Puffin Air Express

Puffin Air Express A New Sky To Fly. Air Ticket
Visa Processing services
Hajj & Umrah Visa

ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত? দেশের সবচেয়ে সেরা রেটে, দ্রুতসময়ে ও নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে আপনার বিদেশ ভ্রমণকে করু...
01/08/2023

ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত?

দেশের সবচেয়ে সেরা রেটে, দ্রুতসময়ে ও নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে আপনার বিদেশ ভ্রমণকে করুন আরও সহজতর ও আনন্দময়।

🇸🇬 সিঙ্গাপুর- ৫,৫০০/= (ভিসা)
🇲🇾 মালয়েশিয়া- ৬,৫০০/= (ভিসা)
🇹🇭 থাইল্যান্ড- ৬,০০০/= (ভিসা)
🇰🇭কম্বোডিয়া- ৬,০০০/= (ভিসা)
🇻🇳 ভিয়েতনাম- ৯,৫০০/= (ভিসা)
🇦🇪 দুবাই- ১৮,০০০/= (ভিসা)
🇱🇰 শ্রীলঙ্কা- ৩,৫০০/= (ভিসা)
🇮🇳 ভারত- ৫০০/= (ফাইল প্রেসেসিং)

★ ব্যক্তিভেদে ও সময়ের সাথে ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও ভিসা ফি পরিবর্তনশীল।

ভিসা প্রসেসিং ও বিস্তারিত তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন-:

হোয়াটসঅ্যাপ: 01316949823

ইমেইল করুন: [email protected]

18/07/2023

🗣️ ওমরা ভিসা সংক্রান্ত জরুরি ঘোষণা 🗣️
============
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি বৎসর পবিত্র ওমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে ভিসা এপ্লিকেশনের পূর্বেই (বায়োমেট্রিক) ফিঙ্গারপ্রিন্ট করে নেওয়া বাধ্যতামূলক।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না হওয়ায় কোন ধরনের
ফিঙ্গারপ্রিন্ট সৌদি ভিসা সার্ভারের সাথে সাথে ম্যাচ না করায় অদ্যাবদি বাংলাদেশের কোন আইডির মাধ্যমে কোন বাংলাদেশী ব্যক্তির কোন ওমরাহ ভিসা ইস্যু করা সম্ভব হয়নি।
তবে কাল পরশুর মধ্যে যেকোন সময় বাংলাদেশি আইডির মাধ্যমে ওমরাহ ভিসা কার্যক্রম শুরু হতে পারে।
পবিত্র ওমরাহ ভিসা ইস্যুর গতিশীল কার্যক্রমের জন্য আমরা
সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।
আমাদের অফিসে ওমরাহ ভিসার জন্য পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে।
সকলকে আন্তরিক ধন্যবাদ।

12/07/2023

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম চালু
Published: জুলাই ১২, ২০২৩ Updated: ৪:০৩ অপরাহ্ন

ভারতীয় ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে যেকোনো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) জমা দিতে হবে। তবে আবেদন ফরমের সঙ্গে পাসপোর্ট জমা দিতে হবে না। আবেদন ফরম জমা দেওয়ার সময় ডেলিভারি স্লিপে যে তারিখ উল্লেখ করা থাকবে, সেই তারিখের ৭ দিন আগে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ থাকছে। যেকোনো আবেদনকারীর জন্য এটি প্রযোজ্য বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার থেকে এই সুবিধা চালু হয়েছে।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ।

আরও জানানো হয়—

(১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।

(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

27/06/2023
26/06/2023

ট্রাভেল এলার্টঃ (অতিব জরুরী)

যে সকল যাত্রী 26 জুনের পূর্বে এয়ারটিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেইসকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিস্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

