13/07/2024
সৌদি আরবের ফুড ডেলিভারী চাকরীর নামে জুলুম থেকে সাবধান। দয়া করেই সম্পূর্ণ পোস্টটা পড়বেন ও শেয়ার করবেন🙏
এরা।মেইন কোম্পানী থেকে প্রতি অর্ডার নেবেন ১৬ রিয়াল।
তাহলে ৪৫০ অর্ডারের ৭২০০।
সেলারী দেবেন ২৫০০
বাইক খরিদ মুল্যকে ১২ মাসে ভাগ করে, বাইকে বাবত প্রতি মাসে ৫০০
তেল ৩৫০
সার্ভিসিং ১২০
খাবার ৩০০
থাকা ২৫০
আকামা ১ বছরের খরচ ১২ মাসে ভাগ করলে আকামা বাবত প্রতিমাসে ৭০০
লাইসেন্স সরকারী খরচকে ১২ মাসে ভাগ করলে প্রতি মাসে ১৫০
সর্বোমোট ৪,৮৭০+ ব্যয় খরচ হবে একজন রাইডারের পেছনে।
তাহলে মূল টাকা থেকে [৭,২০০-৪৮৭০=২,৩৩০] ব্যয় খরচ বাদ দিলেও ২,৩৩০+ লাভ থাকে।
★ ১০০ জন ড্রাইভারে প্রতিমাসে ১০০×২৩৩০= ২৩৩,০০০ (২ লক্ষ ৩৩ হাজার রিয়াল) লাভ করবেন।
বিঃদ্রঃ মানুষের টাকা দিয়ে মানুষকে খাটিয়ে সে মানুষদের ঠকিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ, আর সামান্য ২০০০ রিয়াল কাফালা খরচ দিতে নারাজ।
মানুষ ও বোকা, সেদেসেদে এমন মরনঘাতক চাকরীতে ঢুকে, ১ মাস পরে কান্দে আর বলে আহ কি ভুল করলাম।
এই জবের নূন্যতম বেতন হোওয়া দরকার ৩০০০ রিয়াল ৯ ঘন্টা অনলাইন ডিউটি। কারন প্রতিদিন ১৫টা অর্ডার মারতে ১২ থেকে ১৫ ঘন্টা লাগে।
নতুনরা যা করবেন,
১। চাকরীর কিউয়া চুক্তিতে ৮ ঘন্টা চুক্তি, সেই ৮ ঘন্টার কাজ কনফার্ম করে কাফালা হবেন।
২। প্রতিদিন ১৫টি টার্গেট এমন চুক্তিতে কাজ করবেন না।
৩। কাফালার পর বেইমানী করলে সাথে সাথে মকতব আমলে অভিযোগ জানান।
৪। প্রথম ৩ মাসকে বলে প্রবিশনাল পেরিওড। এই তিন মাসের মধ্যে যদি আপনাকে চুক্তি মত কাজ না করায় তাহলে আপনি চুক্তি ভঙ্গ করতে পারবেন।
৫। প্রতিদিন কত ঘন্টা ডিউটি সেই হিসাবে বেসিক সেলারি ধরে কাজে জয়েন করবেন, প্রতিদিন ১৫টি অর্ডারের চুক্তিতে বা ইত্তেফাকে ঢুকবেন না। কারণ প্রতিদিন ১৫ টি অর্ডার করতে ১০ ঘন্টা থেকে ১৫ ঘন্টা লেগে যায়। সৌদি আরবে ৮ থেকে ৯ ঘন্টা মোটর সাইকেল চালানোর পর একটা মানুষ আর স্বাভাবিক থাকে না। নিজের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। শরীরের সামর্থ্য অনুযায়ী কাজ করুন অন্যথায়য় অকালে মৃত্যুবরণ করবেন। সৌদি আরবে প্রতিদিন ফুড ডেলিভারি পেশায় প্রতি ১০০ জনে ১০ জন আহত ও মৃত্যুবরণ করে যাচ্ছেন। কারণ এসব কোম্পানি খুব খারাপ মানের মোটরসাইকেল প্রদান করেন যেসব মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেম ভালো নয়।
** ABS - ব্রেকিং পার্টসে ABS সিস্টেম যুক্ত থাকলে তাহলে আপনি কাজে ডুকতে পারেন। সৌদিতে সস্তার মধ্যে একমাত্র সুজুকি জিক্সার (Gixxer) বাইকগুলোতে ABS যুক্ত আছে।
যারা এসব ভিসায় আসতে চায় তাদেরকে "না" বলুন।
আমার দায়িত্ব সকলকে সচেতন করা, আপনার দায়িত্ব ভেবেচিন্তে কাজ করা।
জন সচেতনতায় সবাই শেয়ার করে দেবেন 🙏