ক্যানভাস ট্রাভেল - Canvas Travel

ক্যানভাস ট্রাভেল - Canvas Travel We are promise to better service ❤️

ভোলাগঞ্জ সাদা পাথর+রাতারগুল ভ্রমণ ক্যানভাস এর সাথে যাএা:  ০৭/০৯/২০২৩ তারিখ বৃহস্পতিবার রাতে ফেরা: ০৯/০৯/২০২৩ শনিবার সকাল...
24/08/2023

ভোলাগঞ্জ সাদা পাথর+রাতারগুল ভ্রমণ ক্যানভাস এর সাথে

যাএা: ০৭/০৯/২০২৩ তারিখ বৃহস্পতিবার রাতে
ফেরা: ০৯/০৯/২০২৩ শনিবার সকালে ঢাকায় থাকবো

ট্যুর ধরণ: ডে ট্যুর

বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
01863655704(সুমি)
01627445194(কামরুল)

ইভেন্ট লিং https://facebook.com/events/s/%E0%A6%AD%E0%A6%B2%E0%A6%97%E0%A6%9E%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%AA%E0%A6%A5%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%B8/1093029981664923/?mibextid=Gg3lNB

১৫ সেপ্টেম্বর রাতে, ৩ দিনের ট্যুর কেওক্রাডং বগালেক ইভেন্ট লিং: https://fb.me/e/2SFytmUt1যারা যেতে চান দ্রুত কর্নফাম করুণ...
04/09/2022

১৫ সেপ্টেম্বর রাতে, ৩ দিনের ট্যুর কেওক্রাডং বগালেক

ইভেন্ট লিং: https://fb.me/e/2SFytmUt1

যারা যেতে চান দ্রুত কর্নফাম করুণ
কামরুল- 01627445194

বগা লেক (Boga Lake) যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটি লেক। ভূ-তত্ত্ববিদগণের মতে প্রায় দুই হাজার বছর আগে প্রাকৃতিক ভাবে পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। কেওকারাডাং এর কোল ঘেঁষে বান্দারবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বগা লেক এর অবস্থান। পাহাড়ের উপরে প্রায় ১৫ একর জায়গা জুড়ে এই লেকের অবস্থান। শান্তজলের হ্রদ আকাশের কাছ থেকে একমুঠো নীল নিয়ে নিজেও ধারন করেছে সে বর্নিল রং। পাহাড়ের চুড়ায় নীল জলের আস্তর নীলকাশের সাথে মিশে তৈরি করেছে এক প্রাকৃতিক কোলাজ। মুগ্ধ নয়তে দেখতে হয় আকাশ পাহাড় আর জলের মিতালী। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে একরাশ সবুজের ছোঁয়া। দুর্গম পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি হারিয়ে যায় হ্রদের অতলগহ্বরে। সবকিছু মিলে এ যেন এক সুন্দরের লীলাভূমি।

বগালেককে অনেকে ড্রাগনলেকও বলে থাকে।

31/08/2022

এমন যদি হতো অামি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,
অাবারো যাচ্ছি পাহাড়ে ...
কেওক্রাডং (Keokradong) বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যা বাংলাদেশের বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং এর উচ্চতা ৩১৭২ ফুট।

১৫ সেপ্টেম্বর রাতে, ৩ দিনের ট্যুর

ইভেন্ট লিং: https://fb.me/e/2SFytmUt1
যারা যেতে চান দ্রুত কর্নফাম করুণ

চন্দ্রনাথ ও সহস্রধারা-২ ভ্রমণ ক্যানভাসের সাথে ❤️💚২৬ আগস্ট শুক্রবার : ডে ট্যুর✅২৫ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা✅২৬ তারিখ সা...
18/08/2022

চন্দ্রনাথ ও সহস্রধারা-২ ভ্রমণ ক্যানভাসের সাথে ❤️💚

২৬ আগস্ট শুক্রবার : ডে ট্যুর
✅২৫ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা
✅২৬ তারিখ সারাদিন ঘুরা।
✅দেখবো চন্দ্রনাথ পাহাড় ও সহস্রধারা-২ ঝর্ণা ।
✅বিকেলের চা নাস্তা শেষে গাড়িতে উঠবো
✅শুক্রবার রাত ১১ টার মধ্যেই ঢাকায় পৌঁছে যাব।

➡️ইভেন্ট ফি -১৮০০/-(জনপ্রতি)

এই টাকায় যা যা থাকছে:
☑️ননএসি বাস ভাড়া
☑️সকল লোকাল ট্রান্সপোর্ট
☑️বোট ভাড়া
☑️সকালের নাস্তা , দুপুরের লাঞ্চ, বিকেলের নাস্তা
☑️অভিজ্ঞ গাইড

বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য ইনবক্স করুন,
অথবা কল করুন -01627445194 নাম্বারে।

ইভেন্ট লিংক- https://fb.me/e/3sXIGP44E

ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল ভ্রমণ ক্যানভাসের সাথে (০২ সেপ্টেম্বর শুক্রবার) এটা  "ক্যানভাস ট্রাভেল" এর অফিসিয়াল ইভেন্ট।...
16/08/2022

ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল ভ্রমণ ক্যানভাসের সাথে (০২ সেপ্টেম্বর শুক্রবার)

এটা "ক্যানভাস ট্রাভেল" এর অফিসিয়াল ইভেন্ট।আমরা "ক্যানভাস ট্রাভেল" এবারের ডে ট্যুর এ যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ সাদপাথর ও রাতারগুল ভ্রমণে।এটি একটি রিলাক্স ট্রিপ।চাইলে যে কেউ যেতে পারবেন।আর সবাই নিজ দায়িত্ব নিয়ে ইভেন্ট শেয়ার করবেন যাতে আপনার পরিচিত বন্ধু, পরিবারের সদস্য সবাই ইভেন্ট দেখতে পারে এবং ঘুরার সুযোগ পায়।

✅ইভেন্ট_ফিঃ জনপ্রতি ২,৯০০/= টাকা
✅বুকিংয়ের জন্য ১৫৩০/- টাকা বিকাশ করে আসন কনফার্ম করতে হবে।(মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়)
➡️কামরুল- 01627445194 ( বিকাশ পারসোনাল)
এই নাম্বার এ বিকাশ করলে হবে।

