Puffin Air Express

Puffin Air Express A New Sky To Fly. Air Ticket
Visa Processing services
Hajj & Umrah Visa

ইজিপ্ট অন এরাইভাল ভিসা সকল বাংলাদেশীদের জন্য....যাদের হাতে সময় কম তারা ইজিপ্টে অন এরাইভাল ভিসায় যেতে পারবেন সেক্ষেত্রে প...
25/10/2024

ইজিপ্ট অন এরাইভাল ভিসা সকল বাংলাদেশীদের জন্য....
যাদের হাতে সময় কম তারা ইজিপ্টে অন এরাইভাল ভিসায় যেতে পারবেন
সেক্ষেত্রে প্রী এপ্রুভাল নিতে হবে, মিশর এয়ারপোর্টে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা দিয়ে দিবে।
সেক্ষেত্রে এই এপ্রুভাল এর জন্য পাসপোর্ট কপি, ছবি, আপনার কনফার্ম রিটার্ন এয়ার টিকেট এর কপি লাগবে ( ইজিপ্ট এয়ারলাইনস )
কারো হেল্প লাগলে যোগাযোগ করবেন শুধু মাত্র যারা সিংগেল ইজিপ্ট যাবেন ঢাকা ইজিপ্ট ঢাকা রুট হতে হবে আর অবশ্যই ইজিপ্ট এয়ারলাইনসে টিকেট হতে হবে।
ছবি: সংগৃহীত
ধন্যবাদ

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ ...
08/10/2024

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-

১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])

২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।

৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -

➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন

➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।

➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ৩-৫লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬-১০ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন

➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।

➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।

➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।

➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে।

➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।

➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।

৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।

৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।

৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।
©Ashraf

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি!
27/09/2024

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নের জরুরি বিজ্ঞপ্তি!

বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয়েছে৷ আসুন ই-পাসপোর্ট ও এর সুবিধা-অসুবিধা সম্পর্কে জেনে নেই http://d...
17/09/2024

বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয়েছে৷ আসুন ই-পাসপোর্ট ও এর সুবিধা-অসুবিধা সম্পর্কে জেনে নেই http://dw.com/p/3WhS9

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন মো. সাফিকুর ...
04/09/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন মো. সাফিকুর রহমান। তিনি এর আগেও বিমানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি ২০১৭ সালে অবসরে যান।

সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

০৪ সেপ্টেম্বর ২০২৪ বিমান পরিচালনা পর্ষদ কর্তৃক তাকে নিয়োগ প্রদান করা হয়।

মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।

বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আপনার চাওয়া কী কমেন্ট করে জানান।

পাসপোর্ট সংক্রান্তে ডিএসবি/সিএসবি'র ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগকরণ প্রসঙ্গেউপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পাসপ...
03/09/2024

পাসপোর্ট সংক্রান্তে ডিএসবি/সিএসবি'র ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগকরণ প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনযোগ্য আবেদনগুলির স্থায়ী ও বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবি হতে সম্পন্ন করা হয়

উদাহরন-১: যদি কোন ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা ঢাকা মহানগরের অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা এসবি, ঢাকা হতে ভেরিফিকেশন হয়।

উদাহরন-২: যদি কোন ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা জামালপুর জেলা অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা জামালপুর ডিএসবি হতে ভেরিফিকেশন হয়।

উদাহরন-৩: যদি কোন ব্যক্তির স্থায়ী ঠিকানা জামালপুর জেলা অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ঠিকানা জামালপুর ডিএসবি হতে এবং বর্তমান ঠিকানা যদি ঢাকা মহানগরের অধিভূক্ত হয় তাহলে তার বর্তমান ঠিকানা এসবি, ঢাকা হতে ভেরিফিকেশন হয়।

আবেদনকারীর আবেদন পাসপোর্ট অফিস হতে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য অনলাইনে প্রেরণ করা হয়। পাসপোর্ট আবেদনকারীর ভেরিফিকেশন সংক্রান্ত জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে তার ঠিকানা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবিতে যোগাযোগ করা প্রয়োজন।

এমতাবস্থায় আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সংক্রান্তে কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে Hello SB অ্যাপসের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবি'র নিম্ন বর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ

02/09/2024

দ্যা মিরর এশিয়ায় বাংলাদেশ আর ‘র’ সংক্রান্ত একটা মারাত্মক আর্টিকেল এসেছে আজ। আমার অল্প কিছু বিবরণী সহ প্রতিবেদনটির কিছু চুম্বক অংশ:

১) ১৬ জুলাইয়ের পর ছাত্র আন্দোলনের পরিস্থিতি যখন হাসিনার অনুকূলে যায় তখন হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে ‘র’ এর প্রশিক্ষণপ্রাপ্ত ৪০০ কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন ২৮ জুলাই। এর কারণেই আমরা দেখেছি প্রশাসন আর ছাত্র লীগের হাতে আন্দোলনের হাজার ছাত্র নিহত, আর আহত কয়েক হাজার।

২) ‘র’ ৫ আগস্টের পর দুইটি প্রতিবিপ্লবের চেষ্টা করে: ১০ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব, তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় ক্যু পরিকল্পনা করা হয় ১৫ আগস্ট। সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয়, তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ। তার সাথে ‘র’ এর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া।

৩) হাসিনা ভারতে অত্যন্ত ব্যস্ত আর নিরাপদ সময় ব্যয় করছে এই মুহূর্তে। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই-প্রোফাইল মিটিং হয়েছে হাসিনার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ‘র’ প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন।

৪)মিররের ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায়। প্রথমত, ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। অন্যদিকে, বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

৫) মোদীর কার্যালয়ের একটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামীর সাথেও আলোচনা করতে রাজি। তবে জামায়াতের জন্য আলোচনার ‘দরজা’ খুলতে চান না তারা, কেবল ‘জানালা’ খুলতে চায়।

৬) ‘র’ এই মুহূর্তে জোর চেষ্টা করছে ইউনূস সরকারের নাম আর উদ্দেশ্যকে প্রশ্নবোধক বানাতে। বয়ান স্টাবলিশ করতে চাচ্ছে যা ইউনুস সরকারের উপর শিবির, হেফাজত ও হিযবুত তাহরির ইনফুয়েন্স আছে।

৭) আর্টিকেলটি বলছে যে হেফাজত ইসলামের একটি অংশের সাথে সাথে ‘র’ এর দীর্ঘদিনের যোগাযোগ আছে। তাদের বোঝানো হচ্ছে ‘ড. ইউনূস সুদখোর, মার্কিন এজেন্ট, কোনভাবে একজন ভালো মুসলিম নন। বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে’। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

৮) এখন ‘র’ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিযবুত তাহরীর সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটি ভয় তৈরি করা।

৯) ইতিমধ্যে ‘মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী’ তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করে ভবিষ্যতে একসাথে কাজ করার কথা বলেছেন।

১০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর-২ এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর-২ হলো ‘র’ এর একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

১১) অন্যদিকে, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিংক ট্যাংক গত ২০ দিন ধরে গবেষণা করেছে। তিনটি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারতবিরোধী রাজনৈতিক দল। বামপন্থি বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থিদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সে চিন্তা থেকেই ‘র’ বামপন্থি ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে।

১২) আওয়ামীলীগ রাজনীতিতে বহাল থাকবে, যার কলকাঠি থাকবে দিল্লীতে বসে হাসিনার হাতে। আমার মতে এই এক কারণেই শেখ হাসিনা, আর তার সকল মন্ত্রিবর্গের বাংলাদেশে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা বিশ্বের যে কোন জায়গা থেকেই হোক, নিষিদ্ধ করা প্রয়োজন। যদি হাসিনার বা তার পূর্বের কোনই টিম মেম্বারের সাথে আওয়ামী লীগের কোন রকম সংশ্লিষ্টতা দেখা যায় তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাতিল করার আইনি ম্যানডেট দেয় প্রয়োজন।

১৩) ভারত মনে করছে, বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে। বিএনপির নানা সংকট সামনে চলে আসলে, বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিকাল স্পেস পেতে পারে।

১৪) ভারত বেশিদিন ছাত্রদের রাজনীতির মাঠে দেখতে চায় না। এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো- তরুণদের কোন দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিযবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা।

মূল আর্টিকেলের লিঙ্ক কমেন্টে।

সাবিনা আহমেদ।

পাফিন এয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা সবার জন্য।গত এক সপ্তাহে পরে আপনি  ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
30/08/2024

পাফিন এয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা সবার জন্য।

গত এক সপ্তাহে পরে আপনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ? দেশে আসা বা বিদেশের যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন , কাস্টমস, বিমানবন্দরের কর্মীদের আচরণ, সহযোগিতার মনোভাবে নিয়ে আপনার অভিজ্ঞতা জানান। বিমানবন্দরে লাগেজ পেতে আপনার কেমন সময় লাগলো, ইমিগ্রেশনে ব্যবহার কেমন ছিলো? কাস্টমসে আপনার কেমন সময় লাগল?

