়েছেন তার চেয়ে কোরবানি দাতার গোশতের পরিমাণ কম। অথচ তার পরিবারের সদস্য সংখ্যা বেশি। আত্মীয় মেহমানের জন্য তার আরো বেশি গোশতের প্রয়োজন।

এমন পরিস্থিতিতে এই লোকের কাছ থেকে সমাজের লোক পাঠিয়ে বাধ্যতামূলক তিনভাগের এক ভাগ নিয়ে যাওয়াটা কতটুকু স্বেচ্ছা-প্রণোদিত হতে পারে?

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-৩

সামাজিকভাবে গোস্ত বন্টন করা হয় এমন একটি গ্রামে সরেজমিনে নিরীক্ষা করে দেখা গেছে- কোরবানি দাতাদের প্রত্যেকটি গরুর সাথে সমাজের পক্ষ থেকে এক একজন লোক দায়িত্বে নিয়োজিত করা হয়, যেন গোস্ত কম দিল কিনা সেটা যাচাই করতে পারে এবং একতৃতীয়াংশ গোস্ত নিয়ে যেতে পারে। এছাড়া কোন কারনে কেউ যদি এক তৃতীয়াংশের কম গোস্ত প্রদান করে তাহলে তা নিয়ে সমালোচনা করা হয় এবং কোরবানি দাতাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কাউকে এমনও বলতে শোনা যায়- তিনি গোস্ত কেন দিয়েছেন? সবটা নিজেই খেয়ে ফেলুক, তার গোস্তের দরকার নাই। গোটা সমাজে এটা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি করা হয়। এমন পরিস্থিতিতে কি বলা যায় ঐচ্ছিক প্রদান করছে। এটা কি বাধ্যতামূলক সামাজিক বন্টন নয়?

লেখক : মুফতি ওযায়ের আমীন

27/06/2023

ইয়া আল্লাহ
যে সকল হাজ্বী আরাফার দিনে
ক্ষমা পাবেন,তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করে দিও।

(আমিন)

O Allah! Make us reach the day of Arafah and Accept all our Dua's😭🤲
27/06/2023

O Allah! Make us reach the day of Arafah and Accept all our Dua's😭🤲

27/06/2023

আলহামদুলিল্লাহ

ইতিহাসের সবচেয়ে বড় হজ্জ শুরু;
অংশ নিয়েছেন ২৫ লাখ মুসলিম। ❤️

26/06/2023

🕋আরাফার আগে প্রতিদিনের আমল:

ইস্তেগফার: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।

জিকির: সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার

তওবা:আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।

দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালীমিন।

দুরুদ শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃঃ

আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,ওয়া আউযুবিকা মিনান্নার।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।

পড়া শেষ হলে ❤️আলহামদুলিল্লাহ❤️

আল্লাহর মেহমানগন মিনার উদ্দেশ্যে গমন করছেন.....❤️
26/06/2023

আল্লাহর মেহমানগন মিনার উদ্দেশ্যে গমন করছেন.....❤️

26/06/2023

হাজীদের জন্য সুষ্ঠুভাবে হজসম্পন্ন করার সুবিধার্থে সৌদি সরকার ঠান্ডা বাতাসের ব্যবস্থা করেছে।। সুবহানাল্লাহ।। আল্লাহ সকল হাজীদের হজ কবুল করুন।। আমীন

18/06/2023

Labbaik allahumma labbaik 🌸

13/06/2023

আমাদের হজ্বযাএীগন মদিনা থেকে রওনা দিয়ে মক্কার নিকট বর্তী রয়েছে। তাদের নিরাপত্তার জন্য দোয়া চাই

10/06/2023

ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়,
যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়!❤️

10/06/2023

Address

55/1 Islam State Tower, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mubassirah Travels And Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mubassirah Travels And Tours:

Videos

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All