✅যা_যা_ঘুরে_দেখবোঃ
➡️ভোলাগঞ্জ সাদাপাথর
➡️রাতারগুল সোয়াম ফরেষ্ট
➡️মালিনীছড়া চা বাগান
➡️শাহজালাল মাজার

ইভেন্ট লিং https://fb.me/e/5CObwqqo8

ক্যানভাস টিম অাবারো যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে২৫ শে অাগষ্ট রাতে রওনা দিচ্ছিচন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাস...
14/08/2022

ক্যানভাস টিম অাবারো যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে
২৫ শে অাগষ্ট রাতে রওনা দিচ্ছি

চন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাসের সাথে

যাত্রার সময়ঃ ২৫শে অাগষ্ট বৃহস্পতিবার রাত ১১ টা টিটিপাড়া থেকে
ফেরার সময়ঃ ২৬শে অাগষ্ট শুক্রবার রাত ১২টার মধ্যেই ঢাকায় থাকবো।

ইভেন্ট ফি : ১৮০০/=
বুকিং মানিঃ ১০২০/- টাকা ( বাকি টাকা ইভেন্টের দিন দিতে হবে)

বুকিং মানি অফেরতযোগ্য*
বুকিং করার শেষ তারিখ ২২ শে অাগষ্ট (পরবর্তী তে কোন বুকিং নেয়া হবে না)

ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন:

Kamrul Islam Shiblu- 01627445194 (bkash)

Chaera Akter Sumi- 01863655704 (bkash)

✅আগে বুকিং আগে সিট।
★★ মৌখিক কোন কনফারমেশন গ্রহনযোগ্য নয়।
যারা যেতে চান দ্রুত বুকিং কর্ণফাম করুণ

চন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাসের সাথেযাত্রার সময়ঃ  ২৫শে অাগষ্ট বৃহস্পতিবার  রাত ১১ টা টিটিপাড়া থেকেফের...
14/08/2022

চন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাসের সাথে

যাত্রার সময়ঃ ২৫শে অাগষ্ট বৃহস্পতিবার রাত ১১ টা টিটিপাড়া থেকে
ফেরার সময়ঃ ২৬শে অাগষ্ট শুক্রবার রাত ১২টার মধ্যেই ঢাকায় থাকবো।

ইভেন্ট ফি : ১৮০০/=
বুকিং মানিঃ ১০২০/- টাকা ( বাকি টাকা ইভেন্টের দিন দিতে হবে)

বুকিং মানি অফেরতযোগ্য*
বুকিং করার শেষ তারিখ ২২ শে অাগষ্ট (পরবর্তী তে কোন বুকিং নেয়া হবে না)

ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন:

Kamrul Islam Shiblu- 01627445194 (bkash)

Chaera Akter Sumi- 01863655704 (bkash)

✅আগে বুকিং আগে সিট।
★★ মৌখিক কোন কনফারমেশন গ্রহনযোগ্য নয়।
যারা যেতে চান দ্রুত বুকিং কর্ণফাম করুণ

ছবি: কালেক্টেড

চন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাসের সাথেযাত্রার সময়ঃ  ২৮শে  জুলাই বৃহস্পতিবার  রাত ১১ টা টিটিপাড়া থেকেফের...
21/07/2022

চন্দ্রনাথ পাহাড়+সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণ ক্যানভাসের সাথে
যাত্রার সময়ঃ ২৮শে জুলাই বৃহস্পতিবার রাত ১১ টা টিটিপাড়া থেকে
ফেরার সময়ঃ ২৯শে জুলাই শুক্রবার রাত ১২টার মধ্যেই ঢাকায় থাকবো।

ইভেন্ট ফি : ১৬৫০/=
বুকিং মানিঃ ১০২০/- টাকা ( বাকি টাকা ইভেন্টের দিন দিতে হবে)
বুকিং মানি অফেরতযোগ্য*
বুকিং করার শেষ তারিখ ২৬ শে জুলাই (পরবর্তী তে কোন বুকিং নেয়া হবে না)
ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন:
Kamrul Islam Shiblu 01627445194 (bkash)
Chaera Akter Sumi 01863655704 (bkash)

✅আগে বুকিং আগে সিট।
★★ মৌখিক কনফারমেশন গ্রহনযোগ্য নয়।

রূপসী ঝর্ণা , সীতাকুন্ড ❤
20/06/2022

রূপসী ঝর্ণা , সীতাকুন্ড ❤

✅যাএা শুরু ২ জুন  বৃহস্পতিবার রাত ১১.৩০ টিটি পাড়া থেকে✅যাএা শেষ হবে ৩ জুন  শুক্রবার রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশা...
29/05/2022

✅যাএা শুরু ২ জুন বৃহস্পতিবার রাত ১১.৩০ টিটি পাড়া থেকে
✅যাএা শেষ হবে ৩ জুন শুক্রবার রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

➡️ইভেন্ট ফি ১৬৫০/= ঢাকা থেকে

➡️চট্টগ্রাম থেকে ৯০০/= (সরাসরি এসে জয়েন করতে হবে নয়দুয়ারি বাজার)

➡️বুকি মানি ১০২০/= বিকাশ করে কর্নফাম করতে হবে(অফেরত যোগ্য)

➡️বিকাশ নাম্বার -01627445194

➡️কনফার্ম_করার_শেষ_তারিখঃ সিট ফিলাপ হওয়া পর্যন্ত

➡️ইভেন্ট ভালোভাবে পড়ে তারপর টাকা কনফার্ম করুণ।
✅ বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়
✅গাড়ির সিট বন্টনের ক্ষেত্রে বুকিং মানি অাগে দিলে সামনে সিট পাবে

ইভেন্ট লিং https://fb.me/e/34cyNGJHF

✅যাএা শুরু ২৬ শে মে বৃহস্পতিবার রাত ১১.৩০ টিটি পাড়া থেকে✅যাএা শেষ হবে ২৭ শে মে শুক্রবার রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো ...
22/05/2022

✅যাএা শুরু ২৬ শে মে বৃহস্পতিবার রাত ১১.৩০ টিটি পাড়া থেকে
✅যাএা শেষ হবে ২৭ শে মে শুক্রবার রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

➡️ইভেন্ট ফি ১৬৫০/= ঢাকা থেকে

➡️চট্টগ্রাম থেকে ৯০০/= (সরাসরি এসে জয়েন করতে হবে নয়দুয়ারি বাজার)

