Fly Comilla Aviation Ltd.

Fly Comilla Aviation Ltd. We provide all travel services for your dream destination.

*DOMESTIC & INTERNATIONAL *✈️ অভ্যন্তরীণ রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে মেসেজ করুন ✈️✅ঢাকা ⇌ চট্রগ্রাম ✅ঢাকা ⇌ ...
11/11/2024

*DOMESTIC & INTERNATIONAL *
✈️ অভ্যন্তরীণ রুটের বিমান টিকিট সর্বনিম্ন মূল্যে পেতে মেসেজ করুন ✈️
✅ঢাকা ⇌ চট্রগ্রাম
✅ঢাকা ⇌ কক্সবাজার
✅ঢাকা ⇌ সিলেট
✅ঢাকা ⇌ যশোর
✅ঢাকা ⇌ রাজশাহী
✅ঢাকা ⇌ সৈয়দপুর
✅ঢাকা ⇌ বরিশাল
✅ঢাকা ⇌ কোলকাতা
✅ঢাকা ⇌ চেন্নাই
✅ঢাকা ⇌ দিল্লী
✅ঢাকা ⇌ দুবাই
✅ঢাকা ⇌ সারজা
✅ঢাকা ⇌ আবুদাবি
✅ঢাকা ⇌ রিয়াদ
✅ঢাকা ⇌ জেদ্দা
✅ঢাকা ⇌ দাম্মাম
✅ঢাকা ⇌ ওমান
✅ঢাকা ⇌ কাতার
✅ঢাকা ⇌ কুয়েত
✅ঢাকা ⇌ মালয়েশিয়া
✅ঢাকা ⇌ ইন্দোনেশিয়া
✅ঢাকা ⇌ বাহরাইন
✅ঢাকা ⇌ মালদ্বিপ
✅ঢাকা ⇌ নেপাল
✅ঢাকা ⇌ শ্রীলঙ্কা
✅ঢাকা ⇌ থাইল্যন্ড
✅ঢাকা ⇌ সিঙ্গাপুর
✅ঢাকা ⇌ দক্ষিণ কোরিয়া
✅ঢাকা ⇌ লন্ডন
✅ঢাকা ⇌ অস্টেলিয়া
✅ঢাকা ⇌ কানাডা
✅ঢাকা ⇌ নিউইয়র্ক
✅ঢাকা ⇌ জাপান
✅ঢাকা ⇌ জার্মানি
✅ঢাকা ⇌ ফান্স
✅ঢাকা ⇌ রোমানিয়া
✅ঢাকা ⇌ হাঙ্গেরি
✅ঢাকা ⇌ ক্রোয়েশিয়া

➡️ এছাড়াও যেকোনো সময় যেকোনো দেশের বিমান টিকেট সাশ্রয়ী মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ।

Contact : 01325062979
: 01325062980

লোকেশন: ৩/৮ মায়াকানন, নয়াপল্টনে, (ফকিরাপুল পানির ট্যাংকের বিপরীতে)

11/11/2024

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু হলো " প্রবাসী লাউঞ্জ"🇧🇩

06/11/2024
Alert🚨
05/11/2024

Alert🚨

ভারত - বিশ্বের এক অনন্য সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ🇮🇳ভারত এমন একটি গন্তব্য যেখানে মিলেমিশে আছে প্রাচীন ইতিহাস, বৈচিত্র্যময় ...
04/11/2024

ভারত - বিশ্বের এক অনন্য সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ🇮🇳

ভারত এমন একটি গন্তব্য যেখানে মিলেমিশে আছে প্রাচীন ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য।। ভারতে ৩৩টিও অধিক আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে। বিভিন্ন কারণে মানুষ ভারত যেয়ে থাকে। কেউ যায় ভ্রমন করতে কেউ বা চিকিৎসা নিতে যে যেখানেই যাক না কেন আমরা আমরা সকল রাজ্যের টিকেট খুবই কম খরচে বুকিং করে থাকি🗺️🏔️

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ:

1. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)

2. ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বাই)

3. কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (বেঙ্গালুরু)

4. চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর

5. নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা)

6. শ্রী গুরু রাম দাসজি আন্তর্জাতিক বিমানবন্দর (অমৃতসর)

7. সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (আহমেদাবাদ)

8. ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর (তিরুবনন্তপুরম)

9. রজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (হায়দ্রাবাদ)

10. গয়া আন্তর্জাতিক বিমানবন্দর

11. ভুবনেশ্বর বিমানবন্দর (ভুবনেশ্বর)

12. বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দর (রাঁচি)

13. বাঘডোগরা বিমানবন্দর (শিলিগুড়ি)

14. দিব্রুগড় মোহনবাড়ি বিমানবন্দর (দিব্রুগড়)

15. লোখনৌ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর

16. দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর (ইন্দোর)

17. কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (কেরালা)

18. বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর (অন্ধ্রপ্রদেশ)

19. পুনে আন্তর্জাতিক বিমানবন্দর

20. দাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দর (গোয়া)

🌍পৃথিবীর যে কোন দেশের এয়ার টিকেট বুকিং করা হয়।

আপনার টিকেট এখনই বুকিং করুন এবং ভারতের সৌন্দর্য এবং ঐতিহ্যকে নিজের চোখে উপভোগ করুন।

🏤লোকেশন: ৩/৮ মায়া কানন, নয়াপল্টন, ঢাকা-১০০০ ( ফকিরাপুল পানির টাংকির বিপরীতে)
📞ফোন: 01325067979

৩ নভেম্বর ঢাকার রানওয়ে স্পর্শ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স।
02/11/2024

৩ নভেম্বর ঢাকার রানওয়ে স্পর্শ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স।

18/07/2024

🚫বিদেশগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা🚫: ঢাকার প্রবেশপথগুলো প্রায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রেলযোগাযোগ বিচ্ছিন্ন। যাদের সাম্প্রতিক সময়ে ফ্লাইট আছে, তাদের গভীর রাতের দিকে এয়ারপোর্টের আশেপাশে থাকার ব্যবস্থা করে নিরাপদ প্রবাস যাত্রা নিশ্চিত করার অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আপনার যাত্রা পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।

"আমির তৈমুর লং"উজবেকিস্তানের সমরকন্দে ঘুমিয়ে আছে এক পৈশাচিক দানব। এ অঞ্চলের মানুষের কাছে সে বীর, নাম তৈমুর লং। ৬শ বছর আগ...
09/07/2024

"আমির তৈমুর লং"

উজবেকিস্তানের সমরকন্দে ঘুমিয়ে আছে এক পৈশাচিক দানব। এ অঞ্চলের মানুষের কাছে সে বীর, নাম তৈমুর লং। ৬শ বছর আগে তার তাণ্ডবলীলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীর এক-পঞ্চমাংশ মানুষ মারা যায়। শুধু ভারতবর্ষে এসে মানুষ মারেন এক লাখ। দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধে তিনি আগুন লাগিয়ে দেন নিরীহ উটের পিঠে। কেন? কারণ দিল্লির বাহিনীর ছিল হাতি। তৈমুরের ছিল উট। উটের পিঠে আগুন চাপিয়ে হাতিকে দিশেহারা করেছিলেন তিনি।

তৈমুরের ইতিহাস লোমহর্ষক। একের পর এক তিনি রাজ্য জয় করেছেন। অটোমান সাম্রাজ্যের বায়েজিদকে তিনি পরাস্ত করে খাঁচায় বন্দি করে নিয়ে এসেছিলেন সমরকন্দে। রাজপ্রাসাদের ভোজন রুমের মাঝখানে খাঁচায় বন্দি বায়েজিদ। খাবারের উচ্ছিষ্ট ছুড়ে ফেলা হতো হলঘরের মাঝে খাঁচায় বন্দি বায়েজিদের দিকে। ইতিহাসে বলা আছে, বায়েজিদ খাঁচায় মাথা ঠুকে আত্মহত্যা করেছিলেন।

এমন হাজারো ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতি জানতে ঘোরে আসুন উজবেকিস্থান আর যেকোনো সহযোগিতার জন্যে আমরা আছি আপনার পাশে!!

ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, হোটেল বুকিং সহ যেকোনো সহযোগিতার জন্যে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।

Mobile: 01325062978
01325062981
Email : [email protected]

ভারত ভ্রমন (India Tour)১ম পর্ব - দিল্লি (Delhi)ভারত এতো বিশাল একটা দেশ যে, কিছু জায়গা ঘুরে এসে ভারত দেখে আসছি বলতে একটু ...
28/04/2024

ভারত ভ্রমন (India Tour)

১ম পর্ব - দিল্লি (Delhi)

ভারত এতো বিশাল একটা দেশ যে, কিছু জায়গা ঘুরে এসে ভারত দেখে আসছি বলতে একটু সংকোচ বোধ হচ্ছে। অনেক বৈচিত্র্যময় এক দেশ। এখানে এক এক জায়গার প্রকৃতি আর আবহাওয়া এক এক রকম। এখানে যেমন, মরুভূমি আছে তেমনি বরফ আচ্ছাদিত জায়গা আছে, এক জায়গার ভাষা বাংলা তো অন্য জায়গায় হিন্দি, এ তামিল বলে তো ও পাঞ্জাবি বা মারাঠি। যাই হোক, আমি গত বছর গিয়েছিলাম, দিল্লি, আগ্রা, জয়পুর, চেন্নাই আর কলকাতা। ছিলাম মোট ২১ দিন। আমাদের সবচেয়ে ভাল লেগেছে জয়পুর আর সবচেয়ে খারাপ সময় কেটেছে কলকাতা।ভবিষ্যতে যাবার ইচ্ছে আছে গোয়া, মুম্বাই, লাদাখ, মানালি, কাশ্মির।

'দিল্লিকা লাড্ডু, জো খায়া ও পস্তায়া, জো নাহি খায়া ও ভি পস্তায়া'। আমাদের ভারত যাত্রা শুরু দিল্লিকা লাড্ডুর সেই দিল্লি দিয়ে। আগেই বলে রাখছি, দিল্লিতে লাড্ডু আছে ঠিকই, কিন্তু এই লাড্ডু সেই দিল্লিকা লাড্ডু না, 'বিয়ে করা' কে দিল্লিকা লাড্ডু নাম দেয়া হয়েছে।

ঢাকা থেকে দিল্লি গিয়েছিলাম এয়ার ইন্ডিয়া তে, ভায়া কলকাতা। ফ্লাইট ছিল রাত ৯টা ৩৫ আর কলকাতায় পৌঁছেছে লোকাল সময় রাত ১০ টায়। কলকাতাতেই ইমিগ্রেশন করতে হয়। তারপর আবার চেক ইন করে ঢুকতে হয়। দিল্লি পর্যন্ত প্লেন ভাড়া ওয়ান ওয়ে জনপ্রতি প্রায় ১৩,০০০ টাকা।

কলকাতাতে প্রায় ৭ ঘন্টা ট্রানজিট ছিল। রাতের বেলা বাইরে না এসে আমরা নিচের তালাতেই একটা লম্বা সিটে শুয়ে বসে অনেক কস্টে কাটিয়ে দিল সময়টা। পরে জানতে পেরেছিলাম, ২ তলাতে বেড ভাড়া নিয়ে রাতে ঘুমানো বা ঝিমানো যায়। 😴

আমি আসার সময় আমার এক কলিগ থেকে তার পুরাতন সিম নিয়ে এসেছিলাম, শুধু রিচার্জ করেছি। সিম দিল্লি যাবার আগেই কলকাতা থেকে কিনা যেতে পারে। দিল্লি এয়ারপোর্টে দাম একটু বেশি নিবে।

কলকাতা থেকে দিল্লি ২ ঘন্টা ১০ মিনিট। ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে নামলাম সকাল ৭ টা ১০ এ। সেখান থেকে 'ওলা ওলা' করে পাহাড়গঞ্জ এর হোটেল। ভারতে উবার আর ওলাওলার রাজত্ব। এপস ডাউনলোড করে নিয়ে যেতে হবে। পাহাড়গঞ্জ একটু ঘিঞ্জি এলাকা। হোটেল এর ভাড়া তুলনামূলক কম। এয়ারপোর্ট থেকে নতুন বা পুরাতন দিল্লিতে এমআরটিরও লাইন আছে।

ভারতে বিশেষ করে জয়পুরে থাকাকালীন সময়ে আমাদের সবচেয়ে কষ্ট হয়েছে খাবারের জন্য। সব জায়গায় ভেজ আর ভেজ। খেতে খেতে একসময় নিজেকে গরু-ছাগল মনে হত। দিল্লির পাহাড়গঞ্জ এর হোটেল ছিল বেড উইথ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে পরটার সাথে আচার! নাথিং এলস! 🙄 সস্তার তিন অবস্তা শুনেছিলাম, এটা তিন না তিনশ অবস্তা। এরপর থেকে আমরা কাছের অন্য রেস্টুরেন্টে নাস্তা করতাম। আমরা হোটেল চেঞ্জ করতে চাইলে ওরা ভাড়া আরো কমিয়ে অফার করল, শেষে ওখানেই থেকে গেলাম। অনেক টুরিস্ট ক্যারোল বাগ থাকে। সেখানকার হোটেলের মান ভাল।

কলকাতা বেড়াতে গেলে মনে হয় না বিদেশ গিয়েছি। কিন্তু দিল্লি যেয়ে মনে হল আসলেই বিদেশে এসেছি। অনেককিছুর মধ্যে আমার বেশি ভাল লেগেছে রাস্তার ট্রাফিক শৃঙ্খলা আর মানুষদের ট্রাফিক আইন মানার প্রবনতা।

দিল্লিতে খুবই সুন্দর এমআরটি সিস্টেম আছে। অনেক মানুষ যাতায়াত করে এই এমআরটিতে। এছাড়া অল্প দুরত্বের জন্য অটো আর অধিক দুরত্বের জন্য উবার বা ওলাওলা। আমরা অটোতে হোটেল থেকে নিউ দিল্লি এমআরটি স্টেশনে যেতাম, সেখান থেকে এমআরটি করে বিভিন্ন টুরিস্ট স্পটে। আমরা মোট ৬ দিন ছিলাম, যা যা দেখলামঃ

★ কুতুব মিনার - এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দদিন আইবেক এর আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে। ভারতীয় মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ। ট্রেনে কুতুব মিনার স্টেশনে নেমে অটোতে রিজার্ভ বা শেয়ারে কুতুব মিনার। এন্ট্রি ফি লোকালদের জন্য ৩০ রুপি আর ফরেনারদের জন্য ৫০০ রুপি। ক্যামেরার জন্য আলাদা টাকা, তবে মোবাইল ক্যামেরা ব্যাবহারে কোন টাকা লাগে নি। অত্যন্ত সুন্দর দর্শনীয় একটা স্পট।

★ রাস্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেইট - এই দুইটা স্থাপনা কাছাকাছি দেখালেও অনেক হাঁটতে হবে। ইন্ডিয়া গেইটে বিশেষ করে ছুটির দিনে হাজারো মানুষের সমাগম হয়। এর মধ্যে বেশিরভাগই লোকাল। এটি ভারতের জাতীয় স্মৃতিসৌধ। ১৯৩১ সালে এই সৌধটি নির্মিত হয়। আগে এর নাম ছিল "অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট"। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলেপাথর ও গ্র্যানাইট পাথরে তৈরি।

★ জামে মসজিদ - 'জামে মসজিদ' এমআরটি স্টেশনে নেমে অটো বা হেঁটেই যাওয়া যায়। সেখানে যোহরের নামাজের সময় হয়ে যাওয়ায় তাও পরে নিলাম। মসজিদের ভেতরের সৌন্দর্য বাইরের চেয়ে কম কিছু নয়। অনেক টুরিস্ট আসে এটা দেখার জন্য।

★ লালকেল্লা - লালকেল্লা এমআরটি স্টেশনে নেমে হেঁটেই যাওয়া যায়। অথবা জামে মসজিদ দেখে হেঁটে বা অটোতে লাল কেল্লা যাওয়া যায়।যমুনা নদীর পাড়ে অবস্থিত এই কেল্লার শুরুতেই পরবে এক সারিতে হাতির দল, এদের কারো আবার ৫ টি শুড়। এটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দূর্গ। যা পরে ব্রিটিশরা একটি সেনানিবাস হিসেবে ব্যাবহার করে। লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ফরেনারদের জন্য এন্ট্রি ফি ৫০০ রুপি।

★ লোটাস টেম্পল - লোটাস বা পদ্দফুল আকৃতির একটি মন্দির। বেশ দৃষ্টিনন্দন। কোন এন্ট্রি ফি নেই। এমআরটি তে কাল্কাজি মন্দির স্টেশনে নেমে হেঁটে বা অটোতে যাওয়া যায়। লাস্ট এন্ট্রি ৫ টা ৩০ মিনিট।

★ হুমায়ুনের সমাধি - এন্ট্রি ফি লোকাল ৩০ আর ফরেনার যথারীতি ৫০০ রুপি। ১৫৬২ খ্রিষ্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু এই সমাধিটি নির্মাণ করান। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারস্য এর স্থপতি মিরাক মির্জা গিয়াস।হুমায়ুনের সমাধিই ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান-সমাধিক্ষেত্র।

★ লোদি গার্ডেন - এটা একটা বিশাল জায়গা জুড়ে সিটি পার্ক। সিকান্দার লোদি সহ অনেকের সমাধি আছে এখানে। এটাকে যথাযোগ্যভাবে রক্ষনাবেক্ষন ও করা হয়। সময় কাটানো আর জগিং করার জন্য আদর্শ জায়গা। লোদি গার্ডেন থেকে বের হয়ে একটু হাঁটলেই 'করিম'স ফুড প্লাজা'। সেখানকার সুস্বাদু ননভেজ খাবার অনেক এনজয় করেছি।

বিভিন্ন শপিং এর জন্য যে জায়গাগুলোতে আমরা গিয়েছি -

★ সরজনি মার্কেট - আমাদের নিউমার্কেট বা গাউছিয়ার মতো। স্ট্রিট শপিং। অল্প দামে বিভিন্ন জিনিস পাওয়া যায়। পিংক লাইনে সরজনি নগর স্টেশনে নামতে হয়। কেনাকাটার জন্য খুব ভাল একটা জায়গা।

★ দিল্লি হাট - সরজনি নগর থেকে হেঁটে দিল্লি হাট। এখানেও সুলভে জিনিসপত্র পাওয়া যায়। এটা বানিজ্য মেলার মতো একটা মেলা। এন্ট্রি ফি ৪০ রুপি।

★ চাঁদনী চক - এটাও আমাদের গাউছিয়ার মতো মার্কেট, ওল্ড দিল্লিতে। বিশেষ করে কাপড়, বিভিন্ন গৃহসামগ্রী, হার্ডওয়্যার আর হরেক রকম লোকাল খাবার পাওয়া যায়। জিনিসপত্রের দাম অনেক সস্তা কিন্তু অনেক দামাদামি করতে হবে। সরু রাস্তা এবং অনেক ভীড় থাকে। জামে মসজিদ থেকে হেঁটেই আসা যায়। এখানকার স্ট্রিট ফুড অবশ্যই ট্রাই করতে হবে।

★ বিগ বাজার - এটা একটা চেইন শপ। মোটামুটি সবকিছুই সুলভ মূল্যে এক ছাদের নিচে পাওয়া যায়। কাল্কাজি মন্দির স্টেশনের কাছের বিগ বাজারে আমরা গিয়েছিলাম।

★ দি গ্রেট ইন্ডিয়া প্লেস - এমআরটি তে ব্লু লাইন এ নইদা সেক্টর ১৮ এ নেমে কিছুটা হেঁটে বা অটোতে যেতে হবে। এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় শপিং মলগুলোর একটি। দেশী এবং বিদেশি রিটেইল শপগুলো এখানে আছে, ফুড কোর্ট আছে। এর খুব কাছেই একটা এমিউজমেন্ট পার্ক আছে, 'ওয়ার্ল্ডস অব ওয়ান্ডার্স '। এন্ট্রি ফি একটু বেশি হলেও বাচ্চাদের নিয়ে যাওয়া যেতে পারে।

★ ডিএলএফ মল - দি গ্রেট ইন্ডিয়া প্লেস এর পাশেই ইন্ডিয়ার আরেকটি বড় শপিং মল। ইন্ডিয়ার মধ্যে ৩য় বৃহত্তর মল। এখানেও অন্যান্য বড় শপিং মলগুলোর মতো সবকিছুই আছে।

★ সিলেক্ট সিটি ওয়াক - ব্রান্ড শপিং এর জন্য এখানে যাওয়া যেতে পারে। এখানে ৫০০ শতাধিক ভারতীয় আর আন্তর্জাতিক ব্রান্ডের প্রায় ১৮০ টি কাপড় এর দোকান আছে। বেশ কয়েকটি উন্নতমানের ফুড কোর্টও আছে।

খাওয়া-দাওয়াঃ

খাবার আমরা যখন যেখানে পেরেছি সেখানেই খেয়েছি। পান্দারা মার্কেট এর ফুড কোর্ট খাবারের জন্য উল্লেখযোগ্য। এখানের গুলাটি রেস্টুরেন্ট এ অত্যন্ত সুস্বাদু ভেজ খাবার পাওয়া যায়। খাবারের দাম কম বেশি আমাদের দেশের মতোই।

√ আমার অন্যান্য সকল ভ্রমণ কাহিনী পড়তে চাইলে আমার পেজ এ যেতে পারেন।

[আমরা দেশে বিদেশে যেখানেই যাই, আশেপাশের এলাকা নোংরা করব না।]

🔥🔥HOT OFFER 🔥🔥DUBAI (U.A.E.) VISA✈️✈️
24/04/2024

🔥🔥HOT OFFER 🔥🔥
DUBAI (U.A.E.) VISA✈️✈️

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন💥🌙
10/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন💥🌙

সবাই সর্তক থাকি
18/03/2024

সবাই সর্তক থাকি

good luck to everyone on pohela falgun,.🍂🍃
17/02/2024

good luck to everyone on pohela falgun,.🍂🍃

ইউরোপের ছোট একটি দেশ বেলজিয়াম৷ দেশটি লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং হলেন্ড দিয়ে ঘেরা৷বেলজিয়ামের ছোট একটি শহর ব্রোজ ...
01/02/2024

ইউরোপের ছোট একটি দেশ বেলজিয়াম৷ দেশটি লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং হলেন্ড দিয়ে ঘেরা৷
বেলজিয়ামের ছোট একটি শহর ব্রোজ (Brugge) .
( Dutch উচ্চারন ব্রোখে) !
শহরটি বিখ্যাত চকলেট, বিয়ার, পুরাতন রাজপ্রাসাদ
এবং ছোট ছোট খাল এর জন্য৷ ঘুরে দেখার সুযোগ হয়েছিল পুরো শহরটি!
সাথে ক্যামেরা নেয়া হয় নি ৷ তাই মোবাইল দিয়ে তোলা একটি ছবি শেয়ার দিলাম৷
"The Brugge" and "P.K" মুভির শুটিং অনেকটাই এই শহরে হয়েছে!
বিমান যোগে ঢাকা থেকে ব্রাসেলস এবং সেখান থেকে ট্রেনে অথবা গাড়ি করে Brugge!

(সংগ্রহীত)

As we step into the New Year, let's raise a toast to teamwork, collaboration, and the shared journey ahead....❤️HAPPY NE...
01/01/2024

As we step into the New Year, let's raise a toast to teamwork, collaboration, and the shared journey ahead....

❤️HAPPY NEW YEAR 2024❤️

ফ্লাই কুমিল্লা ভ্রমন কাহিনী- 06ভ্যাটিকান সিটি:পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি রোম শহরের ভেতরেই উঁচু শক্ত প্রাচীর দ...
28/12/2023

ফ্লাই কুমিল্লা ভ্রমন কাহিনী- 06

ভ্যাটিকান সিটি:

পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি রোম শহরের ভেতরেই উঁচু শক্ত প্রাচীর দিয়ে আলাদা করা। ১৯২৯ সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে ভ্যাটিকান সিটি স্বাধীনতা লাভ করে। এই ক্ষুদ্র দেশের আয়তন মাত্র ১২১ একর। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর। ভ্যাটিকানের রাষ্ট্রনেতা হলেন পোপ। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। এই ছোট্ট দেশের জনসংখ্যা মাত্র ৮০০ জন। দেশটির জনগোষ্ঠীর অধিকাংশই ধর্মযাজক, পুরোহিত ও সন্ন্যাসী। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় ১০০। ভ্যাটিকান সিটিতে দেখার জায়গা দুইটি, ভ্যাটিকান মিউজিয়াম এবং ভ্যাটিকান ক্যাথলিক গির্জা।
রোম থেকে সকালে ভ্যাটিকান সিটি দেখার জন্য বের হই। মেট্রোতে জনপ্রতি মাত্র ৩.৫ ইউরো টিকিট কেটে ভ্যাটিকানে পৌঁছে যাই সকাল ৮ টায়। মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিট কাটার গেট খুলে সকাল ৮.৪৫ এ । এতো আগে পৌঁছে যাই তারপরেও দেখি বেশ লম্বা লাইন এবং কিছুক্ষনের মাঝে সেই লাইন বিশাল সর্পিল আকার ধারন করে। ভ্যাটিকান মিউজিয়ামের এন্ট্রি টিকিট অনলাইনে করা যায়, না করে আসাটা বড় ভুল ছিল। লাইনে দাঁড়িয়ে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছি, কিন্তু সার্ভারে ঢোকা যাচ্ছিল না। ভ্যাটিকান মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি জন প্রতি ১৭ ইউরো।
ঢোকার জন্য দুইটা লাইন। যারা অগ্রীম টিকিট করেছে তারা ডান পাশের লাইন দিয়ে ঢুকে যাচ্ছে। আমাদের মতো যারা অভাগা, ভুল করে টিকিট কেটে আসেনি তারা দাড়িয়ে বাম পাশের লম্বা লাইনে। একটু পর দেখলাম কিছুক্ষন পর পর এক-দুইজন লোক এসে বলছে, এই লাইন তিন ঘন্টার আগে শেষ হবে না। দ্রুত যেতে চাইলে জনপ্রতি ৫০ ইউরো করে টিকিট করলে আগে যেতে পারবে। তারা কথার সাথে এটাও বলছে, আমরা কোন টিকিট সেলার না, আমরা জাসট ইনফরমেশন দিচ্ছি। যেহেতু আগেই শুনে এসেছি রোম ফ্রড দিয়ে ভর্তি, তাই এসব লোকের কথা বিশ্বাস হয়নি। তাছাড়া আমরা লাইনের সামনের দিকে ছিলাম, তাই দাড়িয়ে থাকাই শ্রেয় মনে করলাম। অবশ্য তিন ঘণ্টা দাঁড়াতে হয়নি, দেড় ঘণ্টায়ই আমরা টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম ভ্যাটিকান মিউজিয়ামে।
মিউজিয়ামে ঢোকার মুখে যতো পুলিশ আর সিকিউরিটি চেক, ইমিগ্রেশনেও এতো পলিশ থাকেনা। টিকিটের সাথে মিউজিয়ামের একটা ম্যাপ দিয়ে দেয়। বিশাল মিউজিয়াম, যা মনে হলো দেশের অর্ধেকই এই মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার সর্পিল আকারের সিঁড়িটাও বেশ সুন্দর এবং কারুকাজ খচিত। অমূল্য কিছু শিল্পের সমাহার এই জাদুঘর ও আর্ট গ্যালারিতে। বছরের পর বছর ধরে এসব শিল্প সংগ্রহ ও সংরক্ষণ করে রেখেছেন পোপেরা। অনেক ফেমাস রোমান স্কাল্পচারের মাঝে “পিয়েতা” ও দেখলাম তাদের মিউজিয়ামে। বিভিন্ন দেশ থেকে পাওয়া উপহারসামগ্রী অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন গ্যালারীতে। অনেক খুঁজেও বাংলাদেশের পাঠানো কোন উপহার পেলাম না। মিউজিয়ামের ভেতরে একটা বাগান আছে, সেটাও অনেক সুন্দর এবং বিল্ডিংগুলোও বেশ আকর্ষণীয়।
মিউজিয়াম ঘুরে গেলাম সেই বিখ্যাত ক্যাথলিক গির্জা দেখতে। এর নাম হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এটি ক্যাথলিকদের তীর্থস্থান। বিশাল সুন্দর দরজা দিয়ে ঢোকার পর বিশাল এক চত্তর যা ফোয়ারা, ভাস্কর্য দিয়ে সাজানো। অবাক লাগলো যে, গির্জায় প্রবেশ ফ্রি। কিনতু ফ্রি হওয়াতে ঢোকার লাইন দেখে আত্মা কেপেছে। পুরো বিশাল চত্তরের এক মাথা থেকে শেষ মাথা পর্যন্ত চক্রাকার লাইন। বুঝলাম এই লাইন ৪ ঘন্টায় ও শেষ হবেনা। সকালে এক লাইনে দাঁড়িয়ে এত বিশাল মিউজিয়াম দেখে এনার্জি সব শেষ হয়ে গিয়েছিল। তাই এই লাইনে দাড়ানোর সাহস করলাম না। বিখ্যাত এই ক্যাথলিক চার্চ দেখতে না পারার অতৃপ্তি নিয়ে ভ্যাটিকান সিটি থেকে বিদায় নিলাম।

(সংগ্রহীত)

🚫🚫নোটিশ 🚫🚫
05/12/2023

🚫🚫নোটিশ 🚫🚫

Address

3/8, Naya Paltan
Dhaka
1000

Telephone

+8801325062976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Comilla Aviation Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Comilla Aviation Ltd.:

Videos

Share

Category

Nearby travel agencies