22/06/2023

#ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়।
আমি নিজে এই সমস্যার শিকার হয়েছি।
সমাধান খুব সহজ একটু পরিশ্রম করা লাগে।
প্রথম ধাপ: প্রথমেই আপনি ভারতের যেই হোটেলে অবস্থান করছেন আপনার পুরো বিষয়টি খুলে বলবেন তারা একটি লেটার দিবে যেখানে আপনার পাসপোর্ট এর নাম্বার আপনি যে এই হোটেলে আছেন তার প্রমাণ পত্র সহ আপনাকে একটি লেটার হাতে দিবে।
দ্বিতীয় ধাপ : আপনি ভারতের আছেন সেই এরিয়ার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ জিডি করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের এবং আপনার ভিসার একটি করে কপি সেখানে লাগবে।
তৃতীয় ধাপ : জিডি করার পরে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার সময় আপনার একটি পাসপোর্ট কপি একটি ভিসার কপি এবং আপনার দুই কপি ছবি এবং সাথে ইন্ডিয়ান রুপিতে দুই হাজার রুপি বা এর কিছু বেশি রুপি আপনার লাগবে। সেখানে তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আপনাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করার জন্য বলবে। এ সময়কালে আপনার পাসপোর্ট যে হারিয়েছে এই বিষয়টি তারা বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কন্টাক করে জানিয়ে দিবে। অতঃপর আপনার হাতে একটি লেটার ধরিয়ে দিবে। লেটারটিতে আপনার যাবতীয় পরিচয় পত্র কলকাতার এবং ইন্ডিয়ার সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং এই লেটারটি নিয়ে আপনার একটি কম্পিউটারের দোকানে যেতে হবে।
তৃতীয় ধাপ : লেটারটি নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে একটি অনলাইন আবেদন করতে হবে।
এ আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কেন পাসপোর্ট রিনিউ না করে আপনি ইমারজেন্সি বাংলাদেশে যেতে যাচ্ছেন এবং কতদিনের ভিতরে যেতে যাচ্ছেন।
চতুর্থ ধাপ : অনলাইন আবেদন পেপারটি সংগ্রহ করে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সেই অফিসে আপনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ হবে।কিভাবে পাসপোর্ট হারালো আপনি কেন ইন্ডিয়া এসেছিলেন।
(ভুল করেও বলবেন না আমি কোন দালালের চক্রান্তে পড়েছি বা আমি বিদেশে যাওয়ার জন্য এদেশে আসছিলাম এখন দালাল আমার সাথে দুই নাম্বারি করতেছে। সে ক্ষেত্রে তারা তাদের দেশের মানুষকে বেশি প্রাধান্য দিবে)
পঞ্চম ধাপ : এরপর অফিস থেকে আপনার জিজ্ঞাসাবাদ এবং আপনার অনলাইন আবেদনটি সংগ্রহ করে তারা একটি সময় নির্ধারণ করে দিবে সেই সময় আপনি আপনার জিমেইলে এক্সিট পারমিট পেয়ে যাবেন। এবং সেখানে উল্লেখ থাকবে যে এই কয়েক দিনের ভেতরে তোমার ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে। আপনি জিমেইলে মেসেজ পাওয়ার পরে দেখবেন সেখানে একটি ছবি আসছে সেটি হচ্ছে আপনার এক্সিট পারমিট।
ষষ্ঠ ধাপ : এক্সিট পারমিট পাওয়ার পরেও শান্তি নেই আপনি যেভাবেই যান বাসে করে অথবা বিমানে করে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে প্রশ্ন করা হবে। কেন পাসপোর্ট হারালেন কেন এসেছিলেন ইন্ডিয়া।
( তবে এফ আরো অফিসের এক্সিট পারমিট পেয়ে গেলে আর পরবর্তীতে কোন সমস্যা হবে না -( শুধু বুদ্ধিমত্তার সাথে তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই হবে)
সপ্তম ধাপ : ইন্ডিয়া থেকে আপনার জিডি করার কাগজটা সাথে নিয়ে আসবেন অবশ্যই। সেই জিডির কাগজটি নিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আরো একটি জিডি করবেন সেই জিডির কাগজটি নিয়ে পরবর্তীতে আপনার নতুন করে পাসপোর্ট রিইস্যু করে নেবেন।
Collected

28/05/2023

ওয়ার্ক পারমিটে সুখবর দিলো আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) পাবে।

24/05/2023

অভ্যন্তরীণ ট্যুরে স্বল্প মূল্যে টিকেট ও হোটেল বুকিং করতে কল করুন +8801316949823

★★জরুরি ভিত্তিতে নিয়োগ সৌদি আরবে★★কাজ:- মসজিদ ক্লিনার কোম্পানী:- শরীকা হাত্তান আল খালিজ বেতন:- ৮০০+২০০ রিয়ালডিউটি:- প্রত...
25/04/2023

★★জরুরি ভিত্তিতে নিয়োগ সৌদি আরবে★★
কাজ:- মসজিদ ক্লিনার
কোম্পানী:- শরীকা হাত্তান আল খালিজ
বেতন:- ৮০০+২০০ রিয়াল
ডিউটি:- প্রতিদিন ৪/৫ ঘন্টা
থাকা কোম্পানী দিবে।
আগ্রহী যাত্রী / এজেন্ট যোগাযোগ করার অনুরোধ রইলো।
+8801316-949823 (whatsapp)
+8801863-861591 (imo, whatsapp & Telegram)

