Dhaka Tourist

Dhaka Tourist Travel for learning
01612360348
(37)

Thailand Medical VISA Requirements===========Basic Documents=========== Six (06) months valid passport with old passpor...
27/08/2024

Thailand Medical VISA Requirements
===========
Basic Documents
===========
 Six (06) months valid passport with old passport if have.
 Personal bank statement of last six (06) months with A/C opening date.
 Transaction must be regular, closing balance minimum 70 thousand taka.
 Bank solvency certificate.
 Visiting card.
 Recent two (02) lab print photo
Note: Lab print photo must, No correction on face, No wear cap or glass, for woman must open the ear.
Photo size 3.5*4.5 cm, Glossy/Matte paper.
 2 valid mobile no, one for applicant and one for reference.
 Medical document in Bangladesh.
 Appointment or invitation from hospital in Thailand.
===========
For Business Person
===========
 Blank page of office pad.
 Renewal trade license with English notary.
 Memorandum for limited company.
===========
For Job Holder
===========
 NOC / Forwarding letter.
 Salary Statement or Salary Certificate with mention gross and basic salary.
 G.O (Government Order) or O.O (Office Order) for Official Passport.
===========
For Student
===========
 Student ID card photo copy.
 Forwarding letter from college or university.
===========
Others
===========
 Birth Certificate (Only for Child & infant).
 Marriage Certificate (For newly married couple).
 For doctor BMDC certificate.
 For advocate BAR council certificate.
===========
VISA Fee
===========
 Per person 5,500/-
===========
For Invitation/Appointment, Hotel Accommodation, Air Ticket, Airport transfer, Sightseeing please contact +8801612360348

আসসালামু আলাইকুমকয়েকদিন বন্ধ থাকার পর পরিস্থিতি বিবেচনায় আজ ০৭ আগস্ট ২০২৪ ঢাকা ট্যুরিস্টের অফিস চালু হয়েছে।ইনশা আল্লাহ আ...
07/08/2024

আসসালামু আলাইকুম

কয়েকদিন বন্ধ থাকার পর পরিস্থিতি বিবেচনায় আজ ০৭ আগস্ট ২০২৪ ঢাকা ট্যুরিস্টের অফিস চালু হয়েছে।

ইনশা আল্লাহ আগামীকাল ৮ আগস্ট থেকে সকল কার্যক্রম শুরু হবে।

পেন্ডিং কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

ঘোষিত ইভেন্টগুলোর নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

আস্থায় থাকুন আস্থায় রাখুন ঢাকা ট্যুরিস্টকে।

জানার জন্য ভ্রমণ, ভ্রমণের জন্য ঢাকা ট্যুরিস্ট।

মোস্তাফিজুর রহমান
প্রধান নির্বাহী
ঢাকা ট্যুরিস্ট
মোবাইল: 01612-360348

প্রত‍্যাশার চেয়েও বেশি কিছু।সারা দেশে গাছ লাগানোর কর্মসূচিতে যুক্ত হচ্ছি আমরাও।Mission Green Bangladeshfacebook.com/miss...
23/06/2024

প্রত‍্যাশার চেয়েও বেশি কিছু।
সারা দেশে গাছ লাগানোর কর্মসূচিতে যুক্ত হচ্ছি আমরাও।

Mission Green Bangladesh
facebook.com/missiongreenbd

পাসপোর্ট হারিয়ে গেলে ভয় পাবেন না।প্রথমত একটা জিডি করুন।এরপর সিএমএম কোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থ...
27/05/2024

পাসপোর্ট হারিয়ে গেলে ভয় পাবেন না।

প্রথমত একটা জিডি করুন।

এরপর সিএমএম কোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এফিডেভিট করতে সহায়তা নিতে পারেন আমাদের।

যোগাযোগ : 01612-360348

কলি হিলসতামিল নাড়ু
24/05/2024

কলি হিলস
তামিল নাড়ু

বানিহাল রেলওয়ে স্টেশন।কাশ্মীর।ছবি: সংগ্রহ।
19/05/2024

বানিহাল রেলওয়ে স্টেশন।
কাশ্মীর।
ছবি: সংগ্রহ।

বিউটিফুল কাশ্মীর।
18/05/2024

বিউটিফুল কাশ্মীর।

আসন্ন ঈদে ভারতে আমাদের ট্যুর প্লান:০১. সিকিম (গ্যাংটক, লাচুং, জিরোপয়েন্ট, ছাঙ্গু লেক): ৬ রাত ৫ দিন, জনপ্রতি ২৮,৫০০ টাকা।...
18/05/2024

আসন্ন ঈদে ভারতে আমাদের ট্যুর প্লান:

০১. সিকিম (গ্যাংটক, লাচুং, জিরোপয়েন্ট, ছাঙ্গু লেক): ৬ রাত ৫ দিন, জনপ্রতি ২৮,৫০০ টাকা। ভ্রমণ শুরু ১৮ জুন।

০২. দার্জিলিং: ৫ রাত ৪ দিন, জনপ্রতি ১৭,৫০০ টাকা। ভ্রমণ শুরু ১৮ জুন।

০৩. শিলং-চেরাপুঞ্জি: ৪ দিন ৪ রাত, জনপ্রতি ১৭,৯৫০ টাকা। ভ্রমণ শুরু ২০ জুন।

০৪. কলকাতা: ৩ দিন ৩ রাত, জনপ্রতি ১৪,৯৫০ টাকা। ভ্রমণ শুরু ০৭ জুন।

০৫. কাশ্মীর (বাই এয়ার): ৭ দিন ৬ রাত, জনপ্রতি ৬২,৫০০ টাকা। ভ্রমণ শুরু ১০ জুন।

বুকিংয়ের জন্য যোগাযোগ: +8801612360348

শুভ জন্মদিন বাংলাদেশ..... 🇧🇩
26/03/2024

শুভ জন্মদিন বাংলাদেশ..... 🇧🇩

29/01/2024

আসসালামু আলাইকুম।

ভারত, থাইল‍্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের যেকোনো দেশে মেডিক্যাল ট‍্যুরিজমের ওয়ানস্টপ সার্ভিসের ঘোষণা আসছে শীঘ্রই।

আমাদের সাথেই থাকুন।

মোস্তাফিজুর রহমান
প্রধান নির্বাহী
ঢাকা ট‍্যুরিস্ট
01612-360348

16/01/2024
কলকাতায় গ্রুপে যেতে চাইলে যোগাযোগ করুন আজই।=========যোগাযোগ: 01612-360348 =========ভ্রমণ তারিখ : ১৬-১৯ নভেম্বর ২০২৩। তিন...
10/11/2023

কলকাতায় গ্রুপে যেতে চাইলে যোগাযোগ করুন আজই।
=========
যোগাযোগ: 01612-360348
=========
ভ্রমণ তারিখ : ১৬-১৯ নভেম্বর ২০২৩। তিন দিন তিন রাত। জনপ্রতি ১২,৫০০ টাকা থেকে শুরু।
=========
ভারত ভ্রমণ করেছেন কিন্তু কলকাতা যাননি এমন মানুষ বেশ কম। প্রায় সবারই বিচিত্র অভিজ্ঞতা কলকাতা ভ্রমণ নিয়ে। বর্ডারের অযাচিত হয়রানি, দীর্ঘ ভ্রমণের পর হোটেল খুঁজে পেতে পেরেশানি, সাইটসিয়িং সব মিলে সিদ্ধান্ত নিতেই সময় চলে যায় প্রচুর।
=========
আমরা আপনাকে দিচ্ছি ঝামেলামুক্ত কলকাতা ভ্রমণের নিশ্চয়তা।
=========
আমাদের অনেকগুলো প্যাকেজ থেকে বেছে নিন আপনারটি। প্যাকেজ শুরু ১২,৫০০ টাকা থেকে।

ভারতে চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে 01612-360348
09/11/2023

ভারতে চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে 01612-360348

সহস্রাধিক ট্রাভেলার দার্জিলিংয়ে আমাদের সেবা গ্রহণ করেছেন। আপনি করছেন কবে?=============দার্জিলিংয়ে আমাদের নেক্সট গ্রুপ ট্...
08/11/2023

সহস্রাধিক ট্রাভেলার দার্জিলিংয়ে আমাদের সেবা গ্রহণ করেছেন। আপনি করছেন কবে?
=============
দার্জিলিংয়ে আমাদের নেক্সট গ্রুপ ট্যুর ৩০ নভেম্বর ২০২৩।
=============
ট্যুরে অন্তর্ভূক্ত থাকছে
=============
ঢাকা-শিলিগুড়ি-ঢাকা এসি বাস টিকেট।
তিন রাত টুইন শেয়ার বেসিস থ্রি-স্টার কোয়ালিটির হোটেল।
সকল ট্রান্সফার।
প্রতিদিন তিন বেলা খাবার।
সকল এন্ট্রি ফি ও পার্কিং চার্জ।
ঢাকা থেকে অভিজ্ঞ গাইড।
=============
যোগাযোগ: 01612-360348

দুবাই-কাতার কম্বো প‍্যাকেজ নিয়ে আসছি শীঘ্রই।
22/10/2023

দুবাই-কাতার কম্বো প‍্যাকেজ নিয়ে আসছি শীঘ্রই।

দ্রুতই কাটবে ভারতের ভিসা সমস্যাবাংলাদেশিদের সময়ক্ষেপণসহ যে সমস্যা হচ্ছে তা শিগগির কেটে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট...
16/10/2023

দ্রুতই কাটবে ভারতের ভিসা সমস্যা

বাংলাদেশিদের সময়ক্ষেপণসহ যে সমস্যা হচ্ছে তা শিগগির কেটে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সোমবার (১৬ অক্টোবর) নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ কথা জানান।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী, যুগ্ম-সচিব (বাংলাদেশ-মিয়ানমার বিভাগ) স্মিতা পান্ত, পরিচালক (বাংলাদেশ-মিয়ানমার বিভাগ) নবনীতা চক্রবর্তী প্রমুখ।

ভিসা পেতে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন জটিলতা সম্পর্কে এক প্রশ্নের স্মিতা পান্ত বলেন, গত বছর ভারত ১৬ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে।

সম্প্রতি ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সাময়িক। শিগগির এটা স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, কিছু প্রক্রিয়াগত কারণে ভিসার ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা ভ্রমণ করলে ভারতই লাভবান হয়।

সুতরাং এ সমস্যা কেটে যাবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসামুক্ত চলাচল চালুর প্রস্তাব সংক্রান্ত আরেক প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তারা এ বিষয়ে অবগত।

নিরাপত্তা, যোগাযোগ এবং উন্নয়ন সহায়তার মতো খাতগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি তুলে ধরে স্মিতা পান্ত বলেন, গত সাত-আট বছর নতুন মাত্রায় এগোচ্ছে। হয়তো কখনো একটু ধীর কখনো দ্রুত গতিতে এগিয়েছে, কিন্তু এগিয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪৬টি প্রকল্প চলমান। এছাড়া ৬৪টি ক্ষুদ্র বিনিয়োগও আছে।

দুই দেশের যোগাযোগ খাতে ভারত বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করেছে এবং করছে উল্লেখ করে তিনি জানান, চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ, ত্রিপুরার সঙ্গে রেল ও নদীপথের যোগাযোগ উল্লেখযোগ্য। সবশেষ দুই বছর উন্নয়ন খাতে ভারত অনেক কাজ করেছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ-ভারতের সম্পর্কের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, ইভেন দ্য স্কাই ইজ নট দ্য লিমিট ইন দিস রিলেশনশিপ (এমনকি আকাশও এই সম্পর্কের সীমারেখা নয়)।

কোভিড-১৯ মহামারিকালেও বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা কার্যক্রম থেমে থাকেনি বলে জানান তিনি। স্মিতা পান্ত তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দেওয়ার পদক্ষেপের কথা উল্লেখ করেন।

এই কর্মকর্তা বলেন, দুই দেশের জনগণের সম্পর্ক কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও কাজ করছে ভারত। ভারতে আসার জন্য এখন ডলার আনার দরকার নেই। টাকা-রুপি কার্ড চালু হয়ে গেলে ভ্রমণকারীরা ক্যাশলেস লেনদেন করতে পারবেন।

তিনি জানান, ভারত এখন নিত্যনতুন উদ্ভাবন, সবুজ জ্বালানি প্রযুক্তি প্রভৃতি দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারত স্কলারশিপ ভবিষ্যতে আরও বাড়াবে বলে জানান স্মিতা পান্ত।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এখন উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ সেখানেও বিনিয়োগ করছে।

সূত্র: বাংলা নিউজ।

Address

180-181, Shahid Sayed Nazrul Islam Saroni (8th Floor) Bijoy Nagar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Tourist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Tourist:

Videos

Share

Category