দয়া করে তথ্য প্রদানের ক্ষেত্রে কোন দিনের ঘটনা, আপনার গন্তব্য কোথায় ছিলো তা উল্লেখ করুন। অভিযোগ থাকলে কি ঘটেছিলো তা বিস্তারিত জানান। নিজের পরিচয় গোপন রাখতে চাইলে ইনবক্সে লিখুন।

বিমানবন্দর সম্পর্কিত পরামর্শ থাকলেও কমেন্ট করুন।

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
29/08/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:
🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী
★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।
★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই পানিচোর ভা-রতের বাঁধ। উপরন্তু রিভার লিঙ্কিং প্রোজেক্ট এর মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভ...
21/08/2024

৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই পানিচোর ভা-রতের বাঁধ।
উপরন্তু রিভার লিঙ্কিং প্রোজেক্ট এর মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভাবিকভাবে আসা পানি সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলে নেবে। পানি সন্ত্রা-সী এ রাষ্ট্রটি আবার বর্ষা মৌসুমে ইচ্ছামাফিক খুলে দেয় বাঁধগুলি।এসব ক্ষেত্রে মানেনা আন্তর্জাতিক কোনো আইন।
ইনফোগ্রাফিক্সগুলো আপনাকে এক নজরে সবগুলোর নদী ও বাংলাদেশের উপর বিরূপ প্রভাবের একটি সামগ্রিক চিত্র প্রদান করবে।

কৃতজ্ঞতা: In depth bd

06/08/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু আছে। নিয়মিত ফ্লাইট চলামান আছে।

সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে প্রায় ৬ঘন্টা নিরাপত্তা সংকটে বিমানবন্দর বন্ধ ছিলো। বন্ধ থাকা অবস্থায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।

আপডেট তথ্য পেতে Puffin Air পেজে লাইক দিয়ে সাথে থাকুন। অন্যকে জানাতে পোস্ট শেয়ার করুন।

ফ্লাইটের আপডেট তথ্য পেতে, এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।আপনি যে ফ্লাইটের টিকিট কেটেছেন, তা বাতিল বা সময় পরিবর্তন হয়েছে কী না তা আপনাকে নিশ্চিত করতে পারবে এয়ারলাইন। তাই ফ্লাইট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, সেই এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।

03/08/2024

আপনারা ক্রিকেটারদের কাছ থেকে দেশপ্রেম প্রত্যাশা করছেন? মজলুমের পক্ষে সমর্থন কামনা করছেন?
হায়, আপনারা কি ১৩ এর কথা ভুলে গেছেন। এই ক্রিকেটাররাই তো প্রথম দিনে সদলবলে শাহবাগে হাজির হয়েছিল। কিন্তু কখনই শাপলায় আসেনি। আজকের হায়নার দানব হয়ে ওঠার রসদ তো ওরাই যুগিয়েছিল।
আরে, এই সব ক্রিকেটারদের যদি দেশপ্রেম থাকতো তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে বারবার লজ্জিত হতে হতো না।
ওরা একেকটা জুয়াবাজ। অর্থচাষা।
কোরিয়া থেকে দাউদ কিমরা সমর্থন জানাতে পারে।
আর্জেন্টিনা থেকেও চলমান আন্দোলনে সমর্থন উড়ে আসতে পারে।
ভারতের ধ্রুব রাঠি আর আকাশ ব্যানার্জিরা মুগ্ধকর ভিডিও বানাতে পারে।
কিন্তু দেশের টাকা খেয়ে ফকির থেকে আমির হয়ে ওঠা ক্রিকেটারদের মুখে টু শব্দও আসে না।
ওরা কখনই জনতার কণ্ঠস্বর ছিল না। ওরা সবসময় জালেমের দোসর।
ওদের একদল নৈশভোটের এমপি। আরেকদল বর্তমানে রেমিট্যান্স-ভিখারী।
তাই অনুরোধ করব, ওদেরকে কখনই আইডল বানাবেন না।
আমাদের তারুণ্যের আইডল হবে, দেশপ্রেমিক সৈনিকেরা।
এই প্রজন্ম আবু সাঈদ ও মুগ্ধদের আদর্শেই বেড়ে ওঠবে। কোনো জুয়াড়ির আদর্শে নয়।
মুহতারাম আবদুল্লাহ আল ফারূক

