20/05/2024
আপনি স্বতন্ত্রভাবে আল্লাহর একজন সম্মানিত মেহমান। আপনি ইহরামের কাপড় পরে মৃত ব্যক্তি সেজেছেন। আপনি নিজেকে আল্লাহর অনন্ত পথের যাত্রী ভাবুন এবং আপনি সেভাবে নিজের মুখটি শুধু আল্লাহর জিকিরে রত রেখে পুরো হজ অনষ্ঠানটি সম্পন্ন করুন। নিজের আভিজাত্য, পদবি, আকাশচুম্বী সামাজিক মর্যাদা ও সম্মান এই কদিনের জন্য ভুলে যান। কিছুদিনের জন্য নিজের আমিত্বকে ভুলে যান। মনে করুন, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম। এই কদিন আমি কারো কাছ থেকে সম্মান, মর্যাদা বা অন্যান্য সামাজিক কোনো কিছুই পেতে চাই না বরং আমি আমার সাথি আল্লাহর অন্য সম্মানিত মেহমানদের সব ধরনের চাহিদা ও প্রয়োজন নিজের সাধ্যমতো পূরণ করব। নিজেকে তাদের জন্য বিলিয়ে দেব। তাদের প্রতি ভালো আচরণ করব। প্রতিটি কাজে তাদের অগ্রাধিকার দেব তবেই আপনার হজটি হবে হজে মাবরুর। এভাবে প্রত্যেক আল্লাহর মেহমান যদি আপনার মতো নিজেদের বানাতে পারে তবে বিশাল এ হজ অনুষ্ঠানটি বেহেস্তি অনুষ্ঠানে পরিণত হবে এবং প্রত্যেকের হজ হবে ‘হজে মাবরুর’।