03/04/2022
*ঈদের ছুটিতে- নেপাল গ্রুপ ট্যুর-*
------------------------------------------------------------
ঘুরে আসুন হিমালয়ের কন্যা নেপাল।
ইনশাআল্লাহ এবার ঈদের ছুটিতে আমরা আবারো যাচ্ছি নেপাল, নতুন আরেকটা গ্রুপ নিয়ে। আমাদের এবারের পেকেজেও থাকছে ২ রাত - পোখারা এবং ১ রাত-কাঠমুন্ডু। সাথে থাকছে নাগরকোট সূর্যাস্ত দেখা এবং চন্দ্রগীরিতে কেবলকার রাইড।
*------ আনন্দ আপনার--দ্বায়ীত্ব আমাদের ..!!*
*🌔৩ রাত- ৪ দিন☀️*
----------------------------------
*ভ্রমণ তারিখঃ ০৫ থেকে ০৮ই মে-২০২২*
জনপ্রতি খরচঃ ৩৯,৯৯৯/- মাত্র।
এজেন্সি পেমেন্টঃ ৩৮,৯৯৯/-
কাঠমুন্ডু হোটেলঃ হোটেল ইয়াত্রি সুইট এন্ড স্পা।
পোখারাঃ হোটেল আইসলেন্ড (সুইমিংপুল সহ)
অথবা সিমিলার ক্যাটাগরির হোটেল।
*প্যাকেজ এ যা কিছু অন্তর্ভুক্তঃ-*
------------------------------------------------
✅ বিমান রিটার্ন টিকেট (ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা)।
✅ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস।
✅ ওয়েলকাম ড্রিংকস।
✅ পোখারাতে ২ রাত যাপন।
✅ কাঠমুন্ডুতে ১ রাত যাপন।
✅ সকল খাবার হালাল (ব্রেকফাস্ট ও লাঞ্চ+ডিনার)
✅ ডাবল/টুইন/ত্রিফল শেয়ারিং রুম।
✅ ৩/৪ স্টার হোটেল একোমোডেশন।
✅ ১৫ সিট হাইস-এসি গাড়িতে ভ্রমণ।
✅ পার্কিং এবং টোল ফি।
✅ এন্ট্রি ফি।
✅ হিন্দি ও ইংলিশ স্পিকিং ড্রাইভার।
✅ ২৪ ঘন্টা সাপোর্ট কাঠমান্ডু সিটি অফিস কর্তৃক।
✅ লোকাল ও সরকারি ট্যাক্স।
✅ ক্যাবল কার রাইড।
✅ টুরিস্ট ভিসা প্রসেসিং।
✅ CCMCC নেপাল পাস।
*প্যাকেজ এ যা কিছু অন্তর্ভুক্ত নয়ঃ-*
------------------------------------------------------
❌ সফট ও হার্ড ড্রিংকস।
❌ ব্যাক্তিগত খরচ। (যেমন প্যারাগ্লাইডিং এন্ট্রি ফি)
❌ এছাড়া অন্যান্য খরচ যা যা উল্লেখ্য নেই।
বুকিং এর জন্য যোগাযোগঃ
*New Dhaka Hilidays*
(Your life time partner)
+8801719485925
+8801517818209 (Hotline)
📧[email protected]
*ভ্রমণ বিস্তারিতঃ*
------------------------------
*১ম দিনঃ ০৫ই মে-২০২২*
আমরা সকাল ১০ টা বাজে ঢাকা থেকে কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওয়ানা হবো বিমান বাংলাদেশ এয়ারলাইনসে। ১ ঘন্টা আকাশ পথ ভ্রমণের পর কাঠমুন্ডু পৌছে, ইমিগ্রেশন শেষ করে পোখারার উদ্দেশ্যে রওয়ানা হবো। পথিমধ্যে দুপুরের খাবার খেয়ে আবার রওয়ানা হবো। পথের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে পোখারায় পৌছ যাবো। তারপর হোটেলে চেন ইন করে কিছু সময় বিশ্রাম নিব। সন্ধায় ব্যাক্তিগত সময় কাটাবো। এবং রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যাবো।
*২য় দিনঃ ০৬ই মে-২০২২*
ভোর ৫ঃ৩০ ঘুম থেকে উঠে চলে যাবো সারানকোটে সূর্যদয় দেখার জন্য। মনমুগ্ধকর সূর্যাদয় দেখে হোটেলে ফিরে সকালের নাস্তা করবো। তারপর যারা প্যারা গ্লাইডিং করতে চান, তাদেরকে নিয়ে আমরা প্যারাগ্লাইডিং পয়েন্টে চলে যাবো। তারপর দুপুরের খাবার খেয়ে বিকেলের সাইটসিনে যাবো বৌদ্ধিস্ট স্টুপা, ফাওয়া লেক, দেভিস ফল, দেভিস কেভ দেখবো। সন্ধায় হোটেলে ফিরে ফ্রি টাইম ইন্জয় করবো। তারপর রাতের খাবার খেয়ে ঘুমাবো।
*৩য় দিনঃ ০৭ই মে-২০২২*
ভোর ৫ টায় ঘুম থেকে উঠে কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওয়ানা হবো। পথিমধ্যে সকালের নাস্তা সেরে পথের দু'ধারের অপরূপ সৌন্দর্য্যে দেখতে আমরা পৌঁছে যাবো কাঠমুন্ডু। হোটেলে চেক ইন করে করোনা টেস্ট এর নমুনা দিয়ে দুপরের খাবার খাবো। তারপর চলে যাবো চন্দ্রগীরি ক্যাবল কার রাইড করবো। ক্যাবল কার থেকে কাঠমুন্ডু শহরে ছোট ডিমের আকৃতিতে দেখা যায়। তারপর নাগরকোটে সানসেট দেখার জন্য যাবো। আকর্ষনীয় সানসেট দেখে মার্কেটে যাবো শপিং করতে। শপিং সেরে রাত ৯ টায় রাতের খাবার খেয়ে ঘুমাবো।
*৪র্থ দিনঃ ০৮ই মে-২০২২*
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করবো। তারপর সবাই সবার বেগেজ নিয়ে এয়ারপোর্টে যাবো। তারপর ফ্লাইট করে ঢাকায় পৌছাবো। এভাবেই শেষ হবে আমাদের নেপাল টুর।
*বুকিংয়ের শেষ তারিখ- ০৮ই এপ্রিল, ২০২২*