➡️বুকি মানি ১০২০/= বিকাশ করে কর্নফাম করতে হবে(অফেরত যোগ্য)

➡️বিকাশ নাম্বার -01627445194

➡️কনফার্ম_করার_শেষ_তারিখঃ সিট ফিলাপ হওয়া পর্যন্ত

➡️ইভেন্ট ভালোভাবে পড়ে তারপর টাকা কনফার্ম করুণ।
✅ বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়
✅গাড়ির সিট বন্টনের ক্ষেত্রে বুকিং মানি অাগে দিলে সামনে সিট পাবে

ইভেন্ট লিং https://fb.me/e/34cyNGJHF

:collected

ঈদের ছুটিতে ক্যানভাস ট্রাভেল যাচ্ছে  নাফাখুম অমিয়াখুম টুরে যারা যেতে চান দ্রুত বুকিং কনফার্ম  করুণযাত্রার তারিখ ০৪ মে রা...
15/04/2022

ঈদের ছুটিতে ক্যানভাস ট্রাভেল যাচ্ছে নাফাখুম অমিয়াখুম টুরে যারা যেতে চান দ্রুত বুকিং কনফার্ম করুণ

যাত্রার তারিখ ০৪ মে রাত ১০.০০টায় সায়দাবাদ /ফকিরাপুল থেকে।
**ফেরার তারিখ ০৮মে সকাল ৬.৩০ টা (ইনশাআল্লাহ ঢাকায় থাকব)

*** ভ্রমণের খরচ ৭৫০০/- টাকা প্রতি জন।
** বুকিং মানি ৩৫০০ টাকা (অফেরতযোগ্য)

#বুকিং এর জন্যঃ
সুমি 01863655704 (bkash)
কামরুল 01627445194 (bkash)
নাম্বারে বিকাশ করুন (বিকাশ চার্জসহ)

ট্রিপ সাইজঃ ১০/১৫ জন।

*ভ্রমণের স্থান সমুহঃ
- আমিয়াখুম
- সাতভাইখুম
- ভেলাখুম
- নাফাখুম
-রেমাক্রি
-বড়পাথর/রাজাপাথর
-তিন্দু

দেবতাখুম ❤️ক্যানভাস ট্রাভেল - Canvas Travel
30/03/2022

দেবতাখুম ❤️
ক্যানভাস ট্রাভেল - Canvas Travel

21/03/2022

হতাম যদি সোনালী ডানার চিল
আকাশের বিন্দু থেকে মেঘ এনে দিতাম তোমার ডানায়...💗

দেশের একমাত্র স্বচ্ছ পানির খাল।💙-লালাখাল,সিলেট।
21/03/2022

দেশের একমাত্র স্বচ্ছ পানির খাল।💙

-লালাখাল,সিলেট।

২৬ মার্চের ছুটিতে সেন্টমার্টিন ভ্রমণ ক্যানভাসের সাথে❤️ট্যুর প্ল্যানঃ★২৪ মার্চ রাত ০৮ টায় ফকিরাপুল থেকে আমরা টেকনাফের উদ...
12/03/2022

২৬ মার্চের ছুটিতে সেন্টমার্টিন ভ্রমণ ক্যানভাসের সাথে❤️

ট্যুর প্ল্যানঃ
★২৪ মার্চ রাত ০৮ টায় ফকিরাপুল থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে ননএসি বাসে করে রওনা করবো।

★২৫ মার্চ সকালে টেকনাফ নেমে নাস্তা সেরে শিপে উঠবো।
★আড়াই থেকে তিন ঘন্টার শিপ জার্নিতে বঙ্গোপসাগর সাগরের অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করবো, আমাদের সঙ্গী হবে শত শত শঙ্খচিল।
★দুপুরের মধ্যে সেন্টমার্টিন পৌঁছে হোটেলে চেক ইন দিয়ে আমরা বীচে নেমে পরবো এবং প্রকৃতির আশ্চর্যজনক সৃষ্টিকে উপভোগ করবো। রাতে থাকবে বিশেষ আকর্ষণ বারবিকিউ , আড্ডা ও ফানুস উড়ানো।

★২৬ মার্চ সকালে উঠে আমরা ছেঁড়াদ্বীপে চলে যাবো। সেখান থেকে ফিরে দুপুরের লাঞ্চ সেরে আমরা ৩টায় শিপে উঠে টেকনাফের উদ্দেশ্যে রওনা করব।
★রাতের বাসে ঢাকা ফিরবো।

★২৭ মার্চ সকাল ৬টায় ঢাকা থাকবো।

প্যাকেজঃ জনপ্রতি খরচ পরবে ৫৯৯৯/- টাকা। কাপল খরচ ১৪০০০/- টাকা। (কাপল রুম দেয়া সাপেক্ষে)
কমপক্ষে ৩০০০ টাকা দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশে দিলে ৩০৬০ টাকা দিতে হবে)
★বুকিং মানি ফেরতযোগ্য নয়।

পারসনাল বিকাশঃ 01863655704

এই টাকায় যা যা থাকছেঃ
★রওনা হবার পর সকল ধরনের বাস, শিপ এবং ট্রলার
★০২ দিনে ০৩বেলা করে মোট ০৩ বেলা খাবার।(বারবিকিউ সহ)
★সেন্টমার্টিন এ একরাত থাকা
★ছেঁড়াদ্বীপ যাওয়ার বোট খরচ।

যা যা সাথে নিতে হবেঃ
★পারসনাল লাইফ জ্যাকেট থাকলে নিয়ে নিতে পারেন।
★রোদের কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং ছাতা নেয়া আবশ্যক।

বিঃদ্রঃ সমুদ্রে, বীচে বা মূলদ্বীপে আমরা কোনো ধরনের ময়লা ফেলে আসবো না। সব ময়লা নিজের ব্যাগে জমিয়ে রাখবো। এরপর টেকনাফ এসে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। আর সম্ভব হলে দ্বীপ থেকেও সামনে যেসব ময়লা-আর্বজনা অর্থাৎ চিপস, চকলেটের প্যাকেট, ড্রিঙ্কসের বোতল পাবো সেসব কুড়িয়ে নিয়ে আসবো।
★কোন ধরনের প্রবাল নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ।