লক্ষ্মীপুরের মজিদ চাচা  বাংলা এভিয়েশনে ফোন করে জানালেন, তার ভাই কলিম  উদ্দিন সৌদি আরব থেকে সকাল বাংলাদেশে আসার কথা। কিন্...
19/04/2023

লক্ষ্মীপুরের মজিদ চাচা বাংলা এভিয়েশনে ফোন করে জানালেন, তার ভাই কলিম উদ্দিন সৌদি আরব থেকে সকাল বাংলাদেশে আসার কথা। কিন্তু এখন পর্যন্ত কোন খবর পাচ্ছেন না। মুলত কলিম উদ্দিনের সাথে কোন বাংলাদেশের সিম না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না।
প্রিয় প্রবাসী বিমানবন্দরে ফ্রি টেলিফোন আছে, সেগুলো ব্যবহার করে পরিবারের সাথে কথা বলে জানিয়ে দিন আপনার অবস্থান, তাহলে তারা চিন্তা মুক্ত থাকবেন।
সকাল ৭টায় ঢাকায়ে এসে বাড়িতে ফোন করলেন নবাবগঞ্জের আসাদুল ইসলাম। জানালেন, বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে বাড়িতে আসবেন। এরপর থেকে আসাদুলের কোন খবর পাচ্ছে না পরিবার। আসাদুলের ভাই বাংলা এভিয়েশনকে ফোন করে জানালেন, তার ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছেন, অনেক সময় হয়ে গেছে এখনও বাড়িতে আসেনি।
প্রিয় প্রবাসী আপনার ফোনে চার্জ না থাকলে, আপনি যে গাড়িতে চড়ে বাড়িতে যাবেন, সেই গাড়ির চালকের ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলুন। পরিবারের মানুষজন চিন্তা মুক্ত থাকবে।
প্রতিদিন বাংলা এভিয়েশনের কাছে কমপক্ষে ১৫-২০ জন প্রবাসীর পরিবার যোগাযোগ করেন এ ধরণের সমস্যায়। একটু সচেতন হলে পরিবারের মানুষজন চিন্তা মুক্ত রাখা যায়।

09/04/2023

ঈদের সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের স্বল্প মূল্যের টিকেটের জন্য যোগাযোগ করুন.
+8801316949823
(Whatsapp)

07/04/2023

বিদেশ থেকে স্বর্ণ নিয়ে আসার ক্ষেত্রে করণীয়...
ধন্যবাদ বাংলা এভিয়েশন।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।আগামী ৩১ মার...
29/03/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।
#ধন্যবাদ

যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে- বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো।বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনত...
23/02/2023

যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে- বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো।
বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।
এই ৮টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। বাকি ৩-৮টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ। যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করা হবে।
বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে ডিএম এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।

01/02/2023

★★জরুরি নোটিশ★★

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ঢাকা বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের সময়সূচির পরিবর্তন হয়েছে
রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
তাই আপনাদের যাদের টিকেট কাটা আছে, বর্তমানে টিকেটের সময়টি অবশ্যই যাচাই করে নিবেন। ঢাকা থেকে যাওয়া এবং ঢাকায় ফিরে আসার ফ্লাইট, উভয় ক্ষেত্রেই সময় পরিবর্তন হয়ে থাকতে পারে।তাই জরুরী ভিত্তিতে যার যার শিডিউল অনুযায়ী ফ্লাইটগুলোর সময় যাচাই করে নিন।

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?★ কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরা...
24/01/2023

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?
★ কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। বাংলা এভিয়েশনের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
★ 💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।
★ ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।
★ 📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।
★ 🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।
★ 💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

Introducing for the first time In BANGLADESH SELF CHECK-IN machinein domestic terminalNo more queue waitGet your BOARDIN...
30/10/2022

Introducing for the first time
In BANGLADESH

SELF CHECK-IN machine
in domestic terminal

No more queue wait
Get your BOARDING PASS yourself

★সিলেট-জেদ্দা-সিলেট★সিলেট-জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে বিমানের ফ্লাইট প...
28/10/2022