02/08/2024

আওয়ামী লীগের নীতিই হলো, প্রতিবাদী প্রতিপক্ষকে ধরে এমনভাবে দমন করো যে, তাকে দেখে আরো একশো প্রতিবাদী ভয়ে থরথর করে কাঁপবে। আপনি তাদের বিগত আঠারো বছরের দেশশাসন দেখুন। তারা যখনই কোনো প্রতিপক্ষকে দমন করেছে, তখন এতোটা আগ্রাসীভাবে হামলে পড়েছে যে, তার তো তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে। তাকে দেখে, অন্য পক্ষগুলোও খামোশ বোবা হয়ে গেছে।
জামাত, বিএনপি, হেফাজত- একেকবার এদের একেকজন এমন দমনের শিকার হয়েছে। এ কথা বললে অত্যুক্তি হবে না যে, তারা সবাই এখন ট্রমার মধ্যে আছে। এদের মধ্যে যেহেতু হেফাজত সর্বশেষ দমনের শিকার হয়েছে, এজন্যে সবচেয়ে বেশি ট্রমায় সম্ভবত তারাই আছে।
চলমান ছাত্র আন্দোলনকে ক্ষমতাসীনরা ঠিক একই কায়দায় দমন করতে চেয়েছিল। তারা ভেবেছিল, লাশের স্তুপ ফেলে আর চৌদ্দশিকের ভেতরে ভরে এদেরকেও সাইজ করা যাবে।
এখানেই ঘটে বিপত্তি।
এরা তো ছাত্র। এদের রক্ত ভীষণ উঞ্চ ও প্রতিবাদী। এদের তারুণ্যের অজেয় রক্ত কখনই হারতে জানে না।
কারণ, এদের পিছুটান নেই। তারা ঘরে বউ-সন্তান ফেলে আসেনি যে, তাদের ভয়ে চুপসে যাবে।
এদের কোনো মসজিদ-মাদরাসা-খানকা রক্ষার ভাবনা নেই যে, সেগুলোর স্বার্থে আপোস করতে হবে।
এদের কোনো গার্মেন্টস, শিল্প-কারখানা, ব্যাংক-বিমা নেই যে, পেটের দায়ে জ্বি হুজুর বলতে হবে।
এদের বয়স এতো কম যে, লীগ তাদের গলায় রাজাকারের সাইনবোর্ড ঝুলাতে পারছে না।
এদের মুখে দাড়ি আর পরনে পাঞ্জাবি নেই যে, বিশ্বের সামনে জঙ্গির মুলা ধরিয়ে আইওয়াশ করবে।
যার কারণে এদের বিরুদ্ধে ছোড়ার মতো কোনো ট্রাম্পকার্ড লীগের হাতে নেই।
কোনো স্ক্রিপ্টও নেই যে, ভাঙা রেকর্ডারে ক্রমাগত বাজাবে।
গত আঠারো বছরে চেতনাবাজদের এতোটা অসহায় ছবি জাতি দেখেনি।
ইনশাআল্লাহ, ছাত্রদের প্রতি লীগের জুলুম গোটা জাতিকে এখন এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছে।
এখন একটাই শ্লোগান -
ইনকিলাব....
জিন্দাবাদ....

মুহতারাম আবদুল্লাহ আল ফারূক

❝ নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করি ❞▧ টাস্কঃ ১ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।আল্লাহ ছা...
01/08/2024

❝ নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করি ❞

▧ টাস্কঃ ১

ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।

▧ টাস্কঃ ৮

ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।

▧ টাস্কঃ ১০

প্রতিদিন ১০০ বার করে

১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।

আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১১

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১২

প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১৩

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।

Address

DR. HALIM PALACE (2ND FLOOR) 60/2 NAYA PALTAN, Dhaka
Rajarbag
1000

Telephone

+8801316949823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puffin Air Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puffin Air Express:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Rajarbag

Show All