হ্যাপী ট্রাভেলিং।❤️👣

বিস্তারিত ইভেন্ট লিংক- https://fb.me/e/2fjxoJW79

সোনাইছড়ী ও মহামায়া লেক ভ্রমণ ক্যানভাসের সাথে ❤️১০ মার্চ (বৃহস্পতিবার): ঢাকার টিটিপাড়া বাসস্ট্যান্ড থেকে ননএসি বাসে রা...
03/03/2022

সোনাইছড়ী ও মহামায়া লেক ভ্রমণ ক্যানভাসের সাথে ❤️

১০ মার্চ (বৃহস্পতিবার): ঢাকার টিটিপাড়া বাসস্ট্যান্ড থেকে ননএসি বাসে রাত ১১ টাই রওনা হবো।

১১ মার্চ (শুক্রবার): খুব ভোরে পৌঁছে সকালের নাস্তা করে প্রথমে সোনাইছড়ী ট্রেইল শেষ করবো। এরপর দুপুরের খাবার খেয়ে মহামায়া লেকের উদ্দ্যেশে রওনা হবো। বিকেল ৫ টার মধ্যে মহামায়া লেকে ঘুরে(কেউ চাইলে নিজ খরচে কায়াকিং করতে পারবেন) ঢাকার উদ্দ্যেশে হবো। রাত ১১ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

ইভেন্ট ফি - ১৬০০/- টাকা(ঢাকা থেকে)
চট্টগ্রাম/অন্য কোথাও থেকে কেউ যেতে চাইলে সরাসরি হাদি ফকিরহাট চলে আসতে হবে, ইভেন্ট ফি- ৯০০/-
বুকিং মানি - ১০২০/-টাকা (বিকাশ খরচসহ)
বিকাশ নাম্বার - 01863655704(পারসোনাল)

এই ফি'র ভিতর যা যা থাকছেঃ
১. ঢাকা টু সীতাকুন্ড, সীতাকুন্ড টু ঢাকা বাস ভাড়া।
২.সকল লোকাল ট্রান্সপোর্ট ফি।
৩.সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ ও বিকেলের নাস্তা ।
৪. মহামায়া লেকে এন্ট্রি ফি।

যা থাকছে নাঃ
১. মহামায়া লেকে কায়াকিং ফি নিজস্ব।
২. আপনার ব্যক্তিগত খরচ।

বিস্তারিত ইভেন্ট লিংক- https://fb.me/e/1wgt5ty2Y

বুকিং এর জন্য ইনবক্স করুন, অথবা কল করুন-
01863655704(সুমি)
01627445194(কামরুল)

লাল সবুজের প্রকৃতি জানান দিচ্ছে, এটাই আমার সোনার বাংলাদেশ 💚❤️ ছবি :- Mahat Hasan 📷
03/03/2022

লাল সবুজের প্রকৃতি জানান দিচ্ছে,
এটাই আমার সোনার বাংলাদেশ 💚❤️

ছবি :- Mahat Hasan 📷

শুভ সকাল 🌻❤️দেবতাখুম, বান্দরবান॥
28/02/2022

শুভ সকাল 🌻❤️
দেবতাখুম, বান্দরবান॥

ক্যানভাস ট্রাভেল শিমুল বাগানের একটি ডে ট্যুরের আয়োজন করতে যাচ্ছে আগামী ১১ ফ্রেব্রুয়ারি।যাত্রা শুরু: ১০ ফেব্রুয়ারি, ২০২২;...
02/02/2022

ক্যানভাস ট্রাভেল শিমুল বাগানের একটি ডে ট্যুরের আয়োজন করতে যাচ্ছে আগামী ১১ ফ্রেব্রুয়ারি।

যাত্রা শুরু: ১০ ফেব্রুয়ারি, ২০২২; রাত ১০টা
যাত্রা শেষ: ১২ ফেব্রুয়ারি, ২০২২; সকাল ৬টা

➡️প্যাকেজ:
➡️ঢাকা থেকে জনপ্রতি খরচ পড়বে ৩০০০/-
✅ কমপক্ষে ১৫০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ,অথবা নগদে দিলে ১৫৩০/- দিতে হবে)
✅বুকিং মানি ফেরতযোগ্য নয়
পার্সনাল বিকাশ: 01627445194
নগদ: 01811136682

➡️যা যা দেখবো:
✅ শিমুল বাগান
✅শহীদ সিরাজ লেক
✅বারিক্কা টিলা
✅ যাদুকাটা নদী
✅লাকমাছড়া

ছবি: Kamrul Islam Shiblu

ক্যানভাস টিম যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটে নিঝুম দ্বীপ ক্যাম্পিং ট্যুরে  ইভেন্ট লিং : https://fb.me/e/21yq6P4a9যাত্রা শুরু...
21/12/2021

ক্যানভাস টিম যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটে নিঝুম দ্বীপ ক্যাম্পিং ট্যুরে

ইভেন্ট লিং : https://fb.me/e/21yq6P4a9

যাত্রা শুরু: ৩০ ডিসেম্বর, ২০২১; বিকেল ৫.০০টা
যাত্রা শেষ: ০৩ জানুয়ারি , ২০২২; ভোর ৬.০০টা

✅জনপ্রতি খরচ পরবে ৪৯৯৯/- (লঞ্চে যাওয়া আসা ডেকে)
✅কেউ যাদি লঞ্চে কেবিন নিতে চান তাহলে নিজ খরচে নিতে পারবেন। তবে আগে থেকে জানাতে হবে অবশ্যই।
✅ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ কিংবা নগদ এ দিলে ৩০৬০/- দিতে হবে)

✅ বুকিং মানি ফেরতযোগ্য নয়।
➡️পারসনাল বিকাশ: 01627445194
➡️নগদ: 01811136682

✅ট্যুর সংক্রান্ত কোন কিছু জানার থাকলে সরাসরি কল করতে পারেন
Kamrul islam shiblu- 01627445194
Chaera akter sumi- inbox

ছবি: কালেক্টেড

 #ক্যানভাস ট্রাভেল এর পক্ষ থেকে সবাইকে...       #মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার মাস বিজয় দিবস...
30/11/2021

#ক্যানভাস ট্রাভেল এর পক্ষ থেকে সবাইকে...
#মহান বিজয় দিবসের শুভেচ্ছা

স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার মাস
বিজয় দিবস যখনই ফিরে আসে
তখনই বাঙালি জাতি
সংগ্রামী জীবনের প্রেরণা পায়,

টেকনাফ বিচ🌊⛵কক্সবাজার ।
26/11/2021

টেকনাফ বিচ🌊⛵
কক্সবাজার ।

যাচ্ছি.... যোগী হাফাং এবং জোতলাং সামিটে...১৬,১৭,১৮,১৯ শে ডিসেম্বর থাকবো নেটওয়ার্কের বাহিরে...ঘুমাবো জুম ঘরে, অথবা দলিয়ান...
25/11/2021

যাচ্ছি.... যোগী হাফাং এবং জোতলাং সামিটে...১৬,১৭,১৮,১৯ শে ডিসেম্বর

থাকবো নেটওয়ার্কের বাহিরে...