★সিলেট-জেদ্দা-সিলেট★
সিলেট-জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই রুটে বিমানের ফ্লাইট প্রতি সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
সিলেট-জেদ্দা রুটে সোমবার ও জেদ্দা-সিলেট রুটে মঙ্গলবার এই রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে।
সোমবার 🛩 বিজি২৩৫🛫 সিলেট ১৮.৩০ 🛬 জেদ্দা ২২.১০
মঙ্গলবার 🛩 বিজি২৩৬🛫 জেদ্দা ০০.১০ 🛬 সিলেট ০৯.৪৫

বাংলাদেশ থেকে  সরাসরি ভিয়েতনামে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েত জেট এয়ার। ভিয়েতনামের ভিয়েত জেট এয়ার  পর্যটক ও দুই দেশের জন...
25/10/2022

বাংলাদেশ থেকে সরাসরি ভিয়েতনামে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েত জেট এয়ার। ভিয়েতনামের ভিয়েত জেট এয়ার পর্যটক ও দুই দেশের জনগণের যাতায়াতের সুবিধার্থে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করবে। তবে ‍শুরুতে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনটি। যাত্রীদের চাহিদার ভিত্তিতে শুরুতে চাটার্ড ফ্লাইট পরিচালনা করা হবে।

09/10/2022
IndiGo proudly announces the launching of its direct flights to Mumbai!IndiGo will connect Dhaka to Mumbai with direct f...
07/10/2022

IndiGo proudly announces the launching of its direct flights to Mumbai!

IndiGo will connect Dhaka to Mumbai with direct flights (Sun, Tue, Thu and Sat).

Travel to the economic capital of India with IndiGo! You will also be able to get wonderful connections to , , , , , , , ,

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ  ও আন্তর্জাতিক এয়ার টিকেটের জন্য পাফিন বিশ্বস্ত মাধ্যম। যে কোন ভ্রমণে আপনার এয়ার টিকেটের চা...
05/10/2022

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেটের জন্য পাফিন বিশ্বস্ত মাধ্যম। যে কোন ভ্রমণে আপনার এয়ার টিকেটের চাহিদা পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের নিকট যে কোন ভ্রমণে স্বল্প মূল্যে এয়ার টিকেট পাবেন।
যোগাযোগ: Mahmudul Hasan
01863-861591 (whatsapp & imo)
01316-949823 (bKash, Nagad & Rocket)

আপনি কি  সম্প্রতি  বিদেশ যাবেন ?বাংলাদেশে  ”চোখ ওঠা” হিসেবে পরিচিত  চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাই...
27/09/2022

আপনি কি সম্প্রতি বিদেশ যাবেন ?

বাংলাদেশে ”চোখ ওঠা” হিসেবে পরিচিত চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাইটিস”। সম্প্রতি এ রোগে আক্রান্তর সংখ্যা বেড়েছে। আপনি যদি বিদেশগামী যাত্রী হন আপনাকে সর্তক হতে হবে না হলে আপনার বিদেশ যাত্রা বাঁধাগ্রস্ত হবে।

বাংলাদেশে বেশির ভাগ মানুষই এ রোগে চিকিৎসা নেন না। ৫/৬ দিনে এমনিতেই এ রোগ সেরে যায়। তবে এ রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়ায়।

এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নিতে হবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ থেকে। ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট না থাকলে এয়ারলাইন আপনাকে বোর্ডিং করবে না।

ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট পেতে হলে আপনাকে চোখ উঠলেই দ্রুত রেজিস্ট্রার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ৭ দিন পার হবার পর বিমানবন্দর আসলে ”ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট দিবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে বিমানবন্দরে। কালো চশমা পড়ে বিমানবন্দরে আসতে হবে। কেউ চিকিৎসা না নিয়ে শুধু প্রেসক্রিপশন নিয়ে আসলেন, তার চোখের অবস্থা ভালো না হলে ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট দেয়া হবে না।

আর যারা আক্রান্ত হয়েছিলেন, ফ্লাইটের আগেই সুস্থ হয়ে গেছেন তাদের ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নেবার প্রয়োজন নেই।

বাংলা এভিয়েশনের পরামর্শ, পরিবারের কেউ চোখ ওঠা রোগে আক্রান্ত হলে সতর্ক হতে হবে বিদেশগামী যাত্রীদের। ময়লা হাতে চোখ স্পর্শ করা যাবে না।অন্যের ব্যবহার করা গামছা বা টাওয়াল চোখ মুখ মোছার জন্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?👉  কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নির...
26/09/2022

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?
👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। Puffin এর পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।
📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।
🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।
💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

Address

DR. HALIM PALACE (2ND FLOOR) 60/2 NAYA PALTAN
Dhaka
1000

Telephone

+8801316949823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puffin Air Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puffin Air Express:

Share

Category