Mabrur Air Travels

Mabrur Air Travels Mabrur Air Travels hajj & umrah
(1)

09/11/2023

আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবের ১ বছরের মাল্টিপল বিজনেস ভিসা দিচ্ছি।
প্রয়োজনে যোগাযোগ:-
01920021190 imo what's up
01824-082983

02/11/2023

২০২৪ সালের সরকারি হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা।
গত বছরের প্যাকেজ মূল্য থেকে ৯২,৪৫০ টাকা কম।

**২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা; যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি**১ মার্চ থেকে হজের ভিসা, প্রথম ফ্লাইট ৯ মে; সাধা...
02/11/2023

**২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা; যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি
**১ মার্চ থেকে হজের ভিসা, প্রথম ফ্লাইট ৯ মে; সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।

29/09/2023

ব্রেকিং নিউজঃ পবিত্র মক্কায় হোটেলের লাইসেন্স (তাসনীফ) ছাড়া হাজী রাখা নিষিদ্ধ করেছে সৌদি ট্যুরিজম মিনিস্ট্রি, তাসনীফ ছাড়া সব বিল্ডিং ও হোটেল থেকে বিদেশি সব হাজীদের ৪৮ ঘণ্টার মধ্যে তাসনীফ ওয়ালা হোটেলে স্থানান্তর করতে বলা হয়েছে।

ইতিমধ্যে মিসফালাহ আখের রসের গলি, দাহলা এরিয়ায় অনেক তাসনীফ ছাড়া বিল্ডিং, হোটেল সিলগালা করে দিয়েছে সৌদী পুলিশ,
এসব হোটেল গুলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে খালী করার নির্দেশ দেয়া হয়েছে।

সম্মানিত বাংলাদেশী হজ্জ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানসমুহের মালিক অপারেটর গ্রুপ লিডারগণ আপনাদের কারো যাত্রী তাসনীফ ছাড়া বিল্ডিং এ থাকলে দ্রুত পদক্ষেপ নিন এবং সামনে হোটেল বুকিং করার সময় বিষয়টি মাথায় রাখবেন ।

06/08/2023

আসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ পবিত্র হজ্জ পালন শেষে আমাদের মাবরুর এয়ার ট্রাভেলস এর ২০২৩/২০২৪ এর ওমরাহ পালন এর কার্যক্রম চালু হয়েছে।আমরা নিজেরাই ওমরাহ ভিসা করতেছি। ওমরাহ প্যাকেজ এয়ার টিকেট ওমরাহ ভিসা ও হোটেল সহ সবকিছু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। যোগাযোগ 01920021190

২০২৪ সালের হজের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব সরকার। হজযাত্রীদের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমের ধারাবাহিক রোডম্যাপ প্রক...
06/08/2023

২০২৪ সালের হজের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব সরকার। হজযাত্রীদের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমের ধারাবাহিক রোডম্যাপ প্রকাশ করেছে সৌদি আরব সরকার। তবে ধারাবাহিক রোডম্যাপ বাস্তবায়নের বিষয়টি ভবিষ্যৎ প্রেক্ষিত ও অন্যান্য অবস্হার উপর নির্ভর করবে এবং এ বিষয়ে প্রয়োজনে পরবর্তীতে পরিবর্তন হতে পারে।

নিবন্ধন

21/07/2023

আসসালামু আলাইকুম,

সকল উমরাহ এজেন্সি মালিক,অপারেটরদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে- ১৪৪৫ হিজরীর উমরাহ ব্যাবস্থাপনায় নতুন আপডেট এসেছে।
এবছর বাংলাদেশের উমরাহ ভিসা আবেদনের ক্ষেত্রে ইউজারে পাসপোর্ট আপলোড এর পূর্বে অবশ্যই বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক ব্যাতিত কোন গ্রুপ দিলে তা রিজেক্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ গ্রুপে যদি একজন ও বায়োমেট্রিক ছাড়া থাকে তাহলে পুরো গ্রুপ রিজেক্ট হবে এবং নতুন করে আপলোড করতে হবে।
সুতরাং উক্ত বিড়ম্বনায় না পরে যেকোন গ্রুপ আপলোডের পূর্বে অবশ্যই বায়োমেট্রিক হয়েছে কি না তা নিশ্চিত হয়ে নিবেন।

আলহামদুলিল্লাহ ২০২৩ সালে সম্মানিত হাজী সাহেবদের সুন্দর সার্ভিস দেওয়ার জন্য সৌদি আরবের মোয়াল্লেম এর পক্ষ থেকে আমাদের এজ...
14/07/2023

আলহামদুলিল্লাহ ২০২৩ সালে সম্মানিত হাজী সাহেবদের সুন্দর সার্ভিস দেওয়ার জন্য সৌদি আরবের মোয়াল্লেম এর পক্ষ থেকে আমাদের এজেন্সি Mabrur air travels HL 974 এর সম্মানিত স্বত্বাধিকারী হাফেজ মাওলানা হানজালা বিন জোবায়ের সাহেব কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।❤️❤️❤️

11/07/2023
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সম্মানিত হাজীরা দেশে ফিরে এসেছেন।
05/07/2023

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সম্মানিত হাজীরা দেশে ফিরে এসেছেন।

27/06/2023

আলহামদুলিল্লাহ মাবরুর এয়ার ট্রাভেলস এর সম্মানিত হাজি সাহেবরা আরাফাতে ফজর এর নামাজ জামাতের সাথে আদায় করছে কিছু হাজি সাহেব এখনো আরাফাত এর পথে আছেন।

আলহামদুলিল্লাহ মাবরুর এয়ার ট্রাভেলস এর সম্মানিত হাজি সাহেবরা আরাফাত এর তাবুতে এসে পৌছেছে
27/06/2023

আলহামদুলিল্লাহ মাবরুর এয়ার ট্রাভেলস এর সম্মানিত হাজি সাহেবরা আরাফাত এর তাবুতে এসে পৌছেছে

26/06/2023

আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেবরা আরাফাত এর উদ্দেশ্যে রওয়ানা করলো

26/06/2023

আরাফাতের বাস এর অপেক্ষায় আমাদের হাজি সাহেবরা

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজীরা মিনার ময়দানে অবস্থান করছেন।
26/06/2023

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজীরা মিনার ময়দানে অবস্থান করছেন।

Night view of Mina in   days.
25/06/2023

Night view of Mina in days.

23/06/2023
সম্মানিত হাজীদের জন্য জমজমের পানি।
23/06/2023

সম্মানিত হাজীদের জন্য জমজমের পানি।

23/06/2023

সম্মানিত হজ যাত্রীরা এখন সৌদি আরবে অবস্থান করছেন। যে ফ্লাইটগুলি তাদেরকে নিয়ে সৌদি আরব যায় সেগুলি বাংলাদেশে আসার সময় খালি আসে। গত কয়েক বছর ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ খালি ফ্লাইটগুলিতে জমজমের পানি নিয়ে এসে জমা করতে থাকে। ফলে হজ শেষে বাংলাদেশে ফেরার সময় বিমানের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়ে আনতে হয় না। বাংলাদেশগামী ফ্লাইটে কেবিন ক্রু সম্মানিত হাজীদের প্রত্যেকের হাতে একটি করে টোকেন দেন। বাংলাদেশে পৌছে ইমিগ্রেশন এবং লাগেজ সংগ্রহ শেষ করার পর ঐ টোকেনটি জমা দিলেই প্রত্যেক যাত্রী পাচ লিটারের জমজমের পানির একটি বাক্স পেয়ে যান।

বিমান এ পদ্ধতি অনুসরণ করলেও সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়েই আনতে হত। এতে করে শেষের দিকের ফ্লাইটে আসা অনেক যাত্রী বাংলাদেশে পৌছে জমজমের পানি পেতেন না। তবে এখন সৌদি এয়ারলাইন্সও বিমানের মতই তাদের খালি ফ্লাইটে জমজমের পানি নিয়ে এসে বাংলাদেশে জমা করেছে। অর্থাৎ এখন বিমানের মত সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকেও বাংলাদেশে ফেরার সময় লাগেজের সাথে জমজমের পানি বুকিং দিতে হবে না। ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেটে বিমানবন্দরে পৌছে টোকেন জমা দিয়ে তারা প্রত্যেকে পাচ লিটারের পানির বাক্স গ্রহণ করবেন।

এভাবে নিয়ে আসা জমজমের পানির বাক্স পর্যাপ্ত। অল্প কিছু সংখ্যক বাক্স পরিবহনের সময় ফেটে নষ্ট হতে পারে। সে বিবেচনায় কিছু বাক্স অতিরিক্ত আনা হয়। ফলে কোন হাজী পানি পাবেন না, এমন আশঙ্কা ইনশাল্লাহ আর নেই।

সৌদি সরকার তাদের নির্ধারিত ৫ লিটারের বাক্স ছাড়া আর কোন অবস্থাতেই লাগেজের সাথে জমজমের পানি আনতে দেয় না। কেউ লাগেজে ভরে পানি আনার চেষ্টা করলে তা স্ক্যানিংয়ে ধরা পড়বে এবং লাগেজ খুলে পানি ফেলে দেওয়ার পর তা উড়োজাহাজে তুলতে দিবে।

একইভাবে অনেকে লাগেজে কাচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটাও নিষিদ্ধ। মাংসের বরফ দ্রুত গলে গিয়ে রক্ত বের হয়ে পড়ে এবং কোন কারণে লাগেজ পাঠাতে দেরি হলে রক্ত পচা দুর্গন্ধে বিমানবন্দরের পরিবেশ দুর্বিসহ হয়ে ওঠে। সম্মানিত হাজীদের মনে রাখতে হবে আমরা যেন সৌদি সরকারের বিরক্তি সৃষ্টির মত কোন কাজ না করি।

পরম করুণাময় সকল হজযাত্রীর হজকে কবুল করুন। তাদের সকলকে হজ শেষে সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুন। কপি পোস্ট

সম্মানিত হাজীদের মদিনায় জিয়ারার বাস।
20/06/2023

সম্মানিত হাজীদের মদিনায় জিয়ারার বাস।

আমাদের সম্মানিত হাজীরা।
20/06/2023

আমাদের সম্মানিত হাজীরা।

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন।
15/06/2023

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন।

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজিরা আজকে মদিনায় গেছেন।
14/06/2023

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজিরা আজকে মদিনায় গেছেন।

13/06/2023

আমাদের সম্মানিত হাজিরা খেজুর হাদিয়া দিচ্ছেন।

সম্মানিত হাজিরা।
13/06/2023

সম্মানিত হাজিরা।

মাবরুর এয়ার ট্রাভেলস এর সম্মানিত হাজীদের ট্রেনিং এর সময়।
09/06/2023

মাবরুর এয়ার ট্রাভেলস এর সম্মানিত হাজীদের ট্রেনিং এর সময়।

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজীদের মক্কার জিয়ারা হলো খুব সুন্দর ভাবে।
07/06/2023

আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হাজীদের মক্কার জিয়ারা হলো খুব সুন্দর ভাবে।

Address

3/4A Purana Paltan Sabbir Tower (5th Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801920021190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mabrur Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mabrur Air Travels:

Videos

Share

Category

Travel with IATA Agency

Flights | Holiday Packages | Tours | Visa Assistance | Corporate & Group Tours Phone: +88029563776 Mobile: +88 | +8801920021190 | +8801912887666 | +8801949056515 | +8801824082983


Other Travel Agencies in Dhaka

Show All