ঘুমাবো জুম ঘরে, অথবা দলিয়ান পাড়ায় অাদিবাসিদের ঘরে

খাবো বিন্নি চালের ভাত

ভরা পূর্নিমা উপভোগ করব গান অার অাড্ডা দিয়ে দলিয়ান পাড়ায়,
আরও অনেক কিছু........

ইভেন্ট লিং: https://fb.me/e/2B8HKJcgV

যারা এডভেঞ্জার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে যোগী হাফাং, এবং জোতলাং ,  অামরা ক্যানভাস টিম যাচ্ছি বিজয় দিবসের ছুটিতে ...
24/11/2021

যারা এডভেঞ্জার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে যোগী হাফাং, এবং জোতলাং , অামরা ক্যানভাস টিম যাচ্ছি বিজয় দিবসের ছুটিতে ১৬,১৭,১৮,১৯শে ডিসেম্বর

যারা অাগে ট্রেকিং ট্যুরে করেছেন শুধু মাএ তারাই কর্ণফাম করুন, কারণ ১০/১২ ঘণ্টা হাটতে হবে যোগী, জোতলাং, সামিট এর দিন,

যাএা সময়: ১৫ ই ডিসেম্বর ২০২১(বুধবার) রাত ১০.৩০ সায়দাবাদ / ফকিরাপুল থেকে, রওনা দিব

ফেরা ১৯ শে ডিসেম্বর ২০২১(রবিবার) রাতে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিব

২০শে ডিসেম্বর (সোমবার) খুব সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

ইভেন্ট ফি ঢাকা থেকে- ৭৯০০/=

বান্দরবান থেকে ফি -৬৫০০/=

কনর্ফাম করার পদ্ধতি ৩৫৭০/= টাকা বিকাশ করে কনর্ফাম করতে হবে

kamrul islam shiblu 01627445194 ( bkash)

chaera akter sumi (inbox)

ইভেন্ট লিং: https://fb.me/e/1dFUkKZRp

pic Taslima Bably apu

দীঘাপতিয়া জমিদার বাড়ি, নাটোর, রাজশাহী
23/11/2021

দীঘাপতিয়া জমিদার বাড়ি, নাটোর, রাজশাহী

জমিদার বাড়ি, নন্দীরহাট, চট্টগ্রাম।জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও পরিচালক সত্য সাহা এই জমিদা...
22/11/2021

জমিদার বাড়ি, নন্দীরহাট, চট্টগ্রাম।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও পরিচালক সত্য সাহা এই জমিদারবাড়ির সন্তান।
এই জমিদারি বংশে সত্য সাহার জন্ম হয় ১৯৩৪ সালে।

জমিদার লক্ষীচরণ সাহার এই বাড়িটি নির্মাণ হয় ১৮৯০ সালে।উনি এবং উনার অপর ২ ভাই মিলে ওই এলাকায় জমিদারি সূচনা করেন।
এরপর জমিদারি প্রথা বিলুপ্তি ঘটলে এই জমিদারির পতন ঘটে।
সেসময় জমিদারি বংশের লোকেরা বিলাসী জীবন-যাপন করতেন।বাহিরে কোথাও যাওয়া, ঘুরাঘুরির ক্ষেত্রে উনারা ঘোড়ার গাড়ি এবং সু-সজ্জিত পালকি ব্যবহার করতেন।

ওই এলাকায় বর্তমানে এটি সত্য সাহার বাড়ি নামে পরিচিত । বিশাল এলাকা জুড়ে এই জমিদারবাড়ি।
এখানে সত্য সাহার বাড়িটি ছাড়াও আছে পূজার মন্ডপ, শান বাঁধানো পুকুর ঘাট। পুকুর পাড়ে আছে উনাদের পারিবারিক শ্মশান।

১৯৭৫ সালের মাঝমাঝিতে সত্য সাহা উনার প্রযোজনায় বাংলা ছবি ' অশিক্ষিত' নির্মাণ করেন - যার শ্যুটিং হয় এই জমিদারবাড়িতে এবং টানা ১৮ দিন এর শ্যুটিং চলে ।

ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন বাহী এই জমিদার বাড়ি টি অযত্নে, অবহেলায়, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের মুখে।

নন্দীরহাট বাজারে মূল রাস্তার পূর্ব পাশে হিন্দুদের শ্রী শ্রী নিস্তারিনী কালীমন্দির অবস্থিত।
এই জমিদারবাড়ি টি দর্শনের পর হিন্দু ধর্মাবলম্বী রা সেখানে যেতে পারেন।

যেভাবে যাবেন-
চট্টগ্রামের অক্সিজেন হতে লোকাল সিএনজি ( ভাড়া-২০ টাকা) ও লোকাল বাসে( ভাড়া ৮-১০ টাকা) করে যাবেন নন্দীরহাট বাজার।বাজারে নেমে বামদিক/ পশ্চিমে একটি রাস্তা দেখতে পাবেন যেটি ধরে ১০ মিনিট হাঁটলেই রাস্তার ডানপাশে এই জমিদারবাড়ি টি চোখে পরবে।

অপূর্ব সেন্টমার্টিন 😍🇧🇩📷Mortuza Rahim
13/11/2021

অপূর্ব সেন্টমার্টিন 😍🇧🇩

📷Mortuza Rahim

যারা এডভেঞ্জার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে যোগী হাফাং, এবং জোতলাং ,  অামরা ক্যানভাস টিম যাচ্ছি বিজয় দিবসের ছুটিতে ...
11/11/2021

যারা এডভেঞ্জার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে যোগী হাফাং, এবং জোতলাং , অামরা ক্যানভাস টিম যাচ্ছি বিজয় দিবসের ছুটিতে ১৬,১৭,১৮,১৯শে ডিসেম্বর

যারা অাগে ট্রেকিং ট্যুরে করেছেন শুধু মাএ তারাই কর্ণফাম করুন, কারণ ১০/১২ ঘণ্টা হাটতে হবে যোগী, জোতলাং, সামিট এর দিন,

যাএা সময়: ১৫ ই ডিসেম্বর ২০২১(বুধবার) রাত ১০.৩০ সায়দাবাদ / ফকিরাপুল থেকে, রওনা দিব

ফেরা ১৯ শে ডিসেম্বর ২০২১(রবিবার) রাতে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিব

২০শে ডিসেম্বর (সোমবার) খুব সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

ইভেন্ট ফি ঢাকা থেকে- ৭৯০০/=

বান্দরবান থেকে ফি -৬৫০০/=

কনর্ফাম করার পদ্ধতি ৩৫৭০/= টাকা বিকাশ করে কনর্ফাম করতে হবে

kamrul islam shiblu 01627445194 ( bkash)

chaera akter sumi (inbox)

ইভেন্ট লিং: https://fb.me/e/1dFUkKZRp

হালের ক্রেজ দেবতাখুম ভ্রমণ  ক্যানভােসের সাথে যাএা ১৮ নভেম্বর রাত ১০.৩০ সায়দাবাদ / ফকিরাপুল  থেকেফেরা ১৯ নভেম্বর শুক্রবার...
04/11/2021

হালের ক্রেজ দেবতাখুম ভ্রমণ ক্যানভােসের সাথে

যাএা ১৮ নভেম্বর রাত ১০.৩০ সায়দাবাদ / ফকিরাপুল থেকে
ফেরা ১৯ নভেম্বর শুক্রবার সারা দিন ঘুরে রাত ১০ টায় বান্দরবান থেকে বাসে উঠবো,
২০ নভেম্বর খুব ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

ইভেন্ট ফি ৩০০০/=

বুকিং ১৫৩০/= বিকাশ করতে হবে

বিকাশ -01627445194
নগদ-01811136682

ইভেন্ট লিং: https://fb.me/e/16NWs1BgE

বুকিং অনুয়াই বাসের সিট পাবেন, অাগে বুকিং মানে সামনে সিট, সো যাদের সামনে সিট লাগবে তারা বুকিং কনর্ফাম করুন....

হাতিমুড়া/স্বর্গের সিঁড়ি ভ্রমণ ক্যানভাসের সাথে (০৫ নভেম্বর)যাএা ৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.৩০ সায়দাবাদ থেকে,  ফেরা ৫ ...
26/10/2021

হাতিমুড়া/স্বর্গের সিঁড়ি ভ্রমণ ক্যানভাসের সাথে (০৫ নভেম্বর)

যাএা ৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.৩০ সায়দাবাদ থেকে, ফেরা ৫ নভেম্বর শুক্রবার রাত ১০ টায় খাগড়াছড়ি থেকে
৬ তারিখ সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

ইভেন্ট ফি ২৬০০/=

বুকিং মানি ১৫৩০/= টাকা বিকাশ করতে হবে
01627445194( বিকাশ)
01811136682 (নগদ)

ইভেন্ট লিং : https://fb.me/e/1OkMfPuo2

হাতিমুড়া/স্বর্গের সিঁড়ি ভ্রমণ ক্যানভাসের সাথে (০৫ নভেম্বর)যাএা ৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.৩০ সায়দাবাদ থেকে,  ফেরা ৫ ...
21/10/2021

হাতিমুড়া/স্বর্গের সিঁড়ি ভ্রমণ ক্যানভাসের সাথে (০৫ নভেম্বর)

যাএা ৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.৩০ সায়দাবাদ থেকে, ফেরা ৫ নভেম্বর শুক্রবার রাত ১০ টায় খাগড়াছড়ি থেকে
৬ তারিখ সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

ইভেন্ট ফি ২৬০০/=

বুকিং মানি ১৫৩০/= টাকা বিকাশ করতে হবে
01627445194( বিকাশ)
01811136682 (নগদ)

বুকিং অনুযায়ী বাসের সিট বন্টন করা হবে

ইভেন্ট লিং : https://fb.me/e/1OkMfPuo2

বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ক্যানভাসের সাথে (২৮ অক্টোবর) 😍❤️🍀যাত্রা শুরু: ২৮ অক্টোবর, ২০২১ রাত ১০:৩০ মিনিটযাত্রা শেষ: ০১ নভ...
18/10/2021

বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ক্যানভাসের সাথে (২৮ অক্টোবর) 😍❤️🍀

যাত্রা শুরু: ২৮ অক্টোবর, ২০২১ রাত ১০:৩০ মিনিট
যাত্রা শেষ: ০১ নভেম্বর, ২০২১ সকাল ৬:০০ মিনিট

টিম সাইজ: ১৩/২৬ জন

ইভেন্ট লিং : https://fb.me/e/1RozJbBKC

যা যা দেখবো:
★ বগালেক
★ চিংড়ি ঝর্ণা
★ লুংথুং যাত্রীছাউনি
★ দার্জিলিং পাড়া
★ কেওক্রাডং
ইভেন্ট ফি:
★ জনপ্রতি ৬৫০০/-(ঢাকা থেকে)
★ জনপ্রতি ৫৫০০/- (চট্টগ্রাম থেকে)
★ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ কিংবা নগদে দিলে ৩০৬০/- টাকা দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়।

পারসোনাল বিকাশ:
01863655704(সুমি)
01627445194 (কামরুল)

বুকিং এর শেষ সময় আসন ফাকা থাকা পর্যন্ত। সীট ফিলআপ হলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো।

12/10/2021

বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ক্যানভাসের সাথে (২৮ অক্টোবর) 😍❤️🍀

যাত্রা শুরু: ২৮ অক্টোবর, ২০২১ রাত ১০:৩০ মিনিট
যাত্রা শেষ: ০১ নভেম্বর, ২০২১ সকাল ৬:০০ মিনিট

টিম সাইজ: ১৩/২৬ জন
ইভেন্ট লিং : https://facebook.com/events/s/
যা যা দেখবো:
★ বগালেক
★ চিংড়ি ঝর্ণা
★ লুংথুং যাত্রীছাউনি
★ দার্জিলিং পাড়া
★ কেওক্রাডং

ট্যুর প্ল্যান:
দিন-০০:
★ ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ঢাকা থেকে ননএসি বাসে করে বান্দরবান রওনা করবো।

দিন-০১:
★ ২৯ অক্টোবর(শুক্রবার) সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চান্দের গাড়িতে করে চলে যাবো বগালেক। মাঝখানে রুমাবাজারে আর্মির চেকপোস্টে চেক ইন করবো।
★ বগালেক পৌঁছে বাকিটা ফ্রেশ হয়ে আগে লাঞ্চ সেরে নিবো। বাকি সময়টা লেকের অকৃত্রিম সৌন্দর্য অবলোকন করে কাটাবো। বগালেকে সবাই মিলে গোসল করবো। তবে বগালেকে সাঁতার কাটা একদম নিষেধ। তাই সাঁতার কাটা থেকে সবাই বিরত থাকবো অবশ্যই।
★ রাতে হবে বগালেক জম্পেশ আড্ডা। তারপর ঘুমিয়ে যাবো। কারণ ভোরে উঠে ট্রেকিং শুরু করতে হবে।

দিন-০২:
★ ৩০ অক্টোবর (শনিবার) খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করেই আমরা কেওক্রাডংয়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো।
★ প্রায় ৩-৪ ঘন্টা ট্রেকিং করে পৌঁছাবো কেওক্রাডং-এর চূড়ায়। এরমধ্যেই ঘুরে দেখবো চিংড়ি ঝর্ণা। তারপর ঘুরে দেখবো বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্নগ্রাম দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়াতেই আইরিন দিদির হাতের বিখ্যাত রান্না দিয়ে লাঞ্চ করবো।
★ তারপর কেওক্রাডংয়ের চূড়ায় উঠে মেঘের আনাগোনা গুনতে-গুনতে আর মেঘ ছুঁতে-ছুঁতে বাকি সময়টা পার করবো।
★ আমাদের কটেজ নেয়া হবে একদম চূড়ার দিকে। তাই রাতটাও জমে যাবে বেশ। কেওক্রাডংয়ের চূড়ায় রাতে প্রচণ্ড শীত পড়ে। শীতটাও উপভোগ করা যাবে।

দিন-০৩:
★ ৩১ অক্টোবর (রবিবার) ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে দ্রুত বগালেকের উদ্দেশ্যে ট্রেক শুরু করবো।
★ বগালেক থেকে চান্দের গাড়িতে করে কমলাবাজার হয়ে আমরা চলে আসবো রুমাবাজার হয়ে বান্দরবান শহরে।
★ সন্ধ্যায় বান্দরবান ফিরে বার্মিজ মার্কেটে চাইলে কেনাকানা করতে পারবেন তারপর ডিনার সেরে নিবো।
★ রাতের ননএসি বাসে ঢাকা রওনা দিবো।

দিন-০০:
★ ০১ নভেম্বর (সোমবার)ভোরে সবাই ঢাকায় থাকবো ইন শা আল্লাহ্।

ইভেন্ট ফি:
★ জনপ্রতি ৬৫০০/-(ঢাকা থেকে)
★ জনপ্রতি ৫৫০০/- (চট্টগ্রাম থেকে)
★ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ কিংবা নগদে দিলে ৩০৬০/- টাকা দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়।

পারসোনাল বিকাশ:
01863655704(সুমি)
01627445194 (কামরুল)

বুকিং এর শেষ সময় আসন ফাকা থাকা পর্যন্ত। সীট ফিলআপ হলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো।

এই টাকায় যা যা থাকছে:
★ রওনা করার পর থেকে সকল ধরনের বাস, চান্দের গাড়ি এবং ইন্টার্নাল ট্রান্সপোর্ট খরচ
★ ৩ দিন ০৩ বেলা করে মোট ০৯ বেলা খাবার খরচ।
★ বগালেকে ০১ রাত কটেজ এবং কেওক্রাডং-এ ০১ রাত কটেজ ভাড়া ।
★ তিন দিনের অভিজ্ঞ গাইড

এই টাকায় যা যা থাকছে না:
★ যাওয়ার আসার পথে যাত্রা বিরতিতে কোন খাবার
★ কোন ধরনের ব্যক্তিগত খরচ

যা যা সাথে নিতে হবে:
★ রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম এবং ছাতা
★ পলিথিন, পাওয়ার ব্যাংক
★ ট্রেকিং করার জন্য ভালো গ্রিপের ট্রেকিং স্যান্ডেল। কেডস না নেয়াই ভালো।
★ ছোট টর্চ লাইট
★ ড্রাই ফ্রুটস, স্যালাইন, গ্লুকোজ এবং জরুরি ঔষধপত্র।
★ ট্রেকে পরার জন্য পাতলা জামাকাপড় এবং কেওক্রাডংয়ের চূড়ায় যাওয়ার জন্য ছোট্ট ব্যাকপ্যাক।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
সুমি - 01863655704
কামরুল - 01627445194

বিঃদ্রঃ-১: এই ট্যুরটি হলো ব্যাকপ্যাকিং এবং ট্রেকিং ট্যুর। বগালেকে রিল্যাক্সে কাটালেও কেওক্রাডংয়ে ট্রেকিং করে পৌঁছাতে শারীরিক এবং মানসিক শক্তি থাকা প্রয়োজনীয়।

বিঃদ্রঃ-২: আমাদের গ্রুপের সাথে ট্যুরে যেতে হলে আপনাকে প্রকৃতিকে সম্মান করতে হবে। প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করবো না, কোথাও কোন ময়লা ফেলবো না। পথে কোন প্লাস্টিক বা পলিথিন জাতীয় আবর্জন দেখলে আমরা সাধ্যমতো সংগ্রহ করে নিয়ে আসবো।
হ্যাপি ট্রাভেলিং ❤

বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ক্যানভাসের সাথে (২৮ অক্টোবর) 😍❤️🍀যাত্রা শুরু: ২৮ অক্টোবর, ২০২১ রাত ১০:৩০ মিনিটযাত্রা শেষ: ০১ নভ...
12/10/2021

বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ক্যানভাসের সাথে (২৮ অক্টোবর) 😍❤️🍀

যাত্রা শুরু: ২৮ অক্টোবর, ২০২১ রাত ১০:৩০ মিনিট
যাত্রা শেষ: ০১ নভেম্বর, ২০২১ সকাল ৬:০০ মিনিট

টিম সাইজ: ১৩/২৬ জন

যা যা দেখবো:
★ বগালেক
★ চিংড়ি ঝর্ণা
★ লুংথুং যাত্রীছাউনি
★ দার্জিলিং পাড়া
★ কেওক্রাডং

ট্যুর প্ল্যান:
দিন-০০:
★ ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ঢাকা থেকে ননএসি বাসে করে বান্দরবান রওনা করবো।

দিন-০১:
★ ২৯ অক্টোবর(শুক্রবার) সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চান্দের গাড়িতে করে চলে যাবো বগালেক। মাঝখানে রুমাবাজারে আর্মির চেকপোস্টে চেক ইন করবো।
★ বগালেক পৌঁছে বাকিটা ফ্রেশ হয়ে আগে লাঞ্চ সেরে নিবো। বাকি সময়টা লেকের অকৃত্রিম সৌন্দর্য অবলোকন করে কাটাবো। বগালেকে সবাই মিলে গোসল করবো। তবে বগালেকে সাঁতার কাটা একদম নিষেধ। তাই সাঁতার কাটা থেকে সবাই বিরত থাকবো অবশ্যই।
★ রাতে হবে বগালেক জম্পেশ আড্ডা। তারপর ঘুমিয়ে যাবো। কারণ ভোরে উঠে ট্রেকিং শুরু করতে হবে।

দিন-০২:
★ ৩০ অক্টোবর (শনিবার) খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করেই আমরা কেওক্রাডংয়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো।
★ প্রায় ৩-৪ ঘন্টা ট্রেকিং করে পৌঁছাবো কেওক্রাডং-এর চূড়ায়। এরমধ্যেই ঘুরে দেখবো চিংড়ি ঝর্ণা। তারপর ঘুরে দেখবো বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্নগ্রাম দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়াতেই আইরিন দিদির হাতের বিখ্যাত রান্না দিয়ে লাঞ্চ করবো।
★ তারপর কেওক্রাডংয়ের চূড়ায় উঠে মেঘের আনাগোনা গুনতে-গুনতে আর মেঘ ছুঁতে-ছুঁতে বাকি সময়টা পার করবো।
★ আমাদের কটেজ নেয়া হবে একদম চূড়ার দিকে। তাই রাতটাও জমে যাবে বেশ। কেওক্রাডংয়ের চূড়ায় রাতে প্রচণ্ড শীত পড়ে। শীতটাও উপভোগ করা যাবে।

দিন-০৩:
★ ৩১ অক্টোবর (রবিবার) ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে দ্রুত বগালেকের উদ্দেশ্যে ট্রেক শুরু করবো।
★ বগালেক থেকে চান্দের গাড়িতে করে কমলাবাজার হয়ে আমরা চলে আসবো রুমাবাজার হয়ে বান্দরবান শহরে।
★ সন্ধ্যায় বান্দরবান ফিরে বার্মিজ মার্কেটে চাইলে কেনাকানা করতে পারবেন তারপর ডিনার সেরে নিবো।
★ রাতের ননএসি বাসে ঢাকা রওনা দিবো।

দিন-০০:
★ ০১ নভেম্বর (সোমবার)ভোরে সবাই ঢাকায় থাকবো ইন শা আল্লাহ্।

ইভেন্ট ফি:
★ জনপ্রতি ৬৫০০/-(ঢাকা থেকে)
★ জনপ্রতি ৫৫০০/- (চট্টগ্রাম থেকে)
★ কমপক্ষে ৩০০০/- দিয়ে সিট বুক করতে হবে। (বিকাশ কিংবা নগদে দিলে ৩০৬০/- টাকা দিতে হবে)
★ বুকিং মানি ফেরতযোগ্য নয়।

পারসোনাল বিকাশ:
01863655704(সুমি)
নগদ: 01890876122

বুকিং এর শেষ সময় আসন ফাকা থাকা পর্যন্ত। সীট ফিলআপ হলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো।

এই টাকায় যা যা থাকছে:
★ রওনা করার পর থেকে সকল ধরনের বাস, চান্দের গাড়ি এবং ইন্টার্নাল ট্রান্সপোর্ট খরচ
★ ৩ দিন ০৩ বেলা করে মোট ০৯ বেলা খাবার খরচ।
★ বগালেকে ০১ রাত কটেজ এবং কেওক্রাডং-এ ০১ রাত কটেজ ভাড়া ।
★ তিন দিনের অভিজ্ঞ গাইড

এই টাকায় যা যা থাকছে না:
★ যাওয়ার আসার পথে যাত্রা বিরতিতে কোন খাবার
★ কোন ধরনের ব্যক্তিগত খরচ

যা যা সাথে নিতে হবে:
★ রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম এবং ছাতা
★ পলিথিন, পাওয়ার ব্যাংক
★ ট্রেকিং করার জন্য ভালো গ্রিপের ট্রেকিং স্যান্ডেল। কেডস না নেয়াই ভালো।
★ ছোট টর্চ লাইট
★ ড্রাই ফ্রুটস, স্যালাইন, গ্লুকোজ এবং জরুরি ঔষধপত্র।
★ ট্রেকে পরার জন্য পাতলা জামাকাপড় এবং কেওক্রাডংয়ের চূড়ায় যাওয়ার জন্য ছোট্ট ব্যাকপ্যাক।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
সুমি - 01863655704
কামরুল - 01627445194

বিঃদ্রঃ-১: এই ট্যুরটি হলো ব্যাকপ্যাকিং এবং ট্রেকিং ট্যুর। বগালেকে রিল্যাক্সে কাটালেও কেওক্রাডংয়ে ট্রেকিং করে পৌঁছাতে শারীরিক এবং মানসিক শক্তি থাকা প্রয়োজনীয়।

বিঃদ্রঃ-২: আমাদের গ্রুপের সাথে ট্যুরে যেতে হলে আপনাকে প্রকৃতিকে সম্মান করতে হবে। প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করবো না, কোথাও কোন ময়লা ফেলবো না। পথে কোন প্লাস্টিক বা পলিথিন জাতীয় আবর্জন দেখলে আমরা সাধ্যমতো সংগ্রহ করে নিয়ে আসবো।
হ্যাপি ট্রাভেলিং ❤

04/10/2021

ইনানী বীচ, কক্সবাজার ❤️💙🌊

Address

Dhaka
DHAKA

Telephone

+8801863655704

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যানভাস ট্রাভেল - Canvas Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like