30/12/2023
*************পাসর্পোট সংক্রান্ত পরামর্শ***************
বর্তমানে স্থায়ী ঠিকানা সঠিক ভাবে না দেওয়ার কারনে এসবিরা নেগেটিভ দিচ্ছে। যারা পাসর্পেোট করতে দিচ্ছেন তাদের ভাষ্য হচ্ছে আমার এনআইডিতে তো এই ঠিকানা আছে তাহলে কেন নেগেটিভ দিচ্ছে? অথবা আমার বাড়ির হোল্ডিংয়ে/সাইনবোর্ডে তো এই ঠিকানা দেওয়া আছে কেন নেগেটিভ দিচ্ছে?
তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যে ঠিকানাটা ব্যবহার করছেন সেই ঠিকানার স্থায়ী প্রমান আপনার কাছে কি আছে, যেমন যে ঠিকানাটা ব্যবহার করবেন সেই ঠিকানার বিদ্যুৎ বিল/পানির বিল/হোল্ডিং টেক্স/নামজারী কোন নাম্বারে আছে সেই নাম্বারটাই দিবেন। আপনার এনআইডি কার্ডে কোন ঠিকানা দেওয়া আছে সেটা এসবি বা পুলিশ ভ্যরিফিকেশনে আসলে দেখবে না আপনার বিদ্যুৎ বিল/পানির বিল/হোল্ডিং টেক্স/নামজারী কোন নাম্বারে আছে সেটা দেখবে। সুতরাং এনআইডি কার্ডে কি আছে সেটা দেখে কখনোই ফরম পুরন করবেন না ফরম পুরন করবেন বিদ্যুৎ বিল/পানির বিল/হোল্ডিং টেক্স/নামজারী কোন নাম্বারে আছে সেটা নিশ্চিত হয়ে তাহলে আপনি পাসর্পেোট নিয়ে কোন রকম ঝামেলায় পরবেন না।
What's app :